আমতলীতে সড়কে গাছের গুড়ি ফেলে গাড়ীতে গণ ডাকাতি, আহত-৪০

আমতলী প্রতিনিধি:

পটুয়াখালী-আমতলী মহাসড়কের আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের দক্ষিণ পাশে গাছের গুড়ি, সিমেন্টের স্লাব ফেলে সড়ক আটকে বিআরটিসি পরিবহন, ট্রাক, পিকআপ, নসিমন ও মোটর সাইকেলে গণ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দেশীয় অস্ত্র দিয়ে লোকজনকে পিটিয়ে তাদের সর্বস্ব নিয়ে গেছে। ডাকাতের অতর্কিত হামলায় অন্তত মহিলাসহ ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নসিমন চালক জাকির হোসেনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিআরসিটি পরিবহনের সুপার ভাইজার শিপন শরীফ ও ট্রাক চালক হাফিজুর রহমান মোল্লাসহ অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনা ঘটেছে রবিবার দিবাগত রাত দুইটার দিকে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, মহাসড়কের আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের দক্ষিণ পাশে রবিবার দিবাগত রাত দুই দিকে মুখে কালি মাখানো শটপ্যান্ট পরিহিত ১০/১২ জনের একটি ডাকাত দল গাছের গুড়ি ও সিমেন্টের ব্লক ফেলে সড়ক আটকে দেয়। পরে গোপালগঞ্জ থেকে খড়ি নিয়ে আসা একটি ট্রাক অবরোধ করে। ওই ট্রাকে থাকা চালক মোঃ হাফিজুর রহমান মোল্লাকে বেধরক মারধর করে। এরপরে যশোর থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৫-৫৬৭৯),তিনটি ট্রাক, তিনটি পিকআপ, দুইটি নসিমন ও দুইটি মোটর সাইকেলের যাত্রী, চালক, সুপারভাইজার ও হেলপারকে বেধরক মারধর করে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। পৌনে এক ঘন্টাব্যাপী তান্ডব চালিয়ে ডাকাতদল নিরাপদে চলে যায়। ডাকাতের হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছে। পরে গাড়ীর লোকজন সড়ক থেকে গাছের গুড়ি ও সিমেন্টের স্লাব তুলে গাড়ী নিয়ে গন্তব্যে চলে যায়। খবর পেয়ে ওই রাতেই টহল পুলিশ ঘটনাস্থলে পৌছে। ডাকাতের মারধরে আহত নসিমন চালক জাকির হোসেনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার সকালে বরগুনা জেলা অতিরিক্ত পুলিশ মোঃ তোফায়েল আহম্মেদ, ওসি আবুল বাশার ও ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, গভীর রাতে সড়কে ডাকচিৎকার শুনে আমরা হতভম্ব হয়ে যাই কিন্তু ভয়ে নামিনি। তারা আরো বলেন, গাড়ীর মধ্যে অনেক লোকের কান্নাকাটির শব্দ শুনেছি ।

ডাকাতির শিকার ট্রাক চালক মোঃ হাফিজুর রহমান মোল্লা বলেন, ট্রাকে পাট খরি নিয়ে আসতেছিলাম। পথিমধ্যে সড়কে এসে দেখি গাছের গুড়ি ও সিমেন্টের স্লাব ফেলা। গাড়ী থামানো মাত্রই মুখমন্ডলে কালোকালি মাখানো ও শট প্যান্ট পরিহিত ১০/১২ জনের ডাকাত দল আমাকে মারধর করে দুটি মোবাইল ফোন ও তিন হাজার টাকা নিয়ে যায়। এরপর থেকে যতগুলো গাড়ী এসেছে সকল গাড়ীর লোকজনকে মারধর করে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে গেছে। তিনি আরো বলেন, ডাকাতরা অন্তত ৩৫/৪০ জনকে মারধর করেছে।

আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, এ ঘটনায় ৭-৮ জনকে অঞ্জাত আসামী করে আমতলী থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। বরগুনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তোফায়েল আহম্মেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বরগুনায় শেখ রাসেলের ৫৫তম জন্ম বার্ষিকী পালিত

আরিফুর রহমান আরিফ :: যথাযথ কর্মসূচির মধ্য দিয়ে বরগুনার জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুুুত্র শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার (১৮ অক্টোবর) বরগুনা জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, শিশুদের নৃত্য, শিশুতোষ নাটকসহ বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ

শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

বিষখালী নদীতে ইলিশ শিকারকে কেন্দ্র করে নিহত ১

ডেস্ক রিপোর্ট:
বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামের বিষখালী নদীতে ইলিশ শিকারকে কেন্দ্র করে বিরোধে প্রতিপক্ষের হামলায় বাবুল হোসেন (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাবুল একই গ্রামের মনির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, সকালে বিষখালী নদীতে জাল ফেলে ইলিশ আহরণ নিয়ে বাবুলের সঙ্গে রিপন নামে অপর এক জেলের বিরোধ হয়। এ নিয়ে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বৈঠা দিয়ে বাবুলের মাথায় আঘাত করেন রিপন। এতে বাবুল নদীতে পড়ে যান। সেখানে উপস্থিত অন্য জেলেরা বাবুলকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেতাগী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হলেও অভিযুক্ত রিপন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

আমতলীতে ছিনতায়ের ঘটনায় দুই আসামী গ্রেফতার

আমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডের মল্লিক বাড়ী এলাকায় ছিনতাইয়ের ঘটনায় সাথে জড়িত দুই আসামী হারুন অর রশিদ ও জহিুরল ইসলামকে সোমবার সকালে গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। ওইদিন দুপুরে পুলিশ দুই আসামীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরন সূত্রে জানাগেছে, আমতলী পৌরসভার বৈঠাকাটা গ্রামের মোঃ আবুল কালাম দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করে আসছেন। গত বৃহস্পতিবার দুপুরে গরু ক্রয়ের জন্য পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাদুরা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে আমতলী পৌর শহরের মল্লিকবাড়ীর সামনে ওত পেতে থাকা ৭/৮ জনের একদল সন্ত্রাসী আবুল কালামের মোটর সাইকেল গতিরোধ করে। পরে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম কওে এবং তার সাথে থাকা এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রবিবার রাতে আবুল কালাম বাদী হয়ে হারুন অর রশিদ, আলমগীর কবির, জহিরুল ইসলাম, আবদুল মন্নান বয়াতি ও জাকির হোসেনকে আসামী করে আমতলী থানায় মামলা দায়ের করেন। সোমবার সকালে পুলিশ দুই আসামী হারুন অর রশিদ ও জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই আসামীকে ওইদিন দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী আবুল কালাম বলেন, গরুর ক্রয়ের জন্য আমি বাদুরা যাওয়ার পথে হারুন অর রশিদসহ ৭/৮ জন সন্ত্রাসী আমার মোটর সাইকেলের গতিরোধ করে। পরে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করে আমার সাথে থাকা এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে।
আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, ঘটনার সাথে জড়িত দুই আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

তালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক এক বছর ধরে অনুপস্থিত!

আমতলী প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার ১৯ নং বাদুরগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুর রহমান গত এক বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। গত বছর সেপ্টেম্বর থেকে এ বছর সেপ্টেম্বর পর্যন্ত তিনি কোন কারন ছাড়াই বিদ্যালয়ে আসেন না। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ রুনা লায়লা বিষয়টি তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাকে অবহিত করেছেন। শিক্ষা অফিসার তার বেতন ভাতা বন্ধ করে দিয়েছেন।
জানাগেছে, ২০১৩ সালে নভেম্বরে মাসে তালতলী উপজেলার ১৯ নং বাদুরগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোঃ আরিফুর রহমান সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ওই সময় থেকেই তিনি অনিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত হতেন। এ বিষয়টি প্রধান শিক্ষক তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অবহিত করেছেন। কিন্তু শিক্ষা অফিস প্রধান শিক্ষিকার কথায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেইনি এমন অভিযোগ প্রধান শিক্ষিকার। অনিয়মিতভাবে বিদ্যালয়ে গিয়েও সহকারী শিক্ষক আরিফুর রহমান গত পাঁচ বছর ধরে বেতন ভাতা তুলছেন। গত বছর সেপ্টেম্বর থেকে এ বছর সেপ্টেম্বর পর্যন্ত গত এক বছর তিনি কর্তৃপক্ষকে অবহিত না করে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। সহকারী শিক্ষককের বিদ্যালয়ের অনুপস্থিতির বিষয়টি প্রধান শিক্ষিকা রুনা লায়লা তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অবহিত করেছেন। শিক্ষা অফিস ওই সময় থেকে তার বেতন-ভাতা বন্ধ দিয়েছেন। শিক্ষক আরিফুর রহমান বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় ওই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে সহকারী শিক্ষক আরিফুর রহমানের মুঠোফোনে (০১৭১২৫৯২১৯৪) বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ফোন বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ রুনা লায়লা বলেন, সহকারী শিক্ষক আরিকুর রহমান বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অনিয়মিতভাবে বিদ্যালয়ে আসা যাওয়া করতো। তাকে কিছু বললেই তিনি অসংলগ্ন কথা বলতেন এবং আমাকে জীবন নাশের হুমকি দিতেন। এ বিষয়টি আমি উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করেছি কিন্তু শিক্ষা অফিস তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করেনি। তিনি আরো বলেন, গত এক বছর ধরে শিক্ষক আরিফুর রহমান কোন কারন ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাইনি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ইসহাক হাওলাদার বলেন, ওই শিক্ষক গত এক বছর ধরে বিদ্যালয়ে আসেন না। তিনি কোথায় আছেন তা বিদ্যালয়ের কেউ অবগত নয়। তার বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা গ্রহন করে বিদ্যালয়ে শিক্ষক দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানাই।
তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম বলেন, সহকারী শিক্ষক আরিফুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে বেতন ভাতা বন্ধ করে দেয়া হয়েছে।
বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পেলেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরন

আমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ কাঠালিয়া সাহেরা খাতুন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ারসহ উপকরন বিতরন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় বে-সরকারী সংস্থা এন.ডি.ডি চিকিৎসা সহায়তার উদ্যোগে হুইল চেয়ার, পোশাক, ক্রাচ, সাদাছড়ি ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।
সমাজ সেবক মোঃ মাহবুবুর রহমান মৃধার সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে উপকরন বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মনিরা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফা মাহমুদ সারোয়ার, বিদ্যালয় প্রধান শিক্ষক নাহিদুল ইসলাম ও ইউপি সদস্য মোঃ মাসুদ মৃধা প্রমুখ।

তালতলী হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করনের দাবীতে মানববন্ধন

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা:

বরগুনার তালতলীতে সচেতন নাগরিক সমাজের উদ্দোগে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ১৯) সকাল ১০ টায় উপজেলার প্রধান
সড়কে ২০ শয্যা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করনের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন । ঘন্টা ব্যাপি এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবি-উল -কবির জোমাদ্দার,তালতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ খান, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার,তালতলী সাধারণ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আলতাফ হোসেন মাষ্টার, আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল আহসান, তালতলী ছালেহিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হারুন-অর-রশিদ, ছোট ভাইজোড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু জাফর মোঃ ছালেহ,ইসলামী তালতলী উপজেলা ইশা , উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নুরে আলম সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান অসীম, ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু,খালিদ মাসুদ, সমাজ সেবক মনির মাঝি, তালতলী সাধারণ ব্যবসায়ী সমিতির সাবেক সম্পাদক গোলাম মাওলা প্রমুখ। সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফয়সাল আহম্মেদ।

ভয়াবহ বর্ণনা মিন্নির!

রিফাত হত্যাকাণ্ডের ২০ দিন পর গ্রেফতার হন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। গ্রেফতারের পরই মিন্নি প্রধান সাক্ষী থেকে হন আসামি। পাঁচ দিনের রিমান্ডের দু’দিন শেষ হতেই রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় দেয়া মিন্নির সেই স্বীকারোক্তি হুবহু জাগো নিউজের পাঠকদের কাছে তুলে ধরা হলো।

আমি বরগুনা সরকারি কলেজে ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করি। ২০১৮ সালে বরগুনা আইডিয়াল কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করি। আইডিয়াল কলেজে পড়াশোনা করাকালীন ২০১৭ সালে আমার প্রেমের সম্পর্ক হয়। ওই সময় রিফাত শরীফ বামনা ডিগ্রি কলেজের ছাত্র ছিল। রিফাত শরীফ আমাকে তার কয়েকজন বন্ধু-বান্ধবের সঙ্গে পরিচয় করে দেয় তার মধ্যে নয়ন বন্ড একজন। কলেজে যাওয়া আসার পথে নয়ন বন্ড আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে জ্বালাতন করতো। আমি তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় সে আমার বাবা ও ছোট ভাইকে ক্ষতি করার ভয় দেখাতো। বিষয়টি আমি রিফাত শরীফকে জানাইনি।

আমি রিফাত শরীফকে ভালোবাসতাম। কিন্তু রিফাত শরীফ অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক করার কিছু বিষয় আমি লক্ষ্য করি এবং এ কারণে রিফাতের সঙ্গে আমার সম্পর্কের কিছুটা অবনতি ঘটে এবং আমি ধীরে ধীরে নয়ন বন্ডের দিকে ঝুঁকে পড়ি এবং নয়ন বন্ডের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে।

আমি নয়নের মোবাইল নম্বরে আমার মায়ের মোবাইল নম্বর এবং নয়নের দেয়া নম্বর শেষে ৬১১৩ ও একটি নম্বর শেষে ৪৫ দিয়ে নয়নকে কল, ম্যাসেজ এবং ফেসবুক ম্যাসেঞ্জারে কল দিতাম। বরগুনা সরকারি কলেজে পড়াকালীন ধীরে ধীরে রিফাত ফরাজী, রিফাত হাওলাদার ও রাব্বি আকনের সঙ্গে আমার পরিচয় হয়। রিফাত ফরাজী ও নয়ন বন্ডের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের কারণে নয়ন বন্ডের বাসায় আমার যাতায়াত ছিল। নয়নের বাসায় দুজনের শারীরিক সম্পর্কের কিছু ছবি ও ভিডিও নয়ন গোপনে ধারণ করে। যা আমি প্রথমে জানতাম না।

নয়নের বাসায় আমি প্রায়ই যেতাম এবং আমাদের শারীরিক সম্পর্ক চলতে থাকে। এরপর গত ১৫/১০/১৮ আমি রোজী অ্যান্টির বাসায় যাওয়ার পথে বিকেল বেলা ব্যাংক কলোনি থেকে নয়ন বন্ড রিকশাযোগে আমাকে তার বাসায় নিয়ে যায়।

নয়নের বাসায় গিয়ে আমি শাওন, রাজু, রিফাত ফরাজী এবং আরও ৭/৮ জনকে দেখি। শাওন বাইরে গিয়ে কাজী ডেকে আনে এবং নয়নের বাসায় আমার ও নয়নের বিয়ে হয়। তারপর আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে নয়নকে ফোন করে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলি। তখন নয়ন বলে- ওইটা বালামে ওঠে নাই। বালামে না ওঠলে বিয়ে হয় না।

এরপরও আমি নয়নের সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখি। নয়নের সঙ্গে বিয়ের বিষয়টি আমার পরিবারের কেউ জানে না। ২০১৯ সালের শুরুর দিকে কলেজ থেকে পিকনিকে কুয়াকাটা যাওয়ার বাস আমি মিস করি। তখন নয়নের মোটরসাইকেলে আমি কুয়াকাটা যাই এবং নয়নের সঙ্গে একটি হোটেলে রাত্রিযাপন করি।

আমি নয়নের বাসায় আসা যাওয়া কালে জানতে পারি নয়ন মাদকসেবী, ছিনতাই করে এবং তার নামে থানায় অনেক মামলা আছে। এ কারণে নয়নের সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয় এবং রিফাত শরীফের সঙ্গে আমার পূর্বের ভালোবাসার সম্পর্ক আবার শুরু হয়। গত ২৬ এপ্রিল পারিবারিকভাবে রিফাত শরীফের সঙ্গে আমার বিয়ে হয়। রিফাত শরীফের সঙ্গে বিয়ের পরও নয়নের সঙ্গে আমার দেখা-সাক্ষাৎ শারীরিক সম্পর্ক, মোবাইলে কথা-বার্তা, ম্যাসেজ এবং ফেসবুকের মেসেঞ্জারে যোগাযোগ-সবই চলতো।

বিয়ের পর জানতে পারি রিফাত শরীফও মাদকসেবী। সে মাদকসহ পুলিশের কাছে ধরা খায়। বিষয়টি জানতে পেরে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। আমি রিফাতসহ আমার বাবার বাসায় থাকতাম। মাঝে মাঝে তাদের বাসায় যেতাম। নয়ন বন্ডের বিষয় নিয়ে রিফাত শরীফের সঙ্গে আমার মাঝে মাঝে কথা কাটাকাটি হতো এবং রিফাত শরীফ আমার গায়ে হাত তুলতো।

গত ২৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে নয়ন বন্ড আমাকে ফোন দিয়ে বলে, তোর স্বামী, হেলালের ফোন ছিনাইয়া নিয়েছে। পরে রিফাত ফরাজীও আমাকে ফোন দিয়ে বলে, হেলালের মোবাইলটি রিফাতের কাছ থেকে নিয়ে হেলালকে ফেরত দিতে। আমি রিফাত শরীফকে হেলালের ফোন ফেরত দিতে বললে রিফাত শরীফ আমাকে চড় থাপ্পড় মারে এবং তলপেটে লাথি মারে। রাতে মোবাইল ফোনে নয়নকে জানাই এবং কান্না করি।

পরদিন ২৫ এপ্রিল আমি কলেজে গিয়ে নয়নের বাসায় যাই। রিফাত শরীফকে একটা শিক্ষা দিতে হবে এ কথা নয়নকে বললে নয়ন বলে, হেলালের ফোন নিয়ে যে ঘটনা তাতে রিফাত ফরাজী তাকে মারবে। তারপর আমি বাসায় চলে আসি এবং এ বিষয়ে কয়েক বার আমার নয়ন বন্ডের সঙ্গে মোবাইলে কথা হয় এবং নয়ন বন্ডের সঙ্গে আমার স্বামী রিফাত শরীফকে মাইর দিয়া শিক্ষা দিতে হবে, এ পরিকল্পনা করি।

২৬ এপ্রিল আমি কলেজে যাই এবং সায়েন্স বিল্ডিং এর পাশের বেঞ্চের উপর রিফাত ফরাজী রাব্বি আকনকে বসা পাই। রিফাত হাওলাদার পাশে দাঁড়ানো ছিল। তখন আমি রিফাত ফরাজীর পাশে বসি এবং রিফাত ফরাজীকে বলি, ওকি ভাইটু খালী হাতে আসছ কেন, এ কথার জবাবে রিফাত হাওলাদার বলে, ওকে মারার জন্য খালি হাত যথেষ্ট।

এরপর রিফাত ফরাজীকে জিজ্ঞাসা করি, নয়ন বন্ড ও রিফাত শরীফ কলেজে এসেছে কীনা? তখন নয়ন বন্ড আমাকে ফোন দেয়। সে কোথায় জানতে চাইলে নতুন ভবনের দিকে যেতে বলে এবং ওই সময় নয়ন নতুন ভবনের পাশের দেয়াল টপকায়ে ভেতরে আসে। আমি হেঁটে নতুন ভবনের দিকে যাই এবং নয়নের সঙ্গে রিফাত শরীফকে মারপিটের বিষয়ে কথা বলি। এরপর রিফাত শরীফ কলেজের ভেতরে আসে এবং আমাকে নিয়ে চলে যাওয়ার জন্য কলেজ থেকে বের হয়ে মোটরসাইকেলের কাছে নিয়ে আসে।

কিন্তু আমি মোটরসাইকেলে না উঠে সময় ক্ষেপণ করার জন্য পুনরায় কলেজ গেটে ফিরে আসি। রিফাত শরীফ আমার পেছন পেছন ফিরে আসে। তখন রিশান ফরাজী কিছু পোলাপানসহ আসে এবং রিশান ফরাজী জিজ্ঞাসা করে, তুমি আমার বাবা-মাকে গালি দিয়েছো কেন? রিফাত শরীফ বলে, আমি গালি দেই নায়। ওই সময় রিফাত ফরাজী জামার কলার ধরে এবং রিশান ফরাজী রিফাত শরীফকে জাপটে ধরে। রিফাত ফরাজী, টিকটক হৃদয়, রিশান ফরাজীসহ রিফাত হাওলাদার এবং আরও অনেকে রিফাত শরীফকে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে মারধর করতে করতে এবং টেনে হেঁচড়ে ক্যালিক্সের দিকে নিয়ে যায়।

ক্যালিক্সের সামনে তারা রিফাত শরীফকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আমি তখন সবার পেছনে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলাম। ওই সময় নয়ন বন্ড ক্যালিক্সের সামনে এসে রিফাত শরীফকে কিল ঘুষি মারতে থাকে। মারপিটের মধ্যেই রিফাত ফরাজী টিকটক হৃদয় ও রিফাত হাওলাদার দৌড়ে যায় এবং রিফাত ফরাজী দুটি দা ও টিকটক হৃদয় এবং রিফাত হাওলাদার লাঠি নিয়ে আসে।

একটি দা দিয়ে নয়ন বন্ড ও ১টি দা দিয়ে রিফাত ফরাজী রিফাত শরীফকে কোপাচ্ছিল। রিশান ফরাজী রিফাত শরীফকে জাপটে ধরে রাখে যাতে রিফাত শরীফ পালাতে না পারে। রিফাত শরীফকে কোপাইতে দেখে আমি নয়ন বন্ডকে বাধা দেয়ার চেষ্টা করি। দায়ের কোপের আঘাতে রিফাত শরীফ রক্তাক্ত হয়। সে রক্তাক্ত অবস্থায় পূর্ব দিকে হেঁটে যায় এবং আমি রাস্তায় পড়ে থাকা জুতা পরি এবং উপস্থিত একজন আমার হাতে ব্যাগ তুলে দিলে আমি রিকশা করে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

এরপর আমার বাবাকে ফোন করি। আমার বাবা ও চাচা হাসপাতলে আসে। এরপর রিফাত শরীফকে বরিশাল পাঠানো হয়। আমার কাপড়-চোপড়ের রক্ত লেগে থাকায় আমি বাসায় চলে যাই। পরে আমি জানতে পারি রিফাতের অবস্থা খারাপ। এরপর নয়নকে ফোনে বলি তোমরা ওকে যেভাবে কোপাইছো তাতে তো ও মারা যাবে এবং তুমি আসামি হবা। তারপর ওর অবস্থান জানতে চাই এবং পালাতে বলি। দুপুরের পর খবর পাই রিফাত শরীফ মারা গেছে।

নতুন ভিডিও, রক্তাক্ত রিফাতকে হাসপাতালে নেন মিন্নিই

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের আড়াই মাস পর নতুন ভিডিও প্রকাশ পেয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের সামনে বসানো একটি সিসি ক্যামেরার ওই ভিডিওতে দেখা গেছে, গত ২৬ জুন বরগুনা কলেজ গেটে হামলার পরপরই সকাল ১০টা ২১ মিনিটে আয়শা সিদ্দিকা মিন্নি নিজেই একটি রিকশায় করে অচেতন রিফাতকে হাসপাতালে নিয়ে আসেন। এ ভিডিওটিও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।

তবে ঘটনার পর একটি মহল থেকে দাবি করা হয় যে, মিন্নি তার স্বামী রিফাতকে নিয়ে হাসপাতালে যাননি। রিফাত একাই রিকশায় বরগুনা সদর হাসপাতালে যান এবং মিন্নি পরে অন্য রিকশায় হাসপাতালে গিয়েছিলেন।

ভিডিওটিতে দেখা যায়, রিকশাটি হাসপাতাল গেটে পৌঁছার পর চালকের ডাকে মামুন ভেন্ডার নামে একজন দৌড়ে আসেন। এরপর তিনি দ্রুত হাসপাতালের ভেতরে গিয়ে একটি স্ট্রেচার নিয়ে আসেন। এ সময় সেখানে আরও অনেকেই এগিয়ে আসেন। এরপর রিফাতকে রিকশা থেকে নামিয়ে স্ট্রেচারে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয়।

পরে রক্তমাখা হাতে মিন্নি হাসপাতালের সামনে উপস্থিত একজনের ফোন নিয়ে কারও সঙ্গে কথা বলে হাসপাতালের ভেতর প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর হাসপাতালে আসেন।

সকাল ১০টা ৩৮ মিনিটে বরগুনা জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্সটি রিফাত শরীফকে বহন করে বরিশাল নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়। ১০টা ৪৪ মিনিটে অপিজেন ও দুটি স্যালাইন লাগানো অবস্থায় রিফাত শরীফকে স্ট্রেচারে করে হাসপাতালের সামনে অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সে তোলা হয়। এরপর রিফাত শরীফকে বহন করা অ্যাম্বুলেন্সটি ১০টা ৪৯ মিনিটে বরগুনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হয়।

রিফাত শরীফ হত্যাকাণ্ডে অভিযুক্ত হওয়ার পর কারামুক্ত হয়ে বর্তমানে বরগুনায় বাবার বাসায় অবস্থান করছেন মিন্নি। আদালতের নিষেধাজ্ঞা থাকায় এ বিষয়ে মিন্নির সঙ্গে কথা বলা যায়নি।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, হাসপাতালের সামনের এ ভিডিওটি তিনি সংগ্রহ করে কয়েকজন সংবাদকর্মীকে দিয়েছেন। মিন্নি যে রিফাত শরীফকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছে, তা কলেজের সামনের ভিডিও এবং হাসপাতাল প্রাঙ্গণের ভিডিওতে সুস্পষ্টভাবে প্রমাণিত।

তিনি বলেন, আমার মেয়ে রিফাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। আমার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

তিনি আরও বলেন, সত্য কখনও চাপিয়ে রাখা যায় না। আস্তে আস্তে সব সত্য ঘটনা মানুষ জানতে পারবে এবং আশা করি আমার মেয়ে এ ঘটনায় নির্দোষ প্রমাণিত হবে।

তবে এ বিষয়ে বরগুনা পুলিশ প্রশাসন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গুরুতর আহত রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন অফিসের সিনিয়র টেকনিশিয়ান সুভাষ চন্দ্র।

তিনি বলেন, রিফাতকে যখন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। ধারালো অস্ত্রের আঘাতে রিফাতের অবস্থা খুব খারাপ ছিল। বিশেষ করে তার বাঁ পাশের ফুসফুস ধারালো অস্ত্রের আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। এ কারণে তার জীবন বিপন্ন হতে পারে ভেবে চিকিৎসকের পরামর্শে তাকে রক্ত দেওয়া হয়নি। তাই প্রাথমিক চিকিৎসা শেষে রিফাতকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

তালতলী সরকারি কলেজে প্রবেশপত্র বাবদ টাকা নেয়ার অভিযোগ

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা:

বরগুনার তালতলী সরকারি কলেজে প্রবেশপত্র বাবদ টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে বেগম নূরজাহান বালিকা মাধ্যমিক বিদ্যালয় ডিগ্রি পরীক্ষা কেন্দ্রে গেলে একাধিক পরীক্ষার্থীরা ওই কলেজের স্যারদের সামনে এ অভিযোগ দেন।
পরীক্ষা শুরুর আগে আসনে বসা অবস্থায় জিজ্ঞাসা করলে তালতলী সরকারি কলেজের পরীক্ষার্থী সালাউদ্দিন বলেন, এ পরীক্ষার ফরম পুরনের সময় ৪হাজার টাকা নিয়েছে। আজ আবার পরীক্ষার প্রথম দিনে প্রবেশপত্র ফি বাবদ ১হাজার টাকা নিয়েছে। টাকা না দেয়ার ব্যাপারে বলেন, আমাদের করার কিছুই নেই, স্যারেরা বললে আমাদের কষ্ট হলেও দিতে হয়। ওই কলেজের পরীক্ষার্থী শুপ্তি রানী বলেন, ফরম পুরনের সময় এডমিট ফিসহ ৪হাজার টাকা নিলেও এখন বাধ্য হয়ে আবার ১হাজার টাকা দিতে হয়েছে। “সরকারি কোন নিয়ম আছে কিনা জানিনা তবে স্যারেরা বলছে ধার্য করা হয়েছে আমরা তাই দিয়েছি” এমনি বললেন ওই কলেজের পরীক্ষার্থী সুমন, চম্পা, রাবেয়াসহ আরও অনেকে।
এ ব্যপারে পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তালতলী সরকারি কলেজের অধ্যক্ষ রবীন্দ্র নাথ হাওলাদার বলেন, পরীক্ষার্থীর কাছ থেকে আমি নিজে কোন টাকা নেইনাই এবং নেতেও কইনাই। পরীক্ষার্থীরা এটা অযুক্তিক কথা বলছে। অন্যকেউ নেছে কিনা তাও জানিনা। তবে পরীক্ষা কেন্দ্রের খরচ বাবদ ২৩ হাজার ৪শ টাকা ব্যাংকে জমা রয়েছে। সেই টাকা দিয়ে এ পরীক্ষায় খরচ করবো।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরীক্ষার্থীদের কাছ থেকে নিছে কিনা জানিনা তবে তারা কেই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তে সত্যতা প্রমানিত হলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।