আমতলীতে স্বাস্থ্যবিধি ভঙ্গের হিড়িক

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনা জেলার আমতলী উপজেলার অধিকাংশ মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। মাস্ক ব্যবহার করেন না শতকরা ৮০% লোক। এ কারনে বেড়েই চলছে মহামারী করোনাভাইরাসের প্রার্দুভাব। গত দুই মাসে এ উপজেলার ২১ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলা প্রশাসন থেকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও সাধারণ মানুষ তা মানছেন না। এ বিষয়ে প্রশাসন দ্রুত কার্যকরী ব্যবস্থা না নিলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলার সম্ভাবনা রয়েছে বলে জানান সচেতন সমাজ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে, গত ৬৭ দিনে আমতলী হাসপাতাল থেকে ৩’শ ৫৫ জন মানুষের নমুনা সংগ্রহ করে ২১ জনের নমুনা করোনাভাইরাস পজেটিভ এসেছে। ওই ২১ জনের মধ্যে ১ জন মারা যায়। ১৫ জন সুস্থ্য হয়েছেন। এখনও অসুস্থ্য হয়ে ৫ জন হোম আইসোলেন চিকিৎসা নিচ্ছেন। গত ৯ এপ্রিল করোনায় একজনের মৃত্যুর এক সপ্তাহ পরে নারায়ণগঞ্জ থেকে আসা এক কাপড় ব্যবসায়ী ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়। এরপর একে একে বাড়তে থাকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। সারাদেশে করোনা আক্রান্ত ও নিহতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও এ উপজেলার সাধারণ মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। মুখে মাস্ক ব্যবহার করছেন না শতকরা ৮০% মানুষ। দেশে সাধারণ ছুটির পরে মানুষ উৎফুল্ল হয়ে ঘরের বাহিরে বের হয়ে আসছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট- বাজারে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়। বিভিন্ন চায়ের দোকানে আড্ডা দিতে দেখা যায় অনেক লোককে। এতে করোনা সংক্রমন ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহে উপজেলায় ৭ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছেন। আমতলী উপজেলা করোনাভাইরাসের অধিক ঝুঁকিতে থাকা সত্ত্বেও মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না ও অধিকাংশ মানুষ মুখে মাস্ক ব্যবহার করছে না। মাস্ক ছাড়াই সড়কে নেমে চলাফেরা করছে।

স্থানীয় স্বাস্থ্য সচেতন ব্যাক্তিরা উপজেলা প্রশাসনের কাছে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের উপর করারোপের জোর দাবী জানিয়েছেন।

সরেজমিনে বুধবার (১৭ জুন) পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, কাজ ছাড়া মানুষ অহেতুক রাস্তায় ঘোরাফেরা করছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। এদের অধিকাংশ সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মানছেন না। ৮০% মানুষ মুখে মাস্ক ব্যবহার না করে রাস্তায় চলাচল করছেন।

উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী বাজারের হারুন অর রশিদ বলেন, কোন কারন ছাড়াই মানুষ অহেতুক হাটে- বাজারে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন। ঘরের বাহিরে নামা অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধিতো মানছেনই না আর মুখেও মাস্ক ব্যবহার করছেন না।

গাজীপুর বন্দরের ব্যবসায়ী মোঃ প্রিন্স মৃধা বলেন, অহেতুক যারা ঘরের বাহিরে এসে বিভিন্ন চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, স্বাস্থ্যবিধি মানছেন না ও মুখে মাস্ক ব্যবহার করছেন না দ্রুত তাদের বিরদ্ধে প্রশাসনের কাছে ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মুখে মাস্ক ব্যবহার না করার কারনে দিন দিন করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত দুই মাসে এ উপজেলায় ৩’শ ৫৫ জনের নমুনা সংগ্রহ করে ২১ জনের করোনাভাইরাস নমুনা পজেটিভ এসেছে।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরপরেও যারা স্বাস্থ্যবিধি মেনে চলবে না ও মুখে মাস্ক ব্যবহার করবেনা তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বরগুনার রিফাত হত্যার তদন্তকারী কর্মকর্তার বদলি

বহুল আলোচিত শাহনেওয়াজ শরীফ রিফাত হত্যার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. হুমায়ূন কবিরকে বরিশাল পুলিশ সুপার কার্যালয় বদলি করা হয়েছে।

জানা যায়, বরিশাল পুলিশ উপমহাপরিদর্শকের ২ জুনের স্বাক্ষরিত বদলি আদেশ মো. হুমায়ুন কবির পেয়েছেন। তাকে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন ৪ জুন ছাড়পত্র দিয়েছেন। ইতিমধ্যে হুমায়ূন কবিরের তদন্তনাধীন মামলার সব নথি বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বুঝিয়ে দিয়েছেন।

মো. হুমায়ূন কবির শুধু রিফাত হত্যা মামলার তদন্ত করেননি। আলোচিত মামলার মধ্য রয়েছে সোহেল হত্যা, আউয়াল হত্যাসহ একাধিক আলোচিত হত্যা মামলা। সেই মামলাগুলোর তদন্তকাজ এখনও শেষ হয়নি।

রিফাত হত্যা মামলার বাদী ও রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বলেন, আমি এবং আমার পরিবার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেনসহ সব পুলিশ অফিসারের কাছে চিরকৃতজ্ঞ।

তারা আমাকে ও আমার মামলার সাক্ষ্যদের সুরক্ষা দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে রিফাত হত্যার একাধিক সাক্ষ্য বলেন, নয়ন বন্ড ও রিফাত ফরাজির লোকজনের ভয়ের কারণে আমরা আদালতে সাক্ষ্য দিতে রাজি ছিলাম না। কিন্তু তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ূন কবির আমাদের ভয়ভীতির ঊর্ধ্বে রেখেছেন।

হুমায়ূন কবির আমাদের বলেছেন– আপনাদের আমরা (পুলিশ) সুরক্ষা দেব। যার কারণে আমরা আদালতে সাহস করে সাক্ষ্য দিয়েছি। রিফাত হত্যা মামলা দুই খণ্ডে দুটি আদালতে বিচারাধীন। প্রাপ্তবয়স্ক ১০ আসামিদের বিচার হচ্ছে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে। এই আদালতে ৭৬ সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে। এখন যুক্তিতর্ক হলে রায় হবে।

অন্যদিকে বরগুনা শিশু আদালতে ১৪ শিশু অপরাধীর সাক্ষ্য চলমান। ইতিমধ্যে ৭৫ জনের সাক্ষ্য শেষ হয়েছে। তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ূন কবিরের সাক্ষ্য এখনও হয়নি।

করোনাভাইরাসের কারণে আদালতে সাক্ষ্য হচ্ছে না।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক মো. হুমায়ূন কবির বলেন, বদলির আদেশ পেয়েছি। কিছু দিনের মধ্য বরিশাল পুলিশ সুপার কার্যালয় যোগদান করব। দেশের অবস্থা স্বাভাবিক হলে সাক্ষ্যের সমন পেলে এসে সাক্ষ্য দেব।

রিফাত হত্যা মামলার বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বলেন, শিশু আদালতের সাক্ষ্য এখনও শেষ হয়নি। তাকে এ মুহূর্তে বদলি না করলে ভালো হতো। তিনি সাক্ষ্যদের সুরক্ষা দিয়েছেন। তার জন্যই আমরা আদালতে অধিকসংখ্যক সাক্ষ্য জানাতে পেরেছি।

বরগুনায় নতুন করে দুই চিকিৎসকসহ ১২ জনের করোনা শনাক্ত

বরগুনায় নতুন করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন চিকিৎসক (২৮) এবং পাথরঘাটা উপজেলার একজন নারী চিকিৎসক (২৯) রয়েছেন।

সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত তথ্যমতে জেলায় আজ সকাল ৮ টা পর্যন্ত মোট আক্রান্ত ১১৬ জন। সুস্থ হয়েছেন ৬৪ জন। চিকিৎসাধীন ৫২ জন। মারা গেছেন ২ জন।

২১০৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১৯৮৪ জনের। এরমধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১১৬ জনের। অপেক্ষায় ১১৯ জনের রিপোর্ট।

তালতলীতে পাখি হত্যা মামলায় ফেঁসে গেল ছাত্রদল নেতা

বরগুনার তালতলীতে মাছরাঙা পাখির বাসা থেকে ডিম ও পাখি ধরে গলা কেটে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ফারুকের বিরুদ্ধে পাখি শিকার করা দন্ডনীয় অপরাধে বন্যপ্রাণী সুরক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে সাগর
কর্মকার বাদী হয়ে তালতলী থানায় এ মামলা দায়ের করেন।

তালতলী উপজেলার তালতলীপাড়া গ্রামে তার বাড়ি। জানাযায়, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এবং জেলা ছাত্রদলের সদস্য কামরুজ্জামান ফারুক সোমবার রাতে গাছের কোঠর থেকে মাছরাঙা পাখি ধরে জবাই করে ডিমের পাশে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেয়। পোষ্ট দেয়া ছবিগুওলা এলাকায় ছড়িয়ে পরলে এ নিয়ে তোলপার শুরু হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে
বিভিন্ন মহলে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে । পরে কামরুজ্জামান ফারুক নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে ফেলেন। এ মামলার বাদী সাগর কর্মকার বলেন, বিবেকের তাড়নায় আমি মামলা করেছি।

আমাদের দেশ থেকে মাছরাঙা পাখি বিলুপ্তির পথে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে আমাদের পশুপাখিকে রক্ষা করতে হবে। যারা নির্বিচারে পাখি হত্যা করে তাদের বিচার হওয়া উচিত। বরগুনার আইনজীবী সাইমুল রাব্বি বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী, প্রোটেকটেড বোর্ড বা সুরক্ষিত এ সব পাখি শিকার করা দন্ডনীয় অপরাধে এক বছর কারাদ- অথবা এক লাখটাকাপর্যন্ত অর্থদ- অথবা উভয় দন্ডিত হবেন।
একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদন্ড অথবা সর্বোচ্চ দুই লাখ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন। তালতলী উপজেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান অসীম বলেন, একটা শিক্ষিত ছেলে বোকার মতো কাজ করেছে। জেলা ছাত্রদলের কাছে বহিস্কারের জন্য সুপারিশ করে
পাঠিয়েছি তারা সিদ্ধান্ত নিবেন। তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, মাছরাঙা পাখির বাসা থেকে ডিম ও পাখি ধরে গলা কেটে হত্যা করার অভিযোগে থানায় মামলা হয়েছে। তদন্ত করে মামলার চার্জসিট আদালতে প্রেরণ করা হবে। আদলত বিধিমোতাবেক ব্যবস্থা নেবেন।

আমতলীতে ইট বোঝাই ট্রলিসহ সেতু ভেঙ্গে খালে, আহত-২

আমতলী উপজেলার আমড়াগাছিয়া নামক স্থানে বুধবার সকালে সাড়ে ৮ টার সময় চাওরা খালের সেতটিু ভেঙ্গে ইট বোঝাই ট্রলিসহ খালে পড়ে গেছে। এতে ট্রলির চালক রাসেল ও হেল্পার ইয়াসিন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। সেতু ভেঙ্গে খালে পড়ায় চাওরা কুকুয়া এবং গুলিশাখালীসহ ৩ ইউনিয়নের ১১ গ্রামের মানুষের যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে প্রায় ২৫ হাজার মানুষ।

জানাগেছে, ২০০৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ চাওরা খারের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন স্থানে একটি লোহার সেতু নির্মান করে। নি¤œমানের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ করায় সেতুটি পূর্ব থেকেই নড়বড়ে ছিল। নির্মাণের ১০ বছরের মাথায় ২০১৬ সালে সেতুটির মাঝবরাবর অংশ ভেঙ্গে পড়ে। তখন প্রায় সপ্তাহ খানেক যোযোগ বন্ধের পর এলজিইডি দায়সারা ভাবে সংস্কার করে কোন রকম সেতুটি চালু করে। সেতুটি সংস্কারের পর ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। কিন্তু প্রকৌশল বিভাগের নিষেধাঞ্জা উপক্ষো করে ট্রাক ও ট্রলির মালিকরা ওই সেতু দিয়ে যানবাহন চলাচল অব্যাহত রাখে।

এতে দিন দিন সেতুটি পুন:রায় নড়বড়ে হয়ে পড়ে। বুধবার সকাল সাড়ে ৮টার সময় ইট বোঝাই একটি ট্রলি আমড়াগাছিয়া থেকে গুলিশাখালী গুচ্ছগ্রামে যাচ্ছিল। ট্রলিটি সেতুটি পাড় হওয়ার সময় মাঝ বরাবর অংশে যাওয়া মাত্র সেতু ভেঙ্গে ট্রলিসহ খালে পড়ে যায়। এতে ওই ট্রলিতে থাকা চালক রাসেল ও হেল্পার ইয়াসিন খালে পড়ে আহত হয়। আহতরা খাল থেকে সাতরিয়ে কিনারে উঠতে পারলেও ট্রলিটি ইটসহ তলিয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

সেতুটি ভেঙ্গে যাওয়ায় সেতুর উত্তর প্রান্তে অবস্থিত গুলিশাখালী ইউনিয়নের গোছখালী, ডালাচারা, বাইন বুনিয়া, কালিবাড়ী এবং খালের দক্ষিণ প্রান্তে অবস্থিত কুকুয়া ইউনিয়নের সাহেব বাড়ী, আজিমপুর, আমড়াগাছিয়া ও চাওরা ইউনিয়নের, সিকদার বাড়ী, ডাক্তার বাড়ী ও পাতাকাটা গ্রামসহ ১১ টি গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পরেছে ওই ১১ টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ।

গোছখালী বাজারের রফিকুল ইসলাম বলেন, চাওরা খালের আমড়াগাছিয়া নামক স্থানের এ সেতু দিয়ে প্রতিদিন আমরাসহ গুলিশাখালী ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতাযাত করি। সেতুটি ভেঙ্গে পড়ায় আমাদের এখন ভোগান্তির শেষ থাকবে না। আমড়া গাছিয়া বাজারের আউয়াল মিয়া বলেন, সেতু ভেঙ্গে পড়ায় গুলিশাখালী, কুকুয়া এবং চাওরা ইউনিয়নের অন্তত ১১ টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হবে। তিনি এখানে একটি গার্ডার সেতু নির্মানের দাবী জানান।

আমতলী উপজেলা প্রকৌশলী মো. আল মামুন বলেন, ধারন ক্ষতার চেয়ে ভারী যানবাহন চলাচল করায় সেতুটি ভেঙ্গে পড়েছে। ট্রলির মালিককে সেতু মেরামত করে দিতে হবে। তিনি আরো বলেন, চাওরা খালের আমড়া গাছিয়া নামক স্থানে একটি গার্ডার সেতু নির্মাণের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রনালয় পাঠানো আছে। অনুমোদন এবং বরাদ্দ পাওয়া গেলে সেতুটির নির্মাণ কাজ শুরু হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সেতুটি সংস্কার ব্যবস্তা করা হবে।

আমতলীতে গাঁজাসহ আটক ৩

আমতলীর খুরিয়ার খেয়াট এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় ২ কেজি গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে বরগুনার ডিবি পুলিশ। বুধবার সকালে আমতলী থানায় সোপর্দের পর তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বরগুনা ডিবি পুলিশের এসআই সামসুদ্দিন এর নেতৃত্ েএকদল ডিবি পুলিশ আমতলী সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট এলাকা থেকে মাদক বিক্রেতা সুমন আহম্মেদ (১৬), যুবায়ের আহম্মেদ রনি (১৫) ও মিজানুর রহমান নামে ৩ মাদক বিক্রেতাকে ২ কেজি গাঁজাসহ আটক করে। সুমন ও যুবায়েরের বাড়ি সুনাম গঞ্জ জেলার মোহন পুর গ্রামে। মিজানুর রহমান আমতলীর ডালাচারা গ্রামের বাসিন্দা। ডিবি পুলিশ তাদেরকে গাঁজাসহ বৃধবার সকালে আমতলী থানায় সোপর্দ করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, ২ কেজি গাঁজাসহ আটক সুমন, যুবায়ের ও মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাদেরকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিঞ্জ বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

বরগুনায় পুলিশ–স্বাস্থ্যকর্মীসহ নতুন ১০ জন আক্রান্ত

বরগুনায় নতুন করে এক পুলিশ সদস্যসহ আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৭৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানান, গতকাল বুধবার জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্যসহ ছয়জন শনাক্ত হন। ৩১ মে তাঁদের নমুনা সংগ্রহ করে বরিশাল ল্যাবে পাঠানো হয়।

সেখান থেকে গতকাল রাতে রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলার একজন, পাথরঘাটায় একজন, বেতাগীতে একজন এবং আমতলী উপজেলার তিনজন। এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ চারজন শনাক্ত হন।

জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) প্রধান আলাউদ্দিন মিলন বলেন, অসুস্থ সদস্যকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর বাড়ি লকডাউন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল অথবা ঢাকায় নেওয়া হবে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

করোনা প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁদের বাড়ি লকডাউন করা হয়েছে।

ইউএনও’র নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে আমতলী থেকে ছাড়ল লঞ্চ

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের নিদেশে স্বাস্থ্যবিধি মেনেই মঙ্গলবার আমতলী লঞ্চঘাট থেকে সুন্দরবন-৭ লঞ্চ ছেড়ে গেছে। গত দুই দিন স্বাস্থ্যবিধি না মেনে আমতলী লঞ্চঘাট থেকে এমভি হাসান-হোসেন ও এমভি ইয়াদ লঞ্চ ছেড়ে যায়। এ নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন নজরে আসে ইউএনও মনিরা পারভীনের। মঙ্গলবার আমতলী লঞ্চঘাটে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ছাড়ার নির্দেশ দেন তিনি। তার নির্দেশ মতে সুন্দরবন-৭ লঞ্চটি নির্ধারিত সময়ের দুই ঘন্টা পূর্বেই ঘাট ছেড়ে যায়। এতে ওই লঞ্চের যাত্রীদের মাঝে প্রাণঘাতী করোনা আতঙ্ক কেটে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারী আকার ধারন করায় সরকার গত ২৬ মার্চ নৌ ও সড়ক পথে লঞ্চ ও বাস চলাচল বন্ধ করে দেয়। ওই সময় থেকেই গত দুই মাস নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ ছিল। গত রবিবার সাধারণ ছুটি শেষ হয়। দুই মাস পরে ওইদিন এমভি হাসান-হোসেন এবং গত সোমবার এমভি ইয়াদ-১ লঞ্চ দুটি স্বাস্থ্যবিধি না মেনে ধারন ক্ষমতার চেয়ে দ্বিগুন যাত্রী নিয়ে ঘাট ছেড়ে যায়। এতে ওই লঞ্চ দুটির যাত্রীদের মাঝে প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করে। এ নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকার স্ব-চিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের নজরে আসে। মঙ্গলবার তিনি লঞ্চঘাটে অভিযান চালায় এবং স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ের দুই ঘন্টা আগে দুপুর দুইটার দিকে সুন্দরবন লঞ্চটি ঘাট ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। ইউএনও’র নির্দেশ মতে লঞ্চটি স্বাস্থ্যবিধি মেনেই ঘাট ছেড়ে যায়। এতে ওই লঞ্চের যাত্রীদের মাঝে করোনা ভাইরাসের আতঙ্ক কিছুটা কেটে যায় এবং প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসে।
মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, লঞ্চের প্রথম ও দ্বিতীয় তলার ডেকে যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে আসন পেতে বসে আছেন। ইউএনও মনিরা পারভীন লঞ্চঘাটের পল্টনে দাড়িয়ে থেকে অতিরিক্ত আসা লোকজন সরিয়ে দিয়েছেন। লঞ্চটি দুপুর দুইটায় আমতলী ঘাট ছেড়ে গেছে।
লঞ্চের যাত্রী বশির মিয়া বলেন, লঞ্চে যাত্রী কম। যারা আছেন তারা কিছুটা স্বাস্থ্যবিধি মেনেই ডেকে আসন পেতে বসে আছেন। এভাবে লঞ্চে যাত্রীরা আসন পেতে বসলে করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে।
সুন্দরবন-৭ লঞ্চের সুপার ভাইজার মাইনুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি বজায় রেখে যাত্রীরা আসন পেতে বসেছে। ইউএনও স্যারের নির্দেশে নির্ধারিত সময়ের দুই ঘন্টা পূর্বে ঘাট থেকে লঞ্চ ছেড়ে এসেছি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, আমতলী লঞ্চঘাটে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ছাড়ার নির্দেশ দিয়েছি। ওই নির্দেশ মতে লঞ্চঘাট ছেড়ে চলে গেছে।

এসএসসিতে এ গ্রেড পেয়েছে বরগুনার সেই হৃদয়

ধনী হোক কিংবা গরিব; স্বপ্ন সবাই দেখে। একমাত্র ছেলেকে প্রকৌশলী বানানোর স্বপ্ন দেখেছিলেন বরগুনার চরকলোনী এলাকার দরিদ্র ফিরোজা বেগম। সেই স্বপ্নই আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে ফিরোজা বেগমের।

নিজে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে আর স্বামী দেলোয়ার হোসেন রিকশা চালিয়ে যে টাকা আয় করতেন সেটা দিয়েই চলত হৃদয়ের লেখাপড়া। ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্নে বিভোর এই দম্পতি একমাত্র ছেলে মো. সুজন মিয়া হৃদয়কে ভর্তি করিয়েছিলেন বরগুনার টেক্সটাইল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটে। দুষ্টুমিতে পটু হৃদয় লেখাপড়াতেও খুব খারাপ ছিল না। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছে হৃদয়।

ঈদুল ফিতরের দিন বিকেলে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গুলবুনিয়া এলাকায় পায়রা নদীর তীরে বন্ধু-বান্ধবের সঙ্গে বেড়াতে যায় হৃদয়। এ সময় পূর্বশত্রুতার জের ও হৃদয়ের সঙ্গে থাকা এক বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হৃদয়সহ তার কয়েক বন্ধুকে পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয় কয়েকজন যুবক-কিশোর। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে হৃদয়ের মুমূর্ষু অবস্থা দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করে হৃদয়।

একেতো একমাত্র ছেলেকে হারানোর শোক। তার ওপর সেই হারানো সন্তানের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের খবর। সব মিলিয়ে পাথর বনে গেছেন নিহত হৃদয়ের মা ফিরোজা বেগম।

হৃদয়ের এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পেরে ফিরোজা বেগম বলেন, ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানানোর ইচ্ছা ছিল। আমাদের মতো যাতে কষ্ট করতে না হয় এজন্য শিক্ষিত করতে চেয়েছিলাম। কিন্তু আমার সব শেষ করে দিলো ওরা।

হৃদয়ের বাবা দেলোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, রেজাল্ট দিয়ে কী হবে? আমার বাবাই তো আর নাই।

ফিরোজা বেগমের প্রতিবেশী জালাল আহমেদ বলেন, শত অভাবেও সন্তানকে লালন-পালন এবং লেখাপড়া করানোর পেছনে যে সময়, শ্রম, অর্থ এবং আদর ও ভালোবাসা দিয়েছেন এ দম্পতি মুহূর্তেই তা ধুলোয় মিশে গেছে কিছু বিপথগামী ছেলেপেলের কারণে।

এ সময় তিনি হৃদয় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ফিরোজা বেগম তার একমাত্র ছেলেকে হারিয়েছেন। কোনো বাবা-মা তার সন্তান হারানোর বেদনা কখনও ভুলতে পারেন না। ফিরোজা বেগমের কান্না দেখলে আমাদেরও কান্না আসে। কিন্তু আমরা নিরুপায়। আমরা নির্বাক।

বরগুনার টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, হৃদয় ছাত্র হিসেবে খুব ভালো ছিল না। আবার খুব খারাপও ছিল না। আমাদের প্রত্যাশা ছিল হৃদয় এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ পেতে পারে। আমাদের ধারণাই সঠিক হয়েছে। সে জিপিএ ৪.১১ পেয়ে এসএসসি পাস করেছে।

তিনি আরও বলেন, ভালো ফলাফল করার পরও হৃদয়ের জন্য আজ আমাদের অশ্রু ঝরছে। একজন শিক্ষক হিসেবে এ খারাপ লাগাটা বলে বোঝাতে পারবো না। এ সময় তিনি হৃদয় হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন, হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় তার মা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪-১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলার প্রধান আসামিসহ ইতোমধ্যেই আমরা সাত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, গ্রেফতার সাত আসামির মধ্যে তিন আসামির ইতোমধ্যে আদালত পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়াও বাকি আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

আমতলীতে বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার ইউনুচ আলী খান ডিগ্রী কলেজের একাদ্বশ শ্রেনীর শিক্ষার্থী মোঃ সোহাগ মিয়া (১৭) বজ্রপাতে নিহত হয়েছে। একই সময়ে মন্নান চৌকিদারের একটি গরু মারা গেছে। ঘটনা ঘটেছে উপজেলার মহিষকাটা নামক স্থানে রবিবার দুপুরে।
জানাগেছে, উপজেলার মহিষকাটা গ্রামের মোঃ নিশু মিয়ার ছেলে ইউনুচ আলী খান কলেজের একাদশ শ্রেনীর ছাত্র মোঃ সোহাগ মিয়া রবিবার দুপুর দেড়টার দিকে গরু আনতে মাঠে যায়।

এ সময় হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়। গরু নিয়ে বাড়ী ফেরার মাঝখানে একটি বজ্রপাত তাকে আঘাত হানে। ওই বজ্রপাতের আঘাতে কলেজ ছাত্র সোহাগের শরীর জলসে যায়। ঘটনাস্থলে সোহাগ এবং মন্নান চৌকিদারের একটি গরু নিহত হয়। কলেজ ছাত্র সোহাগের নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
মহিষকাটা বাজারের মোঃ রফিকুল ইসলাম মঞ্জু বলেন, মাঠে গরু আনতে গিয়ে কলেজ ছাত্র সোহাগ মিয়া নিহত হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, নিহত পরিবারকে আর্থিকভাবে সহযোগীতা করা হবে।