ভেন্টিলেটর ভেঙে গৃহবধূকে ধর্ষণ

লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে এক গৃহবধূকে (২০) ধর্ষণের ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু ঘটনার তিনদিন পার হয়ে গেলেও শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অভিযুক্তরা হলেন- লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মো. তছলিমের ছেলে রাতুল রায়হান নিহাদ ও হযরত আলীর ছেলে সোহাগ।

মামলা সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর রাতে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় বাবার বাড়িতে ওই গৃহবধূ একা ছিলেন। পরদিন ভোরে ভেন্টিলেটর ভেঙে ওই দুই যুবক বাসায় ঢুকে। এ সময় টের পেয়ে চিৎকার দেয়ার চেষ্টা করলে তারা গৃহবধূর মুখ চেপে ধরে।

একপর্যায়ে তারা ওই গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গৃহবধূ তার স্বামী ও ভাবিকে ঘটনাটি জানালে তারা পুলিশে খবর দেয়। ২৫ ডিসেম্বর দুপুরে গৃহবধূ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। গৃহবধূ বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

গৃহবধূর স্বামী বলেন, রাগ করে গত দেড় মাস আগে আমার স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। আমাদের পাঁচ বছরের একটি মেয়ে আছে। ২৪ ডিসেম্বর ঘুরতে যাবো বলে আমি মেয়েকে নিয়ে এসেছি।

কিন্তু আমার স্ত্রী আসেনি। ওই রাতে আমার স্ত্রী একাই বাসায় ঘুমিয়ে ছিল। ঘটনার সময় ভেন্টিলেটর ভেঙে সোহাগ ও নিহাদ বাসায় ঢুকে। এ সময় চিৎকার দিতে গেলে তারা আমার স্ত্রীর গলায় ওড়না পেচিয়ে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে তারা আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর থেকে তাদের আর এলাকায় দেখা যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, আসামিরা মাদকসেবী বলে জানতে পেরেছি। চুরি করতে গিয়ে গৃহবধূকে একা পেয়ে তারা ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আসামিদের গ্রেফতার আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১০

বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জনের মরদেহ এবং ১২জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার থেকে ৩০ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ২৩জন মাঝিমাল্লাসহ এফভি রাঙ্গাচোক্কা নামের ফিশিং ট্রলারটি ডুবে যায়।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মায়ের সামনে সন্তানকে বর্বর নির্যাতন

কিশোরের হাত-পা বেঁধে মায়ের সামনে অমানুষিক নির্যাতন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা। এরই মধ্যে নির্যাতনের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

একই সঙ্গে হাত-পা বেঁধে কিশোরকে নির্যাতনের ঘটনায় সমালোচনার ঝড় বইছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার কিশোর কাজিয়াতল গ্রামের রাখাল চন্দ্রের ছেলে রাজু চন্দ্র। অভিযুক্ত আবু তাহের দারোরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং একই ইউনিয়নের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বর্তমান আমির। তিনি দুই দলেরই ইউনিয়ন কমিটির পদে রয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আবু তাহেরকে আসামি করে কুমিল্লা মুরাদনগর থানায় একটি মামলা করেছেন নির্যাতনের শিকার রাজু চন্দ্রের বড় ভাই সজল চন্দ্র বিশ্বাস।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে হাত-পা বেঁধে ওই কিশোরকে অমানুষিক নির্যাতন করেন আবু তাহের। একাধিকবার বাধা দিয়ে কাজ না হওয়ায় সন্তানকে নির্যাতনের দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন মা।

নির্যাতনের সময় ঘটনাস্থলে উপস্থিত কেউ একজন মোবাইলে ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, কিশোরের গায়ের জামা-কাপড় খুলে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। পা দিয়ে মুখে ও বুকে লাথি মারছেন আবু তাহের। বার বার কান্না করলেও তার বাঁধন খুলে দেয়া হয়নি, উল্টো তাকে আরও কয়েকটি লাথি মেরেছেন আবু তাহের।

এ বিষয়ে নির্যাতিত কিশোরের ভাই সজল চন্দ্র বিশ্বাস বলেন, আমার ভাইয়ের ওপর এমন অমানবিক নির্যাতনের বিচার চেয়ে আমরা এলাকার মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরে এখন ক্লান্ত। এজন্য আবু তাহেরের বিচার চেয়ে থানায় মামলা করেছি। আশা করছি এ বিষয়ে ব্যবস্থা নেবে প্রশাসন।

দারোরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান বলেন, ফেসবুকে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিওটি দেখেছি। কিশোরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে পা দিয়ে আঘাত করে অমানবিক নির্যাতন করেছেন আবু তাহের। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে প্রশাসন। সেই সঙ্গে কার্যকরী পদক্ষেপ নেবে।

জানতে চাইলে মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, ওই কিশোরকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আবু তাহের পালাতক রয়েছেন। তাকে গ্রেফতার করতে মাঠে নেমেছে পুলিশ।

মাত্র ২ কিমি দূরে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গেলেন ছাত্রলীগ নেতা

অনলাইন ডেস্ক:

মাত্র দুই কিলোমিটার দূরে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন কুমিল্লার লালমাই উপজেলার বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মির্জা। বুধবার পার্শ্ববর্তী চন্ডিপুর গ্রামে বিয়ে করেন তিনি।

বুধবার বিকাল পৌনে ৩টায় মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে যান নাছির উদ্দিন। সেখানে পৌঁছে মাত্র এক ঘণ্টার মধ্যেই বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে হেলিকপ্টারে নিজ বাড়িতে ফিরে আসেন তিনি।

নাছির উদ্দিন মির্জা লালমাই উপজেলার দুতিয়াপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। অপরদিকে কনে জান্নাতুল মাওয়া প্রিয়া বরুড়া উপজেলার চন্ডিপুর গ্রামের আবদুল মান্নানের মেয়ে।

দুতিয়াপুর থেকে চন্ডিপুরের দূরত্ব মাত্র দুই কিলোমিটার। কিন্তু এতটুকু পথ পাড়ি দিতেই হেলিকপ্টার ভাড়া করেছেন বর নাছির উদ্দিন মির্জা।

তার বিয়ে নিয়ে বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বী জানান, বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব তো অনেক কম। তারপরও অনেকটা শখের বশেই হেলিকপ্টারটি ভাড়া করে আনা হয়েছে।

তিনি জানান, বিয়েতে বরযাত্রী ছিল প্রায় ৩০০ জনের মতো। বর, তার মা ও ছোট ভাই হেলিকপ্টারে গেছেন। অন্যরা মাইক্রোবাস আর বাইকে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার তার বৌ-ভাতের অনুষ্ঠান হবে। এছাড়া বিয়েতে সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার উকিল হয়েছেন বলে জানান তিনি।

কমলার নামে খাচ্ছেন কেনু!

নিউজ ডেস্ক:

শীতকালীন ফলমূলে ভরপুর সিলেটের বাজার। বিভিন্ন প্রকারের আপেলকুল, জলপাই, কমলাসহ নানা রকমের ফলমূলে সয়লাব বাজারগুলো। তবে সিলেটের বিভিন্ন বাজারে কমলার চেয়ে কেনু কমলায় সয়লাব হয়ে পড়েছে। আর কমলার নামে কেনু কমলা কিনে প্রতারিত হচ্ছেন সিলেটের মানুষ।

কমলা সাধারণত শীতকালে বের হয়। কিন্তু নগরীর প্রতিটি বাজারে দোকানীরা ও ভাসমান ফল বিক্রেতারা কমলার পরিবর্তে কেনু কমলা বিক্রি করছেন বেশি। কমলা ও কেনু কমলার কালার দেখতে প্রায় একই। দোকানীরা কেনু কমলাকে কমলা বলে বিক্রি করতে দেখা যায় প্রতিদিন। অনেক ক্রেতারা যা সহজে বুঝেন না।
কমলার খোসা সাধারণত সহজে ছুটে আসে। কিন্তু কেনু কমলার খোসা সহজে ছুটে না। কেনু কমলার চেয়ে কমলার স্বাদ অনেক মজা।

সিলেট নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় কেনু কমলায় সয়লাব হয়ে পড়েছে। নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় ভাসমান ফল বিক্রেতারা কেনু কমলাকে কমলা বলে দেদারছে বিক্রি করছে। যা আসল কমলা নয়। ভারতের শিলচর থেকে এসব কেনু কমলা সিলেটের কয়েকটি বর্ডার দিয়ে আসে।

গ্রামাঞ্চল থেকে শহরে আসা মানুষদের টার্গেট করে বিক্রেতারা। বিক্রেতারা তাদের কাছে কেনু কমলাকে কমলা বলে বিক্রি করতে দেখা যায় প্রতিনিয়ত। বাজারে কেনু কমলা কেজি প্রতি ১শ টাকা ও কমলা প্রতি কেজি ১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

যেভাবে চিনবেন কমলা না কেনু: কমলার খোসা সহজে ছুটে আসে। কমলার কালার একটু ভিন্ন রকমের। দেখতে একটু ফুলা লাগে। আর কেনু কমলার খোসা একেবারে মলিন। খোলস অনেক ঘাড়। রং দেখতে চকচকে। হাত দিয়ে খোসা সহজে ছুটবে না।

পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক গাড়ি

নিজস্ব প্রতিবেদক:

ঘন কুয়াশায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। এই ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। ফলে ভোগান্তি পোহাচ্ছেন চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) রাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এক পর্যায়ে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশার পরিমাণ কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে দীর্ঘক্ষণ নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষায় থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল, নিরাপত্তায় ৫০০ পুলিশ

নিউজ ডেস্ক:

তীব্র শীত উপেক্ষা ও পাঁচ শতাধিক পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে জনপ্রিয় ও আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ ও মাহফিল।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই মাহফিলে এক ঘণ্টা বক্তব্য দেন ড. মিজানুর রহমান আজহারী। সাহেবরামপুর কেন্দ্রীয় মসজিদ কমিটি ও বাজার ইসলামি যুব ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র জানায়, আজহারীর ওয়াজ শুনতে শিশু থেকে শুরু করে লক্ষাধিক নারী-পুরুষের সমাগম ঘটে। বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, আগৈলঝাড়া, গৌরনদী, মাদারীপুর, শিবচর, রাজৈর ও গোপালগঞ্জসহ বেশ কয়েকটি জেলা-উপজেলা থেকে এসে লোকজন তার মাহফিলে অংশগ্রহণ করেন।

jagonew

আজহারীর ওয়াজ শুনতে শিশু থেকে শুরু করে লক্ষাধিক নারী-পুরুষের সমাগম

সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিমের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার, সাহেবরামপুর সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জামাল ও কালকিনি থানার ওসি নাসিরউদ্দিন মৃধা প্রমুখ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম বলেন, মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে আমরা তিন শতাধিক পুলিশ মোতায়েন করেছিলাম। পাশাপাশি বিভিন্ন বাহিনীর আরও দুই শতাধিক সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছিল। মাহফিলে এক লাখের বেশি মুসল্লি উপস্থিত ছিলেন। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মাহফিল শেষে সবাই নিরাপদে বাড়ি ফিরেছেন।

এর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের থানাঘাট বাজার এলাকার খোলা মাঠে মাওলানা আজহারীর ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়। শীত উপেক্ষা করে আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল নামে।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল লাঠি হাতে কে এই ছাত্রলীগ নেত্রী

নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর গত রবিবার হামলার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন এক ছাত্রলীগ নেত্রী। তিনি হলেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জুহরা রিপা।

গত রবিবার হামলার ভিডিওতে তাকে উত্তেজিত অবস্থায় লাঠি হাতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, ডাকসু ভবনে হামলায় একমাত্র নারী ছিলেন তিনি। রামগঞ্জ পৌরসভার বাঁশঘর এলাকার বাসিন্দা রিপা রামগঞ্জ মডেল কলেজের অনার্সে পড়ছেন। হামলার ঘটনার লাঠি হাতে তার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনায় উঠে আসেন তিনি।
পরে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করে রাখেন রিপা। এ অবস্থায় তার নামে (Fatema Ripa) একটি ফেসবুক পেইজ ও গ্রুপ খুলে গত মঙ্গলবার দুপুর ২টার দিকে লাঠি হাতে ছবিগুলো দিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হুঁশিয়ারি দেয়া হয়। ওই পোস্টগুলোতে ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এতে অনেকেই রিপোর্ট দিয়ে আইডি, পেইজ ও গ্রুপগুলো বন্ধের অনুরোধ করেছেন।

এরই মধ্যে মঙ্গলবার রাতে গণমাধ্যমকের কাছে লাঠি হাতে থাকা তরুণী নিজেই বলে স্বীকার করেছেন ফাতেমাতুজ জুহরা রিপা। তিনি দাবি করেন, নিজের নিরাপত্তার তাগিদে লাঠি হাতে তুলে নিয়েছি। শিবির-ছাত্রদল ঠেকাতে, তবে কারও ওপর হামলা করতে নয়। ভিপি নুরের সঙ্গে থাকা বহিরাগত ছাত্রদল-শিবিরের নেতাকর্মীরা আমাদেরকে গালমন্দ করেছেন। এজন্য লাঠি হাতে তাদের ধাওয়া করেছিলাম।

এদিকে, ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার পর গতকাল মঙ্গলবার শাহবাগ থানার নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ রইচ হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। তবে আসামিদের মধ্যে যাদের নাম উল্লেখ করা হয়েছে সেখানে রিপার নাম নেই। কিন্তু মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় ডাকসুর ভিপি নুরুল হক নুরুর দায়েরকৃত মামলায় ৩২ নম্বর আসামি করা হয়েছে রিপাকে।

অতিরিক্ত ইয়াবা সেবনে প্রাণ গেল তরুণীর

ঢাকার কোতোয়ালি চকবাজারের ৭ নম্বর বেগমবাজার এলাকার ধনাঢ্য ব্যবসায়ী হারুন-উর-রশিদ পাপ্পুর মেয়ে স্বর্ণা রশিদ (২২)। পড়তেন এ-লেভেলে। বাড়িতে মিথ্যা তথ্য দিয়ে গত শুক্রবার (২০ ডিসেম্বর) ১০-১২ জন বন্ধু-বান্ধব নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন স্বর্ণা।

সকালে কক্সবাজার পৌঁছে তারকা হোটেল ওশান প্যারাডাইসের সামনে হোটেল জামান নামে একটি হোটেলে তারা কক্ষ ভাড়া নেন। হোটেলটি ইয়াবা সম্রাট শাহজাহান আনসারীর। তিনি আত্মসমর্পণের পর কারান্তরীণ। হোটেলে উঠে বিকেলে সৈকত ভ্রমণে যান স্বর্ণারা। সন্ধ্যার দিকে হোটেল কক্ষে ফিরে বন্ধু-বান্ধব মিলে মাদক সেবনে মত্ত হয়ে ওঠেন। একপর্যায়ে মাদকের ঘোরে বেহুঁশ হয়ে পড়েন স্বর্ণা রশিদ। তাকে নিয়ে যাওয়া হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী বলেন, শুক্রবার রাত ৮টার দিকে মেয়েটিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাকে দেখে ভর্তির পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তার বন্ধুরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে ভর্তি করেনি। তারা ভর্তি না করে ফিরে যান।

তিনি বলেন, ফিরে যাওয়ার কিছুক্ষণ পর আবারও মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসেন তারা। তখন রাত আনুমানিক সাড়ে ৯টা। মেয়েটিকে পরীক্ষা করে দেখা গেল সে মারা গেছে।

ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী বলেন , অতিরিক্ত ইয়াবা সেবন করায় তার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। এরই মধ্যে বন্ধুদের অনেকেই হাসপাতাল থেকে পালিয়ে যান। তবে পুলিশ ওয়ালী আহমদ খান নামে মেয়েটের এক বন্ধুকে আটক করতে সক্ষম হন।

আটক ওয়ালী ঢাকার ২২, সিদ্ধেশ্বরী রোডের মনিমান টাওয়ারের বাসিন্দা আলী রেজা খানের ছেলে। শনিবার পুলিশ তাকে সন্দেহজনক ধারায় আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠান।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শরীফ উল্লাহ জানান, স্বর্ণা তার মামার বাড়ি যাওয়ার কথা বলে বন্ধুদের সঙ্গে কক্সবাজার আসেন। শুক্রবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে শনিবার সকালে ব্যবসায়ী বাবাসহ পরিবারের সদস্যরা ছুটে আসেন কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, মেয়েটি বাড়িতে মিথ্যা তথ্য দিয়ে চলে আসেন কক্সবাজারে। তার শোকাহত বাবা মেয়ের কথা বলতে বলতে বার বার জ্ঞান হারাচ্ছিলেন। ময়নাতদন্ত শেষে শনিবার রাতেই মেয়েটির মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তার বাবার নির্দেশনার পর মামলার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

পুড়িয়ে ফেলা হলো ৩৩৩ স্মার্টফোন

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ ও খুলশী থানা এলাকার বিভিন্ন শপিং মলে অভিযান চালিয়ে ৩৩৩টি স্মার্টফোন পুড়িয়ে ফেলেছে র‌্যাব-৭ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন দেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোবাইল ফোন এনে বিক্রয় করছে। এতে একদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে যে সব ব্যবসায়ী মোবাইল আমদানি করে বিক্রয় করছে তারা অসাধু ব্যবসায়ীদের সঙ্গে মার্কেটে টিকতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘র‌্যাব-৭ এ ধরনের অসাধু ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে চট্টগ্রাম শহরের বিভিন্ন মার্কেটে বিশেষ গোয়েন্দা দল নিয়োগ করে। এরই ধারাবাহিকতায় গত শনিবার (২১ ডিসেম্বর) মহানগরীর পাঁচলাইশ ও খুলশী থানাধীন এলাকায় সানমার ওশান সিটি, ইউনুছ সিটি সেন্টার ও ফিনলে স্কয়ার মার্কেটে অভিযান চালিয়ে ৩৩৩টি মোবাইল ফোন জব্দ করে। এছাড়া ১৩টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করে।’

র্যাবের এ কর্মকর্তা জানান, অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান, বিটিআরসির উপ-পরিচালক রোকসানা বেগমের উপস্থিতিতে জব্দকৃত স্মার্টফোনগুলো ধ্বংস করা হয়। একই সঙ্গে ২ লাখ ৪০ হাজার টাকা আদায়কৃত জরিমানা সরকারি কোষাগারে জমা করা হয়।