করোনার প্রভাবে তালতলীতে অটো শ্রমিকদের অচল অবস্থা, কিস্তি পরিশোধে এক মাস বিলম্বের দাবী

আবু হানিফ নয়ন:
বরগুনার তালতলী উপজেলাধীন কড়াইবাড়িয়া বাজারে আজ সকাল ১১ টার দিকে অটো স্টান্ডে সারিবদ্ধভাবে ব্যাটারী চালিত অটো গুলো দেখা যায়। সম্প্রিতি করোনা ভাইরাস আতঙ্কে তালতলীতে যাত্রী চলাচল কমে যাচ্ছে।তেমন জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হয়না স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ আছে।

 

অটোর যাত্রীর সংখ্যা অনেকটাই কমে এসেছে তাই অটো শ্রমিকদের স্বভাবিক জীবন মান ব্যহত হচ্ছে। কড়াইবাড়িয়া বাজার অটো চালক সমিতির সভাপতি হারুন অর রশিদ প্যাদা ও সাধারন সম্পাদক মিলন গাজী জানান তাদের সমিতির প্রায় সদস্যই বিভিন্ন এনজিও থেকে ক্ষুদ্র ও মাঝারী ঋন নিয়ে অটো কিনেছেন।

 

তারা সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে পারছেন না এদিকে এনজিও কর্মীরাও তাদের কাছে কিস্তির টাকা আদায় করতে আসে কিন্তু করোনা ভাইরাস নামক নিরব মরন ব্যাধির কারনে মানুষ রাস্তায় নামছে না গাড়ীতে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। অটো সমিতির পক্ষ থেকে কমপক্ষে ১ মাস কিস্তি আদায় বন্ধ রাখার দাবী করেছেন।

 

এদিকি ডিসি বরগুনা করোনা ভাইরাস নিয়ন্ত্রনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন তিনি তার অফিসিয়াল পেইজ এ এনজিও মালিক ও কর্মীদের প্রতি ঋনের কিস্তি অন্তত একমাস পরে আদায় করায় অনুরোধ জানিয়েছেন।

আমতলী থানা হেফাজতে রহস্যজনক মৃত্যু,ওসি প্রত্যাহার,ওসি তদন্তসহ বরখাস্ত ২

আমতলী প্রতিনিধি:
আমতলী থানা হেফাজতে শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় শুক্রবার বিকালে আমতলী থানার অফিসার ইন চার্জ মো: আবুল বাশারকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের প্রধান কার্যালয়ের এক আদেশে বরিশাল ডিআইজির নির্দেশে বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম স্বাক্ষরিত এক পত্রে তাকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ,এসপি পদায়ন) তোফায়েল আহম্মেদ।
ঘটনার দিন সকালেই বরগুনার পুলিশ সুপার মো মারুফ হোসেন দায়িত্ব অবহেলায় ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী ও ডিউটি অফিসার এএসআই আরিফকে সাময়িক বরখাস্ত করেন। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ,এসপি পদায়ন) তোফায়েল আহম্মেদকে প্রধান করে এ ঘটনার তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়।

 

 

কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (বরগুনা সদর) মোঃ মহব্বত আলী ও সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম। তদন্ত কমিটি সিসি ক্যামেরার ফুটেজ চেক, ভিরেসা রিপোর্টসহ সার্বিক বিষয় নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। তদন্ত কমিটির প্রধান বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ,এসপি পদায়ন) তোফায়েল আহম্মেদ বলেন, থানায় আসামীর মৃত্যুর মূল কারন খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কাজ শুরু করেছি। অল্প সময়ের মধ্যেই তদন্ত কাজ শেষ হবে।

 

অপর দিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত শানু হাওলাদারের মরদেহ গ্রামের বাড়ীতে পৌছলে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। ওইদিন রাত ১১ টার দিকে গুলিশাখালী ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়ার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ ঘটনার পরিবারের পক্ষ থেকে শুক্রবার পর্যন্ত মামলা হয়নি।

 

উল্লেখ্যবৃহসপতিবার সকালে আমতলী থানা হেফাজতে শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যু হয় । ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রীর অফিস কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করেছে, গত ২৩ মার্চ রাতে গুলিশাখালীর পশ্চিম কলাগাছিয়ার গ্রামের বাড়ি থেকে শানু হাওলাদারকে আটক করে এবং নির্যাতন করে হত্যা করে । তবে পুলিশ সুত্র জানায়,তাকে ২৫ মার্চ রাতে ইব্রাহিম হত্যা মামলায় সন্দেহজনকভাবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোন ধরনের নির্যাতন করা হয়নি। পুলিশের দাবী শানু আত্মহত্যা করেছে।

 

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সিসিটিভির ফুটেজ দেখে আপাদ দৃষ্টিতে আত্মহত্যা মনে হলেও সিসিটিভির ফুটেজ নিরপেক্ষভাবে পরীক্ষা নিরীক্ষা, ভিসেরা রিপোর্ট এবং ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। তবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নাগরিক ফোরাম ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করেছেন ।

পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমতলী থানায় অসামীর রহস্যজনক মৃত্যু, ওসি তদন্তসহ বরখাস্ত ২

মো: মহসীন মাতুব্বর, আমতলী প্রতিনিধি:
আজ ভোর রাতে আমতলী থানায় শানু হাওলাদার নামের এক আসামীর রহস্যজনক মৃত্যু হয়েছে । সকালে ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রীর অফিস কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার মো মারুফ হোসেন তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন । দায়িত্ব অবহেলায় ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী ও ডিউটি অফিসার এএসআই আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহতের পরিবার অভিযোগ করেছে,গত ২৩ মার্চ রাতে গুলিশাখালীর কলাগাছিয়ার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে এবং নির্যাতন করে হত্যা করে । তবে পুলিশ সুত্র জানায় তাকে ২৫ মার্চ রাতে ইব্রাহিম হত্যা মামলায় সন্দেহজনকভাবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । কোন ধরনের নির্যাতন করা হয়নি। পুলিশের দাবী শানু আত্মহত্যা করেছে।
পুলিশ সুপার মারুফ হোসেন বলেন কি কারনে আটককৃত আসামী মারা গেল তা তদন্ত করা হচ্ছে। এর সাথে কেউ জড়িত কিনা বা কারও অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অঘোষিত লকডাউনে বরগুনা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বরগুনায় অপ্রয়োজনীয় চলাফেরায় নিষেধাজ্ঞা বেশ কিছুদিন ধরেই। দোকানপাটের ক্ষেত্রেও রয়েছে বিশেষ নির্দেশনা। জনসমাগম হয় এমন কর্মসূচিও নিষিদ্ধ।

এরই মধ্যে এবার বরগুনার অভ্যন্তরীণ সব রুটে সব প্রকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা জারি করে এরই মধ্যে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। এতে একপ্রকার অঘোষিত লকডাউনে রয়েছে বরগুনায়।

জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ও ঝুঁকি এড়াতে জেলার মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে যাত্রীবাহী লঞ্চ, আন্তজেলা বাস, দূরপাল্লার-স্বল্পপাল্লার গণপরিবহন, সব প্রকার অটোরিকশা, অটোবাইক ও ইজিবাইক পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বরগুনার সচেতন মানুষ। এ বিষয়ে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, জেলাবাসীকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে জেলা প্রশাসনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। জেলা প্রশাসনের এমন নির্দেশনায় সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হলেও সামগ্রিকভাবে কল্যাণ এবং মঙ্গল বয়ে আনবে এই উদ্যোগ।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেন, আমরা যে আদেশ জারি করেছি তা বরগুনাবাসীর মঙ্গলের জন্যই। এই আদেশ কিছুটা শিথিল থাকলেও আগামীকাল বুধবার (২৫ মার্চ) থেকে তা শতভাগ কার্যকর হবে।

তিনি আরও বলেন, একজন সচেতন মানুষ কখনও করোনাভাইরাসে আক্রান্ত হবেন না। একজন সচেতন মানুষের পরিবারও নিরাপদে থাকবেন। এজন্য আমরা মানুষকে সচেতন করতে কাজ করছি।

তালতলী মুজিব বর্ষ উপলক্ষে টি-২০ ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

আবু হানিফ নয়ন:
বরগুনার তালতলীতে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে টি-২০ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞার সভাপতিত্ব ও বড়বগী ইউপি সদস্য খালেদ মাসুদের সঞ্চালোনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে -বিজয়ীদল ও রানার্স আপ দল এর মধ্যে কাপ তুলে দেন তালতলী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি ও তালতলী উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান জননেতা জনাব রেজবী-উল-কবির জমাদ্দার উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনিন তালতলী উপজেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি,বরগুনা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনাব ফজলুল হক জমাদ্দার সহ আরো অন্যান্য গন্যমান্য নেতৃবৃন্দ।

নিশানবাড়িয়া ইউনিয়ন ও তালতলী বন্দর ক্রিকেট একাদশের মধ্য টসে জিতে ব্যাটিং নামে নিশানবাড়িয়া ক্রিকেট একাদশ ২০ ওভারে সকল উইকেটের পতনের মধ্য দিয়ে ১৬৩ রান অর্জন করতে সক্ষম হয় এদিকে তালতলী বন্দর ২০ ওভারে ১৫২ রানের মধ্য ম্যাচের সমাপ্তি ঘটায়। মোট ৯ টি দলের অংশগ্রহনে তালতলী মডেল স্কুল মাঠে কয়েকদিন যাবত দর্শনার্থীদের উপচে পরা ভীর লক্ষ্য করা যায় ।

মির্জাগঞ্জে র‍্যাবের অভিযানে দুই ভুয়া ডাক্তার আটক

মির্জাগঞ্জ:
র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ অভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ আনুমানিক ১২;৩০ টার সময়ে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে “পলক ডেন্টাল কেয়ার” এর স্বত্বাধিকারী সুদীপ্ত মজুমদার (৩৮), পিতা-মৃত রামেশ্বর মজুমদার সাং- উত্তর সুবিদখালী, থানা মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালী এবং” হক নূর ডেন্টাল কেয়ার” এর স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম আজাদ (৪৪) পিতাঃ মোঃ আব্দুল মান্নান হাওলাদার, সাং- বাজিতা থানা মির্জাগঞ্জ জেলা পটুয়াখালী কে আটক করে।

আটককৃত দুইজন চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার পেশাদারী ডিগ্রী অর্জন না করেও নিজেদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দাঁতের বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন।

উল্লেখ্য, আটককৃত সুদীপ্ত মজুমদার মাত্র এসএসসি পাস করে নিজেকে দন্ত বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন। অন্যদিকে মোঃ আবুল কালাম আজাদ মাদ্রাসা শিক্ষায় ফাজিল পাস করে নিজেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দেন।

এসময় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ মেহেদী হাসান আটককৃত দুইজনকে ভুয়া ডাক্তার হিসেবে মতামত দেন। আটককৃত ডাক্তারদেরকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ের সাথে জড়িত থেকে সহজসরল রোগীদের সাথে প্রতারনা করে যাচ্ছিল। তাদের মত আরো অনেক ভুয়া ডাক্তার রয়েছে যারা দম্ভের সহিত এখনো ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। তাদেরবেও আইনের আওতায় আনা উচিত।

এব্যাপারে র‍্যাব বাদী হয়ে আটককৃত ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

তালতলীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

আবু হানিফ নয়ন:
তালতলীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০৯ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১ টা পযন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ণে ও তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিং ও সেমিনারের আয়োজন করে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার পাচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন পাটোয়ারী,বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন আলম মুন্সী,নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী,সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী,তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ সরকারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিতি ছিলো।

 

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন। সেমিনারে বক্তারা বলেন দক্ষতা অর্জন না করে এবং সরকার নির্ধারিত সার্ভিস চার্জ ও অভিবাসন ব্যয়ের চেয়েও অতিরিক্ত টাকা খরচ করে দালালদের মাধ্যমে কর্মসংস্থানের জন্য বিদেশে গিয়ে লাভ নেই। দালালেরা মোটা বেতনের প্রলোভন দেখিয়ে এবং বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়ে বিদেশ পাঠিয়ে দিয়ে সহজ সরল মানুষদেরকে কর্মসংস্থানের পরিবর্তে নানা ধরণের হয়রানী ও ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে।

এভাবে বিদেশ গিয়ে বিমানে চড়া এবং ওই দেশের কারাগার দেখা ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই অন্যকোন লাভ হয় না। আর দক্ষতা অর্জন করে যারা বিদেশে গেলে তাদের পরিবার ও দেশ উপকৃত হবে। তাই জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে দক্ষতা অর্জন করে এবং অতিরিক্ত টাকা ব্যয় না করে বিদেশ গমণের প্রতি উৎসাহিত করতে সচেতনতা সৃষ্টিতে ভুমিকা রাখতে সকলের প্রতি আহবান জানান।

মিন্নির আবেদনের আদেশ একদিন পেছাল

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার (রিফাতের) স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির আদালত পরিবর্তন চেয়ে করা আবেদনের ওপর আদেশ একদিন পিছিয়ে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার আয়শা সিদ্দিকা মিন্নির করা আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেছিলেন। তবে বুধবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন এই তারিখ ধার্য করে।

আদালতে মিন্নির পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও মাক্কিয়া ফাতেমা ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ফজলুর রহমান খান (এফ আর) খান।

গত ৯ ফেব্রুয়ারি মিন্নির মামলাটি বরগুনার দায়রা জজ আদালত থেকে ঢাকার দায়রা জজ আদালতে বদলির জন্য হাইকোর্টে আবেদন করা হয়।

তবে গত ২১ জানুয়ারি রিফাত শরীফ হত্যা মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও মামলা বাতিল চেয়ে করা রিফাতের স্ত্রী মিন্নির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে হাইকোর্ট। মিন্নির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি একেএম আসাদুজ্জামানের ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেয়।

গত বছরের ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে তারা অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গত বছরের ২৭ জুন সকালে নিহতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে প্রথমে ১২ জনের নাম ও বেশ কয়েকজনকে অজ্ঞাত উল্লেখ করে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন। গত ২ জুলাই ভোরে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর মিন্নির সঙ্গে প্রধান আসামি নয়ন বন্ডের বিভিন্ন ভিডিও, অডিও ও ছবি ভাইরাল হলে তাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে ১৬ জুলাই সকালে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।

এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন স্বামী রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। এরপর কয়েক দফা আবেদন জানালেও নিম্ন আদালতে জামিন মেলেনি মিন্নির। পরে একই মামলায় গত ২৯ আগস্ট মিন্নি হাইকোর্টে জামিন পান।

গত ১ জানুয়ারি আয়শা সিদ্দিকা মিন্নিসহ মামলার ১০ প্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত। তবে গত সপ্তাহে বরগুনার আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

তালতলীতে ঘুমিয়ে থাকা স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী!

রাতে স্ত্রীর পাশে ঘুমিয়ে ছিল স্বামী৷ ঘুমের মধ্যেই স্বামীর গোপন অঙ্গ ছুরি দিয়ে কেটে পালাল স্ত্রী৷ এমনই অভিযোগ উঠেছে৷ তবে গুরুতর আহত অবস্থায় স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনা ঘটেছে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন৷

বরগুনার তালতলী থানার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া আগাপাড়া গ্রামে বাসিন্দা মাহাতাব হোসেন (৩২)৷ পেশায় শিক্ষক৷ মাহাতাব নলবুনিয়া আগাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক৷

ওই একই গ্রামের মেয়ে আয়েশা বেগমের সঙ্গে বিয়ে হয় মাহাতাবের৷ অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল৷ তার জেরেই এই ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিশ৷

মাহাতাবের পরিবার সূত্রে জানা গেছে, আয়েশা বেগমের সঙ্গে তার এক আত্মীয় রফিকের অবৈধ সম্পর্ক ছিল৷ ফলে স্বামী-স্ত্রীর মধ্য ঝামেলা চলছিল৷ গত বুধবার রাতে মাহাতাব স্ত্রীর পাশে ঘুমিয়ে পড়লে,স্ত্রী ধারালো ছুরি দিয়ে তার গোপন অঙ্গ কেটে দেয়৷ তারপর রাতেই পালিয়ে যায় স্ত্রী আয়েশা৷

বর্তমানে মাহাতাব হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সেখানে তার চিকিৎসা চলছে৷

তবে আয়েশার পাল্টা অভিযোগ, তার স্বামী নিজের গোপন অঙ্গ নিজেই ছুরি দিয়ে কেটেছে৷ স্ত্রীর আরও অভিযোগ, তার স্বামীর সাথে নলবুনিয়া গ্রামের মজিদ মিয়ার মেয়ে নিলুফার অবৈধ সম্পর্ক রয়েছে৷ তার প্রতিবাদ করাতেই ওই রাতে তাকে মারধর করা হয়৷ এমনকি রাতেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়৷

তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে৷ এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি৷ অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

তালতলীতে চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধর, প্রতিবাদে মানববন্ধন

আবু হানিফ নয়ন:
বরগুনার তালতলীতে চাঁদার টাকা না দেওয়ায় জাহাঙ্গীর(৪৩) নামের এক ইউপি সদস্যকে মারধর প্রতিবাদে মানবববন্ধন করেছে গ্রামবাসী। মঙ্গলবার(০৩ মার্চ) দুপুর ১টার দিকে কচুপাত্রা সরকারি স্কুল সড়কে সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী। এ মানববন্ধনে আংশ নেন এলাকায় ৩ শতাধিক মানুষ।

 

গতকাল(০২ মার্চ) রাত অনুমানিক ৯টার দিকে দক্ষিন কচুপাত্রার স্থানীয় রশিদ মাষ্টার বাড়ির সামনে বসে এ ঘটনা ঘটে। উপজেলার ৪ নং শারিকখালী ইউনিয়নের ৬ ওয়ার্ডের সদস্য। জাহাঙ্গীরের পরিবার সূত্রে জানা যায়, বরগুনা জেলা পরিষদের তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নে একটি খাস পুকুর খননের কাজ পায় ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার।

 

এই পুকুরটি খননের শুরু থেকেই স্থানীয় বশার জোমাদ্দার ও সাগর জোমাদ্দার বিভিন্ন সময়ে চাদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়াতে কিছু দিন আগে একবার ইউপি সদস্যর উপর হামলা চালায় তারা। পরে স্থানীয় ভাবে সমাধান হয়ে যায় বিষয়টি। এইর জের ধরে গতকাল রাতে একা পেয়ে জাহাঙ্গীরের ওপর ফের দ্বিতীয় বার হামলা চালায় তারা। এতে গুরুত্বর আহত হয় তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।

 

আহত ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার বলেন তারা সব সময়ই আমার কাছে পুকুর খননের বিষয়ে চাঁদা দবি করে আসছে। এই চাঁদা না দেওয়াতেই আমার উপর দ্বিতীর বারের মত হামলা চালায় বশার জোমাদ্দার ও সাগর জোমাদ্দারসহ ৫ থেকে ৬ জন অপরিচিত লোক। এদিকে সাগর জোমাদ্দারের বাবা কাশেম জোমাদ্দার বলেন জাহাঙ্গীর যখন ইউপি নির্বাচন করেছিলো তখন বশারের কাছ থেকে ৩ লাখ টাকা নেয়। এই টাকা থেকে তারা ৫০ হাজার টাকা পরিশোধ করেন।

 

পরে বাকি টাকা চাইতে গেলে জাহাঙ্গীরের লোকজন উল্টা বশার ও সাগরের উপর হামলা চালায়। এতে দুইজনই আহত অবস্থায় পটুয়াখালী হাসপাতালে ভর্তি আছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল বাসার বাদশা তালুকদার বলেন,আমি ব্যক্তিগত কাজে পটুয়াখালী আসছি। এ ঘটনা শুনেছি। তবে দুই গ্রুপের লোকজনই আহত হয়েছে বলে জেনেছি।

 

তালতলী থানার ওসি তদন্ত ফরিদুল ইসলাম বলেন ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।