মননোয়ন পত্র জমা দিলেন বাবুল পাটোয়ারী

কে এম রিয়াজুল ইসলাম বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বাবুল পাটোয়ারী তার মনোনয়ন পত্র দাখিল করেছে। আজ সোমবার দুপুর ১টায় উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম কাছে মনোনয়নপত্র জমা দেন পঁচাকোড়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আসমত আলী পাটোয়ারীর কনিষ্ঠ ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম বাবুল পাটোয়ারী। এসময় উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাকির হোসেন চুন্নু মাষ্টার, সাংগঠনিক সম্পাদক কবির আকন, সদস্য তোফাজ্জেল ফকির, পঁচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু জাফর খোকন প্রমুখ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, আগামী কাল মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন আজকে এই পর্যন্ত ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়ন পত্র দাখিল করেন।
রেজাউল করিম বাবুল পাটোয়ারী বলেন,আমি সাধারন মানুষের অধিকার আদায়ের জন্য লড়বো। আমার বাবার আদর্শকে পুঁিজ করে জনগনের পাশে থেকে কাজ করতে চাই। আমার বাবাও ছিলো সাধারন জনগনের সেবক। পাশাপাশি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে সপে দিব।
উল্লেখ তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ মে, যাচাই বাছাই ২৩ মে, প্রার্থীতা প্রত্যাহার ৩০ মে ও ভোট গ্রহন ১৮ জুন।

বরগুনায় এক শিশুকে ধর্ষন চেষ্টা, গ্রেফতার-১

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার আমতলীতে এক শিশুকে (১৪) ধর্ষন করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ সন্তানের জনক কালাম মুন্সী (৪৫) গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত কালাম মুন্সীকে গ্রেফতার করেছে। জানাগেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার উত্তর রাওঘা গ্রামে ভিকটিমের বসত ঘরে রাত সারে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ভিকটিম শিশুটির মা বাড়ীতে ছিলেন না। তার বাবা ও ছোট এক ভাই ছিল। রাতে বাবা মাছ ধরতে বাড়ির বাহিরে গেলে মেয়েটি তার ছোট ভাইকে নিয়ে বাড়ীতে অবস্থান করে। এ সুযোগে তিন সন্তানের জনক কালাম মুন্সী তার বাড়ীর পাশ্ববর্তী ঘরের শিশুটির সাথে লুডু খেলতে যায়। লুডু খেলার মধ্যে ছোট ভাইটি ঘুমিয়ে পড়ে। এ সময় ভিকটিম শিশুটির পেটে ব্যথা অনুভূত হয়। ব্যথার কথা কালামকে জানালে শিশুটিকে তৈল পড়ে জামা সরিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মালিশ করাতে থাকে। মালিশ করার এক পর্যায়ে কালাম শিশুটিকে ঝাঁপটে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ডাক চিৎকার শুরু করলে এলাকাবাসী জড়ো হয়। তখন কালাম দৌঁড়ে পালিয়ে যায়। শিশুটি সবাইকে ঘটনা খুলে বলে। পরের দিন (শনিবার) সকালে স্থানীয় ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমানের কাছে শিশুটির বাবা এ ঘটনা জানালে তিনি কালাম মুন্সীকে ডেকে শালিস বৈঠকের কথা বলে। এ সংবাদ শুনে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্যসহ আসামী ও ভিকটিমকে আমতলী থানায় নিয়ে আসে। পুলিশের কাছে ভিকটিম সকল ঘটনা খুলে বলে জবানবন্দি দেয়। শনিবার সন্ধ্যার পরে ভিকটিমের বাবা বাদী হয়ে কালাম মুন্সীকে আসামী করে আমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(৪) (খ) ধারায় মামলা দায়ের করেন। পুলিশ আসামীকে গ্রেফতার করেন। রবিবার পুলিশ আসামী কালাম মুন্সীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। ভিকটিম কিশোরী বলেন রাতে কালাম মুন্সী আমার সাথে লুডু খেলার সময় আমার পেটে ব্যথা শুরু হয়। তিনি আমার পেটের ব্যথার কথা শুনে তৈল আনতে বলে। আমি তৈল এনে দিলে তিনি তা পড়ে আমার শরীরের জামা খুলে তা মালিশ করতে থাকে। এক পর্যায়ে আমার সাথে খারাপ কাজ করার জন্য জোড়াজুড়ি করতে থাকে। আমি তখন ডাক চিৎকার দিতে থাকি। তখন সে দৌড়ে পালিয়ে যায়। আমি এর বিচার চাই। ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান বলেন ঘটনা শুনে আমি উভয় পক্ষকে ডেকে আনি। এ সময় সংবাদ পেয়ে আমতলী থানার পুলিশ আসলে আমি আসামী ও ভিকটিমকে তাদের হাতে তুলে দেই। মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার এসআই নাসরিন সুলতানা জানান, আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ২২ ধারায় জবানবন্দি দেয়ার জন্য বিজ্ঞ বিচারকের কাছে আনা হয়েছে। ভিকটিমের বাবা বলেন আমি দিনে রিক্্রা ও রাতে মাছ ধরে সংসার চালাই। ঘটনার দিন রাতে আমি ও আমার স্ত্রী বাড়ীতে ছিলাম না। এ সুযোগে আমার পাশের ঘরের কালাম মুন্সী আমার মেয়ের পেট ব্যথার জন্য তৈল মালিশের কথা বলে কালাম মুন্সী আমার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে। আমার কাছে তার প্রমাণ আছে। আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন ভিকটিমের জবানবন্দি অনুযায়ী অভিযুক্ত কালাম মুন্সীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

তালতলীতে গাঁজাসহ আটক-১

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা জেলা প্রতিনিধিঃবরগুনার তালতলী সদর উপজেলার বাধঘাট এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে তালতলী থানা পুলিশ।আটক মোঃ জসিম ফরাজী (২৭) অঙ্কুজানপাড়া গ্রামের আঃ বারেক ফরাজীর ছেলে। তালতলী থানার এস আই শহীদ সাহিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ১৪ই মে বুধবার সন্ধ্যায় অভিযান চালায়। এসময় ২০ গ্রাম গাঁজাসহ জসিম ফরাজীকে আটক করা হয়।জসিম দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। তালতলী থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় সত্যতা স্বীকার করে জানান, মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালতলীতে গাঁজাসহ আটক ১

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা জেলা প্রতিনিধিঃবরগুনার তালতলী উপজেলায় অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোম বার (১৩ই মে) সন্ধ্যায় এস আই শহিদ সাহিন এর নেতৃত্বে এস আই খালেক আটক করেন।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার টি এন টি রোড থেকে অংকুজানপাড়া গ্রামের মোঃ বশির বয়াতী (৩০) মৃত্যুঃ সোবাহান বয়াতীর ছেলেকে ৫ গ্রাম গাজাসহ আটক করেন।

ওসি পুলক চদ্র রায় জানান, মোঃ বশির বয়াতী দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা করা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

গরুর দাম কম বলায় হামলার শিকার, টাকা ছিনতাই

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার পশ্চিম বাদুরগাছা গ্রামের গরু ব্যবসায়ী তৈয়ব আলী সিকদারকে মারধর করে ৯৫ হাজার টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত তৈয়ব আলীকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে শনিবার সকালে। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার বাদুরগাছা গ্রামের গরু ব্যবসায়ী তৈয়ব আলী সিকদার শনিবার সকালে একই গ্রামের খালেক হাওলাদারের বাড়ীতে দুইটি গরু কিনতে যায়। গরুর মালিক খালেক হাওলাদার ওই গরু দুটির দাম হাকেন ৬০ হাজার টাকা। গরু ব্যবসায়ী তৈয়ব আলী ওই গরুর দাম বলেন ৪৫ হাজার টাকা। ব্যবসায়ী তৈয়ব আলী গরুর দাম কম বলা নিয়ে খালেক হাওলাদারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে খালেক হাওলাদার, তার ছেলে মজিবর হাওলাদার, বেল্লাল হাওলাদার ও ভাইয়ের ছেলে খবির হাওলাদার ব্যবসায়ী তৈয়ব আলী সিকদারকে বেধরক মারধর করেন। পরে ওই ব্যবসায়ীর পকেটে থাকা ৯৫ হাজার টাকা তারা ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয় লোকজন তৈয়ব আলীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ বলেন, আহত তৈয়ব আলী সিকদারের বাম চোঁখের নিচে কাঁটা ও শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখমের চিহৃ রয়েছে। আহত তৈয়ব আলী সিকদার বলেন, গরুর দাম কম বলায় ক্ষিপ্ত হয়ে খালেক হাওলাদার তার ছেলে মজিবর, বেল্লাল ও ভাইয়ের ছেলে খবির হাওলাদার আমাকে মারধর করে আমার সাথে থাকা ৯৫ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে। খালেক হাওলাদার মারধর ও টাকা ছিনতাইয়ের কথা অস্বীকার করে বলেন, তৈয়ব আলী সিকদার এলাকার লোকজন নিয়ে আমাদের মারধর করেছে। তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাসানোর অভিযোগ!

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফরহাদ আকন এর বিরুদ্ধে আবারও ইয়াবা দিয়ে সার ব্যবসায়ী মো. বাচ্ছুকে ফাসানোর অভিযোগ পাওয়া গেছে। বরগুনার ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্যের হস্তক্ষেপে গভীর রাতে আটককৃত ওই ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এর আগে ওই উপপরিচালক ২০১৮ সালের ১৭ জানুয়ারী বেতাগী উপজেলার বকুলতলী গ্রামের আলতাফ প্যাদার ছেলে সিদ্দিককে এক কেজি গাজা দিয়ে ফাসিয়ে ৮ হাজার টাকা ঘুষ নিয়েছে ওই কর্মকর্তা। বিভিন্ন পত্রিকায় ১৮ জানুয়ারী নিউজ ছাপা হলে ঘুষ টাকা ফেরৎ দেয় ওই কর্মকর্তা। জানা গেছে, শুক্রবার দুপুর দুইটার দিকে বরগুনা পৌরসভার মাদ্রাসা সড়কে মেসার্স মাওয়া বীজ বিতানের মালিক মো. বাচ্চু মিয়ার দোকানে মুড়ির সঙ্গে ৪২ পিচ ইয়াবা রেখে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরহাদ আকনের নেতৃত্বে ব্যবসায়ী বাচ্ছুকে আটক করে। পরে থানায় সোপর্দ করে চালান দেওয়া হয়। মেসার্স মাওয়া বীজ ভান্ডার এর মালিক মো. বাচ্চু মিয়া বলেন, শুক্রবার দুপুরের দিকে এক ব্যক্তি একটি মুড়ির পোটলা নিয়ে আমার দোকানে এসে এক কেজি সার ক্রয় করেন। মুড়ি এবং সার আমার দোকানের সামনে রেখে বলে আমার আরো কিছু মালামাল বাইরে রয়েছে সেগুলো নিয়ে আসতেছি। লোকটি যাওয়ার কিছুক্ষন পর ওই কর্মকর্তার নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন এসে আমার দোকানে হাজির হয়ে তারা বলেন, আপনার দোকানে মাদক রয়েছে। আমি বলেছি আপনারা খুঁজে দেখেন। আমি তো একজন সার বিক্রেতা। ফরহাদ আকন বলেন, মুড়ির মধ্যে ইয়াবা রয়েছে। আপনি আমাদের সাথে চলেন। এ কথা বলেই আমাকে নিয়ে যায় তাদের অফিসে। অফিসে সামনে যাওয়ার পর সেই মুড়ি ওয়ালাকে ফরহাদ আকনের সঙ্গে দেখতে পাই। তার কাছে জিজ্ঞাসা করতে বললে তারা আমার কথার কোন গুরুত্ব না দিয়ে উল্টো আমাকে গালমন্দ করেন। এ ঘটনায় শুক্রবার বরগুনা শহরে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল বের করে ব্যবসায়ীরা। রাতেই সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। সকল ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাৎক্ষণিক ব্যবসায়ীরা বরগুনা শহরে মাইকিং করে শনিবার সকাল হতে সকল দোকানপাট বন্ধ রাখবে এবং প্রেস ক্লাবের সামনে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচীর ঘোষনা করেন। শহরে উত্তেজনা বিরাজ করলে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু বরগুনার পুলিশ সুপার ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখার পর ব্যবসায়ী বাচ্চু মিয়াকে শুক্রবার রাত ১২ টার সময় থানা থেকে মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে ওই কর্মকর্তা চাপের মুখে মামলা প্রত্যাহার করে নেয়। ওই কর্মকর্তা বরগুনায় যোগদান করার পর এ জাতীয় নাটক করে আসছে বলে অভিযোগ রয়েছে। বেতাগী উপজেলার বকুলতলী গ্রামের সিদ্দিক বলেন, ওই কর্মকর্তা আমাকে এক কেজি গাজা দিয়ে গত বছর ফাসিয়েছেন। আমার স্ত্রী কেয়ার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবী করেছেন তিনি। আমার স্ত্রী কেয়া তার স্বর্ন বন্দক রেখে ৮ হাজার টাকা ঘুষ দেওয়ার পরও আমাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের সাজা দেওয়া হয়। ১৮ জানুয়ারী ওই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ বিভিন্ন পত্রিকায় নিউজ ছাপা হলে ৮ হাজার টাকা ফেরৎ দেয় ওই ফরহাদ আকন। বরগুনা জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসেন বলেন, ফরহাদ আকন একজন অসৎ চরিত্রের লোক। তার বিরুদ্ধে এ জাতীয় অভিযোগের শেষ নেই। তাকে অনতি বিলম্ভে বরগুনা থেকে বদলি করা উচিৎ। তারমত অফিসারকে চাকরীতে রাখাই ঠিক নয়। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন বলেন, আমার প্রথমেই সন্দেহ হয়েছে। যার কারনে আমি মামলা গ্রহন করিনি। তারপরও ওই কর্মকর্তা মামলা প্রত্যাহার করেছে। বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই উপ-পরিচালক ফরহাদ আকন বলেন, আমাদেরকে সোর্স ইনফর্ম করেছে সেই প্রেক্ষিতে ব্যবসায়ী মো.বাচ্চু মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে আর কিছু বলতে চাই না।### ১১.০৫.১৯ইং কে.এম রিয়াজুল ইসলাম। বরগুনা। মোবাইলঃ০১৭১৫৯১১৪৪৬

নিশানবাড়ীয়ায় লজিক প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার তালতলীতে স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ই মে বৃহস্পতিবার বেসরকারী উন্নয়ন সংস্থা হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশের উদ্যোগে নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল ফরাজি’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনডিপি’র জেলা কো-অর্ডিনেটর লজিক প্রকল্প মোঃসাজ্জাদুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃশামিম রেজা,উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তর ডাঃসঞ্জয় । লজিক প্রজেক্ট অফিসার,হেলভেটাস মোঃমাফিউল আজম,ইউপি সচিব মোঃজাকির হোসেন, তালতলী রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি কে.এম রিয়াজুল ইসলাম,মাহমুদুল হাসান ও ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ছাতন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মোঃ আবু ছিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন। আজ বৃহস্পতিবার নিশানবাড়ীয়া ইউপি পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল ফরাজির সভাপতিত্বে প্রকল্প সভা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় ব্যক্তিবর্গের কাছে প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরা হয়।

বরগুনায় অসহায় দম্পতি কদভানুকে ৫০হাজার টাকার চেক হস্তান্তর

কে.এম রিয়াজুল ইসলাম, বরগুনা: বরগুনার তালতলীতে অসহায় দম্পতি আবদুল ও কদভানুকে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। অগ্রণী ব্যাংকের মহা ব্যবস্থাপক (অবঃ) মোঃ দেলোয়ার হোসেনের ব্যক্তিগত তহবিল থেকে দেয়া টাকার চেক অগ্রণী ব্যাংক পটুয়াখালী আঞ্চলিক শাখার সহকারি মহা ব্যবস্থাপক মোঃ জুলহাস মিয়া তালতলী বাজার শাখার কার্যালয় এসে হস্তান্তর করেন। এ সময় পটুয়াখলী আঞ্চলিক শাখার এসপিও মো. শাহআলম, তালতলী বাজার শাখা ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম, বরগুনা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, তালতলী প্রেসক্লাব সভাপতি মু. আ. মোতালিব, সাংবাদিক আ. মান্নান ও বড়বগী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খালেদ মাসুদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার অসহায় দম্পতি আবদুল ও কদভানুকে নিয়ে বিভিন্ন পত্রিকায় লেখালেখি হওয়ার পর গত সপ্তাহে সরকারিভাবে তুলে দেয়া হয়েছে বসতঘর।

তালতলীর নিশানবাড়ীয়ায় তিন শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা: তালতলী উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় ফণি’র ক্ষতিগ্রস্তদের মাজে  জি আর এর ৩০ কেজি চাল ও শুকনা খাবার বিতরন করেন বার বার নির্বাচিত চেয়ারম্যান দুলাল ফরাজি।

সোমবার তার নিজ পরিষদ কার্যালয়ে  পরিষদ চত্বরে পরিষদের পক্ষ থেকে ১৬০ পরিবারকে জি আর আর চাল বিতরন করা হয় আরও ১৫০ দরিদ্র মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। ইউপি পরিষদ চেয়ারম্যান দুলাল ফরাজি এসব খাদ্য বিতরণ করেন। এ সময় ট্যাগ অফিসার জাহীদ প্রমানিক সহ অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান দুলাল ফরাজি বলেন,বর্তমান সরকার দেশের সকল শ্রেণীপেশার মানুষের উন্নয়নে কাজ করছে। বিশেষ করে গরীব মানুষের জন্য খাদ্য ও বাসস্থান নির্মাণেও কাজ করছে।

বরগুনায় ভাতিজা কর্তৃক ধর্ষিত ফুফু

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা: বরগুনার বেতাগীতে ভাতিজার হাতে ফুফু ধর্ষিতা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উক্ত অভিযোগের ভিত্তিতে ধর্ষিতার পিতা বাদী হয়ে বেতাগী থানায় মামলা দায়ের করেন। যহার মামলা নং- ৩ (৩/৫/২০১৯) জানা যায়, উপজেলার ছোট মোকামিয়া গ্রামের ১৬ বছর বয়সের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ২মে (বৃহস্পতিবার) বিকাল আনুমানিক সাড়ে ৩ টার দিকে ধর্ষণ করেন একই গ্রামের চাচাতো সম্পর্কের ভাতিজা মো. আসদুল সিকদার (১৭)। অভিযোগে উল্লেখিত একই গ্রামের আসদুল সিকদার এর বসত ঘরের মধ্যে বসে তরুনীকে (সম্পর্কে ফুফু) পালাক্রমে ধর্ষণ করেন তিনি। উক্ত অভিযোগের ভিত্তিতে বেতাগী থানায় অভিযুক্ত আসদুল সিকদারকে আসামী করে মামলা দায়ের করেন ধর্ষিতার পিতা একেই গ্রামের বাসিন্দা মো.আবুল কালাম। মামলার বাদী ও ধর্ষিতা তরুণীর পিতা আবুলকালাম বলেন, ভূক্তভোগী তরুণী একই গ্রামের মো. রিপন সিকদার নামক এক ব্যাক্তির বাসার ঝিয়ের কাজ করতো । এরই পেক্ষিতে আসা যাওয়ার পথে বাজে কথার মাধ্যমে নানা ধরণের কুপ্রস্তাব দিতে থাকেন একই গ্রামের বাসিন্দা চাচাতো সম্পর্কের ভাতিজা মো. আসদুল সিকদার। গত ২ মে ভূক্তভোগী তরুণীকে একা রেখে তার মা রাশেদা বেগম পাশ্ববর্তি মাঠে মুগডাল তুলতে গেলে তখন বখাটে আসাদুল আমার মেয়ের একাকিত্বের সুযোগ নিয়ে বিয়ে করবে এমন নানা ধরনের প্রলোভন মূলক কথার ফাঁদে পার্শ্ববর্তি তার বাসায় নিয়ে যায় এবং পালাক্রমে ঘন্টাব্যাপি ধর্ষণ চালায়। এক পর্যায়ে মেয়ের ডাক চিৎকারে এলাকার লোকজন জরো হলে আসাদুল পালিয়ে যায় তবে কিছুসময়ের মধ্যে এলাকার লোকজনের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। ভূক্তভোগী তরুণী বলেন, লজ্জায় প্রথমে বিষয়টি বাহিরে কাউকে জানাতে চাইনি তাই প্রথমে মামলা করতে চাইনি, কিন্তু পরর্বতী সময়ে বিষয়টি সকলের মধ্যে জানা জানি হলে বেতাগী থানায় মামলা দায়ের করি। বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন, ২০০০ এর ৯ (১) ধারায় মামলাটি রুজু করেছি। এবং আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।