কলাপাড়ায় শিশুদের সংবাদ সম্মেলন বাল্যবিয়ে বন্ধসহ পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হওয়ার দাবি

কলাপাড়া (পটুয়াখালী):
বিশ্বে জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের দেশ ছয় ঋতুর দেশ। কিন্তু এখন বইছে বৈচিত্রময় আবহাওয়া। গ্রীষ্ম, বর্ষা আর শীত ছাড়া অন্য কোন ঋতু বোঝা যায়না। এ বছরই আমরা দেখেছি পুরো আষাঢ় থাকছে শুকনো। মনে হয় তীব্র গরমকাল। পৌষ মাসেও শীত পাই না। আমাদের শিশুদের জন্য বিষয়টি খুবই গুরত্বপূর্ণ। শিশুদের কথা ভেবেই সকলকে অগ্রণী ভূমিকা নিতে হবে। সকলকে সচেতন হতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস ও একশন এইডের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১ টায় ব্যতিক্রমধর্মী এক সংবাদ সম্মেলনে কলাপাড়ায় শিশু শিক্ষার্থী আয়শা আক্তার, জিদনি, সিক্তা ও সারা মনি এসব বলেছেন। “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কলাপাড়া শিশু ফোরাম আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে শিশুরা আরও জানায়, লালুয়া এলাকায় বাল্য বিয়ের প্রবণতা বাড়ছে। এলাকার শিশুদের প্রেমের প্রস্তাব দিয়ে বিপথগামী করে এক শ্রেণির বহিরাগত বিয়ে করছে। মা-বাবা মেয়েদের নিরাপত্তার কথা ভেবে কন্যা শিশুকে বিয়ে দিচ্ছেন। বাল্য বিবাহ প্রতিরোধের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমাদেরকে সৃজনশীল চিন্তায় যুক্ত করতে হবে এবং মতামত প্রকাশের সুযোগ তৈরির দাবি করেন এসব শিশুরা। শিশুরা করোনাকালীন শিক্ষার ক্ষতির বিশদ বর্ননা দিয়ে এর থেকে উত্তরণের পথ বের করার দাবি করে। কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। আরও বক্তব্য রাখেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, ওয়ান স্টপ ক্রাইসিস সেল এর প্রোগ্রাম অফিসার মোঃ ইদ্রিস আলম, সাংবাদিক এসএম মোশারফ হোসেন মিন্টু, মেজবাহ উদ্দিন মাননু, জসিম পারভেজ, জীবন কুমার মন্ডল, মিলন কর্মকার রাজু প্রমুখ।

কলাপাড়ায় ভাতা পাইয়ে দেয়ার নামে হাতিয়ে নেয়া হচ্ছে অসহায় মানুষের টাকা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং জেলে কার্ড পাইয়ে দেয়ার নামে হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে গোলাম মাওলা নামের এক ব্যক্তির বিরেদ্ধে। এ ঘটনায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামের মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে প্রভাবশালী এক ইউপি সদস্যের ঘনিষ্ট ব্যক্তি হওয়ায় গোলাম মাওলার বিরুদ্ধে মুখ খুলতেও সাহস পাচ্ছে ভুক্তভোগীরা।
একাধিক ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত গোলাম মাওলা দীর্ঘদিন ধরে ওই এলাকার সাধারন মানুষের কাছ থেকে বিভিন্ন ভাতা সুবিধা পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে জনপ্রতি ২ হাজার থেকে ৩ হাজার টাকা আত্মসাৎ করে আসছে। এভাবে ওই এলাকার প্রায় অর্ধশতাধিক মানুষের কাছ থেকে তিনি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া যাদের বয়স হয়নি তাদের কাছ থেকেও তিনি টাকা নিয়েছেন। স্থানীয়দের দাবি, ইউপি সদস্য জগৎ জীবন রায়ের সাথে তার সখ্যতা রয়েছে। ফলে তার দোহাই দিয়েই মূলত টাকা আত্মসাত করে আসছেন তিনি।
ভুক্তভোগী দৌলতপুর এলাকার বাসিন্দা মমিন ফরাজীর অভিযোগ, মেম্বার চেয়ারম্যানরা এ গ্রামে তেমন একটা আসেননা। তার বয়স না হওয়া সত্ত্বেও গোলাম মাওলাকে বয়স্ক ভাতা পাওয়ার জন্য ৪ শ’ টাকা দিয়েছেন। অপর এক বাসিন্দা হাফেজ সাইদুল হক জানান, প্রায় দুই বছর আগে গোলাম মাওলা তার বোন ফরিদা বেগমকে বিধবা ভাতা পাইয়ে দিবে বলে তার কাছ থেকে দুই হাজার ৫ শ’ টাকা নিয়েছেন। পরে ভাতার তালিকায় নাম লেখাতে না পেরে তিন চার কিস্তিতে দুই হাজার টাকা ফেরত দেন মাওলা। এবছর আবার তার কাছ থেকে তিনশ টাকা নিয়েছেন। সলিমপুর গ্রামের বাসিন্দা সাহিদা বেগম জানান, তার মায়ের বয়স্ক ভাতা পাইয়ে দেয়ার কথা বলে এক বছর আগে দুই হাজার টাকা নেন গোলাম মাওলা। কয়েকদিন আগে তার মা মারা গেছেন। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার মায়ের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। নীলগঞ্জ আবসনের বাসিন্দা মমতাজ বেগম জানান, আমার শাশুরী হাজেরা খাতুন অন্ধ মানুষ দৌতপুর গ্রামে ভিক্ষা করতেন বয়স্ক ভাতার তিন হাজার টাকা উত্তোলন করে ১৫’শত টাকা গোলাম মাওলা নিয়ে যান।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম মাওলা বলেন, তিন চারজনের কাছ থেকে তিনশ টাকা করে নিয়ে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ আনসার মোল্লাকে দিয়েছি। কারও কাছ থেকে ২ হাজার বা ৩ হাজার টাকা নেইনি। তবে আনসার মোল্লা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
৪ নংওয়ার্ডের ইউপি সদস্য জগৎ জীবন রায় বলেন, ওই ওয়ার্ডের সকল জনগনই আমার। তবে গোলাম মাওলার পিতা ওহাব কারীকে সম্মান শ্রদ্ধা করতাম। গোলাম মাওলার সাথে আমার কোন সর্ম্পৃক্ততা নেই।
কলাপাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গোলাম মাওলার বিরুদ্ধে এ পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি বা আমাদের কেউ কিছু জানায়নি। তবে বিষয়টি এখন শুনলাম। তার বিরুদ্ধে লিখিত অভিযোগে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

কলাপাড়ায় আনসার সদস্যকে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অবস্থা আশংকাজনক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় আনসার সদস্য মো. রনি হাওলাদার (২৮) কে গলায় ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার আলীপুর বাজার- আমখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
রক্তাক্ত জখম অবস্থায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে চিকিৎসকরা।
কলাপাড়া হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ কামরুন্নাহার মিলি জানান, আহত রনির অবস্থা আশঙ্কাজনক। ধারালো অস্ত্রের আঘাতে তার গলার ডানদিকের শিরা কেটে যাওয়ায় প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় বরিশাল রেফার করা হয়েছে।
সাবমেরিন কেবল ল্যান্ডিং ষ্টেশনে দায়িত্বরত আনসার সদস্য জাকির জানান, রাতে সে বুথ থেকে টাকা উত্তোলন করে ক্যাম্পে ফেরার পথে মোটরসাইকেলে করে আসা দুই-তিন দূবৃত্ত তার গলায় ছুড়ি দিয়ে আঘাত করে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল খায়ের জানান, আহত রনি কলাপাড়ায় নির্মিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের আনসার সদস্য হিসেবে দায়িত্বরত। কারা কি কারনে এ হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রুতই গ্রেফতার করা হবে।
আহত আনসার সদস্য রনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের দিকপাশা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।

দুমকিতে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালী ও আলোচলা সভা

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি ঃ- শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস ২০২১ পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দুমকি উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি আজিজ আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আহসানুল হক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহি অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ।,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারন সম্পাদক জাকির হোসেন খান, আহমেদ হারুন টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, আপতুননেছা মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বেসরকারি শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

কলাপাড়ায় ৫৪ কচ্ছপসহ বাবা-ছেলে আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪টি কচ্ছপসহ তোতা আকন (৪৮) ও তার ছেলে রুবেল (২৬) আকনকে আটক করেছে আন্ধারমানিক কোস্টগার্ড। মঙ্গলবার রাত দুইটায় পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন নতুন কাঠপট্টি এলাকার নিজ বাসা থেকে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে কচ্ছপসহ তাদের উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান জানান, তারা দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

কলাপাড়া উপজেলা বন সংরক্ষক আবদুস সালাম মিয়া জানান, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত কচ্ছপ আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হয়েছে।

উপকূলের জীববৈচিত্র্য নিয়ে কাজ করা ওয়াল্ড ফিস ইকোফিস-২ পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, উদ্ধারকৃত কচ্ছপগুলো ফ্লাপসেল প্রজাতির। এগুলো সাধারণত জলাশয় ও নদীতে বসবাস করে।

অবশেষে কলাপাড়ার আলোচিত সেই নারী খাদ্য পরিদর্শককে প্রত্যাহার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কলাপাড়া খাদ্য অধিদপ্তরের আলোচিত নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানাকে অবশেষে প্রত্যাহার করে বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের সংস্থাপন শাখা, প্রশাসন বিভাগ’র অতিরিক্ত পরিচালক মো: আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়, ৪ অক্টোবর তিনি দায়িত্ব হস্তান্তর করবেন। অন্যথায় ৫ অক্টোবর হতে তাৎক্ষনিক কর্মবিমুক্ত বলে গন্য হবেন। এতে মহাপরিচালক (গ্রেড-১) এর অনুমোদন রয়েছে। তাকে প্রশাসনিক কারনে বদলী করা হয়েছে মর্মে অফিস আদেশে উল্লেখ রয়েছে।
কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য যোগদানকৃত খাদ্য নিয়ন্ত্রক মো: নুরুল্লাহ বলেন, নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানার বিরুদ্ধে অধিদপ্তর থেকে তদন্ত করা হচ্ছে।
এর আগে একজন ওএমএস ডিলারের সাথে নারী খাদ্য পরিদর্শকের অনৈতিক কর্মকান্ডের অভিযোগের তদন্ত শুরু করে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি।

কলাপাড়ায় ডেঙ্গিতে দুই শিশু শিক্ষার্থীসহ তিন জন আক্রান্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কলাপাড়ায় মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী চন্দ্রিমা কর্মকার ও জুনায়েদ হোসেন জিলান ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছে। চন্দ্রিমা ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর জুনায়েদ বাড়িতে চিকিৎসা নিচ্ছে। পরিবারের সদস্যরা জানায় কয়েকদিন আগে স্কুলে বসে মশার কামড়ে ডেঙ্গু সংক্রমিত হয় বলে তারা ধারনা করছেন। প্রথমে ভীষণ জ¦রে আক্রান্ত হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা নিতে থাকে। জ¦র না কমায় পটুয়াখালীতে নিয়ে পরীক্ষা করালে ডেঙ্গু শণাক্ত হয়। স্কুলের প্রধান শিক্ষত মোঃ জাহাঙ্গীর আলম জানান, তিনি কেবল শুনেছেন। খোঁজ-খবর নিচ্ছেন। এদিকে শিশু শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরে অভিভাবকরা শঙ্কাগ্রস্ত হয়ে পড়েছেন। অপরদিকে শনিবার দুপুরে কলাপাড়া হাসপাতালে আল-আমিন (৩৫) নামের এক ব্যক্তি ডেঙ্গু শণাক্ত হয়েছেন। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

কলাপাড়া পৌরসভার খাল দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ শুরু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের পানি নিস্কাশনের প্রায় তিন কিলোমিটার দীর্ঘ প্রধান খালটি দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন।
শনিবার দুপুরে কলাপাড়া পৌরসভার সামনের খালের পাশে নির্মিত ছয়তলা ভবনের পশ্চিম অংশের ভবনের ছাদ থেকে প্রায় চারফুট খালের মধ্য নির্মিত হওয়ায় ভবনের ছাদ থেকে এ বিল্ডিংটি ভাঙ্গা শুরু হয়েছে।
পটুয়াখালী জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুনাল্ট চাকমার নেতৃত্বে চলছে এ উচ্ছেদ অভিযান। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার উপস্থিত ছিলেন। কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, পৌরসভা থেকে ওই ভবন নির্মানের সময় যে নকশা অনুমোদন করা হয়েছে, সে নকশা অনুযায়ী ভবনটি নির্মিত হয়নি। এছাড়া পৌরসভার খাল দখল করে শতাধিক পাকা, আধাপাকা স্থাপনা নির্মান করা হয়েছে। পৌরসভার পানি নিস্কাশনের সুবিধার্থে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এদিকে এ খালের উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় খুশি পৌরবাসী। তারা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান প্রশাসনের কাছে।

বঙ্গোপসাগরে হুমকির মুখে ডলফিন-শুশুকের অস্তিত্ব

বঙ্গোপসাগরে ডলফিন ও শুশুকের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। একের পর এক সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন। এবছর মোট ২২টি বিভিন্ন প্রজাতির মৃত ডলফিন সৈকতে ভেসে আসে। এসব প্রাণীর মরদেহ সৈকত থেকে উদ্ধার হওয়ায় উৎকণ্ঠা বাড়ছে সচেতন মহলে।

সর্বশেষ বুধবার সকাল ৯টার দিকে কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যের শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন। বিশেষজ্ঞদের ধারণা, গভীর সমুদ্রে নিরাপদ আবাসস্থল নিশ্চিতের অভাবে জেলেদের জালে আটকে পড়ে এবং জাহাজের সাথে ধাক্কা খেয়ে মারা পড়ছে বিরল প্রজাতির এসব সামুদ্রিক প্রাণী।

জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মৃত একটি ডলফিন সাগরে ঢেউয়ের তোড়ে ভেসে তীরে আসে। সৈকতের ঝাউবাগান পয়েন্টে এটিকে দেখতে পায় স্থানীয়রা। ডলফিনটির শরীরের মাথা ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাদের ধারণা, এটি গভীর সমুদ্রে জেলেদের জালে কিংবা ট্রলারের সাথে আঘাত পেয়ে মারা যেতে পারে। খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বিষয়টি মৎস্য বিভাগ ও বন বিভাগকে জানিয়েছেন।

 

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, চলতি বছরে গত দুই মাসে ১৬টি ডলফিনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ২২টি মৃত ডলফিন কুয়াকাটার ১৮ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানে ভেসে এসেছে। এগুলোকে স্থানীয়ভাবে মাটিচাপা দেওয়া হয়েছে। দিন দিন সামুদ্রিক বন্ধু প্রাণী ডলফিনের মৃত্যুর সংখ্যা বাড়ছে। এতে সামুদ্রিক পরিবেশের চরম ক্ষতি হচ্ছে। তবে ডলফিনের মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করে জীববৈচিত্র্য রক্ষা জরুরি হয়ে পড়েছে। তা নাহলে পরিবেশের বিপর্যয় ঘটতে পারে-এমনটাই দাবি করেছেন তিনি।

ইউএসএআইডি ওয়ার্ল্ড ফিস বাংলাদেশে ইকোফিস-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ডলফিনগুলো মারা যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন গভীর সমুদ্রে ট্রলারের ধাক্কায় ও জেলেদের জালে পেঁচিয়ে বিভিন্ন প্রজাতির ডলফিনের মৃত্যু হতে পারে। তবে এর আগে ভেসে আসা মৃত ডলফিনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও পরিবেশ অধিদপ্তরের ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে ডলফিন মারা যাওয়ার প্রকৃত কারণ উদঘাটন করা যাবে।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ ডলফিনের নমুনা সংগ্রহ শেষে মাটিচাপা দেওয়া হবে।

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় অটোচালকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২৮ সেপ্টেম্বর।।
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ইউসুফপুর মহিলা মাদ্রাসা সংলগ্ন সড়কের পাশে যাত্রীবাহী ব্যাটারী চালিত অটো রাস্তার পাশে খাদে পড়ে চালক মোঃ রিপন ওরফে নিতাই মিস্ত্রী (৩৯) ঘটনাস্থলেই মারা গেছে। এসময় অটোতে থাকা সাত যাত্রীও কমবেশি আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
মহিপুর থানার এস আই মোঃ হালিম হাওলাদার জানান, কলাপাড়া থেকে সাতজন যাত্রী নিয়ে সে কুয়াকাটা যাওয়ার পথে অটোটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পানির মধ্যে পড়ে যায়। এসময় সাত যাত্রী আহত হলেও মারা যায় চালক রিপন।
মহিপুর থানা পুলিশ দূর্ঘটনার খবর পেয়ে আটটার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছেন। এ ঘটনায় মহিপুর থানায় ইউডি মামলা হয়েছে।
নিহত রিপন কলাপাড়ার নীলগঞ্জ এলাকায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতো। তবে প্রায় ২৫ বছর আগে সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে। তার আগের নাম ছিলো নিতাই মিস্ত্রী। সে পৌর শহরের অফিস মহল্লা এলাকার মৃত নারায়ন মিস্ত্রীর ছেলে।