সস্ত্রীক করোনায় আক্রান্ত পবিপ্রবির ভিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ ও তার সহধর্মিণী কনিকা মাহফুজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে উপাচার্যের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে।

অন্যদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে উপাচার্যের স্ত্রী কনিকা মাহফুজের করোনা রিপোর্টও পজিটিভ আসে।

মঙ্গলবার রাত ৮টর দিকে তাদের করোনা পরীক্ষার ফল পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়টির দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পবিপ্রবির ভাইস চ্যান্সেলর ড. মো. হারুনর রশীদ ও তার সহধর্মিণী কনিকা মাহফুজকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়।

বর্তমানে তারা দুজনেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

এদিকে উপাচার্য ও তার স্ত্রীর সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ আলী ও রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

কুয়াকাটায় ২টি আবাসিক হোটেলে ২৫ হাজার টাকার জরিমানা

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় হোম কোয়ারেন্টাইনের স্বাস্থ্যবিধি অমান্য করায় ২ টি আবাসিক হোটেল মালিককে পচিঁশ হাজার টাকা জরিমানা করেছে করাপাড়া ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল এ অভিযানের নেতৃত্ব দেয়। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩৫ জন শ্রমিকদের জন্য হোম কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহৃত হচ্ছে আবাসিক হোটেল রনি ।

 

শ্রমিকদের পাশাপাশি পর্যটক রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই হোটেলের ম্যানেজারকে । একই অভিযোগে আবাসিক হোটেল রোজ ভ্যালিতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে মহিপুর থানার এসআই সাইদুলসহ পুলিশের একটি দল। একই সময় পায়রা তাপ বিদুৎ কেন্দ্রের শ্রমিকদের জন্য হোম কোয়ান্টাইন হিসেবে ব্যবহৃত ৬ টি আবাসিক হোটেলকে লক ডাউন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

বর্তমানে কুয়াকাটায় মোট ১৪টি আবাসিক লক ডাউন করা হয়েছে। কুয়াকাটায় বিভিন্ন আবাসিক হোটেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অবস্থানরত শ্রমিকদের মধ্যে এ পর্যন্ত ২৮ জন করোনা শনাক্ত হয়েছে বলে পায়রা তাপ বিদ্যুৎ কর্তৃপক্ষ সুত্র জানিয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী (ভুমি) জগৎবন্ধু মন্ডল বলেন, হোম কোয়ারেন্টাইনে শ্রমিক রাখার পাশাপাশি ওই হোটেল ২ টিতে পর্যটকসহ পরিবহন শ্রমিকদের রাখার অপরাধে জরিমানা করা হয়েছে।

কুয়াকাটা সৈকতে ভাঙ্গনের তীব্রতা বাড়ছে

ঘুর্ণিঝড় আমফানের তান্ডবে এক দফা বিধ্বস্ত হওয়া কুয়াকাটা সৈকতে এখন চলছে সাগরের উত্তাল ঢেউয়ের তীব্র ভাঙ্গন। অমাবস্যা-পুর্ণিমার জোতে অস্বাভাবিক জোয়ারের তান্ডবে সৈকতের শূন্য পয়েন্টের দুইদিকের অন্তত ১০ ফুট প্রস্থ ভেসে গেছে।

 

বালুর স্তর গিলে খেয়েছে সাগর। এখন দীর্ঘ সৈকতে জোয়ারের সময় থাকেনা ওয়াকিং জোন। গেল বছর ভাঙ্গন রোধে জিও টিউব দিয়ে জরুরি প্রতিরোধের পদক্ষেপ নেয়া হয়েছিল।

এবছর এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি। ২০০৪ সাল থেকে বহুবার সমীক্ষা চালিয়ে সৈকত রক্ষায় প্রতিরক্ষা প্রকল্প হাতে নেয়া হয় কমপক্ষে তিন দফা। কিন্তু তা আর শেষ পর্যায় গিয়ে আলোর মুখ দেখেনি। এদিকে ভাঙ্গনের তীব্রতায় ক্ষুদে দোকানি, বীচ এলাকার ব্যবসায়ীসহ পর্যটকরা উৎকন্ঠা প্রকাশ করেছেন।

পানি উন্নয়ন বোর্ডের ৪৮ নম্বর পোল্ডারের ১৭ দশমিক ২৫০ তম কিলোমিটার থেকে ৩৭ দশমিক ২৫০ তম কিমি পর্যন্ত বেড়িবাঁধের বাইরের দীর্ঘ ২০ কিলোমিটার মূলত কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা নির্ধারণ করা রয়েছে। এর গঙ্গামিত লেকের ২৪ দশমিক ২৫০ তম কিমি থেকে আন্ধারমানিক নদী মোহনার ৩৪ দশমিক ৭৫০ তম কিমি পর্যন্ত সাড়ে দশ কিলোমিটার সৈকত সর্বাধিক ব্যবহৃত হয়।

যেখানে মূলত পর্যটকরা বিচরণ করেন। এই সাড়ে দশ কিলোমিটারের মধ্যে ২৭ দশমিক ৪০০ কিলোমিটার থেকে ৩২ দশমিক ৫০০ কিলোমিটার পর্যন্ত পাঁচ দশমিক এক কিলোমিটার সাগরের তীব্র ভাঙ্গন এলাকা। তীব্র ভাঙ্গনপ্রবণ এলাকার শুন্যপয়েন্টের পশ্চিমে পাচ শ’ মিটার এবং পুবে দুই কিমি মোট আড়াই কিমি গ্রীণ সী ওয়াল ও জিও টিউবের ব্যবহার মাধ্যমে ২০১৮ সালে সৈকত এলাকা রক্ষার সিদ্ধান্ত হলেও পরে তা বাতিল হয়ে যায়।

তখন ২১২ কেটি ৮২ লাখ টাকার ওই প্রকল্প ব্যয়-বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। ফলে অরক্ষিত হয়ে পরে কুয়াকাটা সমুদ্র সৈকত। ২০১৫ সালে এই প্রকল্প প্রণয়নের কাজ শুরু হলেও কয়েক দফা সমীক্ষা শেষে শেষ পর্যায় বাতিল হয়ে যায়।

বর্তমানে সৈকতে ঝুকিপুর্ণ পাঁচ কিলোমিটার অংশের মধ্যে আড়াই কিলোমিটার খুবই ঝুঁকিপুর্ণ। যা রক্ষায় গেল বছর জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে প্রায় দুই কিমি অংশে। তখন জিও টেক্সটাইল ব্যাগ দেয়ার পাশাপাশি জিও টিউব দেয়া হয়। কিন্তু এখন টিউব ও ব্যাগের বেহাল দশা। ঢেউয়ের তীব্রতায় লন্ডভন্ড হয়ে গেছে। বেলাভূমে চলছে তীব্র ভাঙ্গন। ঢেউয়ের ঝাপটা বাধাগ্রস্ত হওয়ার কিছুই নেই।

শুন্যপয়েন্টর পশ্চিম দিকে জেলে পল্লী এলাকা ভেসে যাচ্ছে প্রত্যেকটি জোয়ারে। সৈকতের পরিধি খাটো হয়ে যাচ্ছে। অন্তত অস্থায়ী ৫০টি দোকান জোয়ারের ঝাপটায় ক্ষতির কবলে পড়েছে। আচার স্টেশনারি দোকানি মো. শামীম জানান, আম্ফান থেকে শুরু কওে পুর্ণিমা অমাবস্যার জোতে অস্বাভাবিক জোয়ারে তাঁদের ২০/২৫ জনের ব্যাপক ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান জানান, কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পূর্ব দিকের জিও টিউব এখনও কাজে লাগছে। তবে পশ্চিম দিকে কিছুটা প্রটেকশন দেয়া প্রয়োজন। তিনি আরও জানান, কুয়াকাটা সৈকত রক্ষায় স্থায়ী পদক্ষেপ নেয়ার জন্য পাউবোর পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই করে সমীক্ষা চালানো হয়েছে।

কলাপাড়ার ইএনও ও বীচ ম্যাজেমেন্ট কমিটির সদস্য আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, কুয়াকাটা সৈকতের ভাঙ্গরোধে জরুরি উদ্যোগ নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডসহ উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান জানান, কুয়াকাটা সৈকত রক্ষায় জরুরি এবং স্থায়ী পদক্ষেপ নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সকল উদ্যোগ নেয়া হয়েছে।

পটুয়াখালীতে আরও ৩৩ জনের করোনা শনাক্ত

পটুয়াখালীপটুয়াখালীপটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৩৯ জন।

ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর আজ শনিবার সকালে সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন।

নতুন শনাক্তদের মধ্যে সদরে ১৭, মির্জাগঞ্জে ১০, কলাপাড়ায় ৪, দুমকি ও দশমিনা উপজেলায় ১ জন করে রয়েছেন।

সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৬০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৮৭টি নমুনার পরীক্ষার প্রতিবেদন এসেছে। তাতে পজিটিভ হয়েছেন ৬৩৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৪ জন।

কুয়াকাটায় আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ১৭ শ্রমিকের করোনা শনাক্ত

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ৮টি আবাসিক হোটেলে হোম কোয়ারেন্টাইনে থাকা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৭ শ্রমিকের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ শনিবার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শ্রমিক হিসেবে আনা ১৫১ জন শ্রমিক কুয়াকাটার গাজী প্যালেস, রয়েল প্যালেস, সমুদ্র বাড়ি, সাফা ইন্, হোটেল তাজওয়া, সাগরকন্যা রিসোর্ট, হোটেল আমান এবং আল-হেরা আবাসিক হোটেলে গত ২ জুলাই থেকে অবস্থান করছিল।

এরপর গত সাত জুলাই পটুয়াখালী সিভিল সার্জনের কার্যাল থেকে এসব শ্রমিকদের নমুনা সংগ্রহ করে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়। সর্বশেষ শনিবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসন এদের নমুনা রিপোর্ট পরীক্ষার ফলাফল হাতে পেলে করোনা পজেটিভ হিসেবে ১৭ শ্রমিকের নাম উল্লেখ করেছেন।

এরা হলেন হোটেল গাজী প্যালেসে রফিকুল ইসলাম (৬০), মেহেদী হাসান (২৫), হান্নান মিয়া (৩০), হোটেল রয়েল প্যালেসে আবু বক্কর (২৫), হাফিজুল ইসলাম (৩০), হোটেল সমুদ্র বাড়িতে রেজাউল করিম (৩৪), হোটেল সাফা ইন্-এ সাইফুল ইসলাম (১৮), আল মিজান মিয়া (২৯), হোটেল তাজওয়ায় সুমন মাহমুদ (৩০), এম.ডি. আঃ কাদের (৩৮), হোটেল সাগরকন্যায় জলিল (৩৭), হোটেল আমানে শাহীন আলম (২৯), হোটেল আল-হোরায় মারুফ হাসান (৩০), হারুন (৩৫), জয়ন্ত (২২), জহিরুল (২৫), এম.ডি. সোহাগ (১৮)।

কুয়াকাটায় হোম কোয়ারেন্টাইনে থাকা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৭ শ্রমিকের করোনা পজেটিভ সনাক্ত হওয়ায় আবাসিক হোটেলে -মোটেল মালিক ওর্নাস এ্যাসোশিয়নের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন,করোনা সানাক্তের খবরে পর্যটন ব্যবসায় নীতিবাচক প্রভাব পড়বে এমনাটাই জানিয়েছেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসন ডাঃ চিন্ময় হালদার শনিবার সকালে বলেন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজে যোগদানের জন্য কুয়াকাটার ৭টি আবাসিক হোটেলে হোম কোয়ারেন্টাইনে রাখা ১৫১ শ্রমিকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১৭ শ্রমিকের করোনা সনাক্ত হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. শহিদুল হক বলেন, ওইসব শ্রমিকদের দ্রুত আইসোলেশনে নিয়ে চিকিৎসা প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীতে জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং জনসাধারনের মাঝে হয়রানীমূলক ও মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেন সদর উপজেলা ছাত্রলীগ।
শুক্রবার বেলা সকাল ১১ টায় পটুয়াখালী পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগের মানববন্ধন করেন সদর উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।
সদর উপজেলা ছাত্রলীগের মানববন্ধন এ বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিদুল ইসলাম জাহিদ, পটুয়াখালী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার আরজুসহ অন্যান্য নেতা কর্মীরা।

 

মানববন্ধনে বক্তরা বলেন, হাসান সিকদার এর চাচাতো ভাই বাকি বিল্লাহর স্ত্রী তাজনুর বেগমকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে অামার পরিবারের লোকজনসহ অন্য চাচাদেরসহ সদস্যদের হয়রানী করে। পরবর্তীতে অাদালতে মিথ্যা মামলা অাদালতে নিষ্পত্তি হয়। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে ব্যর্থ হয়ে চাচতো ভাই মাহমুদ সিকদার তার ফেসবুকে অামাকে হেয়প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে মিথ্যা মারধর ও চাঁদা দাবী করেছি উল্লেখ করে একটি ভিডিও পোস্ট করে জেলা ছাত্রলীগ সভাপতির হাসান সিকদারের বিরুদ্ধে অপপ্রচার চালায়। আমরা কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এর তীর্ব প্রতিবাদ জানাই।

কলাপাড়ায় মাস্ক না পরায় ২৩ জনকে অর্থদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় মাস্ক পরিধান না করা এবং প্রকাশ্যে ধুমপান করার দায়ে ২৩ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৎস্য বন্দর মহিপুরে অভিযান চালিয়ে ২০ জন পথচারীকে মাস্ক না পরার দায়ে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইনে ১০০ টাকা করে এবং স্বাস্থ্যবিধি না মেনে দোকান পরিচালনা করার দায়ে দুই দোকানিকে ১০০০ করে জরিমানা আদায় করা হয়।

এছাড়া প্রকাশে ধুমাপন করার অপরাধে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ জনকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট চার হাজার পঞ্চাশ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথসহ মহিপুর থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ এর ২৪ (১) এবং (২) ধারা এবং ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ এর ৪ (১) ও (২) ধারায় পৃথক পৃথক চার হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

পটুয়াখালী সরকারী কলেজ ছাত্রলীগের মানববন্ধন

পটুয়াখালীতে জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং জনসাধারনের মাঝে হয়রানীমূলক ও মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেন পটুয়াখালী সরকারী কলেজ ছাত্রলীগ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন পটুয়াখালী সরকারী কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা। কলেজ ছাত্রলীগের মানববন্ধন এ বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি
আবুল বাশার আরজু।

এ সময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজ হোস্টেল ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএইচ রিদয় সহ সরকারি কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তরা বলেন, হাসান সিকদার এর চাচাতো ভাই বাকি বিল্লাহর স্ত্রী তাজনুর বেগমকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে অামার পরিবারের লোকজনসহ অন্য চাচাদেরসহ সদস্যদের হয়রানী করে।

পরবর্তীতে অাদালতে মিথ্যা মামলা অাদালতে নিষ্পত্তি হয়। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে ব্যর্থ হয়ে চাচতো ভাই মাহমুদ সিকদার তার ফেসবুকে অামাকে হেয়প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে মিথ্যা মারধর ও চাঁদা দাবী করেছি উল্লেখ করে একটি ভিডিও পোস্ট করে জেলা ছাত্রলীগ সভাপতির হাসান সিকদারের বিরুদ্ধে অপপ্রচার চালায়। আমরা কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এর তীর্ব প্রতিবাদ জানাই।

পাপুল কুয়েতের নাগিরক হলে আসন খালি করার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার হওয়া লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপলু সম্পর্কে সরকারের অবস্থান ‍তুলে ধরে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  সে (পাপুল) কুয়েতের নাগরিক কি না, সেটা কিন্ত কুয়েতের সাথে কথা বলছি, দেখবে। আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে। যেটা আইন আছে সেটাই হবে। তার বিরুদ্ধে এখানেও তদন্ত করছি।

বুধবার (০৮ জুলাই) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ এ বিষয়ে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা তুললে সংসদ এ নেতা জবাব দেন।

রিজেন্ট হাসপাতাল নিয়ে সংসদে প্রশ্ন তোলার পর প্রধানমন্ত্রী বলেন, এটা কিন্তু সরকারের পক্ষ থেকেই ধরেছি। প্রত্যেকটা ক্ষেত্রে সরকার উদ্যোগ নিয়েছে এবং অনিয়মগুলো খুঁজে বের করেছি। ইতোমধ্যে গ্রেফতারও করা হয়েছে। ওই হাসাপতালের এই তথ্য কিন্তু আগে কেউ দেয়নি, জানাতে পারেনি। অন্য কেউ জানায়নি।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকেই খুঁজে বের করেছি, ব্যবস্থা নিয়েছি। র‌্যাব গেছে সেখানে, সেখান থেকে খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাপুল সম্পর্কে তিনি বলেন, যে সংসদ সদস্যের কথা বলা হয়েছে সে কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য। সে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নমিনেশন চেয়েছিল আমি দেইনি। সে স্বতন্ত্র সংসদ সদস্য। নির্বাচনে ওই সিট জাতীয় পার্টিকে দিয়েছিলাম। জাতীয় পার্টির নোমান নমিনেশন পেয়েছিল সে নির্বাচন করেনি ওই লোক জিতে আসে।

সংসদ সদস্য পাপুল সম্পর্কে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ব্যাখা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে যে বিষয়টি বিবৃতিতে রয়েছে। সেখানে বলা হয়েছে তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্টের আনুগত্য স্বীকার করেন তাহলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার যোগ্য হবে না। পঞ্চদশ সংশোধনীতে আরো অধিকতর সংশোধন করা হয়েছিল। ২ (ক) দফার পরিবর্তে নিম্নরূপ ২ (ক) দফা প্রতিস্থাপিত হবে যথা ২ (ক) এই অনুচ্ছেদের ২ দফার (গ) উপদফাতে যা কিছুই থাকুক না কেন কোনো ব্যক্তি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হইয়া কোন বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে এবং পরবর্তীতে উক্ত ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করিলে কিংবা অন্যক্ষেত্রে পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করিলে এই অংশের উদ্দেশ্য সাধনকল্পে তিনি বিদেশি নাগরিকত্ব অর্জন করিয়েছেন বলে গণ্য হইবে না।

তিনি বলেন, পত্রপত্রিকার রেফারেন্স দিয়ে বলেন পররাষ্ট্র মন্ত্রী বলেছেন সে (পাপুল) কুয়েতের নাগরিক হিসেবে সেখানে গ্রেফতার হয়েছে। আজকে যদি সত্যি কুয়েতের নাগরিকত্ব গ্রহণ করে থাকে তাহলে এই ব্যাপারে স্পিকার আপনাকে সুস্পষ্ট ব্যাখা দিতে হবে। কারণ পররাষ্ট্র মন্ত্রী তথ্য সংগ্রহ করেই বলেছেন। ইমিগ্রেশনে সে যে পাসপোর্ট ব্যবহার করে কুয়েতে গেছে, তা সরকারি পাসপোর্ট নয়। তাহলে নিঃসন্দেহে সে বিদেশি নাগরিক। পাপুল তথ্য গোপন করেছে নির্বাচনের সময়। আজকে সে এই অপকর্মের সাথে জড়িত। সংবিধান অনুযায়ী যে দায়িত্ব আপনার আশা করব এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেবেন।

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় এক কৃষকের মৃত্যু

পটুয়াখালীর কলাপায় সড়ক দূর্ঘটনায় মো.মন্নান সিকদার (৫০) এক কৃষকের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরের দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঢাকা -কুয়াকাটা মহাসড়কের পাখিমারা নামক স্থানে। স্থানীয়রা জানান, মন্নান সিকদার পাখিমারা বাজারে যাবার উদেশ্যে অটোরিক্সায় ওঠার জন্য যাচ্ছিল দূর্ভাগ্য বসত কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে মোটর সাইকেল টি তার উপর সংঘর্শ হয়। গুরুতর হলে স্থানীয়রা চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। মন্নান সিকদার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত শাহ্আলমের ছেলে। এ ব্যাপারে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মৃত মান্নান সিকদার কে থানায় আনা হয়েছে এক দেড় ঘন্টা পর ময়নাতদন্তে পাঠানো হবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি তারা কোন মামলা করবে না। তবে ইউডি মামলা হবে।