করোনা পরিস্থিতি মোকাবেলায় সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর টেলি মেডিকেল টিম গঠন

সৈকত কর্মকার,বরগুনা: করোনাভাইরাস সংক্রমণ থেকে বরগুনার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে টেলি মেডিকেল টিম গঠন করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

এ টেলি মেডিকেল টিমের মাঝে সমন্বয়কের ভূমিকা পালন করছে সুনাম দেবনাথ ব্লাড ফাউন্ডেশন। এ প্রসঙ্গে সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, পুরো বিশ্ব আজকে করোনায় বিপর্যস্ত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে জনসচেতনতা থেকে শুরু করে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি আমার সংসদীয় এলাকায় একেবারে শুরু থেকেই বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করেছি, অসহায় ও দুস্থ মানুষকে প্রয়োজন অনুপাতে মানবিক সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। তিনি আরও বলেন, করোনার কারণে সাধারণ রোগীরা বাসা থেকে হাসপাতালে আসতে চায় না। অথচ তারা চিকিৎসার অভাবে কষ্ট পায়। সেই কষ্ট লাঘবে রোগীরা যেন হাসপাতাল বা ডাক্তারের চেম্বারে না যেয়েও মোবাইল ব্যবহার করে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায় সেই উদ্যোগ গ্রহণ করেছি।

এ কার্যক্রমের সমন্বয়কের ভূমিকা পালন করা সুনাম দেবনাথ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ও বরগুনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ বলেন, বরগুনা জেলার যেকোনো মানুষ ফোন করে নিতে পারবেন এই সেবা। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ থাকবেন আপনাদের সেবায়। তিনি আরও বলেন চিকিৎসকদের নাম এবং নাম্বার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি৷

জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ইউনিয়নেও ব্যানার পোষ্টার টানানো হয়েছে মানুষকে এ বিষয়ে সচেতন করার জন্য। বরগুনার যে কোনো মানুষ ওই নম্বরগুলিতে ফোন দিয়ে স্বাস্থ্য সম্পর্কিত যেকোনো পরামর্শ নিতে পারবেন। কেউ অসুস্থ হলেও ফাউন্ডেশন তার পক্ষে সাধ্যমতো দাঁড়াবে।

বরগুনায় দু’জনের করোনা জয়

সৈকত কর্মকার,বরগুনা:
বরগুনাতে করোনা আক্রান্ত দুই জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে।বরগুনা জেনারেল হাসপাতাল থেকে তারা চিকিৎসা সেবা পেয়ে সুস্থ হয়েছে। জানা যায় তারা (৯ এপ্রিল)তারিখে বরগুনা সরকারি হাসপাতালে ভর্তি হয় এবং তাদের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়।
বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলতে থাকে এবং তারা পরবর্তীতে করোনা নেগেটিভ আসে টেস্টের মাধ্যমে এবং তারা ছাড়া পায়। জানা গিয়েছে তাদের একজনের বাড়ি বরগুনা সদরের ঘটবাড়িয়া ইউনিয়নে এবং অন্যজনের বাড়ি বরগুনা সদরের খাকবুনিয়া ইউনিয়নে। তাদের দুজকেই হাসপাতালের নিজস্ব পরিবহনে করে বাড়ি পৌছানোর ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বরগুনা জেনারেল হাসপাতাল এর তথ্য মতে জানা গেছে তারা এখন পুরোপুরি সুস্থ।

আমতলীতে এক ওষুধ কোম্পানীর এরিয়া ম্যানেজার করোনায় আক্রান্ত, ৫ বাড়ি লকডাউন

আমতলী প্রতিনিধি:আমতলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানীর এরিয়া ম্যানেজার মিজানুর রহমান (৪০) নামে এক জন করোনায় আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী। সে মাদারীপুর জেলার শিবচর উপজেলার সাতবাগিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। চাকুরীর কারনে সে আমতলীতে অবস্থান করছিলেন। বর্তমানে আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের প্রাণী সম্পদ হাসপাতাল সড়কের শহীদ তালুকদারের ভাড়া বাসায় হোম আইশোলেশনে রয়েছেন।

বুধবাার সন্ধ্যায় করোনা ভাইরাসে আক্রান্তর খবর জানাজানি হলে ওই ওয়ার্ডের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আক্রান্তের বাড়ীসহ আশপাশের ৫টি বাসা লকডাউন করে লাল নিশান টানিয়ে দিয়েছে প্রশাসন।

জানা গেছে, গত ১৯ এপ্রিল জ্বর নিয়ে ডা. শাহাদৎ হোসেনের ব্যাক্তিগত চেম্বার হাসিনা ডায়াগনিস্টিক সেন্টারে যান। করোনা সন্দেহে পরের দিন ২০ এপ্রিল মঙ্গলবার সকালে তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এ পাঠিয়ে দেয়। বুধবার সন্ধ্যায় করোনা পজিটিভ রিপোর্ট আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন করোনায় আক্রান্ত মিজানুর রহমানকে তার ভাড়া বাসার হোম আইশোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে এবং সংস্পর্সে আসা সকলকে হোম কোয়ান্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এনিয়ে আমতলী উপজেলায় আক্রান্তর সংখ্যা ৪ এবং মৃতর সংখ্য ১। গত ৯ এপ্রিল থেকে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নির্দেশে আমতলী উপজেলায় লকডাউন চলছে।

তালতলীতে নতুন ইউএনওর যোগদান

আবু হানিফ নয়ন:
বরগুনার তালতলীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন মো: আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। জানা যায়, মো: আসাদুজ্জামান ৩৩তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা।

২০১৪ সালে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে টাঙ্গাইল প্রশাসনে তার কর্ম জীবন শুরু করেন।সেখানে এনডিসি হিসেবে দেড় বছর সুনামের সাথে কর্ম, বিভিন্ন স্থানীয় ও সংসদ নির্বাচনে সাহসিকতার সাথে দায়িত্ব পালন, বালুমহল, ড্রেজার, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, খাদ্যে ভেজালের, মোটরযান এর উপর ব্যাপক প্রসারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এরপর ২০১৮ সালে সহকারী কমিশনার ভূমি হিসেবে পদায়ন হয় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।

সেখানেও ভূমি ব্যাবস্থাপনা,ই মিউটেশন বাস্তবায়ন, কৃষি খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্তে অগ্রণী ভূমিকা পালন করেন। সেখানেই ২০১৮ সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে অত্যন্ত দায়িত্বশীল ভাবে কাজ করেন। একই সালে বদলী হন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে। সেখানে উপজেলা নির্বাহী অফিসার না থাকায় তিনি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রায় ১০ মাস দ্বায়িত্ব পালন করেন।

এরপর তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে বরগুনায় পদায়ন হয়। ২০১৯ সালের নভেম্বর থেকে বর্তমানের করোনা পরিস্থিতি তে তিনি দক্ষতা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন। গত ২০২০সালের ২১ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপজেলা নির্বাহী হিসেবে ন্যস্ত করা হয়।

এর পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বরগুনার তালতলী উপজেলায় পদায়ন করা হয়। আজ ২৩ এপ্রিল সকাল ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ে তিনি যোগদান করেন।এর আগে প্রায় ৬ মাস এ উপজেলায় এসিল্যান্ড সেলিম মিঞা উপজেলা নির্বাহী অফিসারের দ্বায়িত্ব পালন করছেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। এই করোনা ভাইরাসের মাহারীতে উপজেলার মানুষকে নিরাপদে রাখতে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাবো।

করোনা উপসর্গ নিয়ে উদীচী কর্মীর মৃত্যু, ৮ বাড়ি লকডাউন

সৈকত কর্মকার,বরগুনা: বরগুনা জেলা উদীচীর বর্তমান সহ-সভাপতি আল মামুন উজ্জ্বল করোনার লক্ষণ নিয়ে মারা গিয়েছেন। বুধবার {২২ এপ্রিল} বিকেল ৫টার দিকে তিনি তার নিজ ভবন বরগুনা সদরের ঢলুয়াতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার বাড়িসহ আশপাশের আটটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে বরগুনা জেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার জেলা প্রশাসক মহোদয় মোস্তাইন বিল্লাহ। উজ্জ্বল বরগুনার একজন খ্যাতিমান সংস্কৃতি কর্মী। তিনি একাধারে সিপিপি ও উদীচী করত। তাছাড়া বৈশাখী মেলা উদযাপন কমিটির অন্যতম সমন্বয়ক ছিলেন। তাছাড়া স্থানীয় অনেক সাংস্কৃতিক সংগঠনের সে জড়িত ছিল। পারিবারিক সদস্যদের দিয়ে জেলা প্রশাসক জানান, তিনি অত্যন্ত গুণী একজন সাংস্কৃতিক কর্মী ছিলেন।

গত এক মাস আগে তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে ছিলেন একাধিক স্থানে তার চিকিৎসা হয়েছে। বর্তমানে তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ ফেরত আমতলীর ১২ ইটভাটার শ্রমিক কোয়ারেন্টাইনে

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
মুন্সিগঞ্জ ফেরত আমতলীর ১২ জন ইটভাটার শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার রাতে ইউএনও মনিরা পারভীন তাদের আমড়াগাছিয়া কোয়ারেন্টাইনে রেখে দেন। কোয়ারেন্টাইনে থাকা শ্রমিকদের প্রশাসনের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হচ্ছে।
জানাগেছে, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার একটি ইটভাটার ১২ জন শ্রমিককে মালিক পক্ষ গত ১০ এপ্রিল ছুটি দেয়। ওই সময় থেকে তারা সিরাজদিখান এলাকায় অবস্থান করছিল। গত মঙ্গলবার তারা একটি ট্রাকে করে বরগুনা আসেন। ট্রাকটি তাদের বরগুনা বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। এ সময় তারা প্রশাসনের হাতে পড়ে। বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক ওই শ্রমিকদের আসার বিষয়টি আমতলীর ইউএনও মনিরা পারভীনকে অবহিত করে। পরে বরগুনা প্রশাসনের সহযোগীতায় শ্রমিকদের আমতলী ফেরিঘাটে নিয়ে আসেন। ওইখান থেকে ইউএনও মনিরা পারভীন ও ওসি শাহ আলম হাওলাদার শ্রমিকদের গ্রহন করে উপজেলা আমড়াগাছিয়া খানকায়ে সালেহিয়া সাইক্লোণ সেল্টারে প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে রেখে দেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ১২ জন শ্রমিককে উদ্ধার করে কোয়ারেন্টাইনে রেখে এসেছি। কোয়ারেন্টাইনে থাকা কালিন সময়ে তাদের সার্বিক নিরাপত্তা দেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ওই শ্রমিকদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ওই সময়ে প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবার সরবরাহ করা হবে।

আমতলীতে ৯’শ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রাণ সহায়তা পেল বরগুনার আমতলী পৌরসভার ৯’শ পরিবার। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান এ ত্রাণ সহায়তা বিতরনের উদ্বোধন করেন।

ত্রাণ সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন কর্মহীন হতদরিদ্র মানুষ। একই সাথে পৌর মেয়র মতিয়ার রহমানের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে পরিষ্কার পরিছন্ন থাকার জন্য একটি করে সাবান বিতরন করা হয়।

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ সহায়তা বরাদ্দ দেয়। উপজেলার ৭টি ইউনিয়নে ও একটি পৌরসভায় ৭ হাজার ২’শ পরিবার এ ত্রাণ সহায়তার অন্তর্ভুক্ত হয়।

সামাজিক দুরত্ব বজায় রেখে মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মিতয়ার রহমান আমতলী পৌরসভার এ ত্রাণ সহায়তা বিতরনের উদ্বোধন করেছেন। পৌরসভার ৯’শ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি চাল বিতরন করা হয়।

একই সাথে পৌর মেয়র মতিয়ার রহমান ব্যাক্তিগত তহবিল থেকে পরিস্কার পরিচ্ছন্ন থাকার জন্য প্রত্যেক পরিবারকে একটি করে সাবান বিতরন করেন।

ত্রাণ সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন ও ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে আমতলী পৌরসভার ৯’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রাণ সহায়তা বিতরন করা হয়েছে। একই সাথে আমার ব্যাক্তিগত তহবিল থেকে প্রত্যেক পরিবারকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটি করে সাবান দিয়েছি।

বরগুনায় করোনায় নতুন আক্রান্ত আরও ৪ জন

সৈকত কর্মকার, বরগুনা:
বরগুনার নতুন করে করোনাতে আক্রান্ত চারজন।তার ভিতরে বরগুনা সদরের ঢলুয়া ইউনিয়নের খাকবুনিয়ার ৫ নং ওয়ার্ডের একজন, বেতাগী পৌর শহরের ১নং ওয়ার্ডের একজন, বামনা ডৌয়াতলা ইউনিয়নের একজন এবং আমতলির কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার একজন। এ নিয়ে বরগুনাতে মোট করোনা আক্রান্ত ১৭ জন ও মারা গিয়েছেন ০২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলার সিভিল সার্জন, জনাব হুমায়ুন শাহীন খান।

বরগুনায় আরও দুই করোনা রোগী শনাক্ত

সৈকত কর্মকার,বরগুনা:
বরগুনায় নতুন করে আরো দুইজন করোনা রোগী সনাক্ত হয়েছে একজন বরগুনা সদরের ৪নং ওয়ার্ড কেজি স্কুল সংলগ্ন বাশার নামের ও অন্যজন বামনা উপজেলার এ নিয়ে বরগুনা জেলায় ১২ জন আক্রান্ত হয়েছে মারা গিয়েছে ২ জন । বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলার সিভিল সার্জন, মহোদয় জনাব হুমায়ুন শাহীন খান।

আমতলীতে ব্যবসায়ী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত: এলাকায় আতঙ্ক

আমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালীবাড়ী গ্রামের জাকির হোসেন নামের এক ব্যবসায়ী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার করোনা ভাইরাসে আক্রান্তের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এতে এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানাগেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ী গ্রামের সেকান মৃধার ছেলে জাকির হোসেন মৃধা গত ১০ বছর ধরে নারায়ণগঞ্জ থেকে কাপড়ের ব্যবসা করে আসছে। নারায়নগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জাকির ও তার পরিবারের লোকজন ওইখান থেকে গত রবিবার (১২ এপ্রিল) পালিয়ে গ্রামের বাড়ী আমতলী আসেন। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তিনি বাড়ীতেই লুকিয়ে ছিল। তার শরীরের অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন গত বুধবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত¡ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠিয়ে দেয়। শনিবার রাত ১০ টার দিকে তার নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। রবিবার সকালে এ খবর এলাকায় পৌছলে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে জাকির বাড়ীতে অবস্থান করছেন। খবর পেয়ে ইউএনও মনিরা পারভীন রবিবার তার বাড়ী লকডাউন করে দিয়েছেন। স্থানীয়রা জানান, জাকির গত রবিবার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ী আমতলীতে আসেন। বাড়ীতে এসে তিনি লুকিয়ে ছিল। তিনি করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। তিনি আরো বলেন, জাকির করোনা ভাইরাসের উপসর্গ নিয়েই নারায়ণগঞ্জ থেকে এসেছে।
স্থানীয় মেহেদী জামান রাকিব বলেন, জাকির নারায়ণগঞ্জ থেকে দীর্ঘদিন ব্যবসা করে আসছে। গত ১২ এপ্রিল জাকির পরিবারসহ বাড়ীতে এসে লুকিয়ে ছিল। এখন শুনছি সে করোনা ভাইরাসে আক্রান্ত। দ্রæত করোনা আক্রান্ত জাকিরের সুচিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানাই।
আমতলী উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহাদাত হোসেন বলেন, ওই রোগীর পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, তিনি হোম আইসোলেশনে আছেন এবং তাকে বাড়ীতেই চিকিৎসা সেবা দেওয়া হবে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, গত বুধবার হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিয়ে এসেছিল জাকির। ওইদিন তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। শনিবার রাত ১০ টার দিকে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিবেদন পেয়েছি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ওই রোগীর হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ওই রোগীর বাড়ী লকডাউন করা হয়েছে। তাকে বাড়ীতে চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য গত ৯ এপিল আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। ওই সময় থেকে বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ আমতলী উপজেলাকে লকডাউন ঘোষনা করেন। বর্তমান আমতলী উপজেলা লকডাউন অবস্থায় রয়েছে। এনিয়ে আমতলীতে দু’জন প্রাণঘাতী করোনা ভাইরাসের রোগী আক্রান্ত হয়েছেন।