নলছিটিতে মন্দিরের জমিতে ভূমিদস্যুদের লোলুপ দৃষ্টি, নির্মান কাজে বাধা

নলছিটি প্রতিনিধি:
নলছিটিতে মন্দির নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে ভূমিদস্যুরা। নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়েনের সেওতা ভাউমহল সার্বজনীন দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। গত শনিবার সকালে ঠিকাদারের লোকজন কাজ করতে গেলে কাজে বাধা দেয় ও নির্মাণ সামগ্রী ফেলে দেয় ঐ এলাকার চিহ্নিত একদল ভূমিদস্যু।

 

ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘ বিশ বছর ধরে সরকারি খাস সম্পতিতে ঐ স্থানে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পরবর্তীতে মন্দির কমিটির আবেদনের প্রেক্ষিতে ঝালকাঠির জেলা প্রশাসক মন্দিরের জন্য দুই শতাংশ জমি বরাদ্দ দেয় মন্দির নির্মাণের জন্য । মন্দিরে দান কৃত জমি স্থানীয় সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপাল সাহা তার পৈতৃক সম্পতি বলে দাবি করে একাধিকবার মন্দির ভেঙ্গে দোকান নির্মাণ করার চেষ্টা করে ও একের পর এক মামালা দিয়ে মন্দির কমিটিকে হেনস্তা করার জন্য।

 

এ যাবত এলাকার ৫৬ জনের নামে বিভিন্ন সময় মামালা দায়ের করেছে বলে জানায় এলাকাবাসী। ২০১৯ সালে উপজেলা পরিষদের ধর্মীয় প্রতিষ্ঠানের বরাদ্দ থেকে ওপেন টেন্ডার মাধ্যমে তিন লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয় ঐ মন্দিরটির উন্নয়নের জন্য। গত শনিবার ঠিকাদার লোকজন কাজ করার জন্য গেলে আওয়ামী লীগ নেতা গোপাল সাহার ভাই কৃষ্ণ সাহা,স্ত্রী মিতা সাহা তার কাকাতো ভাই পলাশ সাহা, সজল সাহা সহ আরো চার পাঁচ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মন্দির নির্মান সামগ্রী ফেলে দেয় এবং ভবিষ্যতে কাজ করতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেয়।

এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি:
ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদারকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজের আব্দুল মন্নান তাওহীদকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় দেশবাংলা ফাউন্ডেশনের কনফারেন্স হলে সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. আতিকুর রহমান (সময়ের আলো), সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রুবেল (মোহনা টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা শান্ত (পূর্বপশ্চিমবিডি নিউজ), অর্থ সম্পাদক বাবুল মিনা (আমাদের নতুন সময়), দপ্তর সম্পদক মো. রুবেল সিকদার (ভোরের ডাক), প্রচার সম্পাদক আরিফ খান (বরিশাল সময়), কার্যনির্বাহী সদস্যরা হলেন, রিয়াজুল ইসলাম বাচ্চু (বর্তমান কথা), শাহাদাত হোসেন মনু (প্রতিদিনের সংবাদ), মো. সাইফুল ইসলাম (আনন্দ টিভি), মো. খালিদ হাসান (দিপ্ত টিভি), মো. নুরুজ্জামান (দেশ জনপদ), মো. মাছুম খান (আজকের বরিশাল), নাঈম হাওলাদার (আমার সংবাদ), আমির হোসেন (বিজনেস বাংলাদেশ), সাইফুল ইসলাম (আজকের দর্পন), মো. সাইদুল ইসলাম (যায়যায়দিন), মো. বশির হাওলাদার (খোলা কাগজ), মো. সিদ্দিক আকন (ভোরের পাতা), মো. ইমাম হোসেন (বিপ্লবী বাংলাদেশ)।

ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :
ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদারকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজের আব্দুল মন্নান তাওহীদকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় দেশবাংলা ফাউন্ডেশনের কনফারেন্স হলে সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. আতিকুর রহমান (সময়ের আলো), সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রুবেল (মোহনা টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা শান্ত (পূর্বপশ্চিমবিডি নিউজ), অর্থ সম্পাদক বাবুল মিনা (আমাদের নতুন সময়), দপ্তর সম্পদক মো. রুবেল সিকদার (ভোরের ডাক), প্রচার সম্পাদক আরিফ খান (বরিশাল সময়), কার্যনির্বাহী সদস্যরা হলেন, রিয়াজুল ইসলাম বাচ্চু (বর্তমান কথা), শাহাদাত হোসেন মনু (প্রতিদিনের সংবাদ), মো. সাইফুল ইসলাম (আনন্দ টিভি), মো. খালিদ হাসান (দিপ্ত টিভি), মো. নুরুজ্জামান (দেশ জনপদ), মো. মাছুম খান (আজকের বরিশাল), নাঈম হাওলাদার (আমার সংবাদ), আমির হোসেন (বিজনেস বাংলাদেশ), সাইফুল ইসলাম (আজকের দর্পন), মো. সাইদুল ইসলাম (যায়যায়দিন), মো. বশির হাওলাদার (খোলা কাগজ), মো. সিদ্দিক আকন (ভোরের পাতা), মো. ইমাম হোসেন (বিপ্লবী বাংলাদেশ)।

ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচন ৩০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক::ঝালকাঠি আইনজীবী সমিতির ২০২০-২১ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।

দুইটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। মোট ৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৪ জন প্রার্থী।

সাবেক প্যানেল থেকে সভাপতি পদে আব্দুল মান্নান রসুুুল এবং সম্পাদক পদে আঃসঃম মোস্তাফিজুর রহমান মনু।

সহ-সভাপতি পদে মো. মনজুর হোসেন, যুগ্ম সম্পাদক পদে শ্রী সঞ্জয় মিত্র, মোঃতরিকুল ইসলাম খোকন সিকদার, মোঃ বনি আমিন বাকলাই , সম্পাদক ডিজিল্যান্স পদে মুন্সি আবুল কালাম আজাদ,সম্পাদক লাইব্রেরি পদে মু. জাকারিয়া রহমান জিহাদ , সম্পাদক ভর্তি পদে খান হাফিজুর রহমান বাবু

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন— মোঃআব্দুল আলীম, শ্রী সুভাষ চন্দ্র দত্ত।

অপর প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা করবেন— সভাপতি পদে মো. এস এম ফজলুল হক সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আকন খোকন ।

সহ-সভাপতি পদে জয়নাল আবেদীন সিকদার ,সম্পাদক ডিজিল্যান্স পদে মোঃগোলাম কিবরিয়া মন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক পদে শ্রী রতন দাস এবং সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন— শ্রী গৌরাঙ্গ রায়।

নিবাচন কমিশনার এর দায়িত্ব পালন করবে অ্যাডভোকেট বাচ্চু মোল্লা।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠিতে চাঁদাবাজি ও অস্ত্র মামলায় রিমান্ডে থাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলনের (৩৬) কাছ থেকে এবারে ২টি ওয়ানশ্যুটারগান (পাইপগান) ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, গত মঙ্গলবার দিনগত মধ্যরাতে একটি মামলায় আসামি গ্রেফতার করতে অভিযান চালানো হয়। সে সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ মিলনকে ৫ সহযোগী এবং দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়।

অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া শেষে বুধবার (১৫ জানুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হয়।  এদিন সৈয়দ মিলনকে তিনদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন। মিলনের বাকি সহযোগীদের জেলহাজতে পাঠানো হয়।

পরে রিমান্ডে মিলনের দেয়া তথ্য অনুযায়ী বুধবার দিনগত মধ্যরাতে তার বসতঘরের বাথরুমের ওপরের স্টোর থেকে ২ টি ওয়ানশ্যুটার গান (পাইপ গান) ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় মিলনের বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

ঝালকাঠিতে আন্ত: প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরিফুর রহমান আরিফ:: শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এস.এম.রুহল আমীন রিজভী। সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজী জাকির হোসেন,

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারন শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। এর ফলে শিক্ষার্থীদের শরীর ও মন দুটোই ভালো থাকে। শুধু পড়ালেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা উন্নত জাতি গঠনে সহায়ক এবং শরীর মনকে সতেজ রাখে।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঝালকাঠি নাগরিক ফোরামের ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি নাগরিক ফোরামের ৪র্থ সম্মেলনের ১০১ সদস্যের পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনুর শাহী মহলে অনুষ্ঠিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে বিশিষ্ট সমাজসেবক সামসুল হক মনু সভাপতি ও সাংবাদিক আহমেদ আবু জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অপর নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি যথাক্রমে দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এস মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা আবু সাঈদ খান, নারীনেত্রী ইসরাত জাহান সোনালী, কবি এম এ মুসা, শিক্ষক নেতা আবু বকর সিকদার, সাংবাদিক আহসান হাবীব সোহাগ, অধ্যাপক মেজবাহ উদ্দীন খান রতন, শিক্ষক নেতা সৈয়দ দেলোয়ার হোসেন, অব সেনা ইউসুফ আলী মোল্লা, শিক্ষক নেতা মোসলেম আলী সিকদার এবং ওয়ার্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দীপু লাল দাস।
যুগ্ম-সম্পাদক দু’জন এরা হলেন ডা: জহিরুল ইসলাম বাদল ও কৃষিবিদ মাহফুজুর রহমান। যুগ্ম-সম্পাদক ৪জন যথাক্রমে এ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম সুমন, সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চু, সাবেক ছাত্রনেতা সরওয়ার হোসেন স্বপন ও সাংবাদিক আল আমিন তালুকদার। কমিটির সহ-সম্পাদকবৃন্দরা হলেন সাবেক ছাত্রনেতা এম জাকির হোসেন, প্রভাষক অমরেশ রায় চৌধুরী, সাংবাদিক এইচএম বাদল, নারীনেত্রী ডালিয়া নাসরিন ও শিরিন জাহান।
সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সাংবাদিক এসএম রেজাউল করিম, অলোক সাহা ও নারী নেত্রী পিনু আকতার নদী। সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বশির আহম্মেদ খলিফা, মশিউর রহমান বুল ও সাংবাদিক এইচএম গিয়াস উদ্দিন।
আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনোয়ারুল হক খোকন, এ্যাড: ফয়সাল খান ও এ্যাড. মাহাবুব আলম খান সুমন। শিক্ষা বিষয়ক সম্পাদক মু. আবু সুফিয়ান ইয়েন। দপ্তর সম্পাদক আতাউর রহমান, সহ-দপ্তর মোরশেদ আলম ও রুহুল আমিন।

প্রচার সম্পাদক মনোনীত করা হয়েছে সাংবাদিক হাসনাইন তালুকদার দিবসকে। উপ-প্রচার সম্পাদকবৃন্দরা হলেন, সাংবাদিক ইমাম হোসেন বিমান, শাকিল আহমেদ রনি, রানা মৃধা ও সাংবাদিক আরিফুর রহমান।

কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে সাংবাদিক রুহুল আমিন রুবেলকে। চিকিৎসা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুয়াল হাসান এমবিবিএস।

ক্রীড়া সম্পাদক উজ্জল রহমান ও শাকিল হাওলাদার। সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন ও জারী শিল্পি আব্দুল আব্দুল হক বয়াতী। পরিবেশ সম্পাদক শাকিব শাহরিয়া, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, ধর্ম বিষয়ক এম রাজিব রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: ফায়জুল হক তালুকদার জিয়া ইংল্যান্ড ও মিলন মাহমুদ সৌদি আরব। যোগাযোগ সম্পাদক রিয়াজ উদ্দিন মুরাদ, আইসিটি সম্পাদক শিহাব মাহমুদ, সহ- আইসিটি সম্পাদক এইচ এম নবীন ও খায়রুল ইসলাম। আপ্যায়ন সম্পাদক রফিকুল ইসলাম ও আব্দুল কুদ্দুস মোল্লা। শিশু বিষয়ক সম্পাদক স্কুলছাত্রী লিন্তা খানম ও ছাত্র বিষয়ক সম্পাদক সুস্মিতা আহমেদ জেরিন।

যুব বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিরাজ। প্রবীন বিষয়ক সম্পাদক বিপ্লব হোসেন মাসুম। পাঠাগার সম্পাদক ফাতেমা আক্তার মুক্তা। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রনি। জলবায়ু সুরক্ষা বিষয়ক সম্পাদক সোহানুর রহমান। সমাজ কল্যান সম্পাদক আমানুর রহমান খান সুমন ও শ্রম বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সজীব। মানবসম্পদ সম্পাদক ইমরান হোসেন আদনান ও বিজ্ঞান বিষয় সম্পাদক ইঞ্জিনিয়ার দিলীপ কুমার দে। মানবাধিকার সম্পাদক গোলাম মাওলা ও সহ-মানবাধিকার সম্পাদক হাসিনা আক্তার।

নির্বাহী সদস্যবৃন্দরা হলেন যথাক্রমে সাবেক ছাত্রনেতা ইদ্রিস মল্লিক ও যুবনেতা আক্তার হোসেন, ক্রীড়া সংগঠক মো: রুবেল খান, সাংবাদিক শাহাদাত হোসেন তালুকদার মনু, প্রধান শিক্ষক মো: হিরন মোল্লা, সাংবাদিক আতিকুর রহমান, মোস্তাফিজুর রহমান নান্না, আব্দুল জলিল সরদার, কবির আকন, মাহবুব আলম খান সুমন, ছাত্রনেতা আফম আজীম তালুকদার, সাবু খান, আল রিয়াদ রাজিব, ছাত্রনেতা আলী আজগর আকাশ, রাকা আহমেদ মিজান, ডা: জামাল হোসেন, ডা. মিজানুর রহমান, শহিদুল ইসলাম, সাংবাদিক সাইদুল ইসলাম, সাংবাদিক মাসুম খান, মোঃ মনির হোসেন, অধ্যাপক আব্দুল হালিম, সাংবাদিক মো: ফারুক হোসেন খান, সুমন হাওলাদার, সাংবাদিক আব্দুল মান্নান তাওহীদ, ছাত্রনেতা তরিকুল ইসলাম অপু, ছাত্রনেতা খোকন মন্ডল, জসিম উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবক মো: শামিম আহমেদ। আগামি ২ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। সংগঠনের প্রয়োজনে কমিটির পদপদবী পরিবর্তন করা যাবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে হত্যা

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত এক বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম মল্লিক (৫৫) দারাখানা গ্রামের মৃত এনছাব আলী মল্লিকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিরোধীয় জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যা ৭টায় সালিশ-মীমাংসার মধ্যেই বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ খালেক হাওলাদারের নেতৃত্বে ৮-১০ জন মিলে নুরুল ইসলামের ওপর হামলা চালায়। এতে গুরুতর জখম হন তিনি। পরে নুরুল ইসলামকে রাত ৮টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. খলিলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের একজনকে আটক করা হয়েছে।

ঝালকাঠিতে শালিস মিমাংসার বৈঠকেই প্রতিপক্ষের হামলায় সাবেক বিজিবি সদস্যকে নিহত, আটক ১

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের শালিস মিমাংসার বৈঠকেই প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দরাখানা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত নুরুল ইসলাম মল্লিক দারাখানা গ্রামের মৃত এনছাব আলী মল্লিকের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিরোধীয় জমিতে ঘর উত্তোলনকে কেন্দ্র করে শনিবার রাতে শালিস মিমাংসার মধ্যেই বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ খালেক হাওলাদারে নেতৃত্বে ৮-১০ জন মিলে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলামের উপর হামলা চালায়।

 

এতে সে গুরুতর আহত হয়। পরে নুরুল ইসলামকে রাত ৯টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এইচআরবিপি ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা প্রেসিডেন্ট আক্কাস সিকদার ,সেক্রেটারি তরিকুল ইসলাম

ঝালকাঠি প্রতিনিধিঃ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরবিপি) ঝালকাঠি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ্যাড. আব্দুল মন্নান রসুল, এ্যাড. মুনশী আবুল কালাম আজাদ, সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত, এস.এম.এ রহমান কাজল, জাহাঙ্গীর হোসেন মনজু, মুহঃ আব্দুর রশীদ ও হেমায়েত উদ্দিন হিমুকে উপদেস্টা করে কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের বিশিস্ট আইনজীবী মনজিল মোরসেদ সম্প্রতি ২০২০-২০২১ সনের জন্য এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে এ্যাড. মোঃ আক্কাস সিকদারকে প্রেসিডেন্ট এবং এ্যাড. তরিকুল ইসলাম সিকদার খোকনকে সেক্রেটারি করা হয়েছে। অন্যান্য কর্মকর্তারা হলেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. বনি আমিন বাকলাই, অর্থ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান বাবু, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক এ্যাড. শামীম আলম, আইন সম্পাদক এ্যাড. আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ, নির্বাহী সদস্য এ্যাড. আব্দুল জলিল, এ্যাড. বদরুল মিল্লাত খোকন, সাংবাদিক মানিক রায়, কাজী খলিলুর রহমান, ইসরাত জাহান সোনালী, এ্যাড. নাসির উদ্দিন মুনশী, এ্যাড. আফজাল হোসেন মিঠু, এ্যাড. জাকারিয়া রহমান জিহাদ, আ.স.ম হাফিজুর রহমান, সাংবাদিক শ্যামল চন্দ্র সরকার, কেএম সবুজ, রিফাত হোসেন রুবেল, ডা. মোঃ ফজলুল হক পবন, মিজানুর রহমান টিটু, সাংবাদিক শফিউল ইসলাম সৈকত, অলোক সাহা ও মো. রাজু খান।