কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সী-বিচ করা হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

দুই দিনের সফরে গিয়ে সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকতের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামিম।

সফরের প্রথমদিন ২৯ আগস্ট থেকে তিনি কুয়াকাটা জাতীয় উদ্যান, ঝাউবনসহ উপকূলীয় বিভিন্ন এলাকা ও সমুদ্রসৈকতের ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এছাড়া ওইসময়ে তিনি পটুয়াখালী জেলা, কলাপাড়া উপজেলা, কুয়াকাটা থানা ও পৌর আওয়মীলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দর সাথে সাক্ষাৎ করেন। পাশাপাশি কুয়াকাটা প্রেসক্লাব পরিদর্শন ও প্রেসক্লাবের নেতৃবৃন্দর সাথে সাক্ষাৎ করেন। ৩০ আগস্ট কুয়াকাটা থেকে ফেরার পথে শেখ হাসিনা সেনানিবাস সংলগ্ন ভাঙ্গন কবলিত নদী তীরবর্তী এলাকাও পরিদর্শন করেন।

সমুদ্র সৈক‌তের ভাঙ্গন কব‌লিত এলাকা প‌রিদর্শন শে‌ষে সাংবা‌দিক‌দের বি‌ভিন্ন প্র‌শ্নের উত্ত‌রে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম বলছেন, কুয়াকাটা ও কক্সবাজারে সরকারের একটি প্লান রয়েছে। সেই প্লান কিভাবে বাস্তবায়ন করা যায় সেলক্ষে ২ বছর আগে মন্ত্রনালয়ের সচিব ও অতিরিক্ত মহাপরিচালক নেদারল্যান্ডে গিয়েছিলো।

নেদারল্যান্ড তাদের সী-বিচগুলো তীর রক্ষা করে যেভাবে তাদের জনগনের জন্য তৈরি করেছে, সেই প্রক্রিয়াটি দেখে এসেছেন তারা। বাংলাদেশে এসে সেই অনুযায়ী সমীক্ষা শেষ করা হয়েছে। এখন ডিপিপি প্রণয়ন হয়ে পরিকল্পনা কমিশনে পাঠানো হবে সেখান থেকে একনেকে যাবে। কক্সবাজার এবং কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সী-বিচ করার প্লান আমাদের রয়েছে।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, সমুদ্রতীর রক্ষায় এখানে (কুয়াকাটায়) একটা প্রকল্প চলমান রয়েছে। সেক্ষেত্রে ছোট খাটো ভাঙ্গন রোধে কাজ করা হয়েছে, তবে স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধানের জন্য কাজ চলমান রয়েছে।

এসময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সমুদ্র তীর রক্ষায় কুয়াকাটায় কিছু জিও টিউব দেয়া হয়েছিলো। কিন্তু সেই জিও টিউবগুলোতে দর্শনার্থীরা এসে বসেন এবং নানানভাবে ব্যবহার করে কেটে ফেলেন।

যতদিন জিও টিউবগুলো ঠিক ছিলো, ততদিন তীর ভাঙ্গেনি কিন্তু ছিদ্র হয়ে টিউবের ভেতরের বালু পরে যাওয়ার পর থেকে তীর আবার ভাঙ্গছে।

সাধারণ জনগনেরও কিন্তু একটা দায়িত্ব আছে, শুধু সরকারের ওপর নির্ভর করলেই হবে না। গোটা বাংলাদেশকে সরকারের পক্ষে সুরক্ষিত রাখা সম্ভব হবে না, যতক্ষন জনগন সরকারের সাথে একসাথে মিলে কাজ না করবে।

আমরা আহবান জানাবো ব্যবস্থা গ্রহন করা হবে যাবে সমুদ্রতীরে ভাঙ্গন না হয়, কিন্তু কেউ যেন জিওটিউব ছিদ্র করে না ফেলে। এভাবেই স্থায়ী প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সৈকতকে রক্ষা করবো।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমনের কারণে পৃথিবীর সকল দেশেই অর্থনৈতিক একটা সমস্যা দেখা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের ভেতরে আমরা সমৃদ্ধশালী দেশ হবো। কিন্তু করোনার কারনে আমাদের অগ্রযাত্রা একটু ব্যহত হয়েছে।

তারপরও আমরা ও সরকার ঘাবড়ে না গিয়ে আবার ঘুরে দাড়িয়েছি এবং ২০৪১ সালের ভেতরে সমৃদ্ধশালী দেশ হওয়ার লক্ষ্যে পৌছাবো ইনশ্আল্লাহ।

প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের করার। তাই যত দ্রুত সম্ভব প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। কারণ আন্তর্জাতিক মানের হলে দেশের মান-সন্মান বৃদ্ধি যেমন পাবে তেমনি বিদেশীরাও আসবে।

সমুদ্রতীরে বালু ও মাটি সরে সাবমেরিন ক্যাবল বেড়িয়ে আসার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলতে পারবেন। তবে এক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রনালয়ের কোন সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমরা তার জন্য প্রস্তুত রয়েছি।

নতুন প্রকল্পে বাধের উচ্চতা বাড়িয়ে নির্মাণ করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্যে ৩ হাজার ২৮০ কোটি টাকার প্রকল্প চলছে, যেখানে ১৩৯ টি পোল্ডারের কাজ হচ্ছে। ১৩৯ টি পোল্ডারের মধ্যে প্রথম পর্যায়ে ১৭ টি প্লোডারের কাজ করার কথা ছিলো, কিন্তু জমি অধিগ্রহনের ব্যয় বেড়ে যাওয়ায় আমরা ১০ টি প্লোডারের কাজ করছি।

বাকী ৭ টিসহ ২৯টি পোল্ডারের কাজ ভিন্ন প্রকল্পের আওতায় আগামী ৫ বছরের মধ্যে শেষ করবো। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে উপকূলীয় অঞ্চলের মানুষের অনেক উপকৃত হবেন এবং আরো সুরক্ষিত হবেন।বন্যা-জলোচ্ছাসে ক্ষয়ক্ষতি কমে আসবে।

বেতাগী-পটুয়াখালী সড়কে গর্ত ও খানাখন্দে বেহাল দশা

বরগুনা জেলার বেতাগী-পটুয়াখালী সড়কটি সঠিকভাবে নির্মান কাজ নাা করায় নিয়মিত পন্যবাহী ট্রাক ও যাত্রীবাহী ঢাকাগামী পরিবহন চলাচলে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে সকল ধরনের যানবাহনসহ ও জনসাধারনের চরম জনদুর্ভোগে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপদ বিভাগ ২০১৭ সালের জুন মাসে বেতাগী বাসস্ট্যান্ড থেকে পায়রাকুঞ্জ ফেরিঘাট পর্যন্ত ১৪ কিলোমিটার পূর্নসংস্কারের জন্য দরপত্র আহবান করেন। এতে ৯ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকার অর্থ বরাদ্দ দেওয়া হয়। বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘খান ইন্ডাস্ট্রিয়াল’ নামক প্রতিষ্ঠান এ সড়কের ২০১৮ সালের ডিসেম্বরে পূর্নসংস্কার কাজ সমাপ্ত করেন।

পন্যবাহী ট্রাক ও ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনগুলো বেশি যাত্রীর আশায় বেতাগী বাসস্ট্যান্ড হয়ে সুবিদখালী বন্দর থেকে ঢাকার উদ্দেশে যায়। ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে নিন্মমানের উপকরণ দিয়ে কাজ করা হয়েছে বলে একাধিক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে অভিযোগ করেন।

গত কয়েকদিন যাবত একটানা প্রবল বর্ষণে সড়কের মধ্যে গর্তে পানি জন্মে ছোট-বড় ৫ শতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে পানি জমে চরম দূর্ভোগে পড়েছে সংশ্লিষ্ট জনসাধারণ।

এতে ইজিবাইক , মটরবাইক, অটো রিক্সা , টেম্পো, পণ্যবাহী ট্রাক, মাইক্রো গাড়ি, মুমূর্ষুু রোগী বহনকারী এ্যাম্বুলেন্স, ঢাকাগামী পরিবহন ও লোকাল যাত্রীবাহী গাড়ি নিয়ে বিপাকে পড়তে হয়েছে প্রতিনিয়ত। এসব গাড়ির চালকসহ ভুক্তভোগীরা নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সাধারণ মানুষ, স্কুলগামী শিক্ষার্থীসহ, নারী-বৃদ্ধদের চরম দুভোর্গ পোহাতে হচ্ছে।

সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীর তদারকিবিহীন, নিন্মমানের পাথর খোয়া ও কাঁদা মিশ্রিত বালুর সঙ্গে লোকাল বালুর সংমিশ্রণ ও সামান্য বিটুমিন মিশ্রণে সড়কের কাজ করা হয়।

খান ইন্ডাস্ট্রিয়াল ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ খান বলেন, ‘পটুয়াখালী-বেতাগী সড়কের ৬০ ভাগ কাজ মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং বেতাগী বাস স্ট্যান্ড থেকে বেইলি ব্রিজ পর্যন্ত ও বাজার সংলগ্ন এলাকার বাকি ৪০ ভাগ কাজ বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবিরকে সাব-ঠিকাদার হিসেবে পূর্নসংস্কার কাজ করেন।

ঠিকাদার মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খাঁন মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘ গত কয়েকদিন অতিরিক্ত প্রবল বর্ষণের কারণে এ সড়কের বেহাল অবস্থা তৈরি হয়েছে। পর্যবেক্ষণের জন্য উদ্যোগ নিয়েছি এবং সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

অপর দিকে সাব-ঠিকাদার বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির বলেন, ‘আমি যে অংশে কাজ করেছি তা এখনও অক্ষত আছে।

সড়কের দায়িত্বে থাকা সড়ক ও জনপদ বিভাগের বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী, মো. আশরাফুল আলম জানান, ‘সড়ক সংস্কারে অনিয়মের সত্যতার লিখিত অভিযোগ পেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ধানখালীতে মরহুম আব্দুল লতিফ গাজীর স্বরনে শোকসভা ও দোয়া অনুষ্ঠান

কামাল হাসান রনি:
কলাপাড়ার ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ গাজীর ১ম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে শোকসভা ও দোয়া অনুষ্ঠান পালিত হয়। শোকসভার শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়।  প্রয়াত চেয়ারম্যান আব্দুল লতিফ গাজীর স্বরনে এক  মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আঃ লতিফ গাজী কল‍্যান ট্রাস্টের আহ্বায়ক জনাব বারেক খান, বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার, মরহুমের বড় ছেলে গাজী রাইসুল ইসলাম রাজীব, মরহুমের ছোট ছেলে গাজী হাসিব,  ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন বিশ্বাস, চম্পাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও  ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাচ্চু মোল্লা,শিক্ষক ঠান্ডু খান,প্রধান শিক্ষক মাহাবুবুল্লা লিটন, শিক্ষক মাসুম মিয়া, শিক্ষক রিপন মিয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নাল মৃধা। বক্তারা তার জীবনের বিভিন্ন সফলতা তুলে ধরেন। তিনি পটুয়াখালী জেলার  অন্যতম সফল চেয়ারম্যান নির্বাচিত হয়ে ধানখালীর সুনাম অর্জন করেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ধানখালী ইউনিয়ন টিম লিডার ও কলাপাড়া থানা টিম লিডারের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ধানখালী এস এইচ এ‍্যান্ড আশ্রাফ একাডেমী মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির প্রায় ৩০ বছর একটানা সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করেন। মিলাদ ও দোয়া শেষে তোবারক বিতরন করা হয়। উল্লেখ গত বছর তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

কলাপাড়ায় ছাঁদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কলাপাড়ায় পায়রা বন্ধরের নির্মাণাধীন ধুলাসার ইউনিয়নের ৯-১০
নম্বর আবাসনের একতলা ভবনের ছাঁদ থেকে পড়ে শ্রমিক মোতালেব সরদার (৬৪) নিহত হয়েছেন। আজ শনিবার সকাল
সাড়ে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।পায়রা বন্ধরে অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের গৃহপুনর্বাসনের জন্য বাবলাতলা গ্রামে আবাসনটির নির্মান কাজ চলছিল।

বহু শ্রমিকের সাথে নিহত শ্রমিক মোতালেব সরদার ছাদে রড বাধার কাজ করছিলেন ।অসাবধানতায় পা পিছলে তিনি নিচে সিমেন্টের ওপর পড়ে যান বলে সহকর্মীরা জানান। দ্রুত তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জে এইচ লেলিন মৃত ঘোষনা করেন। নিহতের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিন তক্তাবুনিয়া গ্রামে।তার পিতার নাম আকুব আলী সরদার। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান,খবর পেয়েই তিনি ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছেন।

কুয়াকাটায় সাব-মেরিন ক্যাবলের ফাইভার অপটিক্যাল ক্যাবল স্থাপন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার আমখোলাপাড়ায় ক্রমশ:ই ঝুঁকিপূর্ন হয়ে উঠছে অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের ২৬০০ ভোল্টের ডিসি পাওয়ারের ফাইভার অপটিক্যাল ক্যাবল। মাটির অগভীর থেকে ক্যাবল টানা, ক্যাবল স্থাপনের পর জনসচেতনতা সৃস্টি না করা, হ্যান্ড হোল ও দীর্ঘ সংযোগ ক্যাবলের কোন সতর্কীকরন চিহ্ন না থাকাসহ রক্ষনা বেক্ষনের অভাবে ক্যাবলের চিহ্নিতকরন খুঁটি উপড়ে যাওয়াকে এজন্য দায়ী এলাকাবাসী। রাস্ট্রীয় গুরুত্বপূর্ন ক্যাবলের ঝুঁকিপূর্ন এমন ব্যবহারের ফলে অসাবধানতাসহ অজানা থাকায় ক্ষতিগ্রস্থ হওয়ার শংকায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন তারা।

প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারসহ দ্রুতগতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেটে সেবা প্রদানের জন্য ৬’শ ৬০ কোটি টাকা ব্যয়ে জেলার কলাপাড়ার আমখোলা পাড়ায় ১০ একর জমির উপর র্নিমান করা হয় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এ সংযোগ চালু হয়। বাংলাদেশকে দক্ষিন পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও ওয়েস্টার্ন ইউরোপের (সি-মি-ইউ) সাথে সংযুক্ত করতে সাগরের নিচ দিয়ে ফ্রান্স থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা ও মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত ২৫ হাজার কিলোমিটার দীর্ঘ ক্যাবল স্থাপন করা হয়।

প্রথম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের লাইফ টাইম শেষে দ্বিতীয় এ প্রকল্প দিয়েই পুরো দেশে ইন্টারনেট সেবা প্রদানের জন্য প্রথম সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কক্সবাজারের জিলং পর্যন্ত যুক্ত করতে তৈরি করা হয়েছে একটি
ব্যাকবোন। কুয়াকাটা সৈকত থেকে আমখোলা পাড়ায় স্টেশন পর্যন্ত বসতবাড়ি, পুকুর-ঘের, সড়ক-মহাসড়ক, আবাদি জমি পেড়িয়ে সাড়ে ছয় কিলোমিটার ক্যাবল লাইন স্থাপন করা হয়।

একইভাবে লাইন টানা হয়েছে প্রথম সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কক্সবাজারের জিলং পর্যন্ত। কিন্তু দীর্ঘ সংযোগ ক্যাবল স্থাপনের পর যথাযথ সতর্কীকরন চিহ্ন দেয়া হয়নি। সৃস্টি করা হয়নি জনসচেতনতা। চিহ্নিতকরন যে কয়টি খুঁটি দেয়া হয়েছে তাও রক্ষনাবেক্ষনের অভাবে উপড়ে পড়েছে। এতে স্থানীয় মানুষ পুরোপুরি অন্ধকারে রয়েছে সাবমেরিন ক্যাবলের গুরুত্ব সম্পর্কে। সম্প্রতি (৯ আগস্ট) উপজেলার আলীপুরে স্কাভেটর দিয়ে নিজেদের জমির মাটি কাটার সময় অপটিক্যাল ক্যাবল কেটে যায়। এতে দেশের ইন্টারনেট সার্ভিস বিপর্যস্ত হয়ে পরে। মেরামত শেষে ১৩ ঘন্টা পর সার্ভিস চালু হয়। অনিচ্ছাকৃত এ দুর্ঘটনায় মামলা দায়েরসহ দু’জনকে গ্রেপ্তারের পর স্থানীয় মানুষ সাবমেরিন ক্যাবলের গুরুত্ব সম্পর্কে ধারনা পায়। পাশপাশি তাদের মধ্যে সৃস্টি হয়েছে ভীতির।

এছাড়াও (২০ আগস্ট) কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে সমুদ্র থেকে উঠে আসা হাই ভোল্টেজ আরকুলেটেট সংযোগ ক্যাবল উম্মুক্ত হয়ে পড়ে। সরকারী এমবি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক সাবরিনা মাহমুদা, শিক্ষার্থী মারিয়াম জাহান, সামাজ সেবক আ. মান্নান হাওলাদার বলেন, এতটুকু জানি আমাদের বসতভিটার ভিতর থেকেই সাব-মেরিন ক্যাবল লাইন টেনে নেয়া হয়েছে। কিন্তু কোন জায়গা থেকে টানা হয়েছে জানিনা।

গোড়া আমখোলা এলাকার আমিন উদ্দিন, মজিবর, কামাল বলেন, আমাদের অবহিত না করেই ক্যাবল লাইন টানা হয়েছে। এর গুরুত্ব কিংবা উচ্চ ভোল্টের কারনে এটি ঝুঁকিপূর্ন সে সম্পর্কে কোন ধারনা দেয়নি বিএসসিসিএল। আলীপুরের বাসিন্দা গৃহবধূ মেরী, রোকেয়া, খালেদা বলেন, ক্যাবল চিহ্নিত করা না থাকায় নিজেদের প্রয়োজনে বসতভিটার ভ’মি উন্নয়নের কাজ করতে ভয় লাগছে। সাব-মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) তরিকুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃস্টি করতে প্রচারনার উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড’র (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, প্রতি দু’শ মিটার অন্তর ক্যাবল চিহ্নিতকরন সাইনবোর্ড দেয়া আছে। এখন প্রতি একশ’ মিটার পরপর রাতে দৃশ্যমান হয় এমন সাইনবোর্ড (রেডিয়াম) দেয়া হবে। ভবিষ্যতে যাতে আর কোন অনাকাংখিত ঘটনা না ঘটে, তাই মাইকিংয়ের প্রচারনার মাধ্যমে জনসচেনতা বাড়ানো হবে। যাতে এলাকাবাসী ক্যাবল সংশ্লিস্ট এলাকায় কাজ করার সময় কোম্পানীকে অবহিত করে।

কুয়াকাটা সৈকতে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সামনে স্থানীয়দের মানববন্ধন

এস এম আলমাস,কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটা সৈকতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর সামনে মানববন্ধন করে কুয়াকাটা পৌর আওয়ামীলীগ, কুয়াকাটা টুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম), কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা শুভ সংঘ ক্লাব,কুয়াকাটা বয়েস ক্লাব, কুয়াকাটা তরুন ক্লাব সহ স্থানীয় বিভিন্ন সংগঠন। অস্বাভাবিক জোয়ারের প্রভাবে বিধ্বস্ত-বিপর্যস্ত পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শণ করতে আসেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। শনিবার বিকাল সাড়ে ৫ টায় কুয়াকাটা সৈকতের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ কালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কুয়াকাটা ও কক্সবাজার সমুদ্র সৈকতকে আর্ন্তজাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সরকার কাজ করছে। ইতিমধ্যে পাউবো’র প্রতিনিধি দল নেদারল্যান্ড ভ্রমন করেছে। ওই দেশের প্রযুক্তি ব্যবহার করে টেঁকসই বেড়িবাঁধসহ ভাঙ্গনরোধ প্রকল্প নেয়া হবে। এসময় উপস্থিত ছিনে স্থানীয় অধ্যক্ষ মহিব্বুর রহমান এমপি, পাউরো’র অতিরিক্ত মহাপরিচালক মোঃ হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় প্রধান প্রকৌশলী মো.হারুন অর রশীদ, পাউবো’র প্রকল্প পরিচালক (সিইআইপি-১) মোহাম্মদ আলী, পাউবো’র পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান,কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লাসহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কাউখালীতে দুই মুক্তিযোদ্ধার স্মরণে শোক সভা

পিরোজপুরের কাউখালীতে প্রয়াত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন আর রশিদ সাঈদ ও যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কাউখালী উপজেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
প্রয়াত দুই বীর মুক্তিযোদ্ধার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবির, মরহুম হারুন আর রশিদের ছোট ভাই লে. কর্ণেল মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ. কে. এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার,

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা মফিদুল ইসলাম দুলাল, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

পরে মরহুম হারুন আর রশিদ সাঈদ এবং মরহুম হাবিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
শোকসভায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন পেশার লোকজন অংশ গ্রহণ করেন।

বানারীপাড়ার পৌর মেয়র করোনায় আক্রান্ত, দোয়া কামনা

বানারীপাড়া পৌরসভার মেয়র ও বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুভাষ চন্দ্র শীল করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে গত কয়েকদিন ধরে তিনি খাবারে অরুচি ও মুখে তেঁতোভাব অনুভব করছিলেন। পরে ২৩ আগস্ট রবিবার দুপুরে তিনি বরিশাল শেবাচিম হাসপাতালে আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করাতে দেন। পরীক্ষায় সেখান থেকে ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনি বর্তমানে বরিশাল শহরের বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী,পরিবার’র সদস্যরা এবং শুভাধ্যুনায়ীরা সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।

উত্তাল সমুদ্রের তাণ্ডব : তছনছ হয়ে যাচ্ছে কুয়াকাটা সৈকত

সমুদ্রের ঢেউ এসে প্রবল বেগে আচরে পড়ছে সৈকতে অবস্থিত ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে। ঢেউয়ের তান্ডবে উপড়ে পড়ছে সৈকত লাগোয়া গাছপালা। ভাসিয়ে নিয়ে যাচ্ছে দোকান, ছাতা চেয়ার। প্রচন্ড ঢেউয়ের তান্ডব ও স্রোতের তোরে ক্ষুদ্র ব্যবসায়ীদের তীলে তীলে গড়া স্বপ্ন গুলোও ভেসে যাচ্ছে ঢেউয়ের সাথে। অমাবশ্যার জো-য়ের প্রভাবে উত্তাল সমুদ্র। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ফুট পানি বৃদ্ধি পেয়ে পুরো সৈকত এলাকা তচনছ হয়ে গেছে। সৈকতে থাকা সরকারী পিকনিক স্পট ও নারিকেল বাগানের অবশিষ্ঠ গাছগুলো গত দুই দিনে ধ্বংস স্তুপে পরিনত হয়েছে।

ধ্বংস স্তুপে পরিনত হয়েছে বনবিভাগের রিজার্ভ ফরেষ্ট, ঝাউবন ও জাতীয় উদ্যান। ঝুঁকির মুখে মসজিদ মন্দির,আবাসিক হোটেল,ট্যুরিস্ট পুলিশ বক্স ও সদ্য নির্মিত ট্যুরিজম পার্ক। সৈকত লাগোয় কিংস হোটেলটির একাংশ ইতিমধ্যে সমুদ্রের গর্ভে। সমুদ্রের এমন রূদ্র মুর্তি গত ১০ বছরে আর দেখা যায়নি বলে স্থানীয়দের অভিমত। গত ২-৩ দিনে ২০ থেকে ২৫ফুট ভূ-ভাগ ভেঙ্গে সমুদ্রের গর্ভে চলে গেছে। কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ জিও বস্তা ফেলে পাবলিক টয়লেটটি রক্ষার চেষ্টা করলেও আগামী দু’য়েক দিনের মধ্যেই পাবলিক টয়লেট ও কিংস হোটেলটি সমুদ্রে গর্ভে চলে যাবার সম্ভাবণা রয়েছে এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা।

সৈকতের পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ী ঝিনুকের দোকানদার মোঃ সৈয়দ জানান, রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি। সকালে এসে দেখেন তার দোকানের মালামাল ও দোকানের একাংশ সমুদ্রের ঢেউয়ে ভাসিয়ে নিয়ে গেছে। শুধু তার দোকানই এরকম প্রায় অর্ধশত দোকান ও দোকানের মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। সৈয়দ জানান, ক্ষুদ্র ব্যবসা করে ছেলে মেয়ে নিয়ে কোন রকম সংসার চালিয়ে আসছেন। তীলে তীলে গড়ে তোলা তার ব্যবসা প্রতিষ্ঠানটি সমুদ্রের গ্রাসে চলে গেছে।

সকালে সরেজমিনে গেলে দেখা যায়, ঢেউয়ের ঝাপটায় অনেক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে চুরমার হয়ে গেছে। অবশিষ্ট অংশ দোকানীরা সরিয়ে নিয়ে যাচ্ছে। সমুদ্রের ঢেউ এসে আচড়ে পড়ছে মহাসড়ক,ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে। কোথাও দাড়ানোর স্থান নেই। পর্যটকরা সৈকতে দাড়িয়ে থাকতে পারছে না। ঢেউ এসে তাদের উপর আচড়ে পরছে।

ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা ডকুমেন্টারী ফ্লিম মেকার সন্দীপ বিশ্বাস বলেন, তিনি ১২ বছর ধরে কুয়াকাটায় আসেন। ১২ বছর আগে প্রায় আধা কিলোমিটার দুরে সৈকত দেখেছেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কুয়াকাটার এখনকার চিত্র দেখে আমি হতভাগ হয়ে গেছি। সেসব এখন তার কাছে স্মৃতির মতো। মঙ্গলবার তিনি কুয়াকাটা সৈকতে ভ্রমণে এসে এমন বিধস্ত চিত্র দেখে আহত হয়েছেন। তার সামনেই ঢেউয়ের ঝাপটায় নারিকেল, আম,তালগাছ সহ কয়েকটি গাছ ভেঙ্গে পড়তে দেখেছেন। ভেসে যেতে দেখেছেন কয়েকটি ছোট ছোট দোকান।

তার মতে কুয়াকাটা সৈকতকে রক্ষায় জরুরী উদ্যোগ নেয়া দরকার। অন্যথায় সূর্যোদয় সূর্যাস্তের এই বিরল সৌন্দর্য ভূমি আমরা অচিরেই হারিয়ে ফেলবো। কুয়াকাটা প্রেসক্লাব ও কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম) এর সভাপতি নাসির উদ্দিন বিপ্লব বলেন, কুয়াকাটা সৈকতের বালুক্ষয় রোধে দীর্ঘমেয়াদি দৃশ্যমান কোন পরিকল্পনার বাস্তবায়ন নেই। বিভিন্ন সময় স্বল্পমেয়াদি যেসব পদক্ষেপ নিতে দেখা গেছে তা নিয়েও রয়েছে দুর্নীতির অভিযোগ। দরকার দ্রুত এবং সময় উপযোগী পরিকল্পনার বাস্তবায়ন।

কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা বলেন, সমুদ্র ভাঙ্গন রোধে পৌর কর্তৃপক্ষের সক্ষমতা নেই। দরকার দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। পাউবো কর্তৃপক্ষ এ পরিকল্পণা নিতে পারে। পৌরসভার পক্ষ থেকে জিরো পয়েন্টে কিছু জিও বস্তা ফেলে সাময়িক ভাবে রক্ষার চেষ্টা করছেন। যা দিয়ে সৈকত রক্ষা করা সম্ভব নয়। পাউবো কর্তৃপক্ষকে তিনি বার বার এ বিষয়ে বলেছেন। তারা একটি প্রকল্প প্রস্তাবণা আকারে পাঠিয়েছে বলে তাকে জানিয়েছেন।

পটুয়াখালী-৩ আসনের এমপি শাহজাদা স্ব পরিবারে করোনা আক্রান্ত

সংসদীয় আসন-১১৩ (গলাচিপা-দশমিনা) পটুয়াখালী-৩ আসনের এমপি এস.এম শাহজাদা সাজু স্ব পরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। তিনি তার ফেসবুক আইডিতে পোষ্ট করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাঠকদের সুবিধার্থে তার স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো, প্রিয় এলাকাবাসী, আছ্সালামুআলাইকুম। আমি এবং আমার পরিবারের (ঢাকার) প্রায় সকল সদস্যই করোনায় (কোভিভ-১৯) আক্রান্ত। আমাদের খুব একটা জটিলতা নেই। দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করেন। প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এমপি মহোদয়ের পিএস আলমগীর হোসেন। তিনি বলেন, তার পরিবারের সকলেই করোনা আক্রান্ত। আজ (১৯আগস্ট) সকালে সকলের রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি এমপি মহোদয় ও তার পরিবারের সকলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে পটুয়াখালী-৩ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মানুষের সহায়তার পাশাপাশি জনগণকে সচেতন করতে এমপি এস.এম শাহজাদা সাজু ছুটে বেড়িয়েছেন। জনগণের সাথে কাজ করতে গিয়ে তিনি আজ নিজেই স্ব-পরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হন। উল্লেখ্য, এমপি শাহজাদা সাজুর পরিবারে মোট সদস্য সংখ্যা ৫ জন। তিনি ও তার স্ত্রী এবং ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তারা সবাই বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা গ্রহন করছেন। এদিকে গলাচিপা-দশমিনাবাসী, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগন সংসদ সদস্য ও তার পরিবারের করোনা ভাইরাস আক্রমনের খবর শুনে ভেঙ্গে পড়েছেন এবং তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসতে পারেন তার জন্য মহান আল্লাহ্র দরবারে প্রার্থনা করেছেন।