তালতলীতে ৪ জুয়ারু পুলিশের খাঁচায়

কাওসার হামিদ,তালতলী প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার(৩০মে)গভীর রাতে উপজেলার কবিরাজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রবিবার(৩১ মে) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চত করেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে কবিরাজপাড়া এলাকার একটি অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ফরিদ মল্লিক, মোহাম্মদ সোহেল মুন্সি, মোহাম্মদ জামাল ও মোহাম্মদ জামাল নামে ৪ জুয়ারিকে আটক করা হয়। সেখান থেকে জুয়ার উপকরণ ও নগদ টাকা জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই মো.জাকারিয়ার

আমতলীতে কালবৈশাখী ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘর বিধ্বস্ত

গতকাল রাতে (বুধবার) বরগুনার আমতলী উপজেলায় কালকৈশাখী ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকার ২৫/৩০টি বসতঘর সম্পূর্ণ ও আশিংক বিধ্বস্থ হয়েছে।

জানাগেছে, গতকাল বুধবার রাত ১০ টার দিকে প্রবলবেগে কালবৈশাখী ঝড় আমতলীতে আঘাত হানে। এ ঝড়ের স্থায়ীত্ব ছিল ৩০/৩৫ মিনিট। শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ২৫/৩০ টিন শেডের ঘর সম্পূর্ন ও আংশিক বিধ্বস্থ হয়েছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভূক্তভোগিরা। চাওড়া কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনশেডের ঘর সম্পূর্ন বিধ্বস্থ হয়েছে, কুকুয়া ইউনিয়নের ৫টি ঘর সম্পূর্ন বিধ্বস্থ হয়ে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে ২৬টি ঘর ভেঙ্গে পরেছে। তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির তালিকা নিরূপনের কাজ চলছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ক্ষতিগ্রস্থদের উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।

বরগুনায় স্কুলছাত্রকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৭

বরগুনায় ঈদের দিন বিকেলে হৃদয় নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয়ের উপর হামলার ঘটনার পর থেকে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে এখনও তাদের নাম জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন- হৃদয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখন পর্যন্ত আমরা সাতজনকে গ্রেফতার করেছি। আমাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন- এই ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে সোমবার ঈদের দিন বিকেলে বরগুনার পায়রা নদীর পাড়ে গোলবুনিয়া বল্ক ইয়ার্ডে বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরতে যান হৃদয়। এ সময় হৃদয়ের সঙ্গে থাকা এক বান্ধবীকে অভিযুক্তরা উত্ত্যক্ত করলে হৃদয় তার প্রতিবাদ করেন। এতে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে অভিযুক্তরা হৃদয়সহ তার কয়েক বন্ধুকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে গুরুতর আহত হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ (মঙ্গলবার) সকালে মৃত্যুবরণ করেন হৃদয়।

বরগুনায় চিকিৎসক ও নার্সদের ঈদ এবার আইসোলেশন ওয়ার্ডে

এবার ঈদ কাটানোর সুযোগ পাচ্ছেন না বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সরা।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এ মুহূর্তে চিকিৎসাধীন ৩৮ জন। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১০ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের সংস্পর্শে থেকে সাতদিন চিকিৎসা সেবা প্রদান করার পর চিকিৎসক ও নার্সদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়। এ মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত ও সন্ধিগ্ধ রোগীদের চিকিৎসা সেবায় তিনজন চিকিৎসকসহ ছয়জন নার্স দায়িত্ব পালন করছেন।

এছাড়াও সাতদিন দায়িত্ব পালন শেষে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন ছয়জন চিকিৎসকসহ আরও ১২ জন নার্স।

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দায়িত্ব পালনরত সিনিয়র স্টাফ নার্স রাবেয়া আক্তার মালা বলেন, এবারের ইদে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছি না। বাসায় আমার একটি সন্তান আছে, তাকেও সময় দিতে পারছি না। একজন মা হিসেবে এ খারাপ লাগাটা কখনও বলে বোঝানো যাবে না।

jagonews24

তিনি আরও বলেন, এতসব খারাপ লাগার মধ্যেও ভালো লাগছে এই ভেবে- আমি দেশের মানুষের সেবায় একটু হলেও অবদান রাখতে পারছি। আমাদের এ ত্যাগের মাধ্যমে হলেও একের পর এক করোনাভাইরাসে সংক্রমিত মানুষ ও তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারছি। এবারের ঈদে আমার কাছে এটাই সব থেকে বড় প্রাপ্তি।

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের প্রধান ডা. মো. কামরুল আজাদ বলেন, আমরা শুধু চাকরির সুবাদে দায়িত্ব পালন করছি না। দেশ ও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেও আমরা এখানে নিয়োজিত রয়েছি।

তিনি বলেন, ঈদের দিন আমাদের স্বজন এবং বন্ধুরা যখন তাদের আনন্দঘন মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করবেন, সেই সব ছবি দেখে আমার একমাত্র সন্তানের কথা ভেবে হলেও মনটা খারাপ হবে। তারপরও এসব মেনে নিয়েই আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে করোনাভাইরাসে সংক্রমিত ও সন্ধিগ্ধ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাব।

বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে স্বজনদের মাঝে ফিরেছেন ৩১ জন। আর মৃত্যুবরণ করেছেন দুজন। এছাড়া চিকিৎসাধীন ১৬ জনও রয়েছেন সুস্থ হওয়ার পথে।

আমতলীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ শনিবার আইসোলেশনে চিকিৎসাধীন থাকা এক বৃদ্ধের (৭২) মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়, বুধবার আমতলী ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের এই ব্যক্তি জ্বর ও শ্বাসকস্ট নিয়ে হাসপাতালে আসলে তাকে আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়। গত বৃহস্পতিবার তার শরীরের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

আজ শনিবার সকাল ৯ টায় তার মৃত্যু হয়। দুপুর ২টায় স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে দাফন করা হয়। আজ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৯ জন। সুস্থ ৩১ জন। চিকিৎসাধীন ১৬ জন। মারা গেছেন ২ জন।

ঘুর্ণিঝড় আম্ফান: উপকুলের দুই উপজেলায় দুই হাজার পাঁচ’শ ঘর ক্ষতিগ্রস্থ

আমতলী প্রতিনিধি:
সুপার সাইক্লোণ আম্ফান বুধবার রাতে উপকুলীয় উপজেলা আমতলী ও তালতলীর উপর আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় আতঙ্কে ও উৎকন্ঠে উপকুলের মানুষের নিঘুম রাত কাটিয়েছে। ঘূর্ণিঝড়ের তান্ডবে উপকুলের দুই উপজেলায় দুই হাজার পাঁচ’শ ঘর সম্পর্ণ ও আশিংক বিধস্থ হয়েছে। বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরের অন্তত এক হাজার মাছের ঘের তলিয়ে গেছে ্ওবং নষ্ট হয়েছে কয়েক হাজার একর জমির ফসল। উপড়ে পরেছে অন্তত দশ হাজার গাছপালা।

জানাগেছে, সুপার সাইক্লোণ আম্ফান বুধবার রাতে উপকুলীয় উপজেলা আমতলী ও তালতলীর উপর আঘাত হানে। উপকুলবাসীর আতঙ্ক ও উৎকন্ঠায় নিঘূম রাত কেটেছে। দমকা হাওয়া ও হালকা বৃষ্টির মধ্য দিয়েই শেষ হয় ঘুর্ণিঝড় আম্ফান। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন মানুষ ও পশুর প্রাণহানী ঘটেছে। তবে দুই উপজেলার দুই হাজার পাঁচ’শ ঘর সম্পূন্ন ও আশিংক বিধ্বস্থ’ হয়েছে।

এর মধ্যে আমতলীতে এক হাজার আট’শ ৯৩ টি এবং তালতলীতে ছয়’শ ৭ টি। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরে অন্তত এক হাজার মাছের ঘের তলিয়ে গেছে। নষ্ট হয়েছে কয়েক হাজার একর জমির ফসল। উপড়ে পরেছে অন্তত দশ হাজার গাছপালা। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দুই উপজেলা অন্ধকারে নিমজ্জিত ছিল। আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের বসির বেপারী, মনির মৃধা ও নান্নু তালুকদার বলেন, তাদের ঘর সর্ম্পন্ন বিধ্বস্থ হয়ে গেছে। তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের মরানিদ্রা গ্রামের আলীম ও নলবুনিয়া গ্রামের ইজু মিয়া বলেন, তাদের ঘর বন্যায় ভেঙ্গে গেছে।

আমতলী উপজেলার গুলিশাখালী ই্উনিয়নে পাঁচ’শ ঘর ভেঙ্গে গেছে বলে জানান চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলাম, আমতলী সদর ইউনিয়নে এক’শ ঘর ভেঙ্গে গেছে বলে জানান চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে এক’শ পঞ্চাশ টি ঘর ভেঙ্গে গেছে বলে জানান চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার, কুকুয়া ইউনিয়নে পঞ্চাশ টি ঘর ভেঙ্গে গেছে বলে জানান চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আঠারোগাছিয়া ইউনিয়নে আশিটি ঘর ভেঙ্গে গেছে বলে জানান চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার।

তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে এক’শ পঞ্চাশটি ঘর এবং পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরে সাত’শ মাছের ঘের তলিয়ে গেছে বলে জানান চেয়ারম্যান দুলাল ফরাজী, ছোটবগী ইউনিয়নে পঞ্চাশটি ঘর ভেঙ্গে গেছে বলে জানান চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু, কড়াইবাড়িয়া ইউনিয়নে এক’শ পঞ্চাশটি ঘর ভেঙ্গে গেছে বলে জানান চেয়ারম্যান আলতাফ আকন। এদিতে উত্তর টিয়াখালী কালামিয়া দাখিল মাদ্রসা ও ড. মোঃ শহীদুল ইসলাম কলেজের টিন শেড ঘর ভেঙ্গে গেছে।
আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দেয়া তথ্যমতে আমতলী উপজেলায় এক হাজার আট’শ ৯৩ টি ঘর সম্পুন্ন ও আশিংক বিধ্বস্ত হয়েছে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ক্ষয়ক্ষতি পুনাঙ্গ তালিকা পাইনি। তালিকা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিার পারভীন বলেন, ঘর বাড়ী, ফসল ও গাছপালার ব্যপক ক্ষতি হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রবল বেগে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় আম্ফান আমতলী-তালতলীর দুই কিলোমিটার বন্যা নিয়ন্ত্রন বাঁধ ঝুঁকিপূর্ণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী-তালতলী উপজেলার দুই কিলোমিটার বন্যা নিয়ন্ত্রন বাঁধ সুপার সাইক্লোণ আম্ফানের ঝুঁকিতে রয়েছে। প্রবল বেগে আম্ফান উপকুলে আঘাত হানলে পায়রা নদী সংলগ্ন এ বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে ছয়টি ইউনিয়ন পানিতে প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে বাধ এলাকায় বসবাসরত অন্তত ৩০ হাজার মানুষ আতঙ্কে রয়েছে।

পায়রা নদী সংলগ্ন বন্যা নিয়ন্ত্রন বাঁধের এ মানুষ গুলোকে রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া দাবী জনিয়েছেন এলাকাবাসী।
বরগুনা পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানাগেছে, ঘুর্ণিঝড় আম্ফানের প্রভাবে ৫-১০ ফুট জলোচ্ছাস হওয়ার সম্ভবনা রয়েছে। জলোচ্ছাসে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী-পশুরবুনিয়া ও ডাঙ্গার খাল এলাকায় ৫’শ মিটার, চাওড়া ইউনিয়নের পশ্চিম ঘটখালী এলাকায় ২’শ মিটার, গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা এলাকায় ৩’শ মিটার, হলদিয়া ইউনিয়নের পুর্ব চিলা এলাকায় ২’শ মিটার, আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী এলাকায় ২’শ মিটার এবং তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুঁলবাড়িয়া এলাকায় ৫’শ মিটার বন্যা নিয়ন্ত্রন বাঁধ অধিক ঝুঁকির মধ্যে রয়েছে। ২০০৭ সালে ঘুর্ণিঝড় সিডরে ওই সকল এলাকার বাঁধ ক্ষতিগ্রস্থ হয়।

গত ১৩ বছরেও এ বাঁধগুলো মেরামতের উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। আম্ফানের প্রভাবে ঝুকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে পানিতে এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। এতে ঝুঁকি নিয়ে অন্তত ৩০ হাজার মানুষ আতঙ্কে বাঁধ এলাকায় বসবাস করছে। দ্রুত ঝুকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রন বাঁধ এলাকার মানুষকে রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসী। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার ঝুকিপূর্ণ বাঁধ এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়ার পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান আমতলীর ইউএনও মনিরা পারভীন।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামের মোঃ সাইদুল আকন বলেন, স্বাভাবিক জোয়ারেই ঝুকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রন বাঁধ উচিয়ে পানি ভিতরে প্রবেশ করে। এরপর যদি ঘুর্ণিঝড়েরর প্রভাবে পানি বদ্ধি পায় তাহলে এই এলাকা তালিয়ে গিয়ে কয়েক হাজার মানুষ আতঙ্কে রয়েছে।

দ্রুত বাঁধ এলাকার মানুষকে রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী জানাই।
তালতলীর তেতুলবাড়িয়া গ্রামের জসিম উদ্দিন বলেন, ঝুকিপূর্ণ বাঁধ এলাকায় বসবাস করছি। কি হয় আল্লায়ই জানে। বন্যায় বেশী পানি হলে নিশানবাড়িয়া ইউনিয়নের অধিকাংশ এলাকা তলিয়ে যাবে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী আজিজুল রহমান সুজন বলেন, বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ ও নির্বাহী প্রকৌশলী কায়সার আলমের নির্দেশক্রমে ঘুর্ণিঝড় আম্ফান মোকাবেলায় এলাকায় কাজ করছি। তিনি আরো বলেন, ঘুর্ণিঝড় আম্ফান আঘাত হানলে ক্ষতিগ্রস্থ এলাকা দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার আলম বলেন, ঘুর্ণিঝড় আম্ফান মোকাবেলায় অধিক ঝুকিপূর্ণ এলাকায় বালুর বস্তা রাখা হয়েছে। জরুরী প্রয়োজনে ঝুকিপূর্ণ এলাকা মেরামত করা হবে। তিনি আরো বলেন, কিছু কিছু ঝুকিপূর্ণ এলাকায় কাজ চলছে।

বরগুনা থেকে শীর্ষ জেএমবি সদস্য গ্রেফতার: বই, লিফলেট এবং অস্ত্র ও গুলি উদ্ধার

বরগুনা সদর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর এক জন সক্রিয় সদস্য শীর্ষ জঙ্গি মোঃ আল আমীন সবুজ(২৫), পিতা- মোঃ আঃ খবির, সাং- কালিবাড়ী (কড়ইতলা), থানা- বরগুনা সদর, জেলা- বরগুনা’কে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থী বই, লিফলেট, একটি ওয়ান শুটারগান এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবি’র এক জন গুরুত্বপূর্ণ সংগঠক ও সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য বলে স্বীকার করে।

সে উক্ত সংগঠনের সদস্য সংখ্যা ও সামরিক শাখার শক্তি বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সাল হতে তার সহিত অন্যান্য সদস্যদের নিয়ে বরগুনা, ঢাকা, চট্রগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, শেরপুর, পটুয়াখালী,
খুলনা, যশোর জেলার বিভিন্ন এলাকায় গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া বিভিন্ন সময়ে পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীর বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।

তালতলীতে নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর

আবু হানিফ নয়ন বরগুনার তালতলীতে নতুন প্রযুক্তির একটি কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৪মে)দুপুর ১২টায় উপজেলা চেয়ারম্যান রেজবি- উল কবির একজন কৃষকের মাঝে এ মেশিন হস্তান্তর করেন। জানাগেছে, কৃষি কাজকে এড়িয়ে নেয়ার জন্য সরকার জাপানি প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হার্ভেস্টার মেশিনের উদ্ভাবন করেন।

এই মেশিনে একই সাথে ধান কাটা, মাড়াই ও বস্তাভর্তি করা যায়। সরকারী উন্নয়ন সহায়তার আওতায় কৃষি মন্ত্রনালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তালতলী উপজেলার একজন কৃষকের জন্য এ নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিন সরবরাহ করেন।বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির কৃষক মোঃ মহিউদ্দিনের কাছে এ মেশিন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান,তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান প্রমুখ।

আমতলীতে বন্যা নিয়ন্ত্রন বাঁধের মাটি ইটভাটায়, হুমকিতে ২০ হাজার মানুষ

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলা সদর ইউনিয়নের সেকান্দারখালী এলাকার প্রভাবশালী বারেক হাওলাদার ও খলিলুর রহমান হাওলাদার বন্যা নিয়ন্ত্রন বাঁধের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।। বন্যা নিয়ন্ত্রন বাঁধ কেটে মাটি বিক্রি করায় হুমকিতে পরেছে আমতলী সদর ইউনিয়নের ২০ হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ জলোচ্ছাস হলে এই বাঁধ ভেঙ্গে এলাকা তলিয়ে যাবে। দ্রুত এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করছেন তারা।
জানাগেছে, আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন ৪৩/১ পোল্ডারে ১৯৬৬ সালে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণ করে। ওই বাঁধের কারনে জলোচ্ছাসের হাত থেকে আমতলী সদর ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ নিরাপদে জীবন যাপন করছে। গত ১০ দিন ধরে সেকান্দারখালী গ্রামের প্রভাবশালী বারেক হাওলাদার ও খলিলুর রহমান হাওলাদার বন্যা নিয়ন্ত্রন বাঁধের নদীর বিপরীত পাশ ও খাস জমির মাটি কেটে হাসান মৃধাসহ বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বন্যা নিয়ন্ত্রন বাঁধের পাশের মাটি কাটায় হুমকিতে পরেছে আমতলী সদর ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ। খবর পেয়ে সোমবার ইউএনও মনিরা পারভীন লোক পাঠিয়ে মাটি কাটা বন্ধ করে দিয়েছেন।
সোমবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, সেকান্দারখালী এলাকার বন্যা নিয়ন্ত্রন বাঁধের নদীর বিপরীত পাশ ও খাস জমির মাটি অবৈধ ভেকু মেশিন দিয়ে কেটে বিশাল গর্ত করে রেখেছেন। ট্রলিতে করে মাটি ইটভাটায় নিয়ে যাচ্ছে।যেকোন সময় বন্যা নিয়ন্ত্রন বাঁধ ধসে বাঁধ দেবে যেতে পারে।
সেকান্দারখালী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী বলেন, “মোরা কি হরমু, বারেক হাওলাদার ও খলিলুর রহমান হাওলাদার বান্দের মাটি কাইট্টা লইয়্যা যাইতে আছে। হ্যাগো তো কেউ কিছু হরতে পারে না।
সেকান্দারখালী এলাকার হেমায়েত হোসেন বলেন, বারেক হাওলাদার ও খলিলুর রহমান হাওলাদার বন্যা নিয়ন্ত্রন বাঁধের পাশের মাটি ইট ভাটার বিক্রি করে দিয়েছে। তিনি আরো বলেন বন্যা হলে এই বাধ ভেঙ্গে এলাকা পানিতে তলিয়ে যাবে।
এ বিষয়ে বারেক হাওলাদার বন্যা নিয়ন্ত্রন বাঁধ কাটার কথা স্বীকার করে বলেন, যতটুকু কেটেছি ততটুকু বেঁধে দেয়া হবে। তিনি আরো বলেন, ইটভাটার মালিক হাসান মৃধা সরকারী জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে।
আমতলী সদর ইউনিয়ন ভুমি উপ-সহকারী মোঃ কামরুল হাসান বলেন, ইউএনও স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দিয়েছি। তিনি আরো বলেন, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি নেয়া হচ্ছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিজুর রহমান সুজন বলেন, কোন মতেই বন্যা নিয়ন্ত্রন বাঁধ কাটা যাবে না। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ঘটনাস্থলে লোক পাঠিয়ে মাটি কাটা বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।