বরিশালে সিনিয়র স্টাফ নার্সের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মোঃ শাহাজাদা হীরা:

আজ ২৭ অক্টোবর সকাল ১১ টায় কালীবাড়ি রোড অবস্থিত আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনিস্টিটিউট এর আয়োজনে ইনিস্টিটিউট হল রুমে মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র স্টাফ নার্সের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপিটিআই অধ্যক্ষ  ডাঃ গাজী শামসুল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগ প্রভাষক মোঃ শওকত আলী, নার্স মিটওয়াইফ পলি রানী দে এবং সৈয়দা ফারজানাসহ বরিশালের ৫ টি জেলা এবং মাদারীপুর জেলার সিনিয়র নার্সরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা শেষে জেলা প্রশাসক বরিশাল মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন।

ট্রাক-ট্রলি সংঘর্ষের ৩ ঘণ্টা পর বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক:

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাটাজোরে বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রলির সাথে মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে বাটাজোরের বাইচখোলায় এই দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলার ১৯টি রুটের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় দুই ট্রাকের চালক আহত হয়। পরে পুলিশের রেকার ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি রাস্তার ওপর থেকে সরিয়ে সন্ধ্যা ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রলির সঙ্গে মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে মহাসড়কের ওই স্থানে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বরিশাল থেকে রেকার এনে দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি সরিয়ে ফেললে সন্ধ্যা ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বরিশালে ২৪-২৫-২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন

বরিশাল মহানগর ২৪-২৫ ও ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম অব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন।

এছাড়া উপস্থিত ছিলেন, ২৪-২৫ ও ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অংগসংগঠনের নেতাকর্মীরা।

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উদযাপন

মোঃ শাহাজাদা হীরা:

জাতীয় নেতা ও বাংলার বাঘ খ্যাত শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী আজ। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর এ কে ফজলুক হক বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন আজ সেই মহান নেতার জন্মদিন। আজ ২৬ অক্টোবর শনিবার বিকাল ৪ টায়, জেলা প্রশাসন বরিশালের আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়। সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌহিদুজ্জামান পাভেল। মুখ্য আলোচক দৌহিত্র শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক, এ কে ফাইয়াজুল হক রাজু। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল, অধ্যাপক ডাঃ সৈয়দ মাকসুমুল হক, উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, সাংস্কৃতিজন এস এম ইকবাল, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল, অধ্যাপিকা শাহ সাজেদা। এছাড়া আরো উপস্থিত ছিলেন সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব, কাজী আবুল কালাম আজাদ, সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশাল, কাজল ঘোষসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গরা এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শের-ই-বাংলা কে ফজলুল হকের বর্ণাঢ্য জীবনী নিয়ে একটু ভিডিও ডকুমেন্টারি পরিদর্শন করা হয়। পরে অতিথিরা তার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন। পরিশেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

বরিশালে উপমহাদেশের সর্ববৃহৎ শ্মশান দীপাবলি উৎসব শুরু

শামীম আহমেদ ॥ প্রয়াত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় নগরীর কাউনিয়া মহাশ্মশানে দুইদিনব্যাপী উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব শনিবার (২৬ই) অক্টোবর বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মধ্যে ২টা ৩২ মিনিট দিবা সময়ে থেকে শুরু হয়েছে। ইতোমধ্যে দীপাবলি উৎসবে প্রিয়জনের আত্মার শান্তির কামনার জন্য প্রতিবছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন প্রান্ত এবং বিশ্বের বিভিন্নস্থান থেকে স্বজনরা এখানে ছুটে এসেছেন। ফলে মহাশ্মশান এলাকা দেশ-বিদেশের মানুষের পদচারণায় এখন মুখর হয়ে উঠেছে।

সূত্রমতে, প্রতি বছরের মতো এবারও ভূত চতুর্দ্দশীর শনিবার দিবা ২ টা ৩২ মিনিটে পুণ্যতিথিতে শুরু হওয়া দুই দিনব্যাপী শ্মশান দিপালী উৎসব শেষ হবে রবিবার ১২টা ১৪ মিনিটে। এরপর (২৭ই) অক্টোবর রবিার রাত্রি ১২টা ১ মিনিটে অনুষ্ঠিত হবে শ্মশান কালীপূজা ও প্রসাদ বিতরন। প্রায় ২০২ বছরের ঐতিহ্যবাহী এ উৎসবকে ঘিরে তোরণ নির্মাণসহ ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় বসানো হয়েছে ২০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। পুরো উৎসব নির্বিঘœ করতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছেন মেট্রোপলিটন পুলিশ।

সূত্রে আরও জানা গেছে, বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় ২০২ বছর পূর্বে ৫ একর ৯৫ শতক জমির ওপর প্রতিষ্ঠিত হয় মহাশ্মশান। এ শ্মশানে ৩০ হাজার পাকাসহ মোট সমাধি রয়েছে প্রায় ৫০ হাজার। প্রয়াতদের স্বজন যারা বরিশালসহ সারাদেশে তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন তারা এইদিনে সমাধির পাশে এসে তাদের আত্মার শান্তির কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করে প্রার্থনা করেন। কেউ পাঠ করেন গীতা। প্রার্থনা করে অনেক স্বজন প্রয়াতের জন্য কান্নায় ভেঙে পরেন। বিভিন্ন বয়সের নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও এসেছে প্রিয় প্রয়াতের জন্য প্রার্থনা করতে। শনিবার সন্ধারাত থেকে সারা রাত মোমবাতির আলোয় আলোকোজ্জ্বল হয়ে ওঠে পুরো শ্মশান এলাকা।

বরিশাল মহাশ্মশান রক্ষা সমিতির সভাপতি মানিক মুখার্জী কুডু বলেন, দিপালী উৎসবে প্রতিবছরের ন্যায় এবছরও ভারত, নেপালসহ উপমহাদেশ এবং বাহিরের অনেক দেশ থেকে প্রচুর লোকের সমাগম হওয়ায় র‌্যাব ও পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ও নজরদারী জোরদার করা হয়েছে। অপরদিকে দীপাবলি উৎসব উপলক্ষে মহাশ্মশানের একপাশে দুইদিনের মেলা বসেছে। মেলায় হরেক রকমের পণ্যের পসরা সাজানো হয়েছে।

উল্লেখ্য, সস্প্রতি এ শ্মশানে ভারত থেকে নিয়ে আসা হয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের সমাধী। এছাড়া বিপ্লবী দেবেন্দ্র নাথ ঘোষ, মনোরমা মাসিমাসহ অবিভক্ত বাংলার অনেক গুণী ব্যক্তির সমাধি রয়েছে বরিশালের ঐতিহ্যবাহী শ্মশানে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সমাধিও রয়েছে এখানে। তাই বরিশালের বাইরের জেলা ছাড়াও পার্শ্ববর্তী ভারত, নেপালসহ অন্যান্য দেশ থেকে স্বজনরা আসবেন বরিশালের এই দীপাবলি উৎসবে।

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নিউজ ডেস্ক:

বরিশালের গৌরনদী উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও ১২ মামলার আসামি বেলায়েত মাতুব্বরকে গ্রেফতার করেছে র‌্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র ও ১৫০ বোতল ফেনসিডিল।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে বরিশাল র‌্যাব-৮ এর সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বেলায়েত মাতুব্বর তার বাড়িতে অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে বেলায়েত মাতুব্বরের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে তার বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বেলায়েত মাতুব্বরের বিরুদ্ধে গৌরনদী, পার্শ্ববর্তী কালকিনি, ডাসারসহ বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসির ডিএডি এ কে এম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ক্রিকেট ম্যাচের ট্রফি উন্মোচন

মোঃ শাহাজাদা হীরা:

আজ ২৫ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশনায়, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায়। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে। শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল এবং বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দলের মধ্যকার ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাস, বিসিবি’র সিনিয়র সিকিউরিটি কো অর্ডিনেটর, শামীম কালাম আজাদ ও সিকিউরিটি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, অনুর্ধ ১৯ ক্রিকেট দলের বাংলাদেশ টিম ম্যানেজার, সজল আহাম্মেদ চৌধুরী, বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দলের ক্যাপটেন, অমিত হাসান, অনুর্ধ ১৯ ক্রিকেট দলের শ্রীলঙ্কা টিম ম্যানেজার, পারভেজ মারুফ, শ্রীলঙ্কা অনুর্ধ ১৯ ক্রিকেট দলের ক্যাপটেন, নিপুন ফেনান্ডো, ম্যাচ রেফারি সাবেক ক্রিকেটার, রকিবুল হাসান, সিনিয়র সহকারী খেলা উন্নয়ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডো, জাভেদ ইসলাম তাপসসহ বিসিবির কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। শুরুতে উভয় দলের ক্যাপ্টেন এবং ম্যানেজার সাংবাদিকদের সাথে কথা বলেন পরে উভয় দলের খেলোয়াড়, জেলা প্রশাসক, এবং বিসিবির সদস্যরা। শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দলের মধ্যকার ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ট্রফি উন্মোচন করেন। আগামী ২৬ অক্টোবর স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ওই দিন সকাল ৯টায় ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিসিবি’র সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পরে সকাল সাড়ে ৯টায় মাঠে বল গড়ানোর কথা রয়েছে।

পুলিশ অপরাধী হলেও ছাড় নয়-বিএমপি কমিশনার

নিউজ ডেস্ক:

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশের কোন সদস্য অপরাধী হলেও ছাড় দেয়া হবেনা।

আজ সকাল সাড়ে ১১টায় বরিশাল মেট্রাপলিটন পুলিশের বন্দর থানার আয়োজনে সাবেরহাট বাজারের পশ্চিম পাশে কলবাড়ি এলাকায় কমিউটিং পুলিশের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভুইয়া, সহকারী পুলিশ কমিশনার (এসি বন্দর) সাহেদ চৌধুরী, ওসি মাহবুব তালুকদার, উপজেলা ভাইস- চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু সহ অন্যান্যরা।

অতিরিক্ত সচিব হলেন বরিশালের সাবেক জেলা প্রশাসক শহীদুল আলম

আকিব মাহমুদ: অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন বরিশাল জেলার সাবেক জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও কবি সাহিত্যিক, মেহনতী মানুষের আপনজন খ্যাত মোঃ শহীদুল আলম।

আজ বুধবার সন্ধ্যার পর অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ১৫৬ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি।

কর্মকর্তারা জানান, প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তার তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ১৫৬ জনকে পদোন্নতির জন্য বিবেচনা করে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)।

গত ১১ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনে এটাই প্রথমবারের মতো অতিরিক্ত সচিব পদে পদোন্নতি। এর আগে গত ১৬ জুন ১৩৬ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতির দিয়েছিল সরকার।

বরিশালে র‌্যাবের হাতে জেএমবি সদস্য আটক

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর অভিযানে গতকাল বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে জেএমবি এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জেএমবির ওই সদস্যর হলেন উপজেলার পাতারহাট চরহোগলা গ্রামের আলম খানের ছেলে তরিকুল ইসলাম মিসকাত।

তিনি জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। সে দাওয়াতি কাজ পরিচালনার জন্য বরিশালের বিভিন্ন স্থানে গমন করে ও বর্তমানে সে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে। তার নিকট হতে উগ্রপন্থী বই এবং লিফলেট উদ্ধার করা হয়।

আজ দুপুরে র‌্যাব-৮ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।