সামনে নির্ঘাত অশনি সংকেত: কাদের

করোনা মহামারিতে মানুষের উদাসীনতা নিয়ে উদ্বেগ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জানি না আর কতকাল গুণতে হবে আমাদের নিজেদের অবহেলার, উপেক্ষার চরম মাশুল। আমাদের সচেতন হবার সময় কি এখনো আসেনি? দেশের জনগণের নিশ্চিন্ত ঘুমের জন্য যিনি সারারাত জেগে থাকেন তার বারবার উচ্চারিত সতর্কবাণী কি কানে পৌঁছায় না?নিজেদের সুরক্ষার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা নিষেধাজ্ঞা আমরা মানবো না? না মানলে আমাদের সামনে নির্ঘাত অশনি সংকেত।

শনিবার (১০ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এভাবেই তার উদ্বেগ প্রকাশ করেন। নিচে তার ফেসবুক স্ট্যাটাস দেওয়া হলো।

‘ভাইরাস আবারও হিংস্র ছোবল মারছে আমাদের উদাসীন শহরে, চরম উপেক্ষার গ্রামীণ জীবনে। চারদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। হাসপাতালের বেডের জন্য সংক্রমিত মানুষের স্বজনদের হাহাকার। খেটে খাওয়া মানুষের জীবিকার চাকা থেমে যাচ্ছে। থেমে যাচ্ছে জীবনের চির চেনা সুর। থেমে গেছে সেই পাখির কলরব। থেমে গেছে নদীর কলতান। থমকে গেছে চন্দ্র- তারকা খচিত রাতগুলো। বদলে গেছে প্রকৃতির রঙ,বদলে গেছে জীবনের রঙ, বদলে গেছে রাজনীতির রঙ, বদলে গেছে আমাদের আচার-আচরণের রঙ। শুধু বদলাইনি অনিয়মের নিরন্তর যাত্রা। বদলায়নি শৃঙ্খলা ভঙ্গের অপরাধ। মানুষের শত্রু ভাইরাসকে মানুষই জানাচ্ছে সাদর আমন্ত্রণ। অথচ এই প্রাণঘাতী ভাইরাস কেড়ে নিয়েছে কত আপনজনের প্রাণ। নিভিয়ে দিয়েছে কত চোখের বাতি। তছনছ করে দিয়েছে কত সাজানো সংসার। এই জনপদের কত মানুষ আজ করোনার আঘাতে নিঃস্ব- রিক্ত। তবু কেউ মানে না স্বাস্থ্যবিধি। মাস্ক পরতে চায় না বেশিরভাগ মানুষ। লকডাউনের কড়াকড়িতে ঢিলেঢালা ভাব। পাত্তাই দিচ্ছে না কেউ ভয়ঙ্কর করোনাকে। কিন্তু করোনা কাউকে করে না করুণা। জানি না আর কতকাল গুণতে হবে আমাদের নিজেদের অবহেলার, উপেক্ষার চরম মাশুল। আমাদের সচেতন হবার সময় কি এখনো আসেনি? দেশের জনগণের নিশ্চিন্ত ঘুমের জন্য যিনি সারারাত জেগে থাকেন তার বারবার উচ্চারিত সতর্কবাণী কি কানে পৌঁছায় না? নিজেদের সুরক্ষার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা নিষেধাজ্ঞা আমরা মানবো না? না মানলে আমাদের সামনে নির্ঘাত অশনি সংকেত।

ডায়াবেটিসসহ কিছু পরীক্ষা করালেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ডায়াবেটিসসহ নানা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন তিনি। আজ শনিবার বিকালে ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে গুলশানের বাসভবন ফিরোজায় পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়।

এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন বলেন, আমি প্রায় প্রতিদিনই চেকআপের জন্য তাঁর (খালেদা জিয়া) বাসায় যাই। আজও শনিবার গিয়েছিলাম। আমি যখন যাই তখন আমার সঙ্গে টেকনোলজিস্টও যান। আমরা ডায়াবেটিস ও অন্যান্য বিষয়গুলো নিয়মিত চেকআপ করি। তবে করোনা পরীক্ষার জন্য তার কোনো নমুনা নেওয়া হয়নি।

তবে অপর একজন চিকিৎসক জানিয়েছেন, অন্য নমুনার সঙ্গে খালেদা জিয়ার করোনার নমুনাও সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেরেুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা হওয়ায় কারাগারে যান সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর অপর মামলা চ্যারিটেবল ট্রাস্টেও সাজা হয় খালেদা জিয়ার। উভয় মামলায় দুই বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করা হলে গত বছরের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে ৬ মাসের জন্য মুক্ত হন তিনি। ওই দিন থেকে গুলশানের ভাড়াবাসা ফিরোজায় আছেন খালেদা জিয়া। সরকার শর্তসাপেক্ষে ছয় মাস করে আরও দুই দফা তার মুক্তির মেয়াদ বাড়ায়।

যদিও বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, মিথ্যা ভিত্তিহীন মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে সাজা দিয়ে সরকার প্রথমে কারাগারে, এখন তাকে গুলশানের বাসায় গৃহবন্দী করে রেখেছেন। খালেদা জিয়ার সঙ্গে শুধুমাত্র তার পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ছাড়া অন্য কেউ দেখা করতে পারেন না।

রফিকুল মাদানীর ডিজিটাল মামলার প্রতিবেদন ৩০ মে

রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ মে দিন ধার্য করেছেন আদালত। শুক্রবার (৯ এপ্রিল) এই মামলার এজাহার আদালতে আসে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এজাহার গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের এই আদেশ দেন।

এর আগে আদনান শান্ত নামে এক ব্যক্তি মাওলানা রফিকুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় এই মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, ইউটিউব ও বিভিন্ন সামাজিক মাধ্যমে মাওলানা রফিকুল ইসলাম মাদানী দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। তার এসব বক্তব্য দেশের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছে।

গত ৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এরপর তার বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় এখন তিনি কারাগারে আছেন।

মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিয়ে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নিয়ে চলমান বিতর্কের মাঝে তার পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সুনামগঞ্জের জামালগঞ্জ ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে তাদেরকে শুক্রবার বহিষ্কার করা হয়েছে বলে জানান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী। বহিষ্কৃত দুই নেতা হলেন জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আলাল এবং ছাতক উপজেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল-আমিন।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু জানান, এই দুই নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় কেন্দ্রের নির্দেশনায় তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরন’র ৭ম মৃত্যুবাষির্কী আজ

দক্ষিণাঞ্চলের রাজনৈতিক সচেতন বলেখ্যাত বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, আধুনিক বরিশাল নগরী গড়ার একমাত্র রূপকার, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন হিরনের ৭ম মৃত্যু বার্ষিকী আজ।

২০১৪ সালের ৯ এপ্রিল সকালে মাত্র ৫৮ বছর বয়সে টানা ৩২ বছরের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে ১৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে তিনি (হিরণ) পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুর পরে দলমত নির্বিশেষে লাখো জনতার শ্রদ্ধায় সিক্ত হয়ে পরপারে চলে যান তিনি। ৯ই এপ্রিল ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন জনপ্রিয় জনপ্রতিনিধি শওকত হোসেন হিরন।

তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশালে নানান কর্মসূচী গ্রহন করা হয়েছে। বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন জানান, মহানগর ছাত্রলীগের উদ্যোগে জোহরবাদ সাবেক মেয়র হিরনের কবর জিয়ারত, পুর্স্পাঘ্য অপর্ণ ও আসর বাদ বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য ২০১৪ সালের ২২ মার্চ রাত ৯টায় শওকত হোসেন হিরণ বরিশাল ক্লাব মিলনায়তনের মেঝেতে পড়ে গিয়ে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে জ্ঞান হারান। তাকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ২৪ মার্চ সিঙ্গাপুরের গে¬নগলস মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ৪ এপ্রিল তাকে ঢাকায় ফিরিয়ে এনে আবারও এ্যাপোলো হাসপাতালে রাখা হয়।

সেখানে ৯ এপ্রিল সকাল ৭টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত বিসিসির দ্বিতীয় নির্বাচনে শওকত হোসেন হিরণ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে তিনি সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

পঞ্চমবারেও করোনা পজিটিভ রিজভীর

স্টাফ রিপোর্টার:

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পঞ্চমবারের মতো করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে জ্বর নেই, কাশিও কমেছে।তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। এখনো তিনি আইসিউতেই আছেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য জানান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১ এপ্রিল) হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি এবং অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে স্কয়ারের আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর জ্বর নেই, কাশিও কমেছে। তবে অক্সিজেন দিতে হয় মাঝে মধ্যে। বুধবার তার করোনা টেস্ট করা হলে আবারো পজিটিভ রিপোর্ট এসেছে। এর আগে গত ১ এপ্রিল রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেভেল কমে যায়। এরপরই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেওয়া হয়েছে। পরে অক্সিজেন লেভেল আরো কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, বৃহস্পতিবার রিজভীর শারীরিক অবস্থা অনেকটাই ভালো এবং স্থিতিশীল রয়েছে। তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে। স্বাভাবিক খাবার খাচ্ছেন। অক্সিজেন সাপোর্ট দিয়ে স্যাচুরেশন লেভেল ঠিক রাখা হচ্ছে। শ্বাসকষ্ট নেই।

এদিকে রুহুল কবির রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে বলে জানিয়েছেন তার সহকারী আরিফুর রহমান তুষার। তিনি জানান, রিজভী আহমেদের অবস্থা ধীরে ধীরে ভালোর দিকে। তার কাশি কমেছে। এখনো আইসিইউতে আছেন। তার অক্সিজেন স্যাচুরেশন ওঠা-নামা করছে। বাকিগুলো অপরিবর্তিত রয়েছে।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

বিএনপির হুইপ হচ্ছেন রুমিন ফারহানা

সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয় হুইপ হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি। শনিবার (৩ এপ্রিল) সংসদ অধিবেশন শুরুর আগে স্পিকারের কাছে এই আবেদন করে দলটি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

এ সময় বিএনপির সংসদ সদস্য হারুন-অর রশিদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। একাদশ সংসদে আনুপাতিক হারে বিএনপি একটি মাত্র সংরক্ষিত আসন পেয়েছে। সেই আসনে বিএনপি রুমিনকে মনোনয়ন দিয়েছে।

করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যে নেতিবাচক ভাইরাসে আক্রান্ত তা করোনার চেয়েও ভয়াবহ। শনিবার (৩ এপ্রিল) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এসময় সেতুমন্ত্রী আরও বলেন, করোনা মহামারিতে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে মিডিয়ায় ঝড় তোলা আর সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচার করছে। কারণ বিএনপি সরকারের কোনো উদ্যোগ চোখে দেখে না। এগুলোই করোনাকালে বিএনপির সফলতা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হয়েও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর ন্যূনতম মূল্যবোধও বিএনপি হারিয়ে ফেলেছে। জনগণের সম্পদ বিনষ্ট আর নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিএনপি এবং তার সহযোগীরা যে তাণ্ডব লীলা চালিয়েছে তার জন্য বিএনপিকেই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আন্দোলনের নামে জনগণের ওপর প্রতিশোধ নেওয়াই এখন বিএনপির কৌশল।

 

আওয়ামী লীগে সুবিধাভোগী কর্মীর দরকার নেই: কাদের

আওয়ামী লীগে সুবিধাভোগী কর্মীদের দরকার নেই, রদরকার শাজাহানের মতো নিবেদিত কর্মীদের বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রয়াত মো. শাজাহানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি তাঁর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দলীয় নেতাকর্মীদের শতভাগ মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, সারাদেশে ক্যাম্পেইন করে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে এখন থেকে ঘরোয়া ভাবে সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যবোধ ও মূল্যবোধ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে টিমওয়ার্ক গড়ে তুলতে হবে।

শাজাহানের মত কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ, দুঃসময়ে যখন কেউ থাকবেনা তখন শাজাহানের মত নিবেদিত কর্মীরাই পাশে থাকবে বলে মনে করেন ওবায়দুল কাদের।

দেশের সামর্থবানদের প্রতি অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন করোনার এই দুঃসময়ে অসচ্ছ্বল মানুষের সহযোগিতা একান্ত কাম্য।

এর আগে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রয়াত এইচ টি ইমামের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কারাগারে বিএনপি নেতা নিপুণ

হেফাজতের ডাকা হরতালে সহিংসতা সৃষ্টির প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার দুই দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।