কলাপাড়ায় এক কৃষক দুই দিন ধরে নিখোঁজ

বাড়ি থেকে কলাপাড়ায় যাওয়ার কথা বলে দুই দিন ধরে নিখোঁজ রয়েছে কৃষক জাহাঙ্গীর হাওলাদার (৪৮)। উপজেলার চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসীন্দা জাহাঙ্গীর হাওলাদার বৃহস্পতিবার সকাল নয়টায় কলাপাড়া পল্লী বিদ্যুত অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় জাহাঙ্গীর হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার কলাপাড়া থানায় একটি জিডি করেছেন। নাজমুল জিডিতে উল্লেখ করেছেন বাড়ি থেকে পল্লী বিদ্যুত সমিতির অফিসে যাওয়ার কথা বলে বের হয়েছেন তার বাবা। কিন্তু তিনি ওই অফিসেও যায়নি। বাড়িতেও ফেরেনি।

এ নিয়ে পরিবারে চরম অজানা আতঙ্ক বিরাজ করছে।

কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশি তদন্ত চলছে।

বাউফলে অবৈধ পলিথিন উদ্ধার, আটক ১

পটুয়াখালীর বাউফলে প্রায় সাড়ে চার হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার এসব পলিথিন জব্দ করা হয়।

এসময় অনিল দাস নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত অনিলকে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, বাউফল পৌর শহরের নাজিরপুর এলাকার সুলতান আহম্মেদ এর ঘর থেকে দুই হাজার কেজি, দাশপাড়া ইউপির ব্রিক ফ্লিড এলাকার মিনহাজ উদ্দিন এর বাসা থেকে ২২০০ কেজি ও থানা ব্রিজ সংলগ্ন জয়নাল সিকাদারের বাসা থেকে ৩০৪ কেজি পলিথিন জব্দ করা হয়।

আটক অনিল দেবনাথ বলেন করেন, কালিশুরী ইউপির আবদুল হোসেন এসব পলিথিনের মালিক। তিনি ম্যানেজার হিসাবে কাজ করছেন মাত্র।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদি ও র‌্যাব ৮ এর সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বাউফলে জোড়া হত্যা, আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার আসামি মহিউদ্দিন লাভলুসহ অন্যান্য আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাউফল প্রেসক্লাব ও ডাক বাংলোর সামনে মানববন্ধন করেছে উপজেলা যুবলীগ।

বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে উপজেলা যুবলীগের প্রায় সহস্রাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

পরে বাউফল প্রেসক্লাবের সামনে পথসভা করে আসামিদের দ্রুত গ্রেফতার করে সুবিচারের জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এতে বক্তব্য রাখেন নিহত যুবলীগ নেতা রুম্মন তালুকদারের মা ফাতেমা বেগম। তিনি সন্তান হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য হারুণ অর রশিদ খান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ মনির, ইব্রাহিম খলিল, মনিরুল ইসলাম খান টিটু।

উল্লেখ্য, ২ আগস্ট অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা করে কেশবপুর যুবলীগের কর্মী রুম্মন তালুকদার ও ছাত্রলীগ কর্মী ইশাদকে হত্যা করে। এ ঘটনায় একটি জোড়া হত্যা মামলা দায়ের করেন যুবলীগ নেতা রুম্মনের বড় ভাই মন্টু তালুকদার।

গলাচিপায় পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল

পটুয়াখালীর গলাচিপায় আদালতের নির্দেশে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর ফেরিঘাট এলাকায় কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সান্তনু কুমার মণ্ডলের উপস্থিতিতে জব্দকৃত ৪৫২ কেজি কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

এ সময় গলাচিপা থানার এসআই মো. মনির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৯ আগস্ট উলানিয়া বন্দরের ব্যবসায়ী সাধন দেবনাথের দোকান থেকে র‌্যাব-৮ অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করে গলাচিপা থানা হেফাজতে রাখে। ওই সময় ব্যবসায়ী সাধনকে র‌্যাব গ্রেফতার করে এবং বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করে।

কলাপাড়ায় মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০ অক্টোবর

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০ অক্টোবর এ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত সোমবার মেয়াদ উত্তীর্ণ এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এদিকে, স্থানীয় সরকার পরিষদের এ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভোট যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন।

চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীর নাম শোনা গেছে। এছাড়া চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীকের মনোনয়ন পেতে নিজ নিজ দলের হেভিওয়েট নেতাদের কাছে দৌড় ঝাঁপ শুরু করেছেন বলে জানা গেছে।

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কলাপাড়ায় হত্যাচেষ্টা, লুটপাট ও ভাংচুর মামলার প্রধান আসামী মিজান গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ার উপজেলার লালুয়া ইউনিয়নের চিংগুড়িয়ায় গত শুক্রবার পারিবারিক বিরোধের জেরে আয়নাল হক তালুকদারের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট এবং আয়নাল হক তালুকদার ও স্ত্রী লাইজু বেগমকে কুপিয়ে আহত করে। ঘটনার পর স্হানীয় আত্মীয়স্বজন আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আয়নায় হক তালুকদার বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর রবিবার কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করেন। শুনানী শেষে বিজ্ঞ আদালত কলাপাড়া থানার অফিসার ইনচার্জকে ৭২ ঘন্টার মধ্যে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহন করে আসামীদের গ্রেফতারের নির্দেশ দেন যার মামলা নং জি আর ২৯১/২০২০।

গতকাল কলাপাড়া থানার উপপরিদর্শক সুকান্ত শুভ্র ঘটনাস্হল পরিদর্শন করেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী স্হানীয় আবদুর রাজ্জাক তালুকদারের পুত্র মিজানুর রহমানকে কলাপাড়া পৌর বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুকান্ত শুভ্র আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেছেন এ ঘটনায় জড়িত সকল আসামীকে দ্রত গ্রেফতার করা হবে।

এ ব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন প্রধান আসামীকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করা হবে।

গলাচিপায় বজ্রপাতে ঝলসে গেছে দুই কৃষকের শরীর

পটুয়াখালীর গলাচিপায় জামাল মতব্বর (৩৫) ও তার ছেলে মো. রিয়াজ মাতব্বর (১৬) নামের দুই কৃষকের শরীর বজ্রপাতে ঝলসে গেছে। বুধবার বেলা দেড়টার দিকে ক্ষেতে মহিষকে ঘাস খাওয়ানোর সময় বজ্রপাতে তাদের শরীর ঝলসে যায়।

স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা গ্রামের ৫নং ওয়ার্ডের মৃত. ইসমাইল মাতব্বরের ছেলে জামাল মাতব্বর। হাসপাতালের চিকিৎসক ডা. স্বর্ণা বলেন, রোগীদের শরীরের বাম পাশসহ, পেট এবং পা ঝলসে গেছে।

এরকম রোগীদের প্রাথমিকভাবে কিছুটা ভালো মনে হলেও আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। স্থানীয়রা জানান, মহিষের খাবার দেওয়ার জন্য গোয়াল ঘরে গেলে আচমকা এক বজ্রপাত এসে মহিষের উপর পড়লে মহিষটি সাথে সাথে মারা এবং পাশে থাকা জামাল মাতব্বর ও রিয়াজ মাতব্বর আহত হন।

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিটের উদ্বোধন অক্টোবরে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পায়রায় দেশের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটির বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে বলে আশা করা হচ্ছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে এটি পরীক্ষামূলকভাবে চালানো শুরু হয়েছে।

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের (এনডাব্লিউপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম বলেন, আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরের প্রথম সপ্তাহে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করবেন। তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট গত মে মাসে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।

প্রকল্পের বিবরণ অনুযায়ী, পায়রা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) ২০১৬ সালের ২৯ মার্চ পটুয়াখালী জেলার পায়রা সমুদ্র বন্দরের কাছে ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশল, ক্রয় ও নির্মাণ (ইপিসি) কাজের জন্য একটি চীনা কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।

এতে বলা হয়েছে, চীনের ন্যাশনাল ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি) বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে, যা এনডাব্লিউপিজিসিএল এবং বিসিপিসিএল-এর যৌথ উদ্যোগ। বিসিপিসিএল এখন ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করছে। বিস্তারিতভাবে জানানো হয়, চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং গ্রুপ, নর্থইস্ট ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোং লিমিটেড এবং চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোং লিমিটেডের কনসোর্টিয়াম ইপিসি ঠিকাদার হিসেবে বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তাবায়ন করছে।

খোরশেদুল আলম বলেন, বর্তমানে এনডাব্লিউপিজিসিএল জাতীয় গ্রিডে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। পায়রা বিদ্যুৎ কেন্দ্রে দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক কার্যক্রমে গেলে ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। এছাড়া ৮০০ মেগাওয়াটের খুলনা বিদ্যুৎকেন্দ্র এবং ১৩০০ মেগাওয়াটের পায়রা বিদ্যুৎ কেন্দ্রসহ ২৩০০ মেগাওয়াট ক্ষমতার দুটি পৃথক বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে।

তিনি আরও জানান, ইপিসি ঠিকাদার হিসেবে চীনা বাস্তবায়নাধীন খুলনায় ৮০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঋণ প্রদান করছে। ১৩০০ মেগাওয়াট পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থায়ন করছে চীনা এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক। ২০২৩ সালে খুলনা বিদ্যুৎ কেন্দ্রটি চালু এবং পায়রা বিদ্যুৎকেন্দ্রটি একই বছরে নির্মাণ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পটুয়াখালীতে অক্সিজেন কনসেনট্রাটর মেশিন হস্তান্তর

কোভিড-১৯/করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ২টি আধুনিক অক্সিজেন কনসেনট্রাটর মেশিন প্রদান করেন শামিমা হাসনাত।

তিনি সাবেক মহিলা সাংসদ মিসেস লুৎফুন নেছা ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধার একমাত্র কণ্যা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে নাভানা কোম্পানীর ২টি আধুনিক অক্সিজেন কনসেনট্রাটর মেশিন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ আঃ মতিন এর কাছে হস্তান্তর করেন জেলা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি ও ডাঃ আতিকুর রহমান সহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার গন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগেও করোনা রোগীর চিকিৎসার জন্য নাভানা কোম্পানীর সাথে যোগাযোগ করে ৩টি ভেন্টিলেশন মেশিন, ৪টি অক্সিজেন কনসেনট্রাটর মেশিন, পিপিই, হ্যান্ড গ্লোভস, হেড ক্যাপ ও ডিজিটাল থার্মমিটার সহ বিভিন্ন সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী জেলা প্রশাসক এর মাধ্যমে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করেছেন এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এ্যাড. সুলতান আহমেদ মৃধা ও তার মেয়ে শামিমা হাসনাতকে ধন্যবাদ জানান এবং সাথে সাথে সমাজের বিত্তবানদের করোনা রোগীদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।

পটুয়াখালীতে ২ কেজি গাঁজাসহ কলেজছাত্র আটক

পটুয়াখালীর দুমকিতে দুই কেজি গাঁজাসহ মো. জুয়েল গাজী (২০) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার পাগলার মোড় ইউনিভার্সিটি স্কয়ার থেকে তাকে আটক করা হয়।

জুয়েল পুকুরজানা ইসহাক আলী জোমাদ্দার কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, প্রথমে জুয়েলের গতিবিধি দেখে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার সঙ্গে থাকা কলেজব্যাগ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

জুয়েলের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী ইউনিয়নে। তার বাবার নাম নুরুজ্জামান গাজী।

এ ব্যাপারে দুমকি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় গ্রেফতার করে তাকে কোর্টে চালান দেয়া হবে।