বাউফলে পরীক্ষা ‘নকলমুক্ত করতে প্রস্তুতি সভা

পটুয়াখালীর বাউফলে আসন্ন এস.এস.সি/ দাখিল পরীক্ষা-২০২০ সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য প্রস্তুতিমুলক সভা করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।

পরীক্ষা কেন্দ্র গুলোতে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে কেন্দ্রগুলো সিসি টিভি ক্যামেরার আওতায় রাখা হবে। এছাড়াও ১৪৪ধারা জারি, পরীক্ষা চলাকালিন সময় কেন্দ্র নিকটস্থ ফটোকপির দোকান বন্ধ, নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে হলে প্রবেশ’সহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু, উপজেলা একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানা প্রমূখ।

এছাড়াও সভায় উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।

পটুয়াখালীতে জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের নির্যাতন এবং যৌন হয়রানি, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে পটুয়াখালীতে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারী) পটুয়াখালীর সদরের ইটবাড়িয়া ইউ সি কে মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে ব্র্যাক এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রুরাল ইকোনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)।

এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সহকারী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান এবং সভাপতিত্ব করেন ইটবাড়িয়া ইউ সি কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সজীব চন্দ্র শীল বিশেষ অতিথি মো: সেলিম মোল্লা, ব্র্যাক।

অবসরপ্রাপ্ত প্রথান শিক্ষক মো; সুলতান আহম্মেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন ব্রেডের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো: জাহিদ পারভেজ।

শিক্ষার্থীদের পরে তথ্য চিত্র এবং ছোট ছোট ১২ টি ভিডিও চিত্রের মাধ্যমে নির্যাতনের বিভিন্ন দিক নিয়ে সচেতন করানো হয় এবং এ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

একটি যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন ও শপথ গ্রহনের মাধ্যমে শিক্ষার্থীরা যৌন হয়রানী মুক্ত পরিবেশ সৃষ্টির জন্য অঙ্গিকারবদ্ধ হয়। বিভিন্ন শ্রেনির ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করেন।

পটুয়াখালীতে মাদ্রাসা ছাত্রী ধর্ষন, লজ্জায় আত্মহত্যা

পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের আব্দুল হাই দাখিল মাদ্রাসার ছাত্রী তানিয়াকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের ফলে লজ্জা ও ঘৃণা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তানিয়া আক্তার নামে এক শিক্ষার্থী।

ঘটনার বিবরন পূর্বক জানা যায়, তানিয়া আক্তার এর সাথে মাদ্রাসায় যাওয়া আসার পথে উক্ত এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক সরদারের ছেলে শাওন সরদার ও হোসেন মাতুব্বর এর পরিচয় হয়।

১২ জানুয়ারি তানিয়া আক্তারের আত্মিয় জামালের বাসায় বেড়াতে যাওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে শাওন সরদার ও হোসেন মাতুব্বর এবং অন্যান্য সহযোগীদের সহায়তায় শংকরপুর গ্রামে তানিয়াকে একা পেয়ে একটি বাড়ির মধ্যে নিয়ে যায়।

বাড়িতে কেউ না থাকায় রাতভর তাকে ধর্ষণ করে। সকাল সাড়ে ছয়টার সময় তানিয়াকে ছেড়ে দিলে নিজ বাড়িতে এসে তানিয়া হাঁউমাঁউ করে কেঁদে ফেলে।

বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হলে এবং আসামিদের হত্যার হুমকিতে তানিয়া বিষ খান।

রাতেই তানিয়া মারা যান। পরবর্তীতে তানিয়ার নানা সাত্তার ফকির পটুয়াখালী সদর থানায় ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানায় উক্ত ঘটনায় পটুয়াখালী থানায় একটি মামলা করা হয়েছে যাহার নাম্বর ১৯৮(৩-১) তারিখ-১৭.০১.২০২০ইং এবং ঐ দিনই মূল আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে।

ধর্ষক শাওন সরদার ও তার সহযোগীদের বিচারের দাবীতে মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের শত শত জনতা, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মোঃ খলিলুর রহমান, সহ সুপার ইতিশা হাসান, শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ মিলন মিয়া, হারুন-অর-রশিদ, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম, সুলতান খান, আফরোজা আক্তার ও তাসলিমা আক্তারসহ বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ।

থানায় আসুন, সেবা নিন

পটুয়াখালীর বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, থানা আপনাদের। থানায় আসুন, সেবা নিন। আপনাদের সেবা দিতে আমরা (পুলিশ) ২৪ঘন্টা প্রস্তুত। সকল সরকারি দপ্তর নিদিষ্ট সময়ের পর বন্ধ থাকলেও আমাদের দপ্তর সব সময় খোলা।
রবিবার সকাল ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদ হল রুমে কমিউনিটি পুলিশিং সভায় ইউপি চেয়ারম্যান মনির হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তৃতায় এসব কথা বলেন ওসি মোস্তাফিজ।
তিনি আরো বলেন, মাদক সকল অপরাধের মূল উৎস। মাদক র্নিমূল করতে পারলে সমাজে কোন অপরাধ থাকবে না। তাই মাদক র্নিমূলে তথ্য দিয়ে সাহযোগীতা করুন।

সভায় আরো উপস্থিত ছিলেন, কালাইয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ হোসেন হাওলাদার, ইউপি সদস্য মো. ফকরুল ইসলাম ফোরকান, ইউপি সদস্য মো. কামাল হোসেন মৃধা, ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মল্লিক প্রমূখ।
এছাড়াও সাংবাদিক, মহিলা ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুয়াকাটা সৈকতে অর্ধগলিত যুবকের লাশ

 

এস এম আলমাস, কুয়াকাটা প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার বেলা বারোটার দিকে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশের মাঝি বাড়ির পয়েন্টের সী-বিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থাণীয়দের সূত্রে জানা যায়, রবিবার সকালে সৈকতে উল্টো হয়ে বালির সাথে মিশে থাকা অর্ধগলিত লাশটি দেখতে পায় পর্যটকরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীদের ধারনা, লাশটি সাগর থেকে সৈকতের তীরে ভেসে এসেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। তবে লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

বাউফলে পুলিশের ‘অভিযোগ বক্স’ স্থাপন

এম.এ হান্নান, বাউফল:
‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ স্লোগানে জনগণকে নিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করার লক্ষ্যে বাউফল উপজেলার পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ‘তথ্য/অভিযোগ বক্স’ স্থাপণ করে পুলিশ। অভিযোগ বক্সে পরিচয় গোপন রেখে সকল ধরনের অপরাধের তথ্য জানাতে পারবে জনসাধারন। সাত দিন পরপর বক্সের তথ্য সংগ্রহ করে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।

গতকাল রবিবার সকালে উপজেলার কালাইয়া ইউপি কার্যালয়ের সামনে বক্স স্থাপণ করেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ, প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ আলম হাওলাদার, ইউপি সদস্য মো. ফকরুল ইসলাম ফোরকান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক প্রমূখ।

বাউফলে নিয়ম বহির্ভূতভাবে প্রবাহমান নদীতে বাঁধ দিয়ে সেতু নির্মাণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌরসভা সহ পাশর্^বর্তী অন্তত ৬টি ইউনিয়নের পানি নিস্কাশনের একমাত্র ভরসা আলগী নদী এবং এবং এর শাখা খালে নিয়মবহির্ভূতভাবে বাঁধ দিয়ে সেতু নির্মাণের কারনে চরম হুমকির মুখে পড়েছে নদীটির অস্তিত্ব। একদিকে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ময়লা আবর্জনা জমে ছড়াচ্ছে উৎকট দূর্ঘন্ধ ঘটছে চরম পরিবেশ বিপর্যয় অপরদিকে দীর্ঘদিন ধরে বাঁধ দেয়ার ফলে এসব আবর্জনা জমে নদীটির নব্যতা কমে যাচ্ছে। এদিকে পানি প্রবাহ বন্ধ হওয়ায় কিছু প্রভাবশালী নতুন করে আলগী নদী দখলে সক্রিয় রয়েছে। বাউফল পৌরসভাসহ ৬টি ইউনিয়নের মানুষের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এই নদীটিতে বাঁধ দিয়ে সেতু নির্মাণের ফলে চরম হুমকির মুখে পড়েছে জীব বৈচিত্র ও ফসল উৎপাদন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাউফল পৌরশহরের প্রাণ কেন্দ্রে মহিলা কলেজ সেতু, বাংলা বাজার সেতু, গার্লস স্কুল রোড সেতু নির্মাণের প্রকল্প নেয় বাউফল পৌরসভা। নিয়মানুযায়ী প্রবাহমান নদীতে বাঁধ দিয়ে এভাবে সেতু করার কোনো বিধান না থাকলেও পৌরকর্তৃপক্ষের নাকের ডগায় এভাবে নদীতে বাঁধ দিয়ে সেতু নির্মাণের বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। বাউফল পৌরসভার অভ্যন্তরে আলগী নদীর মহিলা কলেজ পয়েন্টে এবং আলগী নদীর শাখা খালের গার্লস স্কুল পয়েন্টে দেয়া হয়েছে আরো একটি বাঁধ। দীর্ঘদিন ধরে এভাবে বাঁধ দিয়ে নদীটির পানি প্রবাহ বন্ধ করে রাখলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি পৌরসভা কর্তৃপক্ষ।
বাউফল পৌর শহরের বাসিন্দা পানি উন্নয়ন বোর্ডর অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, এভাবে প্রবাহমান নদীতে বাঁধ দিয়ে সেতু করার কোনো বিধান নেই। কিন্তু কিভাবে ঠিকাদাররা এভাবে সেতু নির্মাণ করছে তা দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।
বাউফল বাজারের ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি সাখায়াত হোসেন সখা বলেন, নদীটি বাঁধ দেয়ার ফলে নৌকা ও ট্রলারযোগে পন্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। বর্জ্য আবর্জনা পঁেচ দুর্গন্ধ ছড়াচ্ছে পৌর শহরে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানান তিনি।
পটুয়াখালী বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞাণ বিভাগে পরিবেশ বিজ্ঞাণী পাপড়ি হাজড়া বলেন, প্রাকৃতিক খাল বা নদী বাঁধ দেয়া হলে পানি চলাচল বন্ধ হলে জীব বৈচিত্রের উপর মারাত্মক প্রভাব পড়বে। পরিবেশ বিনষ্ট হয় এমন কোন কাজ করা যাবেনা।
বাউফল পৌরসভার প্রকৌশলী মু. আতিকুল ইসলাম জানান, বাঁধ অপসারনের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হবে।##

বাউফলে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা

এম.এ হান্নান, বাউফল (পটুয়াখালী):
পটুয়াখালীর বাউফলে থানা পুলিশের আয়োজনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার বাউফল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত পুলিশিং সভায় প্রধান বক্তা হিসাবে সামাজিক অপরাধ নিয়ে আলোচনা করেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।
সভায় প্রধান বক্তা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ। সামাজিক ব্যাধি। সমাজ থেকে বাল্যবিয়ে নামক ব্যাধি দুর করতে হলে আমাদের সচেতন হতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, মোবাইল ফোন আমাদের সমাজের আরেকটা ব্যাধি। শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে কঠর হওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষে কঠোর ভুমিকা নেওয়ার অনুরোধ করেন।

এসময় বিদ্যালয় প্রধান মোসা. জাহানারা বেগম ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাউফলে পুলিশের ‘তথ্য ও অভিযোগ’ বক্স স্থাপণ

এম.এ হান্নান, বাউফল (পটুয়াখালী):
পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নে পুলিশের তথ্য ও অভিযোগ বক্স স্থাপণ করেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।
সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার কাছিপাড়া ইউনিয়ন পরিষদরে সামনে ও বাজারে ওই তথ্য ও অভিযোগ বক্স স্থাপণ করা হয়।

অত্র ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সামাজিক অপরাধ সম্পর্কে আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা রাখেন ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক। আপনারা আমাদের তথ্য দিন, আমরা আপনাদের সেবা দিবো। সুন্দর সমাজ গড়বো।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সকাছিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. বাবুল হোসেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

শিক্ষকের কান্ড: কবুতরের ঘরে প্রধানমন্ত্রীর ছবি

পটুয়াখালীর বাউফলে কবুতরের ঘরে কার্পেট হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিছিয়ে রেখেছে আবদুল জলিল নামের এক শিক্ষক।
ওই শিক্ষক উপজেলার ৮১নং দক্ষিণ শৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে কর্মরত আছেন।
অভিযোগ আছে, সরকারি বেঞ্চের কাঠ (তক্তা) দিয়ে কবুতরের ঘর নির্মাণ করে অত্র বিদ্যালয় ভবনের ছাদে কবুতর পালন করে আসছে সে।

মঙ্গলবার (১৪জানুয়ারি) সরজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ছাদে সরকারি বেঞ্চের কাঠ দিয়ে দুই তলায় ছয় কক্ষ বিশিষ্ট কবুতরের ঘর। নিচের তলার এক কক্ষে কার্পেট হিসাবে বিছিয়ে রেখেছে গত (৩১মার্চ-২০১৯) বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারের নির্বাচনী পোস্টার। পোস্টারে রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও সরকার প্রধান শেখ হাসিনার ছবি। এসময় পোস্টারের উপরে কবুতরের বিষ্টা চোখে পড়ে।

এব্যাপারে আবদুল জলিল ‘স্বদেশ প্রতিদিন’-কে বলেন, পরিত্যাক্ত বেঞ্চে দিয়ে কবুতরের ঘর নির্মাণ করি। ছবির প্রসঙ্গে বলেন, ওই ছবি/ পোস্টার আমি রাখিনি।

বিদ্যালয় প্রধান শামিম জাহান লাইজু বলেন, এব্যাপারে আমি কিছু জানি না।

বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হকের দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন, সরকারি বেঞ্চে দিয়ে কবুতরের ঘর বানানোর কোন সুযোগ নেই। আর ঘরে প্রধানমন্ত্রীর ছবি যুক্ত পোস্টার থাকা চরম অপরাধ। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।