বরিশালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ  কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের ষষ্ঠ সেমিস্টারের অটোক্যাড-২ বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বরিশালের ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ ছাত্রকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে হাতে লেখা হুবহু বোর্ডের প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জাহিদুল ইসলাম, আবু নাঈম, আমিনুল ইসলাম, সাব্বির হোসেন সোহেল ও তারেক রহমান। তারা সবাই বরিশালের কাশিপুরস্থ ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার্থী ছিলেন।

বিএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমানের তত্ত্বাবধানে বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন এবং ওসি (তদন্ত) এ.আর মুকুলের নেতৃত্বে পুলিশের দুটি দল মঙ্গলবার রাতভর ও বুধবার বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এদিকে বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের নিয়ে এক সংবাদ সম্মেলনে বিএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে প্রশ্নপত্র ফাঁস হয়েছে মর্মে একটি অজ্ঞাত ফোনকল আসে।

এর সূত্র ধরেই আমরা তদন্তে নামি এবং স্বল্পতম সময়ের মধ্যে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। এসময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত হাতে লেখা প্রশ্নপত্র যাচাইয়ের জন্য করিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়। শিক্ষার্থীদের কাছ থেকে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের ষষ্ঠ সেমিস্টারের অটোক্যাড-২ বিষয়ের পরীক্ষার উদ্ধারকৃত প্রশ্নপত্রের সঙ্গে শিক্ষাবোর্ড প্রদত্ত প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেলে বুধবারের নির্ধারিত অটোক্যাড-২ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

বিমানবন্দর থানায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে এসময় উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান ছাড়াও সহকারী পুলিশ কমিশনার মোঃ সাখাওয়াত হোসেন, বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) এ.আর মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে গ্রেফতারকৃত শিক্ষার্থীরা জানায়, তারা এই প্রশ্নপত্র মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে পটুয়াখালীর বাউফল থানার রামনগর গ্রামের ফারুক মীরের ছেলে জাহিদ ইসলামের (২০) কাছ থেকে সংগ্রহ করে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাতক জাহিদ ইসলামকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে এ ঘটনায় পরীক্ষা নিয়ন্ত্রণ (অপরাধ) আইনে পলাতক অভিযুক্তসহ ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রেফতারকৃত ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।