বরিশালবাসীর স্বপ্নের পদ্মা সেতুর ২.২৫ কিলোমিটার দৃশ্যমান

নিউজ ডেস্ক:

দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। মঙ্গলবার বসেছে আরও একটি স্প্যান। এ নিয়ে দেশের বৃহত্তম এই সেতুতে মোট ১৫টি স্প্যান বসল। বেলা সাড়ে ১১টায় জাজিরা প্রান্তে দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সফলভাবে ২৩ ও ২৪ নং পিলারে ওপর বসানো হয় স্প্যানটি।

এর আগে গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জের মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। কিন্তু নদীর বিভিন্ন স্থানে চর পড়ে যাওয়ায় স্প্যানটি বসাতে সমস্যার সৃষ্টি হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ১৫০মিটার লম্বা ও ১৩ মিটার প্রস্থের বিশাল স্প্যানটি ক্রেন দিয়ে ২৩ ও ২৪ নম্বর পিলারের ওপর উঠানো হয়। স্প্যানটি বসানোর ফলে সেতুর ২ হাজার ২৫০ মিটার দৃশ্যমান হলো। এই স্প্যান জোড়া দিয়েই পদ্মা সেতু তৈরি হবে। পদ্মা সেতুর পাশাপাশি চলছে রেলের কাজ ।

Padma-2

পদ্মা সেতুর প্রকল্প সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মূল পদ্মা সেতুর ৭৪ শতাংশ এবং সার্বিক ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে। বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পের যাত্রা শুরু হয় ২০০৭ সালে। রেলপথ সংযুক্ত করে ২০১১ সালের ১১ জানুয়ারি প্রথম দফায় সেতুর ব্যয় সংশোধন করা হয়। প্রকল্পের বর্তমান ব্যয় ৩০ হাজার কোটি টাকার বেশি। মূল সেতু নির্মাণের দায়িত্বে আছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি। আর নদীশাসনের কাজ করছে চীনের আরেক প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশন। জাজিরা ও মাওয়া দুই প্রান্তে টোল প্লাাজা, সংযোগ সড়ক, অবকাঠামো নির্মাণ করছে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

কবি জীবনানন্দ দাসের প্রয়াণ দিবস উপলক্ষে বরিশালে শিক্ষার্থীদের মৌন মানববন্ধন

শামীম আহমেদ:

রুপসি বাংলার কবি জীবনান্দের প্রয়াণ দিবস উপলক্ষে ও কবির স্বৃর্তিময় দিনগুলি বাচিয়ে রাখতে ও কবীকে ভালবাসতে নগরের জলাশয় ভরাট বন্ধ করা, দখল-দূষন প্রকৃতি হত্যা বন্ধ করা সহ বিভিন্ন দাবীর প্লেকার্ড বহন করে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করে বরিশাল বিএম কলেজের একদল সচেতন শিক্ষার্থী সমাজ।

আজ মঙ্গলবার (২২ই) অক্টোবর বেলা সাড়ে ১২ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোডের সড়কে রুপসী বাংলার কবি জীবনান্দকে ধরে রাখতেই তারা এ কর্মসূচি পালন করছেন।

এসময় উপস্থিত ছিলেন জাহিদ আব্দুল্লাহ রাহাত,ইসতিয়াক সিফাত ইমেল,লুৎফর নাহার ঐশি ও তাবাসসুম আহমেদ।

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ শাহাজাদা হীরা:

জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয় এই স্লোগান নিয়ে আজ ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টায় বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ সার্কেল এর আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অশ্বিনী কুমার হল চত্বর থেকে বরিশাল জেলা প্রশাসক  এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক  এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) বিএমপি মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নির্বাহী প্রকৌশলী সওজ  খন্দকার গোলাম মোস্তফা, উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) বিআরটিএ  মোঃ জিয়াউর রহমান, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি সভাপতি আজিজুর রহমান শাহিন, বরিশাল জেলা বাস মালিক গ্রুপ সাধারন সম্পাদক মোঃ ইউনুস আলী খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, সাধারন সম্পাদক এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

শেষ সময়ে প্রকৃতি প্রেমীদের পদচারণায় মুখরিত শাপলার বিল

অনলাইন ডেস্ক:

শাপলার রাজধানী হিসেবে খ্যাত বরিশালের উজিপুরের সাতলা বিল। দূর থেকে সবুজের মধ্যে অসংখ্য ক্ষুদ্র লাল ও সাদা বৃত্ত দেখে দুরূহ হয়ে ওঠার মতো আর দূরত্ব কমার সঙ্গে সঙ্গে একসময় স্পষ্ট হয়ে ওঠে ফুলের অস্তিত্ব। আগাছা আর লতাপাতায় ভরা বিলের পানিতে সহস্ত্র লাল ও সাদা শাপলা। সূর্যের সোনালি আভা শাপলা পাতার ফাঁকে ফাঁকে পানিতে প্রতিফলিত হয়ে কয়েকগুণ বাড়িয়ে দেয় এর সৌন্দর্য। বিলের লাল শাপলার নৈসর্গিক সৌন্দর্য দেখে আপনা থেকে চোখ জুড়িয়ে যায়। বরিশাল সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন।

 

সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবরে এই বিলে লাল শাপলা ফুল ফোটে। শেষ সময়ে প্রকৃতিপ্রেমীদের পদচারনায় মুখোরিত হয়ে উঠেছে শাপলার বিল। মনোমুগ্ধকর এ বিলের শাপলা দেখতে প্রতিদিন দেশের বিভিন্নস্থান থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসু প্রকৃতিপ্রেমীরা। এখানের কয়েকটি বিলে নৌকায় চড়ে পানিতে ভেসে ভেসে উপভোগ করা যায় এই বিলের সৌন্দর্য।

 

নৌকা চালক মিলন বাড়ৈ জানায়, এই শাপলার সৌন্দর্য দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। আমরা পুরো বিলটি নৌকায় করে ঘুরিয়ে দেখাই। আর ১০/১৫দিনের মতো থাকবে এই শাপলা, তারপর আমরা এই বিলে ধান চাষ করবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান জানায়, আমি ঢাকা থেকে বন্ধুদের সাথে এই শাপলার বিল দেখতে এসেছি। এখানে আসা না হলে বুঝতাম না এই জায়গাটা এতো সুন্দর।

 

 

স্থানীয় অসংখ্য পরিবার জীবিকা নির্বাহ করছেন এ বিলের শাপলা তুলে বাজারে বিক্রি করে। স্থানীয়রা জানান, বাজারে সাদা শাপলার কদর বেশি। লাল শাপলার কদর থাকলেও এটি রান্না করতে অতিরিক্ত ঝামেলা পোহাতে হয়। লাল শাপলা সরাসরি রান্না করার পরও কিছুটা কালচে রং থাকে। তাই রান্নার আগে এটিকে সিদ্ধ করে নিতে হয়।

 

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, বছরের ছয় মাস তারা অনেকেই এই বিলের শাপলার ওপর নির্ভরশীল। এভাবেই জীবিকা নির্বাহ করছেন এলাকার কয়েক শ’ পরিবার। এদের কেউ শাপলা তুলে, কেউবা বিল থেকে মাছ শিকার করে বাজারে বিক্রি করেন।

 

এদিকে শাপলার বিকলকে ঘিরে এখনও কোন রেষ্টহাউজ কিংবা রিসোট গড়ে না ওঠায় ভোগান্তিতে পরছেন ভ্রমণ পিপাসুরা। রূপক নামে এক পর্যটক জানায়, আমি সেই মুন্সিগঞ্জ থেকে এই সাপলার বিল দেখতে এসেছি কিন্তু এখানে কোন রিসোর্ট কিংবা গেষ্টহাউজ না থাকায় খুবই সমস্যা পরেছি। এখানে খাবার কোন ভালো হোটেলও নেই। প্রশাসনের এদিকে ভালোভাবে একটু নজর দেয়া উচিত।

 

এবিষয়ে বরিশালের জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান জানায়, দিন দিন শাপলার বিল প্রকৃতপ্রেমীদের আকৃষ্ট করছে। আমরা ইতিমধ্যে বিভাগীয় কমিশনার মহোদয়কে নিয়ে বিলটি পরিদর্শন করেছি। সেখানে পর্যটকদের কথা চিন্তা করে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আশা করছি পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে এখানে আরও বিপুল পরিমানের পর্যটকদের সমাগম হবে।

দুর্নীতির অভিযোগে বিসিসির ৩ কর্মকর্তাকে বরখাস্ত

অনলাইন ডেস্ক:

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং একজনকে কারণ দর্শনোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। পাশাপাশি সাময়িক বরখাস্তকৃত ৩ কর্মকর্তার বিরুদ্ধে কেন বিভাগীয় মামলা দায়ের করা হবে-না তা জানাতে ৭ কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ নোটিশও দেয়া হয়েছে।

সোমবার দুপুরে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন এ আদেশ দেন।

বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান, হাট-বাজার শাখার তত্ত্বাবধায়ক নুরুল ইসলাম ও ট্রেড লাইসেন্স শাখার তত্ত্বাবধায়ক মো. আজিজ শাহিন।

এছাড়া দ্বিতীয় দফায় শোকজ নোটিশ দেয়া হয়েছে সাবেক জনংসযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেলকে। বরখাস্তকৃত ৩ কর্মকর্তাকে কয়েকমাস ধরে তাদের পদ থেকে সরিয়ে বিসিসির প্রশাসনিক শাখায় সংযুক্ত (ওএসডি) করে রাখা হয়েছিল। একইভাবে জনংসযোগ কর্মকর্তা আহসান রোমেলকেও প্রশাসনিক শাখায় সংযুক্ত (ওএসডি) করে রাখা হয়েছে।

বিসিসির বর্তমান জনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলু জানান, মশিউর রহমান বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালনকালে প্রভাব খাটিয়ে তার বেতন উচ্চতর স্কেলে উন্নীত করেন। এছাড়া নামে-বেনামে একাধিক ব্যাংক হিসাব নম্বর খুলে বিসিসিতে কৃত্রিম অর্থ সংকট সৃষ্টি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব অভিযোগ তদন্ত করে দেখছেন।

হাট-বাজার শাখার তত্ত্বাবধায়ক নুরুল ইসলামের বিরুদ্ধে নামে-বেনামে অসংখ্য স্টল বরাদ্দ দেয়ার অভিযোগ রযেছে। এছাড়াও তিনি বরাদ্দ দেয়া স্টল ভাড়া দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন বলেও বিস্তর অভিযোগ রয়েছে।

ট্রেড লাইসেন্স শাখার তত্ত্বাবধায়ক আজিজ শাহিনের বিরুদ্ধে নামে-বেনামে বিসিসির একাধিক স্টল বরাদ্দ নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ট্রেড লাইসেন্স শাখার তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে অবৈধপন্থায় অর্থ উপর্জনের জন্য অধিনস্ত কর্মচারীদের উৎসাহিত করেন। পাশাপাশি কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়ে গ্রাহকের কাছ থেকে টাকা এনে হয়রানি করারও প্রমাণ রয়েছে।

এদিকে জনংযোগ কর্মকর্তার পদ থেকে অপসারণের পরও তথ্য গোপন রেখে ওই পরিচয়ে ঢাকায় তথ্য কমিশনের একটি কর্মশালায় অংশ নেন আহসান উদ্দিন রোমেল। এ কারণে তাকে এর আগে ৩ কর্মদিবসের সময় দিয়ে শোকজ নোটিশ দেয়া হলেও তিনি জবাব দেননি। এর পরিপ্রেক্ষিতে তাকে দ্বিতীয় বারের মতো শোকজ নোটিশ দেয়া হয়েছে।

বিসিসির বর্তমান জনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলু আরও জানান, বিবিসি কর্তৃপক্ষ মনে করেন ওই তিনজন কর্মকর্তার কর্মকাণ্ডে সিটি কর্পোরেশনের ভাবমূর্তি অনেকাংশে ক্ষুন্নসহ আর্থিক ক্ষতিসাধন হয়েছে। তাই তাদের তিনজনকেই চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বিধিমালার ৪৪(১) ধারা মোতাবেক বরখাস্তকালীন সময়ে তিনজনেই খোরাকি ভাতা পবেন।

ভোলায় পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে বিএম কলেজে বিক্ষোভ

বিএম কলেজ প্রতিনিধি:

আজ ২১ অক্টোবর’১৯ সকাল ১১.০০ টায় ভোলায় পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে সরকারি বিএম কলেজ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিলটি বিএম কলেজ জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে কলেজের সম্মুখ রোড দিয়ে এসে আবার জিরো পয়েন্ট এসে সমবেত হয়।

এসময় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা ভোলায় তৌহিদী জনতার উপর পুলিশের নির্বিচারে গুলি করার ঘটনাকে তীব্র নিন্দা জানান। তারা এই ন্যাক্কারজনক ঘটনাকে পুলিশের অযোগ্যতা বলে ঘোষণা করেন।

রসায়ন বিভাগের শিক্ষার্থী আল মামুন বলেন, “ভোলায় তৌহিদী জনতার উপর পুলিশের বর্বরোচিত হামলা নিশ্চয়ই জাহেলী সমাজব্যবস্থার প্রতিচ্ছবি৷ মানুষ আইনের কাছে নিরাপদ কিন্তু আজ আইনের মানুষই মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করে। তাহলে সাধারণ এই জনগণ কার উপর আস্থা রাখবে?”

বোটানি বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ রনি খন্দকার বলেন, “ভোলায় পুলিশী হামলা কখনোই সাধারণ কোনো হামলা নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো বড় ধরনের ষড়যন্ত্র চলছে। আমাদের এই দেশকে নিয়ে গভীর চক্রান্ত চলছে। তাই আমরা এখনই জেগে ওঠার পালা। নচেৎ আজ আমি গতকাল আপনি হামলার শিকার হবেনই। পাশাপাশি তিনি এই আতর্কিত হামলায় জড়িতদের কঠোরতম শাস্তির দাবি করেন।”

সমজকর্ম বিভাগের ছাত্র মুহাম্মাদ রেজাউল করিম বলেন, “ভোলার সাধারণ জনতার উপর পুলিশের আতর্কিত হামলা দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে। সাধারণ জনতা যদি দাবি আদায়ের জন্য মাঠে নামলেই তাকে গুলি করে হত্যা করা হয় তাহলে সেই দেশ স্বৈরাচারে পরিণত হয়। ভোলায় জনতার উপর পুলিশের আতর্কিত হামলা নিশ্চয়ই স্বৈরাচারী কার্যক্রমের বহিঃপ্রকাশ। আমরা চাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুব দ্রুত বহিষ্কার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। পাশাপাশি যেই ছেলে রাসুল (সাঃ) নিয়ে কটুক্তি করেছে আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই। নচেৎ বাংলার সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। ”

এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ মহিউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মুহাম্মদ তামিম, তাওহীদসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর’১৯ ভোলায় রাসুল (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে ভোলার তৌহিদী জনতা তার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করলে পুলিশ সেখানে আতর্কিত হামলা করে যার ফলে এ পর্যন্ত শেষ খবর পাওয়া ৭ জন মারা গেছে আহত দেড় শতাধিক। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসা চলছে।
সেই ঘটনাকে কেন্দ্র করেই আজকে বিএম কলেজ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

বরিশালের সরকারী কলেজের আবাসিক হলে থাকেন না সুপাররা

শামীম আহমেদ:

দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের একমাত্র ভরসা শিক্ষাপ্রতিষ্ঠানের হলগুলো। কম খরচে থাকার সুযোগের পাশাপাশি নিরাপত্তার কথা চিন্তা করে তাদের হোস্টেলজীবনই বেঁছে নিতে হয়। তবে সম্প্রতি সময়ে সেই জীবনটাই নানাভাবে দুর্বিষহ হয়ে উঠছে বরিশালের সরকারী কলেজগুলোর সাধারণ শিক্ষার্থীদের কাছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজ, সৈয়দ হাতেম আলী সরকারী কলেজ, বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ, সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটসহ অন্য কলেজগুলোতে ছাত্রছাত্রীদের থাকার জন্য ২০ হোস্টেল রয়েছে। এরমধ্যে বেশিরভাগ হোস্টেলই পুরনো হওয়ায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তার ওপর ক্যাম্পাস অরক্ষিত থাকায় হোস্টেলগুলোতে বহিরাগতদের অবাধ আনাগোনাসহ মাদকের আড্ডা বসার বিস্তার অভিযোগ রয়েছে। এছাড়া এসব হোস্টেলের দেখভালের দায়িত্ব থাকা কোনো সুপারই সেখানে থাকেন না।
বিএম কলেজের শিক্ষার্থীরা জানান, তাদের কলেজে হোস্টেলের ভেতর রুম দখল করে শিক্ষার্থী নির্যাতন বা মারধরের ঘটনা না ঘটলেও রাজনৈতিক দলের বড় ভাইদের কারণে অনেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। অতিসম্প্রতি এ সমস্যাটি কমে আসলেও কলেজের ছাত্রাবাসগুলোতে নিয়মিত বসে মাদকের আড্ডা। বিশেষ করে ডিগ্রি হলখ্যাত অশ্বিনী কুমার হলটি ক্ষমতাসীন দলের ছাত্রনেতাদের দখলে রয়েছে। ওই হলের কমপক্ষে ছয়টি রুমে সন্ধ্যার পরপরই বসে মাদকের আসর। শুধু তাই নয়, এ হলে ছাত্রনেতারা তাদের হাতিয়ারও সংরক্ষণে রাখেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিএম কলেজের হিন্দু হলখ্যাত জীবনানন্দ দাশ হলের প্রায় সাতটি রুমে বসে মাদকের আসর। এ আসরে শুধু কলেজের সিনিয়ররাই নয়; সাবেক ছাত্র ও বহিরাগতরাও বসছেন নিয়মিত। সহজে আসা যাওয়ার বেশ কিছু পথ থাকায় এ ক্যাম্পাসে মাদক বিক্রি হচ্ছে হরহামেশা।
হোস্টেলের শিক্ষার্থীরা জানান, সন্ধ্যার পর কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের মোটরসাইকেলের আনাগোনাই জানান দেয় এরা কতটা ঐক্যবদ্ধ। রাজনৈতিক প্রভাবসহ নানা ভয়ে কেউ এর প্রতিবাদ করতে চায়না। আর হোস্টেলগুলোতে কাগজে কলমে সুপারের পদে কোনো না কোনো শিক্ষক থাকলেও তারা কেউই আসেন না। ফলে হলগুলোতে ইচ্ছেমতো চলাফেরা করে ছাত্ররা। কেউ মধ্যরাতে হলে আসলেও কারও কিছু যায় আসেনা।
কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রী হোস্টেলে বাকি সব ঠিকঠাক থাকলেও রয়েছে অবৈধ রুম দখলের অভিযোগ। শিক্ষার্থীদের দাবি সাদিয়া আক্তার সাবিহা নামের এক শিক্ষার্থী প্রায় দুই বছর আগে পড়াশোনা শেষ করলেও তিনি ১ নম্বর বিল্ডিংয়ের ২০৮ নম্বর রুম এখনো দখল করে রেখেছেন। হোস্টেলে তার কাছের লোকজনও বেশ ক্ষমতাধর। তবে হোস্টেলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য বর্তমানে মল্লিকা নামে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষক নিয়মিত থাকছেন।
অপরদিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজের ছাত্রাবাসগুলোতে দুই বছর আগ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনা ঘটলেও এখন সেটি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। তবে এ কলেজের ১ নম্বর হোস্টেলখ্যাত হাবিবুর রহমান ছাত্রাবাসের দ্বিতীয় তলার বেশ কয়েকটি রুমে সন্ধ্যার পরে মাদকের আসর বসার অভিযোগ রয়েছে। আর হাবিবুর রহমান, জামিলুর রহমান ও মঈনুল হায়দার নামের ছাত্রদের তিনটি হোস্টেলেই বহিরাগতদের আনাগোনা থাকে সবসময়। গোটা ক্যাম্পাসজুড়ে বহিরাগতদের বেশ কয়েকটি গ্রুপ বিকেল থেকে রাত পর্যন্ত সক্রিয় থাকে। তারা মাদক সেবনের পাশাপাশি ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটাচ্ছে অহরহ।
এছাড়া শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের এফএম নূর উর রফী হোস্টেলেও নিয়মিত মাদকের আসর বসে বলে অভিযোগ রয়েছে। সবশেষ গত ১৭ অক্টোবর এ হোস্টেলের তৃতীয় তলার ৩০৩ নম্বর রুম থেকে রিফাতুল ইসলাম রন্টি নামের এক মাদক ব্যবসায়ীকে ৫২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া হোস্টেলের দ্বিতীয় তলার ২০৯, ২১২, চতুর্থ তলার ৪০৪সহ কমপক্ষে আটটি রুম বহিরাগত বা সাবেক ছাত্রনেতাদের দখলে রয়েছে। মেডিক্যাল কলেজের মেয়েদেরসহ কোনো হোস্টেলেই সুপার বা আবাসিক শিক্ষকরা থাকেন না। যে কারণে সব শিক্ষার্থীরা স্বাধীনভাবে জীবনযাপন করছেন।
বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, বরিশাল সরকারী পলিটেকনিক ও সৈয়দ সরকারী হাতেম আলী কলেজসহ বেশ কিছু সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হোস্টেল রয়েছে। সেসব হোস্টেলে শিক্ষার্থীদের দেখভালের জন্য হল সুপার কাগজে কলমে নিয়োগ দেওয়া থাকলেও তাদের কেহই ক্যাম্পাসে থাকেন না। আর এসব কলেজের হোস্টেলগুলোতে প্রতিনিয়ত বহিরাগতদের আনাগোনা, মাদক সেবনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড ঘটছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি অভিভাবকহীন অবস্থায় হোস্টেলগুলোতে স্বাধীন জীবনযাপনের সুযোগ পাওয়ায় সাধারণ শিক্ষার্থীরাও এর প্রতিবাদ করছে না।
তবে দায়িত্বপ্রাপ্ত হল সুপাররা বলছেন, হলগুলোতে ছেলেরা এমনভাবে চলাফেরা বা বসবাস করে, একজন শিক্ষক হয়ে তাদের সাথে সম্মান বজায় রেখে থাকাটা কষ্টকর। সেদিক থেকে হোস্টেলের পাশে আলাদা আবাসন ব্যবস্থা থাকলে সুবিধা হতো। কিন্তু কোনো ক্যাম্পাসেই তা নেই। আর ছাত্রী হোস্টেলে পুরুষ সুপার নিয়োগ নিয়েও রয়েছে মতবিরোধ। আবার যদি নারী সুপার দেওয়াও হয়, তিনি মনের মতো না হলে মানতে চান না ছাত্রী নেতারা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসেন ফয়সাল বলেন, হলের মধ্যেই ‘অভিযোগ বক্স’ রয়েছে। সেখানে বেনামে অভিযোগ দেওয়া যায়। এখনও মাদক সেবনসহ অন্যান্য কোন অভিযোগ পাওয়া যায়নি। কোনো অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মোস্তফা কামাল বলেন, আমাদের হোস্টেলে বহিরাগতদের বসবাস নেই। তবে কিছুটা তাদের উৎপাত আছে। এ বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। বরিশাল সরকারী ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমান সিকদার বলেন, আমরা সুস্থ ও পরিচ্ছন্ন ব্যবস্থার মধ্যদিয়ে হোস্টেলগুলোকে ঢেলে সাজাতে চাই। এবার প্রধানমন্ত্রীর নির্দেশনার কারণে সবাই যেভাবে এগিয়ে এসেছে, সেভাবে সবাইকে সবসময়ই আসা উচিত। কিছু কিছু কাজ একার পক্ষে করা সম্ভব নয়। তিনি আরও বলেন, হল সুপারদের ডাকা হয়েছে, তাদের কাছে তথ্য চাওয়া হয়েছে, কোন রুমে কি সমস্যা হচ্ছে। বিষয়গুলো পর্যালোচনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে যে দলেরই হোক না কেন, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করতে দেওয়া হবেনা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞা বলেন, বরিশালের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাস বা হলগুলোতে পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।

বরিশাল বিএম কলেজের ছাত্রাবাসে অভিযান, কয়েকটি কক্ষে তালা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সরকারি বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়েছে কলেজ প্রশাসন। কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় । এসময় মাদক গ্রহনের অভয়ারন্য কক্ষ হিসেবে প্রাথমিকভাবে প্রমান মেলায় এ ব্লকের ৩ তলার ৩০১ নং রুম ৩১০ নং রুমে তালা লাগায় প্রশাসন।

রাত ১১টা ১৫ তে এই রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রাবাসের বি ব্লক এবং সি ব্লকে অভিযান চলছে বলে জানা গেছে।

বরিশালে জেলেদের কাছ থেকে ঘুষ আদায়,এএসআই প্রত্যাহার

শামীম আহমেদ:

উপজেলা প্রশাসন ও থানার ওসিকে না জানিয়ে নদী থেকে জেলেদের আটক করে ভ্রাম্যমান আদালতে চালান দেয়ার ভয় দেখিয়ে দশ জন জেলের কাছ থেকে ৬৫ হাজার টাকা ঘুষ নেওয়ার ঘটনায় জেলার মেহেন্দিগঞ্জ থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহারকৃতরা হলেন মেহেন্দিগঞ্জ থানার এএসআই মোঃ দেলোয়ার ও পুলিশ কনস্টবল মোঃ সুমন।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম জানান, মৎস্য কর্মকর্তাকে সঙ্গে না নিয়ে ও ওসিকে না জানিয়ে এএসআই মোঃ দেলোয়ার ও কনস্টবল মোঃ সুমন অভিযান চালিয়ে কয়েকজন জেলেকে আটক করেন। এরপর তাদের ছেড়ে দেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছাড়া তারা এ ধরনের অভিযান পরিচালনা করতে পারেন না। এ কারণে শনিবার সকালে ওই দুই পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও জানান, উৎকোচ নিয়ে জেলেদের ছেড়ে দেয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তদন্তে উৎকোচ প্রহণের বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য শুক্রবার ভোরে মেহেন্দিগঞ্জ থানার এএসআই দেলোয়ারের নেতৃত্বে উপজেলার চরএকরিয়ার লালখারাবাদ নদীতে মাছ ধরার অভিযোগে জাল ও ইলিশ মাছসহ দশ জন জেলেকে আটক করে। পরে আটককৃতদের ৬৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়ে জাল এবং মাছ নিয়ে যাওয়ার অভিযোগ উঠে এএসআই দেলোয়ারের বিরুদ্ধে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে এএসআই দেলোয়ারসহ ঘটনায় জড়িত অন্যান্য পুলিশ সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি পুলিশ কর্মকর্তাদের নজরে আসলে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। তবে প্রত্যাহারকৃত দুই পুলিশ সদস্য ঘটনার সাথে জড়িত নয় বলে জানিয়েছেন। এঘটনার সুষ্ঠ তদন্ত হলে তারা নির্দোষ প্রমাণিত হবেন বলেও জানান।

বরিশালে ৭ দফা দাবী আদায়ের লক্ষে বধির সংগঠনের মানববন্ধন

শামীম আহমেদ ॥ বরিশালে জাতীয় বধির দিবস উপলক্ষে ৭ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নগরীর ভাটিখানার মুখ বধির সংঘ।

আজ শনিবার (১৯ই) অক্টোবর সকাল ১১ টাউন হল সম্মুখ সদররোডে “বধিরগন সামাজিক টেকসই উন্নয়নের অংশীদার” এই প্রতিপাদ্য তারা মানববন্ধন আলোচনা ও নগরীতে র‌্যালি করেছে।

মানববন্ধন কর্মসূচিতে তারা লিখিত বক্তব্যতে বলেন বধিরদের মধ্যে অনেক শিক্ষিত প্রকৌশলী ও সমাজের বিভিন্ন ধরনের কাজে উপযোগী থাকা সত্বে তার আজ অবহেলিত।

সরকার যদিও ব্যবস্থা নিয়েছে তাদের উন্নয়নের জন্য এখনো অনেক বধির সুবিদা বঞ্চিত রয়েছে।

প্রতিটি বধির নারী ও পুরুষদের তদন্ত সাপেক্ষে ভাতা প্রদান বৃদ্ধি এবং দ্রুত ভাতা পেতে পারে সে ব্যবস্থা গ্রহন করার দাবী সহ ৭ দফা দাবী পুরনের জন্য সরকারের প্রতি দাবী জানান।

মোঃ আজম হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন বরিশাল সমাজ সেবা সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন বধির সংগঠনের সহ- সভাপতি সম্পাদক মোঃ কাজল,সাধারন সম্পাদক আবু সুপিয়ান,প্রচার সম্পাদক নওসাদ মিয়া,কোষাধাক্ষ রাজিব হাসান,ক্রিয়া সম্পাদক সুমন খান প্রমুখ।