২০৩১ সালে ভারতের সাথে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশে

২০৩১ এ ওয়ানডে বিশ্বকাপ ভারতের সাথে যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ। এছাড়া ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের মধ্য দিয়ে বৈশ্বিক আসর ফিরছে পাকিস্তানে।

২০২৪ থেকে ৩১ পর্যন্ত পরবর্তী আট আসরের ভেন্যু চূড়ান্তের ঘোষণা এসেছে আইসিসির সভায়। যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজ একত্রে করবে ২০২৪ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। ২৫ এ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে। পরের বছর ভারত আর শ্রীলংকা যৌথভাবে করবে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি।

২৭ এ ওয়ানডে বিশ্বকাপ আফ্রিকার তিন দেশে। পরের বছর তাসমান সাগর পাড়ের দুই দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ ওভারি ক্রিকেটের বিশ্বকাপ। ২০২৯ এ হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক একক ভাবে ভারত। ৩০ সালে ইংল্যান্ড আর স্কটল্যান্ডে একসাথে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এর পরই ২০৩১ এ ওয়ানডে বিশ্বকাপের মেগা ইভেন্ট বাংলাদেশে, সহআয়োজক ভারত।

তীরে গিয়ে তরী ডুবল টাইগারদের

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে আজকের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। তবে ক্যাচ মিসের কারণে ওয়েস্ট ইন্ডিজ ১৪৩ রানের টার্গেট দিলেও জেতার সম্ভাবনা ছিল। কিন্তু এই সহজ ম্যাচটিও জিততে পারল না বাংলাদেশ। একেবারে তীরে গিয়ে তরী ডুবাল টাইগাররা। ৩ রানে হেরে গেছে বাংলাদেশ।

কার্যত ডু অর ডাই ম্যাচে সম্মুখসমরে ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ওভারের ১৩ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশ ৯ রানের বেশি করতে পারেনি। শেষ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ কোনো রান নিতে পারেননি।
শুক্রবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। টার্গেট তাড়া করতে নেমে ২৯ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া বাংলাদেশকে পথ দেখান লিটন দাস। তিনি ৪৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন।

প্রথমে ২৯ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ। সাকিব আল হাসানের পর সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে প্রথমবার ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৩ রান তাড়া করতে নেমে ৪.৩ ওভারে দলীয় ২১ রানে আন্দ্রে রাসেলের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এ অলরাউন্ডার।

সাকিব আউট হওয়ার মাত্র ৮ রানের ব্যবধানে জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে ফেরেন অন্য ওপেনার মোহাম্মদ নাঈম। তার বিদায়ে ২৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

২৯ রানে সাকিব-নাঈম আউট হওয়ার পর দলের হাল ধরেন লিটন-সৌম। তৃতীয় উইকেটে তাড়া ৩১ রানের জুটি গড়েন।

আগের বলে বাউন্ডারি হাঁকানোর পর ঠিক পরের বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন সৌম্য সরকার। তার বিদায়ে ১০.৪ ওভারে ৬০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১৩ বলে দুটি চারের সাহায্যে ১৭ রান করেন সৌম্য।

দলীয় ৯০ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন মুশফিকুর রহিম। তার বিদায়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। এরপর আর খেলায় ফিরতে পারেনি।

এর আগে নিকোলাস পুরান ও রোস্টন চেজের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের আর কম রানেই আটকে রাখার সুযোগ ছিল টাইগারদের সামনে।

জাতীয় দলে খেলার স্বপ্ন শিশু সাদিদের

ক্ষুদে ক্রিকেটারের স্বীকৃতি পেতে না পেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসাদুজ্জামান সাদিদ। ছয় বছরের এই শিশুটির লেগ স্পিনের ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ক্রিকেটের লিটল মাস্টার শচিন টেন্ডুলকার। আর এরপরেই প্রশংসায় ভাসছে ক্ষুদে সাদিদ।

বরিশালের উলালঘূণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সাদিদ। শুধু লেগ স্পিন বা গুগলিই নয়, ব্যাটিংয়েও দক্ষতা রয়েছে তার। আর এসবের পেছনে রয়েছেন তার মামা সিরাজুল ইসলাম শুভ। তিনি যেভাবে বলেন, সেভাবেই খেলতে চেষ্টা করে সাদিদ।

ক্ষুদে এই ক্রিকেটার জানায়, তার পছন্দের ক্রিকেটারদের তালিকায় রয়েছেন শেন ওয়ার্ন ও রশিদ খান। তাদের দেখেই সে লেগ স্পিন করা শিখেছে। এছাড়াও বিরাট কোহলি, সাকিব আল হাসান, রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স, রবীন্দ্র জাদেজা, মাহেন্দ্র সিং ধোনি ও গ্লেন ম্যাক্সওয়েলের খেলা ভালো লাগে তার। সাদিদের মতে, ‘ম্যাক্সওয়েলকে দেখে আমি ডিফেন্স করা শিখেছি। ’

ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে তার অনুভূতি, ‘ভিডিওটি যে সবাই দেখছেন এটাই সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়। ’

সাদিদের ইচ্ছে বড় হয়ে জাতীয় দলে খেলবে সে। হবে সাকিব আল হাসানের মতো কেউ। ইতোমধ্যে তাকে উন্নত প্রশিক্ষণ দেওয়ার দাবি উঠেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সাদিদের শুরুটা ব্যাটসম্যান হিসেবে। মামা শুভই তার গুরু।

শুভ বলেন, তিন বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করে সাদিদ। একদিন বাংলাদেশ ক্রিকেট দলের একটি খেলায় সাকিব আল হাসান ম্যান অব দ্য ম্যাচ হন। তখন সে জানতে চায়, বেশি রান না করেও সাকিব কেন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। তখন তাকে বিষয়টি বুঝিয়ে দিই। এরপর সে বল করা শিখতে চায়।

করোনা মহামারির কারণে দেড় বছর ঘরের ভেতরেই ক্রিকেট খেলেছে সাদিদ। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বাইরে গিয়ে খেলতে শুরু করেছে। ক্লাস সেভেনে উঠলে ভাগ্নেকে বিকেএসপিতে ভর্তি করানোর ইচ্ছে রয়েছে শুভ’র। সুযোগ পেলে নিয়ে যাবেন সাকিব আল হাসানের অ্যাকাডেমিতেও।

শুভ বলেন, সাদিদের লেগ স্পিনের ভিডিও কিছু না ভেবেই ফেসবুকে আপলোড দিয়েছিলেন তিনি। তাতে যে এমন সাড়া মিলবে  তা কল্পনার বাইরে ছিল।

স্থানীয়রা বলেন, বাংলাদেশ ক্রিকেট দলে ভালো লেগ স্পিনার নেই। সাদিদের যদি যত্ন নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ একজন ভালো লেগ স্পিনার পাবে।

বরিশাল স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হতে পারে- মোহাম্মদ আশরাফুল

শামীম আহমেদ ॥
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, বরিশাল জেলা স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটের সম্ভাবনাময় একটি ভেন্যু হতে পারে বলে মনে করেন তিনি। শনিবার দুপুরে বরিশাল স্টেডিয়ামে ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক আলমগীর হোসেন খান আলোর সংবর্ধনা অনুষ্ঠান শেষে আশরাফুল সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, গত ৩ বছর ধরে বরিশাল বিভাগীয় দলের হয়ে খেলছেন। আসন্ন মৌসুমে বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক গ্রাউন্ড হিসেবে তুলে ধরা হবে বলে তিনি আশা করেন। তিনি আরও বলেন, ‘বরিশালে ভালো মানের আবাসিক হোটেল আছে। ঢাকা থেকে বরিশাল আসতে ফ্লাইটে মাত্র ২০ মিনিট সময় লাগে। স্টেডিয়ামের মাঠটিও ভালো আছে। এখন যদি ড্রেসিং সিস্টেম ভালো করে, ইনডোর, জিম ফ্যাসিলিটি এবং সুইমিং পুল করা হয় তাহলে বরিশাল স্টেডিয়াম একটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হতে পারে। কারণ নদী তীরবর্তী মনোরম প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর স্টেডিয়াম দেশের আর কোথাও নেই।’ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি সব জায়গায় খেলে অভ্যস্ত। আমার কাছে মনে হয়েছে বরিশালের এই স্টেডিয়ামটা একটা উদাহরণ হতে পারে বাংলাদেশের জন্য।’ বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম বানানোর একটা বড় সুযোগ আছে বলে তিনি মনে করেন। ক্রিকেটার আশরাফুল বলেন, ‘বরিশাল থেকে কামরুল ইসলাম রাব্বি ও ফজলে রাব্বি বাংলাদেশ ক্রিকেট দলে খেলেছেন। তানভীর অনূর্ধ্ব-১৯ দলে খেলছে। তার ভবিষ্যৎ উজ্জ্বল। স্থানীয়ভাবে সুযোগ সুবিধা যত বাড়ানো হবে, তত প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে।’ এ বিষয়ে সবার নজর দেয়া উচিত বলে মনে করেন এক সময়ের সাড়া জাগানো ক্রিকেটার আশরাফুল। সাক্ষাৎকার প্রদানের সময় বিসিবির নবনির্বাচিত পরিচালক আলমগীর হোসেন খান আলোসহ অন্যান্যরা তার পাশে উপস্থিত ছিলেন।

বিসিবি নির্বাচনে পাপনের হ্যাটট্রিক জয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সভাপতি পদে হ্যাটট্রিক জয় পেয়েছেন নাজমুল হাসান পাপন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে এবারও নির্বাচিত হয়েছেন তিনি। তিনি পেয়েছেন ৫৩ ভোট।

বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে এবারও নির্বাচিত হয়েছেন তিনি। বর্তমান বিসিবি প্রধান পেয়েছেন ৫৩ ভোট।

নির্বাচনে কাট্যাগরি-১ রাজশাহী বিভাগে হেরে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। রাজশাহী বিভাগে মাসুদকে ৭-২ ভোটে হারান সাইফুল আলম স্বপন। পাবনা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনি তৃতীয়বারের মতো বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন।

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সফরকারী নিউজিল্যান্ডের দেয়া ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

এর আগে প্রথম দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে কিউইরা জিতেছিল। এনিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ঘরে তুললো বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে জিতে আসার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করেছিল স্বাগতিকরা।

এদিন ম্যাচে জয়ে নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ের পর, ব্যাটিংয়ে অসাধারণ করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ।

বুধবার (০৮ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ও ৫ বল বাকি থাকতে ৯৬ করে জয়ের বন্দরে পৌঁছে যায় মাহমুদউল্লাহ বাহিনী।

৯৪ রানের লক্ষ্যে ব্যাট করে নামা বাংলাদেশের হয়ে এদিনও ব্যর্থ হন ওপেনার লিটন দাশ। দলীয় তৃতীয় ওভারে ব্যক্তিগত ৬ রানে কোল ম্যাককোঞ্চির বলে বিদায় নেন তিনি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সাকিব আল হাসানের সঙ্গে ২৪ রানের পার্টনারশিপ গড়েন আরেক ওপেনার নাঈম শেখ।

কিন্তু মারমুখী খেলতে যাওয়া সাকিব ষষ্ঠ ওভারে আজাজ প্যাটেলের শিকার হন। ব্যক্তিগত ৮ রানে তিনি উইকেটরক্ষক টম ল্যাথামের কাছে স্টাম্পিং হন। একই ওভারের শেষ বলে অভিজ্ঞ মুশফিকুর রহিমেরও বিদায় হয়। বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন তিনি।

চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৫০ বলে ৩৪ রান করেন নাঈম। এই জুটি দলকে জেতানোর লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিলেন। তবে রান আউটে কাঁটা পড়ে মাঠ ছাড়তে হয় নাঈমকে। ১৫তম ওভারে দলীয় ৬৭ রানে দুই রান নিতে গিয়ে আউট হন নাঈম। ৩৫ বলে ১টি চার ও ১টি ছক্কায় ২৯ রান করেন এই বাঁহাতি।

নাঈম বিদায় নিলেও পঞ্চম উইকেট জুটিতে আফিফ হোসেনের সঙ্গে ২৮ বলে ২৯ করে ম্যাচ জেতান মাহমুদউল্লাহ। এই জুটিতে অবশ্য আফিফের অবদান ছিল মাত্র ৬ রান। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় নিশ্চিত করে সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ। তিনি শেষ অবধি ৪৮ বলে একটি চার ও ২টি বিশাল ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন।

কিউই বোলারদের মধ্যে আজাজ দুটি ও ম্যাককোঞ্চি একটি উইকেট লাব করেন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। নাসুম আহমেদের বল তুলে মারতে গিয়ে মোহাম্মদ সাইফউদ্দিনের ক্যাচে পরিণত হন রচিন রবীন্দ্র। দলীয় তৃতীয় ওভারে আরেক ওপেনার ফিন অ্যালেনকেও সাইফের ক্যাচে ফেরান নাসুম। ব্যাক্তিগত ১২ রানে মাঠ ছাড়েন তিনি।

তৃতীয় উইকেট জুটিতে উইল ইয়ংকে নিয়ে ৩৫ রান করে বিপদ সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক টম ল্যাথাম। তবে মেহেদী হাসানের ঘূর্ণিতে ইনিংস বড় করা হয়নি ল্যাথামের। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান স্টাম্পিং করে বিদায় করেন ২১ রান করা এই ব্যাটসম্যানকে।

কিউইদের ইনিংসে এরপর ঘূর্ণির জাদু দেখান নাসুম। ১২তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে হেনরি নিকোলস ও কলিন ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান এই বাঁহাতি।

সফরকারীদের ব্যাটিংয়ে একাই লড়ে যান উইল ইয়ং। তবে মোস্তাফিজুর রহমানের কাটারের সামনে বাকিরা আর কেউ দাঁড়াতেই পারেননি। তার শিকারে মাঠ ছাড়েন টম ব্লান্ডেল, কোল ম্যাককোঞ্চি, ব্লাইর থিকনার ও ইয়ং। ম্যাককোঞ্চিকে তো নিজেরই করা বলের ফিরতি শটে দারুণ এক ক্যাচে ফেরান। কিউই ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ ৪৬ রান করা ইয়ংও তার বলে মাহমুদউল্লাহকে ক্যাচ দেন। মাঝে আজাজ প্যাটেলকে ফিরিয়ে উইকেটে ভাগ বসান সাইফ।

বাংলাদেশি বোলারদের মধ্যে নাসুম ও মোস্তাফিজ ৪টি করে উইকেট দখল করেন। একটি করে উইকেট পান মেহেদী ও সাইফ।

দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জা পেল বাংলাদেশ

চলমান সিরিজে কিউইদের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ড দিয়েছিল বাংলাদেশ। এক ম্যাচ ব্যবধানে এবার বাংলাদেশ পেল সেই লজ্জা! আজ মিরপুরে ৭৬ রানে অল আউট হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হবার রেকর্ড গড়ল টাইগাররা। এই সংস্করণে বাংলাদেশের সর্বনিম্ন রান কিউইদের বিপক্ষেই। ২০১৬ সালে তারা অলআউট হয়েছিল মাত্র ৭০ রানে। এরপর চলতি বছরের এপ্রিলে মাত্র ৯.৩ ওভারে ৭৬ রানে গুটিয়ে গেছিলেন টাইগাররা। আজ ফেরাল সেই রেকর্ড!

টাইগারদের লজ্জার দিনে ৫২ রানের জয়ে সিরিজে টিকে থাকল সফরকারী কিউইরা। পাঁচ ম্যাচের সিরিজের তিন ম্যাচ শেষে ২-১ এ ব্যবধান কমাল ব্লাক ক্যাপসরা। নির্ধারিত ওভার শেষ হবার আগেই টাইগাররা অল আউট হয় মাত্র ৭৬ রানে। কিউইদের হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে চারটি উইকেট নেন আজাজ প্যাটেল ও ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন কোল ম্যাকোনকি।

এদিন মিরপুরে টস জিতে ব্যাটিং নেন কিউই অধিনায়ক টম লাথাম। তিন পরিবর্তন আনা দলটিকে দুর্দান্ত শুরু এনে দেন সম্প্রতি করোনা মুক্ত হওয়া ফিন অ্যালেন (১৫)। তবে ‘বারুদ’ খ্যাত ফিন অ্যালেনকে বিপজ্জনক হওয়ার আগেই তুলে নেন মোস্তাফিজুর রহমান। শেষের দিকে ৬২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলকে অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটিতে ১২৮ রানের সংগ্রহ গড়েন হেনরি-ব্লান্ডলরা। টাইগারদের হয়ে দুটি উইকেট নেন পেসার সাইফউদ্দিন।

অবশ্য শুরুতে সিরিজ বাঁচানো ম্যাচে দারুণভাবে ছড়ি ঘোরাচ্ছিলেন কিউই ব্যাটাররা। আগ্রাসী ব্যাটিংয়ে শুরু করা কিউইরা পাওয়ার প্লেতে তুলে ফেলেছিলেন ৪১ রান। হারিয়েছিলেন মাত্র এক উইকেট। সেখানে জোড়া আঘাত হেনে টাইগারদের ম্যাচে ফেরান পেসার সাইফ উদ্দিন।

টাইগারদের বিপক্ষে স্টোকের ফুলিঝুড়ি ছোটানো উইল ইয়ং (২০) ফেরার পরই ফেরেন অভিজ্ঞ কলিন ডি গ্রান্ডহোম (০)। পরে ধীরে শুরু করা ওপেনার রাচিন রাবিন্দ্রকে বোল্ড করে ফেরান শততম ম্যাচ খেলা মাহমুদউল্লাহ।

গত ম্যাচে ফিফটিতে আশা জাগানো টম লাথামকে আজ ফেরান টাইগার অফ স্পিনার মেহেদি হাসান। কিউই অধিনায়ক এদিন ব্যাট হাতে করেছেন মাত্র ৫ রান। ৬২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলকে সেখান থেকে অবিচ্ছিন্ন জুটি গড়ে ১২৮ রানের সংগ্রহ গড়েন হেনরি-ব্লান্ডলরা। ৬৫ রানের জুটিতে ২৯ বলে ৩৬ রান নিয়ে নিকোলাস ও ৩০ বলে ৩০ রান নিয়ে অপরাজিত থাকেন টম ব্লান্ডল।

কাল ঢাকা আসছে আফগানিস্তান

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আগামীকাল শনিবার ঢাকা আসছে। এর আগে, গত মঙ্গলবার ঢাকায় আসার কথা ছিলো আফগানিস্তান যুব দলটির। তবে ভিসা জটিলতার কারণে সফর বিলম্ব হয় তাদের।

জানা গেছে, তালেবানরা আফগান দখলের পর থেকে কাবুলের বিমান যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় বাংলাদেশ সফরে আসার জন্য পাকিস্তানের ভিসার জন্য অপেক্ষা করতে হয়েছে আফগান যুবাদের।

এবারের সফরে পাঁচটি একদিনের ম্যাচ ও একটি চার দিনের ম্যাচ খেলবে আফগানিস্তান ও বাংলাদেশের যুবারা। সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। ঢাকায় পৌঁছানোর পর সিলেটে গিয়ে তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকবে আফগানিস্তান।

 

এরপর ১০ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের চারটি ওয়ানডে হবে- ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। আর একমাত্র চারদিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর। ম্যাচটি শেষে ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশে ঢাকা ছাড়বে আফগানিস্তান।

ফের টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাকিংয়ের শীর্ষে সাকিব

আবারও টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠলেন বাংলাদেশের সাকিব আল হাসান। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ শেষে বুধবার র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে সাকিবের রেটিং পয়েন্ট ২৮৬ আর আফগানিস্তানের মোহাম্মদ নবীর পয়েন্ট ২৮৫।

বোলারদের র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে সাকিব ছিলেন ১৯তম স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭টি উইকেট নিয়ে সাকিব উঠেছেন ১২তম স্থানে। এখন তার রেটিং পয়েন্ট ৬১০।

বোলিং র‍্যাংকিংয়ে অনেক বেশি উন্নতি করেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ২০ ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকে গেছেন তিনি। ৩০তম থেকে ‘ফিজ’ উঠে এসেছেন দশম স্থানে। এই বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬১৯।

অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের লজ্জা দিল টাইগাররা

অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের লজ্জা দিল টাইগাররা