অভিযান-১০ লঞ্চের মালিক-চালকদের দায়ী করে মন্ত্রণালয়ের কমিটির প্রতিবেদন

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় লঞ্চটির চারজন মালিক, মাস্টার ও ড্রাইভারদের দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটি।

সদরঘাটে কর্মরত নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা দায়িত্ব পালনে চরম অবহেলা করেছেন বলে প্রতিবেদনে বলা রয়েছে।

গতকাল সোমবার রাতে কমিটির আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তোফায়েল ইসলাম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর কাছে প্রতিবেদনটি জমা দেন। প্রতিবেদনে এ ধরনের দুর্ঘটনা রোধে ২৫ দফা সুপারিশ ও করণীয় উল্লেখ রয়েছে।

কম লঞ্চ চালিয়ে বেশি মুনাফা অর্জনের ‘রোটেশন’ প্রথা বন্ধের সুপারিশ করেছে কমিটি। মালিকদের এ কৌশলের কারণে প্রয়োজনের তুলনায় কম লঞ্চ থাকে। এ সুযোগে লঞ্চে গাদাগাদি করে যাত্রী তোলা হয়। এতে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এমভি অভিযান-১০ লঞ্চটি চাঁদপুর ঘাট অতিক্রম করার পর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ইঞ্জিনের ত্রুটি সারতে ব্যর্থ হওয়ায় লঞ্চটি আর না চালিয়ে নিরাপদ কোনো ঘাটে আগেই ভেড়ানো উচিত ছিল। অনেক যাত্রী লঞ্চটি ভেড়ানোর অনুরোধও করেছিলেন। কিন্তু মাস্টার ও ইঞ্জিন ড্রাইভার এ বিষয়ে কর্ণপাত না করে ত্রুটিপূর্ণ লঞ্চটি চালাতে থাকেন।

লঞ্চে লাগা আগুন নেভানোর কোনো চেষ্টা করা হয়নি বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, আগুন লাগার পর লঞ্চটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ অবস্থায় আনুমানিক ১৫ মিনিট চলার পর ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের চর বাটারাকান্দা গ্রামে নদীর পাড়ে লঞ্চটি ভেড়ে। এখানেই লঞ্চের প্রথম শ্রেণির ইঞ্জিন ড্রাইভার মাসুম বিল্লাহ, দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার আবুল কালাম ও কর্মরত গ্রিজাররা (ইঞ্জিনকক্ষের সহকারী) পালিয়ে যান। নোঙর করা বা লঞ্চটি বাঁধার জন্য যথেষ্ট সময় পাওয়া সত্ত্বেও সে চেষ্টা করা হয়নি।

লঞ্চটি প্রথম যেখানে ভিড়েছিল, সেখানে নোঙর না করায় বা বেঁধে না রাখায় জোয়ারের কারণে সেটি পুনরায় মাঝনদীতে চলে যায়। লঞ্চটি পুড়তে পুড়তে প্রায় ৪০ মিনিট পর নদীর অপর পাড়ের দিয়াকুল গ্রামে ভেড়ে। এই সময়ে অনেক যাত্রী অগ্নিদগ্ধ হন। অনেকে নদীতে লাফ দেন।

প্রতিবেদনে বলা হয়, আগুন নেভানোর চেষ্টা করা হলে, লঞ্চটি চর বাটারাকান্দায় ভেড়ানোর স্থানে বাঁধলে বা নোঙর করলে হয়তো আগুনের তীব্রতা এত বৃদ্ধি পেত না। এত যাত্রীর প্রাণহানি ঘটত না।

আগুনের সূত্রপাত লঞ্চের ইঞ্জিন থেকেই হয়েছে উল্লেখ করে মালিকদের দায় নির্ধারণ করে কমিটি বলছে, নিবন্ধন সনদ অনুযায়ী লঞ্চটির দুটি ইঞ্জিনের মোট ক্ষমতা ছিল ১১০০ অশ্বক্ষমতার (বিএইচপি)। কিন্তু মালিকেরা নৌপরিবহন অধিদপ্তরের অনুমতি না নিয়ে সনদের শর্ত ভেঙে অন্য জাহাজের পুরোনো ৩০৩৬ বিএইচপির ইঞ্জিন সংযোজন করেন। পরিবর্তিত ইঞ্জিন লঞ্চটির জন্য উপযুক্ত কি না, তা উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা করানো হয়নি।

অভ্যন্তরীণ জাহাজ বিধিমালা অনুযায়ী, কোনো নৌযানে ১০২০ কিলোওয়াট বা ১৫০১.৯২ বিএইচপির চেয়ে বেশি ক্ষমতার ইঞ্জিন সংযোজন করলে লঞ্চে ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার (আইএমই) নিযুক্ত করতে হয়। কিন্তু লঞ্চটিতে এই পদের কেউ ছিলেন না।

নৌপরিবহন অধিদপ্তরের অনুমতি না নিয়ে মেয়াদোত্তীর্ণ ডকইয়ার্ডে লঞ্চটিতে পুরোনো ইঞ্জিন সংযোজন করার কারণে ডকইয়ার্ডের মালিককেও এ ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

কর্মকর্তাদের চরম অবহেলা
প্রতিবেদনে কমিটি বলছে, প্রায় তিন মাস বসে থাকার পর লঞ্চটি পুনরায় চালু হয়। এ সময় নৌপরিবহন অধিদপ্তরের জাহাজ জরিপকারক ও পরিদর্শক এবং বিআইডব্লিউটিএর পরিদর্শকেরা কেউই ভালোভাবে লঞ্চটি পরীক্ষা করেননি।

নৌপরিবহন অধিদপ্তরের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মো. মাহবুবুর রশিদ লঞ্চটির ইঞ্জিন পরিবর্তনের বিষয়ে খোঁজ রাখেননি। তিনি লঞ্চটি পরিদর্শন করে চলাচলের জন্য অনুমতি দিতে সুপারিশ করেছিলেন। জাহাজ জরিপকারক তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে অবহেলা করেছেন।

লঞ্চটি প্রায় তিন মাস বন্ধ থাকার পর ঢাকা-বরগুনা রুটে ১৯ ডিসেম্বর প্রথম যাত্রা করে। ২৩ ডিসেম্বর করে দ্বিতীয় যাত্রা। প্রতিবেদনে বলা হয়েছে, সদরঘাটে নিয়োজিত নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান ১৯ ও ২৩ ডিসেম্বর লঞ্চটি পরিদর্শন করেননি।

২৩ ডিসেম্বর হাবিবুর রহমান অন্য একটি তদন্তকাজে ব্যস্ত ছিলেন বলে তদন্ত কমিটির কাছে দাবি করেন। কিন্তু দাবির সপক্ষ কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।

সদরঘাটে কর্মস্থল হওয়া সত্ত্বেও হাবিবুর রহমান দীর্ঘদিন বন্ধ থাকার পর লঞ্চটি পুনরায় চালু হওয়ার সময় পরিদর্শন বা কোনো অনুসন্ধান না করে দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছে কমিটি।

লঞ্চটির যান্ত্রিক ত্রুটি সারানোর পর পুনরায় সার্ভিসে আসার বিষয়টি অবগত হওয়া সত্ত্বেও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন নৌপরিবহন অধিদপ্তরের জাহাজ জরিপকারককে বিষয়টি না জানিয়ে যথাযথ ভূমিকা পালন করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বিআইডব্লিউটিএর যে পরিবহন পরিদর্শক অভিযান-১০ লঞ্চকে ‘ত্রুটি নেই’ বলে যাত্রা শুরুর অনুমতি দিয়েছিলেন, সেই দিনেশ কুমার সাহার নাম তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সদরঘাটে বিআইডব্লিউটিএর সাতজন পরিবহন পরিদর্শক এবং নৌপরিবহন অধিদপ্তরের একজন পরিদর্শক দায়িত্ব পালন করেন।

কীভাবে আগুন লেগেছিল
লঞ্চের ইঞ্জিন থেকে যেভাবে আগুনের সূত্রপাত হতে পারে, সে সম্পর্কে প্রতিবেদনে উল্লেখ করেছে তদন্ত কমিটি।

প্রথমত, ইঞ্জিন রুমের পোর্ট সাইডের মেইন ইঞ্জিনের ৩ নম্বর ইউনিটের ইন্ডিকেটর কক খোলা ও লকিং নাটটি লুজ পাওয়া গেছে। ইঞ্জিন চালু অবস্থায় ইউনিটগুলোর ভেতরের (এগজস্ট টেম্পারেচার) তাপমাত্রা প্রায় ৪০০ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। ইন্ডিকেটর কক খোলা থাকার অর্থ ১৩০ বার (ইউনিট) প্রেশারে প্রায় ৪০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আগুনের ফুলকি প্রতি ফায়ার স্ট্রোকে বের হয়। ইন্ডিকেটর ককের লকিং নাট লুজ থাকায় ঝাঁকুনিতে আস্তে আস্তে ইন্ডিকেটরটি খুলে যায়। ফলে আগুনের ফুলকির সংস্পর্শে এসে চারপাশের বাতাস অনেক গরম হয়। ইঞ্জিন রুমে কোনো ড্রাইভার কিংবা গ্রিজার না থাকায় এই গরম বাতাস একপর্যায়ে ইঞ্জিন রুমে রাখা ডিজেল ট্যাংকের সংস্পর্শে এলে, তা পুরোপুরি আগুনে রূপ নেয়। লঞ্চটিতে ইন্টেরিয়র ডেকোরেশনসহ অনেক সহজ দাহ্য বস্তু ছিল। দীর্ঘ সময় ধরে তাপায়িত হওয়ার কারণে স্টিল বডির মাধ্যমে পরিবাহিত হয়ে আগুন দ্রুত পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে।

দ্বিতীয়ত, ইঞ্জিনটির বিভিন্ন ইউনিটের এগজস্ট ভালভ বা ইনজেকটরের ত্রুটির কারণে অতিরিক্ত ফুয়েল এগজস্ট মেনিফোল্ডে গিয়ে জমা হয়। যার ফলে তাপমাত্রা (এগজস্ট টেম্পারেচার) অনেক বেড়ে যায়। পরবর্তী সময়ে তা টার্বো চার্জার দিয়ে যাওয়ার পথে সার্জিংয়ের সৃষ্টি করে। অতিরিক্ত এগজস্ট টেম্পারেচার হওয়ায় সার্জিং হয়। টার্বো চার্জার সার্জিং হলে প্রচণ্ড শব্দ হয়। টার্বো চার্জার সার্জিংয়ের কারণে স্কেভেঞ্জিং প্রেশার ড্রপ করে। যার ফলে ইঞ্জিনের ভেতর ফায়ারিংয়ের জন্য প্রয়োজনীয় বাতাসের ঘাটতি হয়। এতে ইঞ্জিন দুই থেকে তিনবার বন্ধ হয়ে যায়। কিন্তু ড্রাইভার আবার ইঞ্জিন চালু করে নৌযানটির যাত্রা চালু রাখেন।

তৃতীয়ত, নতুন বা শক্তিশালী ইঞ্জিন স্থাপন করলে ইঞ্জিনের অনুপাতে পাইপলাইন, এগজস্ট পাইপে পরিবর্তন করতে হয়। যদি এগজস্ট পাইপ আনুপাতিক হারে বৃদ্ধি না করা হয়, তাহলে এগজস্ট ব্যাক প্রেশার সৃষ্টি হতে পারে। এতে ইঞ্জিনের ভেতরের তাপমাত্রা বেড়ে যাবে। এগজস্ট মেনিফোল্ডের তাপমাত্রা ৫৫৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৭৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এগজস্ট মেনিফোল্ড তাপমাত্রা নিয়ন্ত্রণ না করতে পারলে ইঞ্জিন রুমের তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে।

করণীয় ও সুপারিশ
অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা রোধে তদন্ত কমিটি প্রতিবেদনে ২৫টি করণীয় ও সুপারিশ উল্লেখ করেছে। এর মধ্যে অন্যতম ‘রোটেশন’ প্রথা বন্ধ করা।

এ ছাড়া রয়েছে প্রধান প্রধান নদীবন্দর অথবা ঘাট ছেড়ে যাওয়ার আগে (বিশেষ করে সাপ্তাহিক ছুটি ও উৎসব উপলক্ষে যাত্রীর চাপের সময়) নৌপরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর পরিদর্শকদের যথাযথভাবে যাত্রীবাহী লঞ্চ পরিদর্শন করা। ঘন ঘন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা। প্রয়োজনীয় সংখ্যায় জনবল বাড়ানো।

লঞ্চের ইঞ্জিন রুমের আগুন নেভানোর জন্য স্থায়ী কার্বন ডাই-অক্সাইড সিস্টেম থাকা বাধ্যতামূলক করতে বলেছে কমিটি।

লঞ্চে অগ্নিপ্রতিরোধের ব্যবস্থা সঠিক আছে কি না, তা ফায়ার সার্ভিস বিভাগ কর্তৃক কমপক্ষে প্রতি তিন মাস অন্তর বাধ্যতামূলকভাবে পরীক্ষা করার কথা বলা হয়েছে।

লঞ্চের সব কর্মীর অগ্নিনির্বাপণযন্ত্র পরিচালনা বিষয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে বাধ্যতামূলক প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করা হয়েছে।

লঞ্চের ইন্টেরিয়র ডেকোরেশনে দাহ্য পদার্থ ব্যবহার না করার পাশাপাশি ইঞ্জিন রুমের আশপাশে দাহ্য পদার্থ না রাখার সুপারিশ রয়েছে।

প্রত্যেক নাবিকের ইউনিফর্ম পরা নিশ্চিত করা, আইন অনুযায়ী যাত্রীবাহী লঞ্চের বিমা বা নৌ দুর্ঘটনা ট্রাস্ট ফান্ড বাধ্যতামূলক করা, জরুরি নির্গমনপথ নিশ্চিত করারও সুপারিশ করেছে কমিটি।

ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭।

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও ঝালকাঠি জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করে। নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি সাত সদস্যের।

ঝালকাঠিতে তেলবাহী লরি চাপায় স্কুলছাত্র নিহত

বরিশাল: ঝালকাঠিতে তেলবাহী লরির চাপায় আরমান হোসেন আনান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের জেলেপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান কুতুবনগর এলাকার ইসমাইল হোসেন সোহাগের ছেলে। সে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাসা থেকে বের হয়ে বাইসাইকেল নিয়ে সহপাঠী সানমুনের সঙ্গে শহরের মিনি পার্ক এলাকায় ঘুরতে আসে আনান। সকাল ১১টার দিকে দুজনেই জেলেপাড়া সড়ক দিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি তেলবাহী লরি তাদের চাপা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয় তার বন্ধু সানমুন (১২)। সানমুন একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। সে একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, তেলবাহী লরিটি আটক করা হয়েছে। চালক ঘটনার পরই পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঝালকাঠি লঞ্চ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে গত ২৪ ডিসেম্বর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে। শুক্রবার ৩১ ডিসেম্বর অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনায় সুগন্ধা নদীর তীরে পৌর মিনি পার্কে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এ আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। এতে অংশ নেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পৌর মেয়র মোঃ লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর হাফিজুর রহমান ও হাবিবুর রহমান হাবিল সহ সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকে এবং অগ্নিকাণ্ডের সময় উদ্ধার কাজে অংশ নেওয়া সকল। নিহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল পৌর মিনি পার্ক এলাকায় তার পিছনে ছিল পুড়ে যাওয়া লঞ্চটি। দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন ঝালকাঠির মোঃ ছবির হোসেন, সাংবাদিক মনির হোসেন, মোঃ রায়হান এবং তারা এই মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি আহতদের চিকিৎসাযর জন্য একটি উন্মুক্ত তহবিল গঠন করেন সেখানে স্থানীয় ও পথচারীর সহায়তা পেয়েছেন তা জেলা প্রশাসকের হাতে তুলে দেন।
মোনাজাতে মুঠোফোনে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু।

নলছিটিতে সাব-রেজিস্ট্রারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠির নলছিটি উপজেলা সাব-রেজিস্ট্রার মো. নুরুল আফসারকে ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে তিনি বাদি হয়ে উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. হানিফের ছেলে ইব্রাহীম শাকিল ও তার এক সহযোগীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময় ০১৭১২৫২২২৩৮ নম্বর থেকে ফোনে ইব্রাহীম শাকিল পরিচয় দিয়ে দলিল রেজিস্ট্রি সংক্রান্তে তদবির করেন। তার বেআইনি তদবির রক্ষা না করায় সাব-রেজিস্ট্রি অফিস ও সাব-রেজিস্ট্রারের ব্যক্তিগত সুনাম নষ্ট করার হুমকি দেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একটি তদন্ত কাজ চলাকালীন সময় ইব্রাহীম শাকিল তার এক সহযোগীকে নিয়ে সাংবাদিক পরিচয়ে অফিস কক্ষে প্রবেশ করে ভিডিও ধারণের চেষ্টা করে। ওই সময় সাব-রেজিস্টার তাদের কাছে কর্মরত গণমাধ্যমের পরিচয় জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে (সাব-রেজিস্ট্রার) খুন-জখমের প্রদান করেন। তারা মিথ্যা মামলা দেওয়ার ভয়ভীতি দেখায়।

ঘটনার সময় কাঠালিয়া উপজেলার সাব-রেজিস্ট্রারের মো. সেলিম ভূঁইয়া একটি তদন্ত কাজে ওই কক্ষে অবস্থান করছিলেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, ইব্রাহীম শাকিলের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা চলমান রয়েছে।

এ ব্যাপারে ইব্রাহীম শাকিল জানান, ‘এ ঘটনায় আমিও বুধবার (২৯ ডিসেম্বর) সকালে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে একটি জিডি করেছি।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, সাব-রেজিস্ট্রারের দায়ের করা জিডিটি গ্রহণ করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে জিডির বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজাপুরে দিনদুপুরে থানার সামনের একই ভবনের ৪ পরিবারের মালপত্র লুট, এলাকায় আতঙ্ক

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর থানার সামনের সড়কের ব্যবসায়ী আলহাজ¦ আঃ রহমানের ৫ তালা ভবনের ভাড়াটিয়া ৪ পরিবারের দরজার হ্যাজভোল্ড ভেঙে সোনা, টাকা ও মালপত্র লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে থানা সড়কের এ দুর্ধর্ষ চুরি ও লুটপাটের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ী আলহাজ¦ আঃ রহমান জানান, ভবনের ৩য় তলার ভাড়াটিয়াদের কক্ষের দরজার হ্যাজভোল্ড ভেঙে কাঠালিয়ার চিংড়াখালি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিনের নগদ টাকা, নলছিটি ডেএ ভ্ট্টু ডিগ্রি কলেজের প্রভাষক কবির হোসেনের ৩১ হাজার ২শ টাকা, দেড় ভরি ওজনের ২টি সোনার চেইন, ফ্রান্স প্রবাসী সাইফুল ইসলাম মিরাজের ১ ভরি চার আনার ওজনের একটি চেইন, আংটি ও একটি মোবাইল সেট এবং ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া সৌদি প্রবাসী স্বপন হাওলাদারের কক্ষের হ্যাজভোল্ড ভেঙে মালপত্র লুটে নেয়া সংঙ্গবদ্ধ একটি দল।

তিনি আরও জানান, ভবনের পানির পাম্পে ত্রুটি দেখা দেয়ায় সাব মার্জিবল পাম্প বসানোর কাজ ৪ দিন আগে শুরু করে। ভবনের পানি সরবরাহে বন্ধ থাকায় ভবনের ভাড়াটিয়ারা বাড়িতে যাওয়ার সুযোগে এ ঘটনা ঘটে। রাজাপুর থানার ওসি/তদন্ত মোঃ মোস্তফা জানান, ভবন খালি থাকায় এ চুরির ঘটনা ঘটে। তথ্য প্রযুক্তির মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রাজাপুরে ড. এম এ হান্নান ফিরোজ ফুটবল টুর্নামেন্টে বড়ইয়া একাদশ চ্যাম্পিয়ন

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে ‘ক্রীড়া শক্তি-ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” শ্লোগানে ড. এমএ হান্নান ফিরোজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনলা খেলায় বড়ইয়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় বড়ইয়া একাদশ ট্রাইবেকারে (৫-৪) গোলে রূপাতলীর মোস্ফফা ফুটবল একাডেমী হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সদস্য ও ডিপিডিসি সাবেক নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার এসএম ইলিয়াস মিরণ। রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে বড়ইয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাজাপুর উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান মনিরের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সরকারী কলেজ অধ্যক্ষ গোলাম বারী খান, বড়ইয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন শুরু মিয়া, নজরুল ইসলাম স্বপন তালুকদার, গাজী জসিম উদ্দিন।

সিটিজেন ফাউন্ডেশন রানাপাশা শাখার কম্বল বিতরণ

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিটিজেন ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে নলবুনিয়া খেয়াঘাট বাজারে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন সিটিজেন ফাউন্ডেশনের আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসাইন।

রানাপাশা ইউনিয়ন শাখার সভাপতি ইমদাদুল হক সুজন খলিফার সভাপতিত্বে বক্তব্য রাখেন-সুবিদপুর শাখার সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন, নাচনমহল শাখার সদস্য সচিব কামরুল হাসান, সুবিদপুর শাখার সদস্য সঞ্জয় কুমার।

রানাপাশা শাখার সাধারন সম্পাদক গোলাম সরওয়ার চপলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- পৌর কমিটির প্রচার সম্পাদক গাজী আরিফুর রহমান,কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুর রহমান, রানাপাশা শাখার যুগ্নসম্পাদক এম এ সাগর, সাংগঠনিক নাঈম হাওলাদার, সহ সাংগঠনিক নয়ন ফরাজি,কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম পনির, দপ্তর সম্পাদক মোঃ উজ্জল, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান লাচ্চু, ত্রান বিষয়ক সম্পাদক বায়েজিদ হোসেন রনি, সাংস্কৃতিক সম্পাদক রাসেল হাওলাদার, সদস্য বশির হাওলাদার প্রমুখ।

নলছিটিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

আরিফুর রহমান,নলছিটি ।।
“শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা/অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে ।

এ উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক অভিবাসী দিবস প্রতি বছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের সব সদস্যভুক্ত দেশে পালিত হয়ে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ৪ ডিসেম্বর, ২০০০ সালে দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়।

বিজয় দিবসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রাণের টানে রক্তদান সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর)সকাল ১০টায় সময় স্থানীয় নলছিটি চায়না মাঠ প্রাঙ্গনে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধণ করেন “প্রানের টানে রক্তদান” সেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা , মোঃ সাইয়েদুর রহমান মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ নাজমুল হায়াদার বাদল।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মিল্লাত খান, সাধারন সম্পাদক মোঃ সোহেল খান, নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ অনিক সরদার, সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান,যুবলীগ নেতা ওয়াসিম হাওলাদার, সংগঠনের সহ সভাপতি দেলোয়ার হোসেন পান্নু, অর্থ সম্পাদক শাহাদাত ফকির,যুগ্ন সাধারন সম্পাদক আতিকুল ইসলাম আতিক,সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন ,সহ সাংগঠনিক সম্পাদক আসিফ তালুকদার,
এফ এইচ রিভান, দপ্তর সম্পাদক
আব্দুল্লাহ,উপ-প্রচার সম্পাদক গোলাম রাব্বি , জাহিদ হাসান,সহ-অর্থ সম্পাদক রিয়াদ তালুকদার ,সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব মোল্লা, ডোনার ক্লাব সম্পাদক তুহিন,ধর্ম বিষয়ক সম্পাদক, সনাতন দেবাশীষ।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত আফরোজা টেলিকমের মুরাদ খান,সেবা ক্লিনিকের সন্জিব,
ফারজানা ক্লিনিকের বাপ্পি, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সজল, সহিদুল ইসলাম শহিদ, হাসান আলম সুমন, আক্তারুজ্জামান আক্তার, শোভন, নিরব মাহমুদ, রায়হান, সাজ্জাদ, জেমী, সাঈদ প্রমুখ ।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান,আমরা সুবর্ণজয়ন্তীতে ৩৫০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করতে পেরেছি এরজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সবার সহোযোগিতায় ও দোয়া চাই।

নলছিটিতে বিজয়ের সূবর্ণজয়ন্তী উদযাপন

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়।

এরপর সকাল সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় । এছাড়াও মুক্তিযোদ্ধা ইউনিট, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থীবৃন্দ, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর ৯ টায় চায়না মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এসময় নলছিটি উপজেলা চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, পৌর মেয়র আ.ওয়াহেদ খান, নলছিটির থানার অফিসার ইনচার্জ মো.আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।

সকাল সাড়ে ৯ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়। বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানি প্রদান করা হয়।