অতিবর্ষণ ও আমাবশ্যার জোঁয়ারের প্রভাবে আমতলী ও তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত

অতিবর্ষণ ও আমবশ্যার জোঁর প্রভাবে আমতলী ও তালতলীর চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমতলী পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দ্রুত পায়রা ফেরির গ্যাংওয়ে সংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানাগেছে, অতিবর্ষণ ও আমবশ্যার জোঁর প্রভাবে পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২.৮৫ মিটার পানি বৃদ্ধি পেয়ে উপকুলীয় আমতলী ও তালতলীর চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরের বসবাসরত মানুষের ঘরবাড়ী তলিয়ে গেছে। তারা কষ্টে জীবনযাপন করছে। তালতলীর নিশানবাড়িয়া, ফকির হাট, সোনাকাটা, নিদ্রাসকিনা, তেতুলবাড়িয়া, আশার চর, নলবুনিয়া, তালুকদারপাড়া, চরপাড়া, গাবতলী, মৌপাড়া, ছোটবগী, জয়ালভাঙ্গা,পচাঁকোড়ালিয়া ও আমতলীর ঘোপখালী, বালিয়াতলী, পশুরবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, পশ্চিম আমতলী, ফেরীঘাট, পুরাতন লঞ্চঘাট, আমুয়ার চর, পানি উন্নয়ন বোর্ড, আঙ্গুরকাটা, গুলিশাখালী ও হরিদ্রবাড়িয়া নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এ সকল এলাকার মানুষের ঘর বাড়ী জোয়ারের পানিতে তলিয়ে গেছে। অপর দিকে আমতলী পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে গেছে। এতে যানবাহন ও মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। মানুষ হাটু পরিমান পানি ডিঙ্গিয়ে সড়কে উঠছে। দ্রুত পায়রা ফেরির গ্যাংওয়ে সংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার বেলা ১১ টার সরেজমিনে ফেরিঘাট ঘুরে দেখাগেছে, পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে পানিতে তলিয়ে গেছে। মানুষ হাটু পরিমান পানি ডিঙ্গিয়ে সড়কে উঠছে। যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।

তালতলীর গাবতলী গ্রামের ছত্তার মিয়া বলেন, অতি বৃষ্টি ও আমাবশ্যার জোঁতে পানি বৃদ্ধি পেয়ে পায়রা নদী সংলগ্ন চর ও নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। চরে বসবাসরত মানুষরা উচু স্থানে আশ্রয় নিয়েছে।

গাবতলী আবাসনের জহিরুল ইসলাম বলেন, জোয়ারের পানিতে ঘর তলিয়ে গেছে। ছেলে সন্তান নিয়ে রাস্তায় অবস্থান নিয়েছি।

আমতলীর পৌর শহরের আমুয়ার চর গ্রামের ফাতেমা বেগম বলেন, জোয়ারের পানিতে ঘর তুলিয়ে গেছে।

পায়রা ফেরিঘাটের পরিচালক মোঃ ছালাম খাঁন বলেন, জোয়ারের পানিতে ফেরির গ্যাংওয়ে তলিয়ে গেছে। এতে গ্যাংওয়ে দিয়ে যানবাহন ও মানুষ চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত ফেরির গ্যাংওয়ে সংস্কার করা প্রয়োজন।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার আলম বলেন, জোয়ারের পানিতে চর ও নিম্নাঞ্চলের ঘর বাড়ী তলিয়ে গেছে কিন্তু কোন বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করেনি।

বরগুনায় পাঁচটি অস্ত্রসহ গ্রেফতার–১

বরগুনা পাথরঘাটা পদ্মা এলাকা থেকে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে পাঁচটি পাইপগানসহ কামাল ৩৫ জলদস্যুকে আটক করে।

পাথরঘাটা কোস্টগার্ডের কমান্ডার মেহেদী হাসান জানান দীর্ঘদিন যাবৎ এরা বঙ্গোপসাগরে জেলে ট্রলারে ডাকাতি সংঘটিত করতো অস্ত্র বেচা কেনার সময় আমরা গোপন সংবাদ পেয়ে পাথরঘাটা থানা পুলিশ সহ পদ্মা এলাকায় অভিযান চালাই।

এ সময় তার কাছ থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করা হয়। কামাল একই গ্রামের জালাল মিয়ার ছেলে সে জামাল বাহিনীর সদস্য।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন আটক ব্যক্তিদের অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

ডিগ্রি পরীক্ষায় চার বিষয়ে ফেল করলেন মিন্নি

ডিগ্রি পরীক্ষায় সাত বিষয়ের মধ্য চারটিতে অকৃতকার্য হয়েছেন বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রকাশিত ডিগ্রি প্রথম বর্ষের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

মিন্নি যে তিন বিষয়ের উত্তীর্ণ হয়েছেন তার মধ্যে একটিতে ডি গ্রেড এবং বাকি দুটিতে সি গ্রেড পেয়েছেন। বুধবার সন্ধ্যা ৭ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থী মিন্নি। ২০১৯ সালে অনুষ্ঠিত ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। ২০১৯ সালের শেষ দিকে এ পরীক্ষা শুরু হওয়ার পর শেষ হয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে। বরগুনা সরকারি কলেজ থেকে ব্যাচেলর অব স্যোসাল সায়েন্স (বিএসএস) গ্রুপ থেকে এ পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। একদিকে রিফাত হত্যা মামলার বিচারকাজ অন্যদিকে পরীক্ষা চলায় মামলার কার্যদিবসেও আদালতের অনুমতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন মিন্নি।

প্রকাশিত পরীক্ষার ফলাফল ঘেটে জানা যায়, মিন্নি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে ডি গ্রেড ও রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রে পেয়েছেন সি পেয়েছেন। রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রে পাস করেননি। ইসলামের ইতিহাস প্রথম পত্রে পেয়েছেন সি গ্রেড। ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রে পাস করেননি। এছাড়া অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রেও অকৃতকার্য হয়েছেন।

এ বিষয়ে মিন্নির বাবা মো. মোজাম্মেল হোসেনে কিশোর বলেন, মিন্নি কাঙ্খিত ফল করতে পারেনি। আসলে ওর যে অবস্থা তাতে ভালো ফল অর্জন করা সম্ভবও নয়। তিনি বলেন, পরীক্ষার আগে ভালোভাবে মিন্নি প্রস্তুতি নিতে পারেনি। যে সময়ে ওর পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার কথা, সে সময়ে ৪৯ দিন কারাগারে ছিল।

প্রসঙ্গত, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তী সময় এ মামলায় রিফাতের স্ত্রী মিন্নিকে আসামি করা হয়। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।

এএসআইকে প্রকাশ্যে ওসির থাপ্পড় : তিন সদস্যের তদন্ত কমিটি

বরগুনার বামনায় এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) গালে ওসির থাপ্পড় মারার ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

তবে পুলিশের দাবি, শুধু থাপ্পড় নয় পুরো ঘটনারই তদন্ত করছেন তারা। ঘটনার তদন্তে ইতোমধ্যে গঠিত তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি কাজ শুরু করেছেন।

বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে,  অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলো, জেলার আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এবং পুলিশ অফিসের ইন্সপেক্টর (ক্রাইম) মো. সোহেল।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম বলেন, সিফাতের মুক্তির দাবির মানববন্ধনকে কেন্দ্র করে পুরো ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আমি এ কমিটির প্রধান। আগামী তিনদিনের মধ্যে আমরা আমাদের তদন্ত প্রতিবেদন দাখিল করবো।

প্রসঙ্গত, কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অবঃ) সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যুর পর গ্রেফতার ও কারাবন্দি সাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে শনিবার (৮ আগস্ট) মানববন্ধন আয়োজন করে তার সহপাঠিরা।

পুলিশ লাঠিচার্জ করে মানববন্ধন পণ্ড করার সময় কর্তব্যরত এক এএসআইকে উপস্থিত লোকজনের সামনে থাপ্পড় মারেন বরগুনার বামনা থানার ওসি মো. ইলিয়াস আলী তালুকদার।

থাপ্পড় মারার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ২০ জেলে উদ্ধার

সুন্দররবন সংলগ্ন কচিখালীর লাশমি এলাকায় ঝড়ের কবলে পরে এফবি সিমা-২ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। প্রায় ১৮ ঘন্টা পর আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাসমান অবস্থায় ২০ জেলেকে উদ্ধার করা হয়। তবে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

ওই ট্রলারের মালিকের নাম আনছার খান। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামে। এর আগে গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে ঝড়ের কবলে এফবি সিমা-২ ট্রলারটি ২০ জেলেসহ ডুবে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি বশির ট্রলারের মাঝি মো.ইব্রাহিম মাঝিসহ জেলেদের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের ২০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করতে পারলেও ট্রলারটি উদ্ধার করতে পারেনি। উদ্ধারকৃত ২০ জেলে সকলেই শারীরিক অসুস্থ থাকায় সাগরে বসেই তাদেরকে গরম পানি গরম কাপড় দিয়ে সেবাসুস্থতা করছেন উদ্ধারকৃত জেলেরা। উদ্ধারকৃত জেলেদের ফিরিয়ে আনতে দু’টি ট্রলার পাঠানো হয়েছে।

এদিকে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, সকালেই আমাদে উদ্ধারের জন্য টিম সাগরে গেছে।

বরগুনায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস

বরগুনায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস নেমেছে। জেলার বাজারগুলোতে গতবারের চেয়ে চার ভাগের এক ভাগ দামে চামড়া বেচতে হচ্ছে মৌসুমি ব্যবসায়ীদের। অনেক জায়গায় কম দামে বিক্রি হওয়ায় অবহেলায় মাটিতে লুটাচ্ছে চামড়া। চামড়া বাজারে এই ধসের শিকার মধ্যস্বত্বভোগী ও মৌসুমি ব্যবসায়ীরা দিশেহারা। আর যেসব হত-দরিদ্র মানুষ কোরবানির চামড়া বিক্রির টাকা থেকে একটা অংশ পেয়ে থাকে প্রতিবছর, এবার তাদের ভাগ্যেও জুটবে না কাংখিত অর্থ।

জানা গেছে, বিগত বছরগুলোতে জেলায় বিভিন্ন বাজারে প্রতিটি ছাগলের চামড়া বিক্রি হয়েছে ২শ থেকে ৩শ টাকা। এবার তা আকারভেদে দাম ২৫ থেকে ৩০ টাকা।প্রতিটি গরু চামড়া বিক্রি হয়েছিল ১হাজার থেকে দেড় হাজার টাকায়, এবার তা ১শ থেকে ৩শ টাকায় বিক্রি হয়েছে। বরগুনা সদর উপজেলার ডলুয়া গ্রামের আনিছুর রহমান, পাথোরঘাট উপজেলার কাকচিড়া গ্রামের গোলাম রব্বানী, বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামের হানিফ হোসেনসহ জেলার বিভিন্ন এলাকার কোরবানিদাতারা জানান, বিগত ১০ বছরের চামড়ার এমন মন্দা বাজার দেখেননি তারা। চামড়ার বাজার ধসের কারণে লোকসানের শিকার হলেন জেলার প্রায় সব মৌসুমি ব্যবসায়ী।

বরগুনা জেলা শহরের পশু হাসপাতাল এলাকার কফিল বিহারী, মৌসুমি চামড়া ব্যবসায়ীরা জানান, কোরবানির চামড়ার এই আকস্মিক দরপতনে দিশেহারা মধ্যস্বত্বভোগী চামড়া ব্যবসায়ীরা। তারা প্রতি বছর কোরবানির সময় দু-এক দিনের এ ব্যবসায় টাকা খাটিয়ে ভালো লাভ করেন। তবে এবারের দরপতনে লোকসান গুনতে হচ্ছে বলে বিপাকে তারা। পুঁজি সংকট, ট্যানারি মালিকদের কাছে বকেয়া পাওনা ইত্যাদি কারণে চামড়ার দাম পড়েছে বলে মনে স্থানীয় চামড়া ব্যবসায়ীরা। বরগুনা শহরের চামড়া ব্যবসায়ী লিমা, জাহাঙ্গীর, শাহিন আকতার বলেন, ট্যানারি মালিকদের কাছে বকেয়া পাওনা রয়েছে লাখ লাখ টাকা। হাতে টাকা না থাকায় তারা কাংখিত পরিমাণে চামড়া কিনতে পারছেন না। ফলে বাজারে চাহিদা কম থাকায় চামড়া মূল্য স্বাভাবিক কারণে কমে গেছে। অন্যদিকে চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে। এতে করে দেশের স্থানীয় বাজারে আপাতত চামড়া কেনাবেচা করতে হচ্ছে। ফলে চাহিদা খানিকটা কম হওয়ায় দরপতন ঘটছে বলে দাবি কয়েকজন ব্যবসায়ীর।

তাই বরগুনার চামড়া ব্যবসায়ীরা বিশেষ করে দাবি জানিয়েছেন চামড়া শিল্পকে বাঁচাতে হলে রপ্তানী বাড়ানোর পাশাপাশি চামরা ব্যবসায়ী ও ট্যানারী মালিকদের সহজ শর্তে ঋন সুবিধার দাবী জানিয়েছেন এ শিল্পের সাথে সংশ্লিষ্টরা।

বরগুনায় কাউন্সিলর-স্বাস্থ্যকর্মীসহ ৮ জনের করোনা শনাক্ত

বরগুনায় গত ২৪ ঘণ্টায় কাউন্সিলর ও স্বাস্থ্যকর্মীসহ ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০ জন, জেলায় মোট সুস্থ হয়েছে ৩৩০ জন।

সোমবার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বিভাগের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান ছালামতউল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি। এ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০৮ জন।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত আটজনের মধ্যে বরগুনা সদর উপজেলায় পাঁচজন, আমতলী, তালতলী ও বামনায় একজন করে রয়েছে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

বরগুনায় আরও ১২ জনের করোনা শনাক্ত

বরগুনায় ২৪ ঘণ্টায় নৌবাহিনীর অফিসার ও শিক্ষকসহ ১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫৮৭ জনের সংক্রমণ শনাক্ত হলো। এদের মধ্যে ১৩ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫ জন। জেলায় মোট সুস্থ হয়েছে ৩০৭ জন।

সিভিল সার্জন কার্যালয়েরর স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়ক খান ছালামতউল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি।এ উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ৩০৩ জন।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ১২ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ১১ জন, এবং পাথরঘাটায় ১ জন করে রয়েছেন।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বরগুনায় গত ২৪ ঘণ্টায় ২২ জনের করোনা শনাক্ত

বরগুনায় গত ২৪ ঘণ্টায় ২২ জনের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫৭৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ভেতর ১২ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন, জেলায় মোট সুস্থ হয়েছেন ৩০২ জন।

সিভিল সার্জন কার্যালয়েরর স্বাস্থ্য বিভাগের তত্ববধায়ক খান ছালামতউল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি।এ উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ২৯২ জন।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ২২ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৪ জন, পাথরঘাটায় ৩ , আমতলী ও তালতলীতে ২ এবং বেতাগীতে ১ জন করে রয়েছেন।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

গৌরনদীতে তরুনী ধর্ষণ, পলাতক আসামি গ্রেফতার

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে ভাড়াটিয়া বাসায় এক যুবতিকে (২৭) বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন ধর্ষিতার মা। পুলিশ অভিযুক্ত জুয়েল কাজীকে (৩৬) বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলার স্বরুপকাঠী থানা এলাকা থেকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) সাধন কুমার মন্ডল জানান, পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রামের এক যুবতি গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের কিরু কাজীর বখাটে পুত্র জুয়েল কাজী (৩৬) বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বাসায় বসে একাধিক বার ওই যুবতিকে ধর্ষণ করে। পরবর্তীকে যুবতি বিয়ের কথা বললে জুয়েল বিবাহ করতে অপরগতা প্রকাশ করে। এ ঘটনায় ধর্ষিতার মা গত ৮ মার্চ গৌরনদী মডেল থানায় জুয়েল কাজীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর আসামি জুয়েল আত্মগোপন করে। পরবর্তীতে মোবাইল ট্র্যাকের মাধ্যমে বৃহস্পতিবার রাতে স্বরুপকাঠী থানা পুলিশের সহযোগীতায় স্বরুপকাঠী বাজার এলাকা থেকে গ্রেফতার করে। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।