বরিশালে সড়ক দূর্ঘটনায় বিএম কলেজ ছাত্রীসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: বরিশালে বাস ও মাহিন্দ্রের (ডিজেল চালিত থ্রি হুইলার) সংঘর্ষে বিএম কলেজের এক শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হন আরও চারজন। আহতদের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে বরিশাল বানারীপাড়া সড়কের তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, শিক্ষার্থী শিলা হালদার, সোহেল, খোকন ও মানিক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিন্দ্রটি বরিশাল থেকে বানারীপারার দিকে যাচ্ছিল, অপরদিকে দুর্জয় পরিবহনের একটি বাসটি বানারীপাড়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল।এ সময় ঘটনাস্থলে দুটি যানবাহন নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আহতদের হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা যান, অপর তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিএমপির এয়ারপোর্ট থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, নিহতদের মধ্যে শিলা হালদার বরিশাল বিএম কলেজের মাস্টার্সের প্রথম বর্ষের গণিত বিভাগের শির্ক্ষাথী। এছাড়া নিহতদের মধ্যে মাহিন্দ্রের ড্রাইভার সোহেল, যাত্রী খোকন ও মানিকের পরিচয় পাওয়া গেছে। অপর নিহত নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

বরিশালে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণী

মোঃ শাহাজাদা হীরা: আজ ১৯ মার্চ বিকাল ৩ টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস বরিশাল এর আয়োজনে। হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। বরিশালে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৯ এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় বরিশাল, এস এম ফকরুজ্জামান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বরিশাল, মোঃ আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ বরিশাল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৯ সমাপনী হয়।

বরিশালে অসহায় মানুষের পাশে জেলা প্রশাসক এস. এম অজিয়র রহমান

মোঃ শাহাজাদা হীরা: চিকিৎসা সহায়তা পেয়ে খুশি রুম্মান হাওলাদার। রুম্মান হাওলাদার বয়স (২৫) বরিশাল সিটি কর্পোরেশনের বাসিন্দা ছয় ভাই বোনের মধ্যে সবার ছোট সে। কিছু বুঝে ওঠার আগেই বাবাকে হারিয়েছে। মা অনেক কষ্টে বড় করেছে ছয় সন্তানকে, সবাই সুস্থ থাকলেও মানুষিক ভাবে সুস্থ নয় রুম্মান, তাকে বরিশাল শহরের রাস্তা ঘাটে দেখা মেলে তার। সে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সামনে এমনকি বরিশাল নগরীর ব্যস্ততম রাস্তা এবং রাস্তার মোড়ে যানজট নিরসনের কাজে সহযোগিতা করতে দেখা যায়। সকলের সাথে ছালাম দিয়ে কথা বলে সহজে কারো কাছে হাত পাতেনা তবে তার ব্যবহার এবং কাজে খুশি হয়ে পথচারীরা তাকে কিছু টাকা পয়সা দিয়ে যায় এতেই খুশি সে। অনেক সময় কেউবা তাকে পাগল বলে কেউবা তাকে ট্রাফিক কাজের সহায়তা কারী বলে। তবে তার এই পাগলামি নগর বাসীর উপকারে আসছে। যেখানে সরকারি বেসরকারি প্রগ্রাম বা যানজট সেখানেই তাঁর দেখা মেলে। তাকে বিভিন্ন কর্মসূচিতে বা র‌্যালিতে যানজট নিরসনের কাজে সহযোগিতা করতে দেখা যায়। বিষয়টি চোখ এড়ায়নি জেলা প্রশাসক বরিশালের তিনি কয়দিন পূর্বে আনিস নামের এক জনকে ৫০০০ হাজার টাকা অর্থ সহায়তা করেন। গতকাল ১৭ তারিখ অশ্বিনী কুমার হলে রুম্মানকে কাজ করতে দেখে কাছে ডেকে তার সাথে কথা বলেন তার সম্পর্কে খোঁজ খবর নেয় জেলা প্রশাসক। আজ ১৯ মার্চ সকালে জেলা প্রশাসক বরিশাল এর হল রুমে। জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান দুর্যোগ ও ত্রাণ তহবিল এর মাধ্যমে চিকিৎসার জন্য পাঁচ (৫০০০) হাজার টাকা নিজ হাতে তুলে দেন রুম্মান হাওলাদার এর হাতে, টাকা পেয়ে মহা খুশি সে। এসময় অনেকেই উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তার প্রতিক্রিয়ায় বলেন, আমরা যদি এমন মানুষদের পাশে না দাঁড়ায় তবে কে দাড়াবে। সে হয়তো মানুষিক ভাবে কিছুটা অসুস্থ কিন্তু তার কাজটি আমাদের উপকারে আসে। ভবিষ্যতে তাকে জেলা প্রশাসন এর পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

বরিশালে ১২ টাকার ইঞ্জেকশন ১ হাজার টাকায় বিক্রি

মোঃ শাহাজাদা হিরা: গতকাল ১৮ মার্চ বিকেল ৪ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এর নিদের্শনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জয়দেব চক্রবর্তী। বরিশাল নগরীর চাঁদমারী এলাকয় মেসার্স তুকি মেডিসিন কর্ণারে অভিযান চালিয়ে ও অভিযোগের ভিত্তিতে জি-ইফিড্রিন ৫ এমএল ইনজেকশন এর মূল্য ১২ টাকার পরিবর্তে ১ হাজার টাকা রাখা, ড্রাগ লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়া, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, স্যাম্পল ঔষধ মজুদ ও বিক্রয় করার অপরাধে মেবাইল কোর্ট পরিচালনা করে ফার্মেসির মালিক মোঃ মনিবুল ইসলাম (৩৮) কে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ সোমবার দুপুরে রুবেল হাওলাদার নামের একব্যক্তি অভিযোগ দেন। সকালে বরিশাল নগরীর ইসমিয়া হাসপাতালের সামনে তর্কি মেডিসিন কর্নার ফার্মেসিতে ইনজেকশন কিনতে যান। এ সময় জি-ইফিড্রিল নামের ইনজেকশনটি কোথায়ও পাওয়া না যাওয়ায় এই ফার্মেসি থেকে ইনজেকশনটি ১ হাজার টাকা দাম রাখেন দোকানদার রুবেল। জরুরি প্রয়োজন এবং আর কোথায়ও না পাওয়ায় তিনি অতিরিক্ত দামে সেটি কিনে নেন। পরে বিকেলে রুবেল জানতে পারেন ইনজেকশনের দাম মাত্র ১২ টাকা। তিনি ঔষধের দাম বেশি রাখার কারন জানতে চাইলে দোকানদার মনিরুল বলেন, মার্কেটে নেই বলে দাম বেশি। এরপর দুপুরে তিনি জেলা প্রশাসনে লিখিত অভিযোগ করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী বলেন, বাজারে ওই ইনজেকশনের সংকট ছিল। আর এই সুযোগ নেন অসাধু ব্যবসায়ী। এতে ভোক্তা প্রতারিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই ফার্মেসির মালিককে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এবং ড্রাগ লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়া, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, স্যাম্পল ঔষধ মজুদ ও বিক্রয় করার অপরাধে। ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (ক) ধারা লঙ্ঘন এর জন্য ২৭ ধারায়। বিশ (২০০০০) হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অপরাধে প্রসিকিউশন প্রদান করেন ঔষধ তত্ত্বাবধায়ক ঔষধ প্রশাসন অধিদপ্তর বরিশাল, এস, এম, সুলতানুল আরেফিন। অভিযানে সহযোগিতা করেন বরিশাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের প্রতিনিধি, কোতয়ালী মডেল থানা পুলিশ এর সদস্যরা। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।

বরিশালে পাটের ব্যাগ ব্যাবহার না করার অপরাধে জরিমানা

মোঃ শাহাজাদা হীরা: যেকোন পরিমান ধান, চাল, গম, ভূট্টা, চিনি সারসহ ১৭ টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে তারি ধারাবাহিকতায় আজ ১৮ মার্চ বিকেল ৫ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এর নিদের্শনায়। নগরীর বাজার রোড এলাকায়, বরিশাল জেলা প্রশাসন ও পাট অধিদফতরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মনীষা আহমেদ। বাজার রোডের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে চালের ব্যাগে পাটের ব্যাগ ব্যবহার না করার অপরাধে সুজন সাহা (৪৫) কে এক (১০০০) হাজার টাকা, মোল্লা ব্রাদার্স এর মালিক মোঃ শুকুর আলী (৫০) কে দুই (২০০০) হাজার টাকা এবং মেসার্স প্রগতি ট্রেডার্স এর মালিক ঈসা জামিল (৩০) কে তেরো (১০০০০) হাজার টাকা। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা মোতাবেক জরিমানা আদায় করা হয়। এ অপরাধে প্রসিকিউশন প্রদান করেন মুখ্য পরিদর্শক, পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় বরিশাল, মোঃ নওশের আজাদ। অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট তেরো (১৩০০০) হাজার টাকা অর্থ জরিমানা আদায় করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতয়ালী মডেল থানা পুলিশ সদস্যরা। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।

বরিশালে আন্তঃস্কুল বিজ্ঞান-প্রযুক্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ শাহাজাদা হীরা: আজ ১৮ মার্চ সকাল ১০ টায় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, ফজলুল হক এভিনিউ বরিশাল এর আয়োজনে। বিদ্যালয় প্রাঙ্গনে। বরিশাল শহরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের অংশগ্রহণে, আন্তঃস্কুল বিজ্ঞান-প্রযুক্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল তিনি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন, কবুতর উড়িয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানর শুভ সূচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, রাসেল ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরিশাল সদর, নাসরিন জেবায়দা আকতার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরিশাল সদর, মাহামুদুল হাসান, আঞ্চলিক পরিচালক কারিতাস বরিশাল, ফ্রান্সিস বেপারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি-ধর্মপাল বরিশাল কাথলিক ডাইওসিস ও সভাপতি কার্যনির্বাহী পরিষদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রাদার স্যামূয়েল সবুজ বালা, সিএসসি প্রধান শিক্ষক, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় বরিশালসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে এক আলোচনা সভার অংশগ্রহণ করেন অতিথিরা সভা শেষ আন্তঃস্কুল বিজ্ঞান-প্রযুক্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন স্টল পরিদর্শন করেন পাশাপাশি ক্ষুদে বিজ্ঞানী দের বিভিন্ন উদ্ভাবন নিয়ে কথা বলেন পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বরিশালে মহিলা ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মোঃ শাহাজাদা হীরা: গতকাল ১৭ মার্চ বিকাল ৫ টায় মহিলা ক্লাবের আয়োজনে মহিলা ক্লাবের হল রুমে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষ মহিলা ক্লাব থেকে একটি র‌্যালি বের করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক বরিশাল এর সহধর্মিণী কেয়া পারভীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রওশান আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সহধর্মিণী লুবনা জাহান, নুরজাহান মোতালেব, বেগম সিরাজি সেরনিয়াবাত ছোয়াসহ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মহিলা ক্লাবেব বিভিন্ন সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।

বরিশালে শিশুদের সাথে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মোঃ শাহাজাদা হীরা: আজ ১৭ মার্চ বিকাল ৪ টায় সরকারি শিশু পরিবার বালিকা (দক্ষিণ) বরিশাল এর হল রুমে। সমাজসেবা অধিদপ্তর বরিশালের আয়োজনে সরকারি শিশু পরিবার সমুহের শিশুদের অংশগ্রহণে বরিশালে সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেন। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল, মোঃ আল মামুন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক, জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল, আখতারুজ্জামান খান মামুন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জয়দেব চক্রবর্তী, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজসহ সরকারি শিশু পরিবার সমুহের কোমলমতি শিশুরা, সমাজসেবার কর্মকর্তা কর্মচারি বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি কেক কেটে জাতীয় শিশু দিবস পালন করেন পরে তাদের মাঝে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে ভিন্নধর্মী জাতীয় শিশু দিবস পালন

মোঃ শাহাজাদা হীরা: ১৭ মার্চ রবিবার বিকাল ৩ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু যথাযথ মর্যাদায় দিবস পালন করা হয়েছে। সিটি কর্পোরেশনের আয়োজনে পথশিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে সিটি কর্পোরেশন। শুরুতে নগরীর সরকারি জিলা স্কুল মাঠে হাজার শিশুর অংশগ্রহণে শিশু সমাবেশ করা হয়। জিলা স্কুল প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি নিয়ে নগরীর রাজা বাহাদুর সড়ক প্রদক্ষিণ করে প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কে এসে শেষ হয়। সেখানে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে রংবে রঙ্গের বেলুন উড়িয়ে শিশু দিবসের উদ্বোধন করা হয়। পরে সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, সাবেক এমপি বরিশাল ৫ আসন, জেবুন্নেছা আফরোজ, প্রধান নিবার্হী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, সচিব বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল মোঃ ইসরাইল হোসেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ হোসেন চৌধুরী, জেলা শিশু বিষয় কর্মকর্তা বরিশাল, পঙ্কজ রায় চৌধুরী, ইউনিসেফের বিভাগীয় প্রধান, এইচ এম তৌফিক আহমেদ, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি, কাজল ঘোষসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, উন্নয়ন সংস্থা সমূহ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। পরিশেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ও বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক ফিরোজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাকে ঘীরেও বইছে নির্বাচনী হাওয়া। সেখানে চলছে বাবুগঞ্জ উপজেলার বৃহৎ দুই দলের নির্বাচনী প্রচারণা।সেই প্রচারণা ঘিরে চলছে প্রার্থীদের কর্মীসভা,উঠান বৈঠক এবং আলোচনা সভা। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে ছুটে চলছেন প্রার্থীরা। তারই ধারাবাহিতায় প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছেন বাবুগঞ্জ উপজেলার দুই বৃহৎ দলের মনোনীত প্রার্থী। সেখানে দুই প্রার্থীর ভিতর রয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হাতুড়ি মার্কা নিয়ে মোজাম্মেল হক ফিরোজ। বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৮০ র দশকের ছাত্রনেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ছাত্র সংগ্রাম পরিষদের বরিশালের অন্যতম নেতা,বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাবেক জেলা সভাপতি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং জননেতা রাশেদ খান মেনন মনোনীত হাতুড়ি মার্কার চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা,শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল হক ফিরোজ ।বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন তার এই নিজ উপজেলার প্রার্থী মোজাম্মেল হক ফিরোজ। তারই নির্দেশে হাতুড়ি মার্কা নিয়ে লড়বেন চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক ফিরোজ। একাধিক নেতাকর্মি জানান নির্বাচনকে কেন্দ্র করে বাবুগঞ্জ ওয়ার্কার্স পার্টির প্রতিটি কর্মী সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন, প্রচার-প্রচারণাও রয়েছে জমজমাট।
তবে বাবুগঞ্জ ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী তার মনোনয়ন দাখিলের সময় তার মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলেন বিরোধী দলের নেতা কর্মীরা বলে অভিযোগ করেন প্রার্থী। বাবুগঞ্জ উপজেলার ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক ফিরোজ বলেন, যে সাধারণ মানুষজন ভোট দিতে পারলে ইনশাআল্লাহ বিজয়ী হাতুড়ি মার্কা হবে। তিনি আরো বলেন যে,ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাই এসব অনিয়ম সাধারণ জনগণ মেনে নিবেন না।বাবুগঞ্জ বাসিন্দা তারা কখনওই ভোট ডাকাতি করে না।তারা অন্যায় প্রতিহত করতে যানে।হাতুড়ি মার্কা নিয়ে ছুটে চলি সাধারণ জনগোষ্ঠীর ,নিপীড়িত, অসহায় লোক দের কাছে। এই বাবুগঞ্জ কে করতে চাই আধুনিকায়ন উপজেলা, থাকবে না কোনো বৈষম্য, প্রতিটি মানুষ পাবে নাগরিক সেবা,নিশ্চিত করতে চাই স্বাস্থ্য সেবা। তিনি আরো জানান এখন পযন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা স্বাভাবিক রয়েছে, সাধারন জনতা তাদের রায়ে যাদের বিজয়ী করবেন আমরা তাকে মেনে নেবো।