ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে নলছিটি উপজেলা ছাত্রলীগের শোক

নলছিটি প্রতিনিধি:
ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নলছিটি উপজেলা ছাত্রলীগ। নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সারদার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান এক শোকবার্তায় নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা বলেন, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি ও তাঁর পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ তা’য়ালার কাছে প্রার্থনা করি আল্লাহ তায়ালা তাঁকে যেন জান্নাত নছিব করেন। তারা আরো বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ চলে যাওযায় আমরা একজন অভিভাবককে হারালাম। তিনি আওয়ামী লীগের দুঃসময়ে তার ভূমিকা ব্যাপক। তাই আল্লাহ তাকে বেহেশত দান করুন সেই কামনা করি।

করোনায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৮৫৬, মৃত্যু ৪৪

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৪ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১১৩৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৮৪ হাজার ৩৭৯ জন।

শনিবার( ১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৫জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৫৭৮ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ঝালকাঠি সিটিক্লাব ও পাঠাগারের সভাপতি হক খলিফার পিতৃবিয়োগ


ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি সিটিক্লাব ও পাঠাগারের সভাপতি আ’লীগ নেতা আব্দুল হক খলিফার পিতা আব্দুল জলিল খলিফা (৯৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। ১১ জুন বৃহস্পতিবার বিকেল সারে চারটায় বার্ধক্যজনিত কারনে তার মৃত্যু হয়েছে বলে পরিবার সুত্রে জানাগেছে। শুক্রবার সকালে নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন পরিষদের সামনে জানাযা শেষে মরহুমের নিজ বাড়ি রানাপাশার নতুন হাটখোলা খলিফা বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। আব্দুল জলিল খলিফার বর্তমানে ৪ পুত্র, ২ কন্যা সন্তান, নাতী, নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাংঙ্খি রয়েছে।
মরহুম জলিল খলিফার ছেলে আব্দুল হক খলিফা সিটিক্লাব ও পাঠাগারের সভাপতির দায়িত্বে রয়েছেন। একইসাথে তিনি লঞ্চঘাট মোহাম্মদীয়া জামে মসজিদের সভাপতি, পৌর যুবলীগের সভাপতি, পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা পদে দায়িত্ব পালন করছেন। এই নেতার পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন ঝালকাঠি-নলছিটি আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। এছাড়াও সিটি ক্লাব ও পাঠাগার, জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, মোহাম্মদীয়া জামে মসজিদ কমিটিসহ রাজনৈতিক ও বিভিন্ন ব্যক্তিবর্গ শোক বার্তা দিয়েছেন।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের বদলি বাণিজ্য বন্ধে নজিরবিহীন পদক্ষেপ

কামাল হাসান রনি:
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত যে প্রতিষ্ঠানের গায়ে বদলি বাণিজ্যের তকমা ছিল কয়েক মাস আগেও। দশম গ্রেডের কর্মকর্তা একজন নার্সের সাংসারিক খরচ মেটাতে জীবন যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখন এক শ্রেণির দালাল ও নার্সিং নেতা গড়ে তুলেছেন বিশাল বদলি বাণিজ্য সিন্ডিকেট । এ সিন্ডিকেটের কাজ হজ্জ মিশন, উচ্চ শিক্ষায় বিদেশ গমন বা বিদেশ প্রশিক্ষণ, হাসপাতাল কেন্দ্রিক মাসিক চাঁদা, ইনক্রিমেন্টে, টাইম স্কেল, শ্রান্তি ও বিনোদন ভাতা, সিলেকশন গ্রেড ও বেতন ফিক্সেশনে কিংবা পদোন্নতি পেতে মোটা অংকের চাঁদা আদায় করা।

তবে সব কিছু ছাপিয়ে সিন্ডিকেটের মূল টার্গেট বদলি বাণিজ্য। প্রতিটি বদলি হতে এক থেকে দুই-আড়াই লাখ টাকা রেট ছিলো কয়েকদিন আগেও। এ জন্য এই সিন্ডিকেট ডিও লেটার, ভূয়া ডিও লেটার, সুপারিশ, প্রভাবশালী ব্যক্তি বা আমলা দ্বারা তদবির ও লবিংয়ে সারাক্ষণ ব্যস্ত রাখতেন অধিদপ্তরের কর্মকর্তাদের। কথা না শুনলে উল্টো পুরো দায় চাপাতো অধিদপ্তরের উপর। অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে এই অপকর্ম ছিল নিত্যদিনের ঘটনা।

এই চক্রটি তাদের মূল কাজ করতো নিয়োগের সময় । যেভাবে বা যে কারণে হোক না কেন, নতুন নিয়োগপ্রাপ্ত নার্সদের নিজ উপজেলা, জেলা, বিভাগ বা পাশ্ববর্তী বিভাগ ছাড়িয়ে পদায়ন করা হতো শতশত কিলোমিটার দূরে, কোন দ্বীপ বা হাওরে । যেমন পটুয়াখালীর একজন মহিলা নার্সকে সিলেটের জকিগঞ্জে কিংবা রাজশাহীর একজন মহিলা নার্সকে টেকনাফ বা মহেশখালিতে প্রথম পদায়ন করা হয়। এ রকম শতশত নার্স আজ জীবিকার তাগিদে একপ্রকার দেশান্তরী । অবশ্য কোন কোন জেলা হতে বেশি নিয়োগ পাওয়ায় হয়তো দূরে পদায়ন হয়। তাই বলে এতো দূরে! বাংলাদেশের এক প্রান্তে বাড়ি আর আরেক প্রান্তে চাকরি।

ফলে নার্সদের বিশেষ করে মহিলা নার্সদের জীবন হয়ে ওঠে দুর্বিসহ। অনেকে মা বাবা হতে বিচ্ছিন্ন, ভেঙ্গে গেছে অনেকের স্বামী-সংসার। ভবিষ্যতের কোন স্বপ্ন নেই, এমনকি প্রিয়জনের বা মা বাবার মৃত্যুর সময় শেষ দেখাও হয়না অনেকের। আর এ সুযোগটি কাজে লাগিয়ে বদলি বাণিজ্য করে যাচ্ছিল নার্স নেতা নামধারী ও সুবিধাবাদী সিন্ডিকেট । তিন বছর পর পর বদলি করার কথা থাকলেও এরা দশ হতে বিশ বছরও একই কর্মস্থলে থেকে নিয়ন্ত্রণ করে এই বাণিজ্য। অধিদপ্তরের দায়িত্ব নেওয়ার পর বর্তমান মহাপরিচালক ও পরিচালক বদলি সংক্রান্ত বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে হয়রানি ও নির্ভেজাল করার করার উদ্যোগ নেন।

তারা বদলি বাণিজ্যে বন্ধ করে দূরবর্তী স্থানে কর্মরত নার্সদের আবেদনের ভিত্তিতে স্ব-স্ব জেলা, বিভাগ বা পছন্দের স্থানে পদায়ন করতে শুরু করেন। আর ঐ সব স্থানে ঐ জেলার বা বিভাগের নার্সদের পদায়ন করতে শুরু করেন। ফলে যেখানে আগে ঘুরঘুর করতো দালাল চক্র, পাল্টে গেলো এখন সেখানকার দৃশ্যপট। নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরে প্রবেশে আরোপ করা হয়েছে এরই মধ্যে ব্যাপক কড়াকড়ি । বসানো হচ্ছে ডিজিটাল প্রবেশ সিস্টেম।

যিনি জীবনে একবার ডিজিএনএম-এ প্রবেশ করবেন, তার নামে তৈরি হবে একটি অটো আইডি। মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষ যতবার ডিজিএনএম-এ আসবে, ততবারই তা অটোমেটিক রেকর্ড হবে। রেকর্ড হবে প্রবেশকারীর নাম, আগমনের উদ্দেশ্য, প্রবেশ এবং বের হবার সময় এবং যিনি অনুমতি দিলেন তার নাম। একই সঙ্গে রেকর্ড হবে সারাদিন, সপ্তাহ, মাস বা বছরে কতবার আসা যাওয়া করলো ডিজিএনএম-এ। দালালি বা তদবির নিয়ে আগমনকারীদের ডিজিটাল মাধ্যমে ব্লক করা হবে আজীবনের জন্য। ডিজিএনএম-এর এই আমূল পরিবর্তনের পেছনে যে মানুষটি নিরলস কাজ করছেন, তিনি প্রতিষ্ঠানটির পরিচালক(প্রশাসন, শিক্ষা ও প্রশিক্ষণ) ও উপসচিব মোহাম্মদ আব্দুল হাই, পিএএ। প্রতিষ্ঠানটিতে যোগদানের পর থেকেই নার্সিং সেবার মান শতভাগ নিশ্চিত করতে দিন-রাত একাকার করে পরিশ্রম করছেন এই সরকারি আমলা।

করোনা পরিস্থিতিত নার্সদের যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছেন নিরলসভাবে। নার্সদের বেতন ভাতা, ঈদ বোনাস, শ্রান্তি বিনোদন ভাতার সমাধান করেছেন। নতুন অর্থ বছরে নার্সদের জন্য বরাদ্দ ৮০০ হতে ২১০০ কোটি টাকায় উন্নীত করেছেন। অর্থাৎ নার্সদের দুর্ভোগ ও দুরবস্থা লাঘবে নেয়া হয়েছে যুগান্তকারী সব পদ্ক্ষেপ।

তবে সবচেয়ে কার্যকরী ও সফল উদ্যোগ হলো বদলিতে স্বচ্ছতা ও মানবিকতা আনয়ন। রাজশাহীর নার্স যাদের পোস্টিং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কক্সবাজার, বরিশাল, ভোলা, টেকনাফ, রামু, নোয়াখালীর মতো দূরবর্তী স্থানে এবং বরিশালের যাদের পোস্টিং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কক্সবাজার, রংপুর, বগুড়া, দিনাজপুর চট্টগ্রামের মতো দূরবর্তী অঞ্চলে, তাদেরকে স্ব-স্ব জেলা-উপজেলায় পোস্টিংয়ের সিস্টেম চালু করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন আব্দুল হাই পিএএ । ডিজিএনএম ঘিরে উঠতি দালালচক্র ইতিমধ্যে হয়ে পড়েছে কোনঠাসা।

প্রতিষ্ঠানটির স্পষ্ট নির্দেশনা, কোনো মাধ্যম বা কারো ডিও লেটার ছাড়াই অধিদপ্তরে নার্সদের নিজের আবেদন নিজেকেই করতে হবে। অথচ এর আগে নিজ জেলায় পদায়নে নার্সদের হয়রাণির সুযোগ ছিলো। জামালপুরের জন্মস্থান হলেও সুলতানা পারভিনের পোস্টিং পিরোজপুরের ভান্ডারিয়ায়। দীর্ঘদিন চেষ্টা করেও নিজ এলাকায় যেতে পারেননি এই সিনিয়র স্টাফ নার্স। দালাল চক্রের চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় নিজের বাবা-মা এবং আত্মীয়-স্বজন থেকে অনেক দূরে কর্মস্থলে কাজ করে যাচ্ছিলেন তিনি।

প্রত্যাশা অনুসারে নিজ জেলা জামালপুরে পদায়নের আদেশ পেয়ে আনন্দে কেঁদে ফেলেন এই সেবিকা। বলেন “কোন মন্ত্রী-এমপির সুপারিশ ছাড়াই এতো সহজে নিজ এলাকায় যেতে পারবো তা কল্পনাও করিনি”। এ রকম শত শত আবেগ আপ্লুত মন্তব্য এখন ফেসবুক প্রতিটি বদলি আদেশের পর। কিন্তু এতসব নার্স বান্ধব উদ্যোগে যারপরনাই অখুশি দালাল চক্র। নিজেদের অনৈতিক দাবি আদায়ে ব্যর্থ হয়ে ডিজিএনএম এর কর্মকার্তাদের চরিত্রহননে উঠেপড়ে লেগেছে তারা।

নামসর্বস্ব পত্রিকায় সংবাদ ছাপিয়ে এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতায় লিপ্ত আছেন কেউ কেউ। এ বিষয়ে জানতে চাইলে ডিজিএনএম এর পরিচালক মোহাম্মদ আব্দুল হাই পিএএ বলেন, মূলতঃ করোনার মধ্য দায়িত্ব নিয়ে কাজ শুরু করছি ইতিবাচক পরিবর্তনের জন্য। যতই ষড়যন্ত্র হোক, দুষ্টুচক্রদের সাথে কোন আপোস নেই। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে স্বচ্ছতা আনার চেষ্টা অব্যাহত থাকবে। রোগীর সেবাই নার্সদের পাশে থাকার জন্য সবার আগে তাদের পারিবারিক ও সামাজিক ঝামেলা হতে মুক্ত করে সুন্দর পরিবেশে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে নিজেরা আক্রান্ত হচ্ছে এবং এমনকি মৃত্যু বরণও করছে।

তাহলে সুযোগ থাকা সত্ত্বেও নার্সদের নিজ জেলা বা বিভাগের বাইরে পদায়ন করার কোন হেতু নাই। আমরা নার্সদের বদলিতে কোন রকম হয়রানি, আর্থিক লেনদেন তথা বদলি বাণিজ্য করতে কাউকে সুযোগ দিবো না। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা তথা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এখন শতভাগ সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ । চরিত্রে কালিমা লেপনের কোন সুযোগ নেই।

সুযোগ থাকবে না। আর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব জনাব সিদ্দিকা আক্তার হলেন এ সকল সফল উদ্যোগ গ্রহণ, বাস্তবায়ন ও কার্যকর করার মূল নিয়ামক। প্রশাসনের দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের মাধ্যমেই দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়া সম্ভব । আগামীর বাংলাদেশ হবে ভবিষ্যত প্রজন্মের সোনার বাংলা, ডিজিটাল বাংলাদেশ-তা আশা এখন করাই যেতে পারে।

বরিশালে তরুণীর আত্মহত্যা

বরিশালে অপ্রত্যাশিত মৃত্যুর মিছিল যেনো বাড়ছেই। তৈরী হচ্ছে নিত্য-নতুন ট্রাজেডি। এবার এক কলেজ ছাত্রী প্রেম প্রতারনায় নিজের গলায় রশি ঝুলিয়ে আত্মাহুতি দিলেন। প্রথমে উত্তক্ত্য পরবর্তীতে প্রেমের গভীরতায় সম্পর্ক, সর্বশেষ বিয়েতে অস্বীকৃতি নিয়ে দ্বন্দে অষ্টাদশী তরুণী বৃষ্টি ঘোষ নামের এই করুণ মৃত্যু মানতে পারছে না তার পরিবার।
স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র ও পুলিশের দাবী, মহাদেব ঘোষের কন্যা ৫ কন্যার মধ্যে ৪র্থ বৃষ্টি ঘোষ আত্মহত্যার কিছুক্ষণ পূর্বে সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহর উদ্যোগে ঐদিন রাত ২টায় অমৃত লাল দে কলেজে সম্মুখের দক্ষিণ পাশের সড়কে ঈদপূর্ব ত্রাণ বিতরণ করার প্রাক্কালে মাকে সাথে নিয়ে বাড়ির নিচে নেমে তা গ্রহণ করে হাসিমুখে ঘরে ফেরে। রাত শেষে ভোর সাড়ে ৬ টায় অর্থাৎ ২৪ মে সকালে মা পূর্ণিমা ঘোষ জেগে দেখেন বৃষ্টি বেডরুমের ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে।

কন্যার মৃত্যুর খবর পেয়ে মিষ্টির বাবা ঢাকা থেকে ছুটে আসা মহাদেব ঘোষ জানান , আর্থিক অনটন ও ঝুট-ঝামেলা এড়াতেই ৫ মেয়েকে নিয়ে তার পরিবার অনেক নির্যাতন সহ্য করে চলছে । শেষ পর্যন্ত নিজ মেয়েকে হারাতে হলো । এখন বিচার পাওয়া নিয়েও সংশয় রয়েছে।

যদিও তদন্ত কর্মকর্তা এসআই ছবুর এই প্রতিবেদককে জানিয়েছে, এ বিষয়ে কোনো ছাড় নেই বলে জানিয়েছেন।

দেশে করোনা আক্রান্তের রেকর্ড: একদিনে শনাক্ত ১৬০২, মৃত্যু ২১ জনের

নিজস্ব প্রতিবেদক:

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১৬০২ জন।

করোনায় আক্রান্ত হয়ে গতকাল রোববার ১৪ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ১২২৭৩ জন। গতকালকের তুলনায় করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আজকেই সর্বোচ্চ।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩৪৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২৩৮৭০জন।

সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৯০৩টি।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৭৯৬টি। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন নারী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৮৫ জন।

দেশে করোনা আক্রান্তের হিসেবে সুস্থের হার ১৯ দশমিক ২১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ বলে জানান নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

তালতলীতে নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর

আবু হানিফ নয়ন বরগুনার তালতলীতে নতুন প্রযুক্তির একটি কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৪মে)দুপুর ১২টায় উপজেলা চেয়ারম্যান রেজবি- উল কবির একজন কৃষকের মাঝে এ মেশিন হস্তান্তর করেন। জানাগেছে, কৃষি কাজকে এড়িয়ে নেয়ার জন্য সরকার জাপানি প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হার্ভেস্টার মেশিনের উদ্ভাবন করেন।

এই মেশিনে একই সাথে ধান কাটা, মাড়াই ও বস্তাভর্তি করা যায়। সরকারী উন্নয়ন সহায়তার আওতায় কৃষি মন্ত্রনালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তালতলী উপজেলার একজন কৃষকের জন্য এ নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিন সরবরাহ করেন।বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির কৃষক মোঃ মহিউদ্দিনের কাছে এ মেশিন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান,তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান প্রমুখ।

বরিশাল কীর্তনখোলা নদীতে জেলেদের জালে আটকা পড়েছে যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ৩০ বছরের অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১০ মে) বিকেল সোয়া ৫ টার দিকে নদীতে মাছধরারত জেলেরা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়।

কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম জানান, মাছ ধরার সময় স্থানীয় জেলেদের জালে মরদেহটি আটকা পরার কারনে সেটি ভেসে ওঠে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্যান্ট ও টি শার্ট পরিহিতো ৩০ বছরের এক যুবকের মরদেহ হলেও তার কোন পরিচয় জানাযায়নি।

পটুয়াখালীতে নারী স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

দ্বিতীয় পর্যায়ের নমুনা সংগ্রহে তার করোনা পজিটিভ ধরা পড়ে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন। এ নিয়ে পটুয়াখালী জেলায় তাবলিগ জামাতের তিন সদস্যসহ মোট ১১ জন আক্রান্ত হয়েছে।
এদের মধ্যে করোনায় আক্রান্ত মো. দুলাল হাওলাদার (৩২) নামে এক গার্মেন্টস কর্মী গত ৯ এপ্রিল দুমকির শ্রীরামপুর নিজ বাড়িতে মারা যান। বর্তমানে জেলায় ১০ জন আক্রান্ত রয়েছে। এর মধ্যে রাঙ্গাবালীতে তাবলিগ জামাতের তিন সদস্যসহ ৪ জন, দশমিনায় ৩ জন, দুমকিতে ২ জন ও সদর উপজেলায় একজন রয়েছে।

পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম জানান, গত ২০ এপ্রিল একজন নারী উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তার দ্বিতীয় পর্যায়ে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে। আক্রান্ত ওই নারী উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা তাঁর নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।