ঝালকাঠিতে অবৈধ ইটভাটা বন্ধ করে ২০ লাখ টাকা

ঝালকাঠিতে অবৈধ এক ইটভাটা বন্ধ ও এর মালিককে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবশ অধিদপ্তরর ভ্রাম্যমাণ আদালত।

বোরবার দুপুরে নলছিটি উপজলার মগড় ইউনিয়নর সুজাবাদ গ্রামের ‘মেসার্স ইসলাম ব্রিকস’ নামের অবৈধ ইটভাটায় অভিযান চালায় বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রট আবদুল হালিম।

ইটভাটা মালিক মো. জাহিদ হোসেনকে ২০ লাখ টাকা জরিমানা অনাদায় দুই বছর কারাদণ্ড এবং এ ভাটার ম্যানজারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন বলে জানান তিনি।

তারা নলছিটি উপজেলার ফয়রা গ্রামের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রট আবদুল হালিম বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে বলেন, সুজাবাদ গ্রামে সুগন্ধা নদীর তীর মেসার্স ইসলাম ব্রিকস নামে অবৈধভাবে এ ইটভাটা তৈরি করা হয়।

দণ্ডিত জাকির ইটভাটাটি পরিচালনা করছিলেন উল্লেখ করে তিনি বলেন, “কোনো প্রকার আইনগত বৈধতা না থাকায় তাকে ‘ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে’ এ সাজা দেওয়া হয়েছে।”
এদিকে ভ্রাম্যমাণ আদালতের সাথে অংশ নেওয়া র‌্যাব ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এ সময় ‘৮০ লাখ টাকা মূল্যর’ কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে দেয়।

কৃষি জমি রক্ষায় এ বছর ইটভাটা সংক্রান্ত আইন সংশোধন করা হয়। ইটভাটার লাইসেন্স পেতে ইট প্রস্তুতের মাটির উৎস উল্লেখ করে হলফনামা দাখিলের বাধ্যবধকতা আইনে আনা হয়।

গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদে এর বিল পাশের সময় পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছিলেন,“এই আইন প্রণয়ন হলে কৃষির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ‘টপ সয়েল’ রক্ষাসহ ইটভাটাজনিত পরিবেশ দূষণ কমবে।”

নলছিটিতে ইটভাটায় ২০ লাখ জরিমানা,ম্যানেজারকে ১বছরের দন্ড

 

নলছিটিতে অবৈধ ইটভাটার মালিককে ২০ লাখ টাকা জরিমানা অনাদায় ২ বছর কারাদণ্ড এবং ম্যানেজারকে ১ বছরের কারাদন্ড দিয়েছে পরিবশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। শাস্তির পাশাপাশি ইটভাটাটি বন্ধের নির্দেশ দিয়েছে ওই ভ্রাম্যমাণ ।
১ ডিসেম্বর বোরবার দুপুরে উপজলার মগড় ইউনিয়নের সুজাবাদ গ্রামের মেসার্স ইসলাম ব্রিকস নামের ওই অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রট আবদুল হালিম।
ইটভাটার মালিক মোহম্মদ জাহিদ হোসেন এবং ম্যানেজার মোহম্মদ আবুল কালাম’র বাড়ি নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা গ্রামে ।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রট আবদুল হালিম সাংবাদিকদের বলেন, সুজাবাদ গ্রামের সুগন্ধা নদীর তীর মেসার্স ইসলাম ব্রিকস নামে অবৈধভাবে এ ইটভাটাটি তৈরি করে অবৈধ ভাবে ব্যবসা করে আসছিল জাহিদ হোসেন। ইটভাটাটির আইনগত কোন বৈধতা নাই। ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে এ দন্ডাদেশ ও জরিমানা করা হয়েছেবলেও তিনি জানান।
এ সময় ভ্রাম্যমান আদালতের সাথে অংশ নেয়া র‌্যাব ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই ইটভাটার প্রায় ৮০ লাখ টাকা মূল্যর কাঁচা ইট ধংস করে ফেলে।

ঝালকাঠির পৌরসভার সকল ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা রিজভী

আরিফুর রহমান আরিফ :: ঝালকাঠির পৌরসভার সকল জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল শিল্প ও খাদ্যমন্ত্রী আমির হোসেন আমুর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ।

রবিবার (১ ডিসেম্বর ) সকালে কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে ৩৩০ জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সদস্য,আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির, সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষনা উপ- কমিটির সদস্য,এডভোকেট এস.এম.রুহল আমীন রিজভী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌর ইমাম সমিতির সভাপতি মাওলানা আঃ খালেক নোমানী।

মৃত্যুবার্ষিকী

নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক সংবাদ’র নলছিটি প্রতিনিধি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নলছিটি শাখার সভাপতি ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মিলন কান্তি দাসের পিতা স্বর্গীয় নিত্য রঞ্জন দাসের ৩৫ তম মৃত্যুবার্ষিকী আজ ।

দিবসটি উপলক্ষে সবুজবাগ এলাকার তার
নিজস্ব বাসভবনে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । রাতে ভক্ত ও শুভাকাঙ্খীদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। এ আয়োজনে তার পরিবারের পক্ষ থেকে ধর্মপ্রাণ সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
উল্লেখ্য, ১৯৮৪ সালের ৩০ নভেম্বর তিনি পরলোক গমন করেন।

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে ৭১’র চেতনার মানববন্ধন

নলছিটি উপজেলার ষাটপাকিয়া বাজারে নব নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও জাতির পিতার মুর‌্যাল দুস্কৃতিকারী কর্তৃক ভেঙে ফেলার প্রতিবাদ ও এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মুক্তচিন্তার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ৭১’র চেতনা ঝালকাঠি জেলা শাখা। সংগঠনটির জেলা সভাপতি গোপাল দে এর সভাপতিত্বে শনিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সি আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা বাবু দুলাল সাহা, প্রেসক্লাব সদস্য এড মানিক আচার্য্য, দুরন্ত ফাউন্ডেশন সভাপতি তাসিন মৃধা অনিক, বন্ধুসভার সভাপতি শাকিল হাওলাদার রনি, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি সিরাজুল ইসলাম প্রিন্স প্রমুখ। কর্মসূচী সঞ্চালনায় ছিলেন ৭১’র চেতনা ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি। ন্যক্কারজনক এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে বক্তারা। অন্যথায় ১৬ ডিসেম্বর থেকে কঠোর কর্মসুচী দেয়া হবে বলেও ঘোষনা দেয়া হয়।

ঝালকাঠিতে আওয়ামীলীগ নেতা রিজভীর শীতকালীন শুভেচ্ছা উপহার বিতরণ

আরিফুর রহমান আরিফ :: ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ২৮০ জন নেতাকর্মীদের মাঝে আমির হোসেন আমুর পক্ষ থেকে শীত কালীন শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে শীতকালীন শুভেচ্ছা উপহার বিতরন করেন জেলা আওয়ামীলীগের সদস্য,আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষনা উপ- কমিটির সদস্য,এডভোকেট এস.এম.রুহল আমীন রিজভী।

আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির হোসেন খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আবু বকর সিকদার, সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন লাভলু, পোনাবালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃহাকিম গাজী। এছাড়া বক্তব্য রাখেন ঝালকাঠি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ।

নলছিটিতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি :
ঝালকাঠির নলছিটিতে মাদক, সন্ত্রাস ও অপরাধবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত
হয়েছে। একই সঙ্গে শিক্ষায় উৎসাহী করতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের.মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী
সামাজিক সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের (এনসিএস) উদ্যোগে উপজেলার
মোল্লারহাট ইউনিয়নের জেড এ ভুট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম মাহমুদ হাসান-পিপিএম (বার)। উদ্বোধক ছিলেন.নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান। প্রধান আলোচক ছিলেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহবায়ক ও সুপ্রীমকোর্টে বিশিষ্ট আইনজীবী অ্যাড. কাওসার
হোসাইন। বিশেষ অতিথি ছিলেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মিলন কান্তি দাস ও সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত।

সিটিজেন ফাউন্ডেশনের মোল্লারহাট ইউনিয়ন শাখার আহবায়ক মো. বেল্লাল হোসেনের
সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মো. মজিবুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলছিটির থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম
তালুকদার, নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহবায়ক যুগ্ম আহবায়ক পলাশ হাওলাদার, রানাপাশা ইউনিয়ন শাখার উপদেষ্টা রিয়াজুল ইসলাম রুবেল, আহবায়ক ইমদাদুল হক সুজন খলিফা, নাচনমহল ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. কামরুল হাসান, সুবিদপুর ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. ফয়সাল খান, মোল্লারহাট
ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. মাজেদুর রহমান, নলছিটি পৌরসভা শাখার সদস্য
সচিব মো. শামীম হোসেন সাগর প্রমুখ।

বক্তারা বলেন, ‘শুধু মাদকই নয়, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের বিরুদ্ধেও আমাদের জেগে উঠতে হবে। সচেতনতা সৃষ্টি হলেই এসব অপরাধী ও সমাজের শত্রুদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে এগিয়ে আসবে। এসব
অপরাধ প্রতিরোধে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবসায়িসহ সব শ্রেণি-পেশার মানুষকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিজেন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর
রহমান, যুগ্ম সদস্য সচিব মো. ইব্রাহিম খান শাকিল, যুগ্ম আহ্বায়ক মো. সাইদুল ইসলাম, এস. আর সোহেল, মো. বশির হাওলাদার, মো. জসিম উদ্দিন হাওলাদার, সদস্য মো. সালমান রাজু, মো. আরিফুর রহমান, মো. জহিরুল ইসলাম, সিদ্ধকাঠি ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক মো. ইমাম হোসেন, রানাপাশা ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. কাওছার আলম, সুবিদপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক সঞ্জীব চন্দ্র দাস, সাংবাদিক মো. মনির হোসেন প্রমুখ।

শিক্ষায় উৎসাহী করতে অনুষ্ঠানে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ঝালকাঠিতে আওয়ামীলীগ নেতা রিজভীর শীত বস্ত্র বিতরণ

আরিফুর রহমান আরিফ::ঝালকাঠিতে পৌরসভার খেয়াঘাটের মাঝিদের মাঝে আমির হোসেন আমুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা আওয়ামীলীগের সদস্য,আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির, সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষনা উপ- কমিটির সদস্য,এডভোকেট এস.এম.রুহল আমীন রিজভী

বুধবার২৭ নভেম্বর সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২০০ জন অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় জেলা শ্রমিকলীগের যুগ্ন-আহবায়ক রমেশ চন্দ্র সাওজাল, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা অসীম রায়, পোনাবালিয়া ইউনিয়ন আওয়ামীলের সভাপতি মাস্টার মুজিবুর রহমান সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নলছিটিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাংচুর’র প্রতিবাদে মানববন্ধন

নলছিটি প্রতিনিধি:
নলছিটিতে মুক্তিযোদ্ধার ব্যক্তি উদ্যোগে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানব্বন্ধন অনু্ষ্ঠিত হয়।২৭ নভেম্বর সকালে নলছিটি প্রেসক্লাব’র সামনে পৌর আওয়ামী লীগের উদ্দোগে এ মানব্বন্ধন পালিত হয়।

এতে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,পৌরসভার কাউন্সিল,শিক্ষক সাংবাদিকেসহ সাধারণ মানুষ অংশ গ্রহণ করে । মানব্বন্ধন’র সময় বক্তারা অবিলম্বে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান । উল্লেখ্য ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি এলাকার ষাটপাকিয়া এলাকায় মুক্তিযুদ্ধের এ ভাস্কর্য রাতের আধারে ভেঙে ফেলে দুর্বৃত্তরা ।

ঝালকাঠিতে ঘুর্ণিঝড় বুলবুল’এ ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর)বাসন্ডা ইউনিয় পরিষদ কমপ্লেক্সে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণলায়ের উদ্যোগে বুলবুলে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে বিজিএফ (চাল) বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস।

এসময় সময় বাসন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মো: মোবারক হোসেন মল্লিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১০ নভেম্বর বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের কারনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।