আমতলীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। আমতলী সরকারী কলেজ মাঠে শুক্রবার সকালে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান,

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম, ওসি মো. শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া।

বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান কবির, মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাষ্টার, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান প্রমুখ।

আমতলীতে মহান স্বাধীনতা দিবস পালন

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মূরালে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা, দোয়া মোনাজাত, প্রীতি ফুটবল ও নারীদের জন্য চেয়ারে বসা প্রতিযোগীতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ।

শুক্রবার সকালে সুর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় উপজেলা পরিষদ এবং পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং মূরালে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।

পরে আমতলী সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম, ওসি মো. শাহ আলম হাওলাদার,

উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসা. তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া।

বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান কবির, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান প্রমুখ।

আমতলীতে ১০১ পাউন্ড ওজনের কেক কেটে জাতির জনকের জন্মশত বার্ষিকী পালন

আমতলী প্রতিনিধি॥
আমতলীতে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও আমতলী পৌরসভার উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) পালন করা হয়েছে।

বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল পৌরসভা চত্ত্বরে জাতির জনকের মুর‌্যালে এবং উপজেলা পরিষদের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বর্নাঢ্য র‌্যালী, ১০১ পাউন্ড ওজনের কেক কাটা, আলোচনা সভা, চিত্রাঙ্গন প্রতিযোগীতা ও আলোচনা সভা।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভুমি) নিশাত তামান্না,ওসি মো. শাহ আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট এমএ কাদের মিয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসা তামান্ন আফরোজ মনি, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু প্রমুখ।

বরগুনায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

বরগুনায় হঠাৎ করে পানি বাহিত ডায়রিয়ার রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বরগুনা জেনারেল হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ ১মার্চ থেকে বিগত দিনের তুলনায় ব্যাপক বৃদ্ধি পাওয়ায় করোনার রোগীসহ অন্য সাধারণ রোগীদের চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।

ডায়রিয়া ওয়ার্ড ছাড়িয়ে বরগুনা জেনারেল হাসপাতালের মেঝেতে ডায়রিয়া রুগীরা আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ১ মার্চ থেকে আজ বেলা ১২টা পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতালে ৪৮১ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে।

রবিবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত জেনারেল হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যমতে ৮৩ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন। বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এভাবে ডায়রিয়ার রোগীর চাপ ইতোপূর্বে কখনো হয়নি। এখনই হাসপাতালে স্যালাইনের সংকট সৃষ্টি হচ্ছে। স্থান সংকুলান হচ্ছে না। জনবল সংকটের মধ্য একদিকে করোনায় আক্রান্তদের সেবা দেয়ার পাশাপাশি আমাদেরকে সাধারণ ও রোগিদের সেবা দিতে হচ্ছে।

ডায়রিয়া পরিস্থিতি দেখতে আজ বরগুনায় আসেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস। এসময় তিনি সাংবাদিকদের বলেন, দূষিত পানি, খোলা খাবার আর গরমের কারণেই হঠাৎ করে ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির কারণ জানার চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বরগুনায় চেয়ারম্যান পদে স্বামী স্ত্রী’র মনোনয়নপত্র দাখিল

বরগুনার বেতাগীতে একই ইউনিয়নে স্বামীর বিদ্রোহী প্রার্থী হিসেবে স্ত্রী’র মনোনয়নপত্র দাখিল করেছে রিটানিং কর্মকর্তা মো. সহিদুল ইসলামের কাছে।

জানা গেছে, প্রথম ধাপের ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উপজেলার ৪ নম্বর মোকামিয়া ইউনিয়ন থেকে বর্তমান ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র মো. মাহবুব আলম সুজন মল্লিক মনোনয়নপত্র দাখিল করেছেন। একই সাথে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তঁর স্ত্রী জিনাত জাহান মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া এ ইউনিয়নের আওয়ামী লীগ থেকে জালাল গাজী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজী নফিজুর রহমান চুন্নু ও আমজাদ হোসেন খানসহ ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
তবে ওই ইউনিয়নের একাধিক ভোটার জানান, যখন মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রত্যাহার না করলে ধরে নিতে হবে একে অপরের বিদ্রোহী প্রার্থী।

এ বিষয় স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম সুজন মল্লিক বলেন, ‘ কোন কারণে আমার মনোনয়নপত্র বাতিল হলে স্ত্রী জিনাত জাহান নির্বাচন করবে। ‘
অপর স্বতন্ত্র প্রার্থী জিনাত জাহানের সাথে ফোনে পাওয়া যায়নি।

ঋণ খেলাপির দায়ে নলছিটিতে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঋণ খেলাপির অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর সিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন।

তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ব্যাংকে ঋণ খেলাপি থাকায় কুশঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর সিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন।

তিনি আরও জানান, কুশঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজনের প্রার্থীতা বৈধ হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর সিকদার বলেন, ব্যাংকের ঋণের পুরো টাকা পরিশোধ করা হয়েছে। আশা করছি আপিলে প্রার্থীতা ফিরে পাবো।

প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল নলছিটি উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বেতাগীতে চেয়ারম্যান পদে ২৮ জনের মনোনয়নপত্র দাখিল

বরগুনার বেতাগীতে আসন্ন প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার (১৮ মার্চ) ছিল দাখিলের শেষ দিন। উপজেলার ৭টি ইউনিয়নে শুধু চেয়ারম্যান পদেই দলীয়, বিদ্রোহী ও স্বতন্ত্র ভাবে মনোনয়ন দাখিল করেছেন ২৮জন ফলে বিদ্রোহীর আশঙ্কায় রয়েছেন আওয়ামীলীগ থেকে মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা। এছাড়া সংরক্ষিত আসনে ৮৬ এবং সাধারণ ইউপি পদে ২৩৮ জনসহ সর্বমোট ৩২৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আসন্ন ইউপি নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী না দেয়ায় আ’লীগের জন্য যতটা সুযোগ ছিলো তা নিজ দল থেকে বিদ্রোহীতার কারনে অনেকটাই বেস্তে যাচ্ছে বলে মনে করছেন উপজেলার ক্ষমতাশীল দলের একংশের জ্যাষ্ঠ নেতৃবৃন্দরা। কারণ প্রতিটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রথম ধাপে বেতাগী উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলার বিবিচিনি, বেতাগী(সদর), হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সরষিামুড়ি ইউনিয়নে আগামী ১১ এপ্রিল ভোটগ্রহন হবে। এসব ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো ১৮ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

বিএনপি ইউপি নির্বাচনে প্রার্থী বাছাই না করলেও আওয়ামী লীগ উপজেলার ৭টি ইউনিয়নেই দলীয়ভাবে প্রার্থী মনোনীত করেছেন বিবিচিনি ইউনিয়নে নওয়াব হোসেন নয়ন, বেতাগী(সদর) হুমায়ন কবির খলিফা, হোসনাবাদে খলিলুর রহমান, মোকামিয়া গাজী জালাল আহম্মেদ, বুড়ামজুমদারে সৈয়দ গোলাম রব,কাজিরাবাদে মোশাররফ হোসেন, সরিষামুড়িতে ইমাম হাসান শিপন জোমাদ্দার। তবে এই ৭টি ইউনিয়নের ৫টিতে বর্তমান চেয়ারম্যানদেরই আ’লীগ থেকে মনোনীত করা হয়েছে। শুধুমাত্র মোকামিয়া ও বেতাগী সদর ইউনিয়নে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে প্রত্যেক ইউনিয়নেই একাধিক বিদ্রোহী প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থীদের প্রতিযোগীতা শুরু হয়েছে। ইতোমধ্যে এর রেশ দেখা দিয়েছে দাখিলের দিন।

বেতাগী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭ ইউনিয়নে শুধু চেয়ারম্যান পদে অংশগ্রহন করার জন্য আ’লীগ, বিদ্রোহী, স্বতন্ত্র ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোট ২৮জন প্রার্থী দাখিল করেছেন।

তারা হলেন, বিবিচিনি ইউনিয়ন থেকে ৩জন- বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ থেকে মনোনীত নওয়াব হোসেন নয়ন, বিদ্রোহী ও স্বতন্ত্রভাবে আনেচুর রহমান, এসএম নজরুই ইসলাম, বেতাগী সদর থেকে ৪জন- আ’লীগের হুমায়ন কবির খলিফা, আল-মামুন, খ.ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল, মিজানুর রহমান, হোসনাবাদ থেকে ২জন- আ’লীগের খলিলুর রহমান ও হাফিজুর রহমান, মোকামিয়া থেকে ৫জন- আ’লীগের গাজী জালাল আহম্মেদ, মাহবুব আলম সুজন মল্লিক, গাজী নফিজুর রহমান চুন্নু, আমজাদ হোসেন খান ও দিনাত জাহান, বুড়ামজুমদার থেকে ৫জন- আ’লীগের সৈয়দ গোলাম রব শুক্কুর মীর, রেজাউল কবির, মোস্তাফিজুর রহমান মিলন, মঞ্জুরুল হাসান, মো. মোস্তাফিজুর রহমান, কাজিরাবাদ ইউনিয়ন থেকে ৬জন-আ’লীগের মোসারেফ হোসেন, লুৎফর রহমান, আ. রাজ্জাক, আশ্রাফ আলী, কামাল হোসেন, সাব্বির আহম্মেদ, ও সরিষামুড়ি ইউনিয়ন থেকে ৩জন- আ’লীগের ইমাম হাসান শিপন জোমাদ্দার, ইফসুফ শরিফ, রেজাউল করিম সহ মোট ২৮ জন প্রার্থী দাখিল করেন।

বরগুনায় ৪ হরিণ শিকারি আটক

বরগুনায় ৪ হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে শিকারিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, বরগুনা জেলার তালতলী উপজেলার সখিনা গ্রামের হারুন মুসুল্লির ছেলে এনায়েত মুসুল্লি (৩৭), শাহ আলম হাওলাদারের ছেলে আউয়াল হাওলাদার (২০), সোনাকাটা গ্রামের আতাহার শিকদারের ছেলে রহিম শিকদার (৪০) ও ফরহাদ শিকদার (২১)। হরিণ শিকারের প্রস্তুতিকালে বুধবার কচিখালী অভয়ারণ্যের পক্ষিদিয়া চর থেকে তাদের আটক করা হয়। ইঞ্জিনচালিত নৌকা, হরিণ ধরা ফাঁদসহ বিভিন্ন মালামাল তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে।

শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, হরিণ শিকারের প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে বুধবার (১৭ মার্চ) সকালে পক্ষিরদিয়া চরে অভিযান চালান কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা। এসময় তাদের দেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চার শিকারিকে আটক করা হয়।

এসময় শিকারিদের কাছ থেকে ইঞ্জিনচালিত দুটি নৌকা, ৩০০ ফুট নাইলনের দড়ির ফাঁদ, দুটি মাছধরা জাল, দুটি সোলার প্যানেল এবং একটি দা-সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

বরগুনার পাথরঘাটায় ৯২ পিচ ইয়াবাসহ একযুবকে আটক করেছে পাথরঘাটা কোষ্টগার্ড।মোস্তফা(৪০) কে ৯২ পিচ ইয়াবাসহ আটক করেন এবং রাত ১১ টারদিকে এর সত্যতা নিশ্চিত করেনকোষ্টগার্ড।আটক মো. মোস্তফা উপজেলার কাঠালতলী ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত আহম্মদ মুন্সি ছেলে।

পাথরঘাটা বিসিজি স্টেশান পাথরঘাটার স্টেশান কমান্ডার লেঃ ফাহিম শাহরিয়ার (এক্স), বিএন জানান,তার নেতৃত্বে বিসিজি স্টেশান পাথরঘাটার সদসস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী মোঃ মোস্তফা (৪০) কে ৯২ পিচ ইয়াবাসহ আটক করা হয় ।
মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।
পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

বরগুনায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

বরগুনায় ৩১ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা শহরের লাকুরতলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরগুনা থানার ফুলঝুরি ইউনিয়ন ফ্যারাচোরা গ্রামের বাসিন্দা মৃত আদম আলী হাওলাদারের ছেলে মো. রিপন হাং (৪৮) এবং তার স্ত্রী পারভীন আক্তার (৩৫)।

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আ. রব মিয়ার ভাড়াটিয়ার বাসায় তল্লাশি চালায় পুলিশ। এসময় ওই বাসার একটি কক্ষ থেকে ৩১ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভাড়াটিয়া রিপন ও তার স্ত্রী পারভীন আক্তারকে আটক করে পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। সেই সাথে মাদক নিয়ন্ত্রণে বরগুনা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।