লালমোহন প্রেসক্লাব এর অর্থ সম্পাদক সাংবাদিক মাকসুদ উল্লাহর পরিবারের উপর হামলা আহত- ৪

লালমোহন( ভোলা)প্রতিনিধি:
লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে লালমোহন প্রেসক্লাব এর অর্থ সম্পাদক ও রিপটার্স ইউনিটির সাবেক সফল সাধারণ সম্পাদক
মাকসুদ উল্লাহ নামে এক সাংবাদিক পরিবারের উপর হামলা করেছে সফি উল্লাহ ও তার পরিবারবর্গ । এতে সাংবাদিক মাকসুদ উল্লাহ ও তার স্ত্রী পৌরসভা সংরক্ষিত  ৪,৫,৬ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর
 পারভীন আক্তার, মেয়ে মাহমুদা, ছেলে সাকিবসহ ৪জন পিটিয়ে গুরুতর  আহত করেন । শনিবার সন্ধ্যা এ হামলার ঘটনা ঘটে। জানাযায়, শনিবার বিকেলে এজমালি পুকুর থেকে সাংবাদিক মাকসুদ উল্লাহর ছেলে সাকিব ২পিচ তেলাপিয়া মাছ ধরে। এতে ক্ষিপ্ত হয়ে অন্য শরীক সফি উল্লাহ ও তার ছেলে শামীম, সাগর ও মোতালেবে মিয়ার ছেলে জিহাদ অতর্কিতভাবে সাংবাদিক মাকসুদ উল্লাহ ও তার পরিবারের উপর হামলাা চালায়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লালমোহনে গৃহবধূর লাশ উদ্ধার

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে শ্বশুর বাড়ির পুকুর থেকে মোসা. জুলেখা বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। জুলেখা ওই এলাকার মো. শাকিলের স্ত্রী। তবে কিভাবে ওই গৃহবধূ পুকুরের পড়েছে তার সঠিক কারণ জানতে পারেনি পুলিশ।
লালমোহন থানার এসআই মো. মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

লালমোহনে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে খরিপ-২/২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এসব কৃষিপণ্য বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এদিন ৩৮৯০ জন কৃষকের হাতে রাসায়নিক সার ও বীজ তুলে দেয়া হয়। উপজেলার প্রায় ৫২০ হেক্টর জমিতে আবাদের লক্ষে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চীনাবাদাম, মূগ, খেসারীর বীজ বিতরণ করা হয়। পরে ১০ জন কৃষকের হাতে কম্বাইন হারভেষ্টারের চাবি তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন প্রমুখ।

ভোলায় জাতীয় সমবায় দিবস পালিত

‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ সকালে ভোলা জেলা প্রশাসন ও  সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক এর সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তৌফিক -ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা সমবায় ইউনিয়নের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম খান। এছাড়া যথাযথ মর্যাদায় লালমোহনসহ অন্যান্য উপজেলায়ও দিবসটি পালন করা হয়।

লালমোহন উপজেলা শ্রমিকলীগের সভাপতির  উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লালমোহন(ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও পুর্ব চর ছকিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন পঞ্চায়েতের উপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদেরকে গ্রেফতারের দাবিতে মানব-বন্ধন করেছে কালমা পর্ব চর ছকিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টায় ফরাজী বাজার ভোলা চরফ্যাশন সড়কে এ মানব-বন্ধন হয়।
উল্লেখ্য, গত ১ নভেম্বর সন্ধ্যায় লালমোহন সদর রোডের চৌরাস্তায় সাবেক দিদার হোটেলের সামনে উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েতের উপর একদল সন্ত্রাসী পুর্ব পরিকপ্লিত ভাবে হামলা করে। এ ঘটনায় উপজেলা শ্রমিকলীগ ও কালমা ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ক্ষোkoভের সৃ্ষ্টি হয়। জাকির হোসেন পাঞ্চায়েত কালমা ইউনিয়ন থেকে আগামীতে চেয়ারম্যান প্রার্থী।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে কালমা ইউনিয়নের আলম বাজারে কয়েক হাজার নারী-পুরুষ প্রতিবাদ সমাবেশ করেছে। প্রতিবাদ সমাবেশে শ্রমিকলীগ সভাপতি জাকির হোসেন বলেন, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে আমি উপজেলা শ্রমিকলীগকে সু সংগঠিত করেছি। এমপি মহোদয়ের আশির্বাদে আমি শ্রমিকলীগের নেতৃত্ব দিচ্ছি। ঘটনারদিন সন্ধ্যায়  একদল সন্ত্রাস পুর্ব পরিকপ্লিত ভাবে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমি এসব সন্ত্রাসীদের বিচার চাই।

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৫৬ জনের পদত্যাগ

ভোলায় কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে কোন্দল দেখা দিয়েছে। এতে সংগঠনটির ৫৬ নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ভোলায় স্বেচ্ছাসেবক দলের পৌর ও সদর উপজেলা কমিটি গঠনের প্রতিবাদে এসব নেতাকর্মী গণপদত্যাগ করেছেন।

শনিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৫৬ নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়ে পুনরায় শক্তিশালী কমিটি গঠনের দাবী জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোনতাসির আলম রবিন চৌধুরী জানান, কোনও কাউন্সিল ছাড়াই কেন্দ্র থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ছাড়া শুধুমাত্র কেন্দ্রীয় যুগ্ন দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরে গত ২৮শে অক্টোবর ভোলা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

নেতাকর্মীরা অভিযোগ করেন, কমিটিতে বিভিন্ন পর্যায়ের নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। ত্যাগী ও রাজপথের আন্দোলনকারীদের বঞ্চিত করে কমিটি দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

এর প্রতিবাদে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন মনির, মো: হাফিজুর রহমান তছলিম, লুকু চৌধুরী, মীর মোস্তাফিজুর রহমান রনিা, মো: মুনতাসির আলম রবিন চৌধুরী, এবিএস সালাম, আলামিন মিঝি, যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,কামাল হোসেন, কামাল হোসেন, কামাল মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন রুবেলসহ ২৮ জন পদত্যাগ করেন।

এছাড়াও, রয়েছেন নতুন ঘোষিত সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো: নাহিয়ান চৌধুরী, আকবর কমান্ডার, মামুন কমান্ডার, মো: ইব্রাহিমসহ ১১ জন এবং নতুন ঘোষিত পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম রনি, মো: মঞ্জুর আলম, শেখ আবদুল বারেক রিপন, মেহেদি হাসান, মো: আলামিন, মো: মাজেদুল হোসেন, আরিফ হোসেনসহ ১৭ জন ।

এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা নতুন আহবায়ক কমিটি বাতিল করে গ্রহণযোগ্য কমিটি দেয়ার দাবি জানান।

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর হিন্দু-মুসলমান পরপস্পরের সাথে সুসম্পর্ক ও সম্প্রীতি বজায় রয়েছে- এমপি শাওন 

লালমোহন ( ভোলা) প্রতিনিধি:
লালমোহনে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে  র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
সুজন-সুশাসনের জন্য নাগরিক লালমোহন উপজেলা কমিটির আয়োজনে এবং লালমোহন প্রেসক্লাবের সহযোগিতায় (২৩ অক্টোবর) শনিবার সকাল ১১টায় লালমোহন প্রেসক্লাব থেকে এ র‌্যালি বের হয়। বেরহয়ে লালমোহন থানার মোড়ে আওয়ামীলীগ অফিসের সামনে গিয়ে শেষ হয়।  র‌্যালি শেষে ভার্চুয়ালে  সংক্ষেপত বক্তব্য  রাখেন প্রধান অতিথির ভোলা-৩ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন(এমপি) এসময়  তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের মতো লালমোহন ও তজুমদ্দিনে কোন সাম্প্রদায়িকতা বিনস্ট হতে দেওয়া হবে না আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর এ এলাকায় হিন্দু-মুসলমান পরপস্পরের সাথে সুসম্পর্ক হয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রয়েছে।  বিএনপি-জামায়াতের ইন্ধনে একটি কুচক্রি মহল মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে তৎপরতা চালিয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে এসব অপতৎপরতা দমন করেছেন।
এ সময় র‌্যালিতে  উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,  পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মঞ্জু  তালুকদার,  লালমোহন মদন মোহন জিউ মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন চন্দ জয়হিন্দ, সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুণ্ড,  ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া,  উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নিয়াজ মুশফিক,কাউন্সিলর জসিম ফরাজী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুর্তজা সজিব, পৌর ছাত্রলীগের আহবায়ক মোঃ রাসেল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিক গণ।

ভোলায় গ্রীস্মকালীন টমেটো চাষে কৃষকদের সাফল্য

মোকাম্মেল হক মিলিন  প্রতিনিধি, ভোলা ।।

 ভোলায় গ্রীস্মকালীন বারি হাউব্রিড টমেটো চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন কৃষকরা। খেতে সুস্বাদু হওয়ায় বাজারে ক্রেতাদের যেমন রযেছে চাহিদা তেমনি বাজার দামও রয়েছেন ভালো। তবে কৃষকরা বলছেন মাত্র ২ মাসে অধিক ফলন আসায় গ্রীস্মকালীন বারি হাইব্রিড-৪,৮,১০ ও ১১ চাষ করে লাভবান  হচ্ছেন তারা।
 
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সরেজমিন গবেষণা বিভাগ ভোলার অফিস সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রনালয়ের অর্থায়নে বাংলাদেশে গী্রস্মকালীন টমেটোর অভিযোজন পরীক্ষা, উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও কমিউনিটি বেসড পাইলট প্রোডাকশন গ্রোগ্রাম শীর্ষক কর্মসূচীর আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সরেজমিন গবেষণা বিভাগ, ভোলা জেলা গত বছর পরীক্ষামূলভাবে তিনজন কৃষকদের দিয়ে বারি হাইব্রিড টমেটো চাষ করেন। পরীক্ষামূলক সফলতা পেয়ে এবছর ভোলা সদর, দৌলতখান ও চরফ্যাশন উপজেলার ১০ জন কৃষক ১ শ’ শতাংশ জমিতে এ জাতের টমেটো চাষ করেন।
 
ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক মোঃ মনির হোসেন জানান, আগে তিনি শীতকালীন টমেটো চাষ করে তেমন লাভবান হতেন না। এবছর ভোলার সরেজমিন গবেষণা বিভাগ থেকে তাকে বীজ, সার-ঔষুদসহ বিভিন্ন সহযোগীতা করায় তিনি ৩০ শতাংশ জমি প্রায় ১ লাখ টাকা খরচ করে বারি হাইব্রিড-৪,৮,১০ ও ১১ জাতের টমেটো চাষ করেছেন।
 
তিনি আরো জানা, এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার টাকার টমেটো বিক্রি করেছি, আরো প্রায় এক থেকে দেড় লাখ টাকা বিক্রি করতে পারবো।
 
দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ২ নম্বর ওয়ার্ডের উত্তর জয়নগর গ্রামের কৃষক মোঃ জাহাঙ্গীর জানান, গ্রীস্মকালীন টমেটো বাজারে কেজি প্রতি আমরা ৬০/৭০ টাকা দামে বিক্রি করতে পারছি। এ টমেটোর ক্ষেতে পোকা-মাকড়ের আক্রমন কম হওয়ায় সার-ঔষুদ বেমি প্রায়োজন হয় না। এছাড়াও পোকা দমনের জন্য আমরা টেপ ব্যবহার করেছি। আমি আশা করছি আগামী বছর আরো বেশি জমিতে গ্রীস্মকালীন টমেটো চাষ করবো।
 
ওই এলাকার সাধারণ কৃষক মোঃ মিন্টু জানান, তাদের এলাকায় বারি হাইব্রিড জাতের টমেটো চাষ করে মনির হোসেন লাভবানের কথা শুনেছি। আমি আশাকরি আগামীতে এ জাতের টমেটো চাষ করবো।
 
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ ভোলার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসান জানান, আমরা কৃষকদের গ্রীস্মকালীন টমেটো চাষে কৃষকদের বীজ, সার-ঔষুদসহ বিভিন্ন ধরণের সহযোগীতা করেছি। কৃষকরা টমেটো চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন। এছাড়াও অনেক নতুন নতুন অনেক কৃষক বারি হাইব্রিড টমেটো চাষ করার আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা আগামীতে আরো বেশি জমিতে ও বেশি কৃষকদের দিয়ে এ টমেটোর চাষ করাবো।
 
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ জানান, নভেম্বর পর্যন্ত গ্রীস্মকালীন টমেটোর ক্ষেতে ফুল ফুটবে এবং নভেম্বরের শেষ পর্যন্ত তারা বিক্রি করে ভালো দামে পারবেন। এ টমেটো চাষে এবছর কৃষকদের যে অভিজ্ঞতা হয়েছে তা আগামীতে কাজে লাগিয়ে বেশি টমেটো চাষ করে বেশি পরিমাণ লাভবান হবে কৃষকরা।

ভোলায় ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ

ভোলা জেলা শহরের ফুটপাত এবং সড়কের উপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা পৌরসভার উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এই উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছেন।

স্থানীয়রা জানায় জেলা শহরের নতুন বাজার, সদর রোডসহ বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা-প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। তাছাড়া বিভিন্ন মার্কেটের দোকানিরাও তাদের অনেক মালামাল ফুটপাতের উপর রাখে। এতে লোকজনের চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া অনেক সময় শহরে যানজট লেগে যায়।

পৌর কর্তৃপক্ষ জানায়, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনগণের নিরাপদ চলাচলের জন্য উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এটা ধারাবাহিক চলমান একটি কার্যক্রম।

 

এদিকে, পৌরকর্তৃপক্ষের এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানানো হয়েছে। পাশাপাশি নতুন বাজারের কবি মোজাম্মেল হক টাউন হলের সামনের খোলা চত্বরটিকেও উচ্ছেদ অভিযানের আওতায় এনে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের দাবি জানানো হয়।

ভোলায় মহানবীকে নিয়ে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান

ভোলা প্রতিনিধি ॥ ভোলায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি বিষোদগার ও কু-রুচিপূর্ণ আবমাননাকর মন্তব্যকারী গৌরাঙ্গ চন্দ্রদে’র সর্বোচ্চ শাস্তিসহ মহান আল্লাহ, রাসূল (সাঃ) ও ইসলাম নিয়ে কাটক্ষকারী তথা ইসলামধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাশসহ ৩ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সংগঠনটির সভাপতি মাওলানা আবদুর রহমান খানের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের হাতে স্মারকলিপি তুলে দেন।
৩ দফা দাবিগুলো হলো- অনতিবিলম্বে আল্লাহ, রাসুল ও ইসলাম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে সংসদে আইন পাশ করতে হবে। গৌরাঙ্গ চন্দ্র দে’র বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। ভোলাসহ সারাদেশে আল্লাহ, রাসুল ও ইসলাম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদার, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, সহ-সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, উপদেষ্টা মাওলানা মহিউদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহ, মাওলানা মীর বেলায়েত হোসেন, মাওলানা আতাউর রহমান মোমতাজি, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা নূরুল আমিন, সহ-প্রচার সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক এইচ এম ইব্রাহীম, কার্যকরী সদস্য মাওলানা মোঃ আব্দুল লতিফ, মাওলানা মোঃ মাকসুদ উল্লাহ, মুহাদ্দিস আমীনুল হক নোমানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে কর্তৃক ফেইসবুকের ম্যাসেঞ্জারে মহানবী (সঃ) কে অবমাননা করা হয়। এই ঘটনায় ভোলার তৌহিদি জনতা গৌরাঙ্গের সর্বোচ্চ শাস্তির দাবী জানান। এই ঘটনায় পুলিশ গৌরাঙ্গ কে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।