টিকা দিতে অনাবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

কোভিড-১৯ টিকা দেয়ার জন্য অনাবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্ব-স্ব বিভাগের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বর ও নামের তালিকা প্রদান করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৭ জুলাইয়ের মধ্যে নিজ নিজ বিভাগের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বর সহ তালিকা পাঠাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মাসুম শিকদার জানান, ইউজিসির নির্দেশনা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানসহ সকল বিভাগের আবাসিক শিক্ষার্থীদের তালিকা সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাদের তালিকা সংরক্ষিত আছে। এই ধারাবাহিকতায় অনাবাসিক শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছে। ১৭ জুলাইয়ের মধ্যে স্ব-স্ব বিভাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তালিকা পাঠাতে বলা হয়েছে।

গত বুধবার থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা নিজ নিজ জেলা ও উপজেলা সদরে টিকা নিতে শুরু করেছেন। যে সব আবাসিক শিক্ষার্থী অনলাইনে এখনও রেজিস্ট্রেশন করতে পারেননি তারা চলতি সপ্তাহের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন প্রক্টর ড. সুব্রত কুমার দাস।

ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত ল’ কলেজ শাখার পূণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥
ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ(ল্যাব) বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত ল’ কলেজ শাখার কমিটিতে সভাপতি নার্গিস সুলতানা চায়না ও সাধারণ সম্পাদক মো: মিরাজুল ইসলাম করে ১০৪ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো: শরিফুল হক তুমুল ও যুগ্ম-আহবায়ক মো: আশফাক-উল-হক নিলয় গত বোরবার (২৭ জুন) উক্ত কমিটির অনুমোদন দেন।

কমিটিতে আরো রয়েছেন, সিরিয়র সহ-সভাপতি মো: আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মো: শহিদুল ইসলাম, মো: রাজু, মো: মুভিন রহমান, রাজিব এম রাজু, রাকিবুল ইসলাম সুজন, তানজিল ইসলাম, এনায়েতুল রহমান, মো: মনিরুজ্জামান মনির, মো: শোভন রহমান, ফয়সাল আহমেদ সবিজ, খান মো: রুহুল আমীন, সোহেল রানা, রবিউল ইসলাম শান্ত, রেজাউল করিম, সাকির তালুকদার, তুবা, অহিদুল ইসলাম, শান্তা ইসলাম, জাকারিয়া শরীফ, মাহাতাব নিয়াজ, মারজু নুর, সাইফুল ইসলাম সাগর, আলাউদ্দিন আহমেদ, যুগ্ম- সাধারণ সম্পাদক পিয়াল, সরজিত রায়, মো: মাসুম, ইতু আক্তার, মেহেদী হাসান, ইলিয়াস শরীফ, সিকদার বেল্লাল হোসেন, গাজী মেহেদী, মন্টি, খন্দকার রাকিব, ফেরদৌস খান, অন্তরা, এইচ বি ফিরোজ, ইমরান খলিফা, রুবেল আহমেদ সাকিব, মুনিম হোসাইন রাতুল, রবিউল হোসেন, মো: রাজিব, রুহুল আমিন, এস. এস. মুসফিকুল. পপি রাণী দাস, ফারজানা ইসলাম স্বপ্না, আব্দুল্লাহ আল মামুন, আফিয়া ইসলাম, রিয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: ইমরান হোসেন, আব্দুল ওদুদ, মামুন খান, ফাতেমা ইব্রাহিম, নিশাত জাহান, সহ- সাংগঠনিক সম্পাক মিতু আক্তার , পপি আক্তার, তানিয়া আক্তার, নেহারিকা খান, লিমন খান, খাদিজা আক্তা, রাকিবুল ইসলাম, অবিনাশ সমদ্দার, কাজী রবিউল ইসলাম, জুয়েল আহমেদ, মনজিল, আইসিটি বিষয়ক সম্পাদক মো: মাসুম, প্রচার সম্পাদক মো: বাইজিদ হোসেন, সহ-প্রচার সম্পাদক মো: জোবায়ের হোসেন, দপ্তর সম্পাদক মো: তুহিন, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আনিসুল রহমান, সহ- অর্থ সম্পাদক মো: আবু সালেহ, মহিলা সম্পাদক উর্মি মজুমদার, সহ-মহিলা সম্পাদক শান্তা ইসলাম, ইসরাত জাহান তান্নি, কেয়া আক্তার, কার্ণিজ ফাতেমা, আইন সম্পাদক এনামুল শাওন, সহ-আইন সম্পাদক শান্ত ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক কবিরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক শারমিন জাহান।

অনলাইনে পরীক্ষা দিতে আগ্রহী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮৭ ভাগ শিক্ষার্থী

চলমান করোনা পরিস্থিতির মধ্যে অনলাইনে ফাইনাল পরীক্ষা দিতে চান বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রায় ৮৭ ভাগ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ‘লিংকার ইন বরিশাল ইউনিভার্সিটি’ নামে একটি ফেসবুক গ্রুপের জরিপে পাওয়া গেছে এই তথ্য। রবিবার থেকে শুরু হওয়া জরিপে মাত্র ২৪ ঘণ্টায় প্রায় সব বিভাগের ১ হাজার ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জরিপে অনলাইনে ফাইনাল পরীক্ষা দিতে আগ্রহ প্রকাশ করেছেন ৮৭.৭ ভাগ শিক্ষার্থী। আর ১২.৩ ভাগ শিক্ষার্থী অনলাইন পরীক্ষায় অনাগ্রহ প্রকাশ করেন। অনলাইন পরীক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে মাস্টার্সের ১৪ ভাগ, স্নাতক শেষ বর্ষের ১৩ ভাগ, তৃতীয় বর্ষের ১২.৫ ভাগ, দ্বিতীয় বর্ষের ১৯.৯ ভাগ এবং প্রথম বর্ষের শিক্ষার্থী ৩৩.৪ ভাগ।

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম আশিক বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে করোনাকালে বিকল্প হিসেবে অনলাইনে ইয়ার ফাইনাল এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিচ্ছে। সেশন জট কমাতে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও অনলাইনে পরীক্ষার নেওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুন নাহার মিশু বলেন, করোনায় অনেকে পিছিয়ে পড়েছেন। এখন অনলাইনে হলেও দ্রুত কোর্স সম্পন্ন করার দাবি জনান তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ মুহসীন উদ্দীন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিটি অনলাইনে মিডটার্ম ও ভাইভা পরীক্ষার নেওয়ার সুপারিশ করেছে। বর্তমান পরিস্থিতিতে কিভাবে ফাইনাল পরীক্ষা নেওয়া যায়, তা সংশ্লিষ্ট কমিটি সিদ্ধান্ত নেবে।

গত বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে ইতিপূর্বে স্থগিত হওয়া সেমিস্টার ফাইনাল পরীক্ষা সশরীর শুরু করে কর্তৃপক্ষ। ওই দিন দুটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৭ জুন থেকে সব বিভাগের সশরীরে উপস্থিত হয়ে পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম এবং ভাইভা পরীক্ষা চলমান রয়েছে।

করোনা টিকা পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

চলতি সপ্তাহের মধ্যেই সিনোফার্মের (চীনের) কোভিড-১৯ ভ্যাকসিন পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বেলা ১১টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের টিকাদান কেন্দ্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যেই শেরেবাংলা মেডিকেল কলেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের তালিকা পাঠাবে। পাঠানো তালিকা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় বা হলের আইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা সভায় আমি ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেয়ার কথা বলেছিলেন- সেটারই কার্যক্রম শুরু হলো।

বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিনটি হল মিলিয়ে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ১৪শ’।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ লাখ শিক্ষার্থীকে অটোপাস

মহামারি করোনার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় পরীক্ষা নিতে না পেরে এবার অটোপাস দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ৩ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থীকে। তবে এর কিছু শর্ত দেওয়া হয়েছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

প্রমােশন পাওয়ার শর্তগুলোর মধ্যে অন্যতম প্রধান শর্ত হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এসব শিক্ষার্থীদেরকে অবশ্যই ১ম বর্ষের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেউ যদি এই পরীক্ষায় অংশ না নেয় বা পরীক্ষায় অংশ নিয়ে রেগুলেশন অনুযায়ী ‘নট প্রমােটেড’ হয় সেক্ষেত্রে তার শর্তসাপেক্ষে দেওয়া প্রমােশন বাতিল বলে গণ্য হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nu.ac.bd এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, যেসব শিক্ষার্থী ২০২০ সালে অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছেন তাদের সবাইকে শর্তসাপেক্ষে ২য় বর্ষে প্রমােশন দিয়ে ক্লাস করার অনুমতি দেওয়া হয়েছে। ফরম পূরণ করেছেন সর্বমােট ৪ লাখ ৬৭ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে নিয়মিত শিক্ষার্থী ২ লাখ ৯৭ হাজার ৬২৬ জন আর অনিয়মিত শিক্ষার্থী ১৯ হাজার ৫০ জন। এরা সবাই অর্থাৎ ৩ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী অটোপাস পেয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হলেন।

 

এর বাইরে প্রথম বর্ষের পরীক্ষার জন্য আবেদন করা মানােন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৫১ হাজার ১৫৯ জন। তাদের অটোপাস প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। পরে যখন আবার প্রথম বর্ষের লিখিত পরীক্ষা হবে তখন তারা মানোন্নয়ন পরীক্ষা দেবেন। উল্লেখ্য, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল মোট ৩ লাখ ৭৩ হাজার ৮৭৬ জন শিক্ষার্থী।

ববি’র শেখ হাসিনা হলের প্রভোষ্ট হিসেবে নিয়োগ পেলেন ড. রেহানা পারভীন

 বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেখ হাসিনা আবাসিক হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. রেহানা পারভীন। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এই প্রভোস্ট দায়িত্ব পালন করবেন।

ড. রেহানা পারভীন বলেন, শেখ হাসিনা হলের ছাত্রীদের জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করবো। হলের ছাত্রীদের জন্য আবাসন ব্যবস্থার মান রক্ষা-পুষ্টিকর খাবার পরিবেশনের মাধ্যমে যথাযথ পরিবেশ নিশ্চিত করা হবে। পাশাপাশি হলের সার্বিক উন্নয়নের জন্য চেষ্টা করবো। এ দায়িত্ব দেওয়ায় ববি উপাচার্যের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নলছিটির সন্তান মশিউর রহমান

আরিফুর রহমান, ঝালকাঠি ।।

ঝালকাঠির নলছিটির কৃতিসন্তান প্রফেসর ড. মো. মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন।

রবিবার (৩০ মে) শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমােদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন,১৯৯২ এর ১১ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাে. মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিমােক্ত শর্তে নিয়ােগ করা হলো।

উল্লেখ্য, প্রফেসর ড. মো. মশিউর রহমান ৯ মে ২০১৭ তারিখ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু প্রোগ্রামিং কনটেস্ট-২০২১ অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু প্রোগ্রামিং কনটেস্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার অনলাইনে এই প্রোগ্রামিং কনটেস্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে সিএসই বিভাগের ২০১৮-১৯ইং এবং ২০১৯-২০ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৫০টি গ্রুপ অংশ নেয়। প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদের সভাপতিত্বে কনটেস্ট স্পিকার হিসেবে যুক্ত ছিলেন নেটওয়ার্কিং এন্ড আইটি বিভাগের পরিচালক এবং বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল।

 

প্রোগ্রামিং কনটেস্ট-২০২১ প্রতিযোগীতায় প্রথম হয়েছেন সিএসই বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফারহান সাকিব, দ্বিতীয় স্থান অধিকার করেন সিএসই বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. তানভীর এবং তৃতীয় স্থান অধিকার করেন একই বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী তরিকুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি সাক্ষরিত ও প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

এসএসসি পরীক্ষার ফরম পূরণের নতুন তারিখ ২২ থেকে ২৯ মে

দেশজুড়ে বিধিনিষেধের কারণে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার ফরম পূরণ করার সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, এসএসসি পরীক্ষা ২০২১ এর ফরম পূরণ গত ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু কোভিড-১৯ বিস্তারের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেননি। যারা ওই সময়ে ফরম পূরণ করতে পারেননি, তারা আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।

শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ মে। ফরম পূরণের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ এপ্রিল বিধিনিষেধ জারি করে সরকার। এর মধ্যেই চলছিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। পরে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে ৫ এপ্রিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করে ঢাকা শিক্ষাবোর্ড।

ওই সময় আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, আমার জানামতে অধিকাংশ শিক্ষার্থীর ফরম পূরণ প্রায় শেষ গিয়েছিল। তারপরও যারা বাকি রয়েছে, তাদের পরবর্তীতে বিধিনিষেধ উঠে যাওয়ার পর সুযোগ দেওয়া হবে। আগের তারিখ অনুযায়ী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ছিল ৮ এপ্রিল পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করার কথা ছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের রুটিন দায়িত্বে ড. আনোয়ার হোসেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে।

শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, গত বৃহস্পতিবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

অফিস আদেশে বলা হয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট এডুকেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার এর জ্যেষ্ঠ ডিন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব পালন করবেন।’