বরগুনায় কেউ মানছেন না সামাজিক দুরত্ব, অসহায় প্রশাসন

বরগুনা জেলা শহরসহ গ্রাম ও হাটবাজারে শিক্ষিত বা অশিক্ষিত কেউ মানছেন না সামাজিক দুরত্ব কর্মসূচি। ভ্রাম্যমান আদালতের ও আইনশৃংখলা বাহিনির প্রচার, প্রচারণা ও করোনাভাইরাসের ভয়াবহ পরিনতি তুলে ধরার পরও ঘরে না থেকে বাইরে বের হয়ে আসছে হাজারও মানুষ।

চা আর পানের দোকানে আড্ডা আগের মতোই। মাছের বাজার, কাঁচা বাজার জমজমাট। বরগুনা শহরে সকাল ১০ টার পূর্বে ঔষধের দোকান ব্যতীত অন্য ব্যবসা প্রতিষ্ঠান না খোলার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছেনা।

আজ শনিবার সকাল থেকেই বরগুনা শহরের সদর রোড় সহ বাকালী পট্রি, মাছ বাজার,কাচাঁ বাজার,দুধের বাজারসহ সকল গলিতে ব্যাপক জনসমাগম ছিলো। একদিকে র‌্যাবের সতর্ককরণ প্রচারণা চললেও গুরুত্ব পাচ্ছেনা। একই অবস্থা আজ সকাল থেকে পাথরঘাটা, বেতাগী, বামনার খোলপটুয়া বাজরা সহ আমতলী,তালতলি উপজেলা সদর ও সাপ্তাহিক হাট সমূহে।

এ ব্যাপারে দায়িত্বশীল আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বললে তারা বলেন, সরকারি নির্দেশনায় আমরা এখনও জনগনকে ঘরে থাকার জন্য অনুরোধ করে যাচ্ছি। যখনই এ ব্যাপারে আরও কঠোর হবার নির্দেশনা পাব তখন আমরাও কঠোর হতে বাধ্য হবো। স্থানীয় কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার পাশাপাশি ঘরের বাহিরে বের না হবার জন্য অনুরোধ করা হচ্ছে।

আমতলী থানার ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

আমতলী প্রতিনিধি:
আমতলী থানায় পুলিশ হেফাজতে শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সাময়ীক বরখাস্তকৃত ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির বিরুদ্ধে বুধবার রাতে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবি ইশরাত হাসান বরগুনা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)’র কাছে দেয়া অভিযোগ আমতলী থানা আমলে নিয়ে তদন্তের জন্য বরগুনা ডিবি (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদারকে দায়িত্ব দেন ।

গত ২৬ মার্চ সকালে আমতলী থানা হেফাজতে সন্দেহভাজন আসামী শানু হাওলাদারের রহস্যচনক মৃত্যু হয় এবং ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় । পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে । অন্যদিকে পুলিশে দাবী শনিু আত্মহত্যা করেছে। এ ঘটনা তদন্তে বরিশাল বিভাগীয় পুলিশ কমিশনার-ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএমএর ও বরগুনার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইন চার্জ মোঃ শাহ আলম বলেন , বরগুনা পুলিশ সুপারের নির্দেশে আমতলী থানার সাবেক ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারন) আইন ২০১৩ এর ১৫ ধারায় একটি হত্যা মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য বরগুনার ডিবি (ওসি) মোঃ হারুন অর রশিদকে দায়িত্ব দেয়া হয়েছে।

আমতলীতে অসহায় এবং দুস্থদের পাশে পৌর ছাত্রলীগের সাংগঠনিক অমিত রসুল অপি এবং আল সাকিব

আরিফ রহমান:
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে মানুষের জীবনযাত্রা সীমিত রাখা হয়েছে। এতে আর্থিকভাবে দূর্বল, গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে হিমশিম খাচ্ছেন।

এ ধরনের মানুষের সাহায্যার্থে আমতলী পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক-অমিত রসুল অপি এবং পৌর ছাত্রলীগ কর্মী আল সাকিব,নিজ উদ্যোগে দফায় দফায় আমতলী পৌরসভা এবং চাওড়া ইউনিয়ন ও বিভিন্ন দিনমজুর রিক্সাচালকদের এবং মসজিদে ফ্লোর ক্লিনারসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় কিছু পরিবারের মধ্যে ৮ কেজি চাল, ১ কেজি ডাল,১ কেজিপিয়াজ,১ লিটার তেল, ও ১ কেজি মুড়ি,৪ কেজি আলু,২ প্যাকেট বিস্কুট এবং ২ টি করে সাবান সম্বলিত খাদ্য সামগ্রী তুলে দেন। আমতলী পৌর ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক -অমিত রসুল অপি বলেন- করোনা ভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া পরিবারকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ-সম্পাদক লেখক ভট্টচার্য্য ও বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক এর নির্দেশনায় আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

দেশের পরিস্থিতি অনুযায়ি এ কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে পৌর ছাত্রলীগ নেতা আল সাকিব বলেন -দেশের এই ক্রান্তিলগ্নে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী৷ সাহায্য করে যাচ্ছি এর সাথে তিনি সমাজের বিত্তবানদের দুস্থ মানুষের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।

তারা ত্রান কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান এবং লাকি সরোয়ার, মুবদি সরোয়ার এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত ত্রান কার্যক্রম পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগ এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

রোগীর চিকিৎসা দিতে দিতে করোনা ওয়ার্ডে ভর্তি হলেন ডাক্তার নিজেই

আমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়েছে।জ্বর, সর্দি-কাশি নিয়ে ওই চিকিৎসকে সোমবার (৩০ মার্চ) বিকাল ৫টায় হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন। জ্বর, সর্দি, কাশি অনুভূত হলে তাকে বরগুনা জেলা হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়। তার নমুনা সংগ্রহ করে বিকালে ঢাকায় পাঠানো হয়েছে। বরগুনা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন বলেন, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক মঙ্গলবার বিকালে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বরগুনা আইসোলেশনে ভর্তি হয়েছেন।

তিনি জ্বর-সর্দি ও কাশি নিয়ে এখানে ভর্তি আছেন। বিষয়টি আমরা ঢাকায় জানিয়েছি; প্রাথমিকভাবে আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছে।বরগুনা সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, বিষয়টি আমরা ঢাকায় জানিয়েছি।১৮ মার্চ বরগুনা সদর উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৭ ফেব্র“য়ারি বরগুনা সদর উপজেলার চীনফেরত এক শিক্ষার্থী জ্বর নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।

ওই শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর পরীক্ষা শেষে শিক্ষার্থী করোনাভাইরাস আক্রান্ত নন বলে নিশ্চিত করে আইইসিডিআর।

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

মো: মহসীন মাতুব্বর,আমতলী প্রতিনিধি:
করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে হলদিয়া ইউনিয়নের ৬০ হতদরিদ্র পরিবারের মাঝে সামাজিক সুরক্ষা বজায় রেখে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। মঙ্গলবার এ খাদ্য সহায়তা বিতরন করেন ইউএনও মনিরা পারভীন।

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হত দরিদ্র মানুষ। এ হতদরিদ্র পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএনও মোঃ মনিরা পারভীন মঙ্গলবার উপজেলা হদলিয়া ইউনিয়নের ৬০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি ডাল দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও নাজির মোঃ মজিবুর রহমান।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার ৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আমতলীতে সরকারী নির্দেশনা অমান্য করে অবাধে চলাফেরা, বিঘ্নিত হচ্ছেসামাজিক সুরক্ষা

আমতলী প্রতিনিধি:
প্রণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারী নির্দেশনা মানছে না কেউ। সরকারী নির্দেশনা উপেক্ষা করে মানুষ ইচ্ছামাফিক চলাফেরা করায় সামাজিক সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। দ্রুত সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।
জানাগেছে, বিশ্বাব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পরায় বাংলাদেশকে রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষনা করে সারা দেশের সাথে যান চলাচল বন্ধ করে মানুষকে ঘরের মধ্যে থাকতে নির্দেশ দেয়। একই সাথে জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে বের হলেও সামাজিক সুরক্ষা বজায় রেখে চলাচল করার নির্দেশ দেন সরকার।

সরকারের উৎকৃষ্ট পদক্ষেপের কারনে করোনা ভাইরাসের প্রার্দূভাব থেকে নিরাপদে আছে সারধারণ মানুষ এমনটাই দাবী করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। কিন্তু সাধারণ মানুষ সরকারী নির্দেশনা উপক্ষো করে নিজেদের ইচ্ছা মাফিক অবাধে চলাফেরা করছে। উপজেলার বিভিন্ন বাজারে হাজার হাজার লোক জমায়েত হচ্ছে। উপজেলা শহরে কিছুটা সরকারী নির্দেশনা মানলেও গ্রামাঞ্চলে মোটেই মানছে না। গ্রামের চায়ের দোকানে ও রেষ্টুরেন্টে আড্ডা দিচ্ছে সাধারণ মানুষ। এতে বিঘ্নিত হচ্ছে সামাজিক সুরক্ষা। সামাজিক সুরক্ষা বিঘ্নিত হওয়ায় ঝুঁকিতে রয়েছে আমতলী ও তালতলী উপজেলার সাধারণ মানুষ। দ্রুত সরকারী নির্দেশনা মানাতে প্রশাসককে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।

 

মঙ্গলবার খোঁজ নিয়ে জানাগেছে, সরকারী নির্দেশনা না মেনে তালতলী কড়াইবাড়িয়া, ছোটবগী, ফকিরহাট, কচুপাত্রা ও আমতলীর আড়পাঙ্গাশিয়া, তালুকদার বাজার, মহিষকাটা, চুনাখালী হাট, ব্রিকস ফিল্ড, গাজীপুর বন্দর, হলদিয়া অফিস বাজার, হলদিয়া হাট, সোনাউডা ও বিশ্বাসের বাজারে লোকজন জমায়েত হয়ে চায়ের দোকান ও রেষ্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছেন। তারা সামাজিক সুরক্ষা মানছেন না। তালতলী উপজেলা শহর ও আমতলী পৌর শহরেরও একই চিত্র। প্রশাসনের কঠোর নজরদারীর মধ্যেও সাধারণ মানুষ সরকারী নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সামাজিক সুরক্ষা বিঘ্নিত করছে।

আওয়ামীলীগ নেতা জালাল আকন বলেন, সরকারী নির্দেশনা কেউই মানছে না। বাজারে এসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। মাক্স পরছে না। প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানাই।
কুকুয়া কৃষ্ণনগর গ্রামের আজগর কাজী বলেন, সরকারী নির্দেশনা উপক্ষো করে উপজেলার বিভিন্ন বাজারে হাজার হাজার লোক জমায়েত হয়েছে। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, সরকারের নির্দেশনা উপেক্ষা করে কেউ যদি চলাচল করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে পছন্দের মেয়েকে বিয়ে করিয়ে দিতে রাজি না হওয়ায় মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা!

পছন্দের মেয়েকে বিয়ে করিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা ও মায়ের সাথে অভিমান করে মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে আবদুল্লাহ আল মীম নামের এক কলেজ পড়ুয়া ছাত্র। মীমের আত্মহত্যা চেষ্টার এ দৃশ্য দেখলো লক্ষাধীক মানুষ। আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের উদ্যোগে পুলিশ ও দমকল বাহিনীর সাড়ে তিন ঘন্টা শ্বাসরুদ্ধকর প্রচেষ্টায় আত্মহত্যা থেকে বেঁচে গেল মীম।

ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় এয়ারটেল কোস্পানীর মোবাইল টাওয়ারে সোমবার রাতে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের সদর রোডের ফল ব্যবসায়ী বাহাদুর জোমাদ্দারের ছেলে আবদুল্লাহ আল মীম আমতলী সরকারী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী।

ওই ছাত্রের সাথে আমতলী আইডিয়াল স্কুলের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক হয়। ওই পছন্দের মেয়েকে বিয়ে করবে বলে বাবা-মাকে চাপ দেয় মীম। কিন্ত তারা ওই স্কুল ছাত্রীর সাথে মীমের বিয়ে দিতে রাজি না। এ ঘটনা নিয়ে সোমবার দুপুরে ছেলে আবদুল্লাহ আল মীম এবং বাবা বাহাদুর জোমাদ্দার ও মা লাইলি বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাসার আসবাবপত্র ভাংচুর করে এবং বাবাকে লাঞ্ছিত করে বাসা থেকে বের হয়ে যায় মীম।

বিকেল চারটার দিকে আমতলী পৌরসভার গাড়ি চালক মোঃ মনির হোসেন দেখতে পায় মীম আমতলী ফায়ার সার্ভিস সংলগ্ন এয়ারটেল কোম্পানীর ৩শ’ ফুট উচু টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করছে। তাৎক্ষনিক মনির তাকে আত্মহত্যার হাত থেকে রক্ষায় আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানকে জানায়। পৌর মেয়র দ্রুত পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেয়। হ্যান্ড মাইকে মেয়র মীমকে পছন্দের মেয়েকে বিয়ে করিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আত্মহত্যা করতে নিভৃত করেন কিন্তু মীম কিছুই শুনছে না।

মীমের মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টার খবর শুনে হাজার হাজার উৎসুক জনতা ঘটনাস্থলে ভীর করে। পুলিশ প্রশাসনকে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হিমসীম খেতে হয়। মীমের মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টার দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ওই দৃশ্য দেখে লক্ষাধীক মানুষের মধ্যে উৎকন্ঠায় বেড়ে যায় এবং মীমের স্বজনদের আহাজারীতে টাওয়ার এলাকা ভারী হয়ে উঠে।

আমতলী ও পটুয়াখালী দমকল বাহিনীর শ্বাসরুদ্ধকর সাড়ে তিন ঘন্টা প্রচেষ্টার পর রাত সাড়ে সাতটায় মীমকে টাওয়ার থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়। মীমকে উদ্ধার করে দমকল বাহিনীর লোকজন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মীম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আমতলী পৌরসভার গাড়ী চালক মোঃ মনির হোসেন বলেন, বাসা থেকে ফেরার পথে মীমকে মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করতে দেখে পৌর মেয়রকে খবর দেই। তিনি এসে মীমকে উদ্ধারের সকল চেষ্টা করেছেন।
আব্দুল্লাহ আল মীমের বাবা বাহাদুর জোমাদ্দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মীম তার পছন্দের মেয়েকে বিয়ে করবে বলে ওর মাকে জানায়। ওর মা এতে রাজি না হওয়ার বাসায় ভাংচুর এবং আমাকে লাঞ্চিত করেছে। পরে মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা চালায়।

আমতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন ম্যানেজার মোঃ শাহাদৎ হোসেন বলেন, প্রায় সাড়ে তিন ঘন্টা শ্বাসরুদ্ধকর প্রচেষ্টার পরে আবদুল্লাহ আল মীমকে উদ্ধার করেছি। তিনি আরো বলেন, মীম টাওয়ারের উপরে উঠে হতবম্ভ হয়ে যায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, মীমের যথাযথ চিকিৎসা চলছে। মীম আশঙ্কামুক্ত।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন,আবদুল্লাহ আল মীম মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই।

পরে পুলিশ এবং দমকল বাহিনীর লোকজনকে খবর দেই। বিভিন্ন আশ্বাস দিয়ে মাইকের মাধ্যমে মীমকে আত্মহত্যা থেকে বিরত থাকতে নিভৃত করি। আল্লাহর অশেষ রহমতে পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম বলেন, সোমবার দুপুরে মীমের বাবা মুঠোফোনে জানান তার ছেলে মীম ঘরের আসবাবপত্র ভাংচুর করছে। পরে খবর পেয়েছি ওই ছেলে মোবাইল টাওয়ারের উঠে আত্মহত্যার চেষ্টা করছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। তিনি আরো বলেন, ওই ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাউফলে ‘করোনায় করনীয়’ নিয়ে মতবিনিময়

এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আগামী দুই সপ্তাহ ব্যাপক হারে বিস্তারের ঝুঁকি থাকায় প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার (৩০মার্চ) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেয় বাউফল থানা প্রধান, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ।

সভায় সাংবাদিকরা বলেন- ,‘ আগামী ১০দিন অত্যন্ত ঝুঁকিপূর্ন। আমাদের সকলকে করোনা সংক্রমণ বিস্তার প্রতিরোধে সচেতন হতে হবে। হাট-বাজারে জনসমাগম বন্ধ এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কার্যকর ভুমিকা নিতে হবে।’
আরো বলেন- ,‘ যাদের খাদ্য সহায়তা প্রয়োজন তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দিতে হবে।’

সভায় বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন- ‘পুলিশ করোনা প্রতিরোধে কাজ করছে। একা পুলিশের পক্ষে করোনা প্রতিরোধ সম্ভব না। সমাজের সকলের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ’

বাউফল উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসনে বলেন, ‘ আগামী ১০/১২ করোনা সংক্রমণ বাড়বে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করেন। তাই আগামী কয়েকটা দিন আমাদের সকলকে এক হয়ে মোকাবেলা করতে হবে। এর জন্য যা যা করনীয় তা বাউফল উপজেলা প্রশাসন করবে।’

সভায় উপস্থিত ছিলেন- বাউফল প্রেস কøাবের সভাপতি হারুন অর রশিদ খাঁন বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব রাজিব বিশ্বাস, সাংবাদিক এবিএম মিজানুর রহমান, ওহিদুজ্জামান ডিউক, আরেফিন সহিদ, শিবলী সাদেক, কৃষ্ণ কর্মকার ও এম.এ হান্নান।

করোনা ভাইরাসের আপাদকালীন আমতলীতে ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আমতলী(বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলার ৩’শ ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে করোনা ভাইরাসের আপাদকালিন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে ও রবিবার সকালে উপজেলার ৭ টি ইউনিয়ন ও আমতলী পৌরসভার খাদ্য সামগ্রী সামাজিক সুরক্ষা বজায় রেখে বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল দেয়া হয়েছে। খাদ্য সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিকীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন ।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার ৩’শ ৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

 

করোনা সংক্রমণ রোধে তালতলীতে জীবানুনাশক স্প্রে

বরগুনার তালতলী উপজেলা ৭নং সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া বাজার ঔষধ ও মুদি দোকান হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর ও আশপাশের বাড়িগুলিতে এলাকার যুব সমাজের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। শনিবার (২৮মার্চ) সকালে লাউপাড়া বাজার ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ আল ইভান,মোঃ খলিলুর রহমান ,মোঃ আল-আমিন, মোঃ রাসেল, এইচ এম লিটন, যুবকের এই উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রাম ও বাজারের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।

মোঃ আব্দুল্লাহ আল ইভান নেতৃত্বে এই জীবানুনাশক স্প্রে ছিটানো কর্মসূচি সম্পন্ন হয়। এছাড়াও গ্রামের সাধারণ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব ও প্রত্যেক বাড়িতে সাবান দিয়ে হাত ধুয়া, ব্লিসিং পাউডার ও স্যাভলন দিয়ে জীবানুনাশক স্প্রে তৈরি করে ব্যবহার করা ও ঘর থেকে বের না হওয়ার পরামর্শ প্রদান করা হয়।

তারা জানান, আমরা প্রত্যেকে যদি নিজ নিজ গ্রাম ও গ্রামের বাজারগুলিতে জীবানুনাশক স্প্রে ছিটাই,সাবান দিয়ে ঘনঘন হাত ধুই ও করোনা মোকাবিলায় স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দিয়ে। মানুষজনদের সচেতন করে তুলতে পারি তাহলে আমাদের বিশ্বাস এই বিপদ থেকে জাতি খুব শীঘ্রই মুক্তিপ্রাপ্ত হবে।