বরিশালে জাতীয় পাট দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ শাহাজাদা হীরা: আজ ৬ মার্চ সকাল সাড়ে দশটায় পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে। জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় জাতীয় পাট দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সকালে বরিশাল সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল, হরিদাস শিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল,মোঃ ইকবাল আখতার, নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, মোঃ আহসান মাহামুদ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য পরিদর্শক পাট অধিদপ্তর বরিশাল, মোঃ নওশের আজাদসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

বরিশালে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উপলক্ষে সমাবেশ ও মানববন্ধন

মোঃ শাহাজাদা হীরা: সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো এই স্লোগান কে সামনে রেখে। আজ সকাল ১১ টায় জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সরকারি বেসরকারি উন্নয়ন সংগঠন সমূহ বরিশাল এর আয়োজনে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল, রাশিদা বেগম। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, মোঃ ইকবাল আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পঙ্কজ রায় চৌধুরী, আইসিডিএর নির্বাহী পরিচালক, আনোয়ার জাহিদ, সনাক বরিশালের সভাপতি, শাহ সাজেদা, আভাসের নির্বাহী পরিচালক, রহিমা সুলতানা কাজলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা ও তাদের সদস্যরা মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বরিশালে এলপি গ্যাস অবৈধ ভাবে মজুদ করার অপরাধে অর্ধলক্ষ টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হীরা: গতকাল ৫ মার্চ দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এর নিদের্শনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নগরীর বটতলা বাজার এলাকায় এলপি গ্যাসের অবৈধ মজুদ এবং মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী। বটতলা বাজারের শরীফ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেখতে পায় লাইসেন্সের শর্তানুযায়ী ডিলার শরীফ এন্টারপ্রাইজ সর্বোচ্চ ৪০টি সিলিন্ডার মজুদ রাখতে পারেন। কিন্তু প্রতিষ্ঠানের মালিক মোঃ নুরুল আলম তার গোডাউনে দুইশতাধিক এলপি গ্যাস সিলিন্ডার মজুদ রাখেন। এ অপরাধে প্রসিকিউশন প্রদান করেন। সহকারী বিস্ফোরক পরিদর্শক বরিশাল, জনাব মোঃ মোজাহিদুল ইসলাম । আরও উপস্থিত ছিলেন বিআরটিএ, বরিশাল এর ইন্সপেক্টর, দেবাশিষ দাস, এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস, কোতয়ালী মডেল থানা পুলিশের সদস্যরা। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিধিমালা ২০০৪ আইনের ৬৯ লঙ্ঘন পূর্বক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যে লিপ্ত থাকার অপরাধে। শরীফ এন্টারপ্রাইজের মালিক মোঃ নুরুল আলমকে পঞ্চাশ (৫০০০০) হাজার টাকা অর্থ জরিমানা আদায় করা হয়েছে। এলপি গ্যাস সিলিন্ডারের অবৈধ ব্যবহার রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।

বরিশালে পৃথক মোবাইল কোর্ট অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হীরা: গতকাল ৫ মার্চ রাত ১০ টার দিকে বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়ন এলাকার কীর্তনখোলা নদীতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহন করার অপরাধে মোঃ রবিউল (১৮), মোঃ শামিন (১৯), মোঃ শামিম (১৮) কে আটক করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ হুমায়ুন কবির। এসময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন নৌ পুলিশের এস আই মোঃ রেজাউল করিমসহ নৌ পুলিশের সদস্যরা। অভিযানের সময় মোঃ রবিউল (১৮), মোঃ শামিন (১৯), মোঃ শামিম (১৮) কে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহন করার দায়ে হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় তাদের তিনজন কে এক (১) বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে বরিশাল নগরীর চরবাড়ীয়া ইউনিয়নের তালতলী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ বাচ্চু (৩৫) কে ড্রেজার মেশিনসহ আটক করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর, মোঃ আমীনুল ইসলাম। এসময় মোবাইল কোর্টে অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশের সদস্যরা। অভিযানের সময় মোঃ বাচ্চু (৩৫) কে ড্রেজার মেশিনসহ অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় তাকে দেড় লাখ (১৫০০০০) টাকা অর্থ জরিমানা আদায় করা হয়। পরে জব্দ কৃত ড্রেজার মেশিন চরবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহাতাব হোসেন সুরুজ এর জিম্মায় দেন সহকারী কমিশনার ভূমি বরিশাল সদর।

বরিশালে ২য় আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০১৯ এর মহাতাঁবু জলসা ও সমাপনী

মোঃ শাহাজাদা হীরা: শান্তি ও উন্নয়নে কাব স্কাউটিং এই স্লোগান নিয়ে আজ ৫ মার্চ রাত ৮ টায় বাংলাদেশ স্কাউট, বরিশাল জেলা রোভার এর ব্যবস্থাপনায়। আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, রুপাতলী বরিশালে ২ মার্চ থেকে অনুষ্ঠিত ৫ দিন ব্যপী দ্বিতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০১৯ এর মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল ও জাতীয় উপ কমিশনার (ভূ-সম্পত্তি) বাংলাদেশ স্কাউটস, ড. মুহাম্মাদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল ও সভাপতি ২য় আঞ্চলিক কাব ক্যাম্পুরী সাংগঠনিক কমিটি বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চল, মোঃ খায়রুল আলম শেখ, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, ও সভাপতি বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চল বরিশালে, প্রফেসর মোহাম্মদ ইউনুস, জেলা প্রশাসক বরিশাল ও সভাপতি বাংলাদেশ স্কাউটস বরিশাল জেলা, এস, এম, অজিয়র রহমান, বিপিএমবার পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলামসহ এছাড়া বিভিন্ন অতিথিসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী বৃন্দরা উপস্থিত ছিলেন।উপস্থিত অতিথিরা আলোচনা সভার মাধ্যমে কাব ক্যাম্পুরী বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরেন। পরে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মহাতাঁবু জলসার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি, পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি করা হয়।

বরিশালে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সম্মেলন

মোঃ শাহাজাদা হীরা: শেখ হাসিনার উপহার, একটি বাড়ি একটি খামার, বদলাবে দিন তোমার আমার এই পতিপাদ্য বিষয় নিয়ে আজ ৫ মার্চ সকাল ১০ টায় জেলা প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্প বরিশাল এর আয়োজনে অশ্বিনী কুমার হলে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) একটি বাড়ি একটি খামার প্রকল্প, আকবর হোসেন, বিশেষ অতিথি উপ-প্রকল্প পরিচালক, একটি বাড়ি একটি খামার প্রকল্প, নজির আহমদ, জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক বিআরডিবি বরিশাল, জহিরুক হক মৃধা, জেলা সমন্বয়কারী বরিশাল, একটি বাড়ি একটি খামার প্রকল্প, তানিয়া আক্তারসহ একটি বাড়ি একটি খামার প্রকল্পের বরগুনা, ভোলা, পটুয়াখালীর, পিরোজপুর এর সকল কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

ইমাম সাহেবদের জাতি গঠনে ভূমিকা রাখতে হবে- বরিশাল জেলা প্রশাসক

মোঃ শাহাজাদা হীরা: ইমাম সাহেবদের জাতি গঠনে ভূমিকা রাখতে হবে পাশাপাশি ইসলাম ও রাস্ট্রের আইন সকলের মাঝে তুলে ধরতে হবে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সে জেলা প্রশাসক বরিশাল ৪৫ দিনের এই প্রশিক্ষণ নিয়ে ইমাম সাহেবদের জাতি গঠনে ভূমিকা রাখতে হবে পাশাপাশি ইসলাম ও রাস্ট্রের বিভিন্ন আইন কানুন সকলের মাঝে তুলে ধরতে হবে তবেই এই প্রশিক্ষণ সফল হবে অনুষ্ঠানে বক্তব্য কালে একথা বলেন প্রধান অতিথি । আজ ৫ মার্চ সকাল ১১ টায় ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশাল ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তন, কাশিপুরে ৯৬৮ তম দলের ৪৫ দিন ব্যাপী নিয়মিত প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবদের সনদ বিতরণী ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ, সরকারি বি এম কলেজ বরিশাল, প্রফেসর মোঃ শফিকুর রহমান শিকদার, বিশেষ অতিথি ছিলেন পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল, মোঃ নিজাম উদ্দিন, আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশাল, কৃষিবিদ মুহাম্মদ অনিসুজ্জামান, সহকারী পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশাল, আসমা আক্তারসহ প্রশিক্ষক প্রশিক্ষণার্থী ইমাম বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে ৪৫ দিন ব্যাপী নিয়মিত প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবদের মাঝে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে সফলতা অর্জনকারী দের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়

বরিশালে ৭ দিনব্যাপী এসএমই পণ্য মেলা এর উদ্বোধন

মোঃ শাহাজাদা হীরা: আজ ৩ মার্চ বিকাল ৩ টা ৩০ মিনিটে এসএমই পণ্য মেলা ২০১৮-১৯ এর শুভ উদ্বোধন করা হয়। এসএমই ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে। জেলা প্রশাসক বরিশাল, বিসিক বরিশাল, নাসিব বরিশাল, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ব্যাংক বরিশাল এর ব্যবস্থাপনা বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ৭ দিনব্যাপী এসএমই পণ্য মেলা ২০১৯ এর শুভ উদ্বোধন করেন মেলার উদ্বোধক মাননীয় মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। শুরুতে বরিশাল সার্কিট হাউস থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বঙ্গবন্ধু উদ্যানে এসে শেষ হয়। সেখানে ফেস্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষ এসএমই পণ্য মেলা নিয়ে এক আলোচনা সভার অংশগ্রহণ করেন অতিথিরা। পরিশেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সহকারী মহাব্যবস্থাপক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, এসএমই ফাউন্ডেশন, মোঃ রাকিব উদ্দিন খান, সহসভাপতি জেলা আওয়ামীলীগ, মোঃ হোসেন চৌধুরী, সংস্কৃতিজন, এস এম ইকবাল, সিনিয়র সহ-সভাপতি, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন মানিক, সহ-সভাপতি নাসিব বরিশাল, মোঃ আক্তার হোসেন, সভাপতি ডিস্ট্রিক উইমেন বিজনেস ফোরাম, ডা. বনলতা মুর্শিদা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক বৃন্দ, স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলার অংশ হিসেবে ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী প্রতিনিধিসহ সকল স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে করে তাদের সহযোগিতায় ২০১৮-১৯ অর্থবছরে আটটি বিভাগের বরিশাল সহ মোট ২৩ টি জেলা আঞ্চলিক এসএমই পণ্য মেলা এবং ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) জাতীয় এসএমই মেলা ২০১৯ আয়োজন করা হবে। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এসব মেলা আয়োজনের মাধ্যমে এসএমই পণ্যের ব্যাপক পরিচিতি পাশাপাশি উৎপাদক, ক্রেতা ও বিক্রেতার মাধ্যে পারস্পরিক সংযোগ স্থাপিত হয়, এসএমই পণ্যের বাজার সম্প্রসারিত হয় এবং শিল্পায়নের বিকাশের সাথে সাথে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। এসএমই পণ্য মেলা আয়োজনের উদ্দেশ্য। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা উৎপাদিত পণ্যের প্রচার প্রসার বিক্রয় বাজার সম্প্রসারণ। এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা, এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন। পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তা সহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ। বঙ্গবন্ধু উদ্যান বরিশালে আজ থেকে ৯ মার্চ ৭ দিন মেলা চলবে। মেলা প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে, মেলায় ৫০ টি স্টল রয়েছে। এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণ সহায়তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

নদী ভাঙন প্রতিরোধে স্থানীয়দের তদারকি করার আহবান প্রতিমন্ত্রীর

মোঃ শাহাজাদা হীরা: বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা উপজেলায় নদী ভাঙন পরিদর্শনে গিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম বলেছেন আগামী বর্ষার আগেই বরিশালের ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। নদী ভাঙন প্রতিরোধে নেওয়া প্রকল্প নিজেদের কাজ মনে করে তদারকি করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল শনিবার (০২ মার্চ) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া এলাকার ভাঙন প্রতিরোধে নেওয়া ৩৮৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্প কাজের উদ্বোধন শেষে পানি সম্পদ মন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম এসময় একথা বলেন। ভাঙন পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সাংসদ পংকজ নাথ, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পানি উন্নয়ন বোর্ড বরিশালের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার, তত্তাবধায়ক প্রকৌশলী রমজান আলী প্রামাণিক, নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ, মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড, মনসুর আহম্মেদ, মেহেন্দিগঞ্জ পৌরসভার মেয়র কামাল উদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া এলাকায় মেঘনা নদীর ভাঙন থেকে উলানিয়া-গবিন্দপুর এলাকা রক্ষা প্রকল্পের কাজের উদ্বোধন ছাড়াও নদীপথে মেঘনা নদী তীরবর্তী মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার ভিভিন্ন এলাকার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর, জাঙ্গালিয়া, আলীগঞ্জ, হিজলা উপজেলার হরিনাথপুর ও হিজলা বাজার এলাকার ভাঙন পরিদর্শন করেন মন্ত্রী। পানি উন্নয়ন বোর্ড বরিশাল কার্যালয় জানায়, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া এলাকায় মেঘনা নদীর ভাঙন হতে উলানিয়া-গবিন্দপুর এলাকা রক্ষা প্রকল্পের কাজের জন্য ৩৮৬ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে খননে ২০০ কোটি ৯৮ লাখ। আর বাঁধ ও নির্মাণে ব্যয় হবে ১৮৫ কোটি ৪০ লাখ টাকা। আগামী ২০২০ সালের জুন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে হবে।

বরিশালে ২য় আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০১৯ এর উদ্বোধন

মোঃ শাহাজাদা হীরা:  শান্তি ও উন্নয়নে কাব স্কাউটিং এই স্লোগান নিয়ে আজ ২ মার্চ সকাল ১১ টায় বাংলাদেশ স্কাউট, বরিশাল জেলা রোভার এর ব্যবস্থাপনায়। আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, রুপাতলী বরিশালে ৫ দিন ব্যপী দ্বিতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০১৯ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশেষ অতিথি ছিলেন মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল ও জাতীয় উপ কমিশনার (ভূ-সম্পত্তি) বাংলাদেশ স্কাউটস, ড. মুহাম্মাদ মোশাররফ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল ও সভাপতি ২য় আঞ্চলিক কাব ক্যাম্পুরী সাংগঠনিক কমিটি বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চল, মোঃ খায়রুল আলম শেখ, জেলা প্রশাসক বরিশাল ও সভাপতি বাংলাদেশ স্কাউটস বরিশাল জেলা, এস, এম, অজিয়র রহমান, বিপিএমবার পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম, বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা বিভাগ বরিশাল ও সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চল, এস, এম, ফারুক, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, ও সভাপতি বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চল বরিশালে, প্রফেসর মোহাম্মদ ইউনুস, এছাড়া বিভিন্ন অতিথিসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথি বৃন্দরা জাতীয় পতাকা উত্তোলন করেন পরে বেলুনসহ ফেস্টুন এবং পায়রা উড়িয়ে বাংলাদেশ স্কাউটস, বরিশাল অঞ্চল এর দ্বিতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিরা আলোচনা সভার মাধ্যমে কাব ক্যাম্পুরী বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরেন অতিথিরা। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি করা হয়।