বরগুনায় ধর্ষন মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

বিয়ের প্রলোভান দেখিয়ে ১৪ বছরের কিশরীর সাথে শারীরীক মেলামেশার এক পর্যয়ে অন্তসত্বা হয়ে পড়ার পরে বিয়ে করতে অপরাগতা প্রকাশ করায় ৪ মাসের অন্তসত্তা অবস্থায় ২০০৯ সালের ২১ অক্টোবর তিনি মামলা করে ওই কিশোরী।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোঃ হাফিজুর রহমান বুধবার মামলার রায়ে বরগুনা সদর উপজেলার ৮ নং ইউনিয়নের আব্দুল মালেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

এ ছাড়াও আসামীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আগামী ৩০ দিনের মধ্যে ভিকটিম ও তার শিশু সন্তানকে প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে।

মামলার এজারে বাদী অভিযোগ করেন , আসামী বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন করেন পরে বিয়ে করতে অপরাগতা প্রকাশ করে।
মামলার অপর দুই আসামী যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীর বাবা মাকে মামলার চার্জশীট থেকে অব্যহতি দেয়া হয়েছিল। ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষ ৮ জন সাক্ষী উপস্থাপন করে। আসামী ১ জন সাফাই সাক্ষী দেয়। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আশরাফুল আলম শিল্পী । আসামী পক্ষে ছিলেন কমল কান্তি দাস ও আঃ রহমান নান্টু।

আমতলীতে ১৫ ভিক্ষুককে পেল পুনর্বাসন

দেশে দারিদ্র নিরসনে ভিক্ষাবৃত্তির মতো অমর্যাদাকর পেশা থেকে নিবৃত্ত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর আবাসন, ভরন-পোষণ এবং বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে উপজেলার ভিক্ষুকদের উপর জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জরিপকৃত ভিক্ষুকদের তথ্য উপাত্ত নিয়ে একটি ডাটাবেইজ তৈরি করা হয়েছে। জরিপে আমতলী উপজেলায় ৬০৮ ভিক্ষুক রয়েছে তার মধ্যে থেকে ১৫ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য নির্বাচিত করা হয়।

২০১৯-২০ অর্থবছরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রত্যেক ভিক্ষুকের জন্য ৩০ হাজার করে টাকা সমাজসেবা আামতলী অফিসকে প্রদান করা হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিস উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে উপজেলার ৭টি ইউনিয়নের ১৫ জন ভিক্ষুককের প্রতেককে ৩০ হাজার টাকার হাস মুরগী, গরু ছাগল ক্ষুদ্র দোকানের জন্য প্রদান করা হবে বলে জানান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওসার।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন পর্যায়ক্রমে সকল ভিক্ষুককে পুর্ণবাসন করা হবে।

পাথরঘাটায় জেলেদের জালে ধরা পড়লো আড়াই লাখ টাকার একটি ভোল মাছ!

বরগুনার পাথরঘাটা উপজেলার সুন্দরবন এলাকার জেলেদের জালে ধরা পড়া একটি ভোল মাছ। প্রায় আড়াই লাখ টাকা মূল্যে মাছটি বিক্রি হয়েছে। শনিবার সকালে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটের ছগীর মিয়ার আড়ৎ থেকে মাছটি ক্রয় করেন ইউসুফ মিয়া নামের এক মৎস্য ব্যবসায়ী।

ছগীর মিয়া জানান, শনিবার সকালে সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দার আমার আড়তে মাছটি নিয়ে এলে খোলা ডাকের মাধ্যমে ইউসুফ মিয়া চার লাখ পঞ্চাশ হাজার টাকা মণ দরে কিনে নেন।

ইউসুফ মিয়া জানান, আন্তর্জাতিক বাজারে এই ভোল মাছের বালিশের ব্যাপক চাহিদা থাকায় আমি এটি সাড়ে চার লাখ টাকা মণ দরে ক্রয় করেছি। মাছটির ওজন ২২ কেজি। তাতে দাম হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫শ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এ মাছের বালিশের চাহিদা অনেক বেশি। জানা গেছে, এ মাছের বালিশ দিয়ে বিদেশিরা জুস বানিয়ে খেয়ে থাকেন।’

বেতাগী প্রেসক্লাবের সভাপতি মজনু, সম্পাদক লিটন

বেতাগী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ক্লাবের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে কমিটি গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক এর বেতাগী উপজেলা সংবাদদাতা মোঃ মিজানুর রহমান মজনুকে সভাপতি ও দৈনিক সংবাদ এর বেতাগী উপজেলা প্রতিনিধি প্রভাষক জহিরুল ইসলাম লিটনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম (ইনকিলাব), সহ-সভাপতি জিয়াউর রহমান জুয়েল (আমাদের কন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডবিøউ (আজকালের খবর), রমেন চন্দ্র দেবনাথ (সংবাদ দিগন্ত), অর্থ সম্পাদ রেজাউল কবির জুয়েল (মানবজমিন), প্রচার সম্পাদক রাজীব খান (পরিবর্তন) , দপ্তর সম্পাদক হৃদয় হোসেন মুন্না (ভোরের কাগজ) , তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক মোঃ সালাউদ্দীন (ঢাকা প্রতিদিন) , কার্যনির্বাহী সদস্য মনমথ রঞ্জন মল্লিক (আমাদের নতুন সময়), শাহ আলম রুবেল (দৈনিক জনতা) , সদস্য আকন্দ শফিকুল ইসলাম (আমাদের অর্থনীতি), আব্দুল খালেক লাভলু (আওয়ার বাংলাদেশ) , অলি আহমেদ (বাংলাদেশর খবর), আরিফ খান (বাংলাদেশ বেতার) , আরিফুর ইসলাম পলাশ (জবাবদিহি)।

বেতাগীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরগুনার বেতাগীতে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা, শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।

আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে একটি শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদিক্ষন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,

পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিথুন।

এর আগে দলীয় কার্যালয় কেক কাটা হয়। এ সময় পৌরসভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু,

পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, বেতাগী সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসীন ফয়সাল অপু,

উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আমতলীতে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে ধর্ষণ : মামলা দায়ের

আমতলী (বরগুনা) প্রতিনিধি ::

আমতলীতে প্রেমের ফাঁদে ফেলে এক স্কুল ছাত্রীকে বখাটে দুইবন্ধু মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের পর ওই মেয়ের নগ্ন ছবি মোবাইলে ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সোমবার ফের তাদের সাথে দেখা করার জন্য বলার পর অভিভাবকরা পুলিশের সাথে যোগাযোগের পর ৩ জনকে আসামী করে মেয়েটির মা বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় আমতলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

মামলা সূত্রে জানাগেছে, আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামের বারেক মৃধার ছেলে ট্রাক হেল্পার বখাটে মেহেদী আমতলী পৌরসভার ২ নং ওয়ার্ডের পঞ্চম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে গত ছয় মাস ধরে উত্যাক্ত করে আসছিল। কিন্তু বখাটের প্রেমের প্রস্তাবে রাজি হয়নি ওই স্কুল ছাত্রী। গত তিন মাস পূর্বে বখাটে মেহেদী (২০) ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে যোগাযোগ শুরু করে। প্রেমের এ সুযোগ নিয়ে গত শনিবার বিকেলে ওই ছাত্রীর সাথে দেখা করতে মেহেদী তার বন্ধু রাসেলকে (২২) নিয়ে আমতলী পৌর শহরের বাঁধঘাট চৌরাস্তায় অবস্থিত সকাল সন্ধ্যা হোটেলে আসে।

রাসেল ও মেহেদির পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই হোটেল থেকে মেহেদী তার ভাবীকে দেখানোর কথা বলে ওই ছাত্রীকে হোটেলের সামনে সোলায়মান নামে এক ব্যাক্তির বাসায় নিয়ে যায়। ওই সময় সোলায়মানের স্ত্রী বাসায় ছিল না কিন্তু সোলায়ন বাসায় ছিল। সোলায়মান বখাটে মেহেদি ও রাসেলকেসহ ওই স্কুল ছাত্রীকে ঘরে তুলে দিয়ে সে বাহির থেকে ঘড়েরর দরজায় তালা দিয়ে চলে যায়। ওই বাসায় দুই বন্ধু মিলে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। অনেক অনুনয় বিনয় করেও দুই বখাটের হাত থেকে রক্ষা পায়নি স্কুল ছাত্রী। দুই বখাটে ধর্ষণ শেষে ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ধারন করে। এই ঘটনা কাউকে জানালে এবং পুনরায় তাদের ডাকে সারা না দিলে নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখায় তারা এমন অভিযোগ ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর।

ওইদিন রাতেই বাসায় গিয়ে এ ঘটনা ওই ছাত্রী তার মাকে জানায়। নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয়ে ওই ছাত্রীর অভিভাবকরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে সাহস পায়নি। সোমবার রাতে ওই দুই বখাটে মুঠোফোনে আবার স্কুল ছাত্রীকে তাদের সাথে একটি নির্জন স্থানে দেখা করার প্রস্তাব দেয়। নিরুপায় হয়ে স্বজনরা মঙ্গলবার সকালে ওই ছাত্রীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং আমতলী থানা পুলিশকে জানান। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় বখাটে মেহেদি তার বন্ধু রাসেল ও ঘড় মালিক সোলায়মানকে আমামী করে আমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার পর বুধবার দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।

কান্নাজরিত কন্ঠে ধর্ষনের শিকার স্কুল ছাত্রী বলেন, মেহেদী ও তার বন্ধু রাসেল তার ভাবিকে দেখানোর কথা বলে আমাকে একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। আমি অনেক কান্নাকাটি করেও রক্ষা পায়নি। তিনি আরো বলেন, মোবাইলে আমার নগ্ন ছবি ধারন করেছে ওরা। আমি যদি এ কথা কাউকে বলে দেই এবং তাদের ডাকে আবার না আসি তাহলে ওরা এই ছবি ফেইজ বুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। মঙ্গলবার ছবির ভয় দেখিয়ে আবার আমাকে তাদের সাথে নির্জন স্থানে দেখা করতে বলে। আমি এ ঘটনার বিচার চাই।

ধর্ষিতা স্কুল ছাত্রীর বাবা বলেন, মেহেদি আর রাসেল মোর মাইয়াডারে মিথ্যা বইল্যা সোলায়মানেসর বাসায় নিয়া জোর কইর‌্যা ধর্ষণ করে। হের পর মোবাইলে ছবি উডায়। হেই ছবি ফেইজবুকে দেওয়ার ভয় দ্যাহ্যায়। হেইয়ার লইগ্যা মামলা হরতে বিলম্ব হয়। মুই এই ধর্ষণ কারীর ফাঁসি চাই।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারান্নুম মাহযাবিন বলেন, ওই ছাত্রীর নমুনা সংগ্রহ করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলী থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, ধর্ষণেল এঘটনায় আমতলী থানায় ৩ জনকে আসামী করে মামলা হয়েছে। এজাহার ভূক্ত আসামীদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।

আমতলীতে ভোক্তা অধিকারে জরিমানা

আমতলী প্রতিনিধি ॥
আমতলী সদর রোডের ইউএনও অফিস গেট সংলগ্ন মোল্লা সুপার সপে বুধবার সকাল ১১ টায় র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের ডিএডি মোফাচ্ছেল এর সহযোগিতায় ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।

দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং পণ্যের গায়ে নিজের ইচ্ছামত মূল্য নির্ধারণ করে ট্যাগ লাগিয়ে গ্রাহকের নিকট তা অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে দোকানের মালিক মো. আনিস মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিম আহম্মেদ ৬০ হাজার টাকা জরিমানা করেন।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিম আহম্মেদ বলেন, মানুষ যাতে নিরাপদ এবং ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন সে জন্য অসাধু দোকান মালিকদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আমতলীর বিভিন্ন দোকানে আরো অভিযান পরিচালনা করা হবে।

তালতলীতে স্ত্রীর পরকিয়ার যন্ত্রনা সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

বরগুনার তালতলীতে স্ত্রীর পরকীয়ায় যন্ত্রনা সইতে না পেরে বৃহস্পতিবার রাতে ছোট ভাইজোরা গ্রামের তিন সন্তানের জনক শাহদাত মুন্সি (৩৫) শ^শুরবাড়ির তেতুঁলগাছের সাথে স্ত্রীর শাড়ি কাপড় গলায় পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই রাতেই নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার কওে মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানাগেছে, ২০০০ সালে উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামের নয়া মুন্সির ছেলে শাহদাত মুন্সি একই গ্রামের আবদুল ছত্তার মিয়ার কন্যা লাকীর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে শাহাদাত মুন্সি তার শ^শুর বাড়িতে বসবাস করে আসছেন।

ইতিমধ্যে ওই দম্পতির ঘরে তিন সন্তানের জন্ম নেয়। গত দুই বছর পূর্বে তিন সন্তানের জননী স্ত্রী লাকি বেগম ওই গ্রামের খোরশেদ আলীর ছেলে হাসান আলীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়।

এ ঘটনায় স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ-বৈঠক হয় কিন্তু লাকি তার অবৈধ সম্পর্ক বন্ধ করেনি। স্ত্রী লাকিকে স্বামী শাহাদাত মুন্সি শাসন করলেই ক্ষিপ্ত হয় প্রেমিক হাসান। এ ঘটনার জের ধরে প্রেমিক হাসান লাকির স্বামীকে বেশ কয়েকবার মারধর করেছে।

স্ত্রীর পরকিয়ার যন্ত্রনা সইতে না পেরে বৃহস্পতিবার রাতে শাহাদাত শ^শুর বাড়ীর তেতুঁলগাছের সাথে স্ত্রীর শাড়ী কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে ওই রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। ঘটনার পরপর স্ত্রী লাকি ও প্রেমিক হাসান আলী এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

শুক্রবার পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের বড় ভাই কালাম মুন্সি অভিযোগ করে বলেন, শাহদাতের স্ত্রীর সাথে হাসান আলীর অবৈধ সম্পর্ক ছিল। এ ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা হতো।

এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হয়েছে। কিন্তু স্ত্রী পরকীয়া ফেরাতে পারেনি শাহাদাত। স্ত্রীর পরকিয়ার যন্ত্রনা সইতে না পেরে শাহাদাত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমি এ ঘটনার বিচার চাই।

নিহতের স্ত্রী লাকির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহারিত মুঠোফোন (০১৭৯….০১) বন্ধ পাওয়া গেছে।

তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমুত্যু মামলা হয়েছে।

মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আমতলীতে মানববন্ধন

ফ্রান্সে সরকারী পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে ব্যঙ্গচিত্র ধারণ- প্রদর্শন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে বরগুনার আমতলী উপজেলা জমিয়াতে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় আমতলী পৌর শহরের সাকিব প্লাজার সামনে উপজেলা জমিয়াতে হিযবুল্লাহ’র সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু জাফর মোহাম্মদ শামসুদ্দোহা’র সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ’র ইউনিয়ন ও উপজেলা শাখার সহা¯্রাধিক নেতা- কর্মী ও ধর্মপ্রাণ মুসুল্লীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে অংশগ্রহন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন করেন। মিছিল শেষে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা ও প্রিয় নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সের বর্তমান সরকারের উপর আল্লাহর গজব নাজিল করার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রিফাত হত্যা: মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে বাকি ৪ জনকে খালাস দেয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামানের আদালতে এ রায় ঘোষণা করা হয়।
ফাঁসির আদেশ পেয়েছে রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, আয়েশা সিদ্দিকা মিন্নি।

খালাস পেয়েছেন মো. মুসা, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন।
সকালে ‌ক‌ঠোর নিরাপত্তার মধ্য দি‌য়ে বেলা ১১টা ৪০ মি‌নি‌টে কারাগার ‌থে‌কে আসামি‌দের আদাল‌তে আনা হয়। দুপুর ১টা ২০ মিনিটে বরগুনা জেলা দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা শুরু করেন। এ সময় জামিনে থাকা আয়শা সিদ্দিকা মিন্নি ও কারাগারে থাকা ৮ আসামি উপস্থিত ছিলেন।

এর আগে ১৬ সেপ্টেম্বর এ মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান রায়ের জন্য বুধবার (৩০ সেপ্টেম্বর) দিন ধার্য করেন।
২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়। পরে রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার পরদিন ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা করেন রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ।
আরো পড়ুন- প্রকাশক মাজহারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন শাওন
গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। নৃশংসভাবে রিফাতকে কুপিয়ে হত্যার বহুল আলোচিত এ মামলায় পুলিশ যে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল, তাদের মধ্যে ১০ জনের বিচার চলে জজ আদালতে। বাকি ১৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার চলছে বরগুনার শিশু আদালতে আলাদাভাবে।
গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। অন্যদিকে গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত।
এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনও পলাতক রয়েছেন।