বাউফলে ‘আন্তর্জাতিক নারী সমাবেশ’ দিবস পালিত

পটুয়াখালীর বাউফলে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী সমাবেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষায়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ওই মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমন্ডার সামসুল আলম মিয়া, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শিল্পী রানী।

বাউফলে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাউফল প্রতিনিধি:
“মাদকের বিরুদ্ধে ক্রীড়া” শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলা অফিসার্স ক্লাব এর আয়োজনে “শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট”-২০২০ ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্তরে ভিন্ন দুটি দলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে টাইগার গ্রুপে (উপজেলা পল্লী উন্নয়ন-এলজিইডি) জুটি ২-১ ব্যবধানে (হিসাবরক্ষণ-বিআরডিবিকে) এবং লায়ন গ্রুপে (উপজেলা জনস্বাস্থ্য-সাংবাদিক) জুটি ২-১ ব্যবধানে (পিআইও-একাডেমিক সুপারভাইজার) জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন,মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া ও মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া। টুর্নামেন্টে দুই গ্রুপে ১৪টি দল অংশ নেয়।
সহযোগিতায় ছিলেন- উপজেলা পরিষদ,স্বাস্থ্য কমপ্লেক্স, ওয়াল্টন, মার্কেন্টাইল ব্যাংক, নুরজাহান গার্ডেন ও মিজান গার্ডেন।

বাউফলে শিবির নিষিদ্ধ’র দাবী

পটুয়াখালীর বাউফলে স্বাধীনতাবিরোধ যুদ্ধাপরাধী- মৌলবাদী জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ কর্মী রাকিব ও রাসেলের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাউফল পৌর ছাত্রলীগ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের বটতলা প্রঙ্গনে মানববন্ধনের পরে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় জনতা ভবনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
পটুয়াখালী জেলা ছাত্রলীগ সহ-সভপতি ও পৌর ছাত্রলীগ (একাংশ) আহ্বায়ক নিয়াজ মোর্শেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর আ’লীগ সাধারন সম্পাদক এনায়েত খাঁন সানা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মো. রিয়াজুল ইসলাম সিকদার, সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারন সভাপতি মাহমুদ হাসান রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক সামসুল কবির নিশাত।
আরো বক্তব্য রাখেন বাউফল পৌর ছাত্রলীগ যুগ্ম-আহ্বায়ক এইচ.এম সুমন মুন্সী, নাজিরপুর ইউপি ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রাকিব।
এসময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা ইউনুস খাঁন, নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক মো. তরিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মো. রাসেল, মাইনুল ।

পটুয়াখালীতে গোপন বৈঠক থেকে ৫ শিবিরকর্মী আটক

পটুয়াখালী শহরে গোপনে বৈঠককালে ইসলামী ছাত্র শিবিরের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে শহরের ছোট চৌরাস্তা এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই বাসা থেকে দেড় হাজার বিভিন্ন জিহাদী বই, হাতুড়ি, সিডি, ল্যাপটপ, ১১টি মোবাইল ফোন এবং নেটওয়ার্ক বিস্তৃতি সংক্রান্ত বিভিন্ন রেজিস্টার বই উদ্ধার করা হয়েছে।

পটুয়াখালী পুলিশ সুপারের নেতৃত্বে সদর থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মেহেদী হাসান ও এসআই আমিনুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন- মোহাম্মদ আখতারুজ্জামান (২৫), মোহাম্মদ নোমান (২০), মো. তৈমুর রহমান (২১), মো. হাসিবুর রহমান (২৪) এবং মো. রফিকুল ইসলাম (২৪)।

সোমবার রাতে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, আটকরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে- এমন সংবাদ আসে তার কাছে। এরই পরিপ্রেক্ষিতে পটুয়াখালী সদর থানা পুলিশ বিকালে অভিযান পরিচালনা করে।

এ সময় আটককৃতরা প্রথমে শিবিরের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। এ সময় কক্ষ তল্লাশি করে তাদের কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম পাওয়া গেলে বিষয়টি নিশ্চত হওয়া যায়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় সদস্য বলে আটককৃতরা স্বীকার করেন।

তারা দীর্ঘদিন ধরে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকার একটি বাসা ভাড়া নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসপি আরও জানান, অভিযান পরিচালনাকালে তাদের কক্ষ থেকে অন্তত ১৫০০ (চার বস্তা) বিভিন্ন ধরনের জিহাদি বই, লিফলেট, ক্রেস্ট, সমর্থক ফরম, চাঁদা আদায়ের রসিদ, নেটওয়ার্ক বিস্তৃতি সংক্রান্তের বিভিন্ন রেজিস্টার, বিভিন্ন পর্যায়ের কমিটির নামসংবলিত রেজিস্টার, হাতুড়ি, লৌহজাতক চেইন, ঈদকার্ড, জিহাদি গানের সিডি, শিবিরের লোগোসংবলিত ২০টি মগ, একটি ল্যাপটপ, দুটি পেনড্রাইভ, ১১টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং একটি ব্যানার উদ্ধার করা হয়।

আটকদের আরও জিজ্ঞাসাবাদ চলছে। তাদের গ্রুপে আরও কোনো সদস্য পটুয়াখালীতে অবস্থান করছে কিনা।

আটককৃতদের বরাদ দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিলাল হোসেন (হেটকোয়ার্টার) জানান, আটক মোহাম্মদ আখতারুজ্জামান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র। সাতক্ষীরা জেলা শামনগর উপজেলার বন্যাতলা গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাকের ছেলে আখতারুজ্জামান।

মোহাম্মদ নোমান পটুয়াখালী পলিটেকনিক কলেজের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বেরাখোয়ারা গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা সোলেয়মান শেখের ছেলে নোমান। মো. তৈমুর রহমান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম বর্সের ছাত্র। তার বাড়ি ঢাকা জেলার শেরেবাংলা পশ্চিম আগারগাঁও এলাকার ২৪২/২৪৩ আসানো টাওয়ারে।

তিনি ওই এলাকার বাসিন্দা আজিজুর রহমানের ছেলে তাইমুর। মো. হাসিবুর রহমান বরিশাল বিএম কলেজের ইসলামী স্টাডিজের মাস্টার্সের ছাত্র। বরিশাল বিমানবন্দর কাশিপুর এলাকার বাসিন্দা গিয়াস খানের ছেলে হাসিব।

মো. রফিকুল ইসলাম পটুয়াখালী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র। পটুয়াখালী সদর উপজেলার টেংরাখালী আকন বাড়ির মোস্তফা আকনের ছেলে রফিক।

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুনীর লাশ উদ্ধার

কুয়াকাটার আবাসিক হোটেল হলিডে ইন থেকে এক নারী পর্যটকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। ৩মার্চ সকাল ৬টার দিকে মহিপুর থানা পুলিশ এ মৃত দেহ উদ্ধার করে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, গত ২৯ জানুয়ারী বিকেলে স্বামী স্ত্রী পরিচয় এক পর্যটক দম্পতি কুয়াকাটা ভ্রমণে এসে কুয়াকাটার আবাসিক হোটেল হলিডে ইন এর ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। রেজিষ্টারে তাদের নাম একজন হানিফ আলী সরদার এর পুত্র আঃ রাজ্জাক (৩০) ও অপরজন ইসিতা বেগম (১৮), ঠিকানা যশোর জেলার কেশবপুর থানার বুড়িহাট নামক এলাকা লেখা রয়েছে।

তারা আরও জানান, ২৯ জানুয়ারী থেকে ওই পর্যটক দম্পত্তি তাদের হোটেলে থেকে কুয়াকাটার বিভিন্ন স্পট ঘোরাফিরা করতেছিল। গত ২মার্চ সোমবার সন্ধ্যায় জনৈক আঃ রাজ্জাক হোটেল থেকে বাহিরে যায় রাতে গেট লক করার পূর্বে ভ্রমণে আসা রুম বুকিং নেয়া পর্যটকরা হোটেলে আসছে কিনা চেক করতে গেলে ১০৮নম্বর রুমটির বাহিরে তালা লাগানো দেখেন।

সন্দেহ হলে পুলিশকে খবর দেয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে রুমে ঢুকে ওই কক্ষের একটি খাটের উপর ইসিতা বেগম এর মৃত দেহ দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠান হয়।

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, মৃত ব্যক্তির এখন পর্যন্ত সঠিক কোন পরিচয় পাওয়া যায়নী। তবে সনাক্ত করণ ও এর সাথে জড়িতদের বেড় করার চেষ্টা অব্যাহত আছে, তবে একটু সময় লাগবে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করা হয়েছে।

মাদক নির্মূলে শিক্ষকদের সচেতন হতে হবে -ওসি বাউফল

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন- মাদক নির্মূলে শিক্ষকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীদের প্রতিনিয়ত নজরে রাখতে হবে।
সোমবার (২মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের আতোষখালী মাধ্যমিক বিদ্যালয় ও সকাল সাড়ে ১২টার দিকে আশুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভায় প্রধান আলোচকের বক্তৃতায় এসব কথা বলেন- ওসি মোস্তাফিজুর রহমান।
তিনি আরো বলেন- শিক্ষার্থীরা স্কুল বাদ দিয়ে কোথায় যায়, কার সাথে মিশে সে বিষয় শিক্ষকদের অবগত থাকতে হবে। অভিভাবকদের জানাতে হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে।
তিনি আরো বলেন- মাদক আর স্মার্ট ফোন ছাত্র ও যুব সমাজ ধ্বংসের মুল কারন। বিদ্যালয় চালাকালিন সময় কোন শিক্ষার্থী মোবাইল ফোন সঙ্গে আনতে পারবে না।
এছাড়াও বাল্যবিয়ে ইভটিজিং বন্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন-আতোষখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,মাহবুব আলম, আশুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাউফলে ভয়াবহ অগ্নিকান্ড

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের বন্দরের সদর রোডে একটি লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটে। স্থানীয় এমপি আ.স.ম. ফিরোজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাউফল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বাহাউদ্দিন বলেন, তুলা ছাঁটা যন্ত্রের বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তিনি আরো জানান, প্রাথমিকভাবে তিনটি দোকানের প্রায় ১৭ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সরেজমিন জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে কালাইয়া বন্দরের সদর রোডের কাঞ্চন মিয়ার লেপ-তোষকের দোকানে জাকির হোসেন (২৫) নামের এক কারিকর মটোরচালিত যন্ত্র দিয়ে তুলা ছাঁটাই করছিল। এসময় হঠাৎ যন্ত্রটি বিস্ফোরিত হলে মুহুর্তের মধ্যে তুলার গোডাউনে আগুণ ছড়িয়ে পরে এবং পাশে থাকা স্বপন সাহার রেস্তোরা ও হাজী সোহরাব হোসেনের চাউলের গুদামে আগুণ লেগে যায়। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনেন।

এসময় স্থানীয় লোকজনও আগুণ নেভানোর কাজে যোগ দেন। বিস্ফোরণে জাকিরের শরীরের সামনের অংশ পুড়ে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।

বাউফলে বীমা দিবস পালিত

পটুয়াখালীর বাউফলে ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি,-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ১ম জাতীয় বিমা দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে রবিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিতত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান হিমু, উপজেলা সমাজসেবা অফিসার মো. মনিরুজ্জামান প্রমূখ।

ইউএনও জাকির হোসেন বলেন- বীমা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। বীমার মাধ্যমে গরীব মানুষ দুঃসময়ে বিরাট সাফল্য পাবে। এসময় তিনি সকলকে বিমা করার পরামর্শ দেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- বাউফল প্রেস ক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক এম. নাজিম উদ্দিন।
এছাড়াও বিভিন্ন বিমা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

বাউফলে মুজিব জন্মশতবর্ষে শত কর্মসূচী

পুয়াখালীর বাউফলে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষ উদযাপন উপলক্ষ্যে শত কর্মসূচীর ঘোষনা ও উদযাপন প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ (এমপি)।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলা মুজিববর্ষ উদযাপন কমিটির আয়োজনে দলীয় কার্যলায় (জনতা ভবন) থেকে শতশিক্ষার্থী শত সাইকেল নিয়ে উপজেলা জুড়ে ১৭মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের লিফলেট প্রচার ও ক্যাম্পাইন উদ্বোধন করেন তিনি। এছাড়াও শত মটরসাইকেল শোভাযাত্রা, মুজিববর্ষ ওয়েবসাইট, মুজিববর্ষ ক্যালেন্ডার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি আ.স.ম ফিরোজ বলেন- যিনি আমাদের জাতি হিসেবে পরিচিতি দিয়েছেন, যিনি স্বাধীনতা দিয়েছেন, তাঁর জন্য আমরা কিছুই করতে পারিনি। এখন আমাদের সময় এসেছে তাঁর রক্তের কিঞ্চিত হলেও শোধ করার। তিনি বিভিন্ন রাজনৈতিক দল এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালনের আহবান জানান

অনুষ্ঠানে উপজেলা আ’লীগ সহ-সভাপতি সামসুল আলম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- আ.স.ম ফিরোজের সহধর্মনী মিসেস দেলোয়ারা ফিরোজ, উপজেলা আ’লীগ উপদেষ্টা এটিএম তারেক মোল্লা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, বাউফল পৌর আ’লীগ সভাপতি মো. ইব্রাহিম ফারুক, সাবেক এপিএস আনিসুর রহমান, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খাঁন প্রমূখ।

মুজিববর্ষ: বাউফলে আ’লীগের আলোচনা সভা

বাউফল:
পটুয়াখালীর বাউফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করছেন কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে