সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একযোগে কাজ করবে ঢাকা-কলম্বো

ঢাকা-কলম্বো সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একযোগে কাজ করবে।

শনিবার (২০ মার্চ) বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ ঘোষণায় এ প্রতিশ্রুতি দেওয়া হয়।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ঢাকা সফর নিয়ে ৪৬ দফা যৌথ ঘোষণা দেওয়া হয়। যৌথ ঘোষণায় দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

যৌথ ঘোষণায় উল্লেখ করা হয়, বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় শেখ হাসিনার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। একই সঙ্গে করোনা মোকাবিলায় সার্ক ফান্ডের আওতায় শ্রীলঙ্কাকে সহায়তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ১৯-২০ মার্চ ঢাকা সফরে আসেন। সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন।

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে শ্রীলঙ্কাকে আন্তর্জাতিক ফোরামে সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন রাজাপক্ষে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সফরকালে দুই দেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক সই হয়েছে। দুই দেশ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) চুক্তি সইয়ে ঐকমত্যে পৌঁছেছে। একই সঙ্গে উভয় পক্ষ বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে।

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আগামী বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানিয়েছেন মাহিন্দা রাজাপক্ষে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার দুই দিনের সফরে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকা ছেড়েছেন।

মোদির সফরে বাংলাদেশের লাভ বেশি: ইকোনমিক টাইমস

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী সপ্তাহে বাংলাদেশ আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাস মহামারি শুরুর পর এটিই হবে তার প্রথম বিদেশ সফর।

এই সফরের মাধ্যমে প্রতিবেশী দুই গণতান্ত্রিক দেশের অবকাঠামো এবং অন্যান্য কানেক্টিভিটি উদ্যোগ আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কানেক্টিভিটি এবং সংশ্লিষ্ট খাতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে, যা দুই দেশের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

ভারতের ইন্দো-প্যাসিফিক বিনির্মাণে বাংলাদেশের অবস্থান একটি প্রজাপতির মতো। এই প্রজাপতির মূল দেহ হচ্ছে বাংলাদেশ, যার একপাশে রয়েছে রাশিয়া এবং মরিশাসের মতো বিশাল ভৌগোলিক অঞ্চল এবং অন্য পাশে জাপান এবং অস্ট্রেলিয়া।

এর ফলে ‘মুক্ত, অবাধ, সুরক্ষিত এবং সমৃদ্ধশালী’ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বৃহৎ অর্থনীতির প্রতিবেশী দেশ থেকেও সুবিধা পেতে পারে বাংলাদেশ। যেহেতু বাংলাদেশ ২০২৬ সাল নাগাদ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে, তাই দেশটির ভৌগোলিক অর্থনীতি এবং ভৌগোলিক কৌশলগত অবস্থান ইন্দো-প্যাসিফিক বিনির্মাণে সহায়তা করবে।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক (কানেক্টিং টু থ্রাইভ: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস অব ট্রান্সপোর্ট ইন্টিগ্রেশন ইন ইস্টার্ন সাউথ এশিয়া) এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে অবাধ কানেক্টিভিটি স্থাপিত হলে তাতে দেশটির মোট জাতীয় আয়ের পরিমাণ ১৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর ফলে বাংলাদেশের সব জেলাই লাভবান হবে। তবে দেশটির পূর্বাঞ্চলীয় জেলাগুলো সবচেয়ে বেশি লাভবান হবে।

গত কয়েক বছর ধরে দুই দেশের সরকার এসব নিয়ে কাজ করছে; যা বেশ কয়েকটি অবকাঠামো কানেক্টিভিটি প্রকল্পের মাধ্যমে গতি পেয়েছে। এর অন্যতম একটি উদাহরণ হলো সম্প্রতি ফেনী নদীর ওপর নির্মিত সেতু; যা বাংলাদেশের চট্টগ্রাম এবং ত্রিপুরার সাবরুম জেলার মাঝে সংযোগ স্থাপন করেছে।

সড়কপথে যোগাযোগ বৃদ্ধি ছাড়াও রেলপথ, বিমান, অভ্যন্তরীণ নৌপথ এবং উপকূলীয় পণ্য-পরিবহনের সব ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করছে। ছয়টি অচল রেলপথের মধ্যে ইতোমধ্যে পাঁচটি সচল করা হয়েছে এবং নতুন দুটিসহ ষষ্ঠ রেলসংযোগ পথটিও চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।

আসামের গুয়াহাটি এবং ঢাকার মধ্যে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। খুব শিগগিরই ভারতের উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলীয় অনেক ছোট শহর ও নগরীর সঙ্গে আকাশপথে চট্টগ্রাম এবং সিলেটসহ বাংলাদেশের অনেক জেলা সংযুক্ত হবে। পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন এবং সম্প্রসারিত বন্দর ব্যবহারের সুযোগ বৃদ্ধি পেয়েছে।

দুই দেশের মধ্যে উপকূলীয় পণ্য পরিবহনের বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। এর ফলে মোংলা এবং চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে ভারতীয় পণ্য বাংলাদেশে এবং উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহন করা হচ্ছে।

বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দৃঢ়ভাবে বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ এবং জ্ঞানের আদানপ্রদানের ক্ষেত্রে আরও বেশি মনোযোগ দিতে হবে। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আরও বেশি বিনিয়োগ করতে ভারতের বেসরকারি খাতের উদ্যোক্তাদের উৎসাহ দেয়া উচিত নরেন্দ্র মোদির সরকারের।

এর ফলে দ্বিপাক্ষিক মান উন্নয়ন জোরদারের পাশাপাশি এটি বাংলাদেশের গ্রামীণ অ-কৃষি অর্থনীতি, বিশেষ করে হালকা ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত পণ্যের মতো খাতগুলোতে আরও বেশি অর্ধদক্ষ কর্মী সৃষ্টি করবে। এক্ষেত্রে পারস্পরিক জ্ঞানের আদানপ্রদান গুরুত্বপূর্ণ এক স্তম্ভ; যেখানে বিশেষ মনোযোগ দেয়া দরকার।

সময়ের সঙ্গে সঙ্গে জলবায়ুনির্ভর আধুনিক কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, পুনর্নবায়নযোগ্য জ্বালানির মতো খাতগুলোতে সঙ্কট এবং চ্যালেঞ্জ মোকাবিলায় উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে ভারত।

নরেন্দ্র মোদির ‌‘আত্মনির্ভর ভারত’ ভাবনার অন্যতম একটি পরীক্ষা হচ্ছে বাংলাদেশ। যদিও আত্মনির্ভরশীলতার পথে এখনও অনেক পিছিয়ে রয়েছে ভারত। তারপরও ‘জিরো ডিফেক্ট, জিরো ইফেক্ট’ নীতি নিয়ে বিশ্বের কাছে সেবা এবং পণ্য পৌঁছে দিচ্ছে দেশটির। ভারতের এই উদ্যোগ থেকে যথাযথভাবে সুযোগ-সুবিধা পেতে পারে বাংলাদেশ।

দ্বিতীয়ত, বাংলাদেশ এমন এক প্রতিবেশী যেখানে ভারতের প্রধানমন্ত্রীর দর্শন ‘সবার সাথে, সবার বিকাশ, সবার বিশ্বাস’ এই মতবাদ পরীক্ষা করার ক্ষেত্র। এর কারণ হলো এটা উদ্ভব হয়েছে ভারতের বহু প্রাচীন দর্শন থেকে; যা বর্তমানে মানবকেন্দ্রিক বিশ্বায়নের অন্যতম একটি ধাপ।

বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুভক্ষণে সোনার বাংলা গড়ার সম্মিলিত প্রচেষ্টা আরও গতি পাক। যদিও আমরা রাজনৈতিক সীমানায় আমাদের দেশ আলাদা, তারপরও আসুন বাণিজ্য, বিনিয়োগ এবং জ্ঞানের সহযোগিতায় আমরা নতুন ধরনের কনফেডারেশন সন্ধান করি।

ভারতীয় ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমসে বৈশ্বিক থিঙ্ক ও অ্যাকশন-ট্যাঙ্ক কাটস ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক বিপুল চ্যাটার্জির লেখা নিবন্ধ।

স্বাধীনতার ৫০ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক উন্নয়ন

স্বাধীনতার ৫০ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যাপক উন্নয়ন ঘটে গেছে। মূলত: জাতির পিতার দেখানো পথেই এই উন্নয়ন। পাকিস্তানিদের ধ্বংস করে যাওয়া বিদ্যুৎ খাতকে আবারও টেনে তুলতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্থাপন করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা আজ বাস্তব রুপ পাচ্ছে। ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুৎ। এগিয়ে যাচ্ছে জ্বালানি খাতও।

যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ। অনেক স্থানেই ধ্বংসপ্রাপ্ত বিদ্যুতের সঞ্চালন লাইন। আর সব খাতের মতো বিদ্যুৎ ও জ্বালানি খাতের দিকে নজর দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথমই খনিজ সম্পদের ওপর রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করলেন। ব্রিটিশ কোম্পানির কাছে থাকা গ্যাস ক্ষেত্রগুলো কিনে নেন।

পরিকল্পিতভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সংবিধানের ১৬ অনুচ্ছেদে গ্রামীণ বিদ্যুতায়নের কথা যুক্ত করেছিলেন। ভেবেছিলেন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কথা। বঙ্গোপসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান তিনিই শুরু করেছিলেন।

পচাত্তরে জাতির পিতাকে স্বপরিবারে হত্যার পর সব কিছুই থমকে যায়। বিদ্যুতের জন্য প্রাণ দিতে হয় কৃষককে। ৯৬ সালে নতুন করে শুরু করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ২০০৮ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার স্বপ্ন দেখেন। গতি পায় দেশের অর্থনীতি।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, মাত্র সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎতের জায়গায় দেশে এখন উৎপাদন সাড়ে ২৪ হাজার মেগাওয়াট। নতুন নতুন কেন্দ্র উৎপাদনে এসেছে। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজও শেষ পর্যায়ে। ৩ কোটি ৯৪ লাখ গ্রাহক পেয়েছে বিদ্যুতের সংযোগ।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর আবিষ্কৃত হয়েছে ১৭টি গ্যাসফিল্ড। শক্তিশালী হয়েছে রাষ্ট্রীয় তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানী বাপেক্স। অনুসন্ধান আরও গতিশীল করায়, ড্রিলিং বেড়েছে। এখন গ্যাসের দৈনিক গড় উৎপাদন ২ হাজার ৭শ ঘনফুট।

প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেন, দেশে এখন ভাসমান এলএনজি টার্মিনাল তৈরী হয়েছে। এখন তরল গ্যাস আমদানী ও গ্রিডে যুক্ত হচ্ছে ৭ থেকে ৮শ এএমএমসি।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ প্রতিমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন লাইনের উন্নয়ন, বিতরণ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক অবকাঠামো নির্মাণের কর্মযজ্ঞ চলছে। জাতির পিতার দেখানো পথেই গ্রাহক পর্যায়ে মানসম্পন্ন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেয়াই মূল লক্ষ্য।

‘আসুন, প্রতিজ্ঞা করি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করার’

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই বাংলাদেশ বিশ্বের বুকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে উঠুক। বাংলাদেশের একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, গৃহহীন থাকবে না, প্রতিটি মানুষের ঘরে আমরা আলো জ্বালব।

শুক্রবার (১৮ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডেবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দশ দিনের আয়োজনের তৃতীয় দিনের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এ আহ্বান জানান। অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেও অংশ নিয়েছেন।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব দিকে বাংলাদেশের মানুষ যেন উন্নত, সমৃদ্ধ জীবন পায়, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল, যা তিনি সব সময়ই বলতেন। আসুন, জাতির পিতার এই ১০১তম জন্মদিন আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা সেই প্রতিজ্ঞা নিই, জাতির পিতা যেই স্বপ্ন রেখে গেছেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলাদেশ, যে বাংলাদেশ জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করবে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে।

শেখ হাসিনা আরও বলেন, বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন উৎসর্গ করে গেছেন। এ দেশের মানুষের প্রতি সবসময় তার আলাদা ভালোবাসা ও দায়িত্ব ছিল। তার পিতামাতা সবসময় তাকে সহযোগিতা করেছেন। আমার মা সবসময় তাকে প্রেরণা জুগিয়েছেন। কোনও কিছু চাহিদা ছিল না। এজন্যই বঙ্গবন্ধু তার সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হতে পেরেছি। কাজেই এই বাংলাদেশে আজ জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্নজয়ন্তী আমরা সরকারে থেকে উদযাপন করার সুযোগটা পেয়েছি বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলাম বলে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।

যে বিদেশি অতিথিরা বাংলাদেশের দশ দিনের এই আয়োজনে যোগ দিয়েছেন, তাদেরও ধন্যবাদ জানান শেখ হাসিনা

শ্রীলঙ্কাকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু দেশ অ্যাখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে একই ধরনের মনোভাব পোষণ করে এবং দুই দেশ পরস্পরকে সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু এবং তিনি সবসময়ই বাংলাদেশের পাশে অবস্থান করেন। আমিও চেষ্টা করি সেই বন্ধুত্বের প্রতিদান দিতে। বাংলাদেশের জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের যোগদান তার নিজের এবং শ্রীলঙ্কার জনগণের আমাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন।

প্রধানমন্ত্রী তার সরকার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে এবং তার দেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, দুই দেশের জনগণের এই বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের অংশ হতে পেরে সম্মানিত রাজাপাকসে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ হতে পেরে সম্মানিত বোধ করছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

শুক্রবার (১৯ মার্চ) ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নামার পর এক টুইটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার পেয়েছি। অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি।  আগামী দুইদিন উৎসব ও আলোচনায় ব্যস্ত থাকব।

এর আগে কলম্বো ছাড়ার আগে এক টুইট বার্তায় রাজাপাকসে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে যাচ্ছি। উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের সঙ্গে কাজ করতে চাই।

শুক্রবার  সকাল ১০টায় রাজাপাকসেকে বহনকারী শ্রীলঙ্কান এয়ার লাইন্সের বিমান হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের ঢাকা সফরে আসলেন শ্রীলঙ্কার সরকারপ্রধান।

মাহিন্দা রাজা পাকসের সঙ্গে এসেছেন দেশটির শিক্ষামন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা প্রতিমন্ত্রী, তাঁত ও বস্ত্র প্রতিমন্ত্রী, গ্রামীণ গৃহায়ণ ও গৃহনির্মাণ সামগ্রী শিল্প প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ ২৮ সদস্যের প্রতিনিধিদল।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিমানবন্দরে রাজাপাকসেকে ২১টি গান স্যালুটসহ আনুষ্ঠানিক গার্ড অব অনার সম্মাননা জানায় সামরিক বাহিনীর একটি চৌকস দল। এখান থেকে তিনি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাজাপাকসে।

এরপর তিনি শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসবেন। ঢাকা সফরকালে এই হোটেলেই অবস্থান করবেন তিনি।

বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। ওই আয়োজনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

ওই দিন সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সম্মানে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে যোগ দেবেন তিনি।

সফরের শেষ দিন শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে, তার স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখবেন তিনি।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরির নানা দিক নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্যপ্রযুক্তি নিয়েও দুই শীর্ষনেতার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিকেলে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ওই দিন সন্ধ্যায় কলম্বোর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হলেই প্রতিরোধ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হলেই তা প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সুনামগঞ্জের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে আর ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে বলেও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীতে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার শিকার যারা তারা মামলা করে কি না-সে জন্য সুনামগঞ্জের এসপি অপেক্ষা করছিল, পরে তারা না করায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলা চলবে, আর যারা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে সরকার তাদের ব্যবস্থা অবশ্যই করবে। এটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, এখানে কেউ সাম্প্রদায়িক চেতনার উসকানি দিয়ে রক্ষা পাবে এমনটা হবে না।

এদিকে সুনামগঞ্জের শাল্লায় হামলা-লুটপাটের ২৪ ঘণ্টা পার হলেও মামলা ও আটক করা হয়নি কাউকে। ঘটনার পর থেকে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নোয়াগাঁও গ্রামবাসীর।

এরই মধ্যে সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় হামলার শিকার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা।

ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে হিন্দুবাড়িতে হামলার ঘটনায় এলাকা পরিদর্শন করে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন বলেন, সাম্প্রদায়িক হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রাম পরিদর্শন শেষে বেলা ১১টায় তিনি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ লড়াই করে হটিয়ে দিয়েছে।

নোয়াগাঁওয়ে হিন্দুদের ঘরবাড়িতে হামলার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে তাদের অতিদ্রুত আইনের আওয়তায় এনে বিচার নিশ্চিত করা হবে। যাতে আগামীতে এ ধরনের আর কোনো ঘটনা না ঘটে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

এদিকে হামলার পর গতরাতে র‌্যাবের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে খাবার বিতরণ করা হয়। হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় বুধবার সকালে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দুপল্লিতে হামলা চালায় তার কট্টরপন্থি সমর্থকরা। এ সময় ৮৮টি বাড়িতে ভাঙচুর ও লুট করে বলে জানান স্থানীয়রা। এতে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লকডাউনের চিন্তা-ভাবনা এখন নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা পরিস্থিতিতে আপাতত লকডাউনের চিন্তা-ভাবনা নেই। লকডাউন বাস্তবায়ন স্বাস্থ্য মন্ত্রণালয় করে না। সরকারের সব সংস্থা এ বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। তবে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটউশনে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস ওমেন এন্ট্রাপ্রেনিউরস বাংলাদেশ আয়োজিত নার্সদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমরা চাই দেশের অর্থনীতি ভালো থাকুক। করোনা যাতে বৃদ্ধি না পায়, তা–ও চাই। এ জন্য স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কাজ করতে হবে। ভ্যাকসিন নেবেন। মনে রাখতে হবে ভ্যাকসিন নিলে যে সুরক্ষিত হয়ে গেলেন তা কিন্তু নয়।লকডাউন আমরা করতে পারব না। এটা সরকারের সব সংস্থা মিলে সিদ্ধান্ত নেবে। আগামীতে দেখব কী সিদ্ধান্ত হয়। আমরা আমাদের কর্মকাণ্ড জোরদার করছি।

মন্ত্রী বলেন, ‘গত ১৫ দিনে অন্তত ২০ লাখ লোক কক্সবাজার, বান্দরবান, রাঙামাটিতে ঘুরেছে। কেউ মাস্ক পরেনি। মাস্ক ছাড়া বিয়ে–শাদিতে ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হবে না। আমরা পরামর্শ দিয়েছি, এখন সরকার ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করবে।’

জাহিদ মালেক বলেন, মৃত্যুহার বেড়ে গেছে, সংক্রমণ বেড়েছে। করোনা এখনো নিয়ন্ত্রণে আছে। দেশের মানুষ এখনো ভালো অছে। কিন্তু যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কেউই ভালো থাকবে না। করোনা এখনো দেশ থেকে যায়নি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলেন। এখনো বেড়ানোর সময় হয়নি। আরেকটু ধৈর্য ধরুন। বেঁচে থাকলে সবাই বেড়াতে পারবেন।

বইমেলার পর্দা উঠলো, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

করোনাভাইরাস কারণে ভাষার মাসের পরিবর্তে স্বাধীনতার মাসে  এবার শুরু হলো ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’। বাঙালির প্রাণের এই মেলা চলবে ১৪ এপ্রিল ২০২১ পর্যন্ত।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২১ উৎসর্গিত হচ্ছে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির উদ্দেশে। এবারের বইমেলার মূল থিম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’।

এ সময় অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বঙ্গবন্ধু রচিত ও বাংলা একাডেমি প্রকাশিত ‘আমার দেখা নয়াচীন’-এর ইংরেজি অনুবাদ ‘নিউ চায়না-১৯৫২’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পক্ষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মনোনীত সাহিত্যিকদের হাতে বাংলা একাডেমি সাহিত্য ‍পুরস্কার ২০২১ তুলেন দেন। যারা পুরস্কার গ্রহণ করেন- কবিতায় কবি মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়াজ শামীম, প্রবন্ধ সাহিত্যে বেগম আখতার কামাল, অনুবাদে সুরেশ রঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধে সাহিদা বেগম, বিজ্ঞান ও কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী বিভাগে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে হাবিবুল্লাহ পাঠান পুরস্কার গ্রহণ করেন।

এবার বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গায়। একাডেমি প্রাঙ্গণে ১০৭টি প্রতিষ্ঠানকে ১৫৪টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩৩টি প্রতিষ্ঠানকে ৬৮০টি ইউনিট; মোট ৫৪০টি প্রতিষ্ঠানকে ৮৩৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৩টি প্যাভিলিয়ন থাকবে।

বইমেলার লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মেলা প্রাঙ্গণে। সেখানে ১৩৫টি লিটলম্যাগকে স্টল বরাদ্দের পাশাপাশি ৫টি উন্মুক্ত স্টলসহ ১৪০টি স্টল দেওয়া হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। অমর একুশে বইমেলা ২০২১-এর প্রচার কার্যক্রমের জন্য একাডেমিতে বর্ধমান ভবনের পশ্চিম বেদিতে ১টি ও সোহরাওয়ার্দী উদ্যানে ৩টি তথ্যকেন্দ্র থাকবে।

বাংলা একাডেমির ৩টি প্যাভিলিয়ন, শিশু কিশোর উপযোগী বইয়ের জন্য ১টি এবং সাহিত্য মাসিক উত্তরাধিকার-এর ১টি স্টল থাকবে। এবারও শিশুচত্বর মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে। তবে করোনা পরিস্থিতির কারণে প্রথমদিকে ‘শিশুপ্রহর’ থাকছে না।

এবার সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব প্রান্তে নতুন একটি প্রবেশ পথ করা হয়েছে। প্রকাশকদের দীর্ঘদিনের দাবি ছিল রমনা প্রান্তে একটি প্রবেশ পথ ও পার্কিং-এর ব্যবস্থা করা। এবার এটা করা সম্ভব হয়েছে। সবমিলে সোহরাওয়ার্দীতে ৩টি প্রবেশ পথ ও ৩টি বাহির পথ থাকবে। প্রত্যেক প্রবেশ পথে সুরক্ষিত ছাউনি থাকবে, যাতে বৃষ্টি ও ঝড়ের মধ্যে মানুষ আশ্রয় নিতে পারেন। বিশেষ দিনগুলোতে লেখক, সাংবাদিক, প্রকাশক, বাংলা একাডেমির ফেলো এবং রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত নাগরিকদের জন্য প্রবেশের বিশেষ ব্যবস্থা করা হবে।

বইমেলা ১৯ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত।

সুবর্ণজয়ন্তী: বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স দেবে ভারত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স দেবে ভারত। আগামী ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে অ্যাম্বুলেন্সগুলো দেওয়া হবে।

বুধবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দোরাইস্বামী জানিয়েছেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে সিলেট জেলায় চারটি অ্যাম্বুলেন্স দেওয়া হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী ঢাকা সফর করবেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর এই সফর।

ঢাকা সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। করোনাকালে ভারতের প্রধানমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর।

বর্ণাঢ্য আয়োজনে প্যারেড স্কয়ারে ‘মুজিব চিরন্তন’ উদযাপন শুরু

‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দশ দিনব্যাপী অনুষ্ঠানমালা।

বুধবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর প্যারেড স্কয়ারে ‘ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়’ শীর্ষক থিমে শুরু হয় ১০ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান।

জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ্।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মালদ্বীপের ফাস্টলেডি ফাজনা আহমেদ, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের স্ত্রী রাশিদা খানম, বঙ্গবন্ধুর ছোট মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাসহ মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন বাহিনী ও সংস্থা প্রধান, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিশুশিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত এবং এর পরপরই শত শিশুশিল্পীর সংগীত পরিবেশনার মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়।

মুজিববর্ষের থিম সং-এর মিউজিক ভিডিও পরিবেশনার পর বিমানবাহিনী ফ্লাই পাস্টের রেকর্ড করা ভিডিও প্রচার করা হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য অংশে প্রচারিত হবে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা’র ধারণ করা ভিডিওবার্তা।

এরপর অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি হিসেবে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ্ বক্তব্য দেবেন।

মোহামেদ সলিহ্’র বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সম্মানিত অতিথিদের ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা-স্মারক উপহার দেওয়ার পর সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে আলোচনাপর্ব সমাপ্ত হবে।

আলোচনাপর্বের পর শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ‘ভেঙেছ দুয়ার এসেছে জ্যোতির্ময়’ থিমের উপর ভিত্তি করে নির্মিত অডিও-ভিজ্যুয়ালে তুলে ধরা হবে জাতির পিতার সংগ্রামী জীবনের নানা অধ্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাদ্যযন্ত্র সহযোগে অর্কেস্ট্রা মিউজিকের সঙ্গে গান পরিবেশন, বঙ্গবন্ধুকে প্রতীকী চিঠি উৎসর্গ, ‘মুজিব শতবর্ষের কার্যক্রম ফিরে দেখা’ শীর্ষক ভিডিও প্রদর্শন করা হবে।

এছাড়াও বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বন্ধুরাষ্ট্রের সাংস্কৃতিক পরিবেশনায় প্রথম দিনে আজকের আয়োজনে থাকছে ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্করের নেতৃত্বে একটি বিশেষ পরিবেশনা।

বর্ণিল আতশবাজি ও লেজার শো’র মাধ্যমে শেষ হবে প্রথম দিনের জমকালো আয়োজন।

বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠান শেষ হবে রাত ৮টায়।

বর্ণাঢ্য আয়োজনের এই উদ্বোধন অনুষ্ঠান সব টেলিভিশন ও বেতার চ্যানেল, অনলাইন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

১৭ মার্চ থেকে ২৬ শে মার্চ পর্যন্ত ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে প্রতিদিন আলাদা থিমভিত্তিক আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিওভিজ্যুয়াল এবং অন্য বিশেষ পরিবেশনার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।