অনলাইন গেমে আসক্ত স্কুল কলেজের শিক্ষার্থীরা, অবিভাবকরা আতঙ্কিত সন্তানের ভবিষ্যৎ নিয়ে!

মোঃ মিরাজুল ইসলাম:
করোনা কালে স্কুল কলেজ বন্ধ থাকায় দিন দিন স্কুল কলেজের ছেলে-মেয়েরা অনলাইন গেমস্ খেলার প্রতি আসক্ত হয়ে পড়ছে। এতে যেমন তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন হুমকির মুখে পড়ছে, তেমনি ভবিষ্যতে তাদের অনেকে শারীরিক ও মানসিক সমস্যা সম্মুখীন হবে বলে আশঙ্কা করছেন মনোবিজ্ঞানীরা।

স্কুল কলেজ বন্ধ থাকায় ছেলে-মেয়েরা বিভিন্ন অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে। অনলাইন গেমগুলো জুয়ার মত খেলতে হয়। যেমন ফ্রী ফায়ার গেম খেলতে হলে ১০০ ডায়মন্ড কিনতে দরকার হয় ৮০ টাকা। বাংলাদেশে ফ্রী ফায়ার গেম খেলে ১৪ লাখের অধিক লোক যাদের অধিকাংশ স্কুল কলেজের শিক্ষার্থী।

 

এমনকি এই গেমের আইডি ৫০০ টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত ক্রয়-বিক্রয় হয়। কয়েকজন গেইমার প্রতিবেদককে জানিয়েছে, গেইম খেলার ফলে তাদের অনেকের অনিদ্রা দেখা দিয়েছে। গেমে হারলে মানসিক অবস্থা খিটখিটে হয়ে যায়। তারপর গেম খেলার টাকা জোগাড় করার জন্য বিভিন্ন অপরাধ মুলক কাজে জড়িয়ে পড়ে। পরিবারে অশান্তি সৃষ্টি করে।

 

ইতিমধ্যে এই গেইম খেলায় আসক্ত হয়ে গাজীপুরের কাশিমপুরে একটি ছেলে আত্মহত্যা করছে। অভিবাবকদের দাবি, অবিলম্বে এই গেইম বাংলাদেশে বন্ধ করে দেওয়া হোক অথবা টিনএজ স্কুল কলেজের ছেলেমেয়েরা যেন খেলতে না পারে সেই ব্যবস্থা করা হোক। তাহলে অনেক ছেলে-মেয়ের জীবন রক্ষা পাবে এই ভয়ংকর গেমের হাত থেকে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এসব অনলাইন গেম সম্পর্কে ভেবে দেখার অনুরোধ জানিয়েছে সুশীল সমাজের ব্যক্তিরা।

ডাঃ তাওহীদ হোসেন এই বিষয়ে বলেন গেমের প্রভাবে ছেলে-মেয়েদের মানসিক বিকাশে সমস্যা হয়। চোখে সমস্যা দেখা দেয় এছাড়াও তারা বাসায় একা একা অনলাইনে বিভিন্ন কিলিং মিশনের গেম খেলে তাদের কাছে হত্যা ও অপরাধ মনে হয় না। তারপর অনলাইনে পর্ন রিলেটেড গেম আছে ঐগুলো খেলে নারীদের পোশাক আসাকের প্রতি ছেল- মেয়েদের সম্মান কমে যাচ্ছে। এর প্রভাবে তারা ধর্ষনের মত জঘন্য কাজেও জড়িয়ে পড়ে।

২৮ বছর ধরে বেতন বঞ্চিত বেসরকারি অনার্স মাস্টার্স শিক্ষকেরা

২৮ বছর ধরে বেতন বঞ্চিত উচ্চশিক্ষা স্তরে বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকেরা নীতিমালা না থাকাই প্রধান অন্তরায় দেশের উচ্চশিক্ষা গ্রাম অঞ্চলের গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে দিতে ১৯৯৩ সাল হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বেসরকারি কলেজ গুলোতে অনার্স-মাস্টার্স কোর্স চালু করা হয় । কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিগত বিএনপি সরকারের ভ্রান্ত জনবল নীতিমালা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের খামখেয়ালিপনার কারণে যে উদ্দেশ্য নিয়ে এই কোর্স চালু করা হয় তা বাস্তবায়ন না হয়ে এখন কলেজ গুলোতে ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে ।

এর মূল কারণ হলো অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের “জনবল কাঠামো/ নীতিমালাতে ” অন্তর্ভুক্ত না করা । শিক্ষকদের বেতনের নাম করে গরীব ছাত্রছাত্রীদের নিকট হতে মাসে ৫০০ থেকে ১৫০০ টাকা করে বেতন নেওয়া হলেও শিক্ষকদের বেতন বাবদ কলেজ ভেদে ২০০০ থেকে ১০০০০ টাকা করে দেওয়া হয়। যা একজন শিক্ষকের বতর্মান বাজার দরে জীবন ধারণ করা অত্যন্ত কষ্টকর। শুরুতে কলেজের সংখ্যা গুটি কয়েক হলেও ২০১৮ সাল পর্যন্ত তা ৫০০ ছাড়িয়ে যায় ।

২০১৮ সালে বেসরকারি কলেজ গুলো জাতীয়করণ করার পর বতর্মানে অনার্স-মাস্টার্স পাঠদানরত কলেজের সংখ্যা ৩১৫ টি । দীর্ঘ আটাশ বৎসরের বঞ্চনার এই দাবী আদায়ে শিক্ষকেরা বিভিন্ন সময় সভা, সমাবেশ, মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করে। শিক্ষকদের এমপিও প্রদানের মূল সমস্যা জনবল কাঠামো হলেও দীর্ঘ আটাশ বৎসরে বঞ্চনার দাবির পক্ষে বেশ কিছু যৌক্তিক বিষয় নিম্নে তুলে ধরা হলো : ১৷ মাননীয় প্রধানমন্ত্রী কতৃক শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির বিষয়ে দুটি নির্দেশনা (২০১৪\২০১৭) প্রদান করে ।

কিন্তু শিক্ষা মন্ত্রনালয় মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা উপেক্ষা করে শিক্ষকদের বঞ্চিত করে রেখেছে । ২৷ দশম জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১১ ও ১২ তম বৈঠকে শিক্ষকদের এমপিওভুক্ত বিষয়ে দুটি সুপারিশ প্রদান করে । কিন্তু এই সুপারিশ শিক্ষা মন্ত্রনালয় বাস্তবায়ন না করে উচ্চ শ্রেণীর এই শিক্ষকদের বেতন বঞ্চিত করে রেখেছে ।

৩৷ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক দুজন মহাপরিচালক জনাব প্রফেসর ফাহিমা খাতুন/২০১৫ ও জনাব প্রফেসর এস এম ওয়াহিদুজামান/২০১৭ মহোদয়গণ মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনার আলোকে অনার্স মাস্টার্স শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির জন্য সুপারিশ সহ আর্থিক খরচ কত হবে তা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রনালয়ে চিঠি দেন । কিন্তু শিক্ষা মন্ত্রনালয় সেই চিঠিও আমলে না নিয়ে শিক্ষকদের বেতন বঞ্চিত করে রেখেছে ।

৪৷ ১৯৯৩ সালের পরে তৎকালীন বিএনপি সরকারের আমলে সরকারি একক আদেশে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জিবিজি কলেজ সহ দেশের বেশ কয়েকটি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির ব্যবস্থা করে কিন্তু জনবল কাঠামোতে অনার্স মাস্টার্স স্তর অন্তর্ভুক্ত না করার অন্য কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকেরা যুগের পর যুগ ধরে বেতন বঞ্চিত হয়ে আসছে । ৫৷ অনার্স মাস্টার্স শিক্ষকদের ন্যায় একই পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত জনবল কাঠামোর বাইরে থাকা ডিগ্রীর তৃতীয় শিক্ষকেরা ২০১০ সালের পূর্বে নিয়োগ প্রাপ্তরা এমপিওভুক্তি হতে পেরেছে এছাড়া ২০১০ সালের পরে নিয়োগকৃতদের এমপিও প্রদানের জন্য শিক্ষা মন্ত্রনালয় আর্থিক হিসাব প্রদান সহ প্রক্রিয়াধীন রয়েছে । অথচ উচ্চশিক্ষা দানে নিয়োজিত অনার্স মাস্টার্স শিক্ষকদের বারবার শিক্ষা মন্ত্রনালয় উপেক্ষিত করেছে। ৬৷ একই সরকারি নিয়ম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সদ্য জাতীয়করণ কলেজের বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকেরা জাতীয়করণে অন্তর্ভুক্তির সুযোগ পেয়েছে ।

অথচ বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স স্তরের শিক্ষকেরা নূন্যতম এমপিওভুক্তির সুবিধা থেকে বঞ্চিত রয়েছে । যা সংবিধান পরিপন্থী । ৭৷ মাদ্রাসা পর্যায়ে বেসরকারি ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিও প্রদানের ব্যবস্থা রয়েছে । অথচ একই সমমান পর্যায়ে শিক্ষা প্রদান করে বেসরকারি অনার্স মাস্টার্স কলেজের শিক্ষকেরা দীর্ঘ আটাশ বছর ধরে জনবল কাঠামো ও এমপিও হতে বঞ্চিত রয়েছে । ৮৷ কলেজ কতৃপক্ষ কতৃক তথ্য অনুযায়ী বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স স্তরে এনটিআরসিএ’র মাধ্যমে বেশ কিছু শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ।

কিন্তু সে সকল শিক্ষকেরাও বেতন বঞ্চিত । তাই মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার শিক্ষকতা পেশায় আসতে আকৃষ্ট করতে ও মান সম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে বেসরকারি অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও দেওয়া সময়ের দাবি । ০৯৷ একই এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যেখানে ইন্টারমিডিয়েট ও ডিগ্রী শিক্ষকেরা এমপিওভুক্ত হতে পারেন তাহলে অনার্স-মাস্টার্স শিক্ষকেরা তাদের চেয়ে বেশী পরিশ্রম করে কেন এমপিও বঞ্চিত থাকবে ? ১০৷

সকলের জন্য শিক্ষা নিশ্চিত করনে সরকার যেখানে সকল স্তরে শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়া জন্য কাজ করছে সেখানে উচ্চ শিক্ষা স্তরে বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষার্থীদের নিকট অধিক হারে বেতন আদায় কতটা যৌক্তিক হচ্ছে? ১১৷ শিক্ষার্থীদের নিকট হইতে অধিক হারে বেতন আদায়ের পরেও শতভাগ বেতনের কথা উল্লেখ করে নিয়োগ দানের পর শিক্ষকদের মাসে ২০০০-১০০০০ টাকা বেতন দেওয়া কতটা মানবিক ? ১২৷ একই বেসরকারি প্রতিষ্ঠানে যেখানে ডিগ্রী স্তরে ২১ বিষয় পাঠদানের জন্য শিক্ষক এমপিওভুক্ত হতে পারে ৩ জন । অন্যদিকে অনার্স স্তরে ৩০ টি বিষয় পাঠদান করেও একজনও এমপিওভুক্ত হতে পারে না ।

যা সবচেয়ে অমানবিক বিষয়। ১৩৷ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষার্থীদের মাসিক বেতন ৫০০-১৫০০ টাকা আর সরকারি কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন ২৫ টাকা । এক দেশে দ্বৈত নীতি ও শিক্ষা ব্যবস্থায় এমন বৈষম্য থাকলে সবার জন্য শিক্ষা নিশ্চিত করণ কিভাবে সম্ভব ।

দাম কমতে পারে যেসব পণ্যের

‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি ক্ষমতাসীন সরকারের চলতি মেয়াদের দ্বিতীয় এবং দেশের ৪৯তম বাজেট।

অর্থমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো আ হ ম মুস্তফা কামালের উত্থাপিত এই বাজেটে কিছু পণ্যে শুল্ক ও করহার কমানোর পাশাপাশি অব্যাহতি দেয়ার প্রস্তাব করা হয়েছে। ফলে কমতে পারে এসব পণ্যের দাম।

প্রস্তাবিত বাজেটে অটোমোবাইল, ফ্রিজ, এসির ওপর মূল্য সংযোজনের (মূসক) অব্যাহতি দেয়া হয়েছে। ফলে এসব পণ্যের দাম কমতে পারে।

একই কারণে দাম কমতে পারে দেশীয় সর্ষের তেলের। স্বর্ণ আমদানিতেও মূসক অব্যাহতি দেয়া হয়েছ। ফলে স্বর্ণের দাম কমতে পারে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন-চাল, আটা, আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি স্থানীয় পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তনের সর্বোচ্চ হার পাঁচ শতাংশ, যা ভিত্তিমূল্য নির্বিশেষে দুই শতাংশে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে রসুন ও চিনি আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

কাপড় পরিষ্কার করার ডিটারজেন্টের দামও কমতে পারে। প্রস্তাবি বাজেটে ডিটারজেন্টের কাঁচামালের ওপর শুল্ক কমানোর ঘোষণা দেয়া হয়েছে। শুল্ক কমানো হয়েছে ইস্পাত শিল্পের রিফ্রাক্টরি সিমেন্টের ওপরও।

পাদুকা শিল্প ও টেক্সটাইল ফেব্রিসের বিভিন্ন সরঞ্জামাদিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

রেফ্রিজারেটর ও এসির কাঁচামাল আমদানিতে বর্তমান যে রেয়াতি সুবিধা রয়েছে তা বাড়ানোর প্রস্তাব করা হয়ছে। ফলে রেফ্রিজারেটর ও এসির দাম কমতে পারে। দাম কতে পারে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের। কারণ এসব পণ্যের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছ

কৃষিপণ্য রোলার চেইন, বল-বেয়ারিং, এমএস শিট, গিয়ার বক্স ও পার্টস, টায়ার-টিউবের শুল্ক কমানো হয়েছে প্রস্তাবিত বাজেটে। ফলে এসব পণ্যের দামও কমতে পারে।

সয়াবিন তেলের কেকের শুল্ক পাঁচ শতাংশ থেকে কমিয়ে শূন্য ও সয়া প্রোটিনের ক্ষেত্রে ১০ শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

দেশীয় শিল্পের প্রতিরক্ষণে মর্টার, ফটো সেনসেটিভ প্লেটের শুল্ক পাঁচ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়। এছাড়া কম্প্রেসার শিল্পে লুব্রিকেটিং বা কাটিং ওয়েল এবং বিটুমিন মিনারেল ওয়েলের শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

ডাঃ মুরাদ হাসান ভাইরাল না হওয়া একজন নিরব সেবক

মুদ্রার এপিঠ—-ওপিঠ, স্মার্ট উদ্দ্যোক্তা। ভাইরাল না হওয়া কিছু সংবাদের শিরোনাম। ফোটশেসনে সীমাবদ্ধ কাজ না করে সময় উপযোগী কিছু কাজের উদাহরন। তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, গত একমাস তার নির্বাচনী এলাকা সরিষাবাড়িতে যে ভাবে কাজ করে যাচ্ছেন তা প্রসংশার দাবীদার।

উনি ভোটের সময় যে ভাবে নির্বাচনী এলাকায় ভোট চেয়েছেন ঠিক একই ভাবে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে এাণ বিতরন করেছেন, কোন রকম জনসমাগম ছাড়া। →ধান কাটার জন্য ধান খেতেও নেমেছেন, তবে কাস্তে হাতে নিয়ে নয়, ধান কাটার মেশিন নিয়ে। →সরিষাবাড়ীতে কৃষকদের বিনামুল্যে সবজি বীজ বিতরন করেছেন। যেটা দুর্যোগ পরবর্তী মোকাবেলার আগাম প্রস্তুতি। →বৃহত্তর জামালপুরে RT-PCR মেশিন স্থাপনের ফলে ২ কোটি মানুষ করোনা সেবার আওতায় এসেছে। →২৪ ঘন্টা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেন্টার যার নাম “আমার ডাক্তার” সাথেই আছে সারাক্ষণ । →সময় উপযোগী পদক্ষেপ। এই গুলো বেশী বেশী ফটোশেসন করেন, প্রচার করেন।

মানুষ এই গুলো দেখে শান্তি পায়। দেখতে পছন্দ করে। মানুষ চাইলে কিনা করতে পারে। এটাই তার উদাহরন। অন্য দিকে কিছু মানুষ কথা বলতে পারে না, তার পরও টিভির সামনে এসে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো ভে…ভে… করতেই হবে—-? কেন ভাই—? মানুষ কথা নয় কাজ দেখতে চায়। তামাশার রাজনীতি বন্ধ করেন। যারা ভালো কাজ করছে তাদের কাছে শিখেন। এমপি মাশরাফি, শেখার আছে তার কাছথেকে। এমপি তন্ময়, গর্ভবতী মাদের পুষ্টিকর খাবার সরবরাহ করেছে।

Out of Box চিন্তা ধারা। ভালো মানুষ হওয়াটা জরুরী। ভালো মানুষ হলে, ভাল নেতা এমনিতেই হবেন। অবাক লাগে, এই দুর্যোগের সময় প্রধান মন্ত্রী আপনাদেরকে মুখে তুলে খায়িয়ে দিচ্ছে কিন্তু আপনারা সেটাও হযম করতে পারছেন না। তার আগেই আপনাদের পোশা চোর গুলো লুটেপুটে খাচ্ছে। অনেকেই Out of Box কাজ করছে। তাদের কাছ থেকে শিখেন। চুরি করতে লজ্জা লাগেনা, শিখতে লজ্জা লাগে—? সীমিত সংক্ষক গাধা আর চোরদের কারনে ভালো কাজ গুলো হারিয়ে যাচ্ছে। তার পরও এই ভালো মানুষ গুলোর কারনে আজও আশার প্রদীপ জ্বলে।

৩রা মে মুক্ত গণমাধ্যম দিবস

আজ ৩ মে, মুক্ত গণমাধ্যম দিবস, প্রতিবছর এ দিনটিতে বরিশাল রিপোর্টার্স ইউনিটি আয়োজন করে নানা আয়োজন। এ বছর করোনা পরিস্থিতির কারনে এ ধরনের আয়োজন সম্ভব হচ্ছে না। তবে করোনার সময়ে মুক্ত সাংবাদিকতা, এমন কি সাংবাদিকদের পেশা নিয়ে বেচে থাকাই এখন দুরুহ অবস্থায় দাড়িয়েছে। বর্তমানে ৪৫ জনের বেশি সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছে। একজন সিনিয়র সাংবাদিক সহ ২ জন সাংবাদিক ইতোমধ্যে দু:খজনক ভাবে মারা গেছে।

অধিকাংশ পত্রিকার প্রিন্ট কপি বন্ধ রয়েছে। করোনার সময়েও বিভিন্ন পত্রিকা বন্ধ করা হচ্ছে, অনেক ক্ষেত্রে চাকুরী চ্যুতির ঘটনা ঘটেছে। ত্রাণ নিয়ে রিপোর্টিং এর কারনে ভোলা সহ সারাদেশে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। নংরসিংদী সহ বিভিন্ন জেলায় ডিজিটাল সিকিরুটি এ্যাক্ট এর আইনে মামলা দায়ের করা হচ্ছে। সব মিলিয়ে এক অসহনীয়, দুর্বিপাক, অস্বাভাবিক পরিস্থিতি, সেই সাথে করোনার ছোবল, গণমাধ্যমে চাকুরীর অনিশ্চিয়তা, বেতন বকেয়া থাকা বা বন্ধ হয়ে যাওয়া, এক অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি করেছে। বরিশাল রিপোর্টার্স ইউনিটি এই দিবস কে সামনে রেখে সাংবাদিকদের যেমন সুস্থতা কামনা করছে, সেই সাথে তার নিয়মিত বেতন ভাতা, ও চাকুরীর নিশ্চয়তার আহবান জানাচ্ছে।

সম্প্রতি প্রধাণমন্ত্রীর প্রণেদনায় মুক্ত সাংবাদিকতা অব্যাহত রেখেই সাংবাদিকদের কল্যানণ একটি অংশ ব্যায় করার দাবী জানাচ্ছে।সাংবাদিকদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হলে তার উপযুক্ত ব্যায়ভার কতৃপক্ষ বা রাস্ট্রকে বহন করার দাবী জানাচ্ছে। কারো মৃত্যু হলে কতৃপক্ষ বা সরকারকে ঐ পরিবারের পাশে থেকে আর্থিক সহায়তা প্রদানের দাবী জানাচ্ছে। সম্প্রতি সাংবাদিকতার সূচকে এক ধাপ নেমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটি মনে করে, দেশের এই পরিস্থিতিতে মুক্ত সাংবাদিকতাই পারে সকল পর্যায়ে সমস্যা নিরসনে আলোক বর্তিকা হয়ে পথ দেখাতে।সাংবাদিকতার স্বাধীনতার মাধ্যমে দূর করা সম্ভব, সামাজিক অন্যায়, অবিচার দূনির্তী, আর সবলের অত্যাচার। মুক্ত গণমাধ্যম দিবসে সকলকে আবারো শুভেচ্ছা।

সুশান্ত ঘোষ সভাপতি,
বরিশাল রিপোর্টার্স ইউনিটি
মিথুন সাহা সম্পাদক,
বরিশাল রিপোর্টার্স ইউনিটি ৩ মে,২০২০

ভ্যাকসিন তৈরিতে অক্সফোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হলো অ্যাস্ট্রাজেনেকা

অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে হাত মিলিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। যুক্তরাজ্যের বৃহৎ এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ব্যাপক হারে ভ্যাকসিন তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়েছে।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কোনো মুনাফা ছাড়াই অ্যাস্ট্রাজেনেকা ব্যাপকহারে ভ্যাকসিন উৎপাদন করবে। লক্ষ্য একটাই— বিশ্বের সবর্ত্র ভ্যাকসিন পৌঁছে দেওয়া।

অক্সফোর্ডের তৈরি এ ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে ChAdOx1 nCoV-19। গত সপ্তাহে মানব শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক ট্রায়াল শুরু হয়েছে। ভ্যাকসিন কার্যকার কি না, তা জুন মাসেই জানা যাবে। কার্যকর প্রমাণিত হলেই যত দ্রুত সম্ভব এর অনুমোদন দেবে যুক্তরাজ্যে সরকার।

এ দুই প্রতিষ্ঠানের চুক্তির বিষয়ে স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেন, আগামী সপ্তাহেই এই চুক্তি চূড়ান্ত হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, এই উদ্যোগে তারা কোনো লাভ করবে না। শুধুমাত্র উৎপাদন ও বন্টনের খরচ নেবে।

এদিকে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা আসছে জুনেই মানব শরীরে অন্য আরেকটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে।

বিশ্বব্যাপী লকডাউনে কমেছে দূষণ, সেরে উঠছে ওজন স্তরের ক্ষত

অনলাইন ডেস্ক:
বিশ্বব্যাপী লকডাউনে কমেছে দূষণ। কলকারখানা, যানবহন বন্ধ থাকায় অতিরিক্ত কার্বন নিঃসরণ কমেছে। আর এতে ওজন স্তরের বিশাল গর্ত বন্ধ হতে শুরু করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএন জানায়, বায়ু দূষণের ফলে ওজন স্তরে ১ মিলিয়ন বর্গ কিলোমিটারের একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল। টানা লকডাউনে কার্বন নিঃসরণ কমে যাওয়ায় গর্তটি বন্ধ হতে শুরু করেছে। এই গর্তের ফলে পৃথিবীর মানুষ বিরাট হুমকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করে বিজ্ঞানীরা।সূর্যের অতিবেগুনী রশ্মি এই স্তর শোষণ করে নেয়


কোপারনিকাসের বায়ুমণ্ডল নিরীক্ষণ পরিষেবার (সিএএমএস) এক দল বিজ্ঞানী গর্তটি আবিষ্কার করেছিলেন। তারা গত সপ্তাহের শেষের দিকে বলেন, ওজন স্তরের এই বিশাল গর্তের জন্য মানুষের ক্রিয়াকলাপই দায়ী। আর মানুষ নিজেই নিজেদের বিপদ ডেকে নিয়ে এসেছিল। তবে আশার কথা হলো- বিশ্বব্যাপী লকডাউনে ওজন স্তরের এই বিশাল গর্ত বন্ধ হতে শুরু করেছে। গর্তটি বিশাল ছিল— প্রায় ১১ মাইল বিস্তৃত পথ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পাওয়া যায়।

 ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী


ওজন স্তর হলো পৃথিবীর বায়ুমন্ডলের একটি স্তর। যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে। সূর্য থেকে আগত ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বা অতিবেগুনী রশ্মি এই স্তর শোষণ করে নেয়। সূর্যের এই অতিবেগুনী রশ্মি মানুষ, প্রাণী ও উদ্ভিদের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিবেগুনী রশ্মি মানব দেহের ত্বকে ক্যান্সার, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, প্রজনন ক্ষমতা হ্রাস, গড় আয়ু হ্রাস, চোখে ছানি পড়াসহ অন্যান্য রোগ ব্যাধির সৃষ্টি করে।

সেরে উঠেছে ওজন স্তরের ক্ষত


ওজোন স্তরের ক্ষতি প্রাকৃতিক কারণেও হয়ে থাকে তবে এর পিছনে মূলত মনুষ্যসৃষ্ট কারণগুলোই বেশি দায়ী। ১৯৯৫ সালের পর থেকে ওজোন স্তর ক্ষয়ের জন্য ক্লোরোফ্লোরোকার্বনকে দায়ী করা হয়। কলকারখানা-যানবাহনের বিষাক্ত কালো ধোঁয়া থেকে সবচেয়ে বেশি ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয়।

সূত্র: সিএনএন

ইতালী আওয়ামী লীগের নেতা এম এ রব মিন্টুর উদ্যোগে মুলাদীতে ত্রান বিতরন

নিজস্ব প্রতিবেদক : দৈনিক সাহসী বার্তার উপদেস্টা ,ইতালী আওয়ামীলীগের নেতা বিশিষ্ট ব্যবসায়ী এম এ রব মিন্টু তার একান্ত ব্যক্তিগত উদ্যোগে গত মঙ্গল ও বুধবার তার নিজ উদ্যোগে বরিশালের মুলাদী উপজেলার গাউচ্ছা ও চরলেখা ইউনিয়নে ৫০০ অসহায় পরিবারের মধ্যে ন্যুনতম ১৫ দিনের খাবার ( চাল ডাল আলু তৈল) বিতরন করেন।

এর আগেও এম এ রব মিন্টুর উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।মুলাদীর গাউচ্ছায় তার নিজের বাসা হতে তার আম্মার তত্ববধানে রব মিন্টুর নিজস্ব লোকরা তালিকানুযায়ী বাড়ী বাড়ী পৌছে দিয়ে আসে।এর ফলে উক্ত ৫০০ পরিবারের ১৫ দিনের খাবার নিশ্চিতে খেতে পারবে।এম এ রব মিন্টু জাতীয় দূ্র্যোগে এলাকায় অসহায়দেয় পাশে সব সময়ই সাহায্যের হাত বাড়িয়ে ূেন। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবসী।

ভারতে বাদুড়ের শরীরে মিলল করোনাভাইরাস

অনলাইন ডেস্ক:
বিশ্ব যখন নভেল করোনাভাইরাসের কারণে টালমাটাল অবস্থায় পড়েছে তখন ভারতের মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (আইসিএমআর) গবেষকরা নতুন একটি তথ্য দিলেন। আইসিএমআরের গবেষকরা বলেছেন, তারা কেরালা, হিমাচল প্রদেশ, পুদুচেরি এবং তামিলনাড়ুর দুই প্রজাতির বাদুড়ের মধ্যে ভিন্ন ধরনের এক করোনাভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। ভারতীয় এই বিজ্ঞানীরা বাদুড়ের শরীরে খুঁজে পাওয়া এই ভাইরাসের নাম দিয়েছেন ব্যাট করোনাভাইরাস (বিটি-কোভ)।

এই গবেষক দলের সদস্য এবং পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির বিজ্ঞানী ডা. প্রজ্ঞা ডি যাদব বলেছেন, এই ব্যাট করোনাভাইরাস মানব দেহে কোনো রোগ সৃষ্টি করতে পারে কিনা, সেব্যাপারে এখনও কোনো প্রমাণ কিংবা গবেষণা নেই।

আইসিএমআরের বিজ্ঞানীদের করোনাভাইরাস নিয়ে নতুন এই গবেষণা ইন্ডিয়ান জার্নাল অব মেডিক্যাল রিসার্চে প্রকাশিত হয়েছে। কেরালা, হিমাচল প্রদেশ, পুদুচেরি এবং তামিলনাড়ুর রোসেটাস ও টেরোপাস প্রজাতির ২৫টি বাদুড়ের শরীর পরীক্ষার ফল বিটি-কোভ পজিটিভ পাওয়া গেছে।

যাদব বলেন, এই ব্যাট করোনাভাইরাসের সঙ্গে কোভিড-১৯ মহামারির জন্য দায়ী সার্স-কোভ২ ভাইরাসের কোনো সম্পর্ক নেই। তবে ২০১৮ এবং ২০১৯ সালে কেরালায় টেরোপাস প্রজাতির বাদুড়ের শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

ভারতের বিভিন্ন প্রদেশের রোসেটাস ও টেরোপাস প্রজাতির বাদুড়ের শরীরের করোনাভাইরাস শনাক্তকরণ শীর্ষক এই গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন, প্রাকৃতিকভাবেই বাদুড়কে অনেক ভাইরাসের জলাধার মনে করা হয়। এর মধ্যে কিছু ভাইরাস মানবদেহে সংক্রমণ ঘটায়। অতীতে ভারতে টেরোপাস প্রজাতির বাদুড়ের মাধ্যমে নিপাহ ভাইরাস প্রাদুর্ভাব শুরু হয়েছিল। ধারণা করা হচ্ছে, সম্প্রতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনাভাইরাস ২ (সার্স-কোভ-২) এর সঙ্গে বাদুড়ের সম্পর্ক রয়েছে।

গবেষণায় বলা হয়েছে, বর্তমানে জনসংখ্যা কাঠামো এবং বাস্তুসংস্থান সংক্রান্ত কৌশলগুলোতে পরিবর্তন আসায় বাদুড়ের সঙ্গে অন্যান্য প্রাণী এবং মানুষের সংস্পর্শ ঠেকানো প্রায় চ্যালেঞ্জিং। বাদুড়ের সঙ্গে সংশ্লিষ্ট ভাইরাসজনিত প্রাদুর্ভাব এড়ানোর জন্য প্রতিনিয়ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নিরবিচ্ছিন্ন নজরদারি দরকার বলে পরামর্শ দিয়েছেন ভারতীয় এই বিজ্ঞানীরা।

গবেষকরা বলেছেন, যদিও একই গোত্রের বিভিন্ন করোনাভাইরাস বাদুড়ের শরীরে থাকলেও ক্লিনিক্যাল কোনো উপসর্গ প্রকাশ পায় না। তবে মানবদেহ এবং অন্যান্য প্রাণীর মধ্যে এই ভাইরাসগুলো সংক্রমণ ঘটালে তীব্র শ্বাসকষ্ট, ফুসফুসে প্রদাহ এবং অন্যান্য নিউরোলজিক রোগ হতে পারে। তবে অল্প কিছু করোনাভাইরাস কেন শুধুমাত্র মানবদেহেই সংক্রমণ ঘটায় সেব্যাপারে এখনও কোনো ধরনের বোঝাপড়ায় পৌঁছাতে পারেননি বিজ্ঞানীরা।

বাদুড়ের শরীরে জিনেটিক সংক্রমণের ব্যাপারে আরও নজরদারির ওপর জোর দিয়েছেন ভারতীয় এই বিজ্ঞানীরা। এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যাওয়ায় ভারতের ওই সব অঞ্চলের মানুষ ও প্রাণীর শরীরের অ্যান্টিবডি পরীক্ষার সুপারিশ করেছেন তারা।

এছাড়া এই ভাইরাস যদি মানব দেহে সংক্রমণ ঘটিয়ে মহামারি পরিস্থিতি তৈরি করে তাহলে সেই বিষয়ে এখনই নজরদারি বাড়ানো উচিত বলে গবেষকরা সতর্ক করে দিয়েছেন। এ জন্য দেশটির বন্যপ্রাণী, পোল্ট্রি, পশুপালন ও মানব স্বাস্থ্য বিভাগকে একসঙ্গে কাজ শুরু করার তাগিদ দিয়েছেন বিজ্ঞানীরা।

ডা. যাদব বলেন, শেষ অবধি, আমাদের গবেষণায় ভারতীয় দুই প্রজাতির বাদুড়ের শরীরে বিটি-কোভ শনাক্ত হয়েছে।মহামারির শঙ্কা মাথায় রেখে নভেল ভাইরাসসমূহ সনাক্ত করতে নিরবিচ্ছিন্ন সক্রিয় নজরদারি প্রয়োজন।

তিনি বলেন, কেরালা, হিমাচল প্রদেশ, পুদুচেরি ও তামিলনাড়ুর রোসেটাস ও টেরোপাস প্রজাতির বাদুড়ের গলা এবং মলদ্বার থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় ভিন্ন ধরনের এই ভাইরাসটি পাওয়া গেছে। তবে কর্ণাটক, চন্ডিগর, পাঞ্জাব, তেলেঙ্গানা, গুজরাট এবং ওডিশ্যা থেকে এই প্রজাতির বাঁদুড়ের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

সূত্র : ইন্ডিয়া ট্যুডে।

কলকাতার পার্ক স্ট্রিটে ভাড়া থাকতেন বঙ্গবন্ধুর খুনী মাজেদ

অনলাইন ডেস্ক:
গত ৭ এপ্রিল ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদকে। এরপর আইনি প্রক্রিয়া শেষে গত শনিবার মধ্যরাত ১২টা ০১ মিনিটে কার্যকর হয় তার ফাঁসি। সংবাদমাধ্যমে প্রকাশিত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ছবি দেখে অবাক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার পার্ক স্ট্রিটের বেডফোর্ড লেনের বাসিন্দারা।

বেডফোর্ড লেনে একটি ভাড়া বাড়িতে থাকতেন মাজেদ।তবে আব্দুল মাজেদ নামে নয়। পার্ক স্ট্রিটের ওই লেনের বাসিন্দারা তাকে চেনে আলি আহমেদ ওরফে ইংরেজির মাস্টারমশাই হিসেবে।

ওই এলাকার লোকজন জানান, মহল্লায় মাজেদকে কখনও উচ্চস্বরে কথা বলতে দেখা যায়নি। হিংসা-বিবাদে ছিলেন না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। সেই মাস্টারমশাই যে বঙ্গবন্ধুর খুনি এখনও তা বিশ্বাস করে উঠতে পারছে না সেখানকার বাসিন্দারা।

এলাকাবাসী জানত, সেন্ট জেভিয়ার্স কলেজে থেকে পাশ করেছেন মাস্টারমশাই। টিউশন করিয়ে সংসার চালাতেন। প্রথমে কলকাতার তালতলার ভাড়া বাড়িতে একা থাকতেন মাজেদ। পরে পার্ক স্ট্রিটে চলে আসেন।

২০১১ সালে ৩২ বছরের ছোট হাওড়া জেলার উলুবেড়িয়ার সেলিনা বেগমকে বিয়ে করেন মাজেদ। তাদের ছয় বছরের একটি মেয়ে রয়েছে। বেশ কিছুদিন ধরেই ৭২ বছর বয়সী মাজেদের শরীর ভালো যাচ্ছিল না। চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে কলকাতার পিজি হাসপাতালে শরীর পরীক্ষা-নিরীক্ষা করান।

গত ২২ ফেব্রুয়ারি পিজি হাসপাতাল থেকে রিপোর্ট আনতে বাড়ি থেকে বের হন মাজেদ। সেটাই শেষ। আর বাড়ি ফেরা হয়নি তার। উদ্বিগ্ন স্ত্রী রাতে পার্ক স্ট্রিট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্ত শুরু করে পার্ক স্ট্রিট থানা। পিজি হাসপাতালের সিসিটিভি ফুটেজ তন্নতন্ন করে খুঁজেও হদিস মেলেনি তার। অবশ্য ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৪ মিনিটে বেডফোর্ড লেনের বাড়ি থেকে বের হওয়ার পর আব্দুল মাজেদের যাত্রাপথের একাংশের সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ।

এরপর পুলিশ মাজেদের ভাড়া বাড়িতে একটি ব্যাগ পায়। সেই ব্যাগে তল্লাশি চালিয়ে সিম কার্ড, ভোটার আইডি, ভারতীয় পাসপোর্ট এবং এক নারীসহ তিন শিশুর ছবি পাওয়া যায়। স্ত্রী সেলিনা পুলিশকে জানান, ব্যাগের মতো তার অন্যান্য ব্যক্তিগত জিনিসে কাউকে হাত দিতে দিতেন না মাজেদ।

মহল্লায় খুব একটা মেলামেশা করতেন না। টিউশনির পাশাপাশি বড়জোর এলাকার এক চায়ের দোকান, রেশন দোকান ও এক বিল্ডার্সের দোকানে আড্ডা দিতেন মাজেদ। বাড়ির সদর দরজায় সব সময় তালা লাগানো থাকত। বাইরের কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া হতো না। এক আধ বছর নয়, এভাবেই আঠারো-উনিশ বছর কলকাতায় আত্মগোপন করেছিলেন আব্দুল মাজেদ।

কলকাতার ‘বর্তমান’ পত্রিকায় প্রকাশিত সুজিত ভৌমিকের ধারাবাহিক প্রতিবেদন ‘ঘাতকের ডেরা’র প্রথম পর্ব থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে করা ডেস্ক প্রতিবেদন