গাজায় ইসরায়েলি হামলায় ১২০ সাংবাদিক নিহত

ডেস্ক রিপোর্ট :
ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে তিন মাসের বেশি সময়ের এই যুদ্ধে ১২০ জন সাংবাদিক নিহত হয়েছেন।

নতুন নিহত সাংবাদিকের নাম ইয়াদ আহমাদ আল-রাওয়াগ। তিনি সাউত আল-আকসা রেডিওর উপস্থাপক ছিলেন।

এক বিবৃতিতে আল-আকসা রেডিও জানিয়েছে, গত শুক্রবার নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইয়াদ আহমাদের বাড়ি নিশানা করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় তিনি ও তার পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন।

২০২১ ও ২০২২ সালে সারা বিশ্বে যত সাংবাদিক নিহত হন মাত্র তিন মাসে গাজায় তার চেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় ও আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, ২০২১ ও ২০২২ সালে বিশ্বব্যাপী ১০৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ১২০ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

গাজার জনসংযোগ দপ্তরের দাবি, গাজায় ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েলি সেনারা। যুদ্ধ নিয়ে ফিলিস্তিনি কণ্ঠকে নীরব ও সত্যকে আড়াল করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খবর ও তথ্য পৌঁছাতে বাধা দিতে তারা এসব করছে।

বরিশাল অবজারভার / হৃদয়

বাংলাদেশ সরকারকে অবশ্যই মানবাধিকারে অগ্রাধিকার দিতে হবে : জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট :
টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব নেওয়া বাংলাদেশ সরকারকে অবশ্যই মানবাধিকারে অগ্রাধিকার দিতে হবে। দেশে দমনমূলক প্রবণতা পরিহার করতে হবে এবং অংশগ্রহণমূলক রাজনীতির দিকে ঝুঁকতে হবে। এজন্য বড় ধরনের সংস্কার প্রয়োজন।’ জাতিসংঘের বিশেষজ্ঞরা বুধবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা তুলে ধরেন

বিশেষজ্ঞরা বলেন, ‘ভোটের আগে কয়েক মাস ধরে হাজার হাজার বিরোধী সমর্থককে নির্বিচারে আটক করা বা ভয় দেখানো, সুশীল সমাজ, মানবাধিকারকর্মীদের ওপর হামলা ও হয়রানির খবরে আমরা উদ্বিগ্ন। এসব ঘটনা সাম্প্রতিক নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করেছে।’

বিজ্ঞপ্তিতে বিশেষজ্ঞরা বলেন, ‘নির্বাচনের আগে প্রায় ২৫ হাজার বিরোধী সমর্থককে আটক করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা বলপ্রয়োগ করেছে এবং সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অথচ, এসব সহিংসতার কোনো স্বাধীন তদন্ত হয়নি।’

বিশেষজ্ঞরা আরও বলেন, ‘দেশের প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন প্রক্রিয়ায় আস্থার অভাবে নির্বাচন বয়কট করেছে। ভোটারদের সরকারি দলের সদস্যকে ভোট দিতে চাপ প্রয়োগ করা হয়েছে। এমনকি, ভোট না দিলে নানা ধরনের সহিংস আচরণ এবং সামাজিক সুরক্ষার সুবিধাগুলো হারানোর হুমকি দেওয়া হয়েছে।’

বিশেষজ্ঞরা বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারকে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য বিষয়ে স্বাধীনভাবে তদন্ত করার অনুরোধ জানিয়েছি। বাংলাদেশে বিপজ্জনকভাবে মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও আইনের শাসনের অবনতির জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা কমে যাচ্ছে। এর ফলে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যা সামিাজিক ও আর্থিক উন্নয়নকে ঝুঁকির মুখে ফেলছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা সরকারের নতুন কর্মসূচিতে মানবাধিকারের বিষয়টিকে গুরুত্ব দিতে সংস্কার কাজের আহ্বান জানাই। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে মৌলিক স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণমূলক কাজের চর্চা নিশ্চিত করতে পরিবেশ তৈরির আহ্বান জানাই। এ ধরনের কাজ বিদেশি বিনিয়োগকারীসহ গোটা বিশ্বে এই বার্তা বহন করতে পারে, বাংলাদেশ আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিজ্ঞপ্তিতে বিশেষজ্ঞরা সরকারের প্রতি আটক সুশীল সমাজের নাগরিক ও বিরোধী রাজনীতিকদের অতি দ্রুত নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে জরুরিভাবে সংস্কারকাজের ওপরও জোর দেন তারা। এ ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা ও বৈচিত্রের প্রতি সম্মান প্রদর্শন করে সাংবাদিকদের হুমকি, শারীরিক ও অনলাইন সন্ত্রাস, বিচারিক হয়রানি বন্ধসহ অনুসন্ধানী সাংবাদিকতায় জড়িতদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান জাতিসংঘের বিশেষজ্ঞরা। তারা বলেন, ‘আমরা মানবাধিকার ও আইনের শাসনকে শক্তিশালী করতে বাংলাদেশ সরকারকে সমর্থন ও পরামর্শ দিতে প্রস্তুত রয়েছি।’

বরিশাল অবজারভার / হৃদয়

যুক্তরাষ্ট্রে অসহনীয় ঠান্ডায় ৫৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রে হাড় কাঁপানো শীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ১০টি রাজ্যে এ পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহে কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৩৪ ডিগ্রি ফারেনহাইটে গিয়ে পৌঁছালে জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। মেমফিস, টেনেসির বাসিন্দাদের প্রতি সব সময় পানি ফোটানোর জন্য আহ্বান জানানো হয়েছে এবং নিউইয়র্কের বাসিন্দাদের রাস্তাঘাটে চলাফেরায় বিপজ্জনক কালো বরফের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে । নিউইয়র্কে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তার চাইতেও শীতল আবহাওয়া বিরাজ করছে। এ ছাড়া বাল্টিমোর ও রাজধানী ওয়াশিংটন ডিসিতেও চলছে প্রচণ্ড ঠান্ডার প্রকোপ। খবর গার্ডিয়ানের

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম এবং মধ্য-পশ্চিমাঞ্চলে বিরাজ করছে নিম্ন তাপমাত্রা। এ ছাড়া প্রচণ্ড তুষারপাত ও বরফ ঝড় হচ্ছে দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে। সেই সঙ্গে চলছে হিমশীতল বৃষ্টি ও বাতাসের তাণ্ডব।

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচণ্ড ঠান্ডায় ও সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুধু টেনেসিতেই মারা গেছে ১৯ জন। মেমফিসে এতটাই তুষারপাত হয়েছে, সরবরাহ লাইনে পানি দেওয়া যাচ্ছে না। এখানকার চার লাখেরও বেশি বাসিন্দাকে পানি ফুটিয়ে পান করতে বলা হয়েছে। এ ছাড়া আরও ১০টি কাউন্টিতে পানি ফুটিয়ে পান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, চরম ঠান্ডা আবহাওয়ার কারণে পশ্চিম ভার্জিনিয়াতে অধিবাসীদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে। সেখানে হিমাঙ্কের নিচে ২০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার বিষয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ ছাড়া ওরেগনের উপকূলীয় এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবারের তুষার ঝড়ের পর এই ঘোষণা দেওয়া হয়। সেখানে আরও তুষারপাত ও পরে বরফ গলে পানির প্রবাহের বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

গাজার দক্ষিণাংশে ইসরায়েলের বোমা হামলা

ডেস্ক রিপোর্ট :
গাজা উপত্যকার দক্ষিণাংশে আজ শনিবার (২০ জানুয়ারি) একপাক্ষিকভাবে হামলা ও বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। এদিকে যুদ্ধপরবর্তী সময়ে ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণের লক্ষ্যে নিজেরদের মধ্যে মতবিরোধ নিরসনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনা করেছেন। খবর এএফপির।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজার দক্ষিণে হামাস নিয়ন্ত্রিত এলাকার খান ইউনিস শহরে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এ ছাড়া ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়, আজ শনিবার সকালে গাজার উত্তরে জাবালিয়াতেও ব্যাপক গোলাগুলি চলছে।

এদিকে, গত ২৩ ডিসেম্বরের পর অনুষ্ঠিত প্রথম টেলিফোন আলোচনায় অংশ নিয়েছেন নেতানিয়াহু ও বাইডেন। সম্প্রতি যেকোনো ধরনের ফিলিস্তিনি সার্বভৌমত্বের বিষয়টি নেতানিয়াহু নাকচ করে দেওয়ার পরপরই এই আলোচনা অনুষ্ঠিত হলো। দুই নেতা খান ইউনিস ও হামাস নিয়ন্ত্রিত এলাকায় চলতে থাকা যুদ্ধের বাস্তবতা নিয়েও কথা বলেন।

নেতানিয়াহু বলেন, যুদ্ধ আরও কয়েক মাস ধরে চলতে পারে। তবে দ্বি-রাষ্ট্র তত্ত্বের বিরোধিতা করে দেওয়া তার বক্তব্যের কারণে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে তৈরি হয়েছে মতভেদ।

গতকাল শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর বাইডেন জানান, ইসরায়েলি নেতার তার অবস্থান থেকে সরে আসার সুযোগ রয়েছে। হোয়াইট হাউসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উদ্দেশে বাইডেন বলেন, ‘রাষ্ট্রীয় সমাধানের বিভিন্ন ধরন রয়েছে। জাতিসংঘের এমন অনেক সদস্য দেশ রয়েছে, যাদের নিজস্ব সেনাবাহিনী নেই। সুতরাং আমি মনে করি, কাজ করার এখনও সুযোগ রয়েছে।’

হামাস ও ইসরায়েলের মধ্যে নতুর করে এই সংঘাতের সূত্রপাত হয় গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের মাধ্যমে। এই হামলায় হামাস এক হাজার ১৪০ জনকে হত্যা করে। এদের বেশির ভাগই ছিল বেসামরিক নাগরিক।

এর পাল্টা জবাব দিতে ইসরায়েল গাজায় শুরু করে আকাশ ও স্থলপথের অভিযান।  নির্বিচার বোমাবর্ষণে মারা যায় ২৪ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি, যাদের ৭০ শতাংশই নারী ও শিশু-কিশোর।

বরিশাল অবজারভার / হৃদয়

দিল্লিতে রেড অ্যালার্ট

ডেস্ক রিপোর্ট :
এই শীতে পরপর দ্বিতীয় রাতের মতো ভারতের রাজধানী দিল্লিতে দেশটির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতরাতে দিল্লির উপকণ্ঠের আয়ানগর গ্রামে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দিল্লি ও জাতীয় রাজধানী এলাকায় (এনসিআর) ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার কারণে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। খবর এনডিটিভির।

ভারতের আবহাওয়া বিভাগ আরও জানায়, দিল্লিতে ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজধানীর আশপাশে লোদি রোডে ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সফদারজংয়ে ৩ দশমিক ৬ ডিগ্রি, রিজে ৫ দশমিক ৯ ডিগ্রি এবং পালামে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে দিল্লির দিকে আসা ১৮টি ট্রেন এক থেকে ছয় ঘণ্টা দেরি করে গন্তব্যে পৌঁছে। তাছাড়া ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে বেশকিছু বিমানের ওঠা-নামায় বিঘ্ন ঘটে।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, দিল্লির প্রধান আবহাওয়া স্টেশন সফদারজংয়ে ভোর সাড়ে ৫টায় দৃষ্টিসীমা নেমে আসে ২০০ মিটারে। এ ছাড়া রাজধানীজুড়ে ছিল ঘন কুয়াশা।

দেশটির আবহাওয়া বিভাগ আরও জানায়, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়েও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাছাড়া রাজস্থানে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট।

বরিশাল অবজারভার / হৃদয়

জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট :
জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছয়। যদিও এখন পর্যন্ত সুনামির কোনো সতর্কবার্তা দেয়নি দেশটি। এর আগে বছরের প্রথম দিন সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প দেশটিতে ধ্বংসজ্ঞ চালায়। সেই ঘটনায় এখন পর্যন্ত দুই শাতাধিক প্রাণহানির তথ্য জানিয়েছে দেশটি। খবর হিন্দুস্তান টাইমস।

এদিকে, জাপানের সরকারি পরিসংখ্যান ফরাসি বার্তাসংস্থা এএফপি বলছে, জাপানে নববর্ষের দিন আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মঙ্গলবার মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০২ জনে দাঁড়িয়েছে। এ ভূমিকম্পে ৫৬৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। ইশিকাওয়া আঞ্চলিক সরকারের প্রকাশ করা উপাত্ত থেকে জানা যায়, আগের দিনের ১২০ জন থেকে নিখোঁজ লোকের সংখ্যা ১০২ জনে নেমে এসেছে।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছ, জাপানের সমুদ্র উপকূলে আজ আঘাত হেনেছে ভূমিকম্প। এর মাত্রা রিখটার স্কেলে ছয় দশমিক শূন্য।

বরিশাল অবজারভার / হৃদয়

প্রেমের শাস্তি গুলি করে হত্যার পর কুমির ভর্তি নদীতে ফেলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক :
প্রেম মানে না কোনো বাধা। ইতিহাস বলে, যখন প্রেমের মাঝে বাধা আসে, তখন তা আরও বেশি প্রবল হয়ে ওঠে। এমন অনেক নজির রয়েছে। তবে অনেকের ক্ষেত্রে সেই বাধা বিপত্তি বয়ে আনে। আবার কখনো কখনো জীবনও বিপন্ন হয়। এমন ঘটনার সাক্ষী থাকল ভারতের মধ্যপ্রদেশ। সেখানে পরিবারের আপত্তি সত্ত্বেও প্রেম করায় এক যুগল গুলি করে হত্যার পর কুমির ভর্তি নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, প্রেমের কথা বাড়িতে জানাজানি হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয়েছিল অশান্তি। কিছুতেই পরিবারের লোকজন এই সম্পর্ক মেনে নেয়নি। শেষ পর্যন্ত সম্পর্কের মারাত্মক পরিণতি ঘটে। যুগলকে খুন করে কুমির ভর্তি নদীর পানিতে তাদের মরদেহ ফেলে দেওয়া হয়। পুলিশের জেরার মুখে সে কথা স্বীকারও করেছে তরুণীর আত্মীয়-স্বজন।

ঘটনাটি মধ্যপ্রদেশের মোরেনা জেলার। সেখানকার রত্নবাসাই গ্রামের বাসিন্দা শিবানী তোমর (১৮) এবং বালুপুরা গ্রামের বাসিন্দা রাধেশ্যাম তোমর (২১)। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুলিশ জানিয়েছে, গত ৩ জুন থেকে নিখোঁজ ওই যুগল। যুবকের পরিবারের অভিযোগ, তরুণীর পরিবারের সদস্যেরা দু’জনকেই খুন করেছেন। কারণ তারা প্রথম থেকেই এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন।

গণমাধ্যমের খবরে জানা গেছে, পুলিশ প্রথমে যুবকের পরিবারের অভিযোগ গ্রহণ করতে রাজি হয়নি। যুগল পালিয়ে গিয়েছে বলে বিষয়টি এড়িয়ে যাচ্ছিল তারা। দু’সপ্তাহ পর পুলিশের জেরার মুখে অভিযুক্তরাই স্বীকার করে নেন খুনের কথা। পুলিশকে তরুণীর বাবা রাজপাল সিং তোমর জানান, তারা যুগলকে গুলি করে খুন করেছেন। তারপর চম্বল নদীতে ফেলে দিয়েছেন তাদের মরদেহ।

স্বীকারোক্তির পরই নদীতে মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ডুবুরি নামিয়ে বিপর্যয় মোকাবিলা দল ডেকে মরদেহের খোঁজ চলছে। কিন্তু ওই নদীতে কুমিরের সংখ্যা অনেক বেশি। তাই মরদেহ পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

তরুণীর পরিবারের দাবি, যুগলের জাত ছিল ভিন্ন। তাই এই সম্পর্ক তারা মেনে নেয়নি। যুগলের খুনের সঙ্গে জড়িত পরিবারের অন্তত ১৫ জন। তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে মরদেহের সন্ধানে উঠেপড়ে লেগেছে পুলিশ।

এদিকে, তদন্ত শুরুতে ঢিলেমির যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে।

ঈদুল আজহা ২৮ জুন , সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

ডেস্ক রিপোর্ট :
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির তুমাইয়ের শহর থেকে এই চাঁদ দেখা যায়। এর ফলে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ জুন। আর ২৭ জুন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। খবর আরব নিউজের।

ভারতে ঘূর্ণিঝড় বিপর্যয়ের আঘাত শুরু

ডেস্ক রিপোর্ট :
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ দেশটির গুজরাট রাজ্যের দক্ষিণ-পশ্চিামাঞ্চলের বন্দর শহর জাখাউতে আঘাত হানতে শুরু করেছে। ঘূর্ণিঝড়টি আঘাত হানবার কয়েক ঘণ্টা আগে থেকেই প্রচণ্ড বাতাস আর প্রবল ঢেউ ভারত ও পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে শুরু করে। খবর আলজাজিরার।

ধারণা করা হচ্ছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সিন্ধু প্রদেশের থাট্টা জেলার কেটি বান্দার বন্দরে এবং ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের কুচ জেলায় আঘাত হানতে যাচ্ছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের মুখে ভারত ও পাকিস্তান দুটি দেশের উপদ্রুত এলাকা থেকে হাজার হাজার মানুষকে আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া বিভাগ আজ বৃহস্পতিবার (১৫ জুন) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির তীব্রতা কিছুটা কমে গেছে এবং এটি ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগের তীব্রতা নিয়ে আজ মধ্যরাতেই মূল আঘাত হানতে যাচ্ছে।

দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয় , বৃহস্পতিবার আঘাত হানবে ভারতে

ডেস্ক রিপোর্ট :
দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তারপরও এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা করছে ভারত সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি গুজরাটে আঘাত হানবে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বিপর্যয় ভারতে আঘাত হানবে। ফলে কুচ, দেবভূমি দ্বারকা, জামনগর, পোরবন্দর, রাজকোট, জুনাগঢ় ও মরবি জেলায় তীব্র ঝড়ো হাওয়া বয়ে যাবে। এসময় বাতাসের গতি হতে পারে ১২৫-১৩৫ কিলোমিটার।

তীব্র বাতাসের কারণে গাছপালা উপড়ে পড়তে পারে। বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির শঙ্কাও করা হচ্ছে। এছাড়াও খেতের ফসলের ক্ষয়ক্ষতির শঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বিপর্যয় সৌরাষ্ট্র-কুচ সৌকতে নিকটে আসবে। এসময় ওই এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হবে। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানবে।