পটুয়াখালীতে স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় স্বামী গ্রেপ্তার

পটুয়াখালীতে যৌতুকের দাবি মেটাতে না পারায় তাহমিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে নির্যাতন ও মাথা ন্যাড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনায় স্বামী মো. রফিকুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ওই নির্যাতিতা নারী।

অভিযুক্ত রফিকুল ইসলাম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের মো. ফজলুল হক হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য পশু চিকিৎসক।

গৃহবধূ তাহমিনা বেগম অভিযোগে জানান, ১৭ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দু’টি ছেলে সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে স্বামী যৌতুকের জন্য তাকে চাপ দিতে থাকেন। এমনকি বাবার বাড়িতে তার যে সম্পত্তি রয়েছে তাও স্বামীকে দেওয়ার জন্য চাপ দিতেন। কিন্তু তিনি তাতে রাজী না হওয়ায় স্বামী প্রায়ই তাকে মারধর ও নানা ধরণের নির্যাতন করতেন।

কিন্তু ছেলে দু’টির মুখের দিকে তাকিয়ে তিনি সব নির্যাতন মুখ বুঁজে সহ্য করেন। শনিবার বিকালে যৌতুক ও বাপের বাড়ির সম্পত্তি দেওয়ার জন্য স্বামী তাকে বেদম মারধর করেন এবং মাথা ন্যাড়া করে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে স্থানীয় লোকজন জখম অবস্থায় তাকে পটুয়াখালীর আড়াইশ’শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, নির্যাতিতা তাহমিনার স্বামী রফিকুল ইসলামকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ক্যাম্পের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করলেন এসপি জাহিদ

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানাধীন নাটুদাহ পুলিশ ক্যাম্পের জমি সম্প্রসারণ ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় সীমানা প্রাচীর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল (দামুড়হুদা সার্কেল),দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, জেলা পুলিশের কর্ণধার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলায় যোগদানের পর থেকে পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ পার্ক, পুলিশ লাইন্সসহ বিভিন্ন থানা/ফাঁড়ি ক্যাম্প সমূহের উন্নয়নমূলক কাজ সম্পাদন অব্যাহত রেখেছেন।

পিরোজপুরে নতুন আরও ৩৮ জনের করোনা শনাক্ত

পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৮১ জনে। পিরোজপুর সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্যে শনিবার (১৮ জুলাই) পর্যন্ত নতুন করে ৬৬ টি রিপোর্ট এর মধ্যে নতুন ৩৮টি পজেটিভ রোগী শনাক্ত হয়।

এরমধ্যে পিরোজপুর সদর উপজেলায় সর্বোচ্চ ২৩ জন শনাক্ত হয়েছে। এছাড়া একই দিন মঠবাড়িয়ায় ৫ জন, নাজিরপুর ৬ জন, কাউখালীতে ২ ও নেছারাবাদে ২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে জেলার সদর উপজেলাসহ মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত বেশি। আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ মঠবাড়িয়ায় এবং সর্বনিম্ন ইন্দুরকানী উপজেলা।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আক্রান্তের তালিকায় পিরোজপুর সদর উপজেলায় ১০৭ জন, ভান্ডারিয়া উপজেলায় ৭৯ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৪৫ জন, কাউখালী উপজেলায় ৪০ জন, নেছারাবাদ উপজেলায় ৫৪ জন, নাজিরপুর উপজেলায় ৩৪ এবং ইন্দুরকানী উপজেলায় ২২ জন রয়েছেন।

জেলায় এখন পর্যন্ত ৩১৫১ টি স্যাম্পল সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এর মধ্যে নেগিটিভ ২০৫১, আর পেন্ডিং রয়েছে ৫৫১ জন। এছাড়া মারা গেছেন ৭ জন। আর ৪৮১ জন পজিটিভ রোগীর মধ্য থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২২৩ জন।

পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪০ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী জেলায় নতুন করে ৪০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এটাই এক দিনে সর্বোচ্চ শনাক্ত। শনাক্ত হওয়া লোকজনের মধ্যে শিশু, স্বাস্থ্যকর্মী, ওষুধ বিক্রয় প্রতিনিধি, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে পটুয়াখালী জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৮১৪।

ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর গতকাল শুক্রবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

পটুয়াখালীর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, পটুয়াখালী জেলায় নতুন করে যে ৪০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে তাঁদের মধ্যে গলাচিপা উপজেলায় ১৪, সদর উপজেলায় ১২, বাউফল উপজেলায় ৩, দশমিনায় ৩ এবং মির্জাগঞ্জ উপজেলায় ১ জন রয়েছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার পর্যন্ত জেলা থেকে ৫ হাজার ৪৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে ৫ হাজার ২৮৭টি। এর মধ্যে পজিটিভ এসেছে ৮১৪ জনের। আক্রান্ত লোকজনের মধ্যে শুক্রবার আরও ২৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় সুস্থ হয়েছেন ৩৪৩ জন। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১৪ জন এবং বাড়িতে আইসোলেশনে আছেন ৪৩২ জন। কোভিড-১৯ সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৫ জন।

দীর্ঘদিন পর পুরনো রূপে কুয়াকাটা

সূর্যোদয় ও সূর্যাস্তের একমাত্র লীলাভূমি সাগর কন্যা খ্যাত পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা ফিরে পেতে শুরু করেছে তার চিরচেনা সেই রূপ। হাজারো মানুষের পছন্দের এই পর্যটন স্পট সবসময় মুখরিত ছিল মানুষের পদভারে, হঠাৎ করে যখন বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস (কভিড-১৯) বিশ্বে আঘাত করে, তার হাত থেকে রেহাই পায়নি পর্যটন নগরী কুয়াকাটাও। গত ১৮ ই মার্চ সরকার কর্তৃক বন্ধ করে দেয়া হয় এই পর্যটন স্পট এর সকল কার্যক্রম, ব্যবসা বাণিজ্য থমকে যায় পর্যটকদের আনাগোনা।

দীর্ঘ ১০০ দিন বন্ধ থাকায় কুয়াকাটার প্রকৃতি ফিরে পায় আপন রূপ, সমুদ্রের উচ্ছ্বাস, পাখিদের কোলাহল, কাকড়াদের আলপনা, বন্য প্রাণীর মাতামাতি, সবুজে ঘেরা সৈকত হয়ে ওঠে এক নতুন রূপের বাহার। গত ১ জুলাই সরকার কর্তৃক ঘোষনা অনুযায়ী খুলে দেয়া হয় পর্যটন নগরী কুয়াকাটার সকল কার্যক্রম। আস্তে আস্তে খুলতে শুরু করে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, শপিং মল, ছোট-বড় সকল ব্যবসা প্রতিষ্ঠান। প্রাথমিক পর্যায়ে পর্যটকরা একটু হিমশিমে থাকলেও আস্তে আস্তে আগের রূপে ফিরে যাচ্ছে কুয়াকাটা। প্রতিদিন ভিড় জমাচ্ছে শত শত মানুষ, সামাজিক দূরত্ব মেনে, স্বাস্থ্যবিধি দিকে লক্ষ রেখে পর্যটকরা তাদের পছন্দমত হোটেল বুকিং নিচ্ছে, সৈকতে ঘোরাঘুরি, ফিশ ফ্রাইয়ে বিভিন্ন মাছের স্বাদ গ্রহণ, বাইকে চেপে বসে প্রিয়জনকে সাথে নিয়ে ছুটে যাচ্ছে এপ্রান্ত থেকে ওপ্রান্তে, প্রতিদিন তৃপ্তিভরে গোসল করে সমুদ্র প্রাঙ্গণে, বিকেলে সমুদ্র কিনারে বসে বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিজেকে সস্তি দিচ্ছে পর্যটকরা।

ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা আব্দুস সালাম জানান আমি একটা বাচ্চা নিয়ে ঢাকায় বন্দিদশায় ছিলাম এই তিন মাস কিন্তু দুদিন হল কুয়াকাটা আসছি দুদিনে আমার মনে হয় আমি সর্ব সুখ টুকু ফিরে পাচ্ছি আমার যেতে ইচ্ছে করতেছে না এই কুয়াকাটা থেকে। এমনইভাবে শত শত পর্যটক কে আলিঙ্গন করছে এই সৈকত। দীর্ঘদিন বন্ধ থাকা সৈকতে ব্যবসায়ীরা জানায় আমরা এতদিন খুব কষ্টে জীবন যাপন করেছি, এখন দোকান খুলতে পারছি মানুষের সমাগম দিনে দিন বেড়েই চলছে আমরা আশাবাদী খুব অল্প সময়েই আমরা পুরনো কুয়াকাটা কে ফিরে পাবো।

তারা আরো জানান আমরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই কারণ উপজেলা প্রশাসন প্রতিদিন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে, বিনামূল্যে মাস্ক বিতরণ করে যাচ্ছে সে কারণে আমরা ও পর্যটকরা নিশ্চিতে থাকতে পারছি।

কুয়াকাটা প্রেসক্লাবে সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ

কুয়াকাটা প্রেসক্লাবে সাংবাদিকদের মাঝে করোনা প্রতিরোধে পিপিই ও মাস্কসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে মেজর (অব:) অধ্যাপক ডা: ওহাব মিনারের সহায়তায় বিতরণ অনুষ্ঠানে প্রকৌশলী সাংবাদিক নেতা মো: কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালীর দুমকি থেকে আসা দুমকি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যার নির্বাহী সম্পাদক মো: মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, দুমকি যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য আরিফ হোসেন এবং কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.এম. মিজানুর রহমান বুলেট, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব কুদ্দুস মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান ও আনোয়ার হোসেন আনু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বেলাল, সাংবাদিক খান এ রাজ্জাক, প্রভাষক সাইদুর রহমান সাইদ, এম.এ. মান্নান চৌধুরী ও অনন্ত কুমার মুখার্জী প্রমুখ।

জুলুম-অত্যাচারের অভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: জুলুম-অত্যাচার,মারধর-নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানী,ছিনতাই-ডাকাতি এবং ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি হাসান শিকদারের বিরুদ্ধে এবং মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভূক্তভোগী পরিবার ।

শুক্রবার (১৭ জুলাই ) দুপুর ১২ টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ ফজলুল হক খান । মোঃ ফজলুল হক খান তার লিখিত বক্তব্যে বলেন, আমার একমাত্র ছেলে মো: শামীম খানের কাছ এবং তাঁর তৈল-মসলা গুড়া করার মিল ও বালু সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিল্ডিং করার নামে বাকিতে ১০ লাখ টাকার মালামাল ও বিভিন্ন সময়ে ধার বাবদ নগদ টাকা হাতিয়ে নেন অভিযুক্ত পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি হাসান শিকদার ।

বার বার বাকি ও ধারের টাকা চাইতে গেলে হাসান শিকদার ও তার সহযোগী সন্ত্রাসীবাহিনী আমার ছেলে কে হত্যার হুমকি দেয় । সর্বশেষ টাকা চাইতে গেলে চলতি বছরের গত ২৯ জানুয়ারী রাত আনুমানিক ১০ টা ৪০ মিনিটের দিকে আমার ছেলের মিলের মধ্যে বসতঘরে হাসান শিকদারের নেতৃত্বে জাহিদ,আবুল বাশার আরজু,শাকিল,বশির ও খোকাসহ বেশ কয়েকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে আসে ।

এরপর জোড় করে সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে একটি হার্ডডিক্স, একটি টিভিএস (আরটিআর-১৬০ সিসি) মডেলের মটরসাইকেল,দুইটি ব্লাঙ্ক চেক,আমার পূত্রবধূ ( শামীমের স্ত্রী ) নয় ভরি ওজনের স্বর্ণালংকার,আলমিরার ড্রয়ার ভেঙ্গে নগদ একলাখ ৬৮ হাজার নিয়ে যায়। যার ফুটেজ আরেকটি গোপন সিসিটিভির হার্ডডিক্সে ধারণ করা রয়েছে। আরো বলেন,এরপর ডাকাতির ঘটনায় স্থানীয় পটুয়াখালী সদর থানায় ভূক্তভোগী শামিম খান মামলা করতে গেলে পুলিশ নানা তালবাহানা করে কয়েকমাস পর ডাকাতির ঘটনা বাদ দিয়ে শুধু চেক উদ্ধারের জন্য শামীম কে একটি মামলা দায়ের করতে বলেন পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ।

এছাড়াও চলতি বছরের ৫ ফেব্রুয়ারী হাসান শিকদার আমার ছেলে কে ফের প্রাণনাশের হুমকি দিয়ে ওই চেকের ভয়ভীতি দেখিয়ে জিম্মি ও জোড় করে পটুয়াখালী সদর রেজ্রিস্ট্রি অফিসে নিয়ে স্বাক্ষর করিয়ে একটি দলিল করে নেয়। এরপর ১০ ফেব্রুয়ারী আমার ছেলে কে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে একা পেয়ে বেধরক মারধর করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দেয় এবং জোড় করে ব্যবসা প্রতিষ্ঠান দখল করে হাসান শিকদার। এছাড়াও বিভিন্ন সময়ে আমার ( ফজলুল হক খান ) গোটা পরিবার কে মারধর এবং হুমকি-ধামকী দিয়ে আসছে।

বর্তমানে হাসান শিকদারের আপন বড়ভাই আব্দুর রব শিকদারের নামে একটি ভূয়া ভাড়াটিয়া চূক্তিপত্র তৈরি করে আমার ছেলের ভাড়াটিয়া দাবী করে ওই ব্যবসা প্রতিষ্ঠান জোড় করে দখল আছে। এসব ঘটনা উল্লেখ করে হাসান শিকদারসহ তার সহযোগদের বিরুদ্ধের বাদী হয়ে পটুয়াখালী বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে আমার ছেলে শামীম খান ।

এরপর বিজ্ঞ আদালত হাসান শিকদার ও তাঁর সন্ত্রাসী ডাকাত বাহিনীর বিরুদ্ধে ৩৯৫ ধারায় ডাকাতি মামলার এজাহার গ্রহণপূর্বক পাচঁদিনের মধ্যে বিজ্ঞ আদালতকে অবহিত করতে পটুয়াখালী সদর থানার ওসি কে নির্দেশ প্রদান করেন। এরপর আসামীরা ক্ষিপ্ত হয়ে চলতি মাসের ১৬ জুলাই পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞ আদালতে আমার ছেলে শামীম খান এবং এতিম নাবালক দুটি ছেলে এবং ঐ নাবালক লালন-পালনকারী তাদের বোন জামাই যুবলীগ কর্মী মো: বাকিবিল্লাহ শিকদার কে আসামী করিয়া চারদিনে চারটি মিথ্যা মামলা দায়ের করে অভিযুক্ত পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি হাসান শিকদারের আপন বড়ভাই ও তার বাহিনীরা। ।

এছাড়া ভূক্তভোগী ফজলুল হক খান তাঁর লিখিত বক্তব্যে আরো বলেন, পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি হাসান শিকদারের বিরুদ্ধে বিগত ১০ বছরে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে ২০ টি মামলা রয়েছে। হত্যা মামলা জি আর ৩২৭/১১ এছাড়াও ,দ্রুত বিচার ২০২ /১৩,১০৬/১৬ মামলার আসামী বলে ঊল্লেখ্য করেন। সংবাদ সম্মেলনের পর পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি হাসান শিকদারের (০১৭২৩ ২৮৪০১০ ) নাম্বারের যোগাযোগ করা হলে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি হাসান শিকদারের বিরুদ্ধে শামীম খান বাদী হয়ে যে ডাকাতি মামলা দায়ের করেছেন তা বর্তমানে তদন্তাধীন রয়েছে বলেও জানান ওসি।

পটুয়াখালীতে করোনা উপসর্গে শিক্ষকের মৃত্যু

পটুয়াখালীতে করোনা উপসর্গ জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চিত্তরঞ্জন দাস বাদল (৮৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। পটুয়াখালী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তিনি মারা যান। তিনি শহরের সেন্টার পাড়া এলাকার বাসিন্দা নেপাল চন্দ্র দাসের ছেলে ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষক বাদল গত কয়েকদিন যাবৎ জ্বর-শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন জানান, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। করোনা স্বাস্থ্যবিধি মেনেই তার সৎকার করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যখন কৃষি কলেজ ছিল তখন বাদল সেখানকার শরীরচর্চা বিষয়ক শিক্ষক ছিলেন। তিনি অবসর গ্রহণ করার পর দুমকী কৃষি কলেজ বিশ্ববিদ্যালয় হয়। পটুয়াখালী ক্রীড়াঙ্গনের ভালো একজন ক্রীড়াবিদ ছিলেন ওই শিক্ষক।

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত আরও ২৯ জন

পটুয়াখালী জেলায় নতুন করে ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৭৫২। ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর বুধবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জেলায় বুধবার আরও ৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় সুস্থ হয়েছেন ২৮৮ জন। কোভিড-১৯ রোগে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৫ জন।

পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, জেলায় নতুন করে যে ২৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, বাউফল উপজেলায় ৭ জন, দুমকি উপজেলায় ৫ জন, কলাপাড়া উপজেলায় ৩ জন, মির্জাগঞ্জ উপজেলায় ৩ জন, গলাচিপা উপজেলায় ১ জন ও দশমিনা উপজেলায় ১ জন রয়েছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বুধবার পর্যন্ত জেলায় ৫ হাজার ৪৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। তার মধ্যে ৭৫২টি প্রতিবেদন পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১৫ জন এবং বাড়িতে আইসোলেশনে আছেন ৪৩৯ জন।

দুমকিতে পিতামাতাকে জেলে দেয়ার প্রতিবাদে মেয়ের সংবাদ সম্মেলন

পটুয়াখালীর দুমকি উপজেলার লুথ্যারান হেলথ কেয়ারের প্রশাসনিক ও জনসংযোগ কর্মকর্তা ডেভিড ঘোষ কর্তৃক কেয়ারের সেবিকা যুথিকা মন্ডল ও তার পতি মৃত্যুঞ্জয় মন্ডলকে মামলা দিয়ে পুলিশ দিয়ে গ্রেফতার করে জেলে প্রেরন করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সেবিকা যুথিকা মন্ডলের একমাত্র কন্যা কলেজ গামী (একাদশ শ্রেনীতে ভর্তির অপেক্ষায়) শিক্ষার্থী নিতু মন্ডল।

১৫ জুলাই বুধবার সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিতু মন্ডল বলেন, তার মা সেবিকা যুথিকা মন্ডল কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লুথ্যারান হেলথ কেয়ারের প্রশাসনিক ও জনসংযোগ কর্মকর্তা ডেভিড ঘোষ নয় মাস ডিউটি থেকে বিরত রেখে সম্প্রতি মা যুথিকা মন্ডলকে চাকুরি থেকে বরখাস্ত করে। এ বরখাস্তের প্রতিবাদে মা যুথিকা মন্ডল ৮ জুলাই দুমকি প্রেসক্লাবে ডেভিড ঘোষের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করে।

এতে ক্ষিপ্ত হয়ে ১০ জুলাই মা যুথিকা মন্ডল ও বাবা মৃত্যুঞ্জয় মন্ডলকে লুথ্যারান হেলথ কেয়ারে হামলার অভিযোগ এনে একটি মিথ্যা সাজানো মামলা করে ডেভিড ঘোষ। নিতু অারো বলেন, লুথ্যানে সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ তদন্ত করে ডেভিড ঘোষ ও সাগর রোজারিও গংদের সাজানো হামলার ঘটনার সত্যতা প্রকাশ হবে। নিতু মন্ডল জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা৷ নির্দেশ রয়েছে করেনা দুর্যোগকালে কাউকে চাকুরী চ্যূত করা যাবপ না।

প্রধানমন্ত্রীর নির্দেশ অবজ্ঞা করে মাকে চাকুরী থেকেই বরখাস্ত করেই ক্ষ্যান্ত হয়নি, বিভিন্নভাবে হয়রানি করছে ডেভিড ঘোষ ও সাগর রোজারিও।
সংবাদ সম্মেলনে নিতু মন্ডল তার মা যুথিকা মন্ডল ও বাবা মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও চাকুরী পুনঃবহালের জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ডেভিড ঘোষ কর্তৃক মিথ্যা মামলা দিয়ে মা-বাবাসহ তাকে হয়রানির বিচার দাবী করেছে।

এ ব্যাপারে ডেভিড ঘোষ জানান, অামি সামান্য এডমিন কর্মচারী, উর্ধ্বতন একাধিক কর্মকর্তা অফিসিয়াল নিয়মে চিঠি দিয়ে তাকে বরখাস্ত করেছেন। বাদী হয়ে মামলা করেছেন প্রশ্ন করলে ডেভিড ঘোষ জবাব না দিয়ে বার বার বলেন অামি সামান্য এডমিন কর্মচারী, অামাকে বলেন কেন?