নলছিটিতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

 

ইয়াছিন আলম অভি: ঝালকাঠির নলছিটিতে খামার যান্ত্রিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কম্বাইন হারভেস্টার যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস রবিবার সকাল ১১টায় পৌর এলাকার পরমপাশা গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহম্মদ, আবু জাফর মো. ইলিয়াছ, জেলা পরিষদ সদস্য ওয়াহেদ কবির খান, স্থানীয় কৃষক আব্দুল কুদ্দুস হাওলাদার ও মো. বাবুল খান।
পরে উপস্থিত কৃষকদের কম্বাইন হারভেস্টার যন্ত্রের সাহায্যে নমুনা ফসল কর্তন করে দেখান কর্মকর্তারা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি বিভাগ। প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করেন বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খান।

ঝালকাঠির চার শিশু পেল জাতীয় পুরস্কার

ইয়াছিন আলম অভি: ঝালকাঠির চার শিশু ‘জাতীয় পুরস্কার’ পেয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশ নিয়ে তাঁরা এ পুরস্কার লাভ করে। এরমধ্যে বুশরা হক খ বিভাগের বেহালায় ও হুমায়রা ক বিভাগের ছড়াগানে প্রথম হয়ে লাভ করেছে স্বর্ণপদক। ক বিভাগের রবীন্দ্রসঙ্গীতে শতশ্রী চক্রবর্তী ও গ বিভাগের বেহালায় জন্মিজয় হালদার দ্বিতীয় হয়ে পেয়েছে রৌপ্যপদক। ২৫ মে ঢাকার শিশু একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী মাসে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিজয়ী শিশুদের হাতে পদক তুলে দিবেন। বুশরা শিশু একাডেমির এ প্রতিযোগিতার বেহালা বিষয়ে ২০১৭ সালে স্বর্ণপদক ও ২০১৮ সালে রৌপ্যপদক পেয়েছিল। ঝালকাঠির সূর্যালোক ট্রাস্টের সদস্য হিসেবে বুশরা এবারে এ প্রতিযোগিতায় বরিশাল আঞ্চলিক পর্যায়ে বেহালা ও বিজ্ঞান প্রজেক্ট বিষয়ে প্রথম স্থান অধিকার করে চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পায়। এর আগে সে ৩টি বিষয়ে (বেহালা, বিজ্ঞান প্রজেক্ট, কবিতা আবৃত্তি) ঝালকাঠি জেলা ও ঝালকাঠি সদর উপজেলা পর্যায়ে প্রথম হয়।

ঝালকাঠিতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত

ইয়াছিন আলম অভি (ঝালকাঠি): ঝালকাঠিতে ‘ভালবাসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবং আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস দিবস পালিত হয়েছে। এছাড়াও রেড ক্রস প্রতিষ্ঠাতা জিন হেনরী ডুনান্টের ১৯১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান সরদার মো. শাহ আলম বুধবার সকালে কর্মসূচি উদ্বোধন করেন। রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ার হোসেন পান্না, ইউনিটের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু, সাবেক সেক্রেটারি হেমায়েত উদ্দিন হিমু ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণ থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর তা একই স্থানে গিয়ে শেষ হয়। যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা শোভাযাত্রায় অংশ নেন। পরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা এবং রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

নদীর কবলে মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়

ইয়াছিন আলম অভি: ঝালকাঠির রাজাপুরে বিশখালী নদীর ভাঙনে মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টি বিদ্ধস্ত হয়েছে। এতে বিদ্যালয়ের পূর্বপাশের অংশটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকলে যেকোনো সময় পুরো বিদ্যালয়টি নদীগর্ভে চলে যাবে। ফলে অনিশ্চিত হয়ে পড়বে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পানি বৃদ্ধি পাওয়ায় বর্ষা মৌসুম আসার আগেই ভাঙন শুরু হয়েছে বিশখালী নদীর বিভিন্ন স্থানে। তীব্র ভাঙনে বাদুরতলা লঞ্চ টার্মিনাল ও এর আশপাশের এলাকার সড়ক, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাদুরতলা বাজারের অধিকাংশ এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে শতাধিক বসতবাড়ি, একাধিক প্রাথমিক বিদ্যালয় ও বাদুরতলা জামে মসজিদসহ বেশকিছু স্থাপনা। সরেজমিন বাদুরতলা এলাকায় গিয়ে দেখা যায়, মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশের অংশ এবং বাদুরতলা-পুখরীজানা-মানকিসুন্দর সড়কটি ভেঙে নদীগর্ভে চলে গেছে। এ ছাড়া বাদুরতলা-চল্লিশকাহনিয়া সড়কটিও নদীতে ভেঙে গেছে। এতে ওইসব গ্রামের হাজারো মানুষ বিপাকে পড়েছেন। পুখরীজানা গ্রামের বাসিন্দা মো. শহিদ শরীফ বলেন, মঠবাড়ি ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয়টি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বিশখালীতে আগাম ভাঙন শুরু হয়েছে। বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরো বাড়বে। ভাঙনরোধ ও বিদ্যালয়টি নিরাপদ স্থানে সরিয়ে নিতে একাধিকবার মানববন্ধন করে স্থানীয় প্রশাসন বরাবর স্বারকলিপি দেওয়া হয়েছে। তবে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার বলেন, বিদ্যালয়টি ভেঙে গেলে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। সামনে আমাদের এসএসসি পরীক্ষা। তাই বিদ্যালয়টি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. হৃদয় হোসেন বলেন, আমাদের এলাকায় এই একটি মাত্র মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়টি না থাকলে আমাদের ১০ কিলোমিটার দূরের বিদ্যালয়ে যেতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইউব আলী বলেন, বিদ্যালয়টি রক্ষার জন্য একাধিকবার মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. হায়দার খান বিদ্যালয়ের জন্য অন্যত্র জমি কেনার চেষ্টা করছেন। মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার বলেন, বিদ্যালয়টি বাঁচাতে ও বিশখালীর ভাঙন বন্ধ করতে আমরা বহুবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দারস্থ হয়েছি। তবে দুঃখের বিষয়, এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা বিদ্যালয়টি নিরাপদ স্থানে সরিয়ে নিতে জমি অধিগ্রহণের চেষ্টা করছি। তবে অর্থাভাবে তা এখনো সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বলেন, ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষার জন্য এরই মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিদ্যালয়টির পাঠদান যেন বন্ধ না হয়, সে বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলেছি। বিদ্যালয়টি রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত আছে।

কাঠালিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

ইয়াছিন আলম অভি (ঝালকাঠি): ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সোমবার বেলা দুইটার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের এ কর্মসূচি পালিত হয়। স্মারকলিপি গ্রহন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ডিডিএলজি মো. দেলোয়ার হোসেন মাতুব্বর। এ সকল অনুষ্ঠানে কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি এইচ এম বাদল এর সভাপতিত্বে সহ সভাপতি আলহাজ্ব মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক, বরিশাল কলেজ ছাত্র সংসদের প্রোভিপি এস এম রাজ্জাক পিন্টু। কাঠালিয়া প্রেসক্লাব সাধারন সম্পাদক ও কাঠালিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম রাসেলের সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মো. হারুন অর রসিদ, কাঠালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মো. রাজিব তালুকদার, আঃ সাত্তার, দৈনিক তারুণ্যের বার্তা’র জেলা প্রতিনিধি মোল্লা শাওন, রবিউল ইসলাম প্রমুখ। বক্তারা গত ৪ এপ্রিল কাঠালিয়া থানায় কাঠালিয়া প্রেসক্লাব থেকে পদবঞ্চিত সদস্যদের কতৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবী জানান।

বেতনের অংশ কর্তনের প্রতিবাদে ঝালকাঠিতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

ইয়াছিন আলম অভি (ঝালকাঠি): মাদ্রাসা শিক্ষকদের বেতনের অংশ থেকে অতিরিক্ত চারভাগ কর্তনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। রবিাবর সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরাও একাত্নতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয়। মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঝালকাঠি জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি ও এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ, সেক্রটারী মাওলানা মাহাবুবুর রহমান, শিক্ষকনেতা মাওলানা আব্দুল মন্নান, মাওলানা মিজানুল হক আজাদী, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আসাদুজ্জামান ও মাওলানা জাকির হোসেন। বক্তারা শিক্ষকদের বেতন থেকে কোনপ্রকার টাকা না কাটার অনুরোধ জানান। অযুহাত দেখয়ে বেতনের অংশ থেকে অতিরিক্ত চারভাগ টাকা টাকা কাটা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোচিং সেন্টার বন্ধ

ইয়াছিন আলম অভি (ঝালকাঠি): ঝালকাঠি শহরে অভিযান চালিয়ে একটি কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বেলা ১২টায় স্থানীয় হোগলাপট্টি এলাকার তাহমিনা কোচিং সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা বেগম এ অভিযান পরিচালনা করেন। ভবিষ্যতে কোচিং সেন্টার পরিচালনা করবেন না বলে এর পরিচালক শিক্ষক দম্পতি নুরুল ইসলাম ও তাহমিনা বেগম মুচলেকা দেন। ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা বেগম জানান, সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করে আসছিল শিক্ষক দম্পতি। তাঁরা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়াতেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় শিক্ষার্থীদের পড়ানো অবস্থায় দুই শিক্ষককে পাওয়া যায়। তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

ঝালকাঠির নদীতে পানি বৃদ্ধি, আতঙ্কিত তিনহাজার মানুষ আশ্রয় কেন্দ্রে

ইয়াছিন আলম অভি, (ঝালকাঠি): ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝালকাঠিতে সকাল থেকে ঝড়ো হাওয়া বইছে। এর সাথে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। সুগন্ধা ও বিষখালী নদীতে স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে। পানি ঢুকে পড়েছে নিন্মাঞ্চলে। এতে নদী তীরবর্তী মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে জেলার ৪৯টি সাইক্লোন সেল্টারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে তিন হাজার মানুষ। নদীতে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে প্রসাশন। কাঁঠালিয়া ও রাজাপুরে বিষখালী নদী তীরের ভাঙা বেড়িবাঁধ থেকে পানি ঢুকে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

ঝালকাঠিতে ফণি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি: লঞ্চ চলাচল বন্ধ

মো:ইয়াছিন আলম অভি (ঝালকাঠি ): ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ‘ফনি’ মোকাবেলায় ব্যাপক প্রস্তৃতি গ্রহণ করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে ৫টি কন্ট্রোলরুম খোলা হয়েছে। ইতোমধ্যেই ২৮টি সাইক্লোন সেল্টারসহ পাকা শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মন্দিরকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী করা হয়েছে। ৩৭টি মেডিকেল টিম ও দুই হাজার স্বেচ্ছাসেবক প্রস্তত রাখা হয়েছে। জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ ও ফায়ারসার্ভিস কর্মীসহ সংশ্লিষ্টদের ছুটি বন্ধ রেখে কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আজ বৃহস্পতিবার সকালে অভ্যন্তরিন রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। গ্রামপর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য জেলা প্রশাসনের কাছে ৩৪২ মেট্রিকটন চাল, দুই হাজার প্যাকেট শুকনা খাবার ও নগদ সাত লাখ টাকা মজুদ রয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন মাতুব্বর। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাৎক্ষণিক যোগাযোগের জন্য নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) ০৪৯৮৬২২৩৩ এবং ০১৭০৫৪১১০০৫ নম্বরটি সচল থাকবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর।

ঝালকাঠিতে যৌন হয়রানির দায়ে যুবককে কারাদণ্ড

মো: ইয়াছিন আলম অভি (ঝালকাঠি ): ঝালকাঠিতে যুবতীকে যৌন হয়রানির দায়ে রুবেল হোসেন নামে এক যুবককে (২৬) ১৫ দিনের কারাদণ্ড দালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এ দণ্ড প্রদান করেন। রুবেল বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে। ভ্রাম্যমাণ আদলত সূত্র জানায়, বেশ কিছু দিনধরে ঝালকাঠি শহরের ওই যুবতীকে উত্যাক্ত করত রুবেল হোসেন। মঙ্গলবার ওই যুবতীকে যৌন হয়রানি করলে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে রুবেলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।