নলছিটিতে যুবতীর লাশ উদ্ধার

মো: ইয়াছিন আলম অভি (নলছিটি): ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর গ্রামের রায়পুর খালের মুখের উত্তর পাশে একজন যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ আজ ২৯ই এপ্রিল রোজ সোমবার বেলা আনুমানিক ৩ ঘটিকার সমায় যুবতীর লাশ উদ্ধার করে নলছিটি থানার একটি টিম । লাশটি নলছিটি থানায় নেয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত যুবতির কোন পরিচয় সানাক্ত করতে পারেনি পুলিশ বা স্থানিয়রা । তবে পুলিশের ধারনা যুবতীর বয়স আনুমানি ১৮ (আঠার) বছর । আজ ৩ ঘটিকার সমায় স্থানিয়রা লাশটি দেখতে পেলে সেখানে লোক জন যর হয় এবং পরবর্তিতে নলছিটি থানায় জানোনো হলো নলছিটি থানার এস, আই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে এবং এস , আই আনোয়ার হোসেন জানান যে বিষয়টি তারা তদন্ত করে দেখবে এবং লাশটি ময়নাতদন্ত এর জন্য পাঠানো হবে ।

নলছিটিতে দশটন পলিথিন জব্দ

ইয়াছিন আলম অভি (নলছিটি ): ঝালকাঠির নলছিটিতে একটি ট্রাক ভর্তি দশটন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। বুধবার রাতে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকা থেকে দশলাখ টাকামূল্যের এ পলিথিন জব্দ করা হয়। এসময় ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ট্রাক ভর্তি করে নিষিদ্ধ ঘোষিত দশটন পলিথিন নিয়ে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে বরগুনা যাচ্ছিল। পথে নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় পুলিশ তল্লাশী চালিয়ে ট্রাকসহ পলিথিন জব্দ করে। এসময় ট্রাকের চালক মো. জালাল উদ্দিন (৩৫) ও চালকের সহকারী মো. আল আমিনকে আটক করা হয়। আটককৃতরা যশোরের বেনাপোল বন্দরের দীঘিরপার এলাকার বাসিন্দা। পরে ভ্রাম্যমান আদালত তাদের দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম এ জরিমানার আদেশ প্রদান করেন।নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, জব্দ ট্রাক ও পলিথিন বরিশাল পরিবেশ অধিপ্তরের কাছে হস্তান্তর করা হয়। তারা আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

ঝালকাঠিতে ছিনতাইকারী আটক

ইয়াছিন আলম অভি, ঝালকাঠি: ঝালকাঠিতে এনজিও প্রতিনিধির টাকা ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার রাতে সদর উপজেলার ডুমুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন রেজাউল মৃধা (২৮), শামসুল হক মৃধা (৩৫) ও জাকির খলিফা (৩২)। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেসরকারি উন্নয়ন সংস্থা শিকড় ঋণদান সমবায় সমিতির সভাপতি গ্রীন বিশ্বাস ঋণ আদায় শেষে ডুমুরিয়া সংস্থার কার্যালয়ে যাওয়ার পথে তিন ছিনতাইকারী তাকে কুপিয়ে হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় ভীমরুলী এলাকায় গেলে স্থানীয়রা তাদের আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে ঝালকাঠি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় তিন ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়। তিন ছিনতাইকারীদের মধ্যে আহত অবস্থায় রেজাউল মৃধা ও এনজিও প্রতিনিধি গ্রীন বিশ্বাসকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত এনজিও প্রতিনিধি গ্রীন বিশ্বাস বলেন, আমার ব্যাগে ঋণ আদায়ের টাকা থাকে, এটা ছিনতাইকারীরা আগে থেকেই জানতো। তারা ব্যাগটি ছিনতাই করার জন্য আমাকে কুপিয়ে আহত করে। ব্যাগটি নিয়ে যাওয়ার সময় আমার চিৎকার শুনে ধাওয়া করে স্থানীয়রা তাদের ধরে ফেলে। ব্যাগের মধ্যে আমার ৮ হাজার ৫৭০ টাকা, সমিতির পাশবাই এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এ ঘটনায় আহত এনজিও প্রতিনিধি গ্রীন বিশ্বাস বাদী হয়ে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

ঝালকাঠিতে মাদক বিক্রেতা শুভ কর্মকার গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। শহরের পোষ্ট অফিস সড়কের মৃত চন্দন কর্মকারের বাসভবনে অভিযান চালিয়ে তার পুত্র শুভ কর্মকার (২৭) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ও বেশ কিছু পরিমাণ গুঁড়া করা ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল বেলা ১১ টার দিকে ঝালকাঠির নেজারত ডেপুটি কালেক্টর আবুজর মোহাম্মদ ইজাজুল হক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঝালকাঠির সহকারী পরিচালক শরিয়তুল্লাহ্, পরিদর্শক মোঃ সাইফুল আলম অভিযান পরিচালনা করেন। তারা জানান, শুভ কর্মকার দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে মাদকদ্রব্য বেচা-কেনা ও সেবনের সাথে জড়িত। তবে তার সাথে একটি গ্রুপ এই কাজে সহায়তা করছে বলে তথ্য রয়েছে। তাই তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত আছে। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার প্রেক্ষিতে এবং ঝালকাঠিকে মাদকমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে ঝালকাঠি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়। ঝালকাঠি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শ মোঃ সাইফুল আলম বাদী হয়ে শুভ কর্মকারকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেছে।

ঝালকাঠির নলছিটিতে স্কুলছাত্রী নিখোঁজ

ইয়াছিন আলম অভি (নলছিটি ): নিখোঁজের চারদিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ঝালকাঠির নলছিটির ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিয়া মণি আক্তারের (১২)। গত ৩ এপ্রিল বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় পরের দিন নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন রিয়া মণির বাবা মোয়াজ্জেম খান। রিয়া মণি টেকেরহাট গ্রামের কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। রিয়ার স্বজনরা জানায়, গত ৩ এপ্রিল সকাল সাড়ে ৮ টার দিকে নলছিটির টেকেরহাট গ্রামের বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে রিয়ার বাবা ও মা নিকটাত্নীয়দের সঙ্গে যোগাযোগ করেও সন্ধান পায়নি। ৪ এপ্রিল রিয়ার বাবা মোয়াজ্জেম খান নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।রিয়ার বাবা মোয়াজ্জেম হোসেন খান অভিযোগ করেন, আমার মেয়ে রিয়াকে স্কুলে যাওয়ার পথে হয়তো কেউ উঠিয়ে নিয়ে গেছে। আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি। আমার মেয়েকে না পেয়ে ওর মা মোর্শেদা বেগম পাগল প্রায়। আমি মেয়েকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, রিয়া মণি নিখোঁজের ঘটনায় একটি জিডি করেছে তার বাবা। জিডি তদন্ত করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে তাকে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ঝালকাঠির রাজাপুরে শুভর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ইয়াছিন আলম অভি (ঝালকাঠি): ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান শুভর (২২) হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান ও কলেজ অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, নিহতের বাবা আব্দুল্লাহ আল মাহবুব হাওলাদার, মা নারগিস আক্তার ও শিক্ষার্থী নজরুল ইসলাম। এসময় বক্তারা অভিযোগ করেন, শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকারীদের অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা। উল্লেখ্য গত ২৫ মার্চ রাতে শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। পরের দিন সকালে উপজেলার পশ্চিম বড়াইয়া গ্রামের কলাকোপা এলাকায় মাঠ থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত শুভ ওই কলেজ থেকে ২০১৯ সালের চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিল। শুভর বিরুদ্ধে রাজাপুর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় শুভর বাবা আব্দুল্লাহ আল মাহবুব বাদী হয়ে ২০ জনকে আসামী করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ দুই আসামি মো. ইসরাফিল ও মো. এনারুলকে আটক করে। অন্য আসামীরা পলাতক রয়েছে বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন।

নলছিটিতে প্রাইভেট না পড়ায় শিক্ষার্থীকে বেত দিয়ে পিটুনি

নলছিটি প্রতিনিধি: প্রাইভেট না পড়ায় ঝালকাঠির নলছিটিতে আবদুল্লাহ আল মামুন (১৪) নামে দশম শ্রেণির এক ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আজ বুধবার সকালে উপজেলার বিজি ইউনিয়ন একাডেমিতে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর পরিবারের অভিযোগে জানা যায়, মালুহার গ্রামের আলমগীর হোসেনের ছেলে আবদুল্লাহ আল মামুন বিজি ইউনিয়ন একাডেমিতে দশম শ্রেণিতে পড়ে। স্থানীয় এক গৃহশিক্ষকের কাছে সে গণিত প্রাইভেট পড়ায় ক্ষিপ্ত হয় তাঁর স্কুল শিক্ষক আজমল হোসেন। আজমলের কাছে প্রাইভেট না পড়ায় নানা অজুহাতে শ্রেণিকক্ষে বসে ওই শিক্ষার্থীকে সে অপমান করে থাকেন। বিষয়টি মামুন তাঁর মাকে জানায়। মায়ের অনুরোধে মামুন সবসময় ওই শিক্ষকের আচরণ সহ্যকরে চুপ থাকতো। আজ বুধবার সকাল ১০টায় গণিত ক্লাসে শিক্ষার্থী উপস্থিতির হাজিরায় রোল নম্বর ডাকেন শিক্ষক আজমল হোসেন। আবদুল্লাহ আল মামুনের রোল নম্বর ডাকলে সে বেঞ্চে বসেই হাজিরা দেয়। এতে ক্ষিপ্ত হয় শিক্ষক আজম। তাঁর কাছে থাকা বেত দিয়ে বেধরক পিটিয়ে আহত করে ওই শিক্ষার্থীকে। দুপুরে পাঠদান শেষে বাড়ি ফিরে সে মা রুবি আক্তারকে ঘটনা জানায়। রুবি স্কুলে এসে ওই শিক্ষকের কাছে বেত দিয়ে মারার বিষয়ে জানতে চাইলে, তাঁর সঙ্গেও অশালিন আচরণ করে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের কাছে মৌখিকভাবে জানালে তিনি মিমাংসা করে দেওয়ার কথা বলেন।
শিক্ষার্থী আবদুল্লাহ আলম মামুন জানায়, আমি গণিত বিষয়ে আজমল স্যারের কাছে কেন প্রাইভেট পড়ি না, এ কারণে সে আমাকে ভাল চোখে দেখেন না। স্যার কোন অজুহাত পেলেই আমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখাসহ বিভিন্নভাবে অপমান করেন। স্কুলের সবাই বসে হাজিরা দেয়, তাই আমিও বসে হাজিরা দেই। কাউকে কিছু না বলে আমাকে এসে বেত দিয়ে পিটিয়েছে। মামুনের মা রুবি আক্তার বলেন, বেতের আঘাতে আমার ছেলে জ্বরে আক্রান্ত হয়েছে। ব্যথায় কাতর সে। ছেলের কান্না সহ্য হচ্ছে না। নলছিটি হাসপাতালে গিয়ে তাকে চিকিৎসা করাতে হবে। আমি এ ঘটনার বিচার চাই। যাতে আর কোন শিক্ষার্থীকে শিক্ষকরা বেত দিয়ে আঘাত না করে। সরকার স্কুলে বেত নিয়ে প্রবেশ নিষিদ্ধ করলেও বিজি ইউনিয়নে এখনো সে নিয়ম মানা হচ্ছে না কেন! আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আজমল হোসেন বলেন, বসে হাজিরা দিয়ে মামুন আমার সঙ্গে বেয়াদবি করেছে। এ কারণে তাকে দাঁড় করিয়ে রেখেছি। বেত দিয়ে আঘাত করিনি।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, আমার কাছে শিক্ষার্থীর অভিভাবকরা এসেছিলেন। আমি তাদের বলেছি, বিষয়টি মিমাংসা করে দেবো। যেহেতু শিক্ষক ও ছাত্রের মধ্যে সমস্যা হয়েছে, এখানে আর কাউকে সম্পৃক্ত করার দরকার নেই। স্কুল খুললে আমি সমাধান করে দেবো।

ঝালকাঠিতে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

ইয়াছিন আলম অভি (ঝালকাঠি): বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রুপান্তরিত না করে দারিদ্র্য্র দূরীকরণ ফাউন্ডেশন গঠনের প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ঝালকাঠি উপপরিচালকের কার্যালয় চত্বরে বিআরডিবি কর্মচারী জেলা সংসদের উদ্যোগে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। অবস্থান কর্মসূচি পালনকালে সংগঠনের সভাপতি সৈয়দ বাবর আলী দাবি করেন, সারাদেশে এ সংগঠনের ৮ হাজার কর্মচারি রয়েছে। সোনার বাংলা গড়ার লক্ষ্যে ঐহিত্যবাহী প্রতিষ্ঠান হিসাবে বিআরডিবির বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্প সমন্বয় প্রস্তাবিত বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ ফাউন্ডেশনের পরিবর্তে বিআরডিবির রাজস্ব বাজেটভুক্ত সকল প্রকল্পে কর্মরত জনবলসহ বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরের দাবি জানাচ্ছি। ঝালকাঠি জেলায় কর্মরত ৫০ জন বিআরডিবির কর্মচারি কর্মকর্তা অংশগ্রহণ করেন। বিআরডিবি কর্মচারি সংসদের জেলা শাখার সভাপতি সৈয়দ বাবর আলী ও সাধারণ সম্পাদক তৃপ্তি রানী মৃধার নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

নলছিটিতে শিশু মেলা ২০১৯ উদ্বোধন

মোঃ ইয়াছিন আলম অভি, নলছিটি: শিশুর জন্য উপযোগী বিশ্ব গড়ে তোলার প্রত্যয়ে ও সামাজিক সচেতনতা বাড়াতে ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনে দুই দিন ব্যাপী শিশু মেলা ২০১৯ উদ্ধোধন করা হয় আজ। সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস এ মেলার আয়োজন করে। মেলা উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের শুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে ফিতা কেটে মেলার শুভ উদ্ধোধন ঘোষণা করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা পারভীনের সভাপত্বিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নলছিটি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাইরুল বাশার রানা, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস প্রমুখ। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য খন্দকার মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিমসহ নানা শ্রেনীপেশার মানুষ এতে অংশগ্রহন করেন। সভাশেষে প্রধান অতিথি ও জেলা প্রশাসক মো. হামিদুল হকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলায় বিভিন্ন স্কুল ও সামাজিক সংস্থার অংশগ্রহনে ১৬টি স্টল তাদের প্রদর্শনী উপস্থাপন করছে। এছাড়া শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার বিতরনী ও চলচ্চিত্র প্রদশর্ন করা হচ্ছে। আগামী ৩১ মার্চ দুই দিন ব্যাপী এ মেলা শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ঝালকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ মাধ্যমে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। পরে পুলিশ সুপার জুবায়দুর রহমান, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সকাল ৮টায় জেলা প্রশাসক মো. হামিদুল হক ও পুলিশ সুপার জুবায়দুর রহমান আনুষ্ঠানিকভাবে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহন করেন। পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, বয়স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চপাষ্ট, কুচকাওয়াচ, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন করে। এছাড়া মুক্তিযোদ্ধা সংবর্ধনাসহ দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা, অলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।