বাউফলে ত্রান বিতরণ

বাউফল প্রতিনিধি:বাউফলে ত্রান বিতরণ
পটুয়াখালীর বাউফলে কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নিদের্শনায় উপজেলা প্রশাসন কর্তৃক ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কেশাবপুর ইউনিয়ন পরিষদে ওই ত্রান বিতরণ করেন অত্র ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু।
সংশ্লিষ্ট সূত্র মতে, ইউনিয়নের ৯০টি পরিবারের মাঝে ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল ও একটি সাবান বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম তাদারকি করেন বাউফল উপজেলা বিআরডিপি অফিসার ও কেশাবপুর ইউপি ট্যাগ অফিসার তুলার পরামানিক।
এব্যাপরে কেশাবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী বাউফল উপজেলা প্রশাসন কর্তৃক ক্রান সামগ্রী কেশাবপুর ইউনিয়নে করোনা সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকায় কর্মহীন গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি বলেন এছাড়াও স্থানীয় সাংসদ ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজের পক্ষ থেকে ১হাজার মাস্ক এবং ২৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসনে বলেন,‘ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাচাই করে প্রকৃত অসহায় কর্মহীন মানুষের মাঝে সরকারের ত্রান সহায়তা ইউনিয়নে ইউনিয়নে বিতরণ কার্যক্রম চলছে।

বাউফলে ত্রান বিতরণ

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নিদের্শনায় উপজেলা প্রশাসন কর্তৃক ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কেশাবপুর ইউনিয়ন পরিষদে ওই ত্রান বিতরণ করেন অত্র ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু।
সংশ্লিষ্ট সূত্র মতে, ইউনিয়নের ৯০টি পরিবারের মাঝে ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল ও একটি সাবান বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম তাদারকি করেন বাউফল উপজেলা বিআরডিপি অফিসার ও কেশাবপুর ইউপি ট্যাগ অফিসার তুলার পরামানিক।
এব্যাপরে কেশাবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী বাউফল উপজেলা প্রশাসন কর্তৃক ক্রান সামগ্রী কেশাবপুর ইউনিয়নে করোনা সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকায় কর্মহীন গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি বলেন এছাড়াও স্থানীয় সাংসদ ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজের পক্ষ থেকে ১হাজার মাস্ক এবং ২৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসনে বলেন,‘ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাচাই করে প্রকৃত অসহায় কর্মহীন মানুষের মাঝে সরকারের ত্রান সহায়তা ইউনিয়নে ইউনিয়নে বিতরণ কার্যক্রম চলছে।

করোনায় তরমুজ চাষীর মাথায় হাত

বাউফল:
দক্ষিণাঞ্চলে উৎপাদিত তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় রাজধানীতে। এমনকি পাশের দেশ ভারত’সহ বিভিন্ন দেশে যায় এ তরমুুজ।
গত মৌসুমে অনেক চাষী লাভের মুখ দেখেনি। এবারও ক্ষতিকর কারন হয়ে দাড়িয়েছে করোনা। মরণঘাতি করোনার থাবায় বিশ্ব অচল। এর প্রার্দূভাব প্রতিরোধে সারাদেশের মত পটুয়াখালী জেলাও লকডাউন।
চাষীরা মনে করেন, তরমুজের বড় বাজার ঢাকা। করোনার কারনে পুরো রাজধানী ফাঁকা অপরদিকে পরিবহণ ব্যবস্থাও বন্ধ। একদিকে চাহিদা কম আরেক দিকে পরিবহণ সংকট। অনেকে বলেন, এবার ফলনও কম। বৃষ্টির কারনে ঝড়ে গেছে ফুল/ কড়া। সব মিলিয়ে মাথায় হাত তরমুজ চাষীর।
তথ্য মতে, এবছর উপজেলার কালাইয়া, চন্দ্রদ্বীপ, কেশাবপুর ও ধুলিয়া ইউনিয়নে চরাঞ্চলে ৭৫০ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে।
কালাইয়ার চর শৌলায় সরেজমিনে দেখা যায়- ব্যস্ত সময় পার করছে শ্রমিকেরা। শেষ সময় চলছে সার পানি কীটনাশক প্রয়োগ। কোথাও কোথাও ফল কাটা শুরু হয়েছে। দিন পাঁচেক পরেই হরধমে শুরু হবে তরমুজ সংরক্ষণ ও বাজারজাত প্রক্রিয়া। এসময় যে মুখে হাসি থাকার কথা সে মুখে হতাশার ছাপ।
সার্বিক বিষয়ে আলাপ কালে তরমুজ চাষী মো. শাহ-আলম’সহ নিজাম পালপান, জাহাঙ্গীর মাঝি, হানিফ ও আলমগীর মাঝি জানায়, ‘প্রতি কানি জমিতে সার কীটনাশক, শ্রমিক ও জমি খরচ হয় প্রায় ১লাখ ২০হাজার টাকা। করোনা কারনে বাজার মন্দা। গত বছর ফলনে লস এবার করোনায় লস। তারা মনে করে, খরচের অর্ধেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

এছাড়াও তরমুজ শ্রমিক পাভেল (১৭), লিমন(২৪) ও আকবর (৩৮) বলেন,‘আমরা মাসিক বেতনে কাজ করি। জনপ্রতি বেতন ভিন্ন ভিন্ন। সরদারের ১৬হাজার আর আমরা আমাকে ১০ থেকে ১২হাজার টাকা করে বেতনে কাজ করি।,

এবিষয়ে বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান (হিমু) বলেন, ‘এ মৌসুমে শিলা বৃষ্টি না হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলন মোটামুটি ভালো। করোনার কারনে লাভ হওয়ার সম্ভাবনা কম তবে ক্ষতি হবে না।
তিনি আরো বলেন- তরমুজ ঢাকাতে আমদানী করতে সকল ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত।

কলাপাড়ায় অসহায় দুস্থ মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাবার বিতরণ করেন এমপি মহিব্বুর রহমান

কামাল হাসান রনি:
কলাপাড়ায় অসহায় দুস্থ  ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী মানুষের মাঝে খাবার বিতরন করেন পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য,প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব।তিনি আজ সকালে কলাপাড়াতে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

পরে কলাপাড়ার ধুলাসার নিত্য প্রয়োজনীয় চাল,ডাল,তেল,আলু বিতরণ করেন এবং সবাইকে করোনা সর্তকতা মেনে চলার নির্দেশের পাশাপাশি মাস্ক বিতরণ করেন।বিকালে লালুয়া ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।ত্রান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কলাপাড়াা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব তালুুুকদার,কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মহিপুর থানার ছিন্নমূল,অসহায় মানুষের পাশে পিপল ফর দ্যা পিপল টিম

কামাল হাসান রনি:
বিশ্বব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৫১ জন,সুস্থ ২৫,মৃত্যু ০৫,নতুন আক্রান্ত ০২ জন।গত ২৫তারিখ সরকারী,আধা-সরকারী,শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষনা করা হয়।গুরুত্বপূর্ণ শহরগুলো লকডাউন করে দেয়া হয়।সবাই হোম কোয়ান্টাইনে থাকা এবং WHO স্বাস্থ্যবার্তা অনুযায়ী সতর্কতা অবলম্বন করার স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশ দেয়া হয়।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মহিপুর,আলিপুর,কুয়াকাটা,চাপলীসহ গুরুত্বপূর্ণ,মৎসবন্দর,বাজার,পর্যটন এলাকা বন্ধ হয়ে যায়।পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো,কোচিং সেন্টারগুলো বন্ধ হয়ে যায়।
এতে করে ছিন্নমূল মানুষ,বুদ্ধিপ্রতিবন্ধী,খেটে খাওয়া মানুষগুলো অসহায় হয়ে পড়ে।এসব অসহায় মানুষগুলোর কথা ভেবে এগিয়ে আসে পিপল ফর দ্যা পিপল(people for the people)।গত ২৭ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের কর্ম পরিকল্পনা তুলে ধরলে সাড়া দেন সমাজের সব শ্রেনীর পেশাজীবি মানুষ।ছিন্নমূ, বুদ্ধিপ্রতিবন্ধীদের খাবারের ব্যবস্থা করা হলে তা দৃষ্টিগোচর হয় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত শহিদুল হক এর।তিনি পরবর্তী দিনগুলোতে খাবার নিশ্চিত করেন এবং মহিপুর প্রেসক্লাবের সভাপতিকে দ্বায়িত্ব দেন।people for the people  ছিন্নমূল, বুদ্ধিপ্রতিবন্ধীদের খাবার দেয়ার পাশাপাশি অসহায় দুস্থ ৩৭ পরিবারের হাতে তুলে দেয় চাল,ডাল,তেল,আলু,পেয়াজ,সাবান এবং  অসুস্থ মানুষের বাড়িতে ঔষধ পৌছে দেবার মত উদ্যোগ গ্রহন করে।পরবর্তীতে সরকারি ত্রান-সাহায্য এবং বিভিন্ন সংগঠন এগিয়ে আসে।people for the people মানুষের কল্যানে কাজ করার যে দৃষ্টান্ত রেখে তা শিক্ষনীয় বলে মন্তব্য করেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।

ছিন্নমূল,অসহায় মানুষের পাশে পিপল ফর দ্যা পিপল টিম

কামাল হাসান রনি:
বিশ্বব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৫১ জন,সুস্থ ২৫,মৃত্যু ০৫,নতুন আক্রান্ত ০২ জন।গত ২৫তারিখ সরকারী,আধা-সরকারী,শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষনা করা হয়।গুরুত্বপূর্ণ শহরগুলো লকডাউন করে দেয়া হয়।সবাই হোম কোয়ান্টাইনে থাকা এবং WHO স্বাস্থ্যবার্তা অনুযায়ী সতর্কতা অবলম্বন করার স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশ দেয়া হয়।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মহিপুর,আলিপুর,কুয়াকাটা,চাপলীসহ গুরুত্বপূর্ণ,মৎসবন্দর,বাজার,পর্যটন এলাকা বন্ধ হয়ে যায়।পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো,কোচিং সেন্টারগুলো বন্ধ হয়ে যায়।
এতে করে ছিন্নমূল মানুষ,বুদ্ধিপ্রতিবন্ধী,খেটে খাওয়া মানুষগুলো অসহায় হয়ে পড়ে।এসব অসহায় মানুষগুলোর কথা ভেবে এগিয়ে আসে পিপল ফর দ্যা পিপল(people for the people)।গত ২৭ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের কর্ম পরিকল্পনা তুলে ধরলে সাড়া দেন সমাজের সব শ্রেনীর পেশাজীবি মানুষ।ছিন্নমূ, বুদ্ধিপ্রতিবন্ধীদের খাবারের ব্যবস্থা করা হলে তা দৃষ্টিগোচর হয় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত শহিদুল হক এর।তিনি পরবর্তী দিনগুলোতে খাবার নিশ্চিত করেন এবং মহিপুর প্রেসক্লাবের সভাপতিকে দ্বায়িত্ব দেন।people for the people  ছিন্নমূল, বুদ্ধিপ্রতিবন্ধীদের খাবার দেয়ার পাশাপাশি অসহায় দুস্থ ৩৭ পরিবারের হাতে তুলে দেয় চাল,ডাল,তেল,আলু,পেয়াজ,সাবান এবং  অসুস্থ মানুষের বাড়িতে ঔষধ পৌছে দেবার মত উদ্যোগ গ্রহন করে।পরবর্তীতে সরকারি ত্রান-সাহায্য এবং বিভিন্ন সংগঠন এগিয়ে আসে।people for the people মানুষের কল্যানে কাজ করার যে দৃষ্টান্ত রেখে তা শিক্ষনীয় বলে মন্তব্য করেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।

বাউফলে খেটে খাওয়া মানুষের মাঝে ওয়ালটন’র খাদ্য সহায়তা

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে খেটে খাওয়া হত দরিদ্র শতাধিক পরিবারের মধ্যে চাল,ডাল,আলু পিয়াজ,তৈলসহ নিত্যপ্রয়োজীয় দ্রব্য বিতরণ করেন ওয়ালটন প্লাজা নামের একটি প্রতিষ্ঠান।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ওই খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় ওয়ালটন প্লাজা বাউফল শাখা ম্যানেজার রিপন চন্দ্র এদবর,সেলস অফিসার মো. মাসুম বিল্লাহ ও আনন্দ টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি এম.নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

রাঙ্গাবালীতে করোনার প্রভাবে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ

মঞ্জু সরদার, রাঙ্গাবালী প্রতিনিধি:
করোনা ভাইরাসের প্রভাবে  সাধারণ মানুষের একটাই কথা সরকার এর পক্ষ থেকে যদি কোনো সাহায্য না আশে তাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে মারা যেতে হবে।
ইতোমধ্যে অর্থাভাবে তাদের ঘরে চাল-ডালের সংকট সৃষ্টি হয়েছে। দেশজুড়ে ‘লকডাউন’ অব্যাহত থাকায় সব দৈনিক ভিত্তিতে কাজ করা নিম্ন আয়ের মানুষগুলোই বেশি বিপাকে পড়ে গেছে।
করোনা ভাইরাসের বিস্তার রোধে গত কয়েক দিন ধরে সারাদেশের সাথে দক্ষিণ বঙ্গের সর্বশেষ মৌডুবী ইউনিয়নের ও সব কিছু বন্ধ রয়েছে। নিম্ন আয়ের মানুষের সকল উপার্জন বন্ধ। দিনে এনে দিনে খাওয়া এসব শ্রমজীবী মানুষের চরম অর্থভাবে পড়ে গেছে।
স্থানীয় এক  শ্রমজীবী  জানান, তারা কৃষি ও মৎস্য শিকার এর উপর নির্ভরশীল। সারাদেশে লকডাউন এর কারনে তাদের সব কার্যক্রম বন্ধ। এই পরিস্থিতিতে অর্থের সংকটে পড়ে গেছেন এসব কাজে নিয়োজিত শ্রমিকেরা। কারণ যারা দৈনিক ভিত্তিতে কাজ করেন তাদের দিনের আয় দিনেই শেষ হয়ে যায়।
নিয়মিত ক’জন শ্রমিক জানান , ঘড়বাড়ির মেরামত, পরিস্কার-পরিচ্ছন্নতা, মাটি কাটা, মাটি ভরাটসহ যেকোনো কাজ করি। দৈনিক সর্বোচ্চ ৪০০ থেকে ৫০০ টাকা নিয়ে কাজ করি। আবার অনেক সময় আরো কম টাকায় করতে হয়। কিন্তু পাঁচ-ছয়জনের একটি সংসারে খরচ করে এসব টাকার মধ্যে আর জমা রাখা যায় না। করোনার কারণে কাজ বন্ধ রয়েছে। তার আগে কেনা চাল-ডাল এখন শেষ হয়ে গেছে। আমারা নিম্ন আয়ের লোক আমাদের কোন খাবার মজুত থাকেনা যার ফলে এতে পরিবারের সদস্যদের খাবারে সংকট তৈরি হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে এখন সব কিছু লকডাউন। দেশ মন্দা অবস্থার দিকে চলে যাচ্ছে। এতে অর্থনীতিও স্থবির হওয়ার সম্ভাবনা রয়েছে। যা করোনার চেয়েও ভয়াবহ। সাধারণ মানুষ তেমন ঘর থেকে বের হচ্ছে না। আবার যাদের বাসাবাড়িতে কাজ ছিল তারাও কাজ বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন উন্নয়ন মূলক কাজও বন্ধ। তাই শ্রমজীবী মানুষ সমস্যায় আছে এটা সত্য। আমার মতে এই ইউনিয়ন এর দরিদ্র মানুষের জন্য সরকারের পক্ষ থেকে তাদের প্রয়োজন মতো সহায়তা করা জরুরী।

কলাপাড়া হাসপাতালে চিকিৎসকদের পিপিই বিতরণ করলেন এমপি মহিব

এস এম আলমাস (কুয়াকাটা) প্রতিনিধি:
কলাপাড়া ৫০ শয্য হাসপাতালে চিকিৎসকদের রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদানের জন্য পিপিই বিতরণ করা হয়েছে।৩০মার্চ মঙ্গরবার সকার ১১ টায় হাসপাতালের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিম্ময় হাওলাদারের হাতে এ পিপিই সামগ্রী তুলে দেন এমপি মহিব্বুর রহমান মহিব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক,পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেতালেব তালুকদার প্রমূখ। সংসদ সদস্য মহিব্বুর রহমানের নিজ উদ্যেগে হাসপাতালে ১০০ টি উপজেলা প্রশাসনকে ১০টি পিপিই এবং কলাপাড়া থানা পুলিশ কে মাস্ক বিতরণ করেণ। এছাড়া সরকারী উদ্যেগে কলাপাড়া বঙ্গবন্ধু কলোনী,পৌর সভা সহ বিভিন্ন হাট বাজারে মাস্ক সহ খাদ্য সহায়তা প্রদান করেণ।

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ক্যান্সারে আক্রান্ত উর্মি

এস এম আলমাস (কুয়াকাটা) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালীয়াতলী ইউনিয়নের বৌদ্যপাড়া গ্রামের রফিক হাওলাদারের মেয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত উর্মি (১৬) গত কাল সোমবার ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালের চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় উর্মিকে দেশে নিয়ে আসতে বলেন। পরিবার উর্মিকে এ্যাম্বুলেন্স যোগে দেশের উদ্যেশ্যে নিয়ে আসার সময় বেনাপোল নামক স্থানে রাত ১২.০০ টার সময় উর্মি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরণব্যাধি ব্লাড ক্যান্সারে ছোবলে পরেণ উর্মি,পরিবার উর্মিকে বাচাঁতে ধনাঢ্য ব্যাক্তিদের কাছে সাহায্যের আবেদন করেন। পরিবারের আপ্রাণ চেষ্টার পরেও বাচাতে পারেননি উর্মিকে।