৫৩ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে

ডেস্ক রিপোর্ট :
আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ৫৩টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি আরও দুদিন অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আগামী দু’দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, ঢাকা বিভাগের ১৩টি জেলা, চট্টগ্রাম বিভাগের ১১টি, রাজশাহী বিভাগের ৮টি, খুলনা বিভাগের ১০টি, বরিশাল বিভাগের ৬টি, সিলেট বিভাগের ৪টি ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গড়েছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :
নতুন করে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গড়েছে বাংলাদেশ। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৯টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশ রেকর্ড গড়েছে।

বিপিডিবি সূত্র জানায়, সর্বশেষ ২০২২ সালের ১২ এপ্রিল রাত ৯টায় সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট।

সূত্র জানায়, ভারতীয় আদানি গ্রুপ থেকে আমদানি করা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার পরে নতুন রেকর্ড তৈরি হয়। আমদানি বিদ্যুতের দাম এখনও নিষ্পত্তি হয়নি। তবে কর্মকর্তারা বলছেন, আদানি গ্রুপের বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১৪ টাকার ওপরে হতে পারে এবং গড় উৎপাদন খরচ ৭ টাকার নিচে।

বর্তমানে বাংলাদেশের গ্রিড বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াটের ওপরে।

সারাদেশের তাপমাত্রা ১৬ এপ্রিল পর্যন্ত একই রকম থাকবে

ডেস্ক রিপোর্ট :
সারাদেশের তাপমাত্রা ১৬ এপ্রিল পর্যন্ত একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, ১৭ এপ্রিল বৃষ্টি হতে পারে দুই-এক জায়গায়। বুধবার (১২ এপ্রিল) আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, ১৬ এপ্রিল পর্যন্ত আবহাওয়া একই রকম থাকতে পারে। ১৭ এপ্রিল দুই-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে এটি তাপমাত্রার ওপর তেমন প্রভাব ফেলবে না। তবে ২৪ এপ্রিল দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কমে আসতে পারে তাপমাত্রা।

গত কয়েক দিন ধরে সারাদেশে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়েছে উঠেছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়।

বৈসাবি উৎসবে রং লেগেছে পাহাড়ে

ডেস্ক রিপোর্ট :

বৈসাবি উৎসবে রং লেগেছে পাহাড়ে। শঙ্কামুক্ত মঙ্গলময় বিশ্ব কামনায় নতুন বছরকে বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানাতে বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসালেন চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা। শিশু-কিশোর ও যুবক-যুবতীরাও ভিড় জমিয়েছিলেন নদীচরে বিজু ও বিষু উৎসবের এই আনন্দ আয়োজনে।

আয়োজকরা জানান, নতুন বছরকে বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানানোর সামাজিক এই উৎসবকে চাকমা সম্প্রদায় বিষু ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায় বিজু নামে পালন করে আসছে যুগযুগ ধরে। এবার তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে পাহাড়ি পল্লীগুলোতে। উৎসবের প্রথমদিনে পার্বত্য চট্টগ্রামের চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা ভোর বেলায় ঘুম থেকে উঠে গ্রামে গ্রামে ঘুরে ফুল সংগ্রহ করেন। সংগ্রহের পর ফুলের একটি অংশ প্যাগোডায় গৌতম বুদ্ধের প্রার্থনায় ব্যবহার করেন। আরেকটি অংশ গঙ্গায় অবস্থানরত মায়ের চরণে বিশ্ববাসীর শান্তি ও মঙ্গলময় সুন্দর জীবন গড়তে নদীতে ফুল ভাসানো হয়।

চাকমা তরুণী সুচরিতা চাকমা ও শুভশ্রী চাকমা বলেন, ‘উৎসবের প্রথমদিনে নদীতে ফুল ভাসিয়ে পুরোনো বছরের যতসব অমঙ্গল ও দুঃখ-কষ্ট গ্লানি রয়েছে, সব ধুয়ে মুছে ফেলে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করা হয়। এটি আমাদের ঐতিহ্যগত উৎসব। যুগযুগ ধরেই আমরা তা পালন করে আসছি। এছাড়াও পাহাড়ি পল্লীগুলোতে বাড়িতে বাড়িতে চলে ঐতিহ্যবাহী পাচনসহ মজাদার সব খাবার তৈরি করে অতিথি আপ্যায়ন। বিহারগুলোতে ধর্মীয় প্রার্থনা, বয়স্কদের প্রণাম করে আর্শীবাদ গ্রহণ। এদিন দল বেঁধে বন্ধু-বান্ধব স্বজনরা ঘুরে বেড়ায়।’

বৈসাবি উৎসব আয়োজক কমিটির সাধারণ সম্পাদক কৃত্তিমান চাকমা বলেন, ‘বর্ষবরণ ও বর্ষ বিদায়ের এই উৎসবে তিন দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। নদীতে ফুল ভাসানো ছাড়াও চাকমাদের ঐতিহ্যবাহী খেলা নাটিং এবং বাঁশহরম প্রতিযোগিতা রয়েছে। সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠে চাকমা পল্লীগুলো।’

মঙ্গল শোভাযাত্রা বন্ধে হুমকির চিরকুট

ডেস্ক রিপোর্ট :
রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে হুমকি দিয়ে পাঠানো একটি চিরকুট পেয়েছেন আয়োজক কমিটির এক সদস্য। এ দাবিতে শাহবাগ থানায় জিডি করেছেন আয়োজক কমিটির সদস্য আবতাহী রহমান (২৫)।

আজ বুধবার (১২ এপ্রিল) সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আবতাহী রহমান জিডির আবেদনে উল্লেখ করেছেন, বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা আয়োজনে অর্থ ও নিরাপত্তা কমিটির দায়িত্ব পালনের সময় মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাত ৯টা ৪৫ মিনিটের দিকে চারুকলার পশ্চিম পাশের দেয়ালে রঙের কাজ তদারকি করি। এ সময় প্লাস্টিক চেয়ারের ওপর একটি সাদা কাগজ ও পঞ্চাশ টাকার নোট পাই। ওই কাগজে লেখা ছিল—‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের, এখানে এসে ক্ষতি করো না তোমাদের, হামলা হতে পারে এনিটাইম, দাজ্জালী বাহিনী পাবে না টের মোদের।’

‘পরবর্তীতে এ বিষয়ে চারুকলা অনুষদের প্রক্টরিয়াল টিমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশে জিডির আবেদন করেছি’ বলে জিডির আবেদন উল্লেখ করেন আবতাহী রহমান।

জিডির আবেদনে আয়োজক কমিটির এই সদস্য আরও উল্লেখ করেন, ‘এ অবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন।’

ওসি নূর মোহাম্মদ আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে মঙ্গল শোভাযাত্রা আয়োজক কমিটির এক সদস্য একটি চিরকুট পেয়েছেন। সেটিকে কেন্দ্র করে আমাদের থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা আবেদনটি গ্রহণ করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট :
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১২ এপ্রিল) এক শোক বার্তায় জাফরুল্লাহ চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে প্রয়াত এ জনস্বাস্থ্য চিন্তাবিদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সরকারপ্রধান।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ, ওষুধ শিল্প ও জনস্বাস্থ্য খাতে ডা. জাফরুল্লাহর অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া গত কয়েকদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ৫ এপ্রিল গণস্বাস্থ্য নগর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর গত রোববার তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর প্রধান সমন্বয়কারী ছিলেন ডা. মামুন মোস্তাফী। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার (১০ এপ্রিল) সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তাঁর মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

আগামী ৫ দিনেও তাপমাত্রা কমার আভাস নেই

ডেস্ক রিপোর্ট :
রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আগামী ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

এছাড়া আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে এপ্রিলের ১৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, মাগুরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পালাশ।

১৪ এপ্রিল থেকে বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’

ডেস্ক রিপোর্ট : 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিগত বছরের মতো এবারও ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)। আগামী ১৪ এপ্রিল হতে এই সার্ভিস শুরু হবে। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।

ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাঢ়া) হতে এসব রুটে (ঢাকা হতে) অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-খুলনা, দাউদকান্দি, ডামুড্যা, খাসেরহাট, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটে; কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-ভাঙ্গা রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটে; গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল, দশমিনা (পটুয়াখালি), আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুটে; জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটে; মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটে; মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাক-শরিয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটে; গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটে; যাত্রাবাড়ী বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-রংপুর, শরীয়তপুর রুটে; নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটে; নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুটে চলবে।

যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে আগামী ১৮ এপ্রিল হতে ঢাকার বিভিন্ন ডিপো/টার্মিনালে জরুরি সার্ভিস প্রদানের লক্ষ্যে ৬০টি বাস এসব ডিপোতে/স্থানে স্ট্যান্ডবাই থাকবে-সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর-১২ নম্বর মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবিনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাসস্ট্যান্ড এবং চন্দ্রা বাসস্ট্যান্ডে।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে : ম্যানেজার (অপারেশন) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবাইল: ০১৭১১৭০৮০৮৯, কল্যাণপুর বাস ডিপো-মোবাইল ০১৭১১৪৩৫২১৩, গাবতলী বাস ডিপো-মোবাইল ০১৭৮৪৫২০৯০০, জোয়ারসাহারা বাস ডিপো-মোবাইল ০১৭১১৩৯১৫১৪, মিরপুর বাস ডিপো-মোবাইল ০১৭১১-৩৯২০৮৭, মোহাম্মদপুর বাস ডিপো-মোবাইল ০১৭১২৩৮২১৪৪, গাজীপুর বাস ডিপো-মোবাইল ০১৭৫৮৮৮০০১১, যাত্রাবাড়ী বাস ডিপোমোবাইল ০১৯১৯-৪৬৫২৬৬, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবাইল  ০১৭১৫৬৫২৬৮৩, নরসিংদী বাস ডিপোমোবাইল ০১৫৫৩-৩৪৯৫৬৭।

সারের দাম বাড়লেও কৃষিতে প্রভাব পড়বে না

ডেস্ক রিপোর্ট :
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সব ধরনের রাসায়নিক সারের দাম প্রতি কেজিতে পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। এতে করে চাপ বেড়েছে কৃষকের ওপর। তবে, সারের দাম বাড়লেও উৎপাদন কমবে না। এমনকি, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও সারের দাম কমানো হবে। খোদ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন।

সারের দাম বাড়ানোর পর আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কৃষিমন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে সারের দাম বাড়াতে হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে আমরাও আবার সারের দাম কমাবে। সারের দাম বাড়ার কারণে কৃষকের ওপর চাপ বাড়বে। তবে, কৃষি উৎপাদনে এর প্রভাব পড়বে না।’

মন্ত্রী বলেন, ‘কৃষকের ক্ষতি পুষিয়ে দিতে অন্যভাবে কৃষকদের সহায়তা করা হবে। সারের দাম বাড়ুক আমি চাইনি। প্রধানমন্ত্রীও বলেছিলেন,  দাম না বাড়াতে। কিন্তু, অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে শক্ত অবস্থানে ছিল। তাদের অনুরোধে শেষ পর্যন্ত বাড়াতেই হলো।’

বৈশ্বিক দামের তুলনায় দাম বেশি বাড়েনি জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘সারে এখনও সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হবে। বৈশ্বিক দাম কমলে সারের দাম সমন্বয় করা হবে।’

এর আগে গতকাল সোমবার রাসায়নিক সারের দাম প্রতি কেজিতে পাঁচ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি কৃষি মন্ত্রণালয়। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে পাঁচ টাকা বাড়ানো হয়েছে।

দাম বাড়ায় এখন থেকে কৃষক পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম ২২ টাকা থেকে ২৭ টাকা, ডিএপি ১৬ টাকা থেকে বেড়ে ২১ টাকা, এমওপি সারের দাম ১৫ টাকা থেকে ২০ টাকা হয়েছে।

অন্যদিকে, পাঁচ টাকা বেড়ে ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম ২৫ টাকা, ডিএপির দাম ১৯ টাকা এবং প্রতি কেজি এমওপির দাম ১৮ টাকা হয়েছে। যা আগে ছিল ইউরিয়া ও টিএসপি ২০ টাকা, ডিএপি ১৪ টাকা ও এমওপি ১৩ টাকা।

সারাদেশে তীব্র তাপপ্রবাহের শঙ্কা

ডেস্ক রিপোর্ট:
গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ঢাকাসহ সারাদেশেই মানুষ গরমে কষ্ট পাচ্ছেন। আগামী কয়েকদিনে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা। আগামী ১০ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনাও দেখছেন না তারা।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২০ এপ্রিলের পর বৃষ্টি হতে পারে। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সোমবার তাপপ্রবাহের আওতা আরও বেড়েছে। রবিবার দেশের পাঁচ বিভাগ ও এক জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। সোমবার পাঁচ বিভাগ ও চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল যা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে কে বলেন, আগামী দু-তিনদিন পর দেশের কোনো কোনো স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, বৃষ্টি হলেও তা ২০ তারিখের পরে হতে পারে। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আমরা বলেছি, আগামী সাতদিন তাপপ্রবাহ থাকবে।