আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত !

আরিফুর রহমান আরিফ::ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই স্লোগনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলার আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।

উদ্বোধক হিসেবে ছিলেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান (শিশু বিভাগ) অধ্যাপক ডাঃ অসীম কুমার সাহা।

জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এস.এম.রুহল আমীন রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ রশিদ হাওলাদার, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন আকন,পোনাবালিয়া ইউনিয়ননের চেয়ারম্যান আবুল বাসার খান, পোনাবালিয়া আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাকিম গাজী,বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তানজের আলী খান, দাতা মানিক লাল সাহা,

বিদ্যালয়ের শিক্ষার্থীরা , দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা , আবৃত্তি, বল নিক্ষেপ,যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নলছিটিতে নারী ও শিশুদের আইনী সুরক্ষা নিশ্চিত করতে হেল্পডেস্ক উদ্বোধন

নারী ও শিশুদের বিশেষ সেবা প্রদানের জন্য নলছিটি থানায় নারী শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে নারী শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক’র উদ্বোধন করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন , পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হেল্প ডেস্কে নির্যাতনের শিকার নারী ও শিশুসহ তাদের স্বজনেরা পুলিশি সেবা বা প্রতিকারের জন্য অভিযোগ করতে পারবেন। অভিযোগগুলো শোনার পর তা ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:: সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও ঝালকাঠি রিপোটার্স ইউনিটি।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিমের সঞ্চালনায় এবং ঝালকাঠি জেলা শাখা সাধারন সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর, ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি এস এম মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক সরওয়ার হোসেন স্বপন, ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর রেজাউল করিম জাকির, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার।

মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবী জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাংবাদিক দুলাল সাহা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির আইসিটি সম্পাদক গোলাম মাওলা শান্ত, জেলা সহ-সভাপতি রুহুল আমিন রুবেল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপ-প্রচার সম্পাদক ইমাম বিমান, কোষাধ্যক্ষ এইচ এম গিয়াস উদ্দীন, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আব্দুল মান্নান তাওহীদ, জেলা যুব মহিলা লীগের সাবেক সভানেত্রী লুৎফুন্নাহার লুনা, ঝালকাঠি নাগরিক ফোরাম সহ-সম্পাদক এম জাকির হোসেন, ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জেলা সভাপতি রুবেল খান, নাগরিক ফোরাম নেতা আতাউর রহমান, কুদ্দুস মোল্লা, নেত্রী হাসিনা আক্তার, নাজমা আক্তার, ফাতেমা আক্তার, সিঙ্গাপুর প্রাবাসী ইকবাল মাহমুদ, জেলা বিএমএসএফ সদস্য এমরান হোসেন আদনান ও কামরুল হাসান মুরাদ।

একাত্মতা প্রকাশ করেছেন দৈনিক অজানা বার্তা সম্পাদক ডেইলী অবজারভার প্রতিনিধি এসএম এ রহমান কাজল, জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক শেখ জামাল উদ্দীন, চ্যানেল ৩৬৫ চেয়ারম্যান মো. জামাল শরিফ, সৈয়দ রুবেল ও যুবলীগ নেতা খন্দকার ইয়াদ মোরশেদ প্রিন্স।

বক্তারা বলেন, ইউনেস্কোর তথ্যমতে ২০১৮ সালে বিশ্বে ৯৯ সাংবাদিক নিহত হয়েছেন। ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত ৮৯৪ সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে স্বাধীনতা পরবর্তী সমযে বাংলাদেশে ৩৮ সাংবাদিক নিহত হয়েছেন তবে এরমধ্যে হাতেগোনা ৪-৫ সাংবাদিক হত্যার বিচার হলেও বাকি হত্যার বিচার হয়নি। দেশের গণতন্ত্র রক্ষা, দূর্ণীতি, অনিয়ম বন্ধ করতে হলে অবিলম্বে সরকারকে সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়ন করতে হবে। দেশে যে হারে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন, হুমকি, মামলা ও লাঞ্ছিতের ঘটনা ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন।

গত ১৯ জানুয়ারী নড়াইলে দৈনিক জনকন্ঠের সহ-সম্পাদক রেজা নওফল হায়দারের ওপর সন্ত্রাসি হামলা চালায়। তিনি সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে যাওয়া সেনাবাহিনীতে চাকরীর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান টাকা আত্মসাৎকারী নড়াইলের কালিয়া উপজেলার কলবাড়িয়া গ্রামের সন্ত্রাসি রাজু ও তার সহযোগিরা নওফেলের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালিয়ে আহত ও লাঞ্ছিত করে।

রাজধানীর পরীবাগে বাংলা ট্টিবিউনের ষ্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম ও আলোকিত বাংলাদেশের ষ্টাফ রিপোর্টার মাহমুদ খানকে ২০ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা মহানগর মিডিয়া সেন্টার থেকে মোটর সাইকেলযোগে পান্থপথ কর্মস্থলে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা পোষাকধারী পুলিশ সদস্য [ঢাকা মেট্টো-হ-১২-৭৫০৫] মোটর সাইকেলকে ধাক্কা দেয় এবং অকথ্য গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেয়।

নারায়নগঞ্জের ফতুল্লা থানার অভ্যন্তরে ২১ জানুয়ারি ধর্ষকের ছবি তুলতে গিয়ে পুলিশের সামনে হামলা ও লাঞ্ছিতের শিকার হন কতিপয় সাংবাদিক।

১৭ জানুয়ারি এক সাংবাদিক দম্পত্তি লক্ষ্মীপুরে ডাক্তার দেখাতে গিয়ে ক্লিনিকপক্ষের লোকজনের হামলায় আহত ও লাঞ্ছিত হন। অর্থের বিনিময়ে রোগি দেখা সিরিয়াল ভঙ্গ করায় প্রতিবাদ করলে তারা এ হামলার শিকার হন।

বিবাড়িয়ার আখাউড়ায় জেএসসি পরীক্ষায় নকলের সংবাদ প্রকাশ করায় ২৫ দিন পর দু সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আশুলিয়ায় বিএমএসএফ সভাপতি ইয়াসিন পুলিশের উপস্থিতিতে জমি দখলের ভিডিওচিত্র ধারন করায় পুলিশ তার ক্যামেরা ছিনিয়ে নেয় এবং অনুমতি ছাড়া ভিডিও ধারন করায় তাকে লাঞ্ছিত করে পরে ফিরিয়ে দেন।

সম্প্রতি টাঙ্গাইলের ডিবিসি চ্যানেলের প্রতিনিধি শেলু আকন্দের উপর বর্বরোচিত হামলায় দু’পা পঙ্গু হয়ে তিনি এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মানববন্ধন থেকে এ সকল হামলার দ্রুত বিচার দাবি করা হয়।

ঝালকাঠিতে ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থীকে গণধর্ষণ : আটক-২

ঝালকাঠির রাজাপুরে মাদ্রাসায় পড়ুয়া ৬ষ্ঠ শ্রেনির এক শিক্ষার্থী গণধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত মোঃ সাগর খান (১৮) ও মোঃ হেমায়েত খলিফা (৪০) নামে দুই ধর্ষককে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। সোমবার রাতে দুইজনকে আটক করলেও ঘটনার সাথে জড়িত মোঃ জালাল হাওলাদার (৪০) পলাতক রয়েছে।

ধর্ষিতা জানায়, রবিবার বিকালে ধর্ষিতকে তার নিজ ঘরের সামনে বসা থাকতে দেখে একই এলাকার রশিদ হাওলাদারের পুত্র মোঃ জালাল হাওলাদার (৪০) প্রথমে এসে ধর্ষিতাকে জানায় তোকে হেমায়েত তার বাড়িতে ডাকে। জালালের কথায় কোন কর্ণপাত না করে মেয়েটি বসে থাকে। কিছুক্ষন পরে আবার একই এলাকার মোঃ শহিদ খানের পুত্র মোঃ সাগর খান (১৮) এসে পুনরায় আবার ধর্ষিতা মেয়েটিকে বলে তোকে হেমায়েত তার বাড়িতে ডাকে। মেয়ে কি জন্যে ডাকে জানার জন্য হেমায়েতের বাড়ি যায় এবং দড়জায় দাড়িয়ে কেন ডেকেছে জানতে চাইলেই হেমায়েত তার ঘরে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে টেনে বিতরে নেয় এবং সাগর, জালাল ও হেমায়েত তিনজনেই পালাক্রমে ধর্ষন করে। পরে এ ঘটনা কাউকে না বলতে মেয়েটিকে ভয়ভীতি দেখায়। এমনকি এ কথা কাউকে জানালে মেয়েটিকে মেরে ফেলা হবে বলে ধর্ষনকারীরা হুমকি দেয়।

এ ব্যাপারে রাজাপুর থানা ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ জানান, ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে।

ঝালকাঠিতে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে আহত ১০

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যান দুইটির চালকসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে দুই চালকেরই অবস্থা গুরুতর বলে জানা গেছে। আশংকাজনক অবস্থায় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত বাস চালক জামাল (৪০) নলছিটি উপজেলার লক্ষণকাঠি গ্রামের মৃত শের আলীর ছেলে। ট্রলি চালক এরশাদ (২৬) একই উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। তাদের দুজনকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অন্যান্যরা ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি বাসটার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্য আল্লাহ মহান (ঢাকা মেট্রো-ব ১১-১৫৩২) নামের যাত্রীবাহী বাসটি সুতালড়ি পুলিশ লাইনের কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের ডান দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, বাস ও ট্রলির সংঘর্ষে আহত কয়েকজনে চিকিৎসা নিয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

ঝালকাঠিতে ল্যাকটেটিং মাদার সহায়তা প্রকল্পে উপকারভোগীদের প্রশিক্ষণ

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে পৌরসভার আওতাধীন ল্যাকটেটিং মাদার সহায়তা প্রকল্পে উপকারভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দেশ বাংলা ফাউন্ডেশনের হল রুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তার। দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মিজানুর রহমানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রায় ৫০ জন উপকারভোগী প্রশিক্ষণ গ্রহন করেন।

ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। সোমবার জাগো সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট এর আয়োজনে শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়েল হলরুমে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার মঈন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জাগো সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট এর উপদেষ্টা সাংবাদিক পলাশ রায়। সংগঠনের সহ-সভাপতি ও শিক্ষা উপকরণ বিতরণ এর আহবায়ক মোঃ শাকিল হাওলার রনির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবির হোসেন রানা, প্রচার সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা, দপ্তর সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি, সদস্য মোঃ ফেরদাউস কবির অবিক প্রমূখ।

ঝালকাঠিতে বিয়ের খাবার খেয়ে অসুস্থ শতাধিক

আরিফুর রহমান আরিফ:ঝালকাঠি নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে বিয়ের দাওয়াত খেয়ে শতাধিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১৯ জানুয়ারি ) বিকাল থেকে রাত পর্যন্ত পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তারা।

জানা যায়, ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের নজরুুল ইসলামের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাড়িতে আসা মেহমান সহ ২৫০ জন সেখানে খাওয়া-দাওয়া করেন।

এ বিষয়ে বরের বোন শারমিন আক্তার বলেন ,কী কারণে এমনটা হয়েছে বুঝতে পারছি না। খাবার খেয়ে আমাদের পরিবারের সবাই অসুস্থ হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক সিয়াম আহসান বলেন, ফুড পয়জনিংয়ের কারণে এ সমস্যা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দশম বারের মতো বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার এম এম মাহমুদ হাসান

আরিফুর রহমান আরিফ :: বরিশাল রেঞ্জের দশম বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ঝালকাঠি জেলার সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান ।

মানুষের কল্যাণে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলার রহস্য উদঘাটন ও অপরাধ দমনে একাগ্রভাবে কাজ করে যাওয়ায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পদক প্রদান করা হয়।

রবিবার বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সভাকক্ষে ডিসেম্বর ২০১৯ মাসের মাসিক ও ৪র্থ ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তাকে এ পুরস্কার দেওয়া হয়। তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

এসময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

মাহমুদ হাসান রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হওয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম), ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সহ সকল সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান ।তিনি বলেন পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা ঝালকাঠি জেলার প্রত্যেক পুলিশ সদস্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছি। পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে ও সকলের সহযোগিতায় একটি অপরাধমুক্ত ঝালকাঠি গড়াই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

মাহমুদ হাসান যোগদান করার পর থেকে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে । ইভটিজিং, কিশোর গ্যাং, সামাজিক দ্বন্দসহ সমাজের সকল অনাচার নিরসন করে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে ঝালকাঠি জেলাকে এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন

ঝালকাঠিতে উদ্ভোধন হলো ইয়ামাহা মোটর সাইকেলের শো-রুম

ঝালকাঠি প্রতিনিধি::ঝালকাঠিতে চালু হলো ইয়ামাহা কোম্পানীর মোটর সাইকেল’র বিক্রয় ও সেবা কেন্দ্র। ১৯জানুয়ারী রোববার দুপুরে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে কেক ও ফিতা কেটে শো-রুমটির আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, শিল্প ও বনিক সমিতির সভাপতি সালাহউদ্দিন সালেক, ব্যবসায়ী নেতা মাহাবুব হোসেন এবং এসিআই মটর এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। জেলা প্রশাসক বলেন, বাইক রাইডাররা সড়ক নিয়ন্ত্রন আইন যাহাতে মেনে চলে সে বিষয়ে মোটর সাইকেল ক্রয়ের সময় গ্রাহকদেরকে উদ্ভুদ্ধ করার জন্য শো-রুম কতৃপক্ষকে ভুমিকা রাখতে হবে। কোম্পানীটির ঝালকাঠির ডিলার মেসার্স চৌধূরী মটরস্ এর ব্যবস্থাপনা পরিচালক নিউটন চৌধূরী এ প্রতিনিধিকে বলেন, গোটা ঝালকাঠি জেলা ও উপজেলা শহরের বাইকারদের দাবী অনুযায়ী চাহিদা পুরণ এবং সার্ভিসিং সেবা দেয়াই আমাদের মুল লক্ষ্য। অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন বাইক রাইডার গ্রুপ, ব্যাবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।