মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট :
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার অন্তর্গত মেহেরপুরের বৈদ্যনাথতলা আমবাগানে প্রবাসে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানকে প্রবাসী সরকারের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপর তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানটির নাম পরিবর্তন করে মুজিবনগর রাখা হয়।

বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পান সৈয়দ নজরুল ইসলাম। তাজউদ্দীন আহমদকে প্রথম প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে মন্ত্রিপরিষদের সদস্য করা হয়। মূল মন্ত্রিসভার সফল নেতৃত্ব সেই বছরের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধকে বিজয়ের দিকে নিয়ে যায়।

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট :
পাবনার ঈশ্বরদীতে শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরে জেলার সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়াও প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের বা খেটে খাওয়া লোকজন। গরমের প্রভাবে পাশাপাশি চরম দুশ্চিন্তায় রয়েছেন পাবনার ফল বাগান মালিকরা।

আবহাওয়া অফিস বলছে, পাবনার ঈশ্বরদীসহ বিভিন্ন উপজেলারয় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড রোদের তীব্রতা ও গরমে হাঁসফাঁস অবস্থা। এই গরমে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। এদিকে পাবনার অন্যতম অর্থকরী ফল লিচু ও আমের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, প্রচণ্ড তাপদাহ ও চৈত্রের খরায় প্রতিদিন গাছ থেকে ঝরে পড়ছে অপরিপক্ক আম ও লিচুর গুটি। কেউ কেউ বিকল্প পন্থায় পানি দিয়ে চেষ্টা করছেন এসব লিচু ও আম টিকিয়ে রাখতে। লিচু ও আম নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন পাবনা ও ঈশ্বরদীর চাষিরা। কৃষকরা জানান, যখন মুকুল থেকে লিচু গুটি হতে শুরু করে, তখন থেকেই প্রচণ্ড গরমে গুটিগুলো ঝড়তে শুরু করেছে।

কৃষি বিভাগ জানায়, গত কয়েক বছর ধরে ৪ থেকে ৫ শত কোটি টাকার লিচুর উৎপাদন হয় শুধু পাবনা ও ঈশ্বরদীতে। চলতি মৌসুমে এমন আশা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে চাষিরা চরম দুশ্চিন্তার মধ্যে দিনাতিপাত করছেন।

পাবনা সদরের দাপুনিয়া গ্রামের লিচু চাষি আলী আকবর বলেন, গত বছরে কিছুটা লোকশানের মুখে পড়ায় ভাবছিলাম এবার কিছুটা লাভবান হবো। কিন্তু তাপদাহে গাছ থেকে কাঁচা লিচুর গুটি ঝরে পড়ছে প্রতিদিন। এতে কি আছে ভাগ্যে, বুঝতে পারছি না।

ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মিতা সরকার জানান, আমাদের হিসেব অনুযায়ী এবারও ভালো ফলনের আশা ছিল। এখন গরমে ও খরায় লিচুর গুটি ঝরে পড়ছে। ফলে লিচুর ফলন গতবারের চেয়ে কম হবে বলেই ধারণা করা হচ্ছে।

তবে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, এবার পাবনায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে লিচু আবাদ হলেও শুধুমাত্র ঈশ্বরদীতেই ৩১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। গাছের সংখ্যা ৫ লাখেরও বেশি। এদিকে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় রাস্তাঘাটে লোকজনের চলাচলও কমে গেছে।

পাবনা ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক জানান, চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা প্রবাহিত হচ্ছে এসব এলাকায়। বাতাসে গরমের মাত্রা এতোটাই বেশি যে, দিনের বেলায় অনেকেই বাইরে কাজেও বের হচ্ছেন না।

ঈদযাত্রায় রেলের বিশেষ ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট :
ঈদযাত্রা চাপমুক্ত, সহজ ও সুষ্ঠু করে তুলতে নানা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। টিকেট ছাড়া ঢোকা যাবে না স্টেশনে। সিট দখলমুক্ত রাখতে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ট্রেন। লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহের হেপা থেকে মুক্ত করতে আন্তনগর ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। ঈদের পাঁচ দিন আগে থেকে পাঁচ দিন পর পর্যন্ত  মোট দশ দিন ঈদযাত্রার টিকেট ঘরে বসেই সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। আগামীকাল সোমবার (১৭ তারিখ) থেকে চলবে ঈদের ট্রেন ।

আজ রোববার (১৬ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সেখানে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘স্টেশনগুলোতে আমরা এক্সেস কন্ট্রোল করেছি। কাজেই টিকেটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারবে না।’

রেলপথমন্ত্রী বলেন, ‘আমাদের দুটি প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এ সময় আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার জন্য এবং গ্রামের বাড়িতে ঈদ কাটানোর উদ্দেশে কয়েক লাখ মানুষ ঢাকা শহর থেকে গ্রামে আসা-যাওয়া করে। পরিবহণের অন্যতম একটি মাধ্যম হচ্ছে রেলওয়ে। ঈদের সময় যাত্রীদের আসা-যাওয়ার প্রচণ্ড চাপ তৈরি হয়। এই চাপ সামলানোর জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকি। আমাদের সে পরিকল্পনা আমরা একমাস আগেই মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছি।’

মন্ত্রী আরও বলেন, ‘মন্ত্রণালয় এবং রেলের পক্ষ থেকে যে অভ্যন্তরীণ প্রস্তুতি নেওয়া দরকার, আমরা সেটা নিয়ে থাকি। এই বছর রেল‌ওয়ের সবচেয়ে বড় যে পরিবর্তন নেওয়া হয়েছে, তা হলো—ঈদের পাঁচ দিন আগে ও ঈদের পাঁচ দিন পরে এই দশ দিন আন্তনগর ট্রেনগুলোর টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। ইতোমধ্যেই ঈদ যাত্রার টিকেট বিক্রি হয়ে গেছে এবং আগামীকাল ১৭ তারিখ থেকে ঈদের ট্রেন চলা শুরু হবে। এই ট্রেন চলাচলের ক্ষেত্রে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সেগুলো যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য আমরা গ্রহণ করেছি। আজকে আমরা কমলাপুর পরিদর্শনে এসেছি সার্বিক প্রস্তুতি দেখার জন্য। এখানে বিভিন্ন পক্ষের সাথে মতবিনিময় করেছি। যাত্রীদের অধিকতর নিরাপদ যাত্রার জন্য কিছু সিদ্ধান্ত আমরা বিভিন্ন পক্ষকে জানিয়ে দিয়েছি।’

নূরুল ইসলাম সুজন বলেন, ‘১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান,পঞ্চগড় নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন সমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না, কারণ এসব ট্রেনে বিমানবন্দর থেকে যাত্রীরা সিট দখল করে থাকে।’

রেলমন্ত্রী আরও বলেন, ‘অতীতে বিভিন্ন সময় যাত্রীদের চাপের কারণে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতো, আমরা এবার সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর স্টেশনে অস্থায়ী বাঁশের বেড়া নির্মাণ করা হয়েছে যাতে যাত্রীরা সারিবদ্ধভাবে টিকেট প্রদর্শন করে ঢুকতে পারে এবং টিকেটবিহীন কোন যাত্রী ঢোকার সুযোগ না পায়।’

সিডিউল বিপর্যয় বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের বেশিরভাগই সিঙ্গেল লাইন। কোনো একটি ট্রেনের ১০ মিনিট বিলম্ব হলে অনেক ট্রেনগুলোকে বিলম্বের মুখে পড়তে হয়, তা ছাড়া এখনকার আবহাওয়ার তাপমাত্রা অনেক বেশি তাই গতি কম রাখতে হচ্ছে।’ কাজেই এই বিষয়গুলোকে সামনে রেখে যাত্রী সাধারণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

স্টেশন পরিদর্শনের সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক অপারেশন সরদার শাহাদত আলী সহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই দেশের উন্নয়ন হয়েছে

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন রাজনৈতিক প্রজন্ম যেন গণতান্ত্রিক ধারা ও দেশের অগ্রগতি অব্যাহত রাখতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। তিনি আরও বলেছেন, দেশ পরিচালনায় নীতি ও আদর্শ ধরে রাখার কারণে উন্নয়নশীল দেশে উত্তরণ সহজ হয়েছে। সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

আজ রোববার (১৬ এপ্রিল) গণভবনে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের (এনটিসি) অষ্টম সভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘সেনাশাসনের সময় দেশের কোনো উন্নয়ন হয়নি। রাজনৈতিক নেতৃত্ব যখন ছিল তখনই দেশের উন্নয়ন হয়েছে। সেনাশাসন বা সেনাসমর্থিত সরকারের সময়ে দেশের অগ্রগতি হয়নি, এটা মানুষকে বুঝতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘নতুন প্রজন্ম যারা রাজনীতিতে আসবে তারা যেন এই বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রাখতে পারে এবং গণতান্ত্রিক ধারা যেন অব্যাহত থাকতে পারে, সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ডেলটা প্ল্যান সফল হলে দেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি, রাস্তা-ঘাটসহ দেশের সার্বিক উন্নতি হয়েছে। আগামী দিনেও আমরা সেভাবে এগিয়ে যেতে চাই।’

সরকারপ্রধান বলেন, ‘দেশ পরিচালনায় নীতি ও আদর্শ ধরে রাখার কারণে উন্নয়নশীল দেশে উত্তরণ সহজ হয়েছে। প্রশাসন পরিচালনায় আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও নীতি, আদর্শ ধরে রেখে কাজ করেছি। এরই ফল হিসেবে দেশ আজ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে আমাদের। এ ধারা অব্যাহত রাখতে হবে। ২০০৮ সালের নির্বাচনে বলেছিলাম, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকের বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশ। এর সুফল কিন্তু একেবারে গ্রামপর্যায়ের মানুষও পাচ্ছে।’

তাপদাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট :
আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় দেশে প্রচণ্ড গরম থেকে তাৎক্ষণিক স্বস্তির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গত কয়েকদিনের মতো দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ও সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ রোববার (১৬ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সৈয়দপুরে।

অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

নিউ সুপার মার্কেটে চলছে পরিচ্ছন্নতার কাজ

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর নিউমার্কেটের ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়েছে। আজ রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টায় নির্বাপনের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। তারপর থেকে সিটি করপোরেশন ও মার্কেটের কর্মীরা শুরু করেছেন মার্কেট পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

আজ রোববার দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করে সকাল ৯টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

রাকিবুল হাসান বলেন, আগুনের শুরু থেকে মোট ৩১ জন আহত হন। এর মধ্যে ফায়ার সার্ভিসের ২৫ জন, দুজন আনসার সদস্য, বিমানবাহিনীর একজন, স্বেচ্ছাসেবক দুজন ও রোভার স্কাউটের একজন।

ফায়ার সার্ভিসের আগুন নির্বাপন ঘোষণার পর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও মার্কেটের কর্মীরা মিলে ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ শুরু করেছেন। খুলে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী চাঁদনি চক ও গাউছিয়া মার্কেট। এসব মার্কেট গতকাল শনিবার সারা দিন বন্ধ রাখা ছিল। এ ছাড়া আশপাশের দোকানগুলোও খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা।

রাকিবুল হাসান জানান, আগুন নির্বাপনের পর পুলিশের কাছে ভবন বুঝিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম জানান, দোতলা ও তিনতলার বেশিরভাগ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্দিষ্ট সংখ্যাটি সিটি করপোরেশন বলতে পারবে। আমরা ধারণা করছি, ২৫০-৩০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এর আগে গতকাল ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় গতকাল শনিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে

বাস-পিকআপ এর মুখোমুখি সংঘর্ষে নিহত দুই চালক

 

ডেস্ক রিপোর্ট :

 

নাবিল পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালকই নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ অন্তত ১২ জন। দিনাজপুরের বিরামপুরে আজ রোববার (১৬ এপ্রিল) সকাল সাতটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দিনাজপুর জেলা প্রশাসক এ ঘটনায় নিহতদের ২৫ হাজার এবং আহতদের ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

পুলিশ জানায়, নিহত নাবিল কোচের চালকের নাম গোলাম রব্বানী (৩৮)। সে দিনাজপুর বীরগঞ্জ উপজেলা কবিরাজহাট এলাকার আব্বাস আলীর ছেলে। পিকআপ চালকের নাম আজাদ হোসেন। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, আজ রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহণের বাসটি দিনাজপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে সবজি বোঝাই একটি পিকআপ গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিরামপুরের বিজুল বাজারের কাছে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস ও পিকআপচালক নিহত হন। এ ঘটনায় আহত ১২ জনের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনকে এবং বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনকে ভর্তি করা হয়েছে।

এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে আসেন জেলা প্রশাসক শাকিল আহম্মেদ। এসময় তিনি দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং নিহতদের ২৫ হাজার টাকা করে এবং আহতদের জন প্রতি ১০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।

বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই পথে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সারা দেশে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

 

ডেস্ক রিপোর্ট :

 

দেশের আটটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং বাকি ৫৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশজুড়ে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আজ রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রাবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

হাফিজুর রহমান আরও জানান, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী দুই দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

গতকাল শনিবার (১৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ক্ষমতায় এসে আমরা কাউকে ফুলের টোকাও দিইনি : শামীম ওসমান

 

ডেস্ক রিপোর্ট :
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, সরকারকে নিয়ে বর্তমানে দেশের বাইরে ও ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে। বিরোধী দলে থাকা অবস্থায় নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের চলতে হয়েছে। অথচ, ক্ষমতায় এসে আমরা কাউকে একটা ফুলের টোকাও দিইনি।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে শামীম ওসমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘ফতুল্লায় ফাজিলপুর মাদ্রাসা মাঠে বিএনপি তাদের ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলের নামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটাতে চেয়েছিল। এগুলো কোনো রাজনীতি না। বিএনপিকে সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানাই।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘আমি বিএনপির উদ্দেশে বলতে চাই, ওনারাও ভাই আমার, ভালো-মন্দ সব দলের ভিতরেই আছে। আমি কিন্তু দেখেন, ২০০১ এর পরে আমাদের ওপর যে অত্যাচার হয়েছে, আমাদের একটা দুইটা তিনটা না, আমাদের প্রায় ১৭ জন মানুষকে মারা হয়েছিল। আগের যে এমপি ছিল ওনার দ্বারা সংগঠিত হয়েছিল। এমনকি, বিএনপি তৈমুর আলম খন্দকার ভাইয়ের ভাই সাব্বির কোনো পার্টি করত না, মাদকের বিরুদ্ধে কথা বলেছিল, তাকেও হত্যা করা হয়েছিল। ২০০১ এর পরে আমাদের ভাইয়ের ফ্যাক্টরিতে, জানেন আপনারা, অনেকে যারা মুরব্বি আছেন, তারা জানেন, সাংবাদিকেরা আপনারা জানেন, হামলা করা হয়েছিল। অথচ, আমার ভাই সেলিম ওসমান রাজনীতি করতেন না।’

শামীম ওসমান বলেন, ‘৩০০ গরুর দুধের বাট কেটে দেওয়া হয়েছিল, রাজহাঁসের গলা কেটে দেওয়া হয়েছিল, আমাদের বাড়ি হিরা মহলে গিয়ে আগুন দেওয়া হয়েছিল। এগুলো তো সম্পদ, এগুলো কিছু এসে যায় না; মানুষ মারা হয়েছিল। এই হাত দিয়ে ৪৯ জনকে আমরা দাফন-কাফন করেছিলাম। অথচ, ক্ষমতায় আসার পর আমরা কাউকে কিছু বলিনি, একটা ফুলের টোকাও দিইনি।’

হঠাৎ করে নারায়ণগঞ্জকে অস্থির করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘আমি সব দলের ত্যাগী নেতাদের সম্মান করি। সে বিএনপি হোক, জাতীয় পার্টি হোক আর আওয়ামী লীগই হোক। যে ত্যাগী তাকে আমি সম্মান করি। কিন্তু, একটি লোক রাজনীতিতে ছিলেন না, এই লোকটি রাজনীতিতে আসার পর নারায়ণগঞ্জে অস্থিরতা সৃষ্টি হয়ে গেল। কী হলো? একটা ছেলে, নাম বলা উচিৎ না, তবুও বলি, আমিও তাকে এইটুক থেকে দেখছি, বেয়াদব ছিল না, ভালো ছেলে ছিল। ওর নাম হলো জাকির। বিএনপি আসার আগে অনেক কিছু করল। এই ছেলেটা দেশের বাইরে ছিল। বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাকে আনা হলো, এনে কী করা হলো? নারায়ণগঞ্জে বিএনপির প্রথম যে প্রোগ্রামটা হলো, সেখানে তার লোকগুলোকে ব্যবহার করা হলো। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে লিপ্ত করানো হলো। এরপর এক ছেলে মারা গেল। যে মারা গেল, তার মায়ের বুক তো খালি হয়ে গেল। ও তো আর ফিরে আসবে না। আর লাভ হলো কী! ও তো (জাকির) বিএনপির আমল থেকেই পলাতক। বিএনপির আমলেই তাকে মারার চেষ্টা করা হয়েছিল। পরে কী হলো, সে কোথায় আছে, সেই খবর তার দলের নেতারাই দিল। যারা তাকে এনেছিল, তারাই দিল নিজেদের সেভ করার জন্য। পরে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হলো। সে এখন জেলখানায় আছে। তাহলে কয়টা জীবন নষ্ট করল? অথচ, আমরা কোথাও আঘাত করিনি।’

নারায়ণগঞ্জের রাস্তা হবে বাংলোদেশের আধুনিকতম রাস্তা উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘আজকে আমি শামীম ওসমান অবশ্যাই আল্লাহর হুকুম শেখ হাসিনার অসিলায়। এই রাস্তাটা যে হচ্ছে। আমি কয়েকদিন আগে সড়ক মন্ত্রণালয়ে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম—কবে কাজ শেষ করতে পারবেন? ওনারা বললেন, ইনশা আল্লাহ সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে শেষ করে ফেলব।’ তিনি বলেন, ‘ফুটওভার ব্রিজে আধুনিক ব্যবস্থা করা হচ্ছে।’

এখানে শেখ কামাল আইটি ইনস্টিটিউট করছি। বাংলাদেশের যে চারটি সব থেকে বড় চারটি যে ইনস্টিটিউট হচ্ছে, তার মধ্যে এটি একটি। এটা আমাদের বাচ্চাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেবে। ঠিক এর উল্টো দিকে পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড কলেজ করা হবে। প্রায় ৩০-৪০  কোটি টাকা দিয়ে এটি করা হবে, যেন আমাদের ছেলেরা টেকনিক্যাল জ্ঞানে সমৃদ্ধ হয়। ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল এই রাস্তার পাশেই হবে ইনশা আল্লাহ।‘ তিনি বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আর করোনা না হলে আজ এই কাজ ধরা হয়ে যেত।’

শামীম ওসমান আরও বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় চেয়েছিলাম। আমার মাতৃতুল্য শেখ হাসিনা আমাকে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছেন। এটাও ওই রাস্তার ওপরে হবে ইনশা আল্লাহ।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই রাস্তা হবে বাংলোদেশের আধুনিকতম রাস্তা। এই মাসের শেষে, অর্থাৎ ঈদের পর থেকেই শুরু হবে প্রায় ৭০ থেকে ১০০ কোটি টাকার রাস্তা এবং ড্রেন। আমার এই পাঁচটি ইউনিয়নে ইনশা আল্লাহ ড্রেনসহ ১০০ কোটি টাকার রাস্তা হবে। টিএনটি প্রোজেক্টও শেষ হয়ে যাবে। এই কাজগুলো যদি হয়, ঢাকা-নারায়ণগঞ্জ্ যেটি পুরোনো রোড, সেটিও ১২০ ফুট চওড়া একটি রোড হবে এবং বাংলাদেশের মধ্যে এটি প্রথম রাস্তা হবে, যেটি টোটাল আরসিসি করা।’

তীব্র গরমে নাকাল চুয়াডাঙ্গা

 

ডেস্ক রিপোর্ট :

 

চুয়াডাঙ্গায় টানা দুই সপ্তাহ ধরে বইছে তীব্র তাপপ্রবাহ। অতি দাবদাহে গলে যাচ্ছে সড়কের পিচও। এতে চরম দুর্ভোগে পড়েছে জেলার মানুষ। কাঠফাটা রোদে দুঃসহ হয়ে উঠেছে জনজীবন। রাতেও মিলছে না শান্তি। এমন অবস্থায় প্রয়োজন ছাড়া মানুষকে বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে মাইকিং করেছে জেলা প্রশাসন। বাসায় রাখতে বলা হয়েছে পর্যাপ্ত খাবার স্যালাইলন। সন্ধ্যার আগে রোজাদারদের বাইরে বের না হতে দেওয়া হয়েছে পরামর্শ।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ শনিবার (১৫ এপ্রিল) চুয়াডাঙ্গায় বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ১৬ ভাগ, গত ২ এপ্রিল থেকে টানা ১৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়।

আজ সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান এনটিভি অনলাইনকে বলেন, ‘দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখন চুয়াডাঙ্গায়। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। শিশু ও নারী সবাইকে বাসায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রোজাদারদের সন্ধ্যার পর বাসা থেকে বের হতে বলা হচ্ছে। বাসায় পর্যাপ্ত পরিমাণ ওরস্যালাইন রাখতে বলা হয়েছে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘এ ছাড়া হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি রাখা হয়েছে। হিটস্ট্রোক, পানি শূন্যতা ও ডায়রিয়া থেকে রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে।’

জেলা প্রশাসক বলেন, ‘আগামীকাল রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় আমরা তাপদাহ ও অগ্নিকাণ্ড নিয়ে জরুরি মিটিং ডেকেছি। সেখানে করণীয় ঠিক করা হবে।’

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, আজ সর্বোচ্চ তাপমাত্রা বিকেল ৩টায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ২০১৫ সালের ২১ মে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয়েছিলো ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একটানা তাপমাত্রা অব্যাহত থাকায় মানুষ হাঁফিয়ে উঠেছে। রমজান মাসের মধ্যে প্রচণ্ড তাপমাত্রার কারণে মানুষের কষ্ট অনেক অংশে বেড়ে গেছে। বিশেষ করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ বেশি সমস্যায় রয়েছে।’