মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরূম সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার সকাল পৌনে ১০টায় এ আগুন লাগে।

ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ৯টা ৪৫ মিনিটে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন।

আগুন লাগার কারণ ও এর সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে নানা প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস প্রতিরোধে বিশেষ করে সীমান্ত এলাকাসহ দেশজুড়ে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। অনেক স্থানে প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন আমাদের ব্যুরো অফিস ও জেলা প্রতিনিধিরা। বিভিন্ন জেলার সিভিল সার্জনরা সবার উদ্দেশে বলেছেন, করোনা নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, শুধু সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলে স্বাভাবিক জীবনযাপনে অসুবিধা নেই।

রাজশাহীতে ৩৫ বেডের করোনা ওয়ার্ড স্থাপন করা হয়েছে। গঠন করা হয়েছে তিনটি মেডিকেল টিম। তবে প্রস্তুতি কার্যক্রম এখনও শেষ হয়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেই এই ভাইরাস নির্ণয়ের কিটস ও থার্মাল স্ক্যানার। এসবের চাহিদা দিলেও এখনও তা পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

বেনাপোল চেকপোস্টে সতর্কতা বাড়লেও থার্মাল স্ক্যানার মেশিনের বিকল মনিটরটি সংস্কার না করায় হ্যান্ডডিটেক্টর থার্মাল দিয়ে চলছে করোনা পরীক্ষা। যাত্রীদের তুলনায় এই সরঞ্জামেরও স্বল্পতা রয়েছে। এতে স্বাস্থ্যকর্মী ও যাত্রী উভয়কেই ভোগান্তি পোহাতে হচ্ছে।

যশোরের সিভিল সার্জন বলেছেন, খুব শিগগির নতুন মনিটর বসানো হবে। ফেনীতে ৭০ শয্যার প্রস্তুতি নিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ৯ সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়েছে। তারপরও এই প্রস্তুতিকে অপ্রতুল বলছে।

সিলেটে সরকারি তিন হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে সিলেটে মাস্কের বাজারেও অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে মাস্ক বিক্রি করার দায়ে একটি দোকানকে জরিমানা করা হয়।

কোয়ারেন্টাইনের জন্য চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীর পিএইচ আমিন একাডেমি এবং চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল প্রস্তুত রাখা হয়েছে। কেউ আক্রান্ত হলে তাদের সীতাকুণ্ডের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে রাখা হবে।

করোনা মোকাবিলায় নারায়ণগঞ্জে ৫০ শয্যার কোয়ারেন্টাইন প্রস্তুত করা হয়েছে।

কুমিল্লার বিরাট একটি অংশ প্রবাসী। প্রতিদিনই শত শত প্রবাসী ছুটি নিয়ে এলাকায় আসছেন, আবার অনেকে প্রবাসে যাচ্ছেন। ফলে এখানকার পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে জেলা ও স্বাস্থ্য বিভাগ সচেতনতা বাড়াতে নানা কার্যক্রম হাতে নিয়েছে।

কাউখালীতে স্কুল ছাত্রীকে উত্যক্ত, যুবকের ৬ মাসের কারাদন্ড

কাউখালী প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতী গ্রামে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা এ রায় দেন।সাজাপ্রাপ্ত মো. রাসেল হাওলাদার (১৯) উপজেলার কেশরতা গ্রামের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘ঘটনার পর পরই অভিযুক্ত যুবক রাসেলকে জিজ্ঞাসাবাদ, ঘটনার ভুক্তভোগী ও সাক্ষীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করা হয়েছে। ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশের দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী তাকে এই দন্ড দেয়া হয়েছে।

‘ জানা গেছে, উপজেলার দক্ষিণ নিলতী গ্রামের বেল্লাল হোসেনের ৭ম শ্রেণী পড়ুয়া মেয়েকে রাসেল প্রায়ই উত্যক্ত করে আসছিল। রোববার রাসেল ওই স্কুলছাত্রীর বাড়িতে দেখা করতে গেলে মেয়ের বাবা বেল্লাল হোসেন জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে জরুরী পুলিশী সহায়তা চাইলে তাকে কাউখালী থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেয়া হয়।

পরে কাউখালী থানার এসআই মো. মনিরুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে রাসেলকে আটক করেন। পরে রাসেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ছয় মাসের কারান্ড দেয়া হয়।

প্রকাশ্যে আসছে পাপিয়ার কেএমসি বাহিনীর নানা অপকর্ম

নিজস্ব প্রতিবেদক:

তাদের সবার হাতেই ইংরেজিতে লেখা ট্যাটু ‘কেএমসি’। নরসিংদীর লোকজনও চেনে কেএমসি বাহিনী হিসেবেই। গ্রুপের সদস্যরা মোটরসাইকেলে দাপিয়ে বেড়াত শহরের অলিগলি। সবাই তাদের জানতেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়ার বাহিনী হিসেবে। তাই মুখ বুঝে সবাই সবকিছু সহ্য করতেন। এই বাহিনীকে যাদের দমনের কথা ছিল, সেই স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল নিশ্চুপ। ফলে নরসিংদী শহরে কেএমসি বাহিনীর আচরণ ছিল ‘যম’-এর মতো। অবশ্য সেই পাপিয়া র‌্যাবের হাতে ধরা পড়ার পর বেরিয়ে আসছে তার বাহিনীর নানা অপকর্মের কাহিনি। মুখ খুলতে শুরু করেছেন লোকজনও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নরসিংদীর লোকজন বলছেন, গ্রেপ্তারের পর বহিষ্কার হওয়া পাপিয়ার এই কেএমসি বাহিনীর মূল কাজ ছিল চাঁদাবাজি আর মাদক ব্যবসা। মানুষকে জিম্মি করে, ফাঁদে ফেলে এরা পাপিয়ার হয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করত। ইয়াবা পৌঁছে দিত নরসিংদী থেকে ঢাকা পর্যন্ত।

স্থানীয় লোকজন বলছেন, পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে মতি সুমন ২০১৯ সালের মাঝামাঝি এই কেএমসি বাহিনী গড়ে তুলেছিলেন। গ্রুপের ৩০ থেকে ৩৫ সদস্যের প্রায় সবাই ছিল বেতনভুক। পাপিয়া দম্পতি ধরা পড়ার পর এরা গা ঢাকা দিয়েছে। নরসিংদী শহরে এরই মধ্যে চাউর হয়েছে- ওই বাহিনীর অন্তত দুই সদস্য এরই মধ্যে দেশ ছেড়েছে। তারা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিল।

পাপিয়াকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পেরেছে, কেএমসি নামে শরীরে উল্কি (ট্যাটু) আঁকার রহস্যও। তারা দাবি করে, খাজা বাবার ভক্ত হিসেবেই শরীরে এই উল্কি এঁকেছিল তারা। পাপিয়া গ্রেপ্তারের পর বলেছেন, কেএমসির কে-তে ‘খাজা’, এম-এ ‘মঈনুদ্দীন’ আর সি-তে ‘চিশতী’ বোঝাতেই তার অনুসারীরা শরীরে এই ট্যাটু এঁকেছিল।

গত ২২ ফেব্রুয়ারি দেশ থেকে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী সুমনসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর ঢাকার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে তিনটি মামলা হয়। এসব মামলায় ১৫ দিনের রিমান্ডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন পাপিয়া।

পাপিয়াকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্নিষ্ট র‌্যাবের সূত্র বলছে, পাপিয়া ও তার স্বামী সুমনের হাতেও কেএমসি বাহিনীর সেই ট্যাটু রয়েছে। এর বাইরে পাপিয়ার ডান হাতে একটি ধর্মীয় স্থাপনার ছবি থাকলেও বাঁ হাতে এক দেবীর ট্যাটুও রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, কেএমসি বাহিনীর সবাই মাদকাসক্ত। এরা পাপিয়ার হয়ে ইয়াবার চালান বহন করত। নিজেরাও সেই ইয়াবা বিক্রি করে টাকা দিত পাপিয়ার তহবিলে। শুধু তাই নয়, পাপিয়া তার এই বাহিনীর সদস্যদের দিয়েই নিজের একাধিক দামি গাড়িতে ইয়াবার চালান বহন করাতেন। কক্সবাজারে একাধিক ইয়াবা সম্রাটের সঙ্গে এই গ্রুপের সখ্য থাকার তথ্য মিলেছে। ইয়াবার চালান বহনের পাশাপাশি পাপিয়া নিজেও ইয়াবার আসর বসাতেন। গুলশানের পাঁচতারকা হোটেল ছাড়াও ঢাকার আরও অন্তত পাঁচটি তারকা মানের হোটেল, ফার্মগেটে নিজের ফ্ল্যাট ও পরিচিতদের একাধিক ফ্ল্যাটে রঙ্গশালা গড়ে তুলেছিলেন পাপিয়া। এসব আসরে ইয়াবা ও মদের সঙ্গে নানা ধরনের অপকর্ম চলত।

নরসিংদীর স্থানীয় লোকজন বলছেন, কেএমসি বাহিনীর সদস্যরা পাপিয়ার ‘রাজ্যে’ সব সময় তৎপর থাকলেও ওই দম্পতি নরসিংদী শহরে গেলে বাহিনীর সদস্যদের তৎপরতা আরও বেড়ে যেত। পাপিয়া-সুমন এলাকায় গেলে এরা মোটরসাইকেল নিয়ে তাদের গাড়িবহরের আগে-পিছে মহড়া দিত। পাপিয়ার নির্দেশে নানা কারণে লোকজনকে ধরে টর্চার সেলে নিত এরা। এরপর অনেকের সঙ্গে রূঢ় আচরণ করা হতো। দাবি করা চাঁদার টাকা না দিলে পাপিয়া বাহিনীর নারী সদস্যদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে রাখা হতো। পরে সেই ছবি দিয়ে জিম্মি করে আরও বড় চাঁদাবাজি করা হতো।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, পাপিয়াকে গ্রেপ্তারের পর অন্তত পাঁচজন ভুক্তভোগী ব্যক্তি থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন, তারা পাপিয়ার কেএমসি বাহিনীর হাতে জিম্মি রয়েছেন। চাঁদা না দেওয়ায় জোর করে তাদের আপত্তিকর ছবি তুলে রেখেছিলেন পাপিয়া তার লোকজনকে দিয়ে।

পাপিয়া রিমান্ডে নতুন কোনো তথ্য দিয়েছেন কিনা জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তারা বলেছেন, ওই ঘটনায় দায়ের মামলার তদন্ত চলছে এবং তথ্য পেতে আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এদিকে পুলিশের অন্য একটি সূত্র জানিয়েছে, পাপিয়ার ব্যাংক অ্যাকাউন্টগুলোর বিষয়ে ছায়াতদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। শিগগিরই পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে আরও মামলার প্রস্তুতি চলছে।

 

এক রাতে সড়কে ঝড়ল ১৯ প্রাণ

ডেস্ক রিপোর্ট:

সড়কে ঝরে গেল ১৯ প্রাণ। দেশের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার ভোররাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুরের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দেওলি গ্রামের সোহান (২০), সাগর (২২) রিফাত (১৬) ও ইমন (১৪)।

ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, সুনামগঞ্জ থেকে লিমন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাওয়ার পথে নারায়ণগঞ্জ থেকে সিলেট মাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।

তিনি জানান, ঘটনার পর পরই দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিতে আগুন ধরে যায় এবং যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধা কাজ করছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার দাউদকান্দিতে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনায় নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫। তার পরিচয় জানা যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

 

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে রাতের অন্ধকারে ভুল করে মোটরসাইকেল নিয়ে নির্মাণাধীন ব্রিজে উঠে খাদে পড়ে গিয়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে সোনাগাজী-ফেনী সড়কের সাতবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- চট্রগ্রামের জোরারগঞ্জ উপজেলার বাদশা মিয়ার ছেলে মো. বাবুল ও তাজুল ইসলামের ছেলে আজিজুল করিম সাহেদ।

স্থানীয়রা জানান, সাতবাড়িয়া এলাকায় মূল সড়কে ব্রিজ নির্মাণ করছে ফেনীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে যানবাহন চলাচলের জন্য পাশ দিয়ে কাঁচা সড়ক নির্মাণ করে দেওয়া হয়েছে। তবে রাতে দুর্ঘটনা এড়াতে কোনো সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়নি।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফেনী থেকে চারটি মোটরসাইকেলে আট তরুণ সোনাগাজীতে যাচ্ছিলেন। রাতের অন্ধকারে বুঝতে না পেরে প্রথম মোটরসাইকেলটি নির্মাণাধীন ব্রিজে উঠে ১৫ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী বাবুল ও সাহেদ গুরুতর আহত হন। তাদের সঙ্গে থাকা অপর তিন মোটরসাইকেলের আরোহীরা চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠান।

আধুনিক সদর হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাহেদ মারা যান। গুরুতর আহত বাবুলকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

সোনাগাজী মডেল থানার এসআই আনোয়ার হোসেন সমকালকে বলেন, ওই দু’জন বন্ধুদের সঙ্গে জোরারগঞ্জ থেকে ঘুরতে এসে দুর্ঘটনার কবলে পড়েন। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান নিরাপত্তামূলক ব্যবস্থা না রাখায় এ দুর্ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় একটি পিকআপের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলার মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হন।

নিহতরা হলেন- নেত্রকোনার ঠাকুরাকোনা গ্রামের পিকআপ ভ্যানের চালক রাজন রবিদাস (২২) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তালাশ কোর্ট এলাকার আবদুস সালামের ছেলে মো. আজিম (২৩)।

ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহমুদ আদনান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছভর্তি ছোট পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি পিকআপের সঙ্গে ধাক্কা লাগালে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক নারীসহ ৯ জন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গোপলার বাজার কান্দিগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কেএ দুর্ঘটনা ঘটে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান বলেন, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে নবীগঞ্জের কান্দিগাঁও এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে থাকা একটি গাছকে ধাক্কা দেয়। এতে একজন নারীসহ ৯ জন নিহত হয়।

তিনি আরও বলেন, থানায় সাতজন পুরুষ ও একজন নারীর লাশ রয়েছে। আরেকজনের লাশ রয়েছে হাসপাতালে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে চারজন।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। হতাহতদের উদ্ধার কাজ চলছে।

ঢাকায় ঝালকাঠির সম্রাট ও নারীসহ ৫‘জঙ্গি’ আটক

সাভারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা দল’র এক নারীসহ পাঁচ সদস্যকে আটক করা হয়। শনিবার ভোরে আশুলিয়ার কাঠগড়া ও ধামরাই থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে বেশকিছু উগ্রবাদী বই, লিফলেট ও ডিজিটাল কন্টেন্ট উদ্ধার করা হয়।

আটকরা হলেন- ঝালকাঠি জেলার অলিউল ইসলাম সম্রাট, গোপালগঞ্জ জেলার মোয়াজ্জিম মিয়া শিহাদ, দিনাজপুর জেলার সবুজ হোসেন আব্দুল্লাহ, চাঁদপুর জেলার আরিফুল হক আরিফ ও ঢাকা জেলার রাশিদা হুমায়রা।

গত শুক্রবার রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকায় তাদের গোপন বৈঠকের সংবাদ পায় র‌্যাব। পরে গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে চারজনকে আটক করলেও বেশ কয়েকজন পালিয়ে যায়। আটকদের দেয়া তথ্য মতে পরে ধামরাই থেকে ওই নারী জঙ্গি সদস্যকে আটক করা হয়।

র‌্যাব-৪ মিরপুর শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, আটকরা দেশের প্রচলিত শাসন ব্যবস্থার পরিবর্তে ইসলামের নামে উগ্রবাদ ছড়িয়ে আসছিল। উগ্রবাদী সংবাদ, ব্লগ ও এতে উৎসাহমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করত।

এছাড়া নতুন জঙ্গি সদস্য সংগ্রহ করতে তাদের ৮-১০ জনের একটি গ্রুপ দেশের বিভিন্ন জেলায় গোপন বৈঠক করে আসছিল। টার্গেট কিলিং মিশনে অংশ নিয়ে থাকে অ্যান্ড্রয়েড মোবাইল ও ল্যাপটপের মাধ্যমে প্রটেক্টিভ অ্যাপস ব্যবহার করে এসব কাজ করত।

এ ঘটনায় পলাতক জঙ্গিদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

মোদিকে রুখতে রাজধানীতে ইসলামী ৬ দলের বিক্ষোভ

মুজিববর্ষে মোদিকে জানানো আমন্ত্রণ বাতিল চেয়ে রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করছে দেশের ছয়টি ইসলামপন্থী দলের নেতাকর্মীরা।একই সঙ্গে তারা ভারতের দিল্লির সহিংসতার ঘটনারও প্রতিবাদ জানাচ্ছেন।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদের উত্তর গেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, মুসলিম লীগ এবং ইসলামী ঐক্য আন্দোলনের কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ মুসল্লী সমবেত হয়ে মুজিববর্ষে মোদিকে আমন্ত্রণ বাতিল চেয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা  ‘সাম্প্রদায়িক মোদি’, ‘জঙ্গি মোদি’, ‘হিন্দুত্ববাদী মোদি’ বলে স্লোগান দেন। সেই সঙ্গে মুজিববর্ষে মোদি বাংলাদেশে আসলে গোটা জাতির অপমান হবে বলে উল্লেখ করেন।

এই আন্দোলনের নেতৃত্ব দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব নূর হোসাইন কাসিমী।

জুমার নামাজের আগেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বায়তুল মোকাররম মসজিদ ও আশেপাশের নিরাপত্তা জোরদার করেন। তবে বিক্ষোভে পুলিশ বাধা দেয়নি।

চরমোনাই মাহফিল ময়দান পরিদর্শন করলেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাহফিল ময়দান পরিদর্শন করছেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) চরমোনাই অনুষ্ঠিতব্য মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার প্রত্যয়ে চরমোনাই মাহফিল ময়দান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি মেডিকেল ক্যাম্প, খাবার দোকান, বিভিন্ন স্টল, বিএমপি কন্ট্রোল রুম সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল কর্মকর্তাবৃন্দের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) খায়রুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা-পটুয়াখালী রুটে ৪ তলা বিলাসবহুল লঞ্চ

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-পটুয়াখালী নৌপথে প্রথমবারের মতো চালু হচ্ছে আধুনিক ও বিলাসবহুল চার তলা লঞ্চ। লঞ্চটি নির্মাণ করেছে দেশের অন্যতম নৌযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুন্দরবন নেভিগেশন কোম্পানি। লঞ্চটির নাম রাখা হয়েছে সুন্দরবন-১৪। এই কোম্পানির ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌপথে আরও ছয়টি লঞ্চ চলাচল করছে। তবে সুন্দরবন-১৪ লঞ্চটি আধুনিক সাজসজ্জা, নির্মাণশৈলী ও প্রযুক্তির দিক দিয়ে অন্য লঞ্চগুলোকে হার মানাবে বলে দাবি করেছে মালিকপক্ষ।
সমুদ্রগামী বড় জাহাজের আদলে তৈরি এ লঞ্চটিতে যাত্রীদের আকৃষ্ট করতে রাখা হয়েছে নানা ব্যবস্থা। ক্যাফে, রেস্টুরেন্ট, ওয়াইফাই সুবিধাসহ বিনোদনের নানা ব্যবস্থা রাখা হয়েছে প্রযুক্তি নির্ভর এ লঞ্চটিতে। এছাড়া যাত্রীদের নামাজের জন্য আলাদা স্থান ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য রয়েছে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)। নিরাপত্তার জন্য পুরো নৌযানটিতে সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। একজন কমান্ডার ও ছয়জন সশস্ত্র আনসার সদস্য লঞ্চে যাত্রীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নদী পথে চলাচলের জন্য শনিবার বিকেলে মিলাদ ও দোয়া-মোনাজাতের দিয়ে বিলাসবহুল লঞ্চ সুন্দরবন-১৪ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ।
বরিশাল নদীবন্দরে লঞ্চটি উদ্বোধনের পর থেকে শত শত লোক লঞ্চটি দেখতে ভিড় করেন। প্রথম দিনে লঞ্চটির স্মৃতি ধরে রাখতে উৎসুক জনতা সেলফি তোলেন। আবার অনেকে ঘুরে ঘুরে লঞ্চটির সৌন্দর্য দেখেন।
সুন্দরবন নেভিগেশন কোম্পানির ব্যবস্থাপক আবুল কালাম ঝন্টু জানান, বিশেষজ্ঞ নৌ স্থপতির নকশায় ও সমুদ্র পরিবহন অধিদফতরের প্যানেল প্রকৌশলীদের নিবিড় তত্ত্বাবধানে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরে বেলতলা ফেরিঘাট এলাকায় সুন্দরবন নেভিগেশন ডক ইয়ার্ডে লঞ্চটি নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ চলেছে দুই বছর। প্রতিদিন ১৫০ জন শ্রমিক নিরলস পরিশ্রম করে সুন্দরবন-১৪ লঞ্চের নির্মাণ কাজ শেষ করেছে। ২৪১ ফুট দৈর্ঘ্যর এ নৌযানটির প্রস্থ ৩৬ ফুট। এর ২, ৩ ও ৪ তলায় ১৪১টি প্রথম শ্রেণির কক্ষ (কেবিন) রয়েছে। এর মধ্যে চারটি ভিআইপি, তিনটি সেমি ভিআইপি, পাঁচটি ফ্যামিলি, ৫৮টি সিঙ্গেল ও ৩৪টি ডবল কেবিন রয়েছে।
লঞ্চটির অনুমোদিত যাত্রী ধারণ ক্ষমতা ৭৬০ জন। এছাড়াও এটির চার শতাধিক টন পণ্য পরিবহনের সক্ষমতা রয়েছে। লঞ্চটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে ডেকোরেশন। বর্ণিল বৈদ্যুতিক আলোকসজ্জা দিয়ে আলোকিত করা হয়েছে লঞ্চটিকে। লঞ্চের প্রতিটি কেবিন দৃষ্টিনন্দন আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে। যা রুচিশীল যাত্রীদের জন্য লঞ্চযাত্রায় বাড়তি আনন্দ দেবে।
তিনি আরও জানান, জাপানের একটি কোম্পানির তৈরি এক হাজার ২০০ অশ্ব শক্তির দুটি মূল ইঞ্জিন ছাড়াও নৌযানটির বাতানুকূল প্রথম শ্রেণি ও ভিআইপি কক্ষসহ ডেক যাত্রীদের জন্য পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিতকরণে তিনটি জেনারেটর রয়েছে। স্ট্যান্ডবাই জেনারেটরও সংযোজন করা হয়েছে একটি।

ব্যবস্থাপক আবুল কালাম ঝন্টু বলেন, লঞ্চটি উদ্বোধন হলেও আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এ মাসের শেষের দিকে ঢাকা থেকে বগা হয়ে পটুয়াখালী চলাচল শুরু করবে সুন্দরবন-১৪ লঞ্চটি। লঞ্চটি পটুয়াখালীবাসীর জন্য একটি চমক। এর আগে ঢাকা-পটুয়াখালী নৌপথে এ ধরনের বিলাসবহুল চার তলা লঞ্চ চলাচল করেনি।
সুন্দরবন-১৪ লঞ্চের স্বত্বাধিকারী ও লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করেই সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে এ লঞ্চটি নির্মাণ করা হয়েছে। লঞ্চটি হুইল হাউজে (চালকের কক্ষ) সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্রাংশ সংযোজন করা হয়েছে। এর রাডার-সুকান ‘ইলেক্ট্রো ম্যাগনেটিক’ ও ম্যানুয়াল দ্বৈত পদ্ধতির। পাশাপাশি নৌযানটিতে আধুনিক রাডার ছাড়াও জিপিএস পদ্ধতি সংযুক্ত করা হয়েছে। ফলে লঞ্চটি চলাচলরত নৌপথের ১ বর্গ কিলোমিটারের মধ্যে গভীরতা ছাড়াও এর আশপাশের অন্য যেকোনো নৌযানের উপস্থিতি চিহ্নিত করতে পারবে। এমনকি ঘন কুয়াশার মধ্যেও নৌযানটি নির্বিঘ্নে চলাচল করতে পারবে । সুন্দরবন-১৪ লঞ্চ পরিচালনার জন্য দক্ষ মাস্টার অফিসার ও ইঞ্জিন অফিসার ছাড়াও মোট ৫০ জন বিভিন্ন শ্রেণির ক্রু থাকছে।
তিনি আরও জানান, লঞ্চের করিডরগুলোতে নান্দনিক ডিজাইন করা হয়েছে। জানালার কাচ, কাঠের ব্যবহার, রঙ প্রভৃতির মাধ্যমে নান্দনিক ডিজাইন করা হয়েছে। দুই ও তিন তলায় কাঠের কারুকাজ ও নজরকাড়া আধুনিক ঝাড়বাতিসহ বিভিন্ন ধরনের নানা রঙের এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। এই লঞ্চটির ডেকের যাত্রীদের জন্য নিচ তলা, দুই ও তিন তলায় বিছানো রয়েছে মসৃণ কার্পেট। ডেকের যাত্রীদের বিনোদনের জন দুটি বিশাল এলইডি টিভি লাগানো হয়েছে। কেবিনগুলোকে বিলাসবহুল ও অভিজাত করতে দামি আসবাবপত্র ব্যবহার করা হয়েছে। তবে অত্যাধুনিক এ নৌযানটির সব শ্রেণির যাত্রী ভাড়া অন্যসব নৌযানের মতোই থাকছে বলে জানান সাইদুর রহমান রিন্টু।

খুলনায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

খুলনার পাইকগাছায় মৈত্রী দাশ (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার পাইকগাছা পৌরসভায় এ ঘটনা ঘটে।

নিহত মৈত্রী দাশ পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মিলন দাশের মেয়ে। সে পাইকগাছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পূর্ব মুহুর্তে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মৈত্রী। ঘটনাটি ঘটেছে তার পিশিমা হৈমন্তীর বাড়িতে। সে ওই বাড়িতে থেকে লেখাপড়া করত।

ওসি এমদাদুল হক শেখ বলেন, মৃত্যুর কারণ এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।