আমতলীতে পরিত্যাক্ত ভবনে পাঠদান, ঝুঁকিতে পাঁচ শতাধীক শিক্ষার্থী!

মো: মহসীন মাতুব্বর আমতলী প্রতিনিধি:
আমতলী উপজেলার এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবনে পাঠদান চলছে। পাঁচ শতাধিক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করেছে ওই পরিত্যাক্ত ভবনে। দ্রুত ব্যবস্থা না নিলে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা এমনটাই আশঙ্কা শিক্ষার্থী ও অভিভাবকদের। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবী শিক্ষার্থীদের।
বিদ্যালয় সুত্রে জানাগেছে, উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। এ বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীও সংখ্যা আট’শ। শুরুতে একটি টিনের চালা ঘর দিয়ে বিদ্যালয় চললেও ১৯৮৫ সালে একটি একতালা ভবন নির্মাণ করা হয়। স্থান সংকুলান না হওয়ায় ২০০০ সালে ওই ভবনের ছাদে নিজেদের অর্থায়নে আরেকটি আধা পাকা টিন সেডের ভবন নির্মাণ করে। বর্তমানে ওই ভবনের নির্মাণকাল ৩৪ বছর। নির্মাণ কাল বেশী হওয়ায় ২০১০ সালে ওই ভবনের পিলার, ভীম ও পলেস্তারা খসে পরতে থাকে। এতে পাঠদান ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ২০১৭ সালে তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষনা করে পাঠদান বন্ধের নির্দেশ দেন। কিন্তু স্থান সংঙ্কুলান না হওয়ায় গত দুই বছর ধরে পরিত্যাক্ত ভবনেই পাঠদান চালিয়ে যান স্কুল কর্তৃপক্ষ। গত ২৯ সেপ্টেম্বর উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম ওই বিদ্যালয় ভবন পরিদর্শন করে ছাদ অপসারন করা প্রয়োজন মর্মে প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনে প্রকৌশলী আরো উল্লেখ করেছেন দ্রুত ছাদ ও ছাদের উপর নির্মিত আধা পাকা ভবন অপসারন না করা হলে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। ওই প্রতিবেদনের আলোকে ইউএনও মনিরা পারভীন গত ৩ অক্টোবর বিদ্যালয়ের ছাদ ও ছাদের ভবন অপসারনের জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটিকে নির্দেশ দিয়েছেন। কিন্তু ম্যানেজিং কমিটি ওই ছাদ ও ছাদের ভবন অপসারন করেনি। সদ্য সমাপ্ত জেএসসি পরীক্ষা ওই ঝুকিপূর্ণ ভবনেই শেষ করেছেন। এদিকে ভবন না থাকায় এবং আসন সংকুলান না হওয়ায় ওই পরিত্যাক্ত ভবনে ক্লাস নিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। জীবনের ঝুঁকি নিয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী ওই ঝুকিপূর্ণ ভবনে ক্লাস করছে। পরিত্যাক্ত ভবনে ক্লাস নেয়ায় উবিগ্ন অভিভাবকেরা। দ্রুত পরিত্যাক্ত ভবনে ক্লাস বন্ধের দাবী জানিয়েছেন তারা।
রবিবার আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখাগেছে, ভবনের পিলার, ভীম ও পলেস্তারা ধ্বসে পরছে। ভবনের ছাদের উপর আধা পাকা টিন সেডের ঘরের উপরে টিনের চালা নেই। ভঙ্গ অবস্থায় পড়ে আছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী এহতেসামুল হক সামস, আনিকা, আলভি, সিয়াম ও ঐশর্য্য জানান, জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যাক্ত ভবনে ক্লাস করতে হচ্ছে। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবী জানাই।
আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাশির উদ্দিন বলেন, আসন সংকুলন না হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস নিতে হচ্ছে। তিনি আরো বলেন এ বিদ্যালয়ে দুটি ভবন। তার একটি পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। একটি ভবনে ক্লাস নিতে পারছি না। তাই বাধ্য হয়ে পরিত্যাক্ত ভবনে পাঠদান করাতে হচ্ছে। ভবন ঝুকিপূর্ণ বেশী হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার কথা বিবেচনা করে বরিবার থেকে ক্লাস বন্ধ করে দিয়েছি। কিন্তু কোথায় শিক্ষার্থীদের ক্লাস নেব তা ভাবছি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ভবনটি ঝুকিপূর্ণ বিধায় পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনের অবস্থা শিক্ষা উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।

তালতলীতে নেই কোনো বর্জ্য ব্যবস্থাপনা, নীরব কর্তৃপক্ষ

মো.মিজানুর রহমান নাদিম, তালতলী প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলা ৬ বছর পার হলে ও গড়ে ওঠেনি বর্জ্য ব্যবস্থাপনা এবং ওয়াপদা অফিসের সামনে ও খাদ্যগুদামের পিছনের সড়কের পাশের জায়গায় বাসাবাড়ির বর্জ্য সড়ক পরিষ্কার করে উন্মুক্ত স্থানে ময়লার ভাগাড় হয়ে পড়ে আছে।কতৃপক্ষকে বার বার বলা সত্যেও তারা কোনো অন্যথায় বর্জ্য সরানোর ব্যবস্থা নেয়নি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,তালতলী বাজারের বিভিন্ন এলাকার রাস্তা ও খালের পাড়ে বর্জ্য স্তূপ হয়ে আছে।এর মধ্যে ওয়াপদা অফিসের সামনে চার থেকে পাচঁ ফুট বর্জ্য স্তূপ হয়ে আছে।বিভিন্ন জায়গায়  থেকে ভ্যানে করে বর্জ্য আনছেন তালতলীর পরিছন্নতাকর্মীরা।তারা ভ্যানে করে বর্জ্য গুলো ওয়াপদা অফিসের সামনে এবং তালতলী জেডিঘাট সংলগ্ন খালের পাড়ে।এতে খাদ্যগুদামের পিছনের সড়কে বর্জ্য গুলা ছড়িয়ে-ছিটিয়ে থাকে।চলাচলের অসুবিধা হচ্ছে পথচারীদের।
স্থানীয় বাসিন্দারা বলেন,বাজারের বর্জ্য গুলা এখানে ফেলা হচ্ছে।আবাসিক এলাকার বাসা-বাড়ির বর্জ্য রাখার ব্যবস্থা না থাকার কারনে ওয়াপদা অফিসের সামনে উম্মুক্ত খোলা জায়গায় বর্জ্য গুলা ফেলে রাখে। তাঁরা আরো বলেন, অবিলম্বে এই বর্জ্যের স্তূপ অপসারণ করতে হবে। পরে নতুন করে যাতে কেউ বর্জ্য ফেলতে না পারেন, সে ব্যবস্থা করতে হবে।এজন্য দায়ী করছেন বড়বগী ইউনিয়নের বর্জ্য
অপসারণে সঠিক পরিকল্পনা এবং অব্যবস্থাপনাকে।
পরিবেশবিদরা বলেছেন, তালতলীর গুরুত্বপূর্ণ সড়কে যদি এভাবে ময়লা ফেলা হয় তবে যে কোন সময় ময়লার ভাগাড়ে পরিণত হতে পারে তালতলী। যে কারণে এখনই ভাবতে হবে তালতলী নিয়ে নিতে হবে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা।
ইউপি চেয়ারম্যান জনাব আলম মুন্সি বলেন,ইতিমধ্যে আমরা বর্জ্য ফেলার জন্য দুই জায়গায় ডাস্টবিনের ব্যবস্হা করছি এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাজারের বর্জ্য গুলা অন্যত্র সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বরগুনায় সাইক্লোন শেল্টারে উপকূলবাসী

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা:

বরগুনাসহ সাতটি উপকূলীয় জেলার জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পরপরই মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বরগুনায় ভারী বর্ষণ শুরু হয়েছে। উপকূলের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য দিনব্যাপী মাইকিং করা হচ্ছে। আশ্রয় নেওয়া মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছেন জেলা পরিষদ ও প্রশাসন। শনিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসনের উদ্যোগে সাইক্লোন শেল্টারগুলোতে অবস্থানরত মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে। বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, বরগুনায় ৩৪১টি সাইক্লোন শেল্টারসহ ৫০৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। যেখানে ৫ লক্ষাধিক লোক আশ্রয় নিতে পারবে। তিনি আরও জানান, দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যেই মন্ত্রণালয় থেকে ১০ লাখ টাকা, গবাদি পশুর খাদ্যের জন্য ১ লাখ টাকা, শিশু খাদ্যের জন্য ১ লাখ টাকা, ২০০ মেট্রিক টন চাল ও ৩৫০ প্যাকেট খাবার পেয়েছেন। তারা আরও ২ হাজার প্যাকেট শুকনা খাবার মজুদ রেখেছেন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ জানিয়েছেন, জেলায় ৬ হাজার ৩৩০ জন স্বেচ্ছাসেবক মাঠে রয়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা স্বপন কুমার ব্রহ্ম জানিয়েছেন, জেলার ৩৭ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিআইডব্লিউটিএর পোর্ট অফিসার মামুনুর রশিদ বার্তাটোয়েন্টিফোর.কম কে জানিয়েছেন, বরগুনা থেকে সকল রুটের নৌ চলাচল বন্ধ রয়েছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া বেশির ভাগ ট্রলারই পাথরঘাটা মৎস্য বন্দরে ফিরে এসেছে। বঙ্গোপসাগরে যারা ছিল, তারাও ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে এসেছেন। এদিকে, বরগুনা জেলা প্রশাসনের নির্দেশে সাইক্লোন শেল্টারে অবস্থানরত মানুষের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের শুকনো খাবার সরবরাহ করেছেন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। মানুষকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য কাজ করছি।

বিচারের জন্য প্রস্তুত রিফাত হত্যা মামলা

নিউজ ডেস্ক:

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের বিচারের জন্য মামলাটি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। বুধবার সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন।

এছাড়াও এ মামলার জামিনে থাকা অপ্রাপ্তবয়স্ক আসামি আরিয়ান হোসেন শ্রাবণের জামিন বাতিল করে শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। একই দিনে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দিয়েছেন।

এ বিষয়ে রিফাত হত্যা মামলার বাদীপক্ষের মনোনীত আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, বুধবার রিফাত হত্যা মামলার ধার্য তারিখে বরগুনা জেলা কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করা হয়। এ ছাড়াও এ মামলার জামিনে থাকা আসামি আয়েশা সিদ্দকা মিন্নি আদালতে হাজির হন। পরে আদালত প্রাপ্তবয়স্ক আসামিদের অভিযোগপত্রটি বিচারের জন্য প্রস্তত করে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করেন। এছাড়াও আদালত এ মামলার প্রাপ্তবয়স্ক আসামি কামরুল হাসান সাইমুনকে অনার্স পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দিয়েছে বলেও জানান তিনি। এ মামলার পরবর্তী তারিখ ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

rifat

এদিকে রিফাত হত্যা মামলার জামিনে থাকা অপ্রাপ্তবয়স্ক আসামি আরিয়ান হোসেন শ্রাবণকে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানো প্রসঙ্গে তার আইনজীবী গোলাম মোস্তফা কাদের বলেন, গত ৩১ অক্টোবর রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক আসামিদের অভিযোগপত্র বিচারের জন্য প্রস্তুত করে বরগুনার শিশু আদালতে প্রেরণ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পরে বুধবার এ মামলার ধার্য তারিখে জামিনে থাকা আসামি আরিয়ান হোসেন শ্রাবণ আদালতে হাজির হন। এরপর আদালতের বিচারক মো. হাফিজুর রহমান তার জামিন বাতিল করে শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্র পাঠানোর নির্দেশ দেন।

গত ২৬ জুন রিফাত শরীফকে হত্যা করা হয়। এরপর গত ১ আগস্ট এ মামলার তদন্ত শেষে ১০ জন প্রাপ্তবয়স্ক এবং ১৪ জন অপ্রাপ্তবয়স্ককে অভিযুক্ত করে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার ২৪ জন আসামির মধ্যে প্রাপ্তবয়স্ক আসামি মুসা এখনও পলাতক রয়েছেন।

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে আজ সোমবার সকালে সুপারী বাগান পরিষ্কার করতে গিয়ে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গ্রামবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু জানান, সকাল ৭ টার দিকে দেলোয়ার হোসেন তার সুপারীবাগান পরিষ্কার করতে যান। একটি সুপারীগাছ কেটে ফেলার পরে বিদ্যুৎ তার ছিড়ে কাঠাঁল গাছে জড়িয়ে যায়, যা খেয়াল করেনি দেলোয়ার। কাঁঠাল গাছে জড়ানো লতাপাতা পরিষ্কার করতে গিয়ে ছিড়ে যাওয়া তারে হাতে জড়িয়ে পড়ে দেলোয়ারের। চাচাকে ছাড়াতে গিয়ে দেলোয়ারের চাচাতো ভাই’র ছেলে রাসেল (১৪) বিদ্যুৎস্পৃস্ট হয়। ছেলে রাসেলকে বাঁচাতে গিয়ে তার মা হামিদা বেগম (৫৫) বিদ্যুৎস্পৃস্ট হয়ে মারা যায়।
ঘটনার পর পরই দুর্ঘটনাস্থলে যান পাথরঘাটার ইউএনও হুমাউন কবির। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সকল সহযোগিতার আশ্বাস দেন।

বরগুনায় স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা:

বরগুনার বেতাগীতে সাবিনা (৩০) নামে এক গৃহবধূর পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামী নুর আলমের বিরুদ্ধে। এ ঘটনা ধামাচাপা দিতে ওই গৃহবধূর মুখে বিষ ঢেলে দিয়েছেন বলে দাবি করছেন সাবিনার পরিবার। এদিকে এ ঘটনার পর পরই পালিয়ে গেছে নুর আলম। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরগুনা জেনারেল হাসাপাতালে সাবিনার মৃত্যু হয়। এর আগে দুপুর ১২টার দিকে নুর আলম সাবিনাকে বেধরক পেটায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যান। নুর আলম বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সরিষামুড়ি গ্রামের বাসিন্দা হাতেম খলিফার ছেলে। সাবিনার বাবা আলতাফ জানান, জামাই নুর আলম অনেক আগে থেকেই তার মেয়ে সাবিনাকে মারধর করতো। মারতে মারতে মেরেই ফেলেছে। মেয়ে হত্যার বিচার দাবিতে জামাইয়ের বিরুদ্ধে মামলা করবেন তিনি। বরগুনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জিকু শীল জানান, বিষপান করা রোগীকে হাসাপাতালে নিয়ে আসার পর ওয়াস করার সময় তার মৃত্যু হয়। বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি বরগুনা জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হবে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

বেতাগীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বরগুনার বেতাগীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে বেতাগী থানা পুলিশ।

উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিশা বাজার সংলগ্ন বেড়েরধন খালে অজ্ঞাত এক নারীর লাশ স্থানীয় লোকজন ভাসতে দেখে। সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় বেতাগী থানা পুলিশকে অবহিত করলে স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বেতাগী থানায় নিয়ে আসে।

রির্পোট লেখা পর্যন্ত নারীর পরিচয় জানা যায়নি।

বরগুনায় জিনের বাদশাকে ৩দিনের রিমান্ড

কথিত জিনের বাদশা রহিমকে (৩২) রোববার গাইবান্দা থেকে গ্রেফতার করেছে বরগুনা ও গাইবান্দার পুলিশ। সোমবার সকালে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সোলায়মান ৭দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক মোঃ সিরাজুল ইসলাম ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই বরগুনা শহরের এক গৃহবধূর কাছ থেকে মোবাইল ফোনে প্রতারণা করে ৩০ ভরি স্বর্ণ ও সাড়ে ৫ লাখ টাকা নিয়ে যায় প্রতারক চক্র। এ ঘটনায় গৃহবধূর স্বামী হাফিজুর রহমান বাদী হয়ে বরগুনা থানায় গত ১৯ জুলাই মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি আজমল হককে গত ১ অক্টোবর গাইবান্ধা পুলিশের সহায়তার গ্রেফতার করে বরগুনা থানার পুলিশ। ৭ অক্টোবর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোলায়মান।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজী ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজমলের স্বীকারোক্তি মোতাবেক গাইবান্ধার গবিন্দগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। সে গাইবান্ধার গবিন্দগঞ্জ উপজেলা বিশ্বনাথপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে প্রতারনাসহ ৮ টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।

শেরে বাংলা স্বর্ণ পদকে ভূষিত হলেন সাংবাদিক মিজানুর রহমান

বেতাগী ॥ শিক্ষা ক্ষেত্রে এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ডে ভূষিত হলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি , কলেজ শারীরিক শিক্ষাবিদ সমিতির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ,বেতাগী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু ।

শেরে বাংলা এ,কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার বিকালে ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে শেরে বাংলার ১৪৬ তম জন্মদিন উপলক্ষে “শেরে বাংলার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে শেরে বাংলা স্বর্ণপদক তুলে দেন শেরে বাংলার দৌহিদ্র সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ ও বিচারপতি নিজামুল হক নাসিম।

শেরে বাংলার দৌহিদ্র সাবেক তথ্য সচিব, সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি নিজামুল হক নাসিম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাউদিষ্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আ.ন.ম মেসকাত উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক আঃ জলিল,ভিকারুন্নেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফৌজিয়া, বেতাগী প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, শেরে বাংলা গবেষনা পরিষদের উপদেষ্টা মোশারফ হোসেন, বাধনের চেয়ারম্যান নওশত হোসেন মুন ।

স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব আর কে রিপন।

সভায় ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য ভাষা সৈনিক আঃ জলিল, শিক্ষা ক্ষেত্রে ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু ও দেশের বিভিন্ন এলাকার ২৮ জন অধ্যক্ষসহ মোট ৩০ জনকে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়াড -২০১৯ প্রদান করা হয়।

বিচারপতি নিজামুল হক নাসিম তার বক্তব্যে বলেন, ‘শেরে বাংলা বলে চিৎকার করলেই হবে না তার আদর্শ মনে প্রানে লালন পালন করতে হবে। তিনি সকলকে শেরে বাংলা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জীবনী নিয়ে গবেষনার আহবান জানান।’

আমতলীতে ইয়াবাসহ দুই বোন গ্রেফতার

আমতলী প্রতিনিধি:

শনিবার সকালে বরগুনার আমতলী লঞ্চঘাট এলাকা থেকে ৫শ’ ৯০পিচ ইয়াবাসহ দুই বোনকে আটক করেছে আমতলী থানা পুলিশ। আটককৃতরা হল আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী লামিয়া (১৩) এবং তার বড় বোন বিথি (২০) সে বিাহিত। তার স্বামীর বাড়ি কলাপাড়া উপজেলার দক্ষিণ টিয়াখালী গ্রামে। আটককৃতরা আমতলী উপজেলার পশ্চিম আমতলী গ্রামের মালেক হাওলাদারের মেয়ে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল বাশার এর নেতৃত্বে আমতলী থানার এস.আই ফয়সাল, ও এসআই আমিরুল এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার লঞ্চঘাট এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লামিয়া ও বিথিকে আটক করে। পরে তাদের দেহ তল্লাসী করে ৫শ’৯০ পিচ ইয়াবা জব্দ করা হয়। আমতলী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, আটক লামিয়া ও বিথির বিরুদ্ধে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাদেরকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়