বরিশালে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতা ২০২০ এর পুরস্কার বিতরণ

আজ ২৯ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে। বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বরিশাল জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০২০ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস।

বিশেষ অতিথি ছিলেন পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আবদুর রকির, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন এস এম ইকবাল, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, অধ্যক্ষ বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম, উপাদক্ষ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরীসহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ, আগত অংশগ্রহনকারী শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

আজ সকাল ১০ টায় শুরু হয়ে প্রতিযোগিতা চলে দুপুর ২ টা পর্যন্ত। বরিশাল সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক পর্যায়ের ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক পর্যায়ে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

বরিশাল জেলার প্রাথমিক পর্যায়ে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক পর্যায়ে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। বিকেলে অতিথিরা বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বরিশাল সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরিশাল। মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরিশাল। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন অমৃত লাল দে কলেজে বরিশাল। বরিশাল জেলা প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন আগৈলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আগৈলঝাড়া।

মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন এস, এম, মাধ্যমিক বিদ্যালয় আগৈলঝাড়া। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত কলেজ আগৈলঝাড়া। বিজয়ীরা এর পরে জাতীয় পর্যায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

সামিন প্রাথমিকের বৃত্তি লাভ করেছে

 

নিজস্ব প্রতিবেদক: খন্দকার সামিন নূর এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (২০১৯) সাধারন বৃত্তি লাভ করেছে। সে বরিশাল নগরীর ভাটিখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করেছে। তার এই কৃতিত্বের জন্যে সে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, তার বিচ্ছুরন শ্যাডো এডুকেশন এর সকল শিক্ষক এর প্রতি কৃতজ্ঞ। খন্দকার সামিন নূর বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)’র সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক স্বপন খন্দকার এর পুত্র। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

আমতলীতে অবৈধ ২টি ইট ভাটা সিলগালা

আমতলী প্রতিনিধি:
আমতলীতে মোবাইল কোর্টের নির্দেশ অমান্য করে ভাটা পরিচালনা করায় শাখারিয়ার ঢাকা ব্রিকস নামে ১টি ভাটায় পানি ছিটিয়ে লক্ষাধিক কাঁচা ইট গুড়িয়ে দেওয়া এবং সেকান্দার খালীগ্রামের কিম ও উত্তর টিয়াখালী গ্রামের এমএসবি নামের অপর ২টি ভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্থায়ী ভাবে বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। সোমবার দিনভর এ অভিযান পরিচালন করেন ভ্রাম্যমান আদালতের বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবক্কর সিদ্দিকী।
জানা গেছে, গত বৃহস্পতিবার ঢাকা ব্রিকসে অভিযান পরিচালনা করে এর কোন লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভাটাটি বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবক্কর সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভাটাটি সিলগালা করে দেন। ভাটাটি সিলগালা করার পরও মালিক নসা মিয়া রাতের বেলায় নতুন মেশিন বসিয়ে ভাটা পরিচালনা করার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার ফের ভ্রাম্যান আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে এর সত্যতা পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশের সহায়তায় পানি ছিটিয়ে লক্ষাধিক ইট ধ্বংস করে ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়। এবং ভাটার মেশিনের যন্ত্র পাতি খুলে ফেলা হয়। এর পর একই দিন সেকান্দারখালী গ্রামের কিএম এবং উত্তর টিয়াখালী গ্রামের এমএসবি ভাটায় অভিযান পরিচালনা করে এর লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পেয়ে ভাটা ২টি সিলগালা করে স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়। এবং অবৈধ ভাবে ভাটা ২টি গড়ে তোলায় মালিক দ্বয়কে ৫০ হাজার টাকা করে মোট ১ লখ টাকা জরিমানা করা হয়। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবু বক্কর সিদ্দিকী জানান বরগুনা জেলা প্রশাসকেকের নির্দেশে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যাক্রমে আরো যে সকল অবৈধ ইটনভাটা রয়েছে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

নলছিটিতে চতুর্থ শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টা

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা জানাজানি হওয়ার পরে দপ্তরি মামুন হাওলাদার (৩৩) গাঢাকা দিয়েছেন। মামুন কুশঙ্গল গ্রামের রুস্তুম আলী হাওলাদারের ছেলে। ঘটনার পর ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই ছাত্রী।

জানা যায়, গত ২২ জানুয়ারি বিদ্যালয় ছুটি শেষে শিক্ষকরা বাড়িতে চলে যায়। শিশুটি বিদ্যালয়ের গেইটে দাঁড়িয়ে ছিলো। এসময় দপ্তরি মামুন হাওলাদার এসে তাকে হাত ধরে টেনে বিদ্যালয়ের ভেতরে একটি কক্ষে নিয়ে যায়। শিশুটিকে মুখ চেপে ধর্ষণচেষ্টা করে মামুন। শিশুটি চিৎকার শুরু করলে মামুন তাকে ছেড়ে দেয়। মেয়েটি বাড়িতে গিয়ে এ ঘটনা বাবা ও মাকে জানায়। তাঁরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোন বিচার পায়নি। এদিকে ধর্ষণচেষ্টার ঘটনা এলাকায় জানাজানি হলে ভয়ে শিশুটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ ঘটনা কাউকে না জানানোর জন্য শিশুটির বাবাকে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে মামুনের বিরুদ্ধে।

মেয়েটির মা অভিযোগ করেন, ধর্ষণচেষ্টার কথা জানাজানি হলে আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েছিলাম। কিন্তু আমরা গরিব বিধায় কেউ, মামুনের বিচার করেনি। পরে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানিয়েছি, তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের দপ্তরি মামুন হাওলাদার বলেন, আমি মেয়েটির বাবার কাছে টাকা পাই। পাওনা টাকা চাওয়ার কারনে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। ধর্ষণচেষ্টার ঘটনাটি সঠিক নয়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুরন্নাহার লায়লা বলেন, আমি বিষয়টি আজকেই মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শুনেছি। ঘটনা সত্য প্রমানিত হলে দপ্তরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশ করা হবে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি, তবে ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

যে কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে গিয়ে সরকারপ্রধান ভোট দেবেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ হবে।

ঢাকার এই দুই সিটিতে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। দুই সিটিতে মোট ১৬টি ভেন্যু থেকে ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভোটগ্রহণের সরঞ্জামাদীও বিতরণ করেছে ইসি।

বরিশালে জেএসসি পুনঃনিরীক্ষণে জিপিএ ৫ পেলো ৪৩ শিক্ষার্থী

বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৪৩ জন পরীক্ষার্থী। এছাড়াও ফেল থেকে পাস করেছে চার পরীক্ষার্থী।

বুধবার (২৯ জানুয়ারি) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে।

এর আগে, ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ছিল ৯৭ দশমিক ০৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল চার হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

পরীক্ষার ফল প্রকাশের পর বরিশাল শিক্ষা বোর্ডে তিন হাজার আট জন পরীক্ষার্থীর চার হাজার ১৫৬টি উত্তরপত্রের পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ার কথা জানা যায়।

আ’লীগ সভানেত্রী হত্যা চেষ্টা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক: 
৩২ বছর আগে নগরের লালদিঘি ময়দানে আওয়ামী লীগের সমাবেশে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ জানুয়ারি) ভারপ্রাপ্ত বিভাগীয় স্পেশাল জজ মো. ইসমাঈল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।

চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ১৯৮৮ সালে লালদিঘি ময়দানে আওয়ামী লীগের সমাবেশে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালত ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া পাঁচ আসামি হলো- জে সি মণ্ডল, মোস্তাফিজুর রহমান, প্রদীপ বড়ুয়া, শাহ মো. আবদুল্লাহ ও মমতাজ উদ্দিন। আসামিরা সবাই পুলিশ সদস্য ছিলেন।

এদের মধ্যে জে সি মণ্ডল পলাতক। বাকি চার আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। চার আসামি এ মামলায় জামিনে ছিলেন। রোববার (১৯ জানুয়ারি) চার আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আসামিদের বিরুদ্ধে পৃথক চারটি ধারায় অভিযোগ গঠন করা হয়েছিল। এসব ধারায় বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে আসামিদের। হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এর আগে ১৪ জানুয়ারি চাঞ্চল্যকর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় সাবেক মন্ত্রী, সাংবাদিক, শিক্ষকসহ মোট ৫৩ জন সাক্ষ্য দিয়েছেন। রোববার ও সোমবার যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। যুক্তিতর্ক শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, যুক্তিতর্কের সময় তৎকালীন পুলিশ কমিশনার মীর্জা রকিবুল হুদার নির্দেশে জে সি মণ্ডল তার নিয়ন্ত্রিত পুলিশ সদস্যদের মাধ্যমে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে আদালতকে জানিয়েছিলাম আমরা। আসামিরা নিজেদের পক্ষে সাফাই গাইলেও নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারেনি।

১৯৮৮ সালের ২৪ জানুয়ারি বিকালে লালদিঘি ময়দানে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। সমাবেশে যাওয়ার পথে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়ি বহর লক্ষ্য করে গুলি করে পুলিশ। শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান ২৪ জন নেতাকর্মী।

এ ঘটনায় ১৯৯২ সালের ৫ মার্চ আইনজীবী মো. শহীদুল হুদা বাদি হয়ে মামলা দায়ের করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মামলাটি পুনরুজ্জীবিত হয়। আদালতের আদেশে সিআইডি মামলাটি তদন্ত করে ১৯৯৭ সালের ১২ জানুয়ারি প্রথম এবং অধিকতর তদন্ত শেষে ১৯৯৮ সালের ৩ নভেম্বর দ্বিতীয় দফায় অভিযোগপত্র দেয়া হয়। অভিযোগপত্রে তৎকালীন সিএমপি কমিশনার মীর্জা রকিবুল হুদাসহ আট পুলিশ সদস্যকে আসামি করা হয়।

মামলার আসামিরা হলেন- তৎকালীন সিএমপি কমিশনার মীর্জা রকিবুল হুদা, কোতোয়ালী জোনের পেট্রোল ইন্সপেক্টর (পিআই) জে সি মণ্ডল, কনস্টেবল আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান, প্রদীপ বড়ুয়া, বশির উদ্দিন, শাহ মো. আবদুল্লাহ ও মমতাজ উদ্দিন। এদের মধ্যে তিন আসামি মারা গেছেন বলে জানা গেছে।

২০০০ সালের ৯ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

১৯৮৮ সালের ২৪ জানুয়ারি লালদিঘির ঘটনায় নিহতরা হলেন- মো. হাসান মুরাদ, মহিউদ্দিন শামীম, স্বপন কুমার বিশ্বাস, এথলেবার্ট গোমেজ কিশোর, স্বপন চৌধুরী, অজিত সরকার, রমেশ বৈদ্য, বদরুল আলম, ডি কে চৌধুরী, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান, সবুজ হোসেন, কামাল হোসেন, বি কে দাশ, পঙ্কজ বৈদ্য, বাহার উদ্দিন, চান্দ মিয়া, সমর দত্ত, হাসেম মিয়া, মো. কাসেম, পলাশ দত্ত, আব্দুল কুদ্দুস, গোবিন্দ দাশ ও শাহাদাত।

বরিশালে মুজিব বর্ষ উপলক্ষে কাউন্টডাউন ডিভাইস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ২০২০ মুজিব বর্ষ উপলক্ষ্যে বরিশালে ক্ষন গননার জন্য ডিজিটাল ডিভাইসের (কাউন্ট ডাউন ডিজিটাল ডিভাইস) উদ্ভোধন করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাউন্ট ডাউন ডিজিটাল ডিভাইসের উদ্ভোধন করেন।

এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, র‌্যাব-৮ কমান্ডিং অফিসার আতিকা ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম,পুলিশ সুপার পদন্নোত্তি আব্দুর রাকিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীর ক্ষন গননার জন্য নগরীর সিটি করপোরেশন মোড় সংলগ্ন জেলা পরিষদ পুকুরে বিশেষ ব্যবস্থায় ডিজিটাল ডিভাইস স্থাপন করা হয়।

পরে নগর আওয়ামীলীগ সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আমন্ত্রিত অতিথি প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অপর্ণ করেন।

এর আগে দুপুর আড়াইটায় নগর ভবন চত্ত্বরে জমায়েত হন আওয়ামী লীগের নেতা-কর্মী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর সহ নগরবাসী। বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুজিব বর্ষ ক্ষন গননা উপলক্ষ্যে ঢাকার অনুষ্ঠান একটি বড় ডিজিটাল পর্দার মাধ্যমে এখানে সরাসরি সম্প্রচার করা হয়।

সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত লেজার শো এবং সন্ধ্যা ৭টা থেকে সোয়া ৭টা পর্যন্ত আঁতশবাজী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা সোয়া ৭টা থেকে ৮টা পর্যন্ত নৃত্যানুষ্ঠান এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চিরকুট ব্যান্ডের অংশগ্রহনে কনসার্টের আয়োজন করা হয়।

এছাড়া আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একই স্থানে ব্যান্ড লালনের অংশগ্রহনে কনসার্টের আয়োজন করা হয়। বরিশাল সিটি করপোরেশন মুজিব শত বর্ষ উপলক্ষ্যে স্থানীয়ভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

অনশন প্রত্যাহার করল পাটকল শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক:

বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আন্দোলনরত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা আমরণ অনশন প্রত্যাহার করে নিয়েছেন।

আগামী ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী পে স্লিপ দেয়া হবে- মর্মে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘোষণায় তারা আমরণ অনশন করে নেন।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) আন্দোলরত পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও দুই মন্ত্রণালয়ের সচিব।

বকেয়া বেতন-ভাতা পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে গত ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করেন শ্রমিকরা।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আশ্বাসে ১৪ ডিসেম্বর অনশন স্থগিত করে কাজে যোগ দেন শ্রমিকরা। দাবি পূরণে তারা ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।

বরিশালে সনাক এর ইয়েস গ্রুপের ‘ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক’ পরিচালনা

২৪ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার সকাল ১০:০০টায় সনাক বরিশালের ইয়েস গ্রুপের উদ্যোগে বরিশাল সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি বিষয়ক ‘ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক’ কর্মসূচির পরিচালনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সনাক বরিশালের ইয়েস সদস্যগণ সাধারণ জনগণের মধ্যে বরিশাল সদর উপজেলা ভূমি অফিস এর সেবা সম্পর্কিত তথ্যপত্র বিতরণ করে এবং জনগণের কাছে ভূমি অফিস এর সেবা সম্পর্কিত তথ্যের গুরুত্ব তুলে ধরে সচেনতামূলক প্রচারণা চালান। ইয়েস সদস্যরগণ ভূমি রেজিস্ট্রেশন, মিউটেশন, খাজনা, খাস জমিবন্দোবস্ত ইত্যাদি ভূমি সংক্রান্ত বিষয়ে তথ্য সাধারণ জনগণে নিকট তুলে ধরেন। তারা সাধারণ জনগণের কাছ থেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সম্পর্কে জানেন এবং সেসব সমস্যা সমাধানের জন্য পরামর্শ প্রদান করেন। সাধারণ জনগণ সনাক এর এ উদ্যোগকে স্বাগত জানান এবং এরকম প্রচারণা সাধারণ জনগণকে সচেতন করার পাশাপাশি ভূমি খাতে দুর্নীতি কমিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূূমিকা রাখবে বলে মতামত ব্যক্ত করেন। প্রচারণায় অংশগ্রহণ করেন ইয়েস সদস্য লিজা আক্তার ঝুমা, তাসফিয়া নওরীণ মিতু, মাসুদ রেজা, মেহেদী হাসান প্রমূখ।