বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবী।

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ২৮ বছরের বঞ্চনার অবসান চান এমপিওভুক্ত কলেজের অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষকরা। তাঁরা চলতি অর্থবছরেই তাঁদের এমপিওভুক্তির দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে তাঁরা এই দাবি জানান। গত বুধবার থেকে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের ব্যানারে তাঁরা একই স্থানে মানববন্ধন পালন করছেন। শিক্ষকরা জানান, এমপিওভুক্ত কলেজগুলোর অনার্স ও মাস্টার্স কোর্সে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থীর জন্য সাড়ে পাঁচ হাজার শিক্ষক রয়েছেন। কিন্তু বৈধভাবে নিয়োগের পর এখনো তাঁদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত ও এমপিওভুক্ত করা হয়নি। ফলে প্রায় ২৮ বছর ধরে এসব শিক্ষক নামমাত্র বেতনে চাকরি করছেন। তবে করোনার কারণে সেটাও বন্ধ রয়েছে। সংগঠনের আহ্বায়ক হারুন-অর-রশিদ বলেন, ‘আমাদের সাড়ে পাঁচ হাজার শিক্ষকের এমপিওভুক্তির জন্য বার্ষিক ১৪৬ কোটি টাকা প্রয়োজন। শিক্ষকদের মানবিক দিক বিবেচনা করে দ্রুত এমপিওভুক্তির দাবি জানাচ্ছি। সংগঠনের আহবায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে তিনব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেস্টা অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদের সভাপতি মেহরাব আলী, ফেডারেশনের আহ্বায়ক হারুন অর রশীদ, সদস্য সচিব মোস্তফা কামাল, মোকলেসুর রাহমান মনি, মাসুম বিল্লাহ, তরিকুল ইসলাম, জিয়াউর রহমান মানিক, কামরুল হাসান লিপু, সুলতান মাহমুদ, সাইফুল ইসলাম জুয়েল, রফিকুল ইসলাম, গাজী নজরুল ইসলাম, মাসুদ করিম, মাহিবুর রহমান, আবু সাঈদ সুজন, মহাদেব শর্মা, সুকোমল সেন, যুগ্ন সচিব মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হারুন অর রশীদ, ইউনুছ শরীফ, ফজলুল করিম, আরাফাত হক, আশরাফুল ইসলাম, জামির হোসেন, সুলতানা সুমী, দেলোয়ার হোসেন, সাফায়েত হোসেন সহ সকল বিভাগায় সমন্বয়কারী, জেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ শিক্ষক বৃন্ধ।

প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতির নির্দেশ

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। বিদ্যালয় পুনরায় চালুর আগে অনুমোদিত নির্দেশিকার আলোকে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এ অবস্থায় কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা স্কুল পর্যায়ে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
আরো পড়ুনঃ ‘অটো পাস’ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ও সচিব

একই সঙ্গে প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রণালয়ের সব পদক্ষেপ পোস্টার, লিফলেট তৈরি করে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে। এর একটি খসড়াসহ উপস্থাপন করতে অনুরোধ জানানো হয়েছে।

আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পূনরায় সভাপতি রিজভী

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ম্যানেজিং কমিটির পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী।

বুধবার ( ২৯ জুলাই) প্রবিধানমালা ২০০৯ এর প্রবিধান ৩৯ নং ধারা অনুযায়ী বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আব্বাস উদ্দীন এর স্বাক্ষরিত এক স্মারকে ম্যানেজিং কমিটিকে অনুমোদন দেন।

পদাধিকার বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব, মোসা: আইরিন পারভীন শিক্ষক সদস্য, আঃ হক বিশ্বাস কে অভিভাবক সদস্য পদ দেওয়া হয়।

অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়ে একটি সফল শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করেছে। তারই ধারাবাহিকতায় পূনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

সদ্য নির্বাচিত এই ম্যানেজিং কমিটি শিক্ষার আলো ফুটাতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

একাদশে ভর্তি শুরু ৯ আগস্ট

২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে। এই কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টম্বর পর্যন্ত।
রোববার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এ কার্যক্রম ৯ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তির যাবতীয় তথ্য শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি’র পদত্যাগের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশীদকে শিক্ষকদের এমপিওভুক্তির বিরোধিতাকারী আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবীতে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন দাবি জানান বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম বরিশাল বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা। একই সাথে আগামী সাত দিনের মধ্যে ভিসি পদত্যাগ না করলে সারাদেশে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বেসরকারী কলেজ, অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম, বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ ইউনুস শরীফ। তিনি বলেন, অনার্স শিক্ষকেরা দীর্ঘ ২৮ বছর ধরে শিক্ষকেরা বেতন বঞ্চনার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। যা শিক্ষা বিস্তারে সুষম নীতির ক্ষেত্রে চরম বৈষম্য এবং সংবিধানের পরিপন্থী। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধিমোতাবেক এনটিআরসিএর সনদপ্রাপ্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাউশির ডিজির প্রতিনিধিদের তত্বাবধানে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ প্রাপ্ত হয়েও তাদেরকে এমপিও ভুক্ত করা হচ্ছেনা। দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রাম ও হাইকোর্টের নির্দেশনা, শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সুপারিশের প্রেক্ষিতে ২০১৮ এর সংশোনাধীন জনবল কাঠামো সংশোধন কমিটির প্রথম মিটিংয়ে সকল সদস্য বেসরকারি অনার্স মাস্টার্স স্তরের শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনীহার কারণে বিষয়টি উপেক্ষিত হচ্ছে।

১৯৯৫,২০১০,২০১৩ এবং ২০১৮ তে জনবল কাঠামো সংশোধন করা হলেও এসব শিক্ষকদের দাবি উপেক্ষা করা হয়েছে। তারপরেও দীর্ঘ আটাশ বৎসর হলো শিক্ষকেরা প্রতিষ্ঠান থেকে নামমাত্র বেতনে কিংবা বেতনহীন অবস্থায় লক্ষ লক্ষ শিক্ষার্থীকে শিক্ষা সেবা দিয়ে আসছেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালা ও সরকারি নীতিমালা মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের শতভাগ বেতন-ভাতা ও সুযোগ সুবিধা প্রদানের নির্দেশনা থাকলেও সারাদেশে বেসরকারি কলেজের ৯০ ভাগ কলেজ কর্তৃপক্ষ তা আমলে নিতে চায় না। শিক্ষকদের বেতনের নাম করে গরীব ছাত্রছাত্রীদের নিকট হতে মাসে ৫০০ থেকে ১৫০০ টাকা করে বেতন নেওয়া হলেও শিক্ষকদের বেতন বাবদ ৩ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে দিয়ে থাকে যা একজন শিক্ষকেরা বর্তমান বাজার দরে জীবন জীবিকা নির্বাহ করা অসম্ভব।

শুধু তাই নয় অধিকাংশ কলেজেই মাসের পর মাস সামান্য টাকাটাও ফান্ডে না থাকার অযুহাতে বন্ধ রাখা হয়। পরীসংখ্যানে দেখা যায়, শুরুতে কলেজের সংখ্যা গুটি কয়েক হলেও ২০১৮ সাল পর্যন্ত তা ৫০০ ছাড়িয়ে যায় এবং সংখ্যা দাড়ায় প্রায় ৮৫০০। এরমধ্যে ২৬৮ কলেজ সরকার জাতীয়করন করার পর তাদের চাকরি সরকারি হলেও একই প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত বাকি ৩১৫ টি কলেজের ৫৫০০ শিক্ষকের জন্য মাত্র ১শত ৪৬ কোটি ৫০ লাখ টাকার এমপিও বরাদ্দ না দিয়ে বঞ্চিত করা হচ্ছে।

যা চুড়ান্ত ভাবে অমানবিক বলে মনে করেন তারা। গত ১৭ মার্চ থেকে বৈশ্বিক মহামারি করোনার কারনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষকেরা যে সামান্য বেতন ভাতা পেত তাও বন্ধ থাকার কারনে মানবেতর জীবন যাপন করছে উপরন্তু এসব শিক্ষকদের নিয়োগকারী জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতনভাতার ব্যাপারে কোন ভুমিকা পালন করছে না। ফলে পরিবারের ভরন পোষন করতে না পারা শিক্ষকদের আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ খোলা নেই।

২০১৫ সালে মাউশি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি’র কাছে অনার্স -মাষ্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির ব্যাপারে মতামত চাওয়া হলেও বিগত ৫ বছরেও তিনি কোন মতামত বা সুপারিশ করেননি। অন্যদিকে বারবার জনবলে অন্তর্ভূক্তি এবং এমপিও’র বিরোধিতা করেছেন। নিয়োগকারী কর্তৃপক্ষ হয়ে শিক্ষকদের বেতন ভাতার ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছেনা। ক্রাস প্রোগ্রামের নামে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে। ভর্তি পরীক্ষা না নিয়ে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফি আত্মসাৎ করা, পরীক্ষার খাতা মূল্যায়নের প্রাপ্য অর্থ বছরের পর বছর শিক্ষকদের না দিয়ে বিশ্ববিদ্যালয়ের তহবিলে রেখে মুনাফা অর্জন, করছে বলে অভিযোগ তোলেন।

বিশ্ববিদ্যালয় তহবিল থেকে শিক্ষকদের বেতন-ভাতা এবং প্রণোদনার প্রতিশ্রুতি দিয়েও ভঙ্গ করা হচ্ছে। যে কারনে আজ আমরা ভিসি’র পদত্যাগ দাবি করছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে অনতিবিলম্বে সংশোনাধীন জনবল কাঠামোয় অন্তর্ভুক্ত করে এমপিও প্রদানের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ মোকলেসুর রহমান, জেলা কমিটির সহ সভাপতি আমিরুল ইসলাম জসীম, মোহাম্মদ সোহাগ মুন্সী, বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ পরিতোষ চন্দ্র হালদার সহ বিভিন্ন জেলা প্রতিনিধি ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নরসিংদীর নিজ বাড়িতেই আক্রান্ত হয়ে পড়েছেন এই শিক্ষক। প্রায় ১ সপ্তাহ যাবৎ করোনার উপসর্গ লক্ষ্য করলে টেস্ট করার পরে করোনা ধরা পরে । আক্রান্ত শিক্ষক বর্তমানে নরসিংদীতে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। তবে তার মা’র শারিরীক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বিভাগ থেকে নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানান তিনি।

উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, আক্রান্ত শিক্ষকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও যোগাযোগ রাখা হচ্ছে। যে কোনো প্রয়োজনে উক্ত শিক্ষকের পাশে থাকবেন প্রশাসন।

মাদ্রাসা বোর্ডে দেশ সেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা

আরিফুর রহমান আরিফ :
দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষাবোর্ডে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা দেশ সেরা হয়েছে। এ মাদ্রাসা থেকে ২৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৫২ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এছাড়াও শতভাগ পাসের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. গাজী শহিদুল ইসলাম জানান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় ২৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করে। জিপিএ ৫ প্রাপ্তিতে মাদ্রাসাটি শতকরা ৬১ ভাগে, দারুন্নাজাত আলিয়া মাদ্রাসা থেকে ৫৪২ জন অংশ নিয়ে ২৭৯ জনে জিপিএ ৫ পাওয়ায় শতকরা ৫২ভাগে এবং তামিরুল্লাত মাদ্রাসা থেকে ৮৩১ জনে অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৩৯১ জনে। জিপিএ ৫ প্রাপ্তিতে শতকরা ৪৭ভাগে উন্নীত হয়েছে। গড় হিসেবে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ অবস্থানে থেকে দেশ সেরা গৌরব অর্জন করেছে বলেও জানান অধ্যক্ষ। এদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২০ থেকে অংশ নিয়ে ২১৫জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে ৫৩জনে জিপিএ ৫ এবং সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০৫ জনে পরীক্ষায় অংশ নিয়ে ২০৪ জনে উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ ৫পেয়েছে ৬৯ জনে। এছাড়াও শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ৩১জনে উত্তীর্ণ হয়েছে ২৭জন। কুতুবনগর আলিম মাদ্রাসা থেকে ১২ জনে অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছে। সদর উপজেলার নওপাড়া সিনিয়র মাদ্রাসা থেকে ২০ জনে অংশ গ্রহণ করে সন্তোষজনক ফলাফল হয়েছে বলে জানাগেছে। উল্লেখ্য, এবছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি।২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের

বিশ্বখ্যাত গবেষণা প্রকাশনী সংস্থা ‘নেচার’ কর্তৃক পরিচালিত ‘নেচার ইন্ডেক্স ২০২০’ এ স্থান করে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ইলিয়াস মাহমুদের গবেষণা প্রবন্ধ নেচার ইনডেক্সে প্রকাশের মাধ্যমে গবেষণায় বিশ্বমানের স্বীকৃতি অর্জন করলো ববি। গত ৩০ এপ্রিল নেচার ইনডেক্স তাদের এ বছরের প্রকাশনী উন্মুক্ত করে।

নেচার ইন্ডেক্স হচ্ছে গবেষক ও তার প্রতিষ্ঠানের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক গঠনের মাধ্যম।

যুক্তরাজ্য ভিত্তিক একাডেমিক ও প্রযুক্তিগত গবেষণা প্রকাশনী সংস্থা ‘নেচার’ প্রতিবছর প্রকৃতিগতভাবে মানুষ কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অথবা রোগ বালাইয়ের বিরুদ্ধে লড়াই করে তা নিয়ে মানসম্পন্ন গবেষণাপত্র প্রকাশ করে থাকে। প্রতিবছর বিশ্বমানের ৮২টি গবেষণাপত্রের লেখক ও তাদের প্রতিষ্ঠানকে ন্যাচার ইন্ডেক্স অন্তর্ভূক্ত করে থাকে এবং তাদের কাজ সেই বছরের উচ্চ মানসম্পন্ন গবেষণা কাজের নির্দেশক হিসেবে ধরা হয়।

ঢাকার মহাখালীর আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি), ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমেরিকার বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় ববি শিক্ষক ইলিয়াস মাহমুদের ‘পিট লেট্রিন (আধাপাকা টয়লেট) থেকে ভূগর্ভস্থ পানি দূষণ কমানো’ বিষয়ক একটি গবেষণাপত্র আমেরিকান ক্যামিকেল সোসাইটি (এসিএস) থেকে প্রকাশিত গবেষণা পত্রিকা ইনভায়রনমেন্টাল সাইন্স এন্ড টেকনোলজিতে প্রকাশিত হয় গত বছর। সেই গবেষণাপত্রের প্রেক্ষিতে শিক্ষক ইলিয়াস মাহমুদের কর্মক্ষেত্র বরিশাল বিশ্ববিদ্যালয় এ বছর নেচার ইন্ডেক্সের অন্তর্ভূক্ত হয়। যা বরিশাল বিশ্ববিদ্যালয়কে দিয়েছে বিশেষ সম্মাননা।

২০১৮ সালের পহেলা ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ‘নেচার’ ইনডেক্স পরিচালিত জরিপে বাংলাদেশি গবেষকদের ৩৭টি গবেষণাপত্র স্থান পেয়েছে। যা প্রকাশ হয়েছে ২০২০ সালে। যারমধ্যে সবচেয়ে বেশী ১৪টি গবেষণাপত্র রয়েছে আইসিডিডিআরবি’র। এরপর ৮টি গবেষণাপত্র নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রয়েছে ৩টি। এ ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের ১ টি করে গবেষণাপত্র অন্তর্ভূক্ত হয়েছে ‘নেচার’ ইনডেক্সে- ২০২০ এ।

নিজের গবেষণাপত্র আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষনা সংস্থায় স্থান পাওয়ার বিষয়ে ববি শিক্ষক ইলিয়াস মাহমুদ বলেন, একজন শিক্ষক ও গবেষক হিসেবে হিসেবে এমন স্বীকৃতি অনেক বড় পাওয়া। এ অর্জন আগামী দিনের কাজে তাকে আরও উৎসাহিত করবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের গবেষণাকর্ম আন্তর্জাতিক গবেষণা প্রকাশনী সংস্থায় স্থান পাওয়ায় উৎফুল্ল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

তিনি বলেন, করোনার এই দুর্যোগেও এই অর্জন বরিশাল বিশ্ববিদ্যালয়কে গর্বিত করেছে। আন্তর্জাতিক এমন স্বীকৃতি বয়ে আনার জন্য শিক্ষক ইলিয়াস মাহমুদকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন তিনি। তার এই অর্জন ববির শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকর্মে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন উপাচার্য।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলক ভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু

বরিশাল:
প্রানঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৬ই মার্চ থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা বরিশাল বিশ^বিদ্যালয়ে (ববি) পরীক্ষামূলক ভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষা মন্ত্রনালয় এবং ইউজিসির একটা নির্দেশনা আছে অনলাইন শিক্ষা কার্যক্রমের সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারে। সেই আলোকে আমরা পরীক্ষামূলক কিছু কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যেই বেশ কয়েকটা ক্লাসও আমাদের নেয়া হয়েছে।

পরীক্ষামূলক কার্যক্রম থেকে প্রাপ্ত ফলাফল বিবেচনা করে নিয়মিত অনলাইন ক্লাস নেওয়া শুরু হবে। তিনি বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবনের কথা মাথায় রেখে। তাদের যদি এ কার্যক্রম কোনো সমস্যা সৃষ্টি হয় তবে সেগুলোও সমাধান করা হবে।

বরিশালে মেস ভাড়া মওকুফের আবেদন শিক্ষার্থীদের

বরিশালে অবস্থানরত বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, অমৃতলাল কলেজ, বরিশাল পলিটেকনিক, ইনফ্রা পলিটেকনিক, ইসলামিয়া কলেজ, মহিলা কলেজ, বরিশাল কলেজ শিক্ষার্থীরা মেস ভাড়া মওকুফের জন্য জেলা প্রশাসক, সিটি মেয়র, বিএম কলেজ প্রশাসন ও মেস মালিকদের কাছে আহ্বান জানিয়েছেন।

মেস ভাড়া মওকুফের একটি দরখাস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শেয়ার করছেন।

মেস ভাড়া মওকুফ প্রসঙ্গে আবেদন পত্রে বলা হয়েছে-

বরিশাল জেলা প্রশাসন,

বিসিসি মেয়র মহোদয়

বিএম কলেজ প্রশাসন

#সম্মানিতমেসমালিকগণ

প্রিয় সুধীবৃন্দ,

আপনারা সকলেই অবগত আছেন যে, সারাবিশ্বে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস গোটা বিশ্বকেই পর্যুদস্ত করে তুলেছে৷ সেই ভয়াল থাবায় গত মার্চ থেকেই বাংলাদেশ অচল অবস্থায় আছে৷

আপনারা জানেন, বরিশাল শহরে লেখাপড়া করার জন্য বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, অমৃতলাল কলেজ, বরিশাল পলিটেকনিক, ইনফ্রা পলিটেকনিক, ইসলামিয়া কলেজ, মহিলা কলেজ, বরিশাল কলেজসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন জেলা থেকে প্রায় লক্ষাধিক ছাত্র-ছাত্রীরা ছুটে আসে৷থাকার জন্য তারা বিভিন্ন মেসের আশ্রয় নেয়৷

কিন্তু গত মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় সকলেই বাধ্য হয়ে মেস ছেড়ে এখন বাড়িতে অবস্থান করছে৷ কিতু ইতিমধ্যে অনেক মেস মালিকই ছাত্রদেরকে মেসভাড়া পরিশোধ করার জন্য নানা ধরনের চাপ দিচ্ছে৷

কিন্তু এই মুহুর্তে ছাত্র-ছাত্রীদের পক্ষে মেসের ভাড়া পরিশোধ করা সম্ভব না৷ কারণ ছাত্রদের একমাত্র আয়ের উৎস ছিল টিউশনি, কিন্তু সেই উৎসটাও এখন বন্ধ৷ এদিকে পুরো দেশ লকডাউনে থাকার কারণে অভিভাবকদের আয়ের উৎসও বন্ধ হয়ে আছে৷ অধিকাংশ ছাত্র-ছাত্রীদের ফ্যামিলিই কৃষক, দিনমজুর ও সামান্য আয়ের মানুষ৷ গোটা পরিবার এখন বড় ধরনের ক্রাইসিস চলছে।

এমতাবস্থায় আমরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাড়িয়ে আছি৷ এই মুহুর্তে মেসভাড়া আমাদেরকে আলাদা পীড়া দিচ্ছে৷

সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সবকিছু ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে৷ এমতাবস্থায় দেশ লকডাউন থাকার কারণে আমরা চাইলেও মেসে ফিরতে পারছি না৷ কিন্তু মেসে না থেকেও আমাদেরকে ৬ মাসের ভাড়া দিতে হবে৷ যেটা আমাদের মতো নিম্ন আয়ের ফ্যামিলির পক্ষে বহন করা কোনোমতেই সম্ভব না৷

তাছাড়া আমরা তো আর বাড়িতে গিয়ে আরাম করছি না৷ করোনাভাইরাস সংকটে আমরা জীবন-মৃত্যু লড়াই করছি। প্রশাসন নিষেধাজ্ঞার কারণে মেস বন্ধ করা হয়েছে৷ এমতাবস্থায় পুরো মেসব্যবস্থাই তো বন্ধ, তাহলে আমরা টাকা দিব কেন?

এর ফলে আমরা বড় ধরনের বিপদের আশংকায় দিন পার করছি৷তাছাড়া যেহেতু আমরা মেসে থাকছি না,সুতরাং আমরা মেসের ভাড়া কেনই বা দিব??

দেশ যেহেতু লকডাউনে, আমরা যদিও এখন সিট ছেড়ে দেই তাহলে মেস মালিকরা তো আর সিট ভাড়া দিতে পারছেন না৷ অনেকেই উভমুখী এই সংকটে সীট ছেড়ে দিচ্ছে৷

তাই আমরা সকল মেস মালিকদের নিকট দাবি করছি,অনতিবিলম্বে আপনারা এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত মেসভাড়া মৌকুফ করুন৷

অন্যদিকে কলেজ হোস্টেলে যারা অবস্থান করছে,তাদেরকেও বছরে নির্দিষ্টহারে টাকা পরিশোধ করতে হয়৷ আমরা একই সাথে দাবি উত্থাপন করছি কলেজ হোস্টেলের ভাড়াও ৬ মাসের জন্য মওকুফ করতে হবে৷

বিপদে মানুষের পাশে দাড়ানোই মানবিকতা৷ মানবিকতার দৃষ্টিকোণ থেকেই আপনারা আমাদের দাবি মেনে নিবেন বলে আমরা আশাবাদী৷

বরিশালে যারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে ছাত্রদের নেতৃত্ব দিচ্ছেন তারাও বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করুন, বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকেও এই মুহুর্তে পাশে দাড়ানোর আহবান জানাই৷ সকলেই নিজ নিজ জায়গা থেকে দাবি তুলুন৷

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমান সিকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি বিভাগই শিক্ষার্থীদের সাহায্যার্থে এগিয়ে আসছে। আমি শিক্ষার্থীদের অনুরোধ করবো আর্থিক সাহায্যের প্রয়োজন হলে প্রথমে তাদের সংশ্লিষ্ট বিভাগকে জানাবে। আমরা তাদেরকে সহযোগিতা করবো। শিক্ষার্থীরা জেলা প্রশাসনের কাছে মেস ভাড়া মওকুফের আবেদন করতেই পারে। আমি মাধ্যমে হয়ে তা চাইতে পারি না।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেন, মেস ভাড়া মওকুফের বিষয়টি সম্পূর্ণ মেস মালিকের এখতিয়ার। এক্ষেত্রে জেলা প্রশাসনের কোন করণীয় নাই।