কাবাডিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ট্রফি হাতে উঠল বাংলাদেশের। আজ শুক্রবার সন্ধ্যায় পল্টন সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে পিছিয়ে থেকেও কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে স্মরণকালে প্রথমবারের মতো কোনও ট্রফি জিতলো বাংলাদেশ কাবাডি দল।

এদিন টুর্নামেন্টের প্রথমার্ধ খুবই বাজে কেটেছিল স্বাগতিকদের। আফ্রিকার দল কেনিয়া ১৮-১০ পয়েন্টে বিরতিতে গিয়েছিল। এতে প্রথমার্ধের পর দর্শকরা হতাশ হয়ে পড়েছিলেন। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

বাংলাদেশের খেলোয়াড়রা টুর্নামেন্টকে নিজেদের পক্ষে নিয়ে যায় খেলার দ্বিতীয় ভাগে। শেষ পর্যন্ত ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে উপহার দিয়েছে আন্তর্জাতিক ট্রফি।

বরিশালে বঙ্গবন্ধু ক্রিকেট ইভেন্টের উদ্বোধন

বরিশালে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ এর পুরুষ ক্রিকেট ইভেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত গেমসের উদ্বোধন করেন বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর হোসেন খান আলো।

বরিশাল স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত এই গেমসে দেশের ৮টি বিভাগের খেলোয়াররা ৪টি জোন দলে অংশ নিচ্ছেন। ঢাকা বিভাগ ও বিকেএসপি নিয়ে গঠিত জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন, সিলেট ও চট্টগ্রাম বিভাগের খেলোয়ারদের নিয়ে গঠিত চট্টলা ইস্ট জোন, রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে গঠিত বরেন্দ্র নর্থ জোন এবং বরিশাল ও খুলনা বিভাগের খেলোয়ারদের নিয়ে গঠিত চন্দ্রদ্বীপ সাউথ জোন লীগ পর্বে মোট ৬টি ম্যাচে পরস্পরের মোকাবেলা করছে। সেরা দুটি দল আগামী ১০ এপ্রিল বরিশাল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে।

 

সীমিত ওভারের উদ্বোধনী ম্যাচে বরেন্দ্র নর্থ জোন ও চন্দ্রদ্বীপ সাউথ জোন পরস্পরের মুখোমুখি হয়। প্রথম খেলায় টসে জিতে বরেন্দ্র নর্থ জোন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সব শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা ১২টা) বরেন্দ্র নর্থ জোন ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে।

এই খেলার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটের মান আরও উন্নত হবে এবং আগামীর জাতীয় দলের ক্রিকেটার বের হবে আশা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আগামীতে শক্তিশালী ক্রিকেট দলের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পারবে বলে মনে করেন প্রধান অতিথি।

 

এদিকে করোনা মহামারির মধ্যেও বঙ্গবন্ধু গেমসের অনুমতি সরকারের রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সরকারের ১৮ দফা নির্দেশনা তথা স্বাস্থ্যবিধি মেনে গেমস চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

দুই কন্যা সন্তানের পর অবশেষে পুত্র সন্তানের বাবা হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে সোমবার সকালবেলা সাকিব-শিশিরের কোলজুড়ে আসে তাদের তৃতীয় সন্তান। এখন স্ত্রী সন্তানের সঙ্গে সেখানেই অবস্থান করছেন তিনি।

২০১২ সালের ডিসেম্বরের ১২ তারিখে উম্মে হাসান শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই টাইগার ক্রিকেটার। এক এক করে কেটে গেছে ৮টি বছর। এর মধ্যে তাদের ঘর আলো করে এলো তিন সন্তান। আগের দু’জন ছিল কন্যা সন্তান।

বড় কন্যার নাম আলাইনা হাসান অব্রি। জন্ম নেয় ২০১৬ সালে। এরপর গত বছর (২০২০) এপ্রিলে তাদের ঘর আলোকিত করে আসে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান।

তৃতীয় সন্তান আসছে, সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি সাকিব প্রথম দেন গত ১ জানুয়ারির একটি পোস্টে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব তাঁর এবং স্ত্রী শিশিরের একটি ছবি পোস্ট করেন, যাতে বোঝা যাচ্ছিল শিশির সন্তানসম্ভবা। সাকিব তাঁর পোস্টে লিখেছিলেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

বড় কন্যার নাম আলাইনা হাসান অব্রি। জন্ম নেয় ২০১৬ সালে। এরপর গত বছর (২০২০) এপ্রিলে তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই বাংলাদেশ দলের চলতি নিউ জিল্যান্ড সফরে যাননি সাকিব। গত মাসে তিনি যুক্তরাষ্ট্রে যান। সামনেই সাকিব ব্যস্ত হয়ে পড়বেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর (১২/১২/১২) উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। এরপর কেটে গেছে ৮টি বছর। এর মধ্যে তাদের ঘর আলো করে এলো তিন সন্তান। আগের দু’জন ছিল কন্যা সন্তান।

৩৫ লাখ টাকা ব্যায়ে মসজিদ নির্মাণ করলেন সাকিব

মাগুরার কৃতি সন্তান সাকিব আল হাসান নিজ জেলায় মসজিদ নির্মাণ করেছেন। যদিও বিষয়টি নিয়ে সাকিব বা তার পরিবারের কেউ মুখ খুলেননি। কারণ বিষয়টি তারা প্রচার করতে চান না।

জানা যায়, মাগুরা জেলার আলোকদিয়ার বাড়াশিয়া গ্রামে নানার বাড়ি এলাকায় এই মসজিদ নির্মাণ কাজে আনুমানিক ৩০ লাখ টাকা খরচ হয়েছে, যার পুরোটাই সাকিব বহন করেছেন।

এ বিষয়ে সাকিব আল হাসানের বাবা, ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুখ খুলতে রাজি হননি।

মাগুরার কৃতি সন্তান সাকিব আল হাসান নিজ জেলায় মসজিদ নির্মাণ করেছেন। যদিও বিষয়টি নিয়ে সাকিব বা তার পরিবারের কেউ মুখ খুলেননি। কারণ বিষয়টি তারা প্রচার করতে চান না।

জানা যায়, মাগুরা জেলার আলোকদিয়ার বাড়াশিয়া গ্রামে নানার বাড়ি এলাকায় এই মসজিদ নির্মাণ কাজে আনুমানিক ৩০ লাখ টাকা খরচ হয়েছে, যার পুরোটাই সাকিব বহন করেছেন।

এ বিষয়ে সাকিব আল হাসানের বাবা, ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুখ খুলতে রাজি হননি।

নারী ক্রিকেট দিয়ে আনুষ্ঠানিকতা শুরু বাংলাদেশ গেমসের

আনুষ্ঠানিকতা শুরু হলো নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্টের। ক্রিকেট ছাড়াও গেমসের বিভিন্ন ইভেন্ট থেকে উঠে আসা অ্যাথলিটদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানালেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্তারা। সিলেট স্টেডিয়ামের প্রশংসাও ঝরল তাদের কণ্ঠে। এদিকে মাঠের লড়াইয়ে নিগার সুলতানার লাল দলকে ১০ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে সালমা খাতুনের নীল দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নয়নাভিরাম সবুজ গ্রাউন্ডে তিন দলে ভাগ হয়ে দাঁড়ানো নারী ক্রিকেটাররা। লাল-নীল-সবুজ জার্সি পরিহিত সবার পরিচয়, তারা বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য। তবে, এখানে তারা একে অপরের প্রতিপক্ষ। উদ্দেশ্য, নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পদক জয়।

১ এপ্রিল থেকে মূল গেমস শুরু হওয়ার কথা থাকলেও, আন্তর্জাতিক সূচির চাপে মেয়েদের ক্রিকেটটা শুরু হয়ে গেল মাস খানেক আগেই। সে নিমিত্তে ঢাকা থেকে উড়ে আসেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা। বেলুন উড়িয়ে, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন আনুষ্ঠানিকতার। সাধারণত গেমসে টি-টোয়েন্টি ক্রিকেট হলেও মেয়েদের ম্যাচ অনুশীলনের সুবিধার্থে টুর্নামেন্টটি হচ্ছে ৫০ ওভারের জানিয়েছেন তারা।

বিওএ মহাসচিব শাহেদ রেজা বলেন, ‘আমাদের গেমসটা এপ্রিল মাসে শুরু হবে। ১০ তারিখ পর্যন্ত চলবে। কিন্তু মেয়েদের সামনে ব্যস্ততা আছে, তাই তাদেরটা আজ থেকে শুরু হয়ে গেল। এটা দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের অনুশীলনটাও হয়ে যাবে। আমরা বঙ্গবন্ধুকে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই, তাই গেমসকে জেলায় জেলায় আয়োজন করছি।’

এ ধরনের ইভেন্ট যত বেশি হবে ততই বাড়বে দেশের অ্যাথলিটের সংখ্যা। আর এখানে ভালো করারাই একদিন আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করবে বলে আশা বিওএর মহাসচিবের।

শাহেদ রেজা আরও জানান, আমাদের কাজ শুধু গেমস আয়োজন করা না। এখানে যারা ভালো করবে তাদেরকে ভবিষ্যতের পথ দেখানোটাও আমাদের কাজ। আমরা যুব গেমসের পর অ্যাথলিটদের নিয়ে কাজ করেছি। সাফে তারা আমাদের জন্য পদক এনে দিয়েছে। এখান থেকেই আশা করি, অনেক ভালো অ্যাথলিট উঠে আসবে, তারাই সামনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

উদ্বোধনের পরই শুরু হয় প্রথম ম্যাচ। ব্যাট করতে নামেন নিগার সুলতানা জ্যোতির লাল দল। কিন্তু নীল দলের জাহানারা আর সালমা খাতুনের টাইট বোলিংয়ে দিশেহারা হয়ে পড়েন লাল দলের ব্যাটাররা। তাদের দুর্দশা আরও বাড়ে, ফারিহার তৃষ্ণার বোলিংয়ে। ৬ উইকেট নিয়ে তিনি ধসিয়ে দেন লাল দলকে। ৬৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ লাল দল।

জবাবে, ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় নীল দল। মুরশিদা আর ফাহিমা বাউন্ডারির ফুলঝুরি ছোটান সিলেটে। তাদের ব্যাটিং দৃঢ়তায় ১০ উইকেটে জয় পায় সালমা খাতুনের নীল দল।

সাবেক স্বামীকে তালাক দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছি: তামিমা

বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। এখন তার হানিমুনে যাওয়ার সময়। কিন্তু হানিমুনের পরিবর্তে এখন তাকে নববধু তামিমাকে নিয়ে সংবাদ সম্মেলন করতে হচ্ছে। নাসিরের স্ত্রীর সাবেক স্বামী রাকিবের করা মামলা এবং বিভিন্ন অভিযোাগের জবাব দিতে বুধবার, ২৪ ফেব্রুয়ারি স্থানীয় এক হোটেলে এই নবদম্পতি এক সংবাদ সম্মেলন করেন। সেখানে নাসিরের স্ত্রী বলেন- ‘আমি আমার আগের স্বামী রাকিবকে ডিভোর্স দিয়ে নিয়ম মেনেই নাসির হোসেনকে বিয়ে করেছি। আমার সাবেক স্বামী যেসব অভিযোগ করছে তার সবই মিথ্যে। কেবলমাত্র আমাকে হয়রানি করার জন্যই এমন ঘটনা ঘটাচ্ছে সে।’

সংবাদ সম্মেলনে নাসির হোসেন বলেন-‘আমি সব জেনে শুনেই তামিমাকে বিয়ে করেছি। ধর্মীয় রীতি অনুযায়ী আমাদের বিয়ে হয়েছে। তামিমার সাবেক স্বামী এখন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে আমাদের সুন্দর সময়কে নষ্ট করার অপচেষ্টা চলছে। তামিমা এখন আমার স্ত্রী। আর আমার স্ত্রীর সম্মান কেউ হানি করতে চাইলে আমি নিশ্চয়ই চুপ করে বসে থাকবো না। অবশ্যই আইন সম্মত ব্যবস্থা নেবো।’

ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা জানান- ‘আমার আর নাসিরের যে বিয়ে হচ্ছে সেটা প্রায় বছরখানেক ধরে সবাই জানে। আমার সাবেক স্বামীও সেটাও জানে। কিন্তু তারপরও সে শুধুমাত্র ঈর্ষা পরায়ণ হয়েই এখন এমন আচরণ করছে। আমি তাকে সজ্ঞানে অনেক আগেই তালাক দিয়েছি। সেই তালাকের যথাযথ কাগজপত্রও আছে আমার কাছে। আমার স্বামী হয়তো আমার সুখ দেখতে চায়নি। তাই যে নাসিরের সঙ্গে আমার বিয়ে, রিসেপশান এই অনুষ্ঠানগুলোতে একটা বাধা দেওয়ার জন্য এখন বিভিন্ন ধরনের কাহিনী ফেঁদেছে।’

তামিমা বলেন-সাবেক স্বামীর ঘরে তার একটি আট বছরের মেয়ে আছে। সেই মেয়েটি ২০১৯ সাল পর্যন্ত তার (তামিমার) কাছে থাকতো। তারপরও মেয়ের দাদি হঠাৎ করে একদিন আমাদের না জানিয়ে তাকে নিজের কাছে নিয়ে যান।

সংবাদ সম্মেলনে নাসির হোসেন এবং তামিমার আইনজীবিও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা তামিমার আগের স্বামীকে দেওয়াকে ডিভোর্সের যথাযথ দলিলাদি সরবরাহ করেন।

এদিকে তামিমার সাবেক স্বামী রাকিব উত্তরা থানায় এর আগে একটি জিডি করেছিলেন। সেই জিডিতে তিনি অভিযোগ করেন, নাসির হোসেন তার বিবাহিত স্ত্রীকে বিয়ে করেছেন! রাকিব তার সেই অভিযোগে স্থির থেকে এখন নাসির এবং তামিমার বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছেন। পুলিশ তার সেই মামলার তদন্ত করছে।

নাসিরকে নিয়ে বিস্ফোরক দাবি সাবেক প্রেমিকা হুমায়রার

জাতীয় দলের তারকা ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমাকে নিয়ে ফেসবুক লাইভে কথা বলেছেন মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। আজ মঙ্গলবার বিকেলে লাইভে এসে তিনি জানান, আমি অতিষ্ঠ হয়ে গেছি! আমি বাধ্য হয়ে লাইভে আসছি। এর কিছু কারণ আছে… আমি আজ লাইভে আসতাম না, নোংরা একটা ছেলের বিষয়ে কথাও বলতাম না। আমি ভেবেছি নাসির হয়তো ভালো হয়ে গেছে। আমার সাথে সম্পর্কে নাই, এখন হয়তো খেলায় মন দেবে। কিন্তু না, ওতো ঠিক হয়নি! আমি নাসির ও তার বউ তামিমাকে নিয়ে কিছু কথা বলতে চাই। নাসির নষ্ট চরিত্রের একটা মহিলাকে বিয়ে করেছে। নাসিরের জীবনে আরও অনেক তামিমা ছিল। যার চরিত্র যেমন তার কপালে সেরকমই জীবনসঙ্গী জোটে!

হুমায়রা আরও বলেন, আমি শুটিং, শপিং যেখানেই যাচ্ছি সেখানে নাসির ও তার স্ত্রী তামিমার বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। সবাই বলছে আপু নাসির একটা নষ্ট একটা মেয়েকে বিয়ে করছে; এ বিষয়ে আপনি কিছু বলেন। আমি কী বলবো? আমি এর আগেও বলছি- ২০১৮ সালে নাসিরের সাথে আমার সবকিছু শেষ হয়ে গেছে। গত ২ বছর নাসির প্রসঙ্গে আমাকে কোনো কথা শুনতে হয়নি। আবার শুরু হইছে!

বউ-গার্লফ্রেন্ড যেন ভাইগা না যায় : নাসিরের সাবেক প্রেমিকা

বিশ্ব ভালোবাসা দিবসে তামিমা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। আর ১৯ ফেব্রুয়ারি করেন বিবাহোত্তর সংবর্ধনা। তবে অভিযোগ উঠেছে, আগের স্বামী মো. রাকিব হাসানকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা তাম্মি। এমনকি নাসির ও রাকিবের আগে তামিমার ছয় মাসের আরও একটি সংসার ছিল বলেও শোনা যাচ্ছে।

এদিকে, গতকাল দিনভর এসব বিতর্কের পরও রাতেই বিবাহোত্তর সংবর্ধনা সারেন নাসির-তামিমা। বিষয়টি নিয়ে গতকালের পর আজ রবিবারও নাসিরের আলোচিত ‘সাবেক প্রেমিকা’ নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবাহ ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন ফেসবুক লাইভে।

তিনি বলেছেন, ‘আপনারা সবাই আপনাদের বউকে, গার্লফ্রেন্ডকে সাবধানে রাখবেন। যাতে এদিক-ওদিক ভাইগা না যায়। আমি সেদিনও লাইভে এসে আপনাদের বলেছি- আপনাদের বউকে সাবধানে রাখেন, একটু হাড়ির খোঁজ-খবর নেন। আমার পেছনে লেগে কী লাভ? আমি আমার জায়গাতেই থাকবো, কোথাও ভাইগা যাবো না। সো আপনারা আপনাদের বউয়ের দিকে খেয়াল রাখেন, ভাবিরা যাতে এদিক-সেদিক ভাইগা না যায়।’

এর আগে নাসিরের বিয়ের দু’দিন পর ফেসবুক লাইভে এসে সুবাহ ৭ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে বলেন, ২০১৮ সালে নাসিরের সঙ্গে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন ২০২১ সাল। ৭ দিনে মানুষ মরে ভূত হয়ে যায়, আর আপনারা ৩ বছর এক জিনিস মনে রেখেছেন! এর মধ্যে আমি মিডিয়ায় আসলাম, সিনেমা করলাম, গান গাইলাম- এসব তো কেউ দেখেন না। এসব নিয়ে কথা বলেন না। এমনও তো হতে পারে, আমি নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে ভালো আছি।

ঢাকা টেস্ট ছিনিয়ে সিরিজ জিতলো উইন্ডিজ

টেস্ট সিরিজ বাঁচাতে পারল না বাংলাদেশ। সিরিজ হেরে গেল পরিষ্কার ২-০ ব্যবধানে। চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও ওয়েস্ট ইন্ডিজ দাপট দেখালো। ঢাকা টেস্টে জিততে শেষ ইনিংসে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৩১ রানের। কিন্তু বাংলাদেশ অলআউট ২১৩। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতলো ১৭ রানে।

মিরপুরে চতুর্থদিনের শেষ বিকেলে ম্যাচটা দারুণ জমিয়ে দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। সবাই যখন বাংলাদেশের হারের অপেক্ষায় ছিল তখন ব্যাট হাতে জ¦লে উঠেন এই অলরাউন্ডার। ধীরে ধীরে ম্যাচে বাংলাদেশকে ফিরিয়ে আনেন। দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যান। কিন্তু ম্যাচ বাঁচাতে পারলেন না তিনিও। জেরেমি ওয়ারিক্যানের স্পিনে স্লিপে রাকিম কর্নওয়াল ক্যাচটা নিতেই বাংলাদেশের জন্য ম্যাচ শেষ। ২-০ তে টেস্ট সিরিজের ট্রফি জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।

স্পিনার রাকিম কর্নওয়াল যেন একাই ধসিয়ে দিলেন ঢাকা টেস্টে বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করেন এই অফস্পিনার। সিরিজে সবচেয়ে বেশি ১৪ উইকেটের মালিক তিনিই।

চতুর্থদিনের দ্বিতীয় সেশনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১১৭ রানে। প্রথম ইনিংসে ১১৩ রানের লিড যোগ করে ম্যাচে বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজ টার্গেট দেয় ২৩১ রানের।

মিরপুরের স্পিন সহায়ক উইকেটে চতুর্থদিনের দ্বিতীয় সেশনে এই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। তামিম ইকবাল ও সৌম্য সরকারের ওপেনিং জুটিতে যোগ হয় ৫৯ রান। কিন্তু সৌমের আউটের পরপরই যেন উইকেট পতনের নামতা শুরু হলো। তামিম ইকবাল কঠিন এই উইকেটে আক্রমনাত্মক ব্যাটিং বেছে নিলেন। উপায়ও নেই। এই উইকেটে শুধু রক্ষণাত্মক খেললে রেহাই পাওয়ার উপায় নেই। তাই তামিম অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স-এই নীতিতে ব্যাট করলেন। ৪৬ বলে ৫০ রান করে তামিম ফিরে আসার পর দলের বাকিরা যে কেউ আর দাড়াতেই পারলেন না। শেষের দিকে মেহেদি মিরাজের ব্যাটে টিকেছিল বাংলাদেশের চেষ্টা। নাটকীয়ভাবে মেহেদি মিরাজ ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। কিন্তু ফিনিসিং টানলেন যে সেই রাকিম কর্নওয়াল। স্লিপে তার হাতে মিরাজের ক্যাচটাই সিরিজের সমাধান জানিয়ে দিল।

নাজমুল হোসেন শান্ত ফিরলেন ১১ রানে। ভয়াবহভাবে শেষ হলো তার দুই টেস্টের এই সিরিজ। মুশফিকুর রহিম উইকেটের পেছনে ক্যাচ দিলেন ৩০ বলে ১৪ রান তুলে। মোহাম্মদ মিথুন দুই ইনিংসেই ব্যর্থ। এই দফায় করলেন ১০ রান। অধিনায়ক মমিনুলও স্পিনের কাছে হার মানলেন। লিটন দাস স্ট্যাম্পের অনেক বাইরের বলে শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন ২২ রান করে।

তামিম বাদে টপ বা মিডলঅর্ডারের কোন ব্যাটসম্যান ইনিংস লম্বা করতে পারলেন না। চতুর্থদিন ম্যাচে মিরপুরের উইকেটে স্পিন ধরবে-এটা তো জানা কথা। কিন্তু নিজেদের চেনা উইকেটে কেন নবিস এবং অপরিচিতের মতো আচরণ দেখাবেন ব্যাটসম্যানরা?

তারমানে কি টেস্ট সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বিরুদ্ধে ঠিকমতো হোমওয়ার্ক করেনি বাংলাদেশ?

২-০ তে টেস্ট সিরিজ হেরে এখন বাংলাদেশ সেই প্রশ্নের উত্তরই খুঁজছে!

নলছিটিতে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আরিফুর রহমান আরিফ।। ঝালকাঠির নলছিটিতে কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে মুজিব বর্ষ স্যার্টো টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিকঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সরই নিলারভিটা বাজার প্রাঙ্গনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির ঝালকাঠি জেলা কমিটির সভাপতি মাহতাব হোসেন টিটু, ঝালকাঠি জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো.জাকারিয়া রহমান জিহাদ।

এছাড়া উপস্থিত ছিলেন কুলকাঠি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, যুবলীগ নেতা মনজুরুল আলম , ইউপি সদস্য মাহমুদ আলী লিটন, জালাল মল্লিক,সাবেক ইউপি সদস্য বেল্লাল মোল্লা, মহিলা ইউপি সদস্য বেবি বেগম,সহকারী শিক্ষিকা বিথী রহমান,ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাসুম, ছাত্রলীগের সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক সোলাইমান শরীফ টিপু প্রমুখ।