রাজাপুর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি সরফরাজ, সম্পাদক লিটন

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে উপজেলা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা আ.লীগ এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাংসদ আলহাজ্জ বজলুল হক হারুন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক খাদ্য ও শিল্প মন্ত্রী ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্জ আমির হোসেন আমু।

সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ এর স্ঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগ এর সভাপতি সরদার মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, নুরুল আমিন সুরুজ, এম মনিরুজ্জামান মনির, এ্যাড. বাবু সঞ্জিব কুমার বিশ্বাস, অধ্যক্ষ মনিরউজ্জামান, আফরোজা আক্তার লাইজু, জিয়া হায়দার খান লিটন, জাকির হোসেন ও নাসির উদ্দিন মৃধা প্রমূখ।

সম্মেলন শেষে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজকে সভাপতি ও জিয়া হায়দার খান লিটনকে সাধারন সম্পাদক এবং আফরোজা আক্তার লাইজুকে সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

নলছিটিতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নলছিটিতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি উপজেলায় সজল দেওয়ান (২৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (৫ ডি‌সেম্বর) ভোরে দুর্বৃত্তরা সজলকে গলাকেটে হত্যা করেছে। সকালে ৮টার দিকে উপজেলার মালিপুর গ্রামে সজলের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সজল দেওয়ান ওই উপজেলার মালিপুর গ্রামের বা‌সিন্দা ও মালিপুর দরবার শরীফের সাবেক উপদেষ্টা মৃত আমির দেওয়ানের ছেলে। স্থানীরা জানিয়েছে, নিহত সজল দেওয়ান বেশ কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, সকালে নিহত সজলের বোন সফি বেগম ঘরের সামনে গেলে রক্তাক্ত অবস্থায় তার মর‌দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি রক্তাক্ত দা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে জানিয়ে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, তদন্তের পরই প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

নলছিটির মালিপুরে যুবককে জবাই করে হত্যা

ঝালকাঠির নলছিটিতে মালিপুরে সজল দেওয়ান (৩০) জবাই করে হত্যা করা হয়েছে।৫ ডিসেম্বর গভীর রাতে মালিপুর দরবার শরীফের পার্শ্বে নিজ কক্ষে তাকে জবাই করে দুর্বৃত্তরা। সে মালিপুর দরবার শরীফের সাবেক উপদেষ্টা মরহুম আমির দেওয়ানের পুত্র ও নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহফুজ দেওয়ানের ছোট ভাই। সকালে ঘটনা জানাজানি হওয়ার পর নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্বার করেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা দিল নলছিটি সিটিজেন ফাউন্ডেশন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটি উপজেলার টিঅ্যান্ডটি সড়কে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চা
বিক্রেতা নাসির সরদারের পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন(এনসিএফ)। বুধবার
(৪ ডিসেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে হাড়ি-পাতিলসহ
বিভিন্ন গৃহসামগ্রী তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ। পাশাপাশি পরিবারের
স্কুল পড়ুয়া সন্তানদের হাতে খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণও তুলে দেওয়া
হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস,
সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক মো. পলাশ হাওলাদার,
মিরাজ হাসান প্রিন্স, মো. সাইদুল ইসলাম, এস.আর সোহেল, মো. বশির হাওলাদার,
সদস্য মো. সালমান, সিদ্ধকাঠি ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন
প্রমুখ।

নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, আগুনে পুড়ে যাওয়া আসলে একটি
অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা আমাদের সাধ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে কিছু
সহযোগিতা করতে হাত বাড়িয়েছি। আমরা মনে করি এতে তারা একটু হলেও সান্ত্বনা
পাবে।

প্রসঙ্গত, সোমবার (২ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলা শহরের টিঅ্যান্ডটি
সড়কে চা বিক্রেতা নাসির সরদারের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে
বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি
হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।

ঝালকাঠিতে ৪ টি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার অন্তর্ভক্ত বিনয়কাঠি, নবগ্রাম, নথুল্লাবাদ ও গাবখান ধানঁিসড়ি ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব খান আরিফুর রহমান, সদর উপজেলা সভাপতি ও জেলা পরিষদ সদস্য আঃ রশিদ হাওলাদার, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান রেজাউল কবির খলিফা, সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন লাভলু ও আইন বিষয়ক সম্পাদক এড. বনি আমিন বাকলাই প্রমুখ। বুধবার দুপুরে অনুষ্ঠিত সম্মেলনে গাবখান ধানঁিসড়ি ইউনিয়নের সভাপতি গিয়াস উদ্দিন খান ও সাধারন সম্পাদক নুর হোসেন আকন, বিনয়কাঠিতে শফিকূল ইসলাম লিটন সরদার সভাপতি ও সাধারন সম্পাদক আঃ ছত্তার তালুকদার, নবগ্রাম ইউনিয়নে সভাপতি কাঞ্চন আলী হাওলাদার ও সাধারন সম্পাদক হান্নান তালুকদার, নথুল্লাবাদ ইউনিয়নে সভাপতি সেলিম শাহ ও সাধারন সম্পাদক আকবর উদ্দিন বাবুল নির্বাচিত হয়েছেন। তবে বিনয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের শুরুর পূর্বেই বিভিন্ন অভিযোগে সম্মেলন প্রত্যাখ্যান করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল মল্লিক ও সাধারন সম্পাদক বিনয়কাঠি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

রাজাপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলা আ’লীগের ত্রি বার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ঝালকাঠি-২ আসনের এমপি সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী প্রবীন বর্ষিয়ান আ’লীগ নেতা আমির হোসেন আমু। দীর্ঘ জল্পনা কল্পনার পর সম্মেলনে যোগ দেয়ার অনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ঝালকাঠি-১ আসনের এমপি বিএইচ হারুন। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রাজাপুর উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সম্বনয় নুরুল আমিন খান সরুজ। সম্মেলনকে ঘিরে সভাপতি ও সম্পাদক পদ পত্যাশীসহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। তোড়ন, ব্যানার, ফেস্টুন ও পোষ্টারে ছেয়ে গেছে উপজেলা শহরসহ সর্বত্র। মাইকিং চলছে অবিরাম। উপজেলা আ’লীগের সভাপতি ও সম্পাদক পদ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা এবং গুঞ্জন। সর্বশেষ বুধবার সন্ধ্যায় পর্যন্ত সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে, ‘তারা হলেন- ঝালকাঠি-১ আসনের এমপি বর্তমান রাজাপুর উপজেলা আ’লীগের সভাপতি বিএইচ হারুন, জেলা আ’লীগের সদস্য ফাতিনাজ ফিরোজ, উপজেলা আ’লীগের সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ এবং সাধারণ সম্পাদক পদে জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. সঞ্জীব কুমার বিশ^াস, উপজেলা আ’লীগের সহ সম্পাদক ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও সাবেক ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার। তবে সকল পদ প্রত্যাশীদেরই শেষ ভরসা বর্ষিয়ান আ’লীগ নেতা আমির হোসেন আমু। দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৫ সালের ২৫ এপ্রিল এ উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে সম্মেলন উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

আরিফুর রহমান আরিফ:: ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরে ১ মাস মেয়াদি হাঁসমুরগি পালন (১২০ তম ব্যাচ) ও মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপেয়ারিং( ১৪ তম ব্যাচ) প্রশিক্ষন কোর্সের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী ।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম এম মাহমুদ হাসান পিপিএম (বার), যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর (ভারপ্রাপ্ত)আব্দুল্লাহ আল-আমীন

ঝালকাঠি প্রেস ক্লাবে বাবা-মেয়ের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি:

‘আম্মু তুমি কই, আমাকে কেউ আদর করে না’- এমন আকুতি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মাকে ফিরে পেতে মানববন্ধন করেছে এক শিশু। শিশুটির সঙ্গে দাঁড়িয়ে ছিলেন শারীরিক প্রতিবন্ধী বাবাও। বাবা ও মেয়ের মানববন্ধন দেখে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা গ্রামের শারীরিক প্রতিবন্ধী কাইউম মৃধা জানান, সামান্য আয়ে তার সংসার চলছিল। ২০১০ সালে তিনি কিস্তাকাঠি গ্রামের রূপা বেগমকে বিয়ে করেন। তাসিনা নামে তাদের একটি চার বছরের কন্যা সন্তান রয়েছে। স্ত্রী পরকীয়ায় জড়িয়ে স্বামীকে তালাক দিয়ে সন্তান রেখে ছয়মাস আগে সোনার গহনাসহ মালামাল নিয়ে পালিয়ে যায়।

শিশু সন্তানকে নিয়ে শারীরিক প্রতিবন্ধী কাইউম বিপাকে পড়েন। স্ত্রী রূপাকে ফিরে পেতে তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

প্রতিবন্ধী কাইউম মৃধা বলেন, আমার স্ত্রী রূপা সন্তান জন্ম নেওয়ার পরে পরকীয়ায় আবদ্ধ হয়ে পড়ে। মোবাইল ফোনে সে অন্য পুরুষের সঙ্গে কথা বলতো। আমি একজন অসহায় প্রতিবন্ধী মানুষ। আমার একটি ছোট ওয়ার্কশপ আছে।

সামান্য আয়ে আমার সংসার চলে। বর্তমানে নিজেই রান্না করে খেতে হয়। পুরুষ নির্যাতনের বিরুদ্ধে কোনো আইন নেই। আমি কার কাছে বিচার চাইবো। রূপা ফিরে আসার অপেক্ষায় রয়েছি। সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও তুমি ফিরে এসো।

মানববন্ধনে দাঁড়িয়ে শিশু তাসিনা জানায়, মাকে ছাড়া আমি থাকতে পারি না। আমার খুবই কষ্ট হয়। আম্মু তুমি কই, আমাকে কেউ আদর করে না।

ঝালকাঠিতে এনআই এ্যাক্টের মামলায় শিক্ষক গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শুক্লা মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শুক্লা মন্ডল কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গামের পঙ্কজ কুমার মন্ডলের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ২০১৪ চেক জমা দিয়ে শুক্লা মন্ডল অস্ট্রেলিয়ায় নেয়ার নাম করে পটুয়াখালী জেলার মহিপুর থানার নজিবপুর গ্রামের ফারুক সিকদারসহ ৬ জনের কাছ থেকে ৩০ লাখ টাকা নেন। টাকা নেয়ার পরেও আস্ট্রেলিয়া লোক পাঠানে পারেনি শুক্লা মন্ডল। এর পরে বিভিন্ন সময় ওই ছয় জন মিলে টাকা চাইলে তা দিতে অস্বীকার করে শুক্লা। এর পরে ফারুক সিকদারের বাবা আবু সিকদার বাদি হয়ে শুক্লামন্ডলের বিরুদ্ধে এনআই এ্যাক্টে মামলা করেন। মামলাটি বর্তমানে পটুয়াখালীর আদালতে চলমান রয়েছে। এই মামলায় সাজা প্রাপ্ত আসামী শিক্ষক শুক্লা মন্ডল। ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন,‘ গ্রেফতার হওয়া শিক্ষক শুক্লা মন্ডলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মেঘার প্রেমিক মাহিবী কারাগারে

বিয়ের প্রলোভন দেখিয়ে ইডেন কলেজছাত্রী সায়মা কালাম মেঘা ধর্ষণ ও আত্মহত্যায় বাধ্য করার মামলায় প্রেমিক মাহিবী হাসানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ০৭ এ আত্মসমর্পন করে জামিন আবেদন করে মাহিবী হাসান, তার মা সেলিনা নাফিজ ও বোন নওরীন বন্যা। ট্রাইব্যুনালের বিচারক মো. খাদেম উল কায়েস মাহিবী হাসানের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এবং তার মা ও বোনের জামিন মঞ্জুর করেন।

গত ২১ এপ্রিল সন্ধ্যায় ঢাকার কাঠালবাগান এলাকার ৭৪/১ ফ্রি স্কুল স্ট্রীট এর চারতলা বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইডেন কলেজের সমাজ কল্যাণ বিভাগের ছাত্রী ঝালকাঠির পূর্ব চাদকাঠি এলাকার আবুল কালাম আজাদের মেয়ে সায়মা কালাম মেঘার লাশ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। ওইদিন রাতেই কলাবাগান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে নিহতের চাচা আবুল বাশার।

২২ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মেঘার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। মেঘার মৃত্যুর কারণ সম্পর্কে মেঘার বাবা আবুল কালাম আজাদ (৫৫) অভিযোগ করেন, ঝালকাঠি সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পড়ার সময় শহরের পূর্বচাদকাঠি এলাকার মৃত. মো. নফিজুর রহমানের ছেলে বরিশাল হাতেম আলী কলেজেরছাত্র মাহিবী হাসানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেঘার।

২০১৭ সালে মেঘা ঢাকা ইডেন কলেজে ভর্তি হয়। কাঠালবাগান এলাকায় এক বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতো মেঘা। ঢাকায় গিয়ে মাহিবী হাসান প্রায়ই মেঘার সাথে দেখা করতো। মাস ছয়েক আগে মেঘা এবং মাহিবী বিয়ের ব্যাপারে একমত হলেও বাধঁ সাধেন মাহিবীর মা ঝালকাঠি কির্ত্তীপাশা হাসপাতালের নার্স সেলিনা বেগম। ঘটনার প্রায় আড়াই মাস পর গত ৪ জুলাই সায়মা কালাম মেঘার মা রুবিনা বেগম বাদী হয়ে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ০৭ এ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(ক) ও ৩০ ধারায় একটি নালিশি মামলা দায়ের করেন।

মামলায় মাহিবী হাসান, তার মা সেলিনা নফিজ ও বোন নওরীন বন্যাকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয় মাহিবী হাসান মেঘার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং এক পর্যায় বিয়ে করতে অস্বীকার ও আত্মহত্যায় বাধ্য করে। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে। তদন্ত কর্মকর্তা পিবিআইর ঢাকা মেট্রোর পরিদর্শক মো. নাসির উদ্দিন মৃত্যুর পূর্বে মেঘার লেখা চিঠি, মাহিবী হাসান ও মেঘার বিভিন্ন সময়ে তোলা ২৮ কপি ছবি, তাদের ম্যাসেঞ্জার ও ইমুতে হওয়া চ্যাটের ২৫ পাতা কাগজ এবং মাহিবী ও মেঘার অন্তরঙ্গ মুহূর্তের ১২ টি ভিডিও পর্যালোচনা করে গত ৬ অক্টোবর আদালতে আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

গত ২৮ অক্টোবর বিচারক মো. খাদেম উল কায়েস প্রধান আসামি মাহিবী হাসান, তার মা সেলিনা নফিজ ও বোন নওরীন বন্যার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২৭ নভেম্বর তিনজন ট্রাইবুনালে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে বিচারক মাহিবীর জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মকবুল হোসেন।

মেঘার বাবা গত বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মাহিবী হাসানের আত্মীয় ঝালকাঠিতে কর্মরত ট্রাফিক পুলিশের একজন পরিদর্শক মামলা তুলে নেয়ার জন্য অথবা আপোষ হওয়ার জন্য তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন। ওই পুলিশ পরিদর্শক মামলা তুলে না নিলে আবুল কালামের দুই ছেলেকে মাদক মামলায় জড়ানোর ভয় দেখান বলেও অভিযোগ করা হয়।