ইউক্রেনের স্বাধীনতা দিবসে যুদ্ধের ৬ মাস পূর্ণ হলো

আন্তর্জাতিক ডেস্ক : 

সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে পাওয়া ইউক্রেনের স্বাধীনতার ৩১ বছর পূর্তির দিনে দেশটিতে রুশ আক্রমণের ছয় মাস পূর্ণ হয়েছে।

আজ বুধবার (২৪ অগাস্ট) ইউক্রেনের স্বাধীনতা দিবস। এর ঠিক ছয় মাস আগে ২৪ ফেব্রুয়ারি দেশটিতে কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন রুশ বাহিনী আকাশ, ভূমি ও জলপথে আক্রমণ চালাতে পারে এমন আশঙ্কায় স্বাধীনতার দিবসের উদযাপন সীমিত করেছে ইউক্রেন।

রাজধানী কিয়েভে জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং পূর্বাঞ্চলে যুদ্ধক্ষেত্রের মধ্যে থাকা শহর খারকিভে কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও অকেজো হয়ে পড়া রুশ ট্যাঙ্ক ও সাঁজোয়া যান কিয়েভের রাস্তায় রেখে প্রদর্শনীর আয়োজন করেছে ইউক্রেন সরকার।

মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য ‘রাশিয়ান উস্কানির’ বিষয়ে সতর্ক করেছেন এবং কর্তৃপক্ষ বিমান হামলার সতর্কতা গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

বেতন বকেয়ার প্রতিবাদ করায় অভিবাসী শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক : 

মজুরি নিয়ে প্রতিবাদ করা অভিবাসী শ্রমিকদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এ ছাড়া বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত ১৪ আগস্ট দেশটির আল বান্দারি ইন্টারন্যাশনাল গ্রুপের দোহা অফিসের সামনে অন্তত ৬০ জন অভিবাসী শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। প্রতিবাদ করা কিছু শ্রমিককে আটক ও কয়েকজনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। তবে ঠিক কতজনকে পাঠানো হচ্ছে তা জানা যায়নি।

আগামী নভেম্বরে কাতারে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এই আয়োজনকে ঘিরে নির্মাণ করা হয়েছে স্টেডিয়ামসহ বিভিন্ন অবকাঠামো। আর এতে কাজ করা অভিবাসী শ্রমিকদের জোটেনি ন্যায্য পাওনা। ফলে কিছু শ্রমিক পাওনার দাবিতে দেশটিতে বিক্ষোভ করেন। বিক্ষোভে নেপাল, বাংলাদেশ, ভারত, মিসর এবং ফিলিপাইনের শ্রমিকেরা অংশ নেন।

এ বিষয়ে কাতার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির জননিরাপত্তা আইন ভঙ্গ করার দায়ে এসব অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ বিক্ষোভ দেখানোর সময় তারা শান্তিপূর্ণ আচরণ করেনি। ফলে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে।

দেশটির সরকার আরও জানিয়েছে, যেসব অভিবাসী শ্রমিক তাদের মজুরি পাননি, তাদের পাওনা মজুরি দেওয়া হবে। আর অভিযুক্ত গ্রুপ আল বান্দারি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আগে থেকেই তদন্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে হিউম্যান রাইটস জানিয়েছিল, কাতারের অভিবাসী শ্রমিকেরা একটি শোষণমূলক শ্রম ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়। জোরপূর্বক আটকে রাখা, ন্যায্য মজুরি না দেওয়া, আবাসন সংকট, ব্যক্তি স্বাধীনতা না থাকাসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশে সেখানে অভিবাসী শ্রমিকেরা রয়েছে।

খোলা বাজারে কমেছে ডলারের দাম

আন্তর্জাতিক ডেস্ক : 

গত সপ্তাহে কার্ব মার্কেট বা খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয় ১২০ টাকা পর্যন্ত। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে আজ মঙ্গলবার ডলার বিক্রি হচ্ছে ১০৩ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ খোলা বাজারে প্রতি ডলারের দাম ১৮ টাকা পর্যন্ত কমেছে।

আজ মঙ্গলবার কয়েকটি বাণিজ্যিক ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে। যমুনা ব্যাংক, জনতা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা জানিয়েছেন, তারা প্রতি ডলার ১০২ টাকা ৫০ পয়সায় কিনে ১০৩ টাকা ৫০ পয়সায় বিক্রি করছেন। এছাড়া কোন কোন ব্যাংক ১০৩ টাকায় কিনে ১০৪ টাকায়ও বিক্রি করছেন।

এদিকে রেইন বো মানিএকচেঞ্জ থেকে জানা গেছে, ডলার তারা ক্রয় করছে ১০৮ টাকা ৫০ পয়সায় ও ১০৯  টাকা ৫০ পয়সায় বিক্রি করছেন।

সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় ব্যাংক থেকে পর্যাপ্ত ডলার পাননি গ্রাহকরা। তাই বাধ্য হয়েই খোলাবাজার থেকে ডলার কিনতে হতো তাদের। এই সুযোগকে কাজে লাগায় ডলার সিন্ডিকেট চক্র। হু হু করে বেড়ে যায় ডলারের দাম। খোলা বাজারের সিন্ডিকেটের ফাঁদে পা দিয়ে অনেকেই চড়া মূল্যে ডলার কেনেন।

বাজার সংশ্লিষ্টরা জানান, দেশে ডলারের চাহিদা বাড়ায় একটি চক্র তা নিয়ে কারসাজি করে। তবে বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু পদক্ষেপের ফলে তাদের দৌরাত্ম্য শেষের পথে বলে মনে করছেন তারা।

ডলারের সংকট ও মূল্যবৃদ্ধির পেছনে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি, ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজের যোগসাজশের তথ্য পায় বাংলাদেশ ব্যাংক। সুযোগসন্ধানী ব্যাংকার ও দালালচক্রের কারণে ৯৫ টাকার ডলার ১২০ টাকায় কিনতে বাধ্য হন সাধারণ ক্রেতারা। কারসাজিতে জড়িত থাকার দায়ে ছয়টি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠিও দেয় বাংলাদেশ ব্যাংক।

এদিকে, ডলার নিয়ে কারসাজিতে গড়ে ওঠা চক্রকে ধরতে তৎপর বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তবে দালালদের দৌরাত্ম্য থামেনি। ক্রেতারা এক্সচেঞ্জ হাউজে যাওয়ার আগেই দালালচক্র তাদের ফাঁদে ফেলেন। বিভিন্ন প্রলোভনে তাদের কাছে ডলার বিক্রি করেন। অভিযোগ রয়েছে, দালালচক্রের সদস্যদের সঙ্গে এক্সচেঞ্জ হাউজের মালিক ও কর্মচারীদের সংযোগ রয়েছে।

খোলাবাজারে ডলারের লাগামহীন মূল্য নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে মানি এক্সচেঞ্জ হাউজ ও ব্যাংকগুলোকে ডলার কেনাবেচার সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মানি এক্সচেঞ্জ যে দামে ডলার কিনবে, তার চেয়ে এক থেকে সর্বোচ্চ দেড় টাকা বেশি দামে বিক্রি করতে পারবে। আর ব্যাংক ডলার বিক্রি করবে এক টাকা বেশি দরে।

বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপের ফলে ডলারের ঊর্ধ্বগতি থামে। কমতে থাকে খোলাবাজারে ডলারের দাম। খোলাবাজারের ডলার বিক্রেতারা বলছেন, বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ি আরোপের কারণে বাজার বাড়ি খেয়েছে (দাম কমে গেছে)। টাকার মান বাড়ছে অর্থাৎ ডলারের দাম কমছে।

রুশ হামলার ভয়ে ইউক্রেনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : 
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার ভয়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অনুষ্ঠান বাতিল করেছে ইউক্রেন। ২৪ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী কিয়েভে সভা-সমাবেশের মতো বড় কোনো জমায়েত ও অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

১৯৯১ সালের ২৪ আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বেরিয়ে যায় ইউক্রেন। সে হিসাবে আগামীকাল বুধবার (২৪ আগস্ট) দেশটির স্বাধীনতার ৩১ বছর।

স্বাধীনতা দিবসে বড় হামলা চালাতে পারে রাশিয়া, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এমন সতর্কবার্তার পর কিয়েভে উদ্‌যাপন অনুষ্ঠান বাতিলের ঘোষণা আসে।

কেবল স্বাধীনতা দিবসের দিনটিই নয়, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীতে বড় কোনো জমায়েত না করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে কারফিউর সময় বাড়ানো হয়েছে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আগামী বুধবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে। কিয়েভের ধারণা, স্বাধীনতা দিবস ও যুদ্ধের ছয় মাস পূর্তি ঘিরে রাশিয়া বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা করছে।

এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সোভিয়েত শাসন থেকে স্বাধীনতার ৩১তম বার্ষিকী উপলক্ষে মস্কোকে ‘হতাশা ও ভয় ছড়ানোর’ সুযোগ দেবে না। তিনি বলেন, এ সপ্তাহে ভয়ংকর কিছু করার চেষ্টা করতে পারে রাশিয়া।

দিল্লির রাজপথ ফের কৃষকের দখলে

আন্তর্জাতিক ডেস্ক : 

কৃষক বিক্ষোভের মুখে ২০২১ সালে পিছু হটে কৃষি বিল প্রত্যাহার করে ভারতের কেন্দ্রীয় সরকার। এরপর আলোচনা সাপেক্ষে কৃষক আন্দোলন তুলে নেন কৃষকেরা। তবে তাদের দাবি, এরপর প্রায় একবছর পার হলেও সরকারের দেওয়া কোনো প্রতিশ্রুতি রক্ষিত হয়নি। ফলে আজ সোমবার দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় সংযুক্ত কৃষাণ মোর্চার নেতৃত্বাধীন ভারতের প্রায় ৪২টি কৃষক সংগঠন

ফসলের ন্যায্যমূল্য এখনও নিশ্চিত করেনি কেন্দ্রীয় সরকার, লখিমপুর খেরি কাণ্ডে প্রধান অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রকেও অপসারণ করা হয়নি, কৃষক আন্দোলনে যেসব কৃষকরা মারা গেছেন, তাদেরও শহীদ সম্মান দেওয়া হয়নি। এসব কারণেই ফের রাজপথে নেমেছেন কৃষকেরা।

এ ছাড়া বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, বিদ্যুতের বিল মওকুফসহ একাধিক দাবি থাকলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।

গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নিলেও আইন করে বিভিন্ন ফসলের এমএসপি নির্ধারণের পথে এগোয়নি সরকার। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টোমারের দাবি, সরকার এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি। তবে কৃষকেরা বলছেন, তাঁদের সঙ্গে বৈঠকে সরকার ওই দাবি বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছিল।

ভারতের পশ্চিম উপকূলে ২৭ বাংলাদেশি জেলে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : 
ভারতের পশ্চিম উপকূল থেকে আজ রোববার ২৭ জেলেকে উদ্ধার করেছেন ভারতীয় কোস্ট গার্ডের (আইসিজি) সদস্যরা। সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানায়।

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দমনে আজ রোববার দেশটির কোস্ট গার্ডের পৃথক অভিযানে একবার ১০ জন এবং আরেকবার ১৭ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়।

এএনআই জানায়, উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

সাগরে দমকা হাওয়া ও বড় বড় ঢেউয়ের মুখে দেশের সীমা পেরিয়ে ভারত উপকূলে চলে যান বাংলাদেশি জেলেরা। হেলিকপ্টারে অভিযান চালিয়ে বাংলাদেশি ফিশিং বোটে থাকা জেলেদের উদ্ধার করে দমন উপকূলে কোস্ট গার্ডের স্টেশনে নিয়ে আসেন উদ্ধারকারীরা।

করোনায় আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

টানা এক সপ্তাহের ছুটি শেষেই অফিসে ফেরার আগেরদিন করোনায় আক্রান্ত হলেন ফুমিও কিশিদা।

জাপানের মন্ত্রিপরিষদ কার্যালয় জানায়, গত শনিবার তিনি কাশি ও জ্বরে আক্রান্ত হন। পরে গতকাল রোববার সকালে পিসিআর পরীক্ষা করানো হলে দুপুরে তাঁর করোনা নিশ্চিত হয়।

জুলাই থেকে আগস্টের মধ্যে দ্রুততম সময়ে করোনা সংক্রমণ কমিয়ে ব্যবসা-বাণিজ্যের ধারায় ফিরেত শুরু করেছে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ জাপান। এমন সময় করোনায় আক্রান্ত হলেন দেশটির প্রধানমন্ত্রী।

মজুরি বৃদ্ধির দাবিতে যুক্তরাজ্যের কনটেইনার বন্দরে শ্রমিকদের কর্মবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : 

মুদ্রাস্ফীতির সঙ্গে মজুরি সমন্বয় নিয়ে অসন্তোষের জেরে আট দিনের কর্মবিরতি শুরু করেছেন যুক্তরাজ্যের সবচেয়ে বড় কনটেইনার বন্দরটি ফ্লেক্সিস্টো’র শ্রমিকেরা। ৩০ বছরের মধ্যে এই প্রথম বন্দরটির শ্রমিকেরা কর্মবিরতিতে গেলেন। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

লন্ডনের ১১৬ কিলোমিটার দূরের ফ্লেক্সিস্টো বন্দরটির শ্রমিক ইউনিয়নভুক্ত এক হাজার ৯০০ শ্রমিক আট দিনের কর্মবিরতি শুরু করেছেন। এত দিন কর্মবিরতি চললে যুক্তরাজ্যের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।

ফ্লেক্সিস্টো ডক অ্যান্ড রেলওয়ে কোম্পানির পক্ষ থেকে সাত শতাংশ মজুরিবৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। শ্রমিকেরা তা নাকচ করে দিয়েছেন। মূল্যস্ফীতির চেয়ে কম প্রস্তাব করায় তা মানছেন না শ্রমিকেরা।

রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে। একেবারে অল্পসংখ্যক শ্রমিক কাজে যোগ দিয়েছেন। বন্দরটিতে দুই হাজার ৫৫০ জনের মতো শ্রমিক কাজ করেন।

বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র পল ড্যাভি বলেন, ‘৮ দশমিক ১ শতাংশ থেকে ৯ দশমিক ৬ শতাংশ পর্যন্ত মজুরি বাড়ানো হয়েছে। কর্মীদের ক্যাটাগরি অনুযায়ী ভিন্নতা রয়েছে। অথচ দেশের গড় মজুরিবৃদ্ধি ৫ শতাংশ। তা ছাড়া আমাদের অর্থনীতির অবস্থা ভালো নয়। আমরা মন্দা পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছি।

মাঙ্কিপক্স : ওয়াশিংটনের কিং কাউন্টিতে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক : 
মাঙ্কিপক্স সংক্রমণ বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের সিয়াটেলসহ ওয়াশিংটনের কিং কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শুক্রবার জনস্বাস্থ্যবিষয়ক এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

কিং কাউন্টির এক্সিকিউটিভ ডাও কনস্টানটাইন বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে, কিং কাউন্টিতে দেশের অন্যতম সেরা জনস্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে এবং আজকের পদক্ষেপটি নিশ্চিত করবে যে আমাদের কাছে মাঙ্কিপক্সের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম রয়েছে।’

সিয়াটল টাইমস জানিয়েছে, রাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ওয়াশিংটনে ৩৩৩টি মাঙ্কিপক্স সংক্রমণের খবর পাওয়া গেছে, যার মধ্যে ২৭৫টি কিং কাউন্টিতে। দুই সপ্তাহ আগে সেখানে ১৬৬ জন মাঙ্কিপক্স রোগী ছিল।

রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, পিয়ার্স কাউন্টিতে ২১, স্নোহোমিশ কাউন্টিতে সাত, স্পোকেনে কাউন্টিতে পাঁচ, ক্লার্ক কাউন্টিতে পাঁচ এবং ইয়াকিমা কাউন্টিতে চারজন রোগী শনাক্ত হয়েছে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বের ৯২টি দেশ ও অঞ্চলে মাঙ্কিপক্স রোগে ৩৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এ রোগে মারা গেছেন ১২ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বুধবার জেনেভায় বলেন, ‘গত সপ্তাহে মাঙ্কিপক্সে প্রায় সাড়ে সাত হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের থেকে ২০ শতাংশ বেশি।

টানা তিন মাস রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন

আন্তর্জাতিক ডেস্ক : 
জুলাইয়ে টানা তৃতীয় মাসের মতো রাশিয়া থেকে সর্বোচ্চ তেল আমদানি করেছে চীন। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

অ্যাঙ্গোলা ও ব্রাজিলের মতো সরবরাহকারীদের থেকে কমিয়ে ডিসকাউন্ট মূল্যে রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে কিছু দেশ। বাৎসরিক হিসাবে অ্যাঙ্গোলা থেকে ২৭ শতাংশ আর ব্রাজিল থেকে ৫৮ শতাংশ তেল আমদানি কমিয়েছে চীন।

জুলাই মাসে গড়ে প্রতিদিন রাশিয়া থেকে ১৬ লাখ ৮০ হাজার ব্যারেল তেল আমদানি করেছে চীন। আর সৌদি আরব থেকে আমদানি করেছে দৈনিক ১৫ লাখ ৪০ হাজার ব্যারেল।

আর চীন এ বছরের শুরুর দিন থেকে জুলাই পর্যন্ত রাশিয়ার কাছ থেকে ৪৮৪ লাখ ৫০ হাজার ব্যারেল আর সৌদি আরবের কাছ থেকে ৪৯৮ লাখ ৪০ হাজার ব্যারেল তেল আমদানি করেছে।

এ ছাড়াও চীন মালয়েশিয়া থেকে এ বছর তেল আমদানি ১৮৩ শতাংশ বাড়িয়েছে। গত দুবছর ধরে মালয়েশিয়া অনেকটাই ইরান ও ভেনিজুয়েলার তেলের ট্রান্সফার পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

মে মাসে রাশিয়া থেকে চীন দিনে প্রায় ২০ লাখ ব্যারেল করে তেল আমদানি করেছে। জুলাইয়ে তা কমলেও রাশিয়ার তেলের সর্বোচ্চ ক্রেতার অবস্থান ঠিকই ধরে রেখেছে চীন।