ক্রিমিয়ায় গোলাবারুদের গুদামে বিস্ফোরণ, নাশকতাকারীদের দুষছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

উক্রেনের রুশ অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের একটি গোলাবারুদের গুদামে আজ মঙ্গলবার একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নাশকতা সৃষ্টিকারীরা এ হামলা চালিয়েছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ক্রিমিয়ার উত্তরাঞ্চলে দেজানকোই শহরের কাছে এই গুদামে বিস্ফোরণের পর নিকটবর্তী বিভিন্ন অবকাঠামোরও ক্ষতি হয়েছে। তিন হাজারের বেশি মানুষকে ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে।

এক সপ্তাহ আগে ক্রিমিয়ায় রাশিয়ার একটি বিমান ঘাঁটিতেও হামলা হয়েছিল, যেটিকে ক্ষেপণাস্ত্র হামলা বলে মনে করা হচ্ছে। তবে ইউক্রেনের সরকার এই দুটি হামলার কোনোটিরই দায় স্বীকার করেনি।

আজ মঙ্গলবার ক্রিমিয়ায় রাশিয়ার অস্ত্রগুদামে একের পর এক যেসব বিস্ফোরণ ঘটে, সেগুলোর শব্দ অনেক দূর থেকে পর্যন্ত শোনা যাচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে শুরুতে রাশিয়ার সরকার অগ্নিকাণ্ডে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছিল। কিন্তু এখন তারা এজন্যে নাশকতাকারীদের দায়ী করছে।

ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার সরকারের মদদপুষ্ট প্রশাসনের জ্যেষ্ঠ প্রতিনিধি সার্গেই আক্সিওনোভ আজকের বিস্ফোরণে দুজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। হামলাস্থলের নিকটবর্তী রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে বিস্ফোরণের নেপথ্যে কারণ নিয়ে কিছু বলেননি তিনি।

এর আগের ঘটনায় গত সপ্তাহের মঙ্গলবার বিকেলে ক্রিমিয়ার পশ্চিমাঞ্চলের নভোফেদোরিভকা এলাকার নিকটবর্তী সাকি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা অন্তত ১২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক গত সপ্তাহের হামলার জন্য কিয়েভ দায়ী নয় বলে জানিয়েছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই হামলার পরে রাতে ভিডিওবার্তায় ক্রিমিয়া নিয়ে কথা বলেন। কিন্তু, হামলা সম্পর্কে সরাসরি কিছু বলেননি। তিনি তখন বলেন, ‘ক্রিমিয়া ইউক্রেনের এবং আমরা এটি কোনোদিনই ছেড়ে দেব না।’

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকা দখলে নেয় রাশিয়া। ক্রিমিয়ায় বিপুল সংখ্যক রুশ পর্যটক এসে থাকেন।

শ্রীলঙ্কার বন্দরে ভিড়ল চীনের সেই সামরিক নজরদারি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : 
শ্রীলঙ্কায় চীনের নির্মিত হাম্বানটোটা বন্দরে ভিড়েছে চীনের সামরিক নজরদারি জাহাজ ইউয়ান ওয়াং-৫। আজ মঙ্গলবার জাহাজটি বন্দরে ভিড়েছে।

অর্থ ও বাণিজ্য–সম্পর্কিত তথ্যের জন্য পরিচিত ‘রেফিনিটিভ’ ওয়েবসাইট ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ কথা জানিয়েছে।

সম্প্রতি জাহাজটি ভারত এবং চীনের মধ্যে বিতর্কের কেন্দ্রে পরিণত হয়। শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক সংকটে দেশ দুটি সবচেয়ে বড় দাতার ভূমিকায় রয়েছে।

ভারত আশঙ্কা করছে, দেশটির বড় ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চীন হাম্বানটোটা বন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করবে। এশিয়া ও ইউরোপের প্রধান বাণিজ্যিক পথের পাশে এ বন্দরের অবস্থান।

ইউয়ান ওয়াং-৫ চীনের সবশেষ প্রজন্মের মহাকাশ নজরদারি জাহাজগুলোর একটি বলে মনে করছেন বিদেশি নিরাপত্তা বিশ্লেষকেরা। স্যাটেলাইট, রকেট ও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নজরদারিতে এ জাহাজ ব্যবহার করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলছে, চীনের পিপলস লিবারেশন আর্মির স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স ইউয়ান ওয়াং জাহাজটি পরিচালনা করে থাকে।

ভারত ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও গত শনিবার শ্রীলঙ্কার সরকার জানায়, ইউয়ান ওয়াং-৫ হাম্বানটোটায় ভিড়তে পারবে, সে বিষয়ে দেশটি সায় দিয়েছে।

অন্যদিকে, জাহাজটিকে বন্দরে ভিড়তে না দিতে শ্রীলঙ্কাকে চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে ভারত।

বিশ্ব বাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : 
বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ চীনের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতি এবং চাহিদা কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। চীনে চাহিদা কমে যাওয়ায় সোমবার বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আজ সোমবার দ্বিতীয় সেশনে বিশ্ব বাজারে দুই দফায় কমেছে তেলের দাম। অন্যদিকে, বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক কোম্পানি সৌদি আরামকোর প্রধান বলেছেন, তেলের উৎপাদন বাড়াতে তাঁর কোম্পানি প্রস্তুত আছে।

বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রতি ব্যারেলে (এক ব্যারেল=১৫৯ লিটার) ১ দশমিক ২ শতাংশ কমে ৯৭ দশমিক ১ ডলারে নেমেছে। এ ছাড়া, সোমবার প্রথম সেশনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের প্রতি ব্যারেলের দাম কমে ৯১ দশমিক ৩ ডলারে হয়েছে। এর আগে, প্রথম সেশনে এই তেলের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে যায়।

গত ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধার পর থেকেই মন্দাভাব শুরু হয়েছে জ্বালানি তেলের বাজারে। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, শতাংশ হিসেবে গত ৬ মাসে বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কমেছে ১৩ দশমিক ৭ শতাংশ ও ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৯ দশমিক ৭ শতাংশ।

চীনের সরকারি তথ্য-উপাত্তে দেখা গেছে, বিশ্বের সর্ববৃহৎ ক্রুড তেলের আমদানিকারক চীনে গত জুন মাসে উৎপাদন বৃদ্ধি পায়। করোনাভাইরাস মহামারির কারণে নতুন করে লকডাউন ঘোষণা করায় জুলাইয়ে তা কমে যায়।

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির অপ্রত্যাশিত ধীরগতির কারণে জুলাই মাসে দেশটিতে দৈনিক তেল পরিশোধনের পরিমাণ ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার ব্যারেলে নেমে গেছে। যা ২০২০ সালের মার্চের পর দেশটিতে দৈনিক সর্বনিম্ন তেল পরিশোধন।

খোলাবাজারে কমছে ডলারের দাম

আন্তর্জাতিক ডেস্ক : 
ডলারের সংকট কাটাতে রিজার্ভ থেকে ডলারের যোগান দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যার সুফল আসতে শুরু করেছে। এছাড়া, কমেছে আমদানির এলসি (লেটার অব ক্রেডিট) খোলার পরিমাণ। যার প্রভাবে কমতে শুরু করেছে ডলারের দাম।

আজ রোববার রাজধানীর পল্টন, ফকিরাপুল ও মতিঝিল এলাকায় খোলাবাজারে ১১২-১১৪ টাকা দরে ডলার বিক্রি হয়েছে। তবে পাসপোর্ট ও ভিসার কাগজপত্র দেখিয়ে এক্সচেঞ্জ হাউজগুলো থেকে ১১০-১১২ টাকায় কেনা যাচ্ছে ডলার। গত বৃহস্পতিবারও এক ডলার কিন‌তে গ্রাহক‌দের গুণতে হ‌য়েছিল ১১৮ থে‌কে ১২০ টাকা। অর্থাৎ তিন দিনের ব্যবধানে খোলা বাজারে ডলারের দাম কমেছে ৬ থেকে ৮ টাকা।

মতিঝিলের খুচরা ডলার বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, আজ ডলারের বাজার কমতির দিকে। সকালে শুরুতে ১১৫ টাকায় বিক্রি করেছিলাম। এখন ১১৩ টাকায় বিক্রি করছি, কিনছি ১১১ টাকায়।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘অবৈধভাবে ডলার বিক্রি বন্ধে অভিযান জোরদার করেছি আমরা। এক্সচেঞ্জ হাউজে আমাদের টিম নিয়মিত অভিযান চালাচ্ছে। কোনো ধরনের অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব কারণে সংকট কিছুটা নিয়ন্ত্রণ এসেছে। এ অভিযান অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে আজ বিকেলে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধানদের নিয়ে বৈঠকে বসেছেন বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। এ বৈঠকে ডলারের বাজারে স্থিতিশীলতা ফেরাতে আলোচনা হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র।

সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের শোষণ করছেন জাকারবার্গ!

আন্তর্জাতিক ডেস্ক :
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবটের বেফাঁস মন্তব্যের শিকার হয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ‘অর্থের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের শোষণ করছেন জাকারবার্গ’- সম্প্রতি এমন কথাই বলছে মেটার নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট ‘ব্লেন্ডারবট ৩’

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চ্যাটবটের এ মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছে মেটা। তবে কর্তৃপক্ষের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা মন্তব্য থেকে বিপজ্জনক, আক্রমণাত্মক কথা শিখেছে চ্যাটবটটি। তাই নতুন করে এর জন্য নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছেন সংশ্লিষ্টরা।

মেটার প্রোটোটাইপ এ চ্যাটবটটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রায় ‘যে কোনো বিষয়ে’ কথা বলতে পারে বলে জানিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের অভিভাবক সংস্থা মেটা ইনকরপোরেশন। শুক্রবার (১২ আগস্ট) ‘ব্লেন্ডারবট ৩’ নামক চ্যাটবটটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

চ্যাটবট মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি সফটওয়্যার, যার সঙ্গে কথপোকথন করা যায়। সে জন্য শুরু থেকেই চ্যাটবটে বেশ কিছু তথ্য ইনপুট দেয়া থাকে। পরবর্তীতে নিজের মতো করে তথ্য আপডেট করতে পারে চ্যাটবটটি।

ব্লেন্ডারবট ৩-কে মার্ক জাকারবার্গ সম্পর্কে জিজ্ঞাসা করা করলে চ্যাটবটটি বলে, জাকারবার্গের কোম্পানি (মেটা) মানুষকে টাকার জন্য শোষণ করে। কিন্তু সে এগুলো নিয়ে মাথা ঘামায় না। এসব বন্ধ হওয়া উচিত। জাকারবার্গকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা নানা মন্তব্য থেকে তথ্য নিয়ে চ্যাটবটটি এসব রুঢ় ও আক্রমণাত্মক কথা বলছে বলে ধারণা সংশ্লিষ্টদের।

এ ঘটনার পরপরই এক বিবৃতিতে মেটা কর্তৃপক্ষ জানায়, চ্যাটবট কখনও কখনও মানুষকে অনুকরণ করে বিপজ্জনক, পক্ষপাতদুষ্ট ও আক্রমণাত্মক বক্তব্য দিতে পারে। তাই তারা বড় পরিসরে গবেষণা চালিয়ে ব্লেন্ডারবট ৩-এর জন্য নতুন নিরাপত্তাব্যবস্থা তৈরি করছে। এর আগে চ্যাটবট ‘বর্ণবিদ্বেষী’ কথা বলায় টুইটার ব্যবহারকারীদের কাছে ক্ষমা চায় আরেক টেক জায়ান্ট মাইক্রোসফট।

 

কোভিড ‘জয়ের’ পর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক :
উত্তর কোরিয়া মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে এবং ভাইরাস মোকাবিলায় আরোপ করা অন্যান্য বিধিনিষেধ শিথিল করেছে। দেশটির নেতা কিম জং উন কোভিড-১৯ বিষয়ে ‘বিজয়’ ঘোষণার কয়েক দিন পর এমন পদক্ষেপ নেওয়া হলো। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাতে বাসস এ খবর জানিয়েছে।

এ সপ্তাহের গোড়ার দিকে উত্তর কোরিয়ায় নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য পিয়ংইয়ং সিউলকে দায়ী করে। এবং প্রয়োজন হলে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষকে ‘উপড়ে ফেলার’ হুমকি দেওয়ার পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে নতুন ঘোষণা এলো।

পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) পরিবেশিত খবরে বলা হয়, উত্তর কোরিয়ায় জনস্বাস্থ্য সংকট সৃষ্টি হওয়ায় স্বল্প সময়ের মধ্যে মারাত্মক এ ভাইরাস থেকে পুরো দেশকে সম্পূর্ণভাবে মুক্ত করার পর বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

কেসিএনএ জানায়—ফ্রন্টলাইন এলাকা, সীমান্তবর্তী নগরী ও কাউন্টিগুলো ছাড়া দেশের সব এলাকায় মাস্ক পরিধান-সংক্রান্ত বাধ্যবাধকতার পদক্ষেপ তুলে নেওয়া হয়েছে। এর ফলে পুরো দেশ মহামারি মুক্ত জোনে পরিণত হলো।

গত মে মাসে উত্তর কোরিয়ায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানানোর মাত্র কয়েক মাস পর এ সপ্তাহের গোড়ার দিকে পিয়ংইয়ং কোভিড বিষয়ে ‘বিজয়ের’ ঘোষণা দেয়।

উত্তর কোরিয়ায় ভাইরাস মোকাবিলায় গ্রহণ করা সামাজিক দূরত্ব বজায় রাখার এবং এ সংক্রান্ত অন্যান্য পদক্ষেপও তুলে নেওয়া হয়েছে। তবে, দেশটির কেবলমাত্র সীমান্ত অঞ্চলে এসব বিধিনিষেধ বহাল রয়েছে।

ব্যাংকের সব শাখায় মিলবে ডলার

আন্তর্জাতিক ডেস্ক  : 
ব্যাংকের শাখায় শাখায় ডলার লেনদেন বাড়ানোর কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরশীলতা কমাতে এমন কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে এক হাজার ২০০ অনুমোদিত ডিলার বা এডি শাখা ও ২৩৫টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যবস্থা রয়েছে। এখন ব্যাংকগুলোর শাখার মাধ্যমে সারা দেশে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদন দেওয়া হবে। তবে, ব্যাংকগুলো তাদের কোন কোন শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেন করবে, তার তালিকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠাবে। এসব শাখার একটি উপবিভাগ থেকে শুধু বৈদেশিক মুদ্রা লেনদেন হবে।

আজ শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এটা প্রাথমিক সিদ্ধান্ত। আগামী রোববার বিস্তারিত জানানো যাবে।’

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বর্তমান নিয়মে শুধুমাত্র বৈদেশিক লেনদেনে নিয়োজিত ব্যাংকের অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো থেকে নগদ ডলার কেনাবেচনার অনুমতি রয়েছে।

বর্তমান নিয়মে শুধুমাত্র বৈদেশিক লেনদেনে নিয়োজিত ব্যাংকের অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো থেকে নগদ ডলার কেনাবেচার অনুমতি রয়েছে। বর্তমানে ডলার সংকট কাটাতে এ সেবার পরিধি বাড়াতে চাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, ডলার বেচাকেনার জন্য শুধুমাত্র এডি শাখাগুলোর অনুমতি রয়েছে। কিন্তু, সারা দেশে এ ধরনের শাখার সংখ্যা খুব একটা নেই। রাজধানী ঢাকাসহ জেলা ও বিভাগীয় শহরেই বেশির ভাগ শাখা। ফলে, নগদ ডলার কেনাবেচার জন্য মানি চেঞ্জার প্রতিষ্ঠানের ওপরই বেশি নির্ভর করতে হয় প্রবাসী বাংলাদেশি, বিদেশি পর্যটকসহ সাধারণ গ্রাহকদের।

এ ছাড়া ব্যাংক থেকে ডলার কিনতে এনডোর্সমেন্ট বাধ্যতামূলক হলেও খোলা বাজারে সেই বাধ্যবাধকতা নেই। ফলে, মানি এক্সচেঞ্জ হাউজগুলো নগদ ডলারের বাজারে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে। ডলারের বাজারে চলমান অস্থিরতার পেছনে মানি চেঞ্জাররা দায়ী বলে মনে করা হচ্ছে।

এদিকে, খোলাবাজার বা কার্ব মার্কেটে নগদ এক ডলার কিনতে গ্রাহক‌কে গুণতে হচ্ছে ১১৮ থেকে ১২০ টাকা।

রাশিয়া থেকে কয়লা আমদানি বন্ধ করল ইইউ

আন্তর্জাতিক ডেস্ক : 
রাশিয়া থেকে কয়লা আমদামি বন্ধ করে দিয়েছে ইউরোপিয়ন ইউনিয়ন (ইইউ)। বুধবার মধ্যরাতে পূর্ণ কার্যকর করা হয়। ইউক্রেনে আগ্রাসনের কারণে মস্কোর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করল ইইউ।

২৪ ফেব্রুয়ারি ক্রেমলিন ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে ইইউ বলেছিল, বিদ্যমান চুক্তির জন্য চার মাসের সময়কাল শেষ হলে রাশিয়া থেকে শক্তি আমদানির ওপর ইউরোপীয় ইউনিয়নের প্রথম নিষেধাজ্ঞা সক্রিয় করবে৷

ইইউ এক্সিকিউটিভ বলেছেন, নিষেধাজ্ঞা রাশিয়াকে কঠোরভাবে আঘাত করবে। কারণ, ২৭ দেশের ব্লকটি দেশটির সবচেয়ে বড় কয়লা-বাণিজ্যের অংশীদার। যার ফলে দেশটিতে বছরে প্রায় চার বিলিয়ন ইউরো রাজস্ব ক্ষতি হবে।

কমিশনের তথ্য অনুসারে, ইইউ তার কয়লা আমদানির প্রায় ৪৫ শতাংশ রাশিয়ার ওপর নির্ভর করে। জার্মানি, পোল্যান্ড এবং নেদারল্যান্ডস সবচেয়ে বড় ক্রেতা। এর প্রায় ৭০ শতাংশ তাপীয় কয়লা, যা শক্তি এবং তাপ উৎপাদনে ব্যবহৃত হয়।

রাশিয়ান কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা কয়লা সরবরাহের ওপর আরও চাপ বাড়াবে এবং এমন সময়ে ইউরোপীয় ভোক্তাদের অন্য উৎস দেখতে বাধ্য করবে। ইতোমধ্যে রাশিয়ান গ্যাসের সরবরাহ হ্রাস এবং শীতকালে তীব্র শক্তি সংকট নিয়ে উদ্বেগ রয়েছে।

১৬টি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

আন্তর্জাতিক ডেস্ক : 
চীন ১৬টি নতুন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই স্যাটেলাইট পাঠানো হয়।

বেইজিং সময় দুপুর ১২টা ৫০ মিনিটে লং মার্চ-৬ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়েছে।

এদের মধ্যে একটি জিলিন-১ গাওফেন ০৩ডি০৯ স্যাটেলাইট ও ইউনিয়াও-১০৪-০৮ স্যাটেলাইট রয়েছে। উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলো সফলভাবে পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করেছে।

স্যাটেলাইটের নতুন ব্যাচ মূলত বাণিজ্যিক রিমোর্ট সেন্সিং ও বায়ুমণ্ডলীয় ইমেজিংয়ের মতো ক্ষেত্রে ব্যবহৃত হয়।

রেমিট্যান্স আনা সহজ করল বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক : 
রেমিট্যান্স আনার ক্ষেত্রে বাণিজ্যিক  ব্যাংকগুলোকে বিদেশি কোনও মানি এক্সচেঞ্জের সঙ্গে চুক্তি করতে (ড্রইং অ্যারেঞ্জমেন্ট) বাংলাদেশ ব্যাংক থেকে আগাম অনুমতি নিতে হবে না।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। চলমান ডলার সংকটের মাঝে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর চেষ্টায় কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে দেশের ব্যাংকগুলো দ্রুত তাদের নেটওয়ার্ক বাড়াতে পারবে। মূলত, বিদেশ থেকে প্রবাসীদের রেমিট্যান্স আনতে ওই দেশে ব্যাংকের নিজস্ব এক্সচেঞ্জ হাউজ খুলতে হয়, কিংবা বিদেশি কোনও এক্সচেঞ্জের সঙ্গে চুক্তি করতে হয়। ওই চুক্তিকে ড্রইং অ্যারেঞ্জমেন্ট বলা হয়।

এতদিন দেশীয় কোনও বাণিজ্যিক ব্যাংকে বিদেশি মানি এক্সচেঞ্জের সঙ্গে এ ধরনের চুক্তি করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো। একইসঙ্গে ওই দেশে থাকা বাংলাদেশ মিশন বা হাইকমিশনের কাছ থেকেও বিদেশি মানি এক্সচেঞ্জের বিষয়ে ইতিবাচক সুপারিশপত্র আনতে হতো।

এখন থেকে এই দুটি বিষয়ে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন নিয়মে চুক্তি করার পর বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে বিস্তারিত জানাতে হবে। বাংলাদেশ মিশনের প্রত্যয়নপত্র ছাড়াও চুক্তি করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, বিদেশি নাগরিক বা কোনও দেশে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশির মালিকানাধীন মানি এক্সচেঞ্জের সঙ্গেই রেমিট্যান্স আনার জন্য চুক্তি করতে পারে, দেশের যে কোনও বাণিজ্যিক ব্যাংক।

কোনও এক্সচেঞ্জের মাধ্যমে বা কোনও দেশ থেকে বছরে কী পরিমাণ রেমিট্যান্স আনা যাবে, তারও একটি সীমা নির্ধারণ করা ছিল হুন্ডি ও বৈধ আয় বহির্ভূত অর্থ লেনদেন ঠেকাতে। ডলার সংকটের মধ্যে সম্প্রতি সেই সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন দৈনিক যেকোনো পরিমাণে রেমিট্যান্স আনার সুযোগ রয়েছে। আবার রেমিট্যান্স পাঠাতে কোনও ধরনের কাগজপত্রও লাগছে না প্রবাসী বা মানি এক্সচেঞ্জগুলোর।

এদিকে চলতি আগস্ট মাসের প্রথম ৭ দিনে ৫৫ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৯৫ টাকা) টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ৫ হাজার ২২৫ কোটি টাকা, যা গত বছরের আগস্টের একই সময়ের চেয়ে ৪৮ দশমিক ২০ শতাংশ বেশি। গত বছরের আগস্ট মাসের ৭ দিনে (১ থেকে ৭ আগস্ট) ৩৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাই মাসের পর আগস্ট মাসেও রেমিট্যান্স বা প্রবাসী আয়ের পালে হাওয়া লেগেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি দিন এসেছে গড়ে ৭ কোটি ৮৬ লাখ ডলার বা ৭৪৬ কোটি টাকা। তবে জুনে শেষ হওয়া ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের চেয়ে ১৫.১২ শতাংশ কম।