১২ মাসে ১২ বিয়ে : চমক দিয়েছেন সৃজিত-মিথিলা

বরাবরই শোবিজ অঙ্গণের মানুষদের বিয়ে নিয়ে সাধারণ মানুষদের আগ্রহ বেশি। তারকাদের বিয়ে আলাদাভাবেই নজর কাড়ে সবার। কোন তারকা কবে বিয়ে করলেন, তাদের জীবন যাপনের গল্পটাইবা কেমন জানতে চান তাদের ভক্তরা।

এই কারণে তারকাদের বিয়ে নিয়ে বেশ আলোচনা হয়। এ বছর বিয়ে করে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছেন কলকাতার নির্মাতা সৃজিত ও বাংলাদেশের মিথিলা। এই তো সম্প্রতি বিয়ে করেছেন তারা। এখনো সেই বিয়ের মাতামাতি চলমান।

বছর শেষে এক নজর দেখা যাক কোন তারকারা বিবাহিত জীবনে পা রেখেছেন এই বছর-

সালমা-সানাউল্লাহ
২০১৯ সালের শুরুতেই বিয়ের খবর দিয়েছিলেন ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা।বছরের ১৭ জানুয়ারি নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদকর্মীদের ডেকে সালমা দ্বিতীয় বিয়ের খবর জানান। বিয়ের খবরটা এই বছর জানালেন, তবে বিয়েটা হয়েছিলো ২০১৮ সালের ৩১ ডিসেম্বর। তার স্বামীর নাম সানাউল্লাহ নূরে সাগর। গত ১ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে দ্বিতীয় কন্যার জন্ম দেন সালমা। মেয়ের নাম রাখা হয়েছে সাফিয়া নূর।

এর আগে ২০১১ সালে দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিককে বিয়ে করেন। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১৬ সালে বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে স্নেহা নামে এক কন্যা রয়েছে।

শবনম ফারিয়া- অপু
চলতি বছরের ১ ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেত্রী শবনম ফারিয়া। গত বছরের মাঝামাঝিতে জানা যায় হারুনুর রশীদ অপু নামে একজনকে বিয়ে করেছেন শবনম ফারিয়া। তবে তখন সেটিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন তিনি। কিন্তু বছর শেষ হওয়ার মুহূর্তে নিজেই জানান সেই অপুকেই বিয়ে করছেন। অবশেষ এই বছর বিয়ের আনুষ্ঠানিকা সম্পন্ন হয় তাদের।

পুতুল-নূরুল ইসলাম
মার্চ মাসে বিয়ে করেছেন ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী সাজিয়া ইসলাম পুতুল। গত ১৫ মার্চ কানাডা প্রবাসী নুরুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে তার বাগদান হয়। গত ২০ মার্চ নগরীর মোহাম্মদপুরের একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কনা-গহীন
এপ্রিল মাসে বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। দীর্ঘ সাত বছর প্রেম করে গত ২১ এপ্রিল বিয়ে করেন তিনি। তার স্বামীর নাম গোলাম মো. ইফতেখার। বন্ধুমহলে তিনি ‘গহীন’ নামে অধিক পরিচিত। বিয়ের ৪ মাস পর মিডিয়ার কাছে বিয়ের খবর প্রকাশ করেন এই সংগীতশিল্পী।

মেহরাব-রুশী
গত ৮ জুলাই পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী আশিকুর রহমান মেহরাব। মেহরাবের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী রুশী চৌধুরী। রুশী ও মেহরাব সম্পর্কে আত্মীয়। মেহরাবের বকশিবাজারের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রুশী চৌধুরী কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পাঠাগার উপ সম্পাদক ছিলেন।

ঈশানা খান-সারিফ চৌধুরী
গত ১১ জুলাই হঠাৎ করেই বিয়ে করেন লাক্স তারকা ঈশানা খান। বর অস্ট্রেলিয়া প্রবাসী সারিফ চৌধুরী। হঠাৎ বিয়ে প্রসঙ্গে এ অভিনেত্রী জানান, সারিফের সঙ্গে দুই বছরের সম্পর্ক ছিল। সারিফ হঠাৎ ঢাকা আসে। তারপর দুই পরিবার মিলে এই সিদ্ধান্ত নেয়া হয়। বিয়ের দুদিন পরই স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়া পাড়ি জমান ঈশানা।

শান-স্নিগ্ধা
গত ৯ অক্টোবর বিয়ে করেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক শান। তার স্ত্রী নুসরাত জামান স্নিগ্ধা কণ্ঠশিল্পী সাব্বির জামানের বোন। তিনি নিজেও চট্টগ্রাম বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। সাব্বির জামানের মগবাজারের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আইরিন তানি- সাইফুল
ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী আইরিন তানি। গত ৩ অক্টোবর পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বরের নাম সাইফুল হক চৌধুরী। তানির বর চট্টগ্রামের ছেলে। ঢাকায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। পরিবারসহ ঢাকায় বসবাস করেন। এক বন্ধুর মাধ্যমে তানির সঙ্গে পরিচয়। তারপর পারিবারিকভাবে বিয়ে।

সাবিলা নূর-নেহাল সুনন্দ
অভিনেতা তৌসিফ মাহবুবের মাধ্যমে তিন বছর আগে নেহালের সঙ্গে পরিচয় হয় মডেল-অভিনেত্রী সাবিলা নূরের। শুরুতে বন্ধুত্ব থাকলেও একপর্যায়ে দুজনে একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন। বছরখানেক আগে সাবিলার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেন নেহাল। কিন্তু জীবনের এত বড় একটি সিদ্ধান্ত দ্রুত নেয়া ঠিক হবে না জানিয়ে নেহালকে আরো সময় নেয়ার কথা বলেন সাবিলার মা। কিন্তু দুজনের প্রেম তখন তুঙ্গে। ফলে প্রেম রূপ নেয় পরিণয়ে। গত ২৫ অক্টোবর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কবুল বলেন এই প্রেমিক যুগল।

শিহাব শাহীন-মম
এই বছর বিয়ে করেননি জাকিয়া বারী মম। তবে এই বছর জানা গেছে তার বিয়ের খবরটি। পরিচালক শিহাব শাহীনকে ভালোবেসে চার বছর আগে ২০ নভেম্বর বিয়ে করেন মম। গত ২০ নভেম্বর তার প্রকাশ করেন বিয়ের খবরটি। এ উপলক্ষে ঘরোয়া আয়োজনে কেক কাটেন শিহাব শাহীন ও মম।

এর আগে ২০১০ সালের ৩১ মার্চ পরিচালক এজাজ মুন্নাকে ভালোবেসে বিয়ে করেন মম। ২০১১ সালের ২ মার্চ তাদের সংসার আলো করে আসে এক পুত্র সন্তান। পরবর্তীকালে সংসারের ইতি টানেন মম। তারপর শিহাব শাহীনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেত্রী।

কিশোর
চলতি বছরের ১৪ নভেম্বর বিয়ে করেছেন গায়ক কিশোর দাশ। কিশোরগঞ্জের মেয়ে স্নিগ্ধা দাশকে বিয়ে করেছেন তিনি।

এবং
সৃজিত-মিথিলা
বছর শেষের আলোচিত বিয়েটির ছিলো সৃজিত-মিথিলার। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের মডেল এবং অভিনেত্রী মিথিলা বিয়ে করেছেন ৬ ডিসেম্বর। বিয়ের পর সুইজারল্যান্ড আর গ্রিসে হানিমুন কাটিয়ে সম্প্রতি নতুন বউকে সঙ্গে নিয়ে প্রথমবারের শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন সৃজিত মুখার্জি। শ্বশুরবাড়িতে এসে গরুর গোস্ত খেয়ে তুুমুল বিতর্কের মুখে পড়েন সৃজিত।

বলে রাখা ভালো, সৃজিত ও মিথিলা; দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

মিথিলাকে ৩ কোটি রুপির গাড়ি উপহারের বিষয়ে মুখ খুললেন সৃজিত

স্ত্রী মিথিলাকে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জী তিন কোটি রুপির রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন বলে খবর বেরিয়েছে। এক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্প্রতি এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই চ্যানেলের লিঙ্ক শেয়ার করে পরিচালকের লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে এক্সপেনসিভ গুজব।’

চ্যানেলটি এমন তথ্য প্রকাশ করায় অবাক সৃজিতও। ক্যাপশনে তার ব্যবহৃত ইমোজিগুলো যেন সে কথাই জানান দিচ্ছে।

গত ৬ ডিসেম্বর বিয়ের রেজিস্ট্রি করেন সৃজিত-মিথিলা। বিয়ের পরদিনই ওই জুটি উড়ে গিয়েছিলেন সুইজারল্যান্ডের জেনেভায়। সেখান থেকে শেয়ার করা ওই জুটির মধুচন্দ্রিমার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সৃজিত গরুর গোস্ত খাওয়ায় খুশি হয়েছেন দেব-নুসরাত

বিনোদন ডেস্ক:

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের মডেল এবং অভিনেত্রী মিথিলা গেল ৬ ডিসেম্বর বিয়ে করেছেন। বিয়ের পর সুইজারল্যান্ড আর গ্রিসে হানিমুন কাটিয়ে সম্প্রতি নতুন বউকে সঙ্গে নিয়ে প্রথমবারের শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন সৃজিত মুখার্জি।

শ্বশুর বাড়ির খাবারের তালিকা প্রকাশ করে এখন তুুমুল বিতর্কের মুখে সৃজিত। ঝিরিঝিরি আলুভাজা, লইট্টা শুটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গরুর গোশত ছিল খাবারের তালিকায়। সৃজিত মুখার্জির খাবারের তালিকাতে গরুর গোস্ত দেখে তাকে আক্রমণ করেছেন অনেকেই। প্রশংসাও করেছেন কেউ কেউ।

খুশি মনে কলকাতার জনপ্রিয় নায়ক দেব সৃজিতকে ধন্যবাদ দিয়েছেন গরুর গোস্ত খাওয়ার জন্য। কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল এমপি নুসরাত জাহানও সৃজিতের গরুর মাংস খাওয়ার জন্য ‘গুড ডান’ বলে মন্তব্য করেছেন।

সৃজিতের এক ভক্ত লিখেছেন, ‘আমি আমার কষ্টার্জিত টাকায় গরুর মাংস খেলাম না কুমিরের মাংস খেলাম না অ্যাভোকাডো খেলাম সেটা তো আমার ব্যাপার।’

এদিকে হিন্দু হয়ে গরুর গোস্ত খাওয়ার জন্য সৃজিতকে হিন্দু নামের কলঙ্ক বলতেও ছাড়েননি নেটিজনরা। মন্তব্যকারীদের মোটেও ছাড় দেননি সৃজিত মুখার্জি। তাদের আক্রমণের জবাব দিয়েছেন বেশ কড়া ভাষায়। সৃজিত লিখেছেন, ‘হিন্দু ধর্ম নিয়ে কথা আপনার মতো অশিক্ষিতের মুখে বেমানান। ঋগ্বেদ, মনুস্মৃতি ও গৃহসূত্রের কিছু শ্লোক দেব খাওয়া দাওয়া নিয়ে, রোজ সকালে কান ধরে ছাদে দাঁড়িয়ে মুখস্থ করবেন। ভদ্রভাবে বোঝালাম, নয়তো মনে রাখবেন বাইশে শ্রাবণ-এর সংলাপ কিন্তু আমারই লেখা।’

বাইশে শ্রাবণ ছবির সংলাপে প্রচুর গালি ব্যবহার করেছেন সৃজিত। সেই ছবির কথা স্মরণ করিয়ে দিয়ে সমালোচকদের এক হাত নিয়েছেন তিনি। সৃজিত আরও বলেন, ‘আমি গর্বিত এবং শিক্ষিত হিন্দু, সেটা যারা নন তাদের সঙ্গে অপ্রাসঙ্গিক ও হাস্যকর বিয়ে নিয়ে কথা বলার সময় নাই।’

মৌসুমীর ছাদবাগানে শাইখ সিরাজ

প্রিয়দর্শনী মৌসুমী অনেক গুণে গুণান্বিত। নিখুঁত অভিনয় ও গ্লামার দিয়ে বাংলা চলচ্চিত্রে দাপটের সঙ্গে বিচরণ করেছেন দুই দশকেরও বেশি সময়। সিনেমার বাইরেও সামাজিক-সাংস্কৃতিক কাজে নিজেকে যুক্ত রেখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়িকা।

মৌসুমী অনেক গুণের কথা দর্শকদের জানা থাকলেও কৃষির প্রতি তার দুর্বলতা এখনও অনেকেরই অজানা। গাছপ্রেমী মৌসুমী নিজ বাসায় একটি ছাদবাগান করেছেন। উত্তরায় নিজ বাড়ির ছাদে পারিবারিক পরিচর্যায় বাগানটি গড়ে তুলেছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। এতে আছে শতাধিক প্রজাতির গাছ।

মৌসুমীর ছাদবাগানে গিয়েছিলেন গণমাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য লড়াই করা সাংবাদিক শাইখ সিরাজ। মৌসুমী-সানী দম্পতির সবুজ পল্লবে ঘেরা বাগান দেখে রীতিমতো অবাক শাইখ সিরাজ। তার উপস্থাপনা ও পরিচালনায় কৃষিবিষয়ক ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’ অনুষ্ঠানে এবারের পর্বে দেখানো হবে চিত্রনায়িকা মৌসুমীর দৃষ্টিনন্দন ছাদবাগানটি।

নিজেদের ছাদবাগান নিয়ে মৌসুমী বলেন, ‘শুধু ফল-ফুল নয়, এখানে বিচিত্র কিছু প্রজাতির গাছ আমরা রেখেছি। দীর্ঘদিন ধরেই এটি করে আসছি।

আমি বা সানী (ওমর সানী) যখনই সময়ই পাই, এর পরিচর্যা করি। সময় কাটানোর জন্যও এ বাগানটি অসাধারণ।’ন প্রচার করবে। ছাদ কৃষির এ পর্বটি ১৯ ডিসেম্বর বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

তাহসান-শাওনের বিয়ের গুঞ্জন!

বিনোদন ডেস্ক: গান ও অভিনয় দিয়ে দর্শক শ্রোতাদের মন জয় করেছেন তাহসান রহমান খান। গায়ক পরিচয়ের পাশাপাশি এখন নায়ক হিসেবেও পরিচিতি তার। সম্প্রতি তার প্রাক্তন স্ত্রী মিথিলা বিয়ে করেছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে। এইসবের রেশ কাটতে না কাটতেই এবার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে তাহসানের বিয়ের গুজব। প্রায়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের সঙ্গে তাহসানের বিয়ের গুজব সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। ইউটিউবে বেশকিছু ভিডিও কন্টেন্ট দিয়ে তাদের বিয়ের গুজব ছড়ানো হচ্ছে। আর এসব ভিডিও নিয়ে বেশ বিরক্ত মেহের আফরোজ শাওন। শনিবার রাতে এমনই একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে বিরক্তি প্রকাশ করলেন এই অভিনেত্রী ও পরিচালক। এমনকী ‘ছাগলদের হাতে ইউটিউব’ বলেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। মেহের আফরোজ শাওন ফেসবুকে লিখেছেন, ‘গতকাল থেকে মনটা খুব খারাপ ছিল। একটু আগে ইনবক্সে পাঠানো এই ইউটিউব কন্টেন্টের হেডলাইন দেখে এত্ত বড় সাইজের একটা ভিমড়ি খেয়েছি যে আগামী দু’দিন কিছু না খেলেও চলবে। ভিডিওটা দেখার ইচ্ছাও হয়নি। ভেতরে যে ফালতু কিছু থাকবে তা বুঝতে পারছি বটে। তবে দুইপাশে দু’জনের ছবি, মধ্যখানে লাল হৃদপিন্ড আর পেছনে হাতের ওপরে হাত, কন্টেন্ট ক্রিয়েটরের কল্পনাশক্তির উচ্চতা দেখে একা একা হেসেই যাচ্ছি।’ প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ আগস্ট মিথিলাকে বিয়ে করেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান। টানা ১১ বছর সংসার করেছেন তারা। অবশেষে তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের ২০ জুলাই। তাদের আইরা তাহরিম খান নামের এক সন্তানও রয়েছে। এদিকে ২০০৫ সালে হুমায়ূন আহমেদের সঙ্গে দাম্পত্য জীবন শুরু হয় মেহের আফরোজ শাওনের। শাওন-হুমায়ূন দম্পতির দুই ছেলে নিশাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর দুই পুত্রকে ঘিরেই কেটে যাচ্ছে শাওনের দিন।

অভিনেতা কালা আজিজ আর নেই

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কালা আজিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শনিবার (২৩ নভেম্বর) রাত দশটায় নিজ বাসভবনে আজিজের মৃত্যু হয়। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আজিজ।

এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘কালা আজিজ সাহেবের ছেলে সুফল শেখ আমাদের শিল্পী সমিতির সদস্য। আমরা উনার বাসায় যাচ্ছি। তার পরিবারের সঙ্গে আলোচনা করবো। তারা যদি চায় তাহলে আগামীকাল মরদেহ এফডিসিতে নিয়ে আসবো। যেন তার প্রিয়জনরা শেষবারের মতো তাকে দেখতে আসতে পারেন।’

কয়েক বছর আগে অভিনেতা কালা আজিজের স্ত্রী ব্রেন স্ট্রোক করে মারা যান। এরপর তিনিও নানা অসুস্থ হয়ে পড়েন। অনেকদিন থেকেই ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি।

প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কালা আজিজ। তাকে সর্বশেষ দেখা গেছে ‘পদ্মার প্রেম’ সিনেমায়। চলতি মাসের প্রথম দিন মুক্তি পেয়েছিল সিনেমাটি। হারুন-উজ-জামান পরিচালিত সিনেমাটি একসঙ্গে বাংলা, ওডিশা ও ভোজপুরি ভাষায় নির্মিত হয়েছে। এখনও ভোজপুরিতে চলছে এই সিনেমা। এর মাঝেই সবাইকে ছেড়ে চলে গেলেন আজিজ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বরিশালের সন্তান মোশাররফ করিম

বিনোদন ডেস্ক:

বরিশালের সন্তান দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দীর্ঘদিন ধরে তিনি অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়িয়ে চলছেন। মঞ্চ দিয়ে যাত্রা করা এই অভিনেতা নাটক ও সিনেমায় অভিনয়ে পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা।

নানা সময় নানা কাজের জন্য পেয়েছেন অনেক পুরস্কার ও স্বীকৃতি। তবে এই প্রথমবার তিনি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি জিতে নিলেন। ২০১৮ সালের চলচ্চিত্র ‘কমলা রকেট’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন। তার এই স্বীকৃতি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে মোশাররফ করিমকে কৌতুক অভিনেতা হিসেবে নির্বাচন করায় মিশ্র প্রতিক্রিয়াও দেখাচ্ছেন অনেকে।

সব অপেক্ষার অবসান ঘটলো। এলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা। তথ্য মন্ত্রণালয় ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে আজ ৭ নভেম্বর। জানা গেছে বিগত দুই বছরে চলচ্চিত্রে বিভিন্ন বিভাগে সেরাদের নাম।

সেই সঙ্গে জানা গেল দুই বছরে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের নামও। ঘোষণা অনুযায়ী, ২০১৭ সালের সেরা কৌতুক অভিনেতার পুরস্কার জিতেছেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পাচ্ছেন তিনি।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কমলা রকেট’ ছবিতে অনবদ্য অভিনয় দিয়ে জুরি বোর্ডের মন জয় করেছেন অভিনেতা মোশাররফ করিম ও ‘পবিত্র ভালোবাসা’ ছবির জন্য অভিনেতা আফজাল শরীফ নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, দুই বছরের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণায় ২০১৭ সালের সেরা ছবি হয়েছে ‘ঢাকা অ্যাটাক’ এবং ২০১৮ সালের সেরা ছবি ‘পুত্র’। সেরা পরিচালক হয়েছেন ২০১৭ সালের ছবি ‘গহীন বালুচর’র নির্মাতা বদরুল আনাম সৌদ। ২০১৮ সালের সেরা নির্মাতা হিসেবে পুরস্কার জিতেছেন ‘জান্নাত’ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

২০১৭ সালে যৌথভাবে সেরা নায়ক হয়েছেন ‘সত্তা’ ছবির জন্য শাকিব খান ও ‘ঢাকা অ্যাটাক’ ছবির জন্য আরিফিন শুভ। ২০১৮ সালে ‘পুত্র’ ছবি দিয়ে সেরা অভিনেতা হয়েছেন ফেরদৌস এবং ‘জান্নাত’ ছবি দিয়ে সেরা অভিনেতা সাইমন সাদিক।

সেরা অভিনেত্রী হয়েছেন ২০১৭ সালে ‘হালদা’ ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ইমরোজ তিশা এবং ২০১৮ সালে ‘দেবী’ ছবিতে অভিনয় করা জয়া আহসান।

সাড়া ফেলেছে মিশন বরিশাল

বিনোদন ডেস্ক:

বিয়ের আসর থেকে প্রেমিকা সাফা কবিরকে নিয়ে পালিয়ে ঢাকা থেকে বরিশাল রওনা দেন তৌসিফ মাহবুব। তার সঙ্গে রয়েছেন বন্ধু শামীম হাসান সরকার, তার প্রেমিকা সারিকা সাবা ও বন্ধু পলাশ। এরপর যাত্রাপথে লঞ্চে ঘটে হাস্যরসাত্মক নানান ঘটনা। এমনই গল্পে ‘মিশন বরিশাল’ নাটক নির্মাণ করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

সমপ্রতি এটি প্রকাশ পায় অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের প্ল্যাটফর্ম লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে। প্রকাশের তিনদিনের মাথায় ১২ লাখের বেশি ভিউ পেয়েছে এটি।

এ প্রসঙ্গে কাজল আরেফিন অমি বলেন, নাটকটির প্রেক্ষাপট একটু ভিন্ন ধরনের। প্রেম ও বন্ধুত্বের মজার কিছু বিষয় এতে তুলে ধরা হয়েছে। দর্শকের বিনোদনের কথা মাথায় রেখেই এটি নির্মাণ করছি। প্রকাশের পর দর্শকের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি নাটকটি ১০ মিলিয়ন হতে বেশি সময় লাগবে না।

‘মিশন বরিশাল’ প্রযোজনা করেছে লাইভ টেকনোলোজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান টার্ন প্রোডাকশন। জানা যায়, এখান থেকে প্রতিমাসে তিন থেকে চারটি মানসম্মত নাটক প্রকাশ পাবে তাদের ইউটিউব চ্যানেলে। যাতে দেখা যাবে আলোচিত নির্মাতা ও শিল্পীদের।

শওকত হোসেন হিরনের জন্মদিনে আবেগাপ্লুত আসিফ আকবর

আকিব মাহমুদ: 

আজ ১৫ অক্টোবর আধুনিক বরিশালের স্বপ্নদ্রষ্টা ক্ষনজম্না মহাপুরুষ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের জন্মদিন। প্রজাবৎসল এই নেতা তার কর্মগুনে জয় করে নিয়েছিলেন বরিশালবাসী সহ গোটা দেশবাসীর হৃদয়। শওকত হোসেন হিরনের জন্মদিনে তাকে স্মরন করে জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর তার ফেসবুক পেজে আবেগাপ্লুত হয়েছেন। পাঠকদের জন্য কন্ঠশিল্পী আসিফের সেই পোস্টটি হুবুহু তুলে ধরা হল।

 

সেই ৮৮ সালে অনুর্ধ্ব ১৬ বয়স ক্যাটাগরীতে ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ খেলতে গিয়েছিলাম বরিশালে। পোর্ট রোডের কুমিল্লা হোটেলের মালিক বাশার ভাই ওরফে বসু ভাই কুমিল্লার প্লেয়ারদের জন্য দুপুর আর রাতের খাবার ফ্রি করে করে দিয়েছিলেন। যখন আমরা হাভাইত্যার মত খাওয়া শুরু করলাম, তখন তিনি মাছ আর মাংসের উপর চার্জ সেট করলেন। আমরা আর মাছ মাংস খাইনা, বিল পে করতে হবে, তবে বরিশালের ঘোল সহ ব্রেকফাস্ট ছিলো অনন্য।

২০০৩ সালে পরিচয় হিরন ভাইয়ের সাথে। তিনি শওকত হোসেন হিরন ভাই। আধুনিক বরিশালের রুপকার সাবেক মেয়র। পরিচয়ের পর থেকে উনার দু:খজনক প্রস্থানে আমি আমরা এখনো ব্যাথাতুর, তিনি ছিলেন সত্যিকারের প্রজা বৎসল রাজা।

অনেক কথা বলার আছে, অবশ্যই বলবো। আজ আমাদের হিরন ভাইয়ের শুভ জন্মদিন, তিনি নেই এই দুনিয়ায়, আল্লাহর প্রিয় হয়েছেন।
আমি উনার স্নেহধন্য অনুজ। তিনি শিখিয়ে গেছেন মতাদর্শের ভিতরে বাইরে মানুষ এবং মনুষত্বই আসল। হিরন ভাই মিস করি আপনাকে। মহান আল্লাহ আপনার আত্মাকে শান্তি দিন। শুভ জন্মদিন ভাই …

ছবিতে হিরন ভাই, জেবু ভাবী আর আমরা।
স্যালুট হিরন ভাই …
ভালবাসা অবিরাম…

 

 

সালমান শাহর জন্মদিন আজ

বিনোদন ডেস্ক:

কোটি কোটি মানুষের হৃদয়ে লেখা আছে অমর নায়ক সালমান শাহের নাম। ঢাকাই সিনেমায় এক আবেগের নাম, ভালোবাসার নাম সালমান। মাত্র ২৭টি সিনেমা উপহার দিয়েই আকাশের তারা হয়ে গেছেন তিনি। আজ ১৯ সেপ্টেম্বর তার ৪৮তম জন্মদিন। তার প্রতি বিনম্র শ্রদ্ধা।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দরিয়াপাড়ায় নানার বাড়িতে জন্মেছিলেন সালমান শাহ। সালমানের পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড়। ছোট ভাই শাহরান চৌধুরী ইভান। কিশোর বয়সে তিনি ছিলেন কণ্ঠশিল্পী। তার অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে।

সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে জগতে পা রাখেন এই নায়ক। প্রথম ছবিতেই সারাদেশের মানুষের মন জয় করে নিয়েছিলেন। অল্প সময়ের মধ্যে সালমান শাহ ২৭টি ছবিতে অভিনয় করেন। তার প্রায় প্রতিটি ছবি ছিল ব্যবসাসফল। সালমানের সর্বমোট মুক্তিপ্রাপ্ত ২৭টি ছবির ১৪টিতেই তার নায়িকা ছিলেন শাবনূর।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। আদালত থেকে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও তার পরিবার ও ভক্তদের দাবি তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে মামলা এখনও বিচারাধীন।

মৃত্যুর ২৩ বছর পরও ফুরায়নি তার আবেদন, কাটেনি তার প্রভাব। অনেকেই বলে থাকেন অকালমৃত্যুই সালমানকে অমরত্ব দিয়েছে। তর্ক-বিতর্ক যাই হোক, আজও সালমানের মতো জনপ্রিয়তায় সমক্ষক এই দেশের সিনেমাতে কেউ নেই। এদেশে সর্বকালের সেরা স্টাইলিস্ট ও ফ্যাশনেবল আইকন হিরো সালমান বেঁচে থাকবেন তার ভক্ত-অনুরাগীদের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে।

নন্দিত এই নায়কের জন্মদিন উপলক্ষে ঢুলি কমিউনিকেশনস এবার আয়োজন করছে সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’। রাজধানীর মধুমিতা সিনেমা হলে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর চলবে এই উৎসব।