জনগণের অধিকার আদায়ে ছাত্রলীগের ভূমিকা অপরিসীম: এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
জনগণের অধিকার আদায়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানের বাংলাদেশ ছাত্রলীগ আরও সুশৃঙ্খল ও সমৃদ্ধশীল।
মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন ও আনন্দ র‌্যালীতে অংশগ্রহণ করেন এবং পরে ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক এটিএম মুর্তূজা সজীবের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামীলীগের আবায়ক শফিকুল ইসলাম বাদলসহ আরও অনেকে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসারপর শুধু শহর নয় গ্রাম ও চরাঞ্চলের উন্নয়ন হয়েছে – এমপি শাওন 

লালমোহন ভোলা প্রতিনিধি:
লালমোহনে প্রধানমন্ত্রীর দেয়া উপহার কম্বল বিতরণ করেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।উপজেলা প্রশাসন ও (দূর্যোগ ব্যবস্থাপনা শাখা) কর্তৃক আয়োজিত লালমোহন উপজেলাধীন  বদরপুর ইউনিয়নস্থ নাজিরপুর এলাকার নদীর পাড়ের অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
সোমবার সকালে ভোলার লালমোহনের তেতুলিয়া নদীর বুকে জেগে উঠা চর ‘তেতুলিয়া শেখ রাসেল পর্যটন কেন্দ্র’ এর অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন কালে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন,  আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসারপর  শুধু শহর নয় গ্রাম ও চরাঞ্চলের উন্নয়ন হয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শহরের সকল সুযোগ সুবিধা যাতে গ্রাম ও প্রত্যন্ত চরাঞ্চলের মানুষজন পেতে পারে তার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। চরের মানুষ এখন বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে।পর্যায়ক্রমে সকল সেবা গ্রাম ও চরাঞ্চলে পৌঁছে দেয়া হবে।
  পরে তিনি নদীর পাড়ের  অসহায় মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এরপর  তেতুলিয়া নদীর বুকে জেগে উঠা নতুন  চর তেঁতুলিয়া শেখ রাসেল পর্যটন কেন্দ্র এর অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন পর্যবেক্ষণ করেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহাম্মদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, জনস্বাস্থ্য প্রকৌশল উপসহকারী  ফিরোজ আলম, করিমুন্নেসা হাফিজ  মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান লিপু, বদরপুর ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম,বদরপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাবিল, বদরপুর ইউনিয়ন দক্ষিণ যুবলীগের সভাপতি কামাল,সাধারণ সম্পাদক বজলু , লালমোহন উপজেলা জাতীয়  শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল ফরাজী, বদরপুর ইউনিয়ন দক্ষিণ জাতীয়  শ্রমিক লীগের সাধারণ সম্পাদক  মনির,
  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌরভ হাওলাদার সহ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন।

ভোলায় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা

সমাজসেবা দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সমাজ সেবা বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী। জেলা সমাজসেবা উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুজিব বর্ষের সফলতা, ঘরে বসেই পাবেন সকল ভাতা এই শ্লোগান কাজে লাগিয়ে সমাজসেবা বিভাগের মাধ্যমে হতদরিদ্রের তালিকা তৈরি ভোলা জেলায় দেয় লাখ মানুষ কে সহায়তা প্রদান করা।

বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম এর মৃত্যুতে – এমপি শাওনের শোক প্রকাশ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম মঙ্গলবার (২১ ডিসেম্বর ) সকাল ১১ঘটিকার সময় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ভোলা জেলার কিংবদন্তি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার সাবেক সভাপতি এবং লালমোহন উপজেলা পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান ও লালমোহন শাহবাজপুর কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার সাবেক সভাপতি অধ‍্যক্ষ এ.কে.এম নজরুল ইসলাম এর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন ভোলা -৩ (লালমোহন -তজুমদ্দিন) আসনের সংসদ সদস‍্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ।তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।
 এমপি শাওন পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করাই । সেখান থেকে তিনি শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেন।

লালমোহনে রাতের আধারে সিদকেটে দুর্ধর্ষ চুরি

লালমোহন ( ভোলা)প্রতিনিধি:
লালমোহনে রাতের আধারে সিদ কেটে দুর্ধর্ষ চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধলিগৌর নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হোকু ব্যপারি বাড়িতে গত ১৩ ডিসেম্বর  গভীর রাতে এঘটনা ঘটে।
 জানাযায়,হোকু ব্যপারি বাড়ির মৃত মাহামুদুল হকের ছেলে দুলাল ও তার ভাই একটি মামলায় জেল হাজতে রয়েছে তার ঘরে স্ত্রী সেতারা বেগম প্রতি রাতের ন্যায় ঘুমিয়ে পরে।গভীর রাতে তার ঘরের পিড়ায় সিদ কেটে চোর ঢুকলে সেতারা টের পেয়ে ডাকচিৎকার করবে এমন সময় তার মুখ চেপে ধরে কাঠের বাক্সার তালা ভেঙে নগদ ৪ লাখ ২৯ হাজার টাকা স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজ পত্র জমির দলিল খতিয়ান নিয়ে যায়।
সেতারা অভিযোগ করে জানান,স্বামী দুলাল ও তার ভাই একটি মামলায় জেল হাজতে রয়েছে। পুরুষ শুন্য ঘরে সোমবার দিনগত রাতে একা ঘুমিয়ে পড়লে গভীর রাতে ঘরের পিড়া কেটে চোর ঢুকলে আমি টের পেয়ে ডাকচিৎকার করলে একই এলাকার জিয়া আমার মুখ চেপে ধরে অপরদিকে বাবলু ও মহিউদ্দিন আমাদের ঘরে থাকা বাক্সার তালা ভেঙে ৪ লাখ ২৯ হাজার টাকা ২টি স্বর্ণের চেইন ২টি আংটি এবং ১ জোড়া কানের ঝাপসা সহ দলিল খতিয়ান ও প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যায়।পরে আমার ডাকচিৎকারে বাড়ির লোকজন এসে দেখে।সকালে স্থানীয় গন্যমান্য দেরকে জানানো হয়।সেতারা আরো জানান,তার স্বামী ও দেবরকে জেল থেকে আনা এবং বিভিন্ন প্রয়োজনে জমি বিক্রি বাবদ টাকা আনেন সে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় বাবলু গংরা।এলাকার লোকজনের কাছে বাবলু গংদের ব্যপারে জানতে চাইলে তারা জানান এদের বিরুদ্ধে মহিষ ও চুরি ডাকাতির অভিযোগ রয়েছে বিভিন্ন এদের বিচার আচার ও হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সেতারা।

চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন

মোঃ বাপ্পি, চরফ্যাশন ( ভোলা)।
চরফ্যাশন উপজেলার নতুন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার সাক্ষরিত চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ এর মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণ করে সংগঠনকে গতিশীল করার লক্ষে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এতে নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান সোহাগ এবং সাধারন সম্পাদকের দায়িত্ব এনামুল আহসান আশিব। শিগগিরই পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই কমিটি উপহার দেয়ায় এবং সময়উপযোগী সিদ্ধান্ত গ্রহন করায় সাবেক উপমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও বিভিন্ন মহলের অভিনন্দন।

লালমোহনে ১২‘শ কৃষকের স্বপ্ন ডুবেছে পানির নিচে

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টির পানিতে অন্তত ১২ ‘শ কৃষকের স্বপ্ন ডুবেছে পানির নিচে। গত কয়েকদিনে প্রবল বাতাস ও টানা বর্ষণে হেলে পড়েছে আমনের ক্ষেত, তলিয়ে গেছে বোরোর বীজতলা, রবিশস্য এবং শীতকালীন সবজি। এসব ফসল পুরোপুরি বিনষ্টের আশঙ্কা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় দুইশত ২৭ হেক্টর জমির বিভিন্ন প্রকার ফসল নষ্ট হয়েছে। বৃষ্টির পানিতে খেঁসারি ডালের ১৮৮.৫ হেক্টর, সরিষা ২২ হেক্টর, সবজি ১০.৫ হেক্টর ও আলু ৬.২ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।
লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কৃষক সুজন সরকার বলেন, আমি ৬৪ শতাংশ জমিতে সরিষা চাষ করেছি। অসময়ের বৃষ্টিতে সব সরিষার চারা নষ্ট হয়ে গেছে। ঋণ নিয়ে সরিষা চাষ শুরু করেছি। এখন ঋণ কি করে শোধ করবো তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি। অন্যদিকে আরেক কৃষক বেণু সরকার বলেন, ৭০ শতাংশ জমিতে আলুর বীজ রোপণ করেছি। বৃষ্টিতে সব বীজ নষ্ট হয়ে গেছে। এতে করে আমার অনেক লোসকান হয়েছে। আমরা সরকারি সহযোগিতা কামনা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন জানান, যেসব কৃষকের ফসলের ক্ষতি হয়েছে তাদের নামের তালিকা করে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে। তবে উপজেলায় বেশ কয়েকটি কম্বাইন্ড হারভেস্টর মেশিন থাকায় ধান অনেক আগেই কেটে ফেলা হয়েছে। যার জন্য ধানের তেমন কোনো ক্ষতি হয়নি।

লালমোহনে পাঁচ নারীকে ‘জয়িতা’ সংবর্ধনা

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় বিভিন্নভাবে সফলতা অর্জনকারী পাঁচ নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এরা হচ্ছেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শাহিনা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আকলিমা বেগম, সফল জননী নারী সুরমা বেগম, নির্যাতনের বির্ভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী কহিনূর বেগম ও সমাজ উন্নয়ন অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে মাসুমা বেগমকে জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মজিদ শাহ প্রমুখ।।

ভোলায় ফিশিং বোটের ধাক্কায় ট্রলারডুবি: ১৩ জেলে নিখোঁজ

ভোলার চরফ্যাশনে ফিশিং বোটের ধাক্কায় ট্রলারডুবে ১৩ জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধার করা হয়েছে আট জেলেকে।

রবিবার রাতে ঢালচরের দক্ষিণে উত্তাল মেঘনায় ২১ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় উত্তাল ঢেউয়ের কারণে নদীতে থাকা অন্য ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধার চেষ্টায় ব্যর্থ হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, ঢালচরের চরের নিজামের দক্ষিণে মেঘনায় জাল ফেলে অপেক্ষা করছিলেন জেলেরা। এ সময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামের একটি ফিশিং বোর্ডের ধাক্কায় কামাল খন্দকারের ট্রলারটি ২১ জেলে নিয়ে ডুবে যায়। অন্যদের সহায়তায় ৮ জেলকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন ১৩ জন। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডসহ প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো কাজ করছে।

চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যা আল এমরান প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামের একটি ট্রলিং ফিশিং জাহাজের ধাক্কায় কামাল খন্দকারের ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে থাকা ২১ জেলেই তার ইউনিয়নের বাসিন্দা বলেও জানান।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধারে পুলিশ কোস্টগার্ড ও নৌ-পুলিশ যৌথভাবে কাজ করছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

লালমোহন বাজারের ভিতরের রাস্তা প্রসস্ত করন বিভিন্ন ঝুকিপূর্ণ ব্রীজ ও রাস্তা পরিদর্শণ করেছেন-এমপি শাওন

লালমোহন ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে বিভিন্ন ঝুকিপূর্ণ ব্রীজ ও রাস্তা পরিদর্শণ করেছেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চাকা সচল রাখার জন্য শেখ হাসিনা সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের ভাগ্যোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগসহ সকল ক্ষেত্রে কাজ করছে। নতুন নতুন প্রকল্পের মাধ্যমে দেশকে আরো আধুনিক করে গড়ে তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ১ ডিসেম্বর বুধবার সকালে লালমোহন পৌরসভার চৌরাস্তার মোড় থেকে উপজেলা পর্যন্ত রাস্তা বর্ধিতকরণ বিষয়ে স্থাণীয় দোকান মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন তিনি। এছাড়াএমপি শাওন লালমোহন বাজারের ভিতরের রাস্তা প্রসস্ত করন,দেবীরচর-নাজিরপুর-মঙ্গলসিকদার রাস্তার উন্নয়ন,লালমোহন ডাকবাংলো ব্রিজ মেরামত, ভোলা – চরফ্যাশন সড়কের প্রসস্তকরনের বিষয়ে সড়ক ও জনপথ( সওজ) প্রকৌশলীদের সাথে মতবিনিময় করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভোলা জেলা রোডস এন্ড হাইওয়ের নির্বাহী( সওজ) প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী অঞ্জন রায়,উপ সহকারী প্রকৌশলী দিদারুল আলমসহ কর্মকর্তা স্থানীয় আওয়মীলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।